CHT Budget TOURS

CHT Budget TOURS CHT Budged Tours Team always ready to serve you. Cruise-
We arrange Exclusive Cruise at Kaptai Lake for a group of minimum 10 persons for full day.

VISION:

" TO BECOME LEADING AGENCY IN THE INDUSTRY WORLD CREATING A PERFECT VACATION, PROVIDING EFFICIENT & EFFECTIVE SERVICE TO OUR CLIENTS AND TO FOCUS ON SERVING MORE PEOPLE GLOBALLY. "

SERVICES OFFERED:

Package Tours-
Holidays Tours organize different regular package tours to all over the CHT for different group size. City Sightseeing Tours-
We arrange Full day and Half-day City Sightsee

ing tour at Rangamati and its surroundings for any group size. Accommodation Reservation-
We made booking your accommodation at any deluxe, standard and tourist hotel at a cheapest rate at CHT. Transport Rentals-
For any kind of luxurious vehicle like Micro Bus, 4wd Jeep, car, motorbike, 30-36 -seated Coach you can contact with us. With the vehicle all so we provide experienced, gentle and sincere driver. Event Management:
We also organize meeting, seminar, conferences, annual picnic etc. (Only Rangamati)

01/05/2024

সুখব! সুখবর!! সুখবর!!!
"মানুষের সেবা করাই আমাদের ধর্ম"
প্রিয়,রাঙামাটি বাসী,
"স্মার্ট কুইক সার্ভিস"-এর পক্ষ থেকে আপনাদের কে জানাই সালাম/আদাব/নমস্কার 🙏🙏🙏
আপনাদের অসুবিধার কথা বিবেচনা করে আমরা আপনাদের প্রতিনিয়ত সেবা দেওয়ার জন্য" স্মার্ট কুইক সার্ভিস "টি শীঘ্রই চালু করতে যাচ্ছি। আশা করি একবারের জন্যে হলে ও পরীক্ষামূলক ভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। " স্মার্ট কুইক সার্ভিস "-এর সেবা সমূহ নিম্নে তুলে ধরা হল :-
*অনেক সময় ব্যস্ততার কারণে নিজের সন্তান'কে বিদ্যালয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না,সে ক্ষেত্রে নিরাপদে
আপনার সন্তান কে বিদ্যালয়ে পৌঁছে দেওয়া এবং নিয়ে আসার ব্যবস্থা করা।
*ট্যুরিজম সেক্টরে কাজ করা যেমন, টুরিস্টদের ঠিক মতো গাইড করা,রুম বুকিং,সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং ডিনারসহ গাড়ির টিকিট বুকিং, বোট সার্ভিস দেওয়া।
* অনেক সময় বিদ্যুৎ অফিসের লোকজন না না উজুহাতে সময় ক্ষেপণ করে থাকেন, সেক্ষেত্রে জরুরী বিদ্যুৎ বিছিন্ন লাইন পুনরায় সংযোগ স্থাপন করা।
*ঝটপট রান্না করার সময়ে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে গ্যাসের সিলিন্ডার ঝটপট বাড়িতে পৌঁছে দেওয়া।
* অনেক সময় অ্যাম্বুলেন্সের অভাবে চট্টগ্রাম শহরে রোগী নিয়ে যাওয়া কঠিন হয়ে উঠে। তাই এই সার্ভিস টি চালু রাখা
*আপনার বাড়িতে মেহমান আসলে ঝটপট রান্না করার জন্য অভিজ্ঞ বাবুর্চি বা কাজের লোক ব্যবস্থা করা।
*ঘরে বসে কাপড় ইস্ত্রি এবং কাপড় পরিস্কার করার লোক নিয়োগ দেওয়া।
*দেশে এবং দেশের বাইরে অসুস্থ রোগী চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করা।
*অনেক সময় পাড়া বা মহল্লায় মৃত ব্যক্তির বাড়ি তে বিশেষ কারণে জনবলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সার্বক্ষণিক জনবলের ব্যবস্থা করে দেওয়া।
*রাইড শেয়ারিং দেওয়া যেনম- মোটরসাইকেল, মাইক্রোবাস, স্পীড বোট, টেম্পু (এক ধরণের কাঠের তৈরি বোট) সার্ভিস দেওয়া।
*যেকোন বৈধ পার্সেল যত্নসহকারে প্রাপকের কাছে নিরাপদে পৌঁছে দেওয়া।
* অনেক সময় হাসপাতালে রোগী দেখা শুনা করার জন্য লোকের জরুরী প্রয়োজন হয় সেক্ষেত্রে জরুরী জনবল সার্ভিস দেওয়া।
*হাসপাতালে কোন রোগীর রক্তের জরুরী প্রয়োজন হলে সেক্ষেত্রে সাধ্য মতো ফ্রী রক্তের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা।
*আপনার বাড়িতে বাজার করা,বয়স্কদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং সার্বিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন লোকের ব্যবস্থা করা।
*বাসা বাড়ি পরিবর্তন করার জন্য শ্রমিক এবং মিনি ট্রাকের ব্যবস্থা করা।
* অভিজ্ঞ লোক দিয়ে ওয়াইফাই সংযোগ দেওয়া, সিসি ক্যামেরা স্থাপন করা, ল্যাপটপ,কম্পিউটার,ডিজাইন ও প্রিন্টিংয়ের কাজ করা।
*যে কোন অনুষ্ঠানে জনবল লাগলে জনবল সার্ভিস দেওয়া।
নোট:(A-Z)যে কোন ধরনের অভিজ্ঞ কাজের লোক স্তর বিশেষে নিয়োজিত করা।
* আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের "স্মার্ট কুইক সার্ভিস" টীম সব সময় প্রস্তুত আছে।
যোগাযোগ :- 018-75931475/01400302142
E-mail:[email protected]
অস্থায়ী কার্যালয় :- গ্যালারী রেস্টুরেন্ট,স্টেডিয়াম মার্কেট, রাঙামাটি পার্বত্য জেলা।

Good Food

Address


Alerts

Be the first to know and let us send you an email when CHT Budget TOURS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CHT Budget TOURS:

Share

Category

Nearby travel agencies