মদীনাতুল মনোয়ারায় ওমরাহ্ হাজীদের সম্মানে আয়োজিত কনফারেন্সে বক্তব্য বক্তব্য রাখছেন সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী অধ্যাপক ওমর ফারুক মাদানী,মাওলানা শামীম খাঁন,হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সহ হাজীসাহেবগণ।
আলহামদুলিল্লাহ ।আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলসের বায়তূল্লাহর মেহমানদের ওমরাহ সম্পূর্ণ হয়েছে আমাদের পরবর্তী কাফেলা 👉20শে জানুয়ারি সালাম এয়ার 👉26শে জানুয়ারি সালাম এয়ার 👉11ই ফেব্রুয়ারি এয়ার এরাবিয়া শবেবরাত মদীনায়) 👉২৫শে ফেব্রুয়ারি সালাম এয়ার/এয়ার এরাবিয়া /সৌদি এয়ার লাইন্স সহ একাধিক গ্রুপে বুকিং চলছে 👉ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিমান বাংলাদেশে ডিরেক্ট ফ্লাইট টিকেট পাওয়া সাপেক্ষে 👉চট্টগ্রাম অফিস:বাড়ি নং 9 ৩য় তলা এইচ ব্লক ওয়াফদা মোড় হালিশহর চট্টগ্রাম। 01325677155 👉সন্দ্বীপ অফিস,: মাহির ভবন, এনাম নাহার মোড়,সন্দ্বীপ, চট্টগ্রাম, 01325677155 আলহামদুলিল্লাহ 2024সালের শেষ জুমা মসজিদুল হারামে
সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ এর উদ্যোগে ওমরাহ্ হাজীদের প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান আলোচকের আলোচনা করেন সন্দ্বীপের সুনামধন্য ইসলামী আলোচক মুফতি নুরুল আফসার হাফি:।ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়ার সম্মানিত সভাপতি ও মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব উল্লাহর দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হওয়া উক্ত প্রোগ্রামে সন্দ্বীপের বরণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থেকে ওমরাহ্ হাজীদের প্রতি প্রশিক্ষণমূলক অতি মূল্যবান আলোচনা প্রদান করেন।