Sheetu Tours & Travels

Sheetu Tours & Travels Tourism Research Cell (Non-profit support like-Training, Seminar, Workshop, Tour support for disabled people, Anti DRUG-AIDS awareness program).

On that basis, we are very much interested to develop a good relationship with your esteemed organization by providing our service and your other demand for your corporate leisure Group, FIT, MICE, DMC, Etc. Mentioned that, We have the membership of Federation of Bangladesh Chamber of Commerce & Industry (FBCCI), India-Bangladesh chamber of Commerce & Industry (IBCCI), Tour Operators Association o

f Bangladesh (TOAB), Tourism Developers Association of Bangladesh (TDAB), Tourist Vehicle Owners Association of Bangladesh (TVOAB) and some other local & International associates. If you have any query or suggestion share to us regarding our activities & development of business please feel free to contact. Also may visit about details inbound-outbound packages with price to: www.sheetutrade&travels.com and check attachment details about Bangladesh Tour package and untouched Tourist attractions with historical details. Advance thanks for your valuable effort to read all attachments carefully. Eagerly we are waiting for your reply. Yours faithfully,
M S I Vidyut B.Sc. Engineer
CEO, Sheetu Trade & Travels Corporation

গল্প শুনেছিলাম, বঙ্গবন্ধু একদিন স্বপ্নে দেখেছিলেন, তার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবাণী করার জন্য!!বঙ্গবন্ধু হাসতে হাসতে বলে...
20/08/2023

গল্প শুনেছিলাম, বঙ্গবন্ধু একদিন স্বপ্নে দেখেছিলেন, তার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবাণী করার জন্য!!
বঙ্গবন্ধু হাসতে হাসতে বলেছিলেন, 'আমার সবচেয়ে প্রিয় মানুষ মোশতাক ।
কিন্তু ওকে তো কোরবানী করতে পারবো না,আমার বউ ওকে ভাই ডাকে!!
বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মৃত্যুতে বঙ্গবন্ধুর চেয়ে বেশি কেদেঁছিলেন একজন, কবরে নেমে নিজের হাতে দাফন করেছিলেন লাশ । তার কান্না থামাতে আসতে হয়েছিল স্বয়ং বঙ্গবন্ধুকে!!
তার নাম খন্দকার মোশতাক আহমেদ!!
বঙ্গবন্ধু তনয়, শেখ কামালের বিয়ের উকিল বাপ ছিলেন এই মানুষটি । এতোটাই ভালোবাসতেন বঙ্গবন্ধুকে, তার মাথার উপরে বঙ্গবন্ধুর ছায়া বোঝানোর জন্য সোনা দিয়ে একটা বটবৃক্ষ তৈরি করে বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিলেন ।
বঙ্গবন্ধু তার পুত্র-কন্যাদের বলেছিলেন, যদি কখনো তার কিছু হয়ে যায়, মোশতাক কাকুর কাছে চলে যেতে । এতোটাই নির্ভরতা ছিলো তার উপরে, এতোখানি বিশ্বাস ছিলো তার প্রতি ।
১৪ আগস্ট, ১৯৭৫ সালে, যেরাতে নির্মমভাবে হত্যা করা হয় বাঙালির জাতির পিতাকে, নিজ হাতে হাসেঁর মাংস রান্না করে বঙ্গবন্ধুকে খাইয়েছিলেন এই খন্দকার মোশতাক । যিনি ২রা আগষ্ট থেকেই জানতেন বঙ্গবন্ধুকে হত্যার পুরো পরিকল্পনা ।
বঙ্গবন্ধুকে হত্যার পরে হত্যাকারীরা যায় খন্দকার মোশতাকের বাসায় । নতুন জামা পরে, গোসল সেরে তিনি বঙ্গভবনে আসেন ক্ষমতা দখলের জন্য ।
১৫ আগস্ট সকাল ১১ঃ৪৫ মিনিটে নতুন সরকার প্রধান হিসেবে খন্দকার মোশতাক বেতারে ভাষণ দিলেন । তিনি আবেগমন্থিত গলায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের "সূর্যসন্তান" আখ্যা দিলেন । বঙ্গবন্ধুর মৃতদেহ তখনো নিথর পড়ে আছে ৩২ নাম্বারের বাড়িটিতে ।
রাষ্ট্রপতির দ্বায়িত্ব নেবার পর তিনি ইনডেমিনিটি বিল পাশ করেন। তিনি "জয় বাংলা" স্লোগান পরিবর্তন করে এর স্থলে "বাংলাদেশ জিন্দাবাদ" স্লোগান চালু করেন।
খন্দকার মোশতাকের প্রত্যক্ষ নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয় তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ।
মোশতাকের কোন বিচার হয়নি, মোশতাকদের কোন বিচার হয়না কখনো ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরে একজনই জন্মায় । কিন্তু পথকুকুরের মত, মোশতাকেরা বারবার ফিরে আসে । তাদের বংশবৃদ্ধি ঘটে । বারবার জন্মায় মোশতাকের দল, নানা সময়ে, নানা চরিত্রে । একজন মুজিব আসেনা ।
আজ আমি আমার চারপাশে শুধু মোশতাকদের দেখি । বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে তারা বিরিয়ানীর প্যাকেট নিয়ে মারামারি করে, কার চেয়ে কার শোক বেশি সেটা প্রমাণ করতে টক শো গরম করে ফেলে । বিবৃতি আর কলামে ভরে যায় সংবাদপত্রগুলো, স্ট্যাটাসে শেয়ারে ছেয়ে যায় ফেসবুক । সড়ক ছেয়ে যায় তাদের শোকের পোস্টারে, ব্যানারে তাদের হাসি হাসি অসৎ মুখগুলো শেখ মুজিবের পাশে খুবই বেমানান লাগে । তাদের চোখের জলে ভিজে যায় সদ্যকেনা মুজিব কোট, গলা জড়িয়ে আসে কথা বলতে বলতে, টিভি উপস্থাপিকাও তাদের আবেগ দেখে সাবধানে চোখের কোণ মুছে নেন ।
তোমাদের এই বিরিয়ানী আমার গলা দিয়ে নামতে চায়না ।
হয়তো আমি তোমাদের মত শোকার্ত হতে পারিনি।আমার শুধু মনে হয়, একজন মানুষ যিনি তার পুরোটা যৌবন কাটিয়েছেন কারাগারে, জীবনের অনিশ্চয়তায় , শুধুমাত্র বাংলার গণমানুষের মুক্তির জন্য, তাদের বাকস্বাধীনতা প্রকাশের জন্য, তাদের দুইবেলা অন্নের নিশ্চয়তার জন্য, তাদের গণতন্ত্রের আস্বাদ দেবার জন্য – তার প্রয়াণদিবসে কালো ব্যাজ পড়ে, মাইক টানিয়ে, টেবিল চাপড়ে, ফেসবুক উপড়ে, বিরিয়ানীর গন্ধে মাতোয়ারা হয়ে শোক প্রকাশ আমার সাজে না ।
আজ আমি এমন কোন নেতা দেখিনা, যার জন্য একটি জাতির সব মানুষ হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত । এমন কোন নেতা দেখিনা, যিনি সাধারণ মানুষের দুঃখে কাঁদেন, তাদের মুক্তির জন্য রাজপথে নামেন, তাদের দাবী আদায়ের জন্য হাসিমুখে কারাবরণ করেন । এমন কোন নেতা দেখিনা, যার তর্জনীর ইশারায় জন্ম হয় স্বাধীন একটি দেশের । যাকে ভালোবেসে মানুষ বঙ্গবন্ধু নামে ডাকতো!!
আমি আমার চারপাশে শুধু মোশতাক দেখি , শত শত মোশতাক, হাজার হাজার মোশতাক, লক্ষ লক্ষ মোশতাক!!
আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে হয়তো একটি করে খন্দকার মোশতাক পাবেন কিন্তু সারা বিশ্ব খুঁজলেও একটি শেখ মুজিবকে পাবেন না।
আমি আর কোথাও একটি মুজিব দেখিনা!
মুজিবরা পৃথীবিতে বারবার আসে না, একবারই আসে কিন্তু মোশতাকরা পৃথীবিতে আজিবনই থাকে।
কবে পাবো মোশতাকবিহীন একটি বাংলাদেশ? যে দেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু!
সর্বোপরি ১৫ আগষ্টে সকল শহিদদের আত্মার মাগফেরাত করি ও সেদিনের মৃত্যুর ভয়াল থাবা থেকে যারা বেঁচে আছেন তাদের জন্য রইল দোয়া, আল্লাহ তাদের নেক হায়াত দান করুন ও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন।

 #5 Year Multiple Entry Tourist Visa For UAE  05 YEARS MULTIPLE VISA/GOLDEN VISAসংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ...
25/07/2022

#5 Year Multiple Entry Tourist Visa For UAE

05 YEARS MULTIPLE VISA/GOLDEN VISA
সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরব আমিরাতে প্রবেশের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া চালু করেছে।প্রবেশের পর সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে ,দুবাই ৫ বছরের মাল্টিপল ট্যুরিষ্ট ভিসা প্রসেস করতে যোগাযোগ করুন আমাদের সাথে আর ভিসার সাথে নিন ফ্রী ট্রাভেল ইন্সুইরেন্স।
👉প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবেঃ
◼️ পাসপোর্টের স্ক্যান কপি।
◼️ নতুন রঙ্গিন ছবি, সাদা ব্যাকরাউন্ড এবং ল্যাব প্রিন্ট হতে হবে।
◼️ ব্যাক্তিগত বা ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট বিগত ছয় মাসের (মিনিমাম ব্যালেন্স পাঁচ লাখ টাকা থাকতে হবে)।
◼️ ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট (ডলার এর পরিমান লেখা সহ)।
-------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
Cellular # +88 01911-111-777, +88 01552-654 654
--------------------------------------------------------------------------
Address :
Sheetu Tours & Travels
Corporate Office:
8, Shahid Shangbadik Salina Parvin Sharak, 3rd Floor
(Old 69) Mogh Bazaar, Ramna, Dhaka-1217
Tele Phone: 02-9338202, Fax-02-8359294,
Cellular # +88 01911-111-777, +88 01552-654 654

--------------------------------------------------------------------------
For more, Visit: https://www.facebook.com/sheetutradetravels

21/06/2022


Add Elegance To Your Home Decor With Energy Super
Brings a Royal Feeling to Your Home
#এনার্জি #সুপার #সুইচ ও #সকেটের আকর্ষণীয় ডিজাইন ও গুণগত মান নিশ্চিত করে আপনার ঘরের সৌন্দর্য। #এনার্জি #সুপার #সুইচ #সকেট পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে।

 #দৃষ্টি আকর্ষণ করছি!
24/10/2021

#দৃষ্টি আকর্ষণ করছি!

Notice
17/10/2021

Notice

™ এম আর পি হতে এম আর পি নবায়ন : ১০ কর্ম দিবস™ এম আর পি হতে ই পাসপোর্ট নবায়ন : ০৩ কর্ম দিবস ( পাসপোর্ট ও এন আইডির মিল থাক...
10/10/2021

™ এম আর পি হতে এম আর পি নবায়ন : ১০ কর্ম দিবস
™ এম আর পি হতে ই পাসপোর্ট নবায়ন : ০৩ কর্ম দিবস
( পাসপোর্ট ও এন আইডির মিল থাকতে হবে)
™ নিজ নাম বাবা ও মায়ের নাম কারেকশন করে ই পাসপোর্ট :
এন আই ডি বাধ্যতামূলক )
™ বয়স কারেকশন ০৫ বছর পযর্ন্ত ( এন আই ডিতে সঠিক থাকতে হবে)
™ স্ক‍্যান কপি দিয়ে এম আর পি নবায়ন : ( ৩০ হতে ৪০ দিন )
™ জন্মনিবন্ধন :০৩ কর্ম দিবস
™ পেন্ডিং এপ্রোভাল ( ই পাসপোর্ট ): ০২ কর্ম দিবস
™™ পাসপোর্ট র্সক্রান্ত যবতীয় সহযোগিতার জন‍্য যোগাযোগ করুন ইনবক্স এ
™™ অফিস :আগারগাও:
ঢাকা

প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা;আমি অশেষ ধন্যবাদ জানাই দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি আরবের মহামহিম বাদশাহ সালমান বিন আব...
10/10/2021

প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা;
আমি অশেষ ধন্যবাদ জানাই দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি আরবের মহামহিম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মহানুভবতাকে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বকে, যার জন্য বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আজ এক নতুন মাত্রায় উপনীত হয়েছে। এরই ফলশ্রুতিতে সৌদি আরবে এখন প্রায় ২২ লক্ষের অধিক বাংলাদেশীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে........

সম্মানিত সুধীঃসৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাসের কন্সুলার সেবা সহজে পৌছেঁ দেয়ার জন্য “...
10/10/2021

সম্মানিত সুধীঃ
সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাসের কন্সুলার সেবা সহজে পৌছেঁ দেয়ার জন্য “প্রবাসী সেবা কেন্দ্র (EDC)” খোলা হয়েছে। যেখানে প্রবাসীরা সহজে পাসপোর্ট নবায়নসহ অন্যান্য সকল কন্সুলার সেবা গ্রহণ করতে পারছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৌদি সরকারের নির্দেশনার প্রেক্ষিতে যদিও দূতাবাস ও কন্সুলেটের নির্ধারিত কন্সুলার ট্যুর আপাতত স্থগিত রয়েছে, তবে তা সৌদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে খুব শিঘ্রিই শুরু করা হবে বলে আমি আশা করি। সেবা প্রদান সহজিকরণ ও স্বচ্ছতা আনয়নে দূতাবাস সর্বদা তৎপর রয়েছে। পরিবর্তনের এ যাত্রায় আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য......

সৌদি আরব থেকে আগত সম্মানিত যাত্রীদের উদ্দেশ্য। সৌদি এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী নিম্ম লিখিত আইটেম গুলো বুকিং লাগেজে নিতে প...
09/10/2021

সৌদি আরব থেকে আগত সম্মানিত যাত্রীদের উদ্দেশ্য।
সৌদি এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী নিম্ম লিখিত আইটেম গুলো বুকিং লাগেজে নিতে পারবেন না। এয়ারপোর্টে হয়রানির হাত থেকে বাচতে হলে নিজেকে আগে সচেতন হতে হবে।

কাতারে বসবাসরত সম্মানিত সকল বাংলাদেশী নাগরিকদেরকে কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী মুখাবরণ ব্যবহার করার জন্য বিশেষভাবে অন...
17/05/2020

কাতারে বসবাসরত সম্মানিত সকল বাংলাদেশী নাগরিকদেরকে কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী মুখাবরণ ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Good News 😍😍
12/04/2020

Good News 😍😍

নি:সন্দেহে এটি একটি ভালো সংবাদ ।

সাউথ কোরিয়ার স্টাইলে ৪৪টি ওয়াক ইন করোনা স্যাম্পল কালেকশন বুথ চালু হচ্ছে আজ :)

৮টা ঢাকা ৮টা নারায়ণগন্জ এবং বাকীগুলো অন্য জেলা সদরে চালু হবে । মোট ৩২০ টি এমন বুথ চালু হবে খুব শীঘ্রই ।

ভালো সংবাদ তবে পাশাপাশি টেস্টিং ল্যাবের সংখ্যা না বাড়ালে লম্বা সময় লেগে যাবে রেজাল্ট পেতে । তাই দ্রুত ল্যাবের সংখ্যা বাড়াতে হবে ।

Open Letter....
02/04/2020

Open Letter....

Open Letter ....
01/04/2020

Open Letter ....

25/03/2020
22/01/2020

সাবধান সবাই

যে ফুল গন্ধ বিলায় সে কিন্তু নীরবেই ফোটে...!!!মোহময়ী সাজেক ভ্যালি==================================সাজেক রাঙামাটি জেলার ...
08/11/2018

যে ফুল গন্ধ বিলায় সে কিন্তু নীরবেই ফোটে...!!!

মোহময়ী সাজেক ভ্যালি
==================================
সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক আয়তনে বিশাল, বাংলাদেশের অনেক উপজেলার চেয়েও আয়তনে বড়। এটির অবস্থান খাগড়াছড়ি জেলা থেকে উত্তর-পূর্ব দিকে। মূল সাজেক বলতে যে স্থানকে বুঝায় সেটি হলো ‘রুইলুই’ এবং ‘কংলাক’ নামের দুটি বসতি, স্থানীয় ভাষায় ’পাড়া’। সমতল ভূমি থেকে প্রায় ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত ‘রুইলুই’ এবং ‘কংলাক’ বসতি।

সাজেক পয়েন্টে যাবার একটু আগেই পরবে রুইলুই পাড়া। এই পাড়াটির উচ্চতা ১৭২০ ফুট। এটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী পাংখোয়া-দের বসতি। রাস্তার দু'ধারেই ঘর রয়েছে। চা খাওয়ার ছোট্ট দোকান রয়েছে। পাহাড়ী মেয়েরা হাতে টানা তাঁতে কাপড় বুনে, কেউবা মোটা বাঁশের পাইপে তামুক খায়। পাহাড়ী জনপদের জীবনযাত্রা দেখতে আপনার ভালো লাগবে।

সাজেক আর্মি ক্যাম্প হতে আরও ৩ কিলোমিটার কাঁচা রাস্তা পেরিয়ে কংলাক পাহাড়। কংলাক পাহাড়ের নিচ পর্যন্ত চাঁদের গাড়ী চলাচল করে। তারপর খাড়া পাহাড় বেয়ে অনেকখানি উঠতে হবে হেঁটে। পাহাড়ের মাথায় বড় একটা পাথরের চাট্টান পেরিয়েই কংলাক পাড়া - ছবির মত সুন্দর একটি আদিবাসী গ্রাম! প্রতিটি বাড়ির সামনেই রয়েছে ফুলের বাগান। ১৮০০ ফুট উচ্চতায় এই পাড়ায় পাংখোয়া আর ত্রিপুরা জনগোষ্ঠির প্রায় ৩০টি পরিবারের বসতি। এই পাড়া ঘুরে বেড়াতে আপনার ভালো লাগবে নিঃসন্দেহে! এখানে আপনি দেখতে পাবেন পাহাড়ের ঢালে ছোট্ট একটি চা বাগান, পাহাড়ের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বেশ কয়েকটি কফি গাছ... আর পাহাড়ের ঢাল বেয়ে একটু নিচে নামলে রয়েছে কমলা বাগান। এখানে আপনি দুর্লভ সুগন্ধি 'আগর' গাছেরও দেখা পাবেন। এক কথায় চমৎকার একটি গ্রাম দেখার সৌভাগ্য হবে আপনার!

চান্দের গাড়ি যখন পাহাড়ের পথ ধরে ছুটে চলে তখন শুধু প্রকৃতির একক রূপ আপনার চোখে ধরা পরবে অপরূপ হয়ে। দু’পাশে গভীর অরণ্য, মাঝে পাহাড়ি আঁকাবাঁকা পথ। গাড়ি কখনও ওপরের দিকে উঠছে, কখনও নিচের দিকে। মাঝে মধ্যে মনে হবে এই বুঝি আকাশ ছুঁতে চলেছি। কোনো জনমানবের চিহ্ন নেই। কেবলই অবাক হয়ে সাজেকের রূপ দেখা।

বিআইডব্লিউটিসির ফেরিঘাটের গাড়ি বুকিং অফিস সমূহঃ''Transport Booking Ferry Terminal''পাটুরিয়া ফেরিঘাটজনাব মো: আজমল হোসেনডি...
26/04/2018

বিআইডব্লিউটিসির ফেরিঘাটের গাড়ি বুকিং অফিস সমূহঃ

''Transport Booking Ferry Terminal''

পাটুরিয়া ফেরিঘাট

জনাব মো: আজমল হোসেন

ডিজিএম (কমার্স)

ফোন : ৭৭১৬১১৯ (অফিস)

মোবা: ০১৭২৬-২১০৪৯৩


দৌলতদিয়া ফেরিঘাট

জনাব মো: শফিকুর ইসলাম

ম্যানেজার (কমার্স)

মোবা: ০১৭১২-৫৯২২৮৪


শিমুলিয়া (মাওয়া) ফেরিঘাট

জনাব শাহ মো: খালেদ নেওয়াজ

এজিএম (কমার্স)

মোবা: ০১৭১৫-৬৩৫৩৪১

হরিণা ফেরিঘাট, চাঁদপুর

জনাব কে এম এমরান

ম্যানেজার (কমার্স)

মোবা: ০১৭১৬-১৫৭২৪০৭


লক্ষ্মীপুর ফেরিঘাট

জনাব শিহাব উদ্দিন

এসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্স)

মোবা: ০১৭১২-১৯০৪৯৪


ইলিশা ফেরিঘাট, ভোলা

জনাব আবু আলম হাওলাদার

ম্যানেজার (কমার্স)

মোবা: ০১৭৩২-৩৪৪৭৭৭

০১৭৩২-৩০৮৩৭২

মতলব গজারিয়া ফেরিঘাট

জনাব মো: জাহাঙ্গীর আলম

উচ্চমান সহকারী

মোবা: ০১৬২০-৩৮২৩৮৪


কাঁঠালবাড়ী ফেরিঘাট

জনাব মো: সালাম হোসেন

ম্যানেজার (কমার্স)

মোবা: ০১৯১২-২৫৪০৯৮


লাহারহাট ফেরিঘাট

জনাব কাউছার আহমেদ খান

এসি: ম্যানেজার (কমার্স)

মোবা: ০১৭১৭-৬৬১৫৭৯

দুবাই ভিসা চালু ব্যাপারে সতর্কীকরণ বার্তাঃ------------------------------------------গত ১৮/০৪/২০১৮ ইং রোজ বুধবার দুই দেশে...
22/04/2018

দুবাই ভিসা চালু ব্যাপারে সতর্কীকরণ বার্তাঃ
------------------------------------------
গত ১৮/০৪/২০১৮ ইং রোজ বুধবার দুই দেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।এর অর্থ তা নয় যে ভিসা চালু হয়ে গেছে।

১৯ টি ক্যাটাগরির স্মারক চুক্তি স্বাক্ষরিতত হয়েছে মাত্র।ভিসা এখনো চালু হয় নাই। প্রলোভনকারী মিডিয়া বা দালাল থেকে ১০০ হাত দূরে থাকুন।

১. গৃহ পরিচালক।
২.ব্যক্তিগত নাবিক।
৩.বাড়ি দেখা শুনার কর্মী ও নিরাপত্তা কর্মী।
৪.ঘরের মেষ পালক।
৫.পারিবারিক গাড়ির ড্রাইভার।
৬.গাড়ির পার্কিং পরিষ্কার।
৭.গৃহ পালিত ঘোড়ার রক্ষক।
৮.গৃহ পালিত বাজপাখি'র রক্ষক ও প্রশিক্ষক কর্মী।
৯.ঘরের ভিতরের কর্মী।
১০.বাড়ির কেয়ার টেকার কর্মী।
১১.ব্যক্তিগত প্রশিক্ষক।
১২.ব্যক্তিগত শিক্ষক।
১৩. বাচ্চা-দের সেবক।
১৪. বাড়ির আভ্যন্তরীণ কৃষক।
১৫. বাড়ির মালি।
১৬. ব্যক্তিগত নার্স।
১৭. ব্যক্তিগত পি-আর-ও-(P.R.O- Personal relationship officer.)
১৮. ব্যক্তিগত কৃষি ফার্মের প্রকৌশলী।
১৯. ঘরের বাবুর্চি।

চুক্তি স্বাক্ষরিত হওয়া ১৯ টি ক্যাটাগরির ভিসা এর আগেও চালু ছিল! আরব আমিরাতে ২ ধরনের ভিসা বের হয়।

তা হলোঃ--

01- Ministry of Labour,
02- Ministry of Immagration.

01- Ministry of Labour বা শ্রম মন্ত্রনালয়ের ভিসা সমুহ ২০১২ সালের আগষ্ট থেকে বাংলাদেশীদের জন্য বন্ধ রয়েছে.

02- Ministry of Immagration. এর ভিসা সমুহ আগে ও চালু ছিল, এখনো চালু আছে, এ ভিসা গুলো হচ্ছে আরবীদের ঘরের ভিসা, পার্টনার বা ইনভেস্টর ভিসা, ভিসিট ভিসা সহ সরকারী কাজের সাথে সম্পৃক্ত ভিসা গুলো।

চুক্তি স্বাক্ষরিত হওয়া ১৯ টি ক্যাটাগরির ভিসা এর আগেও চালু ছিল। এখন এ চুক্তির মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাবেন তার একটা সমঝোতা হল মাত্র।

ভিসা পরিবর্তন বা চালু হওয়ার ব্যাপরে খালিজ টাইম বা গালফ নিউজে সরাসরি কোনো নিউজ আসেনি। আশাবাদী ভাল কোনো খবর অতি শীঘ্রই আসবে।

অতি উৎসাহী মিড়িয়া বা কোন দালালের খপ্পরে পড়ে ভিসার জন্য অগ্রিম কোনো লেনদেন করবেন না।

বিঃদ্রঃ - বিদেশ না এসে এই টাকা দেশে কোন ব্যবসায় ইনভেস্ট করে পরিবারের সাথে থাকুন।এটাই হবে উত্তম।

New Video Must Watch Friend's
26/12/2017

New Video Must Watch Friend's

St. Martin's Island (সেন্ট মার্টিন্স দ্বীপ/ সেন্ট মার্টিন আইল্যান্ড) is a small island (area only 8 km2) in the northeastern part of the Bay of Bengal, about...

30/11/2017

Hi friends how are you...?

30/09/2017

পাসপোর্ট তৈরীর কথা ভাবছেন....? তাহলে এই ভিডিওটি দেখুন। আশা করি উপকৃত হবেন।

04/08/2017
30/07/2017
News ta sobai poron kindly.. sobai ke janate share koron
30/07/2017

News ta sobai poron kindly.. sobai ke janate share koron

কানাডায় চাকরি ভিসা এবং ইমিগ্রেশনের কথা বলে প্রতারনা করছে সংঘবদ্ধ একটি চক্র।

বাংলাদেশে বসবাসরত বাংলাদেশিদের কানাডায় স্থায়ী বাসিন্দা হবার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশে কানাডীয় হাই কমিশন একটি বক্তব্য প্রচার করেছে।

হাই কমিশনের বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো।


আপনি কি ইমিগ্রেশন বিষয়ে এধরণের কোন প্রস্তাবনার কথা শুনেছেন ?

-কানাডা 3 00,000 কর্মী খুঁজছে! কানাডার ভিসা ও কাজের গ্যারান্টি!!

-ওয়ার্ক পারমিটের নিশ্চিত গ্যারান্টি! বিনামূল্যে বৃত্তি!! স্বল্প অভিজ্ঞতাসহ অথবা বিনা অভিজ্ঞতায় কানাডায় উচ্চ বেতনের চাকুরি!! বিনামূল্যে বিমান টিকেট এবং আবাসন ব্যবস্থা !!

-কর্মসংস্থানের নিশ্চয়তা! বিশেষ প্রোগ্রাম!! হোটেল ক্লিনার হিসাবে মাসে ৪,০০০ ডলার উপার্জনের সুবর্ণ সুযোগ!!!

এধরণের কোন প্রতারণার শিকার হবেন না।

কোন প্রস্তাব যদি অতিরিক্ত রকমের ভাল বা লোভনীয় মনে হয়, তাহলে সেটা প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশী।

===================
আপনার যা জানা প্রয়োজনঃ
====================

-কানাডার ভিসা, ওয়ার্ক পারমিট বা লেখাপড়া সংক্রান্ত ভিসা আবেদনের জন্য কোন ইমিগ্রেশন প্রতিনিধি নিয়োগ দেয়ার কোনই প্রয়োজন নেই।

-কানাডিয়ান সরকারী কর্মকর্তাদের সঙ্গে কোন ইমিগ্রেশন প্রতিষ্ঠান বা প্রতিনিধির বিশেষ কোন সম্পর্ক নেই এবং তারা কোনভাবেই আপনার আবেদন অনুমোদনের নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে পারেন না।

-শুধুমাত্র কানাডিয়ান দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই কোন আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে বা দিতে পারেন।

-মিথ্যা বা জাল কাগজপত্র ব্যবহারে প্রলুব্ধ হবেন না, কেননা এর ফলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে।
-কানাডায় চাকুরী প্রদানের প্রতিশ্রুতি প্রদানকারী বিভিন্ন ভূয়া ওয়েবসাইট ও ইন্টারনেট প্রতারণা সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন। লক্ষ্য করুন- Canadian Immigration and Citizenship(CIC) এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে-www.cic.gc.ca.

-Citizenship and Immigration Canada (CIC)-এর ওয়েবসাইটে আপনি বিনামূল্যে বিভিন্ন আবেদন ফরম এবং যে কোন ধরণের ভিসার জন্য আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাবেন।

-সারা বিশ্বের সকল কানাডিয়ান ভিসা অফিসে প্রসেসিং ফি একই সমান। কানাডিয়ান ডলারের সঙ্গে স্থানীয় মুদ্রার আনুষ্ঠানিক বিনিময় হারের উপর ভিত্তি করে স্থানীয় মুদ্রায় প্রসেসিং ফির পরিমাণ নির্ধারিত হয়।

-কানাডিয়ান ভিসা অফিস কখনোই আপনাকে কারো ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা জমা দেয়ার জন্য কিংবা নির্দিষ্ট কোন ব্যক্তি-মালিকানাধীন মানি-ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তরের জন্য অনুরোধ করবে না।

-আপনার যে কোন প্রশ্ন থাকলে বা যে কোন বিষয়ে তথ্যের প্রয়োজন হলে Citizenship and Immigration Canada (CIC) বা আপনার এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত ভিসা অফিসে যোগাযোগ করুন।

আপনি কোন ইমিগ্রেশন প্রতিনিধি নিযুক্ত করতে চাইলে- কারা আইনসম্মতভাবে আপনার প্রতিনিধিত্ব করতে পারে- এ বিষয়সহ আরও অন্যান্য বিষয়ে অধিকতর জানার জন্য Citizenship and Immigration Canada (CIC)-এর ওয়েবসাইটের ইমিগ্রেশন প্রতিনিধি (Immigration Representatives) সংক্রান্ত অংশগুলো দেখুন ।

#বিস্তারিত_জানতে_যোগাযোগ_করুণ :-

International Admission Service (IAS)
House: 432 ,Road :30
Mohakhali DOHS
Dhaka-1219 , Bangladesh
Mob: 01910224466
01911525936
01767425186
www.iasbd.co.uk

Address

Ramna
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheetu Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheetu Tours & Travels:

Videos

Share

Category

Nearby travel agencies