01/05/2024
সুখব! সুখবর!! সুখবর!!!
"মানুষের সেবা করাই আমাদের ধর্ম"
প্রিয়,রাঙামাটি বাসী,
"স্মার্ট কুইক সার্ভিস"-এর পক্ষ থেকে আপনাদের কে জানাই সালাম/আদাব/নমস্কার 🙏🙏🙏
আপনাদের অসুবিধার কথা বিবেচনা করে আমরা আপনাদের প্রতিনিয়ত সেবা দেওয়ার জন্য" স্মার্ট কুইক সার্ভিস "টি শীঘ্রই চালু করতে যাচ্ছি। আশা করি একবারের জন্যে হলে ও পরীক্ষামূলক ভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। " স্মার্ট কুইক সার্ভিস "-এর সেবা সমূহ নিম্নে তুলে ধরা হল :-
*অনেক সময় ব্যস্ততার কারণে নিজের সন্তান'কে বিদ্যালয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না,সে ক্ষেত্রে নিরাপদে
আপনার সন্তান কে বিদ্যালয়ে পৌঁছে দেওয়া এবং নিয়ে আসার ব্যবস্থা করা।
*ট্যুরিজম সেক্টরে কাজ করা যেমন, টুরিস্টদের ঠিক মতো গাইড করা,রুম বুকিং,সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং ডিনারসহ গাড়ির টিকিট বুকিং, বোট সার্ভিস দেওয়া।
* অনেক সময় বিদ্যুৎ অফিসের লোকজন না না উজুহাতে সময় ক্ষেপণ করে থাকেন, সেক্ষেত্রে জরুরী বিদ্যুৎ বিছিন্ন লাইন পুনরায় সংযোগ স্থাপন করা।
*ঝটপট রান্না করার সময়ে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে গ্যাসের সিলিন্ডার ঝটপট বাড়িতে পৌঁছে দেওয়া।
* অনেক সময় অ্যাম্বুলেন্সের অভাবে চট্টগ্রাম শহরে রোগী নিয়ে যাওয়া কঠিন হয়ে উঠে। তাই এই সার্ভিস টি চালু রাখা
*আপনার বাড়িতে মেহমান আসলে ঝটপট রান্না করার জন্য অভিজ্ঞ বাবুর্চি বা কাজের লোক ব্যবস্থা করা।
*ঘরে বসে কাপড় ইস্ত্রি এবং কাপড় পরিস্কার করার লোক নিয়োগ দেওয়া।
*দেশে এবং দেশের বাইরে অসুস্থ রোগী চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করা।
*অনেক সময় পাড়া বা মহল্লায় মৃত ব্যক্তির বাড়ি তে বিশেষ কারণে জনবলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সার্বক্ষণিক জনবলের ব্যবস্থা করে দেওয়া।
*রাইড শেয়ারিং দেওয়া যেনম- মোটরসাইকেল, মাইক্রোবাস, স্পীড বোট, টেম্পু (এক ধরণের কাঠের তৈরি বোট) সার্ভিস দেওয়া।
*যেকোন বৈধ পার্সেল যত্নসহকারে প্রাপকের কাছে নিরাপদে পৌঁছে দেওয়া।
* অনেক সময় হাসপাতালে রোগী দেখা শুনা করার জন্য লোকের জরুরী প্রয়োজন হয় সেক্ষেত্রে জরুরী জনবল সার্ভিস দেওয়া।
*হাসপাতালে কোন রোগীর রক্তের জরুরী প্রয়োজন হলে সেক্ষেত্রে সাধ্য মতো ফ্রী রক্তের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা।
*আপনার বাড়িতে বাজার করা,বয়স্কদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং সার্বিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন লোকের ব্যবস্থা করা।
*বাসা বাড়ি পরিবর্তন করার জন্য শ্রমিক এবং মিনি ট্রাকের ব্যবস্থা করা।
* অভিজ্ঞ লোক দিয়ে ওয়াইফাই সংযোগ দেওয়া, সিসি ক্যামেরা স্থাপন করা, ল্যাপটপ,কম্পিউটার,ডিজাইন ও প্রিন্টিংয়ের কাজ করা।
*যে কোন অনুষ্ঠানে জনবল লাগলে জনবল সার্ভিস দেওয়া।
নোট:(A-Z)যে কোন ধরনের অভিজ্ঞ কাজের লোক স্তর বিশেষে নিয়োজিত করা।
* আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের "স্মার্ট কুইক সার্ভিস" টীম সব সময় প্রস্তুত আছে।
যোগাযোগ :- 018-75931475/01400302142
E-mail:[email protected]
অস্থায়ী কার্যালয় :- গ্যালারী রেস্টুরেন্ট,স্টেডিয়াম মার্কেট, রাঙামাটি পার্বত্য জেলা।
Good Food