Nur Hossen Emon

Nur Hossen Emon এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী

বাংলাদেশ পুলিশ এ ট্রেইনি রিস্ফুট কনস্টেবল নতুন নিয়োগআবেদনের শুরু সময় : ০১ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে  ১৫ অক্টো...
27/09/2024

বাংলাদেশ পুলিশ এ ট্রেইনি রিস্ফুট কনস্টেবল নতুন নিয়োগ
আবেদনের শুরু সময় : ০১ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে
১৫ অক্টোবর ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে কল করুন 01580833313
@highlight

আলো আসবেই’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’Nur Hossen Emonমনোবল হারাবেন না,এই আঁধার কেটে যাবে।রাত্রির শেষে সূ...
16/09/2024

আলো আসবেই
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
Nur Hossen Emon

মনোবল হারাবেন না,
এই আঁধার কেটে যাবে।
রাত্রির শেষে সূর্য ওঠে,
তোমারও উঠবে রোদের আলো।

জীবনের প্রতিটি বাঁকে,
আশার প্রদীপ নিভে যায়।
কিন্তু মনে রেখো, নতুন ভোরে,
আলো আসবেই তোমার দুয়ারে।

বেদনায় যতোই চাপা থাক,
মনের গহীনে লুকানো আগুন।
হাল ছাড়ো না, কঠিন পথের শেষে,
আসবে স্বপ্নের সেই প্রহর।


"সময়ের পটে"''''''''''''''''''''''''''Nur Hossen Emon #সময়ের পরিক্রমায়, ধুলোয় মিশে যায়রাজপথের সারথীরা, থামে নীরবতায়।তবু...
15/09/2024

"সময়ের পটে"
''''''''''''''''''''''''''
Nur Hossen Emon
#সময়ের পরিক্রমায়, ধুলোয় মিশে যায়
রাজপথের সারথীরা, থামে নীরবতায়।
তবু থেকে যায় ছায়া, কর্মের আভাস,
চেতনার রথ, চলতে থাকে নিরবধি আশ্বাস।

#হারিয়ে যায় উর্বর প্রাণের স্পন্দন,
অদেখা পথের শেষে ম্লান হয় বন্ধন।
তবু স্মৃতির মাঝে জাগে এক গান,
আনন্দের হোক বা বেদনার অবদান।

#কালের গর্ভে ঢেকে যায় দেহের ধূলি,
তবু আদর্শের আলোয় থাকে হৃদয় ফুলি।
কর্মের রেশে আঁকা স্মৃতির রেখা,
নিঃশব্দে বলে যায়, কেউ মুছে যেতে পারে না একা।

#সময়ের বুকে অমলিন সেই পথচলা,
সেই চেতনাই বাঁচায় মানবতা অবিচল।
রাজপথ খালি হয়, বিলীন হয় সত্তা,
তবু আদর্শের ধ্বনি, চিরকালীন সত্যা।

14/09/2024

খোঁজ মিলছে না শীর্ষ স স্ত্রা সীদের, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা

রক্তে লেখা ভাষার গান’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’Nur Hossen Emon১৯৪৮ সালের মার্চের সেই...
12/09/2024

রক্তে লেখা ভাষার গান
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
Nur Hossen Emon

১৯৪৮ সালের মার্চের সেই দিনে,
জিন্নাহর কণ্ঠে ঘৃণার ঘোষণা—
"উর্দুই হবে পাকিস্তানের ভাষা,"
বাংলার বুক ফেটে উঠল আওয়াজে রাশা।

মাতৃভাষার অধিকার কেড়ে নেবার সাধ,
বাংলার দামাল ছেলেরা দিল তার প্রতিবাদ।
"আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি,
বাংলায় আমার জীবন, বাংলায় আমার হাসি।"

জীবনের বিনিময়ে, শহীদের ত্যাগে,
লাল হলো রাজপথ, নত নয়, নয় ম্রিয়মান।
সালাম, রফিক, জব্বারের রক্তে লেখা,
বাংলার মাটিতে শুধু বাংলা ভাষার দেখা।

তবু আজও এক শ্রেণি করে জিন্নাহর বন্দনা,
ভুলে গেছে রক্তের দাম, ভুলেছে প্রাণের যন্ত্রণা।
উইলি ব্র্যান্টের কথায় মিলে তার প্রমাণ,
"মুজিব হত্যার পর তাদের বিশ্বাস কি আর থাকে, জান?"

মুজিবের রক্তাক্ত শরীরে লেগেছিল যে দাগ,
তাদের মনোভাব কি আর ধরতে লাগে ফাঁক?
যারা মুজিবকে মারে, তারা কি জাতি, তারা কি মান?
বাঙালি কি সহ্য করবে এমন কাপুরুষের অপমান?

আজও বাংলার বুক থেকে উঠে আসে গান,
“আমি বাংলায় কথা কই, বাংলায় আমার প্রাণ।”
ভাষার জন্য জীবন দেয় যে বীরেরা মহীয়ান,
তাদেরই পথ ধরে আজও গড়ে উঠবে স্বাধীনতার দান।

শহীদের রক্তে যে লেখা স্বাধীনতার ইতিহাস,
কেউ কি তা মুছে ফেলতে পারে, এমন সাহস!
তবুও কিছু লোক জিন্নাহর প্রেমে মাতোয়ারা,
বাংলার বুকের শক্তি আজও তবু অপরাজেয় ধারা।


দুঃখের জ্বালায় জাগে প্রাণ’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’বড় দুঃখ দূর করে জড়তা...
09/09/2024

দুঃখের জ্বালায় জাগে প্রাণ
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
বড় দুঃখ দূর করে জড়তা,
দূর করে সকল দৈন্যতা,
দুঃখের দহনে পুড়ে খাঁটি সোনা,
মানুষ খুঁজে পায় আত্মার মহত্ত্বতা।

জীবন হয় আলোকিত যখন,
দুঃখের সাথে হয় সংগ্রাম,
পরশপাথরের মতো দুঃখের পরশে
মানুষ পায় সত্যিকার মনুষ্যত্বের নাম।

জাগো, এসো, সাহস নিয়ে,
দুঃখের শক্তিতে বলীয়ান হও,
অন্ধকার ভেদ করে আলো আনো,
তোমার পথেই সৃষ্টি হবে নতুন দিগন্ত।

দুঃখের পরশে যা খাঁটি হয়,
সেই তো পায় জীবনের মানে,
বিপ্লবের পথে এ পথে হেঁটে
নতুন সূর্য ওঠে যত ত্যাগের গানে।

যারা সাহসে গড়েছে ইতিহাস,
তারা দুঃখকে করেছে আলিঙ্গন,
তারা পায়নি বিলাসী জীবন,
তাদের দুঃখেই সৃষ্টি হলো অনন্ত সাধন।

দুঃখকে ভয় করো না তুমি,
এটাই তো জীবনের পথের বন্ধু,
দুঃখের জ্বালায় জাগে প্রাণ,
নতুন প্রভাতের সূচনা করবে তুমি।

আব্দুল্লাহ আল মাসুদ—তিন দিন হলো বাবা হয়েছেন,কাল দুপুরে ফেসবুকে জানালেন সেই আনন্দের কথা,একটি ছোট্ট প্রাণ এসেছে তার জীবনে,...
08/09/2024

আব্দুল্লাহ আল মাসুদ—তিন দিন হলো বাবা হয়েছেন,
কাল দুপুরে ফেসবুকে জানালেন সেই আনন্দের কথা,
একটি ছোট্ট প্রাণ এসেছে তার জীবনে,
কিন্তু রাতে, বিনোদপুর বাজারের পথে, সবকিছু থেমে গেল, এক নির্মম যন্ত্রণায়।

১৪ বছর আগে ঠিক এমনই আঘাতে,
মাসুদের পা কেটে নিয়েছিল তারা,
কৃত্রিম পায়ের উপর দাঁড়িয়ে ছিলো তার স্বপ্ন,
কিন্তু এবার তার জীবনই কেটে দিলো, বিনাশের অন্ধকার।

মাসুদের সন্তান—একটি নবজাতক, এই পৃথিবীতে এসেছে সদ্য,
তার প্রথম কান্নায় বাবার আদর ছিল প্রয়োজন,
কিন্তু যারা হত্যা করেছে, তারা বুঝেনি,
একটি শিশুর জন্য বাবা কতটা অপরিহার্য, কতটা গভীর সেই সম্পর্কের মায়া।

নৃশংসতা যাদের ভেতরে, তাদের থাকে না কোনো বোধ,
তারা জানে না, বাবার স্নেহ কতটা বিশুদ্ধ, কতটা আলোকিত।
চিরকাল থাকবে শিশুটি বাবাহীন,
স্বাধীনতার নামে, তাকে বঞ্চিত করা হলো স্নেহময় আশ্রয় থেকে।

আমি দেখেছি সেই ভিডিও, মুমূর্ষু মাসুদ,
পানি চেয়েছিল এক ফোঁটা, কিন্তু কেউ দিলো না,
স্বাধীনতার উল্টো পিঠে এ কি রকম নিষ্ঠুরতা?
কীসের লড়াই, কীসের স্বাধীনতা, যদি এমন হয় তার পরিণতি?

স্বাধীনতার স্বপ্ন যখন এভাবে ভেঙে যায়,
তখন কেবল থেকে যায় রক্তের দাগ আর শূন্য চোখের জল।
জানি না, কবে থামবে এ বিভীষিকা,
তবু এই বঞ্চিত শিশুটি, একদিন হয়তো প্রশ্ন করবে, "কেন আমার বাবা নেই?"

#কবিতা #স্বাধীনতার #উল্টো #পিঠে


মুখোশের দুনিয়াNur Hossen Emonবেইমানদের চেনা বড়ই দায়,এই মুখোশের দুনিয়ায়।এক মুখে হাসি, অন্য মুখে বিষ,কেউ করে কাছে আসার অভি...
07/09/2024

মুখোশের দুনিয়া
Nur Hossen Emon

বেইমানদের চেনা বড়ই দায়,
এই মুখোশের দুনিয়ায়।
এক মুখে হাসি, অন্য মুখে বিষ,
কেউ করে কাছে আসার অভিনয়।

চোখে দেখে সত্যি বলে ভেবেছিলাম যাকে,
পেছনে সে তো ছুরি নিয়ে হাঁটে।
বিশ্বাসের মুখোশ পরে করে বন্ধু সেজে,
কাঁটা বিছিয়ে রাখে মনের গভীরে।

বেইমানদের রূপ বড়ই ভয়ংকর,
তারা মিষ্টি কথা বলে করে আঘাত নিরন্তর।
তাদের হাসিতে থাকে ফাঁকি আর ছলনা,
তারা যে বোঝেনা বন্ধুত্বের সত্য মানা।

এই দুনিয়ায় মুখোশে মুখোশের মেলা,
কারো কাছে সত্যি আর কারো কাছে খেলা।
জীবন এগিয়ে চলে, শেখায় বারবার,
বেইমানদের চিনে রাখো, দেখো তাদের সার।

অবিশ্বাসের গন্ধ ছড়িয়ে আছে বাতাসে,
তবু আশায় বুক বাঁধি সত্যের পালায় ভেসে।
হোক মুখোশে ঢেকে তাদের অন্ধকার জীবন,
আমরা আলোয় থাকব, সত্যের পথে হবে অগ্রগমন।

মুখোশ সরিয়ে দেখো তার ভেতরের চেহারা,
আসলে তারা কেমন, বুঝে নাও তাদের কারবারা।
এই মুখোশের দুনিয়ায়, সততার মশাল জ্বালো,
বেইমানদের চিনে নাও, সততা দিয়ে জীবন সাজাও।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
05/09/2024

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

03/09/2024

আলো শুধু পথ দেখায় না, কোথাও যে পথ নেই, তা দেখায়।
©ইমতিয়াজ মাহমুদ

02/09/2024

জ্ঞানী লোকের বহিঃপ্রকাশ ঘটে, তার নম্রতার কারণে।
যে ব্যক্তি অন্যকে সম্মান করবে, সে নিজেও সম্মানিত হবে।
শুভ সকাল

প্রিয়..........💔আশা করি তুমি ভালো আছো। আজ চিটি দিবসে, আমি কিছু কথা বলার জন্য এই চিঠি লিখছি, যা হয়তো কখনো বলা হয়নি।প্রথমে...
01/09/2024

প্রিয়..........💔

আশা করি তুমি ভালো আছো। আজ চিটি দিবসে, আমি কিছু কথা বলার জন্য এই চিঠি লিখছি, যা হয়তো কখনো বলা হয়নি।

প্রথমে, আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের সম্পর্কের সময়টা আমার জীবনের অমূল্য অংশ ছিল। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমাদের একসাথে কাটানো সময়গুলো আমার মনে গভীরভাবে গেঁথে আছে।

আমি জানি, আমাদের পথ আলাদা হয়ে গেছে এবং এটি কখনোই সহজ ছিল না। কিন্তু আমি মনে করি, আমাদের দুজনের জন্যই এটি প্রয়োজনীয় ছিল। যদিও আমরা এখন আলাদা, তবুও আমি তোমার জন্য সাফল্য ও সুখ কামনা করি। তোমার যাত্রা যাতে সব সময় সমৃদ্ধি এবং আনন্দময় হয়, সেই প্রত্যাশা আমার।

চিঠি লেখার উদ্দেশ্য শুধু এটি ছিল যে, আমি তোমাকে জানাতে চাই যে তুমি আমার জীবনের একটি বিশেষ অংশ ছিলে এবং আমি তোমার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখব। আশা করি, তুমি এ কথা গ্রহণ করবে এবং বুঝবে যে, আমার এই চিন্তাগুলো কেবলই একটি সৎ ও আন্তরিক অভিব্যক্তি।

যদি কখনো তোমার কোনো প্রয়োজন বা সাহায্যের প্রয়োজন হয়, আমি সব সময় তোমার পাশে থাকব।

তোমার জন্য শুভকামনা, শ্রদ্ধা ও ভালোবাসা চিরস্থায়ী

30/08/2024

মনে হয় আমরাই শেষ জেনারেশন যারা শিক্ষকের হাতে মা*র খেয়ে বাসায় বলতে ভয় পেতাম কারন শিক্ষককে
বাপের কথা হাড্ডি আমার চামড়া আপনার ❤️

26/08/2024

হাইরে পুরুষ মানুষ!😭

"একটি মসৃণ সমুদ্র কখনই একজন দক্ষ নাবিক তৈরি করে না"
23/08/2024

"একটি মসৃণ সমুদ্র কখনই একজন দক্ষ নাবিক তৈরি করে না"

16/06/2024

বাংলাদেশ ছাত্রলীগ মাইনীমুখ ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা
🦬🐮🐂🐃ঈদ মোবারক🐄🐐🐪🐫
শুভেচ্ছান্তেঃ-
নুর হোসেন ইমন
কর্মী বাংলাদেশ ছাত্রলীগ

চট্টগ্রামে এমন কেউ আছেন যে হেলিকপ্টার রাইড দিতে চান!আমরা ৫জন আছি কিন্তু টোটাল ৬জন লাগবে রাইড এর জন্য।তাই আরো একজন লাগবে,...
11/06/2024

চট্টগ্রামে এমন কেউ আছেন যে হেলিকপ্টার রাইড দিতে চান!
আমরা ৫জন আছি কিন্তু টোটাল ৬জন লাগবে রাইড এর জন্য।তাই আরো একজন লাগবে,২০ তারিখ ভোরবেলা আমরা যাত্রা শুরু করে সাজেক যাবো!!
সেখানে ব্রেকফাস্ট করে ঘুরে ফিরে যাবো কক্সবাজার।

কক্সবাজার থেকে লান্চ করে ঘুরেফিরে চট্টগ্রামে ব্যাক করবো,আগ্রহীরা যোগাযোগ করুন!!

বিঃদ্রঃ - যে একজন লাগবে,তার কাছে অবশ্যই হেলিকপ্টার থাকতে হবে,তা না হলে প্ল্যান ক্যানসেল😴🐸

বর্তমানে আমার জীবন চক্রঃ-সকাল ৯.০০ টায় ঘুম থেকে উঠে অফিসে যায় সারাদিন অফিসের কাজ করি। রাত ১০.০০ টায় বাসায় আসি। আবার রাত ...
11/06/2024

বর্তমানে আমার জীবন চক্রঃ-
সকাল ৯.০০ টায় ঘুম থেকে উঠে অফিসে যায় সারাদিন অফিসের কাজ করি। রাত ১০.০০ টায় বাসায় আসি। আবার রাত ৪.০০ পর্যন্ত অফিসের কাজ করি। রাত ৪.৩০ টায় ঘুমায় আবার সাকাল ৯.০০ টায় অফিসে যায় এই হয়লো আমার জীবন চক্র।

আসলেই
10/06/2024

আসলেই

আমার মাথায় আসে না😭😭😭
10/06/2024

আমার মাথায় আসে না😭😭😭

আমি ধ্বংসের শেষ প্রান্তে দাড়িয়ে ও হাসতে শিখেছি!
09/06/2024

আমি ধ্বংসের শেষ প্রান্তে দাড়িয়ে ও হাসতে শিখেছি!

আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস 🙂
09/06/2024

আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস 🙂

✌️✌️✌️
09/06/2024

✌️✌️✌️

Address

Mainimukh, Langadu
Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Hossen Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share