Ark De Kaptai

Ark De Kaptai Ark De Kaptai is a traditional wooden boat with all the luxury to roam around in Kaptai lake.

প্রতিজন মাত্র ৩০০০ টাকায় তিনবেলা খাবার সহ রাঙামাটি ভ্রমনে কাশ্মীরস্টাইলে এসি হাউজবোটে থাকার অফার!!!সেই সাথে রয়েছে রাঙামা...
02/09/2023

প্রতিজন মাত্র ৩০০০ টাকায় তিনবেলা খাবার সহ রাঙামাটি ভ্রমনে কাশ্মীরস্টাইলে এসি হাউজবোটে থাকার অফার!!!

সেই সাথে রয়েছে রাঙামাটির সবচেয়ে বড় রিসোর্ট বারগীতে ঘুরে বেড়ানোর সুযোগ।

বিস্তারিত জানতে কল করুন ০১৬১১৫০৫১৬৬ নম্বরে

এমন সূর্যাস্ত দেখতে দেখতেই শেষ হয় আমাদের প্রতিটি ট্রিপ। লেক,পাহাড়ে সবুজের সমরোহে নিজেকে সতেজ করার সুযোগ এখন আপ্নার হাতে ...
11/06/2023

এমন সূর্যাস্ত দেখতে দেখতেই শেষ হয় আমাদের প্রতিটি ট্রিপ। লেক,পাহাড়ে সবুজের সমরোহে নিজেকে সতেজ করার সুযোগ এখন আপ্নার হাতে Ark De Kaptai।
০১৬১১৫০৫১৬৬।

Its always great to travel with Happy Faces.If You want to rejuvenate from this citys hustle and bustle of life, join a ...
02/06/2023

Its always great to travel with Happy Faces.
If You want to rejuvenate from this citys hustle and bustle of life, join a trip with us. Cheers!!!

10/05/2023

You can enjoy the serinity of nature, the hills, clouds, water - altogether a perfect blend of your holiday gateaway at Ark De Kaptai.
We ensure that you won't be disappointed!
For more info call at 01611505166.

Send a message to learn more

পাখির ডানা কিংবা ধ্যানে মগ্ন, নদীর ঝিড়ি বাতাসে ঘুম ঘুম স্বপ্ন সবই সম্ভব Ark De Kaptai ভ্রমনে।বিস্তারিত জানতে কল করুন ০১৬...
07/05/2023

পাখির ডানা কিংবা ধ্যানে মগ্ন, নদীর ঝিড়ি বাতাসে ঘুম ঘুম স্বপ্ন সবই সম্ভব Ark De Kaptai ভ্রমনে।
বিস্তারিত জানতে কল করুন ০১৬৩২০৩০০০০ নম্বরে।

Rain Rain Take away the tears!!!
06/05/2023

Rain Rain Take away the tears!!!

Beatiful moon captured from Ark De Kaptai.
05/05/2023

Beatiful moon captured from Ark De Kaptai.

সবাইকে Ark De Kaptai এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারাক।সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
21/04/2023

সবাইকে Ark De Kaptai এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারাক।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

21/04/2023

রাঙ্গামাটিতে ঘুরার জন্য আমরা নিয়ে এসেছি আর্ক ডি কাপ্তাই “লেকের বুকে ভাসমান বাড়ী”। মাত্র ২ জন হলেই এভেইল করতে পারবেন আমাদের এই প্যাকেজ।

৬ টি এসি কেবিন বিশিষ্ট আমাদের এই বোটের আয়তন ৯০/২৫ ফিট যার তিন তলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সমস্ত আয়োজন সমৃদ্ধ ৩৫/২৫ ফিট এর খোলা ডেক। আমাদের বোট এ ১২ জন খুব আরাম করে থাকা যায়, আর শেয়ার করে ২২ জন পর্যন্ত থাকা সম্ভব।

Hotline: 01611505166

২ দিন ১ রাত বা ১ দিন ১ রাত দুধরনের প্যাকেজ রয়েছে আমাদের।

দুই দিন, ১ রাত এর প্যাকেজঃ
প্রথম দিন আমরা ঘুরবো রাজার বাড়ী আদিবাসি মার্কেট, কেয়াং, সুবলং ঝর্ণা, বারগী লেক। রাতে থাকব বারগী রিসোর্ট এ। রিসোর্ট এ গেস্টরা নিজের মত করে ঘুরতে পারবে বিকেলে ও সন্ধ্যায়।
দ্বিতীয় দিন সকালে উঠে যাব হর্টিকালচার সেন্টার, ঝুলন্ত ব্রীজ, পলওয়েল পার্ক। শহীদ মিনার ঘাটে সন্ধায় ডিনার করে নিজ গন্তব্যে গেস্টরা রওনা করতে পারবে।
২ জনঃ ২ দিন, ১ রাত এর প্যাকেজ ৩০০০০ টাকা,
৩ জনঃ ২ দিন, ১ রাত এর প্যাকেজ ৩৭০০০ টাকা
৪ জনঃ ২ দিন ১ রাত এর প্যাকেজ ৪৪০০০ টাকা
৬ জনঃ ২ দিন ১ রাত এর প্যাকেজ ৫৪০০০ টাকা
৮ জনঃ ২ দিন ১ রাত এর প্যাকেজ ৭২০০০ টাকা
১০ জনঃ ২ দিন ১ রাত এর প্যাকেজ ৮৮০০০ টাকা
১২ জনঃ ২ দিন ১ রাত এর প্যাকেজ ১০৪০০০ টাকা

খাবারঃ
চা, কফি ও মিনারেল ওয়াটার সব সময় থাকবে।

প্রথম দিন-
ব্রেকফাস্ট: পরোট, শব্জি, ডিম, কলা, চা, জুস
স্নাক্স : কুকিজ, ঝালমুড়ি
লাঞ্চ : ভাত, ডাল, শব্জি,ভরতা, মাছভাজা, মুরগী কারি, ডিম কাবাং , দই
স্নাক্স : নুডলস, ফল
ডিনার : মাছ ও মুরগি বারবিকিউ, সালাদ, শব্জি, পরোটা, কোক

দ্বিতীয় দিন

ব্রেকফাস্ট : খিচুড়ী, ডিমের কারি, বেগুনভাজি, কোয়েল ভুনা
স্নাক্স : কেক, দেশি ফল
লাঞ্চ : ভাত, ডাল, শব্জি, শুটকি ভরতা,ব্যাম্বো চিকেন, লেকের ছোট মাছ, সালাদ, মিষ্টি
স্নাক্স : সমুচা, ফল
ডিনার : ভাত, ডাল, শব্জি,ভরতা, রুই মাছ, গরু কারি, আইসক্রিম।

১ দিন, ১ রাত এর প্যাকেজঃ
প্রথম দিন আমরা ঘুরব রাজার বাড়ী আদিবাসি মার্কেট, খেয়াং, সুবলং ঝর্ণা, বারগী লেক। রাতে থাকব বারগী রিসোর্ট এ। রিসোর্ট এ গেস্টরা নিজের মত করে ঘুরতে পারবে বিকেলে ও সন্ধ্যায়।
দ্বিতীয় দিন সকালে ৮ টায় শহীদ মিনার ঘাটে ব্রেকফাস্ট করে নেমে যেতে পারবে।

২ জনঃ- ১ দিন, ১ রাত এর প্যাকেজ ২০০০০ টাকা
৩ জনঃ ১ দিন, ১ রাত এর প্যাকেজ ২৪০০০ টাকা
৪ জনঃ ১ দিন ১ রাত এর প্যাকেজ ৩০০০০ টাকা
৬ জনঃ ১ দিন ১ রাত এর প্যাকেজ ৪০০০০ টাকা
৮ জনঃ ১ দিন ১ রাত এর প্যাকেজ ৫০০০০ টাকা
১০ জনঃ ১ দিন ১ রাত এর প্যাকেজ ৬০০০০ টাকা
১২ জনঃ ১ দিন ১ রাত এর প্যাকেজ ৬৫০০০ টাকা

খাবারঃ
চা, কফি ও মিনারেল ওয়াটার সব সময় থাকবে।

প্রথম দিন

ব্রেকফাস্ট : পরোটা, শব্জি, ডিম, কলা, চা, জুস
স্নাক্স : কুকিজ, ঝালমুড়ি
লাঞ্চ : ভাত, ডাল, শব্জি, শুটকি ভরতা,ব্যাম্বো চিকেন, লেকের ছোট মাছ, সালাদ, মিষ্টি
স্নাক্স : নুডলস, ফল
ডিনার : মাছ ও মূরগী বারবিকিউ, পরোটা, শব্জি, সালাদ, কোক

দ্বিতীয় দিন

ব্রেকফাস্ট : খিচুড়ী, ডিমের কারি, বেগুনভাজি, কোয়েল ভুনা।

Child Policy:

a) ১ থেকে ৩ বছরের বাচ্চা ফ্রি অফ কস্ট, বাবা/মার সাথে খাবার শেয়ার করে খাবে।
b) ৩-১২ বছর ৩০০০ টাকা।
c) ১২ বছরের উপরে ৩৫০০ টাকা বাবা মার সাথে রুম শেয়ার করলে।

Pick up and drop location:

শহীদ মিনার ঘাট রাঙামাটি

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি ।সকলকে জানাই নতুন বছরের শ...
14/04/2023

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি ।
সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪৩০

Ark De Kaptai calling
04/04/2023

Ark De Kaptai calling

02/04/2023

কিছু আদিবাসি খাবারের বিবরন।
Ark De Kaptai

She is waiting for u
01/04/2023

She is waiting for u

দুর পাহাড়ে, নীল নদীতে আমরা ভেসে থাকি!স্তব্দতায় ইবাদতের পরিবেশ এখানে ভিন্ন, প্রকৃতি সৃষ্টিকর্তাকে অন্যভাবে উপলব্ধি করতে শ...
26/03/2023

দুর পাহাড়ে, নীল নদীতে আমরা ভেসে থাকি!
স্তব্দতায় ইবাদতের পরিবেশ এখানে ভিন্ন, প্রকৃতি সৃষ্টিকর্তাকে অন্যভাবে উপলব্ধি করতে শেখায়।
০১৬১১৫০৫১৬৬

24/03/2023
আমাদের গতকালকের গেস্টদের কিছু আনন্দঘন মুহূর্ত!!
19/03/2023

আমাদের গতকালকের গেস্টদের কিছু আনন্দঘন মুহূর্ত!!

সব ঘুমালেও লেকের বুকে জেগে থাকি আমরা।০১৬১১৫০৫১৬৬ নম্বরে কল করুন বিস্তারিত জানতে।
07/03/2023

সব ঘুমালেও লেকের বুকে জেগে থাকি আমরা।
০১৬১১৫০৫১৬৬ নম্বরে কল করুন বিস্তারিত জানতে।

কাপ্তাই লেক এর বিস্তীর্ণ জলে ভ্রমনের ভিন্নতার ছোয়া নিয়ে এসেছে আমাদের ভাসমান বাড়ি Ark De Kaptai।যোগাযোগের জন্য কল করুন ০১...
02/03/2023

কাপ্তাই লেক এর বিস্তীর্ণ জলে ভ্রমনের ভিন্নতার ছোয়া নিয়ে এসেছে আমাদের ভাসমান বাড়ি Ark De Kaptai।
যোগাযোগের জন্য কল করুন ০১৬১১৫০৫১৬৬ নম্বরে।

হারিয়ে যাবার এই সুযোগ কি হারাতে চান!!বিস্তারিত জানতে কল করুন ০১৬১১৫০৫১৬৬ নম্বরে।
18/02/2023

হারিয়ে যাবার এই সুযোগ কি হারাতে চান!!
বিস্তারিত জানতে কল করুন ০১৬১১৫০৫১৬৬ নম্বরে।


To unleash the serenity of kaptai lake Ark De Kaptai awaits for you with tribal hospitality.Do call us at 01611-505166 f...
12/02/2023

To unleash the serenity of kaptai lake Ark De Kaptai awaits for you with tribal hospitality.
Do call us at 01611-505166 for detail info and booking.

চলছে আমাদের পশ্চিম বংগের ২০ জন পর্যটক নিয়ে ডেট্রিপ। দাদারা আমাদের আতিথেয়তায় মুগ্ধ!যে কোন ট্রিপের জন্য কল করুন ০১৬৩২০৩০০...
25/01/2023

চলছে আমাদের পশ্চিম বংগের ২০ জন পর্যটক নিয়ে ডেট্রিপ। দাদারা আমাদের আতিথেয়তায় মুগ্ধ!
যে কোন ট্রিপের জন্য কল করুন ০১৬৩২০৩০০০০ নম্বরে।

20/01/2023

We captured these soulful moments of two performing artists who dived into the depths of their being while floating in the serene waters of Kaptai on our houseboat “Ark de Kaptai” . We as a team believe in sustainable and soul-searching tourism. We believe that it is only through nature that human beings can nurture their true potential.

Here are some of those moments caught in lens by the Ark De Kaptai team

Glimpse of trip dated on 25-26 December. Its our pleasure to see all the kids loving the serenity and green.Call us at 0...
26/12/2022

Glimpse of trip dated on 25-26 December. Its our pleasure to see all the kids loving the serenity and green.

Call us at 01611505166 for booking and necessary info.

চলছে আমাদের ট্রিপ এই ছুটিতেবুকিং এর জন্য ০১৬৩২০৩০০০০ নম্বরে যোগাযোগ করুন।
24/12/2022

চলছে আমাদের ট্রিপ এই ছুটিতে

বুকিং এর জন্য ০১৬৩২০৩০০০০ নম্বরে যোগাযোগ করুন।

মেঘ পাহাড় নদী থাকবে না কোন যদি
07/12/2022

মেঘ পাহাড় নদী
থাকবে না কোন যদি

Glimpse of the houseboat, your vessel to sail in quest of uninterrupted beauty of kaptai
05/12/2022

Glimpse of the houseboat, your vessel to sail in quest of uninterrupted beauty of kaptai

02/12/2022

আমাদের হাউসবোট এর ইন্টেরিওর!
বুকিং এর জন্য ০১৬১১৫০৫১৬৬ নম্বরে যোগাযোগ করুন।

Send a message to learn more

30/10/2022
25/10/2022

নৌ ভ্রমনে ভিন্নমাত্রা নিয়ে এসেছে Ark De Kaptai ।
বিস্তারিত জানতে কল করুন ০১৬১১৫০৫১৬৬ নম্বরে!

রাঙ্গামাটি মানেই কাপ্তাই লেকে ঘুরাঘুরি। লেকের স্ফটিক জল আর সবুজ পাহাড়ের মাঝে এক মোহময় ভ্রমনের জন্য আমরা নিয়ে এসেছি আধুনি...
11/10/2022

রাঙ্গামাটি মানেই কাপ্তাই লেকে ঘুরাঘুরি। লেকের স্ফটিক জল আর সবুজ পাহাড়ের মাঝে এক মোহময় ভ্রমনের জন্য আমরা নিয়ে এসেছি আধুনিক হাউজবোট Ark De Kaptai, বর্তমানে রাঙ্গামাটির সবচেয়ে বড় হাউজবোট। আমরা নাম দিয়েছি "ভাসমান বাড়ি"।

আমাদের বোটে ৬টি এসি কেবিনের মধ্যে ৪ টি রুমে রয়েছে আধুনিক এটাচ টয়লেট। এছাড়া ২ টি কমন টয়লেট ছাড়াও সামনে রয়েছে সুবিশাল লবি। বোটের তিন তলায় রয়েছে ৩৫/২৫ ফিটের বিশাল ওপেন ডেক, যেখানে থাকছে দিনে ৫ বেলা খাবার আয়োজন ও শুয়ে বসে প্রকৃতি দেখার সকল ব্যবস্থা। আমাদের ২ দিন-১ রাতের প্যাকেজে দুপুর আর রাতের খাবারে থাকছে ডাবল ম্যেনু (মাছ, মাংস উভয়)। এছাড়া সকাল ১১ টায় ও বিকালে থাকছে মানসম্মত স্নাক্স, আর চা কফি তো সবসময়।

ভ্রমণ প্ল্যান:

প্রথমদিন আমরা দেখব সুবলং ঝর্না, আদিবাসি মার্কেট, বৌদ্ধ মন্দির ও দিন শেষে
বারগী রিসোর্ট এর লেকে দাপাদাপি ও কায়াকিং। রাতে আমরা রাঙ্গামাটির সবচেয়ে বড় রিসোর্ট বারগীতে নোংগর করে থাকব।

দ্বিতীয় দিন সকালে বালুখালিতে হর্টিকালচার পার্ক, পর্যটন এর ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক, রাজার বাড়ী ঘোরা শেষে রাঙ্গামাটি শহরের মাঝামাঝি ঘাট থেকে নেমে কিছুটা শপিংও করতে পারবেন।

পরিশেষে বলব পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মানসম্মত ট্যুরের অনবদ্য আয়োজন নিয়ে এসেছে “Ark de Kaptai”। আরও বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য কল করুন ০১৬১১৫০৫১৬৬ নাম্বারে। ছুটির দিনে ১০% আর অন্যান্য দিনে রয়েছে ৩০% ডিস্কাউন্ট।

রিসোর্ট ও হাউজবোটে আগ্রহ পর্যটকের, রাঙামাটির পর্যটনে ‘বাঁক বদল’এসব রিসোর্টের বেশিরভাগই রাঙামাটি-কাপ্তাই সড়কে। নয়নাভিরাম ...
09/10/2022

রিসোর্ট ও হাউজবোটে আগ্রহ পর্যটকের, রাঙামাটির পর্যটনে ‘বাঁক বদল’
এসব রিসোর্টের বেশিরভাগই রাঙামাটি-কাপ্তাই সড়কে। নয়নাভিরাম এই সড়কটি যেনো হয়ে উঠছে রিসোর্টপল্লী।

ফজলে এলাহী, রাঙামাটিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2022, 05:57 PM
Updated : 8 Oct 2022, 05:57 PM

সময়ের সঙ্গে যেমন মানুষের রুচি বা চাওয়ার পরিবর্তন হয় তেমনি বদলে গেছে পর্যটকদের চাহিদাও। ভ্রমণপিয়াসীদের কাছে আগে প্রকৃতির কাছে ছুটে যাওয়াটাই মুখ্য থাকলেও তাতে এখন যুক্ত হয়েছে আয়েশি আবাসন, সহজ যোগাযোগ ব্যবস্থাসহ নানা আনুসাঙ্গিকতা।

পর্যটকদের পছন্দের এই পরিবর্তনে তাল মিলিয়ে এ খাতে দেশের অন্যতম আকর্ষণীয় জেলা, লেক আর সবুজ পাহাড়ে ঘেরা রাঙামাটিতে গত কয়বছরে তৈরি হয়েছে বেশ কয়েকটি রিসোর্ট। শুধুই রিসোর্ট নয় পাল্লা দিয়ে গত দুই বছরে হ্রদের জলে নামছে একের পর এক হাউজবোটও।

পর্যটনের এমন বাঁকবদলের কথাই উঠে এসেছে রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্টদের মুখে।

রিসোর্ট ও হাউজবোটে আগ্রহ পর্যটকের, রাঙামাটির পর্যটনে ‘বাঁক বদল’
পাহাড়ের পর্যটনের এই বদলে যাওয়া নিয়ে রাইন্যাটুগুন ইকো রিসোর্টের পরিচালক ললিত সি চাকমা বলেন, “এখন আর হোটেল-মোটেল নয়, রিসোর্ট আর হাউজবোটেই স্বস্তি খুঁজে নিচ্ছেন পার্বত্য শহর রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। গত কয়েক বছরে এই খাতের সবচেয়ে বড় অগ্রগতি কিংবা পরিবর্তন, মূলত এটাই।”

রাইন্যাটুগুন ইকো রিসোর্ট ছাড়াও রাঙ্গামাটির প্রধান আকর্ষণ বিশাল কাপ্তাই লেকের পাড় ঘেঁষে গড়ে উঠেছে বরগাং, বেড়াইন্যে, বার্গি, ইজর, পলওয়েল, আরণ্যকসহ বেশ কয়েকটি রিসোর্ট।

এসব রিসোর্টের বেশিরভাগই রাঙামাটি-কাপ্তাই সড়কে। নয়নাভিরাম এই সড়কটি যেনো হয়ে উঠছে রিসোর্টপল্লী।

রিসোর্টগুলো যেমন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তেমনি ব্যবসাসফলও হয়েছে। শুরুতে এসব রিসোর্ট ও কটেজের সবগুলোতে থাকার ব্যবস্থা না থাকলেও এখন প্রায় প্রতিটিতেই এই ব্যবস্থা চালু হয়েছে। প্রথম দিকে ভাড়া বাড়তি থাকলেও এখন তা বেশ আয়ত্তের মধ্যেই আছে বলে মনে করছেন পর্যটকরা।

ডিভাইন লেক আইল্যান্ড নামের রিসোর্টের পরিচালক ইমতিয়াজ সিদ্দিক আসাদ বলেন, “আমার বছর দুয়েক আগে যে স্বপ্ন নিয়ে রিসোর্ট শুরু করেছিলাম, বলা যায় পর্যটকদের আকাঙ্ক্ষা সে পথেই হাঁটছে। আগে হোটেল-মোটেল যে পর্যটকরা খুঁজত, এখন তাদের রুচি ও পছন্দের বাঁক বদল হয়েছে। এটা বড় ধরনের একটা পরিবর্তন। তবে সামগ্রিক পর্যটকবান্ধব পরিবেশ তৈরি হওয়াটা জরুরি।”

রিসোর্ট ও হাউজবোটে আগ্রহ পর্যটকের, রাঙামাটির পর্যটনে ‘বাঁক বদল’
রিসোর্টের পাশাপাশি পর্যটক চাহিদা বাড়ায় গত দুই বছরে হ্রদের জলেও বেড়েছে হাউজবোটের সংখ্যাও।

জনপ্রিয়তা পাওয়ায় প্রমোদিনী-১ এর পর প্রমোদিনী-২, মাওরুম, স্বপ্নতরী, স্বপ্নডিঙি, রাঙাতরি নামের পাঁচটি হাউজবোট এখন ঘুরে বেড়াচ্ছে কাপ্তাইয়ের সবুজাভ নীল জলরাশিতে। চাহিদা বাড়তে থাকায় পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে আরও অন্তত পাঁচটি হাউজবোট।

নীলাঞ্জনা বোট ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক প্রাঞ্জল দেওয়ান বলেন, “আমরা গতানুগতিক পর্যটন ধারণাকে বদলে দিতেই হাউজবোট কনসেপ্ট নিয়ে মাঠে নেমেছি। আমাদের দুটি হাউজ বোট হ্রদে নেমেছে। আরও নামবে।”

“একই সঙ্গে আমরা নীলাঞ্জনা বোট ক্লাবে ঐতিহ্যবাহী জুমঘরের আদলে কটেজ করছি, যাতে ভিন্নধর্মী পরিবেশে থাকার বৈচিত্র্যের পাশাপাশি একেবারেই পৃথক অনুভূতি নিয়ে ফিরবেন রোমাঞ্চপ্রিয় পর্যটকরা। এবং পদক্ষেপগুলো বেশ পর্যটকপ্রিয়তাও পাচ্ছে।”

রিসোর্ট ও হাউজবোটে আগ্রহ পর্যটকের, রাঙামাটির পর্যটনে ‘বাঁক বদল’
হাউজবোট মাওরুম-এর পরিচালক অজয় চাকমা বলেন, “আমরা আমাদের কাপ্তাই হ্রদ ও ট্যুরিজমকে সারাদেশ ও বিশ্বের কাছে পরিচিত করানো এবং এখানকার হ্রদকেন্দ্রিক পর্যটন বিকাশে নিজেদের দায়িত্ববোধের অংশ হিসেবে এই হাউজবোটটি করেছি।”

“আমাদের স্বপ্ন আছে আরও কিছু করার। মাওরুম আমাদের কাজের একটি স্বপ্নযাত্রা বলতে পারেন। আমরা সাড়াও পাচ্ছি বেশ।”

তবে হাউজবোট ও রিসোর্টকেন্দ্রিক এই পর্যটনকে স্বাগত জানিয়ে পরিবেশ নিয়ে সতর্ক থাকার কথাও বলছেন পরিবেশ ও সংবাদকর্মী হেফাজত উল বারি সবুজ।

রিসোর্ট ও হাউজবোটে আগ্রহ পর্যটকের, রাঙামাটির পর্যটনে ‘বাঁক বদল’
তিনি বলেন, “এটা খুবই দারুণ যে, পাহাড়ের পর্যটনে বাঁক বদল হচ্ছে। এটা আমরাও খেয়াল করছি। বেড়াতে আসা মানুষেরা কংক্রিটের হোটেল-মোটেলের চেয়ে প্রকৃতির সান্নিধ্যেই থাকতে চাইছেন বেশি। এটা স্বস্তিকর।

“তবে একই সাথে সতর্ক থাকাটাও জরুরি। কারণ কাপ্তাই হ্রদের প্রকৃতি ও পরিবেশ যেন বিপন্ন না হয়, রাঙামাটি-কাপ্তাই সড়কটিও যেনো সাজেকের মতো গিঞ্জি হয়ে না পড়ে! এর জন্য প্রয়োজন প্রয়োজনীয় পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ।”

সংশ্লিষ্ট সব পক্ষ এই দিকটাতে সচেতন হবে বলেও আশা করেন তিনি।

রিসোর্ট ও হাউজবোটে আগ্রহ পর্যটকের, রাঙামাটির পর্যটনে ‘বাঁক বদল’
এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “পর্যটনের এই নতুন ডাইমেশনকে স্বাগত জানাই। পর্যটকরাও এইরকম ভিন্ন কিছু চান। আশা করি এসব উদ্যোগ তাদের আর্কষণ করবে।

“তবে উদ্যোক্তা, পর্যটকসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ থাকবে যাতে কোনোভাবেই পাহাড়ের প্রকৃতি ও পরিবেশ নষ্ট করা না হয় এবং হ্রদ যেন ক্ষতিগ্রস্ত না হয়।”

স্ফটিক জল আর নীলাকাশে একাকার!
03/10/2022

স্ফটিক জল আর নীলাকাশে একাকার!

জলতরী ভেসেছে তবে কাপ্তাই এর বুকে!
01/10/2022

জলতরী ভেসেছে তবে কাপ্তাই এর বুকে!

যাত্রার অপেক্ষায়!
29/09/2022

যাত্রার অপেক্ষায়!

23/09/2022

জলের সাথে সখ্যতা, সবুজের অবগাহনে!

Address

Kaptai Lake
Rangamati

Telephone

+8801611505166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ark De Kaptai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category