13/06/2024
দিল্লি যাওয়ার জন্য আর যেতে হবে না কলকাতা 🥹
দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল্লিগামী সরাসরি ট্রেন 🚆
গত ১৬ এপ্রিল ভারতীয় রেল rail 🛤️
চালু করেছে 'ফারাক্কা এক্সপ্রেস'। এই ট্রেন বালুরঘাট স্টেশন থেকে যাবে সরাসরি রাজধানী দিল্লি। ফলে কেবল দিল্লিই নয়, ভারতের পশ্চিমাঞ্চলে যারা ভ্রমণে বা কাজে যান, তাদের সুবিধা হলো। সপ্তাহে সাতদিনই মিলবে পরিষেবা। দু’টি ট্রেনের একটি চারদিন অন্যটি সপ্তাহে তিনদিন চলবে বলে খবর।
যারা পশ্চিম ভারত, দিল্লি,রাজস্থান,হিমাচল, পাঞ্জাব কিংবা জম্মু-কাশ্মীরে যাওয়ার প্ল্যান করেছেন, চাইলে ব্যবহার করতে পারবেন এই ট্রেনই। 🚉