08/09/2024
আব্দুল্লাহ আল মাসুদ—তিন দিন হলো বাবা হয়েছেন,
কাল দুপুরে ফেসবুকে জানালেন সেই আনন্দের কথা,
একটি ছোট্ট প্রাণ এসেছে তার জীবনে,
কিন্তু রাতে, বিনোদপুর বাজারের পথে, সবকিছু থেমে গেল, এক নির্মম যন্ত্রণায়।
১৪ বছর আগে ঠিক এমনই আঘাতে,
মাসুদের পা কেটে নিয়েছিল তারা,
কৃত্রিম পায়ের উপর দাঁড়িয়ে ছিলো তার স্বপ্ন,
কিন্তু এবার তার জীবনই কেটে দিলো, বিনাশের অন্ধকার।
মাসুদের সন্তান—একটি নবজাতক, এই পৃথিবীতে এসেছে সদ্য,
তার প্রথম কান্নায় বাবার আদর ছিল প্রয়োজন,
কিন্তু যারা হত্যা করেছে, তারা বুঝেনি,
একটি শিশুর জন্য বাবা কতটা অপরিহার্য, কতটা গভীর সেই সম্পর্কের মায়া।
নৃশংসতা যাদের ভেতরে, তাদের থাকে না কোনো বোধ,
তারা জানে না, বাবার স্নেহ কতটা বিশুদ্ধ, কতটা আলোকিত।
চিরকাল থাকবে শিশুটি বাবাহীন,
স্বাধীনতার নামে, তাকে বঞ্চিত করা হলো স্নেহময় আশ্রয় থেকে।
আমি দেখেছি সেই ভিডিও, মুমূর্ষু মাসুদ,
পানি চেয়েছিল এক ফোঁটা, কিন্তু কেউ দিলো না,
স্বাধীনতার উল্টো পিঠে এ কি রকম নিষ্ঠুরতা?
কীসের লড়াই, কীসের স্বাধীনতা, যদি এমন হয় তার পরিণতি?
স্বাধীনতার স্বপ্ন যখন এভাবে ভেঙে যায়,
তখন কেবল থেকে যায় রক্তের দাগ আর শূন্য চোখের জল।
জানি না, কবে থামবে এ বিভীষিকা,
তবু এই বঞ্চিত শিশুটি, একদিন হয়তো প্রশ্ন করবে, "কেন আমার বাবা নেই?"
#কবিতা #স্বাধীনতার #উল্টো #পিঠে