Tala Upazila

Tala Upazila Tala is an upazila of the Satkhira District in the Khulna Division of Bangladesh. Tala thana was established in 1913 and made an upazila in 1983.

Tala Upazila is divided into 12 union parishads: Dhandia, Islamkati, Jalalpur, Khalilnagar, Khalishkhali, Khesra, Kumira, Magura, Nagarghata, Sarulia, Tala, and Tentulia. The union parishads are subdivided into 150 mauzas and 229 villages. As of the 2011 Bangladesh census, Tala upazila had 72,465 households and a population of 299,820.

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখমসাতক্ষীরার তালায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়...
04/12/2024

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাতক্ষীরার তালায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আজ চার ডিসেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার তালা সদর ইউনিয়নের জাতপুর গ্রামের বিল্লাল হোসেন কে পিটিয়ে আহত করে এক মাদক ব্যবসায়ী। পাঁচরোখি গ্রামের সিদ্দিক ও তার ছেলে মুর্শিদ এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বিল্লাল হোসেন।

বিল্লাল হোসেন অভিযোগে উল্লেখ করেন, সিদ্দিক এলাকায় মাদক ব্যবসা করেন। এতে জাতপুর গ্রামের কিশোর ও যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। বিল্লাল হোসেন সিদ্দিককে মাদক ব্যবসা করতে নিষেধ করেন। এতে মুর্শিদ ও সিদ্দিক ক্ষিপ্ত হয়ে আজ বিকালে বিল্লাল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে তালা সদর হাসপাতালে ভর্তি করেন।

জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন, যার ফলে থানার কার্যক্রম স্থবির ...
10/08/2024

জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন, যার ফলে থানার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের জনগণের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে।

07/08/2024

গতদুই দিনের ভাংচুর, লুটপাট, অগ্নিকাণ্ড ও সহিংসতার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনাহবে।
.........সেনা প্রধান

28/06/2024

আর কত প্রাণ হারালে এসব মাটি ব্যবসায়ীরা খ্যান্ত কবে?

'EID-UL-ADHA'-2024_EID MUBARAK.
17/06/2024

'EID-UL-ADHA'-2024_
EID MUBARAK.

16/06/2024
Md. Mustafizur Rahman, BPAA.মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএজনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ ১৯৬৪ সালের ২৫ মে খুলনা জেলার...
31/05/2024

Md. Mustafizur Rahman, BPAA.

মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ

জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ ১৯৬৪ সালের ২৫ মে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মাঠ প্রশাসনের সকল স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব এর দায়িত্ব পালনপূর্বক বর্তমানে তিনি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে আছেন।

তাঁর রয়েছে সরকারের বিভিন্ন পদে বিস্তৃত কাজের অভিজ্ঞতা। ২০১১ সালে তিনি যশোর জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়িত হন। জেলা প্রশাসক থাকাকালীন যশোর জেলাকে ডিজিটাল জেলা বিনির্মাণে অসামান্য অবদান রাখেন। তাঁর নেতৃত্বকালীন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়, যশোর ২০১১ সালে ই-এশিয়া পুরস্কার অর্জন করে। মাঠ প্রশাসন পর্যায়ে ই-সেবা বাস্তবায়নে অবদানের জন্য সেরা ডিসি পুরস্কার-২০১২, একটি বাড়ি একটি খামার প্রকল্পে অনন্য অবদানের জন্য সেরা ডিসি পুরস্কার-২০১৩ এবং শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০১২ সালে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ প্রাপ্তি, জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘জনপ্রশাসন পদক- ২০১৬’ অর্জন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার থাকাকালীন জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০১৯ এ শ্রেষ্ঠ বিভাগের পুরস্কার অর্জন ও বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা হিসেবে ২০১৯-২০ সালে ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ অর্জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় কমিশনার, ঢাকা হিসেবে দলগত শ্রেণিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০ অর্জন তাঁর কর্মজীবনের অনন্য র্কীতির স্বীকৃতি। তাঁর কর্মদক্ষতা ও সুযোগ্য নেতৃত্বের কারণে ভূমি মন্ত্রণালয়ের ‘Digital Land Tax’ উদ্যোগটি তথ্য-প্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার WSIS 2022-এ ভূষিত হয় এবং ভূমি মন্ত্রণালয় ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক- ২০২২’ অর্জন করে।

তিনি ০২ এপ্রিল, ২০২৩ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২৩ মে, ২০২৩ তারিখ পদোন্নতি প্রাপ্তির পর তিনি সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এক সময়ে আলোচিত তালা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা।। Tala Upazila

MENSTRUAL HYGIENE DAY- MAY- 28,2024.
28/05/2024

MENSTRUAL HYGIENE DAY- MAY- 28,2024.

২৫-শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের-১২৫তম জন্মবার্ষিকী।
25/05/2024

২৫-শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের-
১২৫তম জন্মবার্ষিকী।

তালা উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ এর ফলাফল।১৫,১৬৯ ভোট বেশি নিয়ে কাপ-পিরিচ জয়লাভ করেছে, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুম...
21/05/2024

তালা উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ এর ফলাফল।
১৫,১৬৯ ভোট বেশি নিয়ে কাপ-পিরিচ জয়লাভ করেছে, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।।

‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’, এ-প্রতিপাদ্যে_ বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৪।। বিএসটিআই, শিল্প মন্ত্রণালয়।।🇧🇩
20/05/2024

‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’, এ-প্রতিপাদ্যে_ বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৪।।
বিএসটিআই, শিল্প মন্ত্রণালয়।।🇧🇩

আন্তঃব্যাংক ডলার লেনদেন চালু করতে কারেন্সি সোয়াপ বন্ধ করল কেন্দ্রীয় ব্যাংক_এছাড়াও রেমিট্যান্সের ডলার কেনায় এখন থেকে ব্যা...
09/05/2024

আন্তঃব্যাংক ডলার লেনদেন চালু করতে কারেন্সি সোয়াপ বন্ধ করল কেন্দ্রীয় ব্যাংক_

এছাড়াও রেমিট্যান্সের ডলার কেনায় এখন থেকে ব্যাংকগুলো নিজেদের তহবিল থেকে কোনো প্রণোদনা দিতে পারবে না।

আন্তঃব্যাংক ডলার লেনদেন চালু করতে কারেন্সি সোয়াপের মাধ্যমে ব্যাংকগুলোর হাতে থাকা উদ্বৃত্ত ডলার জমা রেখে টাকা দেওয়া, অর্থাৎ কারেন্সি সোয়াপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়াও রেমিট্যান্সের ডলার কেনায় এখন থেকে ব্যাংকগুলো নিজেদের তহবিল থেকে কোনো প্রণোদনা দিতে পারবে না বলেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রেমিট্যান্সের ডলার কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো এখন থেকে নিজেরা কোনো প্রণোদনা দিতে পারবে না। তবে সরকারের পক্ষ থেকে দেওয়া ২.৫ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে।

২০২৩ সালের অক্টোবরে এবিবি ও বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) মাধ্যমে ব্যাংকগুলোর নিজেদের তহবিল থেকে রেমিট্যান্সের ডলারে সর্বোচ্চ ২.৫ শতাংশ প্রণোদনা দেওয়ার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকগুলো চাইলে তাদের উদ্বৃত্ত ডলার আন্তঃব্যাংকে বিক্রি করতে পারবে জানিয়ে এবিবি চেয়ারম্যান বলেন, ডলারের রেট এখন আগের তুলনায় অনেক ভালো। কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে যে বেঞ্চমার্ক রেট ঠিক করে দিয়েছে, সেটি বাজারের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।

'তাই কেন্দ্রীয় ব্যাংক থেকে এখন কারেন্সি সোয়াপ করে টাকা নেওয়ার বদলে ইন্টারব্যাংকে ডলার বিক্রি করবে বাণিজ্যিক ব্যাংক। এতে ইন্টারব্যাংক ডলার মার্কেট সচল হবে,' বলেন তিনি।

ব্যাংকাররা জানান, ২০২২ সালের সেপ্টেম্বরে এবিবি ও বাফেদার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম নির্ধারণ করে দেওয়া চালু করার পর থেকে আন্তঃব্যাংকে ডলার লেনদেন একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল। এখন ডলারের দাম বাজারদরের কাছাকাছি আসায় এখানে লেনদেন আবার চালু হতে পারে।

ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন বলেন, 'ডলারের রেট বাড়ানোর কারণে আন্তঃব্যাংকে ডলার লেনদেন চালু হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আন্তঃব্যাংকে ডলার লেনদেন চালু হলে ব্যাংকগুলোকে আর ডলারের জন্য এক্সচেঞ্জ হাউজের কাছে যেতে হবে না, অন্য ব্যাংকের কাছে থেকেই ডলার কিনতে পারবে তারা।'

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহ শেষে কারেন্সি সোয়াপের মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা থাকা ডলারের বকেয়া রয়েছে ১.১ বিলিয়ন ডলার। এসব ডলার জমা রেখে ১১০ টাকা রেটে টাকা নিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিভিন্ন মেয়াদে এসব ডলার জমা রেখেছে। মেয়াদ শেষ হলে বাণিজ্যিক ব্যাংকগুলো এসব ডলার ফিরিয়ে নেবে।

সভায় উপস্থিত একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কেন্দ্রীয় ব্যাংকে ডলার জমা রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো ১২ হাজার ১০০ কোটি টাকা নিয়েছে। কারেন্সি সোয়াপ বন্ধ করে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ওই টাকা তুলে ফেলতে চাইছে। এর ফলে বাজারে টাকার সরবরাহ আরও কমবে।

এক্সচেঞ্জ রেটের সার্কুলারে ১১৭ টাকা মধ্যবর্তী দাম নির্ধারণ করে দিলেও ব্যাংকগুলো সর্বোচ্চ ও সর্বনিম্ন কী রেটে ডলার কেনাবেচা করবে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। তবে সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মধ্যবর্তী দামের সঙ্গে ১ টাকা যোগ-বিয়োগ করে ডলার কেনাবেচা করতে বলা হয়েছে। সে হিসাবে ব্যাংকগুলো এখন থেকে ডলার কেনাবেচা করবে ১১৬-১১৮ টাকা রেটে।।

সাগরের তলদেশ দিয়ে পাইপ লাইনে জ্বালানি তেল খালাসের সক্ষমতা অর্জনের পর এবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহন শুরু ...
09/05/2024

সাগরের তলদেশ দিয়ে পাইপ লাইনে জ্বালানি তেল খালাসের সক্ষমতা অর্জনের পর এবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহন শুরু হচ্ছে পাইপ লাইনে।।

বহুল প্রত্যাশার প্রকল্পটি আরো দুই বছর আগে শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় বিলম্বিত হয়েছে।।
তবে চলতি বছরের মধ্যে সাড়ে তিন হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপ লাইনে তেল সরবরাহ শুরু হবে।।
এতে কোটি কোটি টাকার পরিবহন ব্যয়ের পাশাপাশি সময়ও সাশ্রয় হবে।।
তেল চুরিসহ সিস্টেম লসের কবল থেকেও বহুলাংশে মুক্তি মিলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।।

দেশে জ্বালানি তেলের ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে প্রায় ৬০ লাখ টন জ্বালানি তেল ব্যবহৃত হয়।।
এই তেলের ৪০ ভাগই ব্যবহৃত হয় ঢাকা এবং সন্নিহিত অঞ্চলে।।
বিশ্বের নানা দেশ থেকে আমদানিকৃত জ্বালানি তেল চট্টগ্রামে খালাস করা হয়।।
এখান থেকে পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, নৌ ও রেলপথে জ্বালানি তেল পরিবহন করা হয়।।
বছরে ২০ লাখ টনেরও বেশি পরিশোধিত জ্বালানি তেল চট্টগ্রাম থেকে উপরোক্ত তিনটি ব্যবস্থায় ঢাকা অঞ্চলে নিয়ে যাওয়া হয়।।
এই তেল পরিবহনকালে বিভিন্ন সময় লোপাটের অভিযোগ ওঠে, নৌপথে জ্বালানি তেল পরিবহনকালে তেল চুরি করে সাগরের পানি মিশিয়ে দেয়ার অভিযোগ বহু পুরানো-
সড়ক ও রেলপথেও ঘাটে ঘাটে তেল চুরির উৎসবের সচিত্র বহু সংবাদ বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।।

সিস্টেম লসের নামে এসব চুরি ও লোপাটের ঘটনা সামাল দেয়া হলেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কোটি কোটি টাকার ক্ষতির কবলে পড়ে এই অবস্থা থেকে বাঁচার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের একটি প্রকল্প গ্রহণ করা হয় বেশ আগে তবে নানা পরীক্ষা নিরীক্ষা এবং আলাপ আলোচনার পর ২০১৮ সালে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়।।

২ হাজার ৮৬১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে গৃহীত প্রকল্পটির আওতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদলাইন ও ফতুল্লা পর্যন্ত ২৫০ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়।।
২০২২ সালের ডিসেম্বরে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল-
কিন্তু জমি অধিগ্রহণসহ নানা জটিলতা এবং করোনাকালে কাজ বন্ধ থাকায় প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা।।

তারা বলেন, শুরুতেই নানা জটিলতা তৈরি হয়। বিশেষ করে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় সময়ক্ষেপণ হয়। পরে কোভিডের জন্য কাজ বন্ধ রাখতে হয়। ফলে কাজের গতি প্রত্যাশিত হয়নি।।
আর ইতোমধ্যে প্রকল্প ব্যয়ও অনেক বেড়ে গেছে।।
জমি অধিগ্রহণ খরচও বেড়েছে।।
সবকিছু মিলে বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ কোটি টাকা।।
প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত রয়েছে।।

তবে আগামী ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল পরিবাহিত হবে বলে গন মাধ্যম কে জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা-

ইতোমধ্যে ৮৩ শতাংশের মতো কাজ সম্পন্ন হয়েছে।। বাকি ১৭ শতাংশ কাজ দ্রুত শেষ করা হবে।।
তিনি বলেন, প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।।
বিপিসির কোটি, কোটি টাকা সাশ্রয় হবে-
কমে যাবে সিস্টেম লস, সাগরের তলদেশ দিয়ে জ্বালানি তেল সরবরাহ শুরু করার সক্ষমতা অর্জনের পাশাপাশি চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের এই পাইপ লাইন দেশের জ্বালানি নিরাপত্তা খাতে বড় ধরনের সক্ষমতা।। _

Address

Tala
Satkhira
9420

Alerts

Be the first to know and let us send you an email when Tala Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category