Indian Visa Application Center - IVAC Satkhira

Indian Visa Application Center - IVAC Satkhira Indian Visa Application and Information Center (Satkhira)

26/07/2022

বাইরোড নেপালের ভিসা ও ভারতের ট্রানজিট ভিসার জন্য করনীয় :

√ প্রথমে আপনাকে একমাত্র ঢাকার গুলশানে অবস্থিত নেপাল এ্যামবাসি থেকে নেপালের ভিসা নিতে হবে।যদি বাইরোড নেপাল যেতে চান।বিমান গেলে কাঠমুন্ডু এয়ারপোর্ট থেকে ভিসা দিবে ফ্রি শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। নেপালের ভিসা পাওয়ার পর ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
√ ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিতে হবে নেপাল বাই রোডে যাবার জন্য। নেপালে যাবার জন্য ট্রানজিট ভিসার বর্ডার পোর্ট থাকতে হবে চ্যাংড়াবান্ধা / রানিগঞ্জ অথবা ফুলবাড়ি/রানিগঞ্জ। ট্রানজিট ভিসার মেয়াদ থাকে মাত্র ১৫-৩০ দিন।তবে বেশির ভাগ মানুষ কে ১৫ দিনের ভিসা দেয়। এই ১৫ দিনের মধ্যে নেপাল ভ্রমণ করে আসতে হবে। ১৫ দিনের ট্রানজিট ভিসা নিয়ে আপনি নেপাল যাবার আগে ৩ দিন মানে ৭২ ঘন্টা ইন্ডিয়া তে অবস্থান করতে পারবেন। এই ৭২ ঘন্টা অতিক্রম হবার আগে যে কোন মূল্যে আপনাকে নেপাল প্রবেশ করতে হবে। আবার নেপাল ভ্রমণ শেষে নেপাল বর্ডার ক্রস করে দেশে ফেরত আসার আগে আরো ৭২ ঘন্টা মানে ২ রাত ১ দিন চাইলে ইন্ডিয়া অবস্থান করে আসতে পারবেন। তবে মনে রাখতে হবে নেপাল থেকে বার হবার পরে ইন্ডিয়া তে কোন মতে ৭২ ঘন্টার বেশি থাকা যাবে না। তা হলে বড় ধরনে সমস্যা পরে যাবেন।

√ ট্রানজিট ভিসা নিতে হলে ঢাকা টু চ্যাংড়াবান্ধা/ফুলবাড়ি টু ঢাকা যাওয়া আসার বাসের অগ্রীম টিকেট ইন্ডিয়ান ভিসা এপলিকেশন সেন্টারে ভিসার যাবতীয় সব কাগজ পত্রের সাথে জমা দিতে হবে।

√ বাসের অরিজিনাল টিকেট পাসপোর্ট এর পিছনের পাতার সাথে পিন মেরে দিতে হবে। এবং সাথে আলাদা ভাবে বাসের এই টিকেট গুলোর ফটোকপি ও দিতে হবে।

√ নেপাল কোন হোটেলে থাকবেন ঐ হোটেল বুকিং এর স্লিপ বা প্রিন্ট কপি জমা দিতে হবে৷

√ ভ্রমণ তারিখ এবং বাসের টিকেট একই তারিখের হতে হবে।

√ আর বাকি সব কাগজ পত্র ট্যুরিস্ট ভিসার করার সময় যা যা দেন তাই দিবেন।

কি একটা অবস্থা 😭
03/07/2022

কি একটা অবস্থা 😭

02/07/2022

🇧🇩🚌 এখন থেকে 🚌🇮🇳
ট্যুরিস্ট মাল্টিপোল ভিসায় ৩ মাসে একবার ও বিজনেস ভিসায় ১০ দিন পরপর যাতায়াতের নিয়ম করেছে
ভারতীয় ইমিগ্রেশন।

08/06/2022

পাহাড়ের শহর দার্জিলিং। হিমালয়ের কোল ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহরটি চা-বাগানের জন্যও বিখ্যাত। জনপ্রি...

05/06/2022

সাতক্ষীরায় রুবী জেনারেল হাসপাতালের তথ্য কেন্দ্র ও টেলি মেডিসিন সেন্টার উদ্বোধন সাতক্ষীরা সদর The Editors

03/06/2022
31/05/2022

আলমগীর হোসেন,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: দীর্ঘ ৫৭ বছর পর বাংলাদেশের চিলাহাটি হয়ে ভারতের হলদীবাড়ী রেলপথে যাত্রীব.....

21/04/2022

বাংলাদেশে প্রবেশ করতে দেখাতে হবে বিশেষ হেলথ কার্ড

এক নজরে দেখে নিনকোন কোন পোর্ট দিয়ে ভারতে যেতে পারবেন।
19/04/2022

এক নজরে দেখে নিন
কোন কোন পোর্ট দিয়ে ভারতে যেতে পারবেন।

14/04/2022

Shubho Noboborsho!
Best wishes to all from High Commission of India, Dhaka for

ভারতীয় হাই কমিশন এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।

12/04/2022

ভারতীয় ভিসা সেন্টার ১৪ এপ্রিল, বৃহস্পতিবার-বাংলা নববর্ষ এবং ১৭ এপ্রিল, রবিবার-ষ্টার সানডে উপলক্ষ্যে
বন্ধ থাকবে।

সুসংবাদঃআজ থেকে ২ ডোজ টিকা দেওয়া থাকলেই স্থলপথ দিয়ে যাওয়া যাবে ভারতে।লাগবে না বুস্টার ডোজ বা ৭২ ঘন্টার করোনা টেস্ট। সূত্...
09/04/2022

সুসংবাদঃ

আজ থেকে ২ ডোজ টিকা দেওয়া থাকলেই স্থলপথ দিয়ে যাওয়া যাবে ভারতে।লাগবে না বুস্টার ডোজ বা ৭২ ঘন্টার করোনা টেস্ট।
সূত্র: সময় টিভি

09/04/2022

আজ থেকে ২ ডোজ টিকা দেওয়া থাকলেই স্থলপথ দিয়ে যাওয়া যাবে ভারতে।লাগবে না বুস্টার ডোজ বা ৭২ ঘন্টার করোনা টেস্ট।

05/04/2022

ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসায় বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল ৪ এপ্রিল থেকে ভারতে প্রবেশ-প্রস্থান করতে পারছেন পাসপোর্টধ.....

29/03/2022

🇧🇩🚌 ইন্ডিয়ার 🚌🇮🇳
সাথে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় খুলছে ভারত-বাংলাদেশের
সব স্থলবন্দর।

29/03/2022

🇧🇩🚌 আজ থেকে 🚌🇮🇳
ইন্ডিয়ান হাইকমিশনের ইমেইল এপ্রুভাল ছাড়াই, ফি দিয়ে বাই এয়ার ভিসায় সড়কপথে ভ্রমণের
অনুমোদন নিতে পারবেন।

২৭ তারিখ থেকেই চলাচল শুরু করবে!  ঢাকা ক্যান্টঃ  - নিউ জলপাইগুড়ি - ঢাকা ক্যান্টঃ মিতালি এক্সপ্রেস। ভাড়া ২৭০৫ টাকা থেকে শ...
20/03/2022

২৭ তারিখ থেকেই চলাচল শুরু করবে!
ঢাকা ক্যান্টঃ - নিউ জলপাইগুড়ি - ঢাকা ক্যান্টঃ মিতালি এক্সপ্রেস।
ভাড়া ২৭০৫ টাকা থেকে শুরু ট্রাভেল ট্যাক্স সহ।

18/03/2022

করোনাভাইরাসের কারণে
২০২০ সালের মার্চের আগে ইস্যু করা স্থগিত ট্যুরিস্ট ভিসায় ফের আকাশ পথে ভ্রমণ করা যাবে
🇧🇩✈️ ভারত ✈️🇮🇳

18/03/2022

ঢাকা: আগামী মাস থেকে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস ট্রেনসমূহ পুনরায় চালানোর স....

09/01/2022

বাংলাদেশি নাগরিকদের জরুরি না হলে ভারত ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এছাড়া ভারত ভ্রমণে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম করেছে সেদেশের সরকার।

রোববার ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে আজ করোনাপ্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেন দোরাইস্বামী। সেখানেই তিনি বলেন, ‘শুধু বাংলাদেশিই নয়, আমি বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকসহ সকলকে এ মুহূর্তে ভারত সফর এড়াতে অনুরোধ করব।’
দোরাইস্বামী বলেন, তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে।

ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে ভারত ভ্রমণে গেলে বাধ্যতামূলক বাসায় সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং অষ্টম দিনে আবার কোভিড পরীক্ষা করাতে হবে।

ভারতীয় কেন্দ্রীয় সরকার বলছে, যেকোনো যাত্রীকে ভারতে আসার ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হয়। যাত্রার আগে প্রয়োজনীয় তথ্য ‘এয়ার সুবিধা’ অ্যাপে জানানো বাধ্যতামূলক। ভারতে অবতরণের পর ‘ঝুঁকিপূর্ণ’ দেশের যাত্রীদের কোভিড পরীক্ষা করানো বাধ্যতামূলক।

একমাত্র ‘নেগেটিভ’ যাত্রীরা বিমানবন্দর ছাড়ার অনুমতি পেতেন। নতুন নিয়মে সব দেশের ‘নেগেটিভ’ যাত্রীকেও এবার থেকে বাধ্যতামূলকভাবে সাত দিন স্বগৃহে নিভৃতে কাটাতে হবে। এরপর অষ্টম দিনে আবার কোভিড পরীক্ষা করাতে হবে।

27/09/2021

🇧🇩ইন্ডিয়ার🇮🇳
ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন? আগামী মার্চ পর্যন্ত ইন্ডিয়া ৫লক্ষ ফ্রি ট্যুরিস্ট ভিসা দেবে মাত্র
৭দিনের জন্য।

Address

Songram Tower, Banglaer More, Itagasa
Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Visa Application Center - IVAC Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indian Visa Application Center - IVAC Satkhira:

Share


Other Tourist Information Centers in Satkhira

Show All