Corki Eco Tourism -চরকি ইকো ট্যুরিজম

Corki Eco Tourism -চরকি ইকো ট্যুরিজম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Corki Eco Tourism -চরকি ইকো ট্যুরিজম, Tourist Information Center, Shyamnagar, satkhira, Satkhira.

ইকো ট্যুরিজম বা পরিবেশগত পর্যটনের মাধ্যমে প্রকৃতিকে গভীরভাবে জানার ও বোঝার সুযোগ থাকে। ইকো-ট্যুরিজম: পরিবেশবান্ধব পর্যটন এলাকায় প্রকৃতি-পরিবেশের কোনো ক্ষতি না করে প্রকৃতির ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ, উপলব্ধি ও অধ্যয়ন করাই হলো ইকো-ট্যুরিজম।

07/06/2024

বাঙ্গালীর শত বছরেরর পুরনো ঐতিহ্য মৃৎ শিল্প। একেকটি শিল্পের বিস্তারের পেছনে রয়েছে একেকটি দেশ বা জাতির অবদান। তেমনই একটি শিল্প হচ্ছে মৃৎ শিল্প। “মৃৎশিল্প” শব্দটি “মৃৎ” এবং “শিল্প” এই দুই শব্দের মিলত রূপ। “মৃৎ” শব্দের অর্থ মৃত্তিকা বা মাটি আর “শিল্প” বলতে এখানে সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে বোঝানো হয়েছে। এজন্য মাটি দিয়ে তৈরি সব শিল্প কর্মকেই মৃৎ শিল্প বলা যায়। প্রাচীনকাল থেকে বংশনুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎ শিল্প আজ বিলুপ্তির পথে। যারা মাটি নিয়ে কাজ করে পেশায় তারা কুমার বা পাল। দিন দিন যে ভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে তারা পেশা নিয়ে বেশ চিন্তিত। আধুনিকতার নির্মম স্পর্শে এই শিল্পের কদর দিন দিন কমে যাচ্ছে।তারা হারাতে বসেছে তাদের নিপুণ শৈল্পীক গুণাবলী।এতকিছুর পরও অনেকে শত কষ্টের মাঝেও বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

06/06/2024

আহ মায়াবি রুপ । নদীর পানিতে পড়ন্ত বিকালের ছায়া

06/06/2024

সুন্দরবন ........................

06/06/2024

https://www.facebook.com/61560831804477/

ইকো ট্যুরিজম বা পরিবেশগত পর্যটনের মাধ্যমে প্রকৃতিকে গভীরভাবে জানার ও বোঝার সুযোগ থাকে। ইকো-ট্য

ইকো-ট্যুরিজম: পরিবেশবান্ধব পর্যটন এলাকায় প্রকৃতি-পরিবেশের কোনো ক্ষতি না করে প্রকৃতির ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ, উপলব্ধি ও ...
06/06/2024

ইকো-ট্যুরিজম: পরিবেশবান্ধব পর্যটন এলাকায় প্রকৃতি-পরিবেশের কোনো ক্ষতি না করে প্রকৃতির ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ, উপলব্ধি ও অধ্যয়ন করাই হলো ইকো-ট্যুরিজম। ইকো-ট্যুরিজম বা পরিবেশগত পর্যটনের মাধ্যমে প্রকৃতিকে গভীরভাবে জানার ও বোঝার সুযোগ থাকে। এর মাধ্যমে প্রকৃতির আকর্ষণকে হƒদয় দিয়ে উপলব্ধি করা যায়। পর্যটনের এই ধারণা এসেছে পরিবেশের যথার্থ রক্ষণাবেক্ষণের ভাবনা থেকেই। এটি পর্যটনকে যেনতেনভাবে না দেখে বা শুধু বিনোদনের খোরাক না ভেবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার ধারণার শিক্ষা দেয়। ইকো-ট্যুরিজম পর্যটনের এমন একটি উন্নয়ন ধারণা যা স্থানীয় পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণ, পরিবেশগত ঐতিহ্য-সংস্কৃতি ও স্থানীয়দের অনুপম অর্থনৈতিক-সামাজিক বিকাশ নিশ্চিত করে। স্থানীয় জনগণ, প্রকৃতিপ্রেমী, সরকারি-বেসরকারি পর্যায়ে প্রকৃতি-পরিবেশ রক্ষার সংগঠন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ তথা উন্নয়নের ধারণাই ইকো-ট্যুরিজম। ইকো-ট্যুরিজমের সম্পদে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। পর্যটন খাতে ইকো-ট্যুরিজমের ধারণা বিপুল সম্ভাবনা তৈরি করেছে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে ইকো-ট্যুরিজমের ধারণা দেশে-বিদেশে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।

ইকো-ট্যুরিজমের গুরুত্ব: ইকো-ট্যুরিজমের গুরুত্ব অনুধাবণ করে জাতিসংঘ ২০০২ সালকে ‘ইন্টারন্যাশনাল ইকো-ট্যুরিজম ইয়ার’ ঘোষণা করে। প্রকৃতি-পরিবেশের ভারসাম্য রক্ষা, মানব-পরিবেশ মিথস্ত্রিয়া ও প্রকৃতি সংরক্ষণে ইকো-ট্যুরিজমের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ভুগতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ইকো-ট্যুরিজমের ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রকৃতির সান্নিধ্যে বিনোদনের সুযোগ, সংস্কৃতির মিলন, প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্য রক্ষা, পরিবেশ দূষণ রোধ, পরিবেশবান্ধব টেকসই পর্যটনের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধি সাধনে ইকো-ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু পরিবেশ রক্ষা নয়, টেকসই উন্নয়নের জন্যও ইকো-ট্যুরিজম গুরুত্বপূর্ণ। পরিবেশগত পর্যটন বা ইকো-ট্যুরিজম স্পট ভ্রমণের মাধ্যমে ব্যাপক শিক্ষা লাভেরও সুযোগ রয়েছে। ইকো-ট্যুরিজম শিক্ষামূলক ভ্রমণ ও গবেষকদের গবেষণা করারও সুযোগ তৈরি করে। গত শতাব্দীর নব্বই দশকের কাছাকাছি সময়ে ইকো-ট্যুরিজমের প্রয়োজনীয়তার কথা সামনে আসে। জলবায়ু পরিবর্তনের এ পরিবর্তনশীল বাস্তবতায় দেশে-বিদেশে এটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। ইকো-ট্যুরিজম স্থানীয়ভাবে জীববৈচিত্র্য বৃদ্ধি, রক্ষা ও টিকে থাকতে ব্যাপক সহায়ক। এছাড়া এটা পক্ষীকুলের টিকে থাকার অন্যতম আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

Address

Shyamnagar, Satkhira
Satkhira
9451

Website

Alerts

Be the first to know and let us send you an email when Corki Eco Tourism -চরকি ইকো ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Corki Eco Tourism -চরকি ইকো ট্যুরিজম:

Videos

Share