সন্দ্বীপ ট্যুর এন্ড ট্রাভেলস

সন্দ্বীপ ট্যুর এন্ড ট্রাভেলস কোন ভ্রমন পিপাসু লোকজন সন্দ্বীপে আসতে চাইলে যোগাযোগ করুন 01814177398 নাম্বারে।

18/04/2024
বিজ্ঞাপনআগামীকাল সন্দ্বীপ টু ঢাকা প্রবাসীর হেলিকপ্টারে মাত্র ৫ হাজার টাকা। এছাড়াও বর্তমানে আমাদের অফার রুটের মধ্যে রয়েছ...
11/04/2024

বিজ্ঞাপন
আগামীকাল সন্দ্বীপ টু ঢাকা প্রবাসীর হেলিকপ্টারে মাত্র ৫ হাজার টাকা। এছাড়াও বর্তমানে আমাদের অফার রুটের মধ্যে রয়েছে:
> ১২ এপ্রিল ঢাকা টু কুয়াকাটা ৭ হাজার টাকা।
> ১২ এপ্রিল হিজলা (বরিশাল) টু ঢাকা ৫ হাজার টাকা।
> ১৩ এপ্রিল ঢাকা টু মির্জাপুর ৫ হাজার টাকা
> ১৩ এপ্রিল মির্জাপুর টু ঢাকা ৫ হাজার টাকা
> ১৫ এপ্রিল কিশোরগঞ্জ কটিয়াদি টু ঢাকা ৫ হাজার টাকা।
> ১৬ এপ্রিল মুন্সীগঞ্জ টু ঢাকা ৫ হাজার টাকা।
নোট:
* অফারের ভাড়া নির্ধারিত রুটের নির্ধারিত তারিখের জন্য প্রযোজ্য।
* ভাড়া জনপ্রতি।
* দুই বছরের অধিক বয়সীদের টিকিট প্রযোজ্য।
***শুধুমাত্র আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নিম্নের নাম্বারে
+8801849-920409
+8801797-577533
----------------------------------------------------------------------
আপনার গন্তব্যের অফার পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং অফার নোটিফিকেশন চালু করুন
https://probashirhelicopter.com
---------------------------------------------------------------------
প্রবাসীর হেলিকপ্টারের সম্মানিত যাত্রীগন। আমরা অত্যন্ত সুনাম এবং সম্মানের সাথে আপনাদের সেবা দেয়ার চেষ্টা করছি। হেলিকপ্টার ভ্রমনে- অফার এবং রেট নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। আপনাদের জন্য বলছি----
* জনপ্রতি সর্বনিম্ন ৫ হাজার টাকায় আমরা হেলিকপ্টার ভ্রমনের ব্যবস্থা রেখেছি। সেটি অবশ্যই আমাদের পোস্ট করা অফারে যে গন্তব্য, দিন, তারিখ সময় উল্লেখ থাকে- তার সাথে আপনার মিলতে হবে।
* এছাড়া আমাদের অন্যান্য অফারগুলোতেও আমাদের দেয়া গন্তব্য, ফ্লাইং এরিয়া, দূরত্ব প্রযোজ্য।
* যারা রিজার্ভ নিয়ে গন্তব্যে যান তাদের জন্য, হেলিকপ্টার এভেইলেবল থাকা, দূরত্ব, সময়, দিন, তারিখ, আবহাওয়া এবং কয় সিটের কপ্টার নিচ্ছেন ইত্যাদি হিসেব করে রেট দেয়া হয়।
সুতরাং একটি অফারের সাথে আরেকটি গুলিয়ে ফেললে... আপনিও বিভ্রান্ত হবেন।

সন্দ্বীপ
19/01/2023

সন্দ্বীপ

অপরুপ সন্দ্বীপ। ভ্রমন করতে চাইলে এখনি উৎকৃষ্ট সময়
26/12/2022

অপরুপ সন্দ্বীপ। ভ্রমন করতে চাইলে এখনি উৎকৃষ্ট সময়

08/08/2022

পর্যটকদের আকর্ষনের কেন্দ্র বিন্দুতে পরিনত হচ্ছে সন্দ্বীপ

08/08/2022
সন্দ্বীপ চ্যানেল
06/08/2022

সন্দ্বীপ চ্যানেল

04/08/2022

সন্দ্বীপের প্রবেশ দ্বারে এ অপুরুপ দৃশ্য দেখে ভ্রমনের আনন্দ সফল হয়ে যাবে। ভিডিও করেছেন Tipu Sultan USD

আমারে তুমি অশেষ করেছো... আশ্চর্য সুন্দর সন্দ্বীপ              শুভ পাল গোপাল গঞ্জ১৩৪৫ সালে ইবনে বতুতা এখানে আসেন। মারোয়...
03/08/2022

আমারে তুমি অশেষ করেছো... আশ্চর্য সুন্দর সন্দ্বীপ
শুভ পাল গোপাল গঞ্জ

১৩৪৫ সালে ইবনে বতুতা এখানে আসেন। মারোয়ারীরা
এক সময় আবিষ্কার করেন এই দ্বীপে শুন্য লোকজন। তাই এর নাম দেন শুন্য দ্বীপ। তারপর আস্তে-ধীরে তা সন্দ্বীপ হয়। সোনার মতো প্রাচুর্যে ভরা বলেও এই দ্বীপকে স্বর্ণদ্বীপ বলা হয়।

প্রাচীণ সময়ে এখানে অনেক আফগানিস্তানের লোকজন বসবাস করে। এখানে আফগান পাড়াও আছে।

বিষয়টি অবিশ্বাস্য হলেও নাকি এটাই সত্যি সারাদেশের রেমিট্যান্স এর ১২% সন্দ্বীপ থেকে আসে৷ স্টিমারযোগে যেতে সেই বিষয়টিও স্পষ্ট টের পেলাম। একাধিক মানুষের সাথে আলাপে জানলাম তাঁরা প্রবাসী।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সন্দ্বীপ ঘুরে আসুন। সেটাও অল্প খরচে। স্টিমারযোগে যেতে আপনি সেন্টমার্টিন এর একটা ফ্লেভার পাবেন। গুপ্তছড়া ঘাটে এসে পাবেন মহেশখালীর ফ্লেভার।

যাতায়াতঃ যদি বাজেট অল্প হয়। মেইল ট্রেনে সীতাকুণ্ড নামবেন। প্রধান সড়কে এসে ২০ টাকায় চলে আসুন কুমিরা ঘাট।

সকাল ১০ টায় স্টিমার ছাড়ে। ভাড়া ১২০ টাকা। সময় লাগে ৬০ মিনিট। স্পিডবোট করে যেতে পারেন। ভাড়া ৩০০।

ঘাট থেকে নেমে বাইক বা সি এন জি করে কমপ্লেক্সে যাবেন। থাকার একাধিক হোটেল আছে। ছলাকলা দিয়ে খরচ কমানোর বিশেষ কৌশলে হোটেল ম্যানেজার কে বস করতে পারলে খরচ কমে যাবে।

এখানে রেকর্ড পরিমাণ বাইকার আছে। চুক্তিভিত্তিক স্থানীয় দর্শনীয় স্থানগুলো দেখে নিন। ভাড়া ৬০০ থেকে ১২০০। এক বাইকে ২ জন।।

এলাকার বিনয় সাহার মিষ্টি নামকরা। বিশেষ করে গরম রসগোল্লা। যদিও আমার কাছে সাধারণ লেগেছে। গেলে খেয়ে আসবেন।

কালাপানিয়ার দিকে তাবু নিয়ে ক্যাম্পিং করতে পারেন। তবে তা শীতকালে। আর পঞ্জিকা দেখে পুর্নিমা রাতে যাবেন। স্থানীয় লোকজনের সহায়তা পাবেন। স্থানীয় একটা গ্রুপ ক্যাম্পিং এ আপনাকে সাহায্য করবে নির্দিষ্ট সার্ভিস চার্জ নিয়ে।

#কৃতজ্ঞতাঃ স্থানীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন। তিনি তার সব কাজ ফেলে তাঁর নিজস্ব বাইক দিয়ে আমাকে চারপাশ ঘুরিয়ে দেখিয়েছেন। খাইয়েছেন মুখরোচক অনেক খাবার। ধন্যবাদ দাদা।

একটা কথা প্রচলিত আছে শীত বা বর্ষা যখনই যান না কেনো সন্দ্বীপ গেলে আপনাকে কাদা লাগিয়ে যেতে হবে।। যাবার সময় না পেলেও আসার সময় এই বিড়ম্বনায় পরেছি।

ভ্রমণের সময় স্থানীয় মানুষের সাথে সৌহার্দ্য আচরণ দেখাবেন। স্থানীয় কৃষ্টি সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। অবশ্যই কোনো দর্শনীয় স্থান নোংরা করে রেখে আসবেন না।

আর হোটেলে দেয়া ১০ টাকা দামের লাক্স বা কেয়া সাবান কিছুটা ব্যবহার করে বাকিটা আনবেন কী রেখে আসবেন সেটা আপনার অভিরুচি। তবে ভ্রমণে গিয়ে সুন্দর কিছু স্মৃতি নিয়ে আসুন। আর ভ্রমণ নির্ভর করে সহযাত্রীর উপর। এ ব্যাপারেও সচেতন থাকুন।

শুভ সন্দ্বীপ

(( সেই সীতাকুণ্ড এলাকা। কোহিনূর আপার সাথে কুমিরা রোজ গার্ডেনে দেখা। আপার স্কুল টা অনেক সুন্দর। কিন্তু সেই দেখা আর এই দেখার তফাৎ ছিলো অনেক। ভাগ্নি জারিফার শুন্যতা ভরাতে পারেনি ভাগ্নে আবরার। হয়তো পেরেছে। সড়ক দুর্ঘটনায় জারিফার মৃত্যু। সেই সড়ক ধরেই আমি এগিয়ে যাচ্ছি অন্য কোনো দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। জীবন এমনই। জীবন থেমে থাকে না। জারিফার সেই স্কুলেই জারিফার আম্মা কোহিনূর আপা বাচ্চাদের শেখাচ্ছে অ আ ক খ ))

03/08/2022

Address

সন্দ্বীপ ১০ শর্যা হসপিটাল সংলগ্ন, সুধীর কবিরাজের বাড়ি, পৌরসভা ৩ নং ওয়ার্ড
Sandwip
4300

Telephone

+8801814177398

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ ট্যুর এন্ড ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ ট্যুর এন্ড ট্রাভেলস:

Videos

Share

Category


Other Tour Agencies in Sandwip

Show All

You may also like