SMDC Overseas

SMDC Overseas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SMDC Overseas, Travel Service, A-8, 2nd floor, Chowdhury Tower, Sher e bangla Road, Saidpur.

25/05/2024
বর্ণনাসৌদি ভিসা🇸🇦🇸🇦🇸🇦🇸🇦💯💯💯 %, আবাসিক হোটেল,রেস্টুরেন্ট,মক্কা,মদিনা ক্লিনার,কন্সট্রাকশন, জেনারেল ওয়ার্কার, হেলপার। ফাইল ন...
22/05/2024

বর্ণনা

সৌদি ভিসা🇸🇦🇸🇦🇸🇦🇸🇦💯💯💯 %, আবাসিক হোটেল,রেস্টুরেন্ট,মক্কা,মদিনা ক্লিনার,কন্সট্রাকশন, জেনারেল ওয়ার্কার, হেলপার। ফাইল নিচ্ছি Saidpur Manpower Development Consultancy

সৌদি ওয়ার্ক ভিসা:-

সৌদি আরব মূলত ৫টি আমিরাতে/রাজ্য বিভক্ত। মধ্যাঞ্চলীয় আরব নজদ, উত্তরাঞ্চলীয় আরব আরার, দক্ষিণাঞ্চলীয় আরব আসির, পূর্বাঞ্চলীয় আরব আহসা ও পশ্চিমাঞ্চলীয় আরব হেজাজ। আবদুল আজিজ ইবনে সৌদ ১৯৩২ সালে এই ৫টি রাজ্য দখল করে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ১৯০২ সালে নজদ, ১৯১৩ সালে আহসা, ১৯২১ সালে আরার, ১৯২৫ সালে হেজাজ ও ১৯৩০ সালে আসির এই ৫টি রাজতান্ত্রিক দেশ দখল করে সৌদি আরব সাম্রাজ্য গঠন করে। দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামি আইনের অনুসরণ করা হয়। ইসলামের দুই পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়। দেশটিতে ৩,৪৭,৬০,০০০ জন বাস করে যার মধ্যে আড়াই কোটি সৌদি আর ৯৭,৬০,০০০ জন বিদেশী।[তথ্যসূত্র প্রয়োজন] পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুদকারি দেশ।[তথ্যসূত্র প্রয়োজন] এই তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন বাড়ছে তেমনিভাবে এর মানব সম্পদ উন্নয়ন সূচকেও উপরের দিকে। তাছাড়াও একমাত্র আরব দেশ হিসেবে জি-২০ প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য। দেশটি তার অর্থনীতিকে কর্পোরেশন কাউন্সিল ফর দ্য আরব স্টেটস অব দ্য গালফ (জিসিসি) এর মধ্যে ডাইভারইসিফাইড করছে। পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ সৌদি আরব।[তথ্যসূত্র প্রয়োজন] দেশটিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ হিসেবে ধরা হয়। সৌদি আরব জিসিসি, ওআইসি ও ওপেক এর সদস্য।

রাজধানী: রিয়াদ

মুদ্রা: রিয়াল

কাজের ক্ষেত্র: আবাসিক হোটেল,রেস্টুরেন্ট,

কনস্ট্রাকশন, জেনারেল ওয়ার্কার

ফ্যাক্টরী লেবার-হেলপার

বেতন ও সুবিধা:

১৫০০-২০০০ বেসিক

ডিউটি: ৮ ঘন্টা +ওভার টাইম

খাবার ফ্রি বা খরচ কোম্পানী দিবে বা নিজস্ব

থাকা ফ্রি কোম্পানী দিবে।

#প্রসেসিং, মাত্র ৪৫-৬০ দিন।

ফ্লাইট ঢাকা, বাংলাদেশ।

■ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স।

Serbia - সার্বিয়া Visa খরচ বিবরন।

প্যাকেজ:

মোট খরচ: আলোচনা সাপেক্ষে

এডভান্স: ১ লক্ষ টাকা।

পারমিট আসার পর: খরচ ১ লক্ষ টাকা।

বাকী টাকা: ভিসা হবার পর।

#ডকুমেন্ট: যা যা লাগবে:

পাসপোর্ট

ছবি

পুলিশ ক্লিয়ারেন্স

NID/জনসনল ইংরেজীতে

শিক্ষাগত যোগ্যতা (যদি থাকে)

* অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

CV/বায়োন্ডাটা

বয়স: ২০-৪৫ বছর ফ্লাইটের পূর্বে করোনা মেডিকেল টেস্ট লাগবে। করোনা নেগেটিভ রিপোর্ট

লাগবে।

আমাদের সম্পার্ক।

আমরা Manpower Development Consultancy (SMDC)

বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এর কাজ আমরা দক্ষতা ও সুনামের সঙ্গে করে দীর্ঘদিন যাবত করে আসছি। আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করে অনেকেই ইনশাআল্লাহ ভিসা পেয়ে বর্তমানে সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজ

নিজ বৈদেশিক কর্মসংস্থান চলমান রেখেছেন। সফলতা লাভ করেছেন। শুক্র-ও সরকারী ছুটির দিনে অফিস বন্ধ থাকে।

শনি বৃহস্পতি বার অফিস খোলা থাকে। সকাল: ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত

ফোন ও যোগাযোগ করুন। কর্পোরেট অফিস:

Manpower Development Consultancy (SMDC)

চৌধুরী টাওয়ার, লেভেল- 2/3

Sher-e-bangla, Saidpur 5310,, Bangladesh.

বিঃদ্রঃ অনুগ্রহ পূর্বক সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সময়ের মধ্যে

ফোন দিন।

01811-320320

(শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)

[email protected]

Thanks for joining us, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

মাএ ১ মাস সৌদির ইলেক্ট্রিশিয়ান এর ভিসা পেলেন
16/05/2024

মাএ ১ মাস সৌদির ইলেক্ট্রিশিয়ান এর ভিসা পেলেন

07/05/2024
(★১ম ৫জনকে এডভান্স ছাড়া ভিসা দেওয়া হবে ★)
11/03/2024

(★১ম ৫জনকে এডভান্স ছাড়া ভিসা দেওয়া হবে ★)

Address

A-8, 2nd Floor, Chowdhury Tower, Sher E Bangla Road
Saidpur
5310

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMDC Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category