Sandwip Hajj & Umrah Travels

Sandwip Hajj & Umrah Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sandwip Hajj & Umrah Travels, Travel Company, Sandwip.
(1)

আলহামদুলিল্লাহ । আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর চলমান কাফেল...
09/01/2025

আলহামদুলিল্লাহ । আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর চলমান কাফেলায় যুক্ত হতে আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সাহেব এবং মোঃ কবির সাহেব সকাল ৬.৩০ মিনিটে জেদ্দা এয়ার পোর্টে সৌদি এয়ার লাইন্সের ভি আই পি লাউঞ্জে অবতরণ করলে আমি স্বাগত জানিয়ে রিসিভ করে মক্কাতুল মোকাররমার উদ্দেশ্য র‌ওয়ানা করেছি।

আলহামদুলিল্লাহ্,আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর সম্মানিত বায...
08/01/2025

আলহামদুলিল্লাহ্,আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর সম্মানিত বায়তুল্লাহর মুসাফিরদের নিয়ে মদিনাতুল মনোয়ারায় বিদায়ী সেমিনার, মেহমানদারী, হাদিয়া বিনিময় অনুষ্ঠান কাফেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেবের উপস্হিতিতে অত্যন্ত সুন্দর এবং সফল ভাবে সম্পূর্ন হয়েছে । উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কাফেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক মাদানী, মাওলানা শামীমুর রহমান খান, হাফেজ মাহমুদুল হাসান, আলহাজ্ব হুমায়ুন কবির মেম্বার, জহির উদ্দিন সেলিম, প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা শামীমুর রহমান খান।

08/01/2025

মদীনাতুল মনোয়ারায় ওমরাহ্ হাজীদের সম্মানে আয়োজিত কনফারেন্সে বক্তব্য বক্তব্য রাখছেন সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী অধ্যাপক ওমর ফারুক মাদানী,মাওলানা শামীম খাঁন,হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সহ হাজীসাহেবগণ।

সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ এর ২০ জানুয়ারি ২০২৫ ওমরাহ্ প্যাকেজে কিছু আসন খালি আছে।সালাম ইয়ার এ চট্টগ্রাম থেকে ফ্...
06/01/2025

সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ এর ২০ জানুয়ারি ২০২৫ ওমরাহ্ প্যাকেজে কিছু আসন খালি আছে।সালাম ইয়ার এ চট্টগ্রাম থেকে ফ্লাইট হবে।
সার্বিক যোগাযোগ:
মাহির ভবন ২য় তলা(ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে), এনাম নাহার মোড়, সন্দ্বীপ,চট্টগ্রাম।
চট্টগ্রাম অফিস:
বাড়ি নং-০৯(বনফুলের ৩য় তলা),ওয়াফদা মোড়,এইচ ব্লক,হালিশহর চট্টগ্রাম।
মোবাইল:01601199470,01325677155

আলহামদুলিল্লাহ্,সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর বর্তমান কাফেলা মক্কাতুল মোকাররমায় ইসলাম এর স্মৃতি বিজড়িত স্থান সমূ...
02/01/2025

আলহামদুলিল্লাহ্,সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর বর্তমান কাফেলা মক্কাতুল মোকাররমায় ইসলাম এর স্মৃতি বিজড়িত স্থান সমূহ জিয়ারা সম্পূর্ণ করেছে।
২০ জানুয়ারি ২০২৫ তারিখে সালাম ইয়ার এবং ১১ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে ইয়ার আরাবিয়ায় ওমরাহ্ বুকিং চলছে।
সার্বিক যোগাযোগ:
মাহির ভবন ২য় তলা(ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে), এনাম নাহার মোড়, সন্দ্বীপ,চট্টগ্রাম।
চট্টগ্রাম অফিস:
বাড়ি নং-০৯(বনফুলের ৩য় তলা),ওয়াফদা মোড়,এইচ ব্লক,হালিশহর চট্টগ্রাম।
মোবাইল:01601199470,01325677155

01/01/2025
সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ এর চলমান ওমরাহ্ কাফেলার যাত্রীগণ কয়েক ধাপে  মক্কাতুল মোকররমা অভিমূখে রওনা হয়েছেন।
29/12/2024

সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ এর চলমান ওমরাহ্ কাফেলার যাত্রীগণ কয়েক ধাপে মক্কাতুল মোকররমা অভিমূখে রওনা হয়েছেন।

27/12/2024

আলহামদুলিল্লাহ ।আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলসের বায়তূল্লাহর মেহমানদের ওমরাহ সম্পূর্ণ হয়েছে আমাদের পরবর্তী কাফেলা 👉20শে জানুয়ারি সালাম এয়ার ‌‌ 👉26শে জানুয়ারি সালাম এয়ার ‌‌ 👉11ই ফেব্রুয়ারি এয়ার এরাবিয়া শবেবরাত মদীনায়) 👉২৫শে ফেব্রুয়ারি সালাম এয়ার/এয়ার এরাবিয়া /সৌদি এয়ার লাইন্স ‌সহ একাধিক গ্রুপে বুকিং চলছে 👉ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিমান বাংলাদেশে ডিরেক্ট ফ্লাইট টিকেট পাওয়া সাপেক্ষে 👉চট্টগ্রাম অফিস:বাড়ি নং 9 ৩য় তলা এইচ ব্লক ওয়াফদা মোড় হালিশহর চট্টগ্রাম। 01325677155 ‌ 👉সন্দ্বীপ অফিস,: মাহির ভবন, এনাম নাহার মোড়,সন্দ্বীপ, চট্টগ্রাম, 01325677155 আলহামদুলিল্লাহ 2024সালের শেষ জুমা মসজিদুল হারামে পড়বো ইনশাআল্লাহ

24/12/2024

হজ্ব বুকিং চলছে...

আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম হালিশহরে সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস এর অফিস কার্যালয় উদ্বোধন ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক...
19/12/2024

আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম হালিশহরে সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস এর অফিস কার্যালয় উদ্বোধন

ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করতে উন্নতমানের ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস। সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম হালিশহর ওয়াপদা কার্যালয়ে। উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভায় সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস এর ব্যাবস্হাপনা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোশারফ হোসেন।।

এই সময় স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপ হজ্জ এন্ড ওমরাহ ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক মাদানী।

উদ্ভোধক এর বক্তব্য রাখেন আল জামিয়াতুল ইসলামীয় ওয়া দারুল ইয়াতামা ফিরোজ শাহ বড় মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা আল্লামা শেখ তাজুল ইসলাম।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন লেকভিউ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন মাহদী, এতে আরো আলোচনা করেন মাওলানা আশ্রাফ উল্লাহ সন্দ্বীপী, সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর মুয়াল্লিম মুফতি আহসান উল্লাহ, মাওলানা মনিরুল আলম রুমি, মাওলানা আব্দুল খালেক রাইয়ান , মাওলানা ফয়সাল, মাওলানা শামীম খান, মোঃ বেলাল হোসেন প্রমুখ।।

এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্জ ওমর ফারুক মাদানী বলেন, এই বছর ২৬ জানুয়ারি ২০২৫ইং পবিত্র উমরাহ পালনে আলেম,মসজিদের ইমাম খতিবদের জন্য যারা উমরাহ হজ্জপালনে বিশেষ ছাড়ের ব্যাবস্হ থাকবে।।এ ছাড়াও বাংলাদেশ থেক হজ্জ উমরাহ ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকিটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, হজ ও ওমরাহ, পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা দেওয়া হবে। পৃথিবীর যেকোনো প্রান্তে।।

পরে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ তাজুল ইসলাম।

আগামীকাল, ইনশাআল্লাহ্।আসবেন অনেকেই,আপনিও আসুন।
17/12/2024

আগামীকাল, ইনশাআল্লাহ্।
আসবেন অনেকেই,আপনিও আসুন।

আলহামদুলিল্লাহ সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেব আমাদের  চট্টগ্রা...
13/12/2024

আলহামদুলিল্লাহ সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক মাদানী সাহেব আমাদের চট্টগ্রাম অফিস উদ্বোধন অনুষ্ঠান আগামী ১৮শে ডিসেম্বর চট্টগ্রাম প্রিন্স অফ চিটাগাং কমিউনিটি কমপ্লেক্সে যোগদান করা সহ সন্দ্বীপ এবং চট্টগ্রাম একাধিক প্রোগ্রামে অংশ করার উদ্দেশ্যে আজ বিকাল ৩টায় শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছার পর সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস এর ব্যাবস্থাপনা পরিচালক এন্ড মুয়াল্লিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছা জানান।

12/12/2024

26শে জানুয়ারি বিমানে ডিরেক্ট ফ্লাইট 1,50,000এবং সালাম এয়ার মাত্র 1,20,000টাকায় ওমরাহ আগ্রহী কেউ থাকলে যোগাযোগ করুন 01325677155

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা মহোদয়ের সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ অফিসে আগমন উপলক্ষ্যে ফুলেল শুভ...
11/12/2024

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা মহোদয়ের সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ্ ট্রাভেলস্ অফিসে আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচছা।

10/12/2024

আলহামদুলিল্লাহ সন্দ্বীপ হজ্ব এন্ড ওমরাহ ট্রাভেলস হজ্ব লাইসেন্স নং:- ২০০

Address

Sandwip

Telephone

+8801325677155

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip Hajj & Umrah Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandwip Hajj & Umrah Travels:

Videos

Share

Category