![সৌদি আরব ফ্লাইটের ১০ দিন পূর্বে অবশ্যই (কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ) টিকা দেয়া নিশ্চিত করুন।টিকা বা ভ্য...](https://img4.travelagents10.com/630/996/1091607476309962.jpg)
23/01/2025
সৌদি আরব ফ্লাইটের ১০ দিন পূর্বে অবশ্যই (কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ) টিকা দেয়া নিশ্চিত করুন।
টিকা বা ভ্যাকসিন সংক্রান্ত কারণে কোন যাত্রী ফ্লাইট করতে ব্যর্থ হলে তার দায় এজেন্সি গ্রহণ করিবে না।
উল্লেখ্য, সৌদি আরবে ওয়ার্ক ভিসায় গমনেচ্ছু যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এটি শুধুমাত্র সৌদি গমন ইচ্ছুক সকল ওমরা এবং ভিজিট ভিসা ধারীদের জন্য প্রযোজ্য
*ভ্যাকসিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে* ?
মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়।
১. Polysaccharide: মেয়াদ ৩ বছর, Ingovax (ইনসেপ্টা) এর দাম ১০০০ টাকা।
২. Conjugate: মেয়াদ ৫ বছর / লাইফটাইম, দাম ৪০০০-৪৫০০ টাকা
যেখানে পাওয়া যাচ্ছে :
১. ইবনে সিনা হসপিটাল (শুধু ধানমন্ডি). ১০০০ টাকা / ৪৫০০ টাকা, দুই মানের আছে। যেকোন দিন সকাল ৭টা থেকে রাত ১০ টা
২. ICDDR,B, মহাখালী (৪৮০০ টাকা + ১০০ টাকা রেজিস্ট্রেশন)
৩. স্কয়ার হসপিটাল (৪৫০০ টাকা )
৪. Bangladesh Specialized Hospital, মিরপুর, (৪৬০০/৪৮০০)
৫. Praava Health, বনানী (১০০০ টাকা + ৩০০ টাকা সার্ভিস চার্জ )