23/01/2024
তিনটি এয়ারবাস কিনছে নভোএয়ার।
পদ্মা সেতু চালুর পর থেকে আকাশপথে ঢাকা-বরিশাল ও ঢাকা-যশোর রুটে কমেছে যাত্রীর চাপ। দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে যাত্রী কমে যাওয়ার বিরূপ প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ আকাশ পরিবহন খাতে। যাত্রী কমে যাওয়ায় অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের সংখ্যা কমিয়ে আনছে বেসরকারি আকাশ পরিবহন সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটি বহরে থাকা দুটি এটিআর-৭২ মডেলের উড়োজাহাজ বিক্রির পরিকল্পনা করছে। এর বদলে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য তিনটি এয়ারবাস এ-৩২১ মডেলের উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বলে বণিক বার্তাকে জানিয়েছে দেশীয় সংস্থাটি।দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেছিলাম। তারপর পর্যায়ক্রমে তিনটা এমজেআর রিপ্লেস করে সাতটা এটিআর আনা হয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘আমরা তিনটি এয়ারবাস সংগ্রহের চেষ্টা করছি। এগুলো গত বছরের সেপ্টেম্বরেই বহরে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে আমরা কিছুটা সময় নিয়েছি। নির্বাচন শেষে আবারো প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি, তিনটির প্রথমটি আগামী চার মাসের মধ্যে বহরে যুক্ত হবে। বাকিগুলোও ধাপে ধাপে দেশে আসবে।’
Need Any Air Ticket ? Please contact us,
Galaxy Travel International
Saidpur Plaza. Saidpur-5310
Add: 1st Floor Block /17
Contact : 📞 01766888747
📞 01722222431
💌: [email protected]
Congratulations NOVOAIR