Travel Horn

Travel Horn Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel Horn, Travel Agency, Ramna.

18/02/2024

সমুদ্র 🌊🏖️

কক্সবাজার ♥️♥️
27/01/2024

কক্সবাজার ♥️♥️

Cox Carnival ♥️♥️♥️♥️
13/01/2024

Cox Carnival ♥️♥️♥️♥️

09/01/2024

Cox's bazar

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস...
06/01/2024

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচ-বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

মাছ ধরার বিশাল কর্মযজ্ঞ চলছে.....কক্সবাজার ♥️♥️♥️চিত্র গ্রহণ : সিহান
22/11/2023

মাছ ধরার বিশাল কর্মযজ্ঞ চলছে.....
কক্সবাজার ♥️♥️♥️

চিত্র গ্রহণ : সিহান

আগামী ১-লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। ঢাকা কক্সবাজার আন্ত...
18/11/2023

আগামী ১-লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ।

ঢাকা কক্সবাজার আন্তঃনগর ট্রেনের কোড, ভাড়া,টাইম টেবিলগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে 🙂

🌳ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার দূরত্ব ৫৫১ কিলোমিটার।

🌻১.শোভন চেয়ার ৫২৫৳ (ভ্যাট ছাড়া)
🌻২.এসি চেয়ার ১১৩২৳ (ভ্যাটসহ)
🌻৩.এসি কেবিন ১৩৬৩৳ (ভ্যাটসহ)
🌻৪.এসি বার্থ ২০৩৬৳ (ভ্যাটসহ)
--------------------------------------------------

👉ট্রেনের কোড নং ৮১০
👉যাত্রা গন্তব্যঃ কক্সবাজার-ঢাকা
👉কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
👉ঢাকা পৌঁছাবে রাত ৯.১০ টায়
⏰ভ্রমণের সময় ৮.১০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৪
👉যাত্রা গন্তব্যঃ ঢাকা-কক্সবাজার
👉ঢাকা ছেড়ে যাবে রাত ১০.৩০ টায়
👉কক্সবাজার পৌঁছাবে ভোর ৬.৪০ টায়
⏰ভ্রমণের সময় ৮.১০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৫
👉যাত্রা গন্তব্যঃ কক্সবাজার-ঢাকা
👉কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮.৩০ টায়
👉ঢাকা পৌঁছাবে ভোর ৪.৩০ টায়
⏰ভ্রমণের সময় ৮.০০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৬
👉যাত্রা গন্তব্যঃ ঢাকা-কক্সবাজার
👉ঢাকা ছেড়ে যাবে সকাল ৬.১৫ টায়
👉কক্সবাজার পৌঁছাবে দুপুর ২.২০ টায়
⏰ভ্রমণের সময় ৮.০৫ ঘন্টা

বান্দরবানবাসীর জন্য স্বপ্নের  টানেল ❤️
30/10/2023

বান্দরবানবাসীর জন্য স্বপ্নের টানেল ❤️

এশিয়া মহাদেশে এই প্রথম বাংলাদেশে দোহাজারী-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পে লোহাগাড়া উপজেলার চুনতিতে নির্মাণ করা হয়ে...
21/10/2023

এশিয়া মহাদেশে এই প্রথম বাংলাদেশে দোহাজারী-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পে লোহাগাড়া উপজেলার চুনতিতে নির্মাণ করা হয়েছে "এলিফ্যান্ট পাস"।
পাহাড়ী এলাকায় হাতি চলাচলের সুবিধার্থে নিচ দিয়ে চলাচল করবে ট্রেন এবং উপর দিয়ে চলাচল করবে হাতি। রেললাইনের ওভারপাসে লাগানো হয়েছে ।কলা গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ।

আপনারা যারা দেশ এর বিভিন্ন জাগায় ঘুরতে ভালোবাসেন।তারা আমাদের সাথে কম খরচ এ ঘুরতে যেতে পারেন।আমরা প্রস্তুত আপনাদের ঘুরানোর জন্য। আমাদের পেজ এর সাথে থাকুন।

https://www.facebook.com/travelhorn?mibextid=ZbWKwL

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকায় ঝর্ণার উপর থেকে পড়ে নিহত পর্যটক/গাইড মোহাম্মদ রাফির মৃতদেহ কঠিন পাহাড়ি প...
14/08/2023

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকায় ঝর্ণার উপর থেকে পড়ে নিহত পর্যটক/গাইড মোহাম্মদ রাফির মৃতদেহ কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে এভাবেই স্বজনদের কাছে পৌঁছে দেয় সেনাবাহিনী।

10/08/2023

বৃষ্টি আর পাহাড়❤️❤️❤️

যারা একবার হলেও বান্দারবান গিয়েছেন তারা চিনবেন। বান্দারবান  এর অবস্থা খুবি ভয়াবহ। সবাই বান্দারবান  এর জন্য দোয়া করেন।
08/08/2023

যারা একবার হলেও বান্দারবান গিয়েছেন তারা চিনবেন।

বান্দারবান এর অবস্থা খুবি ভয়াবহ।

সবাই বান্দারবান এর জন্য দোয়া করেন।

এই মুহূর্তে আমি খাগড়াছড়ি আসার পথে, ১০নম্বর শুকনাছড়ায় একটি মহেন্দ্রকে একটি ট্যুরিস্ট বাস মেরে দেয়। ড্রাইভার আর একজন ...
05/08/2023

এই মুহূর্তে আমি খাগড়াছড়ি আসার পথে, ১০নম্বর শুকনাছড়ায় একটি মহেন্দ্রকে একটি ট্যুরিস্ট বাস মেরে দেয়। ড্রাইভার আর একজন যাত্রীর ভয়াবহ অবস্থা হয়েছে।
এই জন্য এ CNG নিয়া যাইতে না করা হয় ।

কাচালং ও মাচালং এর গল্প ছবিতে!বাঘাইছড়ি ||
09/07/2023

কাচালং ও মাচালং এর গল্প ছবিতে!
বাঘাইছড়ি ||

সাজেক ভ্যালী♥️♥️♥️
08/07/2023

সাজেক ভ্যালী♥️♥️♥️

জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলেছে মানুষ, এ যেনো জীবিকার তাগিদে জীবন বাজি। বাঘাইছড়ির প্রবেশদ্বার ১০ নং পুলিশ ক্যাম্প এলাকা
07/07/2023

জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলেছে মানুষ, এ যেনো জীবিকার তাগিদে জীবন বাজি। বাঘাইছড়ির প্রবেশদ্বার ১০ নং পুলিশ ক্যাম্প এলাকা

নবনির্মিত পোয়ামুহুরী সড়কপ - বান্দরবান🖤
06/07/2023

নবনির্মিত পোয়ামুহুরী সড়কপ

- বান্দরবান🖤

বাচ্চা ছেলেটি সমুদ্রের পাড়ে তার প্যান্ট গেঞ্জি খুলে রেখে সমুদ্র স্নান এ গিয়েছিল,এসে দেখে শুধু গেঞ্জি আছে , তার প্যান্ট...
05/07/2023

বাচ্চা ছেলেটি সমুদ্রের পাড়ে তার প্যান্ট গেঞ্জি খুলে রেখে সমুদ্র স্নান এ গিয়েছিল,
এসে দেখে শুধু গেঞ্জি আছে , তার প্যান্ট কোথাও পাওয়া যাচ্ছে না, গেঞ্জি কে প্যান্ট বানিয়ে পড়েছে......
তারপর ও সমুদ্র তার কাছে খুব ই প্রিয়,,,,

শখ এর উর্ধে কোনো কিছু ই নেই ♥️♥️♥️♥️

15/06/2023

কাপ্তাই ♥️♥️♥️

চলো হাঁটতে হাঁটতে উপরে যাই😇
13/06/2023

চলো হাঁটতে হাঁটতে উপরে যাই😇

বান্দরবানের থানচির বঙ্কুপাড়া এলাকায় কেএনএফ'র পুতে রাখা বিস্ফোরকে মোঃ রাশেদ নামের এক শ্রমিক নিহত দুলাল আহত। বাড়ি বাঁশখ...
23/05/2023

বান্দরবানের থানচির বঙ্কুপাড়া এলাকায় কেএনএফ'র পুতে রাখা বিস্ফোরকে মোঃ রাশেদ নামের এক শ্রমিক নিহত দুলাল আহত।
বাড়ি বাঁশখালীতে।

বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রেনের আঘাতে হাতির মৃত্যু⁉️ প্রত্যক্ষদর্শীদের বর্ননায় উটে এসেছে গতকাল সেই নির্মম মৃত্যুর শিকার...
19/05/2023

বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রেনের আঘাতে হাতির মৃত্যু⁉️ প্রত্যক্ষদর্শীদের বর্ননায় উটে এসেছে গতকাল সেই নির্মম মৃত্যুর শিকার উত্তরা কোটবাড়ি রেলগেটে ট্রেনের আঘাতে মা সহ বাচ্চাটার আঘাত পাওয়ার বিষয়টি। মা হাতিটা ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়ে আঘাত পেলেও বাচ্চাটার দেহের শেকল ট্রেনের সাথে আটকে ক্ষতবিক্ষত দেহটা টেনে হিঁচড়ে প্রায় ৭০০ মিটার টেনে নিয়ে যাওয়া ও প্রায় ৩০ মিনিট মৃত্যুর যন্ত্রনায় ছটফট করতে করতে বিনা চিকিৎসায় মারা যাওয়া, মৃত্যু পর প্রায় ১২ ঘন্টা বেওয়ারিশ সড়কের পাশে পড়ে থাকা এই সভ্য সমাজের লজ্জা। সারারাত না ঘুমিয়ে প্রকৃতির বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে হাতিটির শেষ বিদায়ে মানসিক দ্বায়বদ্ধতা থেকে উপস্থিত ছিলাম।

যদিও আমরা ট্রেনের সাথে সর্বপ্রথম ভয়ঙ্কর ভাবে আঘাত প্রাপ্ত শাবকটির মা কোথায় আছে কেউ জানেনা ! যদি কেউ আহত মা হাতিটির সন্ধান পান তবে অবশ্যই জানাবেন......

চট্টগ্রামের মীরসরাইয়ের ' #মেলখুম'  ঝর্ণা পর্যটকদের ভ্রমণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।এত দ্বারা সর্বসাধারনের অবগতির...
17/05/2023

চট্টগ্রামের মীরসরাইয়ের ' #মেলখুম' ঝর্ণা পর্যটকদের ভ্রমণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।

এত দ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মীরসরাইয়ের “মেলখুম” ঝর্ণাটি একটি বিপদজনক ঝর্ণা নামে পরিচিত। এটি চট্টগ্রাম উত্তর বোন বিভাগের রিজার্ভ ফরেস্টের আয়তাভুক্ত ।

এখানে কোন ইজারাদার নেই। এখানে সর্বসাধারনের প্রবেশ নিষেধ। এই আদেশ অমান্য করিয়া প্রবেশ করিলে ও জানমালের ক্ষতি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না ।

আদেশক্রমে- চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা হলো সেই এলাকা যেখানে ঈশ্বর থাকেন কিন্তু সরকার কম থাকেন। ঈশ্বর থাকেন সেখানকার শত শত এতি...
14/05/2023

সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা হলো সেই এলাকা যেখানে ঈশ্বর থাকেন কিন্তু সরকার কম থাকেন। ঈশ্বর থাকেন সেখানকার শত শত এতিম শিশুদের সাথে, তাদের বাবারা তাদের ছেড়ে চলে গেছে। হয় সমুদ্র থেকে আর ফেরেনি, নয়তো মৌসুমী বিয়ে করে এখন অন্য জায়গায় আরেক সংসার পেতেছে। এটা সেই জায়গা যেখানকাার যুবকদের এলাকায় কোনো বড় হওয়ার সুযোগ নাই, ট্যুরিস্ট গাইড হওয়া ছাড়া অথবা অটো চালক, অথবা রেস্টুরেন্টের মেসিয়ার। সরকার ব্যবস্থা না করলে তাদের আসলেই যাওয়ার কোনো জায়গা নাই। এরকম আট হাজার মানুষ সেখানে আটকা। এটুকু মানুষের জন্য কিছু করা গেল না? মাত্র ৪৫ মিনিটের দূরত্ব। ছোট্ট এই জায়গাটাকে তারা পৃথিবী ভেবে সেখানেই ঘুরপাক খেয়েছে ভাগ্য গড়ার জেদে। দ্বীপটা যখন ডুবে যাবে, অনেক মানুষ মারা যাবে, তখন সরকার আর সাংবাদিক টেকনাফে বসে সব দেখবে। তাদের মাথার ওপর ঘুরবে টিনের তৈরি এক বঙ্গ স্যাটেলাইট। সেই স্যাটেলাইট আর তার সরকার জননী গত দুদিনে একটা উদ্ধার জাহাজও পাঠাতে পারেনি! ২৬ এপ্রিল থেকে জানা ছিল, একটা বড় কিছু আসছে। অথচ সেন্ট মার্টিনে কোনো নুহের জাহাজ আসেনি। কিন্তু কত কত প্রমোদতরী আসতো, কেয়ারী আসতো। এই প্রলয়ের রাতে কেবল ঈশ্বরই আছেন তাদের সাথে। তিনিই জানেন, তাঁর মনে কী আছে। কাকে মেরে তিনি কাকে শিক্ষা দেন; কে তা বলতে পারে!

* সেন্ট মার্টিনের দুজন অধিবাসীর নম্বর ছিল। একজন হাফেজ ভাই, তিনি তাঁর পরিবারকে গতকাল স্পিড বোটে টেকনাফ পাঠিয়ে বসে ছিলেন কী হয় কী হয় ভেবে। আরেকজন এতিম শিশু জাহিদের এক বড় ভাইয়ের। সেই নম্বরটায় পোঁছাতে পারিনি।

১০ নং বিপদ সংকেতেও সৈকতে বিনোদনে মত্ত পর্যটকরা।লাল পতাকা উড়ছে, পর্যটকরা আনন্দে ঘুরছে!!!
13/05/2023

১০ নং বিপদ সংকেতেও সৈকতে বিনোদনে মত্ত পর্যটকরা।লাল পতাকা উড়ছে, পর্যটকরা আনন্দে ঘুরছে!!!

🌪️  #ঘূর্ণিঝড়  #মোখার জন্য শরণার্থী ক্যাম্পগুলোতে জরুরী প্রস্তুতি পুরোদমে চলছে।ইতিমধ্যে ৪ নম্বর সংকেতের সাপেক্ষে ১ম পতা...
12/05/2023

🌪️ #ঘূর্ণিঝড় #মোখার জন্য শরণার্থী ক্যাম্পগুলোতে জরুরী প্রস্তুতি পুরোদমে চলছে।

ইতিমধ্যে ৪ নম্বর সংকেতের সাপেক্ষে ১ম পতাকা উত্তোলন করা হয়েছে।

যেহেতু আমরা ভারী বৃষ্টিপাত, সম্ভাব্য ভূমিধস এবং বন্যার জন্য প্রস্তুত, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার #রোহিঙ্গা #শরণার্থীদের নিরাপত্তা।

সেন্টমার্টিন দ্বীপের মানুষের জীবন হুমকির মুখে।ঘূর্ণিঝড় মোখা যখন সেন্টমার্টিন দ্বপ অতিক্রম করবে সেই সময় যে কোন বিল্ডিং এর...
12/05/2023

সেন্টমার্টিন দ্বীপের মানুষের জীবন হুমকির মুখে।

ঘূর্ণিঝড় মোখা যখন সেন্টমার্টিন দ্বপ অতিক্রম করবে সেই সময় যে কোন বিল্ডিং এর ৩ তলার নিচে আশ্রয় নেওয়া কোন মানুষের জীবন নিরাপদ নয়। সেন্টমার্টিন দ্বীপের প্রতি ইঞ্চি মাটি সমুদ্রের পানির নিছে থাকার সম্ভাবনা ৯০% এর ও বেশি😓😓😓

টুরিস্ট পুলিশ এর এমন সজাগ থাকাটা আমাদের আগত মেহমান গনের বিশ্বাস আরো বাড়িয়ে দেয়❤️❤️❤️
27/04/2023

টুরিস্ট পুলিশ এর এমন সজাগ থাকাটা আমাদের আগত মেহমান গনের বিশ্বাস আরো বাড়িয়ে দেয়❤️❤️❤️

বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে বেতছড়া নামক স্থানে বাস এ*ক্সি*ডেন্ট হয়েছে।  #বেতছড়া  #রুমা  #শৈলসভা  #
26/04/2023

বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে
বেতছড়া নামক স্থানে বাস এ*ক্সি*ডেন্ট হয়েছে।
#বেতছড়া #রুমা #শৈলসভা #

দেবতাখুম, রেয়াংছরি, বান্দরবান।❤️❤️
20/04/2023

দেবতাখুম,
রেয়াংছরি, বান্দরবান।❤️❤️

Address

Ramna
1217

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801402950517

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Horn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Horn:

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like