MR Tours & Travels

MR Tours & Travels We provide all your travel needs including Passport & VISA processing

14/03/2023
প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇👉 ট্যুরিস্ট ভিসাঃ অনলাইন ফর্ম পূরণ এবং ...
24/02/2023

প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇

👉 ট্যুরিস্ট ভিসাঃ অনলাইন ফর্ম পূরণ এবং ফাইল সাজানো প্রতিজন ৩০০/- টাকা এবং ভিসা ফি ৮৪০/- মাত্র। সর্বমোট ১১৪০/- টাকা মাত্র। আমরাই ফাইলসহো সব রেডি করে দিবো ক্লাইন্ট শুধু সাইন করে জমা দিবেন। অনলাইন আবেদন ফাইলে ভুলের কারণে যদি জমা না নেয় তাহলে সম্পুর্ন টাকা ফেরতের গ্যারান্টি।

👉 মেডিকেল ভিসাঃ ভারতীয় হাস্পাতালের ইনভাইটেশন লেটার এবং ফটোকপি সহ সর্বমোট ফাইল প্রতি ২০০০/- থেকে ২৫০০/- টাকার ভিতরে (আর কোনো খরচ নাই)। আমরাই ফাইলসহো সব রেডি করে দিবো ক্লাইন্ট শুধু সাইন করে জমা দিবেন। অনলাইন আবেদন ফাইলে ভুলের কারণে যদি জমা না নেয় তাহলে সম্পুর্ন টাকা ফেরতের গ্যারান্টি।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ 👇
১) অরিজিনাল পাসপোর্ট (যদি আগের পাসপোর্ট থাকে তাহলে সেগুলো সব জমা দিতে হবে)।
২) ১কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ২x২ সাইজের কালার সদ্য তোলা ছবি।
৩) আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি।
৪) বিদ্যুৎ, পানি অথবা টেলিফোন লাইনের রিসেন্ট বিল। (প্রিপেইড মিটার হলে মিটার কার্ড এবং পাওয়ার হাউস এর রিচার্জ করা স্লিপ)।
৫) বিগত ৬ মাসের ব্যংক স্টেটমেন্ট (ব্যালেন্স সর্বনিম্ন ১৫,০০০/- টাকা) অথবা ১৫০ ডলার ইন্ডোরসমেন্ট।
৬) চারিত্রিক সনদ।
৭) পেশা কি সেটার কাগজ/আইডি কার্ড (চাকরিজীবি সরকারি হলে জিও এবং বেসরকারি হলে অফিস আইডি কার্ড এবং ছুটি মঞ্জুর এর পত্র) অথবা নিজের নামে অথবা বাবা-মার নামে জমির পর্চা।

নিজেদের পছন্দসই বর্ডার দিয়ে ভারতে যাতায়াত করা যাবে আগের মতোই। যদি আপনার পাসপোর্টে ভারতের ভিসা লাগাতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে উপরে উল্লেখ্য প্রয়োজনীয় কাগজ পত্র সাথে নিয়ে।

সাতক্ষীরা অফিসের ঠিকানাঃ এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস, সম্রাট টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), ইটেগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। [ভারতীয় ভিসা অফিস বিল্ডিং এর নিচ তলায়]।

যেকোনো তথ্য এবং সেবার জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে ☎️০১৭৫৯৩৭৭৪০৪ & ০১৭৫৯৩৭৭৭০৮☎️

🛑 সহজে ঝুঁকিমুক্ত ভাবে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কিভাবে করবেন ভাবছেন..?🔎 আর চিন্তা নাই এখন থেকে আপনারা ঘরে বসেই ইন্ডিয়ান ভি...
15/02/2023

🛑 সহজে ঝুঁকিমুক্ত ভাবে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কিভাবে করবেন ভাবছেন..?

🔎 আর চিন্তা নাই এখন থেকে আপনারা ঘরে বসেই ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করতে পারবেন“MRTT ONLINE SERVICE” পদ্ধতিতে, বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এম আর ট্যুরস এন্ড ট্রাভেলসের মাধ্যমে।

🗣️ মনে রাখবেন দক্ষ ভিসা অফিসার দ্বারা ভিসা আবেদনপত্র পূরণ করা না হলে আবেদনপত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং ছোট একটি ভুলের কারণেই আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। তাই কোন প্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার মূল্যবান ইন্ডিয়ান ভিসা আবেদনপত্র পুরন করুন,সময় এবং টাকা দুটোই বাঁচান।

👉“MRTT ONLINE SERVICE” পদ্ধতির সুবিধা সমূহ:

✅ নিজের ঘরে বসেই ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করা যায়।
✅ আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকে না।
✅ আবেদনপত্র ভুলের কারণে বাতিল হলে 💯% টাকা ফেরতের গ্যারান্টি।
✅ ভিসা ফি খুব সহজেই জমা দেয়া যায়।
✅ সময় এবং অযথা যাতায়াতের টাকা খরচ হয় না।
✅ এই সুবিধা গ্রহীতাদের মেম্বারশিপ কার্ড প্রদান করা হয়। যার মাধ্যমে ট্রাভেল সংক্রান্ত যে কোন সার্ভিসে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করা যায়।

সর্বোপরি, আপনি "MRTT ONLINE SERVICE" দ্বারা ফিলাপ করা ফর্ম এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নিয়ে অথবা জমা দেয়ার দিন আমাদের অফিসে আসলে আমরাই আপনার ফাইল সাজিয়ে রেডি করে দিবো আপনি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে জমা দিয়ে আসবেন। #কেননা আপনার ফর্ম অন্য কেউ জমা দিতে পারবে না ইন্ডিয়া ভিসা সেন্টারের নিয়ম অনুযায়ী, ফিংগার ও ছবি বাধ্যতামূল করার কারণে আপনাকেই আবেদনপত্র সরাসরি এসে জমা দিতে হবে।

📢 এম আর ট্যুরস এন্ড ট্রাভেলসের কাছ থেকে“MRTT ONLINE SERVICE”পদ্ধতির মাধ্যমে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর এই সার্ভিসটি নিতে আমাদেরকে কল করুন ০১৭৫৯৩৭৭৪০৪ এবং ০১৭৫৯৩৭৭৭০৮ নম্বরে অথবা চলে আসুন আমাদের অফিসে।

সাতক্ষীরা অফিস: এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস
সম্রাট টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), বাংগালের মোড়, ইটাগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇👉 ট্যুরিস্ট ভিসাঃ অনলাইন ফর্ম পূরণ এবং ...
05/02/2023

প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇

👉 ট্যুরিস্ট ভিসাঃ অনলাইন ফর্ম পূরণ এবং ফাইল সাজানো প্রতিজন ৩০০/- টাকা এবং ভিসা ফি ৮৪০/- মাত্র।

👉 মেডিকেল ভিসাঃ ভারতীয় হাস্পাতালের ইনভাইটেশন লেটার, ফটোকপি এবং যাবতীয় খরচসহো সর্বমোট ফাইল প্রতি ২৫০০/- টাকা।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ 👇
১) অরিজিনাল পাসপোর্ট (যদি আগের পাসপোর্ট থাকে তাহলে সেগুলো সব জমা দিতে হবে)।
২) ১কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ২x২ সাইজের কালার সদ্য তোলা ছবি।
৩) আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি।
৪) বিদ্যুৎ, পানি অথবা টেলিফোন লাইনের রিসেন্ট বিল। (প্রিপেইড মিটার হলে মিটার কার্ড এবং পাওয়ার হাউস এর রিচার্জ করা স্লিপ)।
৫) বিগত ৬ মাসের ব্যংক স্টেটমেন্ট (ব্যালেন্স সর্বনিম্ন ১৫,০০০/- টাকা) অথবা ১৫০ ডলার ইন্ডোরসমেন্ট।
৬) চারিত্রিক সনদ।
৭) পেশা কি সেটার কাগজ/আইডি কার্ড (চাকরিজীবি সরকারি হলে জিও এবং বেসরকারি হলে অফিস আইডি কার্ড এবং ছুটি মঞ্জুর এর পত্র) অথবা নিজের নামে অথবা বাবা-মার নামে জমির পর্চা।

★মেডিকেল ভিসার জন্য উপরের উল্লেখ্য ১ থেকে ৭ নাম্বার প্রয়োজনীয় কাগজ সহো রুগীর সমস্ত প্রেসক্রিপশন এবং রিপোর্ট গুলো সাথে নিয়ে আসলে আমরাই সব রেডি করে দিবো।

নিজেদের পছন্দসই বর্ডার দিয়ে ভারতে যাতায়াত করা যাবে আগের মতোই। যদি আপনার পাসপোর্টে ভারতের ভিসা লাগাতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে উপরে উল্লেখ্য প্রয়োজনীয় কাগজ পত্র সাথে নিয়ে।

সাতক্ষীরা অফিসের ঠিকানাঃ এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস, সম্রাট টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), ইটেগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। [ভারতীয় ভিসা অফিস বিল্ডিং এর নিচ তলায়]।

যেকোনো তথ্য এবং সেবার জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে ☎️০১৭৫৯৩৭৭৪০৪ এবং ০১৭৫৯৩৭৭৭০৮☎️

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট/ দলিলাদি:অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, নিন্মবলিখিত ডকুমেন্ট/ দলিলাদি সহকারে ইন্ডিয়া...
10/01/2023

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট/ দলিলাদি:

অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, নিন্মবলিখিত ডকুমেন্ট/ দলিলাদি সহকারে ইন্ডিয়ান ভিসা আবেদনপত্র জমা দেয়ার নির্দেশনা আছে।

👉 মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে।

👉 পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, যদি থাকে) সংযুক্ত করতে হবে।

👉 আবেদনপত্রের সাথে সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে।

👉 একটি সদ্য তোলা (৩ মাসের বেশী পুরোনো নয়) পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেন পুরো মুখমন্ডল দেখা যায়।

👉 আবাসস্থলের প্রমাণপত্র: জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি।

👉 পেশার প্রমাণপত্র : চাকুরীদাতার কাছ থেকে সনদ। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি সংযুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র প্রয়োজন।

👉 আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট এবং/অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং/ অথবা ব্যাংক স্টেটমেন্ট এর অনুলিপি দিতে হবে, এক্ষেত্রে, একাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো থাকতে পারে।

👉 অনলাইন ভিসা এপ্লিকেশন ফরম যেটাতে বিজিডি (BGD) নিবন্ধন নং থাকবে। আবেদনকারীকে অনলাইন এপ্লিকেশন ফরম এ দেয়া নির্ধারিত স্থানে তাদের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে এবং এবং নির্ভুলভাব তথ্য দিয়ে ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে।

আবেদনকারীকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে যেন বর্তমান পাসপোর্টের জন্মতারিখ এবং জন্মস্থান এর সাথে পুরোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং/ অথবা জন্মনিবন্ধন সনদের তথ্যের মিল থাকে।

সাক্ষাতের দিন আবেদনপত্রের সাথে অবশ্যই সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে; সব পুরোনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন ফর্মে ভিসা ফি ৮৪০/- জমা হয়েগেলে এই ফি আর ফেরত পাওয়া যায়না এবং ফর্মেও কোন পরিবর্তন করা যায় না। আবারও নতুন ফর্ম পূরণ করে নতুন করে ৮৪০/- টাকা ভিসা ফি জমা দিয়ে অবেদন করতে হবে।

সুতরাং সবথেকে ভালো হয় কোন ভিসা প্রসেসিং এজেন্সি কে দিয়ে সঠিক ভাবে ভিসা আবেদন করা। যদিও অনেক সময় আবেদন পত্রে সবকিছু ঠিকঠাক থাকলেও ভিসা মিসও হয়ে যেতে পারে কারণ ভিসা দেয়া না দেয়া এটা ইন্ডিয়ান হাইকমিশন অফিসের মর্জির উপর নির্ভর করে।

MR Tours & Travels

১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির জীবনে অত্যন্ত শোকাবহ একটি দিন। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। যদি...
14/12/2022

১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির জীবনে অত্যন্ত শোকাবহ একটি দিন। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। যদি আমরা সেদিনের বুদ্ধিজীবীদের না হারাতাম তবে আমরা আজ এতোদিনে হয়তো সমগ্র বিশ্বেই একটি উদাহরন হতে পারতাম। আজকের এই দিনে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের আতার মাগফেরাত কামনা করছি।

****২৫ শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকজন স্বনামধন্য বুদ্ধিজীবী পাকবাহিনীর হাতে প্রাণ হারান। তাদের মধ্যে উল্লেখযোগ্য:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ
ডঃ গোবিন্দ চন্দ্র দেব (দর্শনশাস্ত্র)।
ডঃ মুনির চৌধুরী (বাংলা সাহিত্য)।
ডঃ মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য)।
ডঃ আনোয়ার পাশা (বাংলা সাহিত্য)।
ডঃ আবুল খায়ের (ইতিহাস)।
ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য)।
ডঃ সিরাজুল হক খান (শিক্ষা)।
ডঃ এ এন এম ফাইজুল মাহী (শিক্ষা)।
হুমায়ূন কবীর (ইংরেজি সাহিত্য)।
রাশিদুল হাসান (ইংরেজি সাহিত্য)।
সাজিদুল হাসান (পদার্থবিদ্যা)।
ফজলুর রহমান খান (মৃত্তিকা বিজ্ঞান)।
এন এম মনিরুজ্জামান (পরিসংখ্যান)।
এ মুকতাদির (ভূ-বিদ্যা)।
শরাফত আলী (গণিত)।
এ আর কে খাদেম (পদার্থবিদ্যা)।
অনুদ্বৈপায়ন ভট্টাচার্য (ফলিত পদার্থবিদ্যা)।
এম এ সাদেক (শিক্ষা)।
এম সাদত আলী (শিক্ষা)।
সন্তোষচন্দ্র ভট্টাচার্য (ইতিহাস)।
গিয়াসউদ্দিন আহমদ (ইতিহাস)।
রাশীদুল হাসান (ইংরেজি)।
এম মর্তুজা (চিকিৎসক)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ
ডঃ হবিবুর রহমান (গণিত বিভাগ)।
ডঃ শ্রী সুখারঞ্জন সমাদ্দার (সংস্কৃত)।
মীর আবদুল কাইউম (মনোবিজ্ঞান)।
চিকিৎসকঃ
অধ্যাপক ডাঃ মোহাম্মদ ফজলে রাব্বি (হৃদরোগ বিশেষজ্ঞ)।
অধ্যাপক ডাঃ আলিম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ)।
অধ্যাপক ডাঃ শামসুদ্দীন আহমেদ।
অধ্যাপক ডাঃ আব্দুল আলিম চৌধুরী
ডাঃ হুমায়ুন কবীর।
ডাঃ আজহারুল হক।
ডাঃ সোলায়মান খান।
ডাঃ আয়েশা বদেরা চৌধুরী।
ডাঃ কসির উদ্দিন তালুকদার।
ডাঃ মনসুর আলী।
ডাঃ মোহাম্মদ মোর্তজা।
ডাঃ মফিজউদ্দীন খান।
ডাঃ জাহাঙ্গীর।
ডাঃ নুরুল ইমাম।
ডাঃ এস কে লালা।
ডাঃ হেমচন্দ্র বসাক।
ডাঃ ওবায়দুল হক।
ডাঃ আসাদুল হক।
ডাঃ মোসাব্বের আহমেদ।
ডাঃ আজহারুল হক (সহকারী সার্জন)
ডাঃ মোহাম্মদ শফী (দন্ত চিকিৎসক)
অন্যান্যঃ
শহীদুল্লাহ কায়সার (সাংবাদিক)।
নিজামুদ্দীন আহমেদ (সাংবাদিক)।
সেলিনা পারভীন (সাংবাদিক)
সিরাজুদ্দীন হোসেন (সাংবাদিক)।
আ ন ম গোলাম মুস্তফা (সাংবাদিক)।
আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)।
ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)।
রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক এবং দানবীর)।
যোগেশ চন্দ্র ঘোষ (শিক্ষাবিদ, আয়ূর্বেদিক চিকিৎসক)।
জহির রায়হান (লেখক, চলচ্চিত্রকার)।
মেহেরুন্নেসা (কবি)।
ডঃ আবুল কালাম আজাদ (শিক্ষাবিদ, গণিতজ্ঞ)।
নজমুল হক সরকার (আইনজীবী)।
নূতন চন্দ্র সিংহ (সমাজসেবক, আয়ূর্বেদিক চিকিৎসক)।

নতজানু শ্রদ্ধা সকল শহীদ বুদ্ধিজীবিদের প্রতি।

প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇👉 ট্যুরিস্ট ভিসাঃ অনলাইন ফর্ম পূরণ এবং ...
16/11/2022

প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇

👉 ট্যুরিস্ট ভিসাঃ অনলাইন ফর্ম পূরণ এবং ফাইল সাজানো প্রতিজন ৩০০/- টাকা এবং ভিসা ফি ৮৪০/- মাত্র।

👉 মেডিকেল ভিসাঃ ভারতীয় হাস্পাতালের ইনভাইটেশন লেটার এবং ফটোকপি সহ সর্বমোট ফাইল প্রতি ২০০০/- টাকা।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ 👇
১) অরিজিনাল পাসপোর্ট (যদি আগের পাসপোর্ট থাকে তাহলে সেগুলো সব জমা দিতে হবে)।
২) ১কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ২x২ সাইজের কালার সদ্য তোলা ছবি।
৩) আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি।
৪) বিদ্যুৎ, পানি অথবা টেলিফোন লাইনের রিসেন্ট বিল। (প্রিপেইড মিটার হলে মিটার কার্ড এবং পাওয়ার হাউস এর রিচার্জ করা স্লিপ)।
৫) বিগত ৬ মাসের ব্যংক স্টেটমেন্ট (ব্যালেন্স সর্বনিম্ন ১৫,০০০/- টাকা) অথবা ১৫০ ডলার ইন্ডোরসমেন্ট।
৬) চারিত্রিক সনদ।
৭) পেশা কি সেটার কাগজ/আইডি কার্ড (চাকরিজীবি সরকারি হলে জিও এবং বেসরকারি হলে অফিস আইডি কার্ড এবং ছুটি মঞ্জুর এর পত্র) অথবা নিজের নামে অথবা বাবা-মার নামে জমির পর্চা।

নিজেদের পছন্দসই বর্ডার দিয়ে ভারতে যাতায়াত করা যাবে আগের মতোই। যদি আপনার পাসপোর্টে ভারতের ভিসা লাগাতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে উপরে উল্লেখ্য প্রয়োজনীয় কাগজ পত্র সাথে নিয়ে।

সাতক্ষীরা অফিসের ঠিকানাঃ এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস, সম্রাট টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), ইটেগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। [ভারতীয় ভিসা অফিস বিল্ডিং এর নিচ তলায়]।

যেকোনো তথ্য এবং সেবার জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে ☎️০১৭৫৯৩৭৭৪০৪ & ০১৭৫৯৩৭৭৭০৮☎️

06/11/2022
আপনি কি ইন্ডিয়ার ভেলর /চেন্নাই / দিল্লি/ কাশ্মির/ শিমলা যাওয়ার জন্য ট্রেনের টিকিট নিয়ে চিন্তিত? আজই টিকিট বুকিং দিন। ঘরে...
04/11/2022

আপনি কি ইন্ডিয়ার ভেলর /চেন্নাই / দিল্লি/ কাশ্মির/ শিমলা যাওয়ার জন্য ট্রেনের টিকিট নিয়ে চিন্তিত? আজই টিকিট বুকিং দিন। ঘরে বসে টিকিট নিন।

যারা ইন্ডিয়া ঘুরতে বা চিকিৎসার জন্য যেতে চান তারা সাধারনত ট্রেনে করেই বেশি সংখ্যক লোক যেতে ইচ্ছুক আর সেটা কলকাতার হাওড়া স্টেশন থেকেই বাংলাদেশের ৮০% লোক যাতায়াত করে বিভিন্ন গন্তব্যের দিকে যেমন হাওড়া টু চেন্নাই, হাওড়া টু দিল্লি, হাওড়া টু আগ্রা, হাওড়া টু গোয়া ইত্যাদি। আসুন জেনে নেই কিভাবে যাবেন এবং ট্রেনের বিস্তারিত আপডেট তথ্য।

ইন্ডিয়ার আয়তন প্রায় ৩২ লাখ বর্গকিমি এবং ২৯ টি রাজ্য আর ৭ টি টেরিটোরি অঞ্চল নিয়ে গঠিত। ইন্ডিয়ার প্রধান যাতায়াত ব্যবস্থা হচ্ছে ট্রেন। এই ট্রেন দিয়েই প্রায় ১২৫ কোটি লোকের দেশে বিভিন্ন রাজ্যে যাতায়াত করে। আর তাই ট্রেনের টিকিট নিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়। আসুন জেনে নেই কোন ট্রেন কখন ছাড়ে, কখন পৌঁছায়, ভাড়া কত ইত্যাদি।

#ট্রেনের গন্তব্য, সময় ও ভাড়া :
কলকাতার হাওড়া, কলকাতা এবং শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন ৬০০ এর উপর ট্রেন যাওয়া আসা করে বিভিন্ন রাজ্যের দিকে

যেমন:
১। হাওড়া টু চেন্নাই
২। হাওড়া টু বেংগালুর
৩। শিয়ালদাহ টু দিল্লি
৪। হাওড়া টু মুম্বাই
৫। শিয়ালদাহ টু নিউ জলপাইগুড়ি (দার্জিলিং)
৬। হাওড়া টু গোয়া
৭। হাওড়া টু আগ্রার তাজমহল
৮। হাওড়া টু শীমলা/মানালি
৯। শিয়ালদাহ টু আজমির শরিফ ( রাজস্থান )
১০। হাওড়া টু কাশ্মির
১১। হাওড়া টু ইরনাকুলাম (কেরালা)
১২। হাওড়া টু গোয়াহাটি (শিলং)
১৩। হাওড়া টু ভেলর ( কাটপাডি স্টেশন )
১৪। চেন্নাই টু বেংগালুর/ভেলর

এবং আরো অনেক স্থানে যাওয়া আসা করে। মুলত ইন্ডিয়ানরা এক যায়গা থেকে আর এক যায়গা যেতে ট্রেন ব্যবহার করে থাকে। কারণ ট্রেনের যাতায়াত ব্যবস্থা খুব ভালো এবং ভাড়াও তুলনামূলক কম।

** একটা ট্রেনের সিটের ধরণ :
১। AC ( 1A ) মানে First AC
2। AC ( 2A ) 2 tier
৩। AC ( 3A ) 3 tier
৪। Sleeper Non AC
৫। CC ( Chair Car AC)
৬। 2S (Second Sitting Normal )

দুরপাল্লা যাওয়ার জন্য একটা ট্রেনের অনেক গুলি বড় বগি থাকে যেমন ২০/২২ টা বগি বা আরো বেশি। আর প্রতিটি ট্রেনের কিছু এসি বগি থাকে যেখানে প্রতি বগিতে ৮ টা করে রুম থাকে। প্রতি রুমে ৮ করে সিট থাকে যদি সিটের ধরণ 3A হয়ে থাকে। 3A তে তিনটি বগি যেমন বগি B1, B2, B3, B4 আর প্রতিটি সিটে আপনি বসে, শুয়ে আরাম করে যেতে পারবেন যেহেতু লং জার্নি তাই ট্রেনের সিটের ব্যবস্থাও খুব সুন্দর। প্রতিটি সিটের সাথে বালিশ, চাদর থাকে যাতে ঘুমানোর সময় ব্যবহার করতে পারেন।

এখানে উপর নিচ করে ৩ টা করে মোট ৬ টা সিট এবং পাশে উপর নিচ করে ২ টা মোট ৮ টি সিট থাকে। আর চলাচলের জন্য ২ ফুটের মত ফাকা জায়গা থাকে। মানে ওই রুমে ওই ৮ জনের বেশি থাকতে পারবে না। প্রতিজনের আলাদা আলাদা সিট। এসি সিটের ভাড়া বেশি হয়ে থাকে। এটা মুলত 3A Tier বা Sleeper বগির কথা উল্লেখ করলাম।

আর যদি সিটের ধরণ 2A হয় তাহলে প্রতি রুমে ৪ টা করে সিট থাকে আর এক রুম থেকে আর এক রুম দেখা যায় না কারণ পরদা দিয়ে ঢাকা থাকে। সিট থাকে উপর ও নিচ সিস্টেমে অর্থাৎ উপরে পাশাপাশি দুইটা এবং নিচে পাশাপাশি দুইটা মাঝখানে ২ ফুটের মতো ফাকা থাকে নিজেদের চলাচলের জন্য। আর পরদার পাশে সাধারণ মানুষ এর যাতায়াতের জন্য রাস্তা থাকে এবং অপর পাশে উপর নিচ করে ২ টা সিট থাকে যা পরদা দেওয়া থাকে। তাহলে 2A tier এ এক রুমে ৪ টা + অন্য পাশে ২ টা মোট ৬ টি সিট থাকে।

আর সিটের ধরণ 1A হচ্ছে একদম প্রথম শ্রেণী। চরম ভি আই পি সিস্টেম। একবার গেলেই বুঝবেন, ট্রেনেও এতো VIP ব্যবস্থা থাকতে পারে। এক রুমে ২ জন থাকতে পারবে মানে ২ টা সিট থাকবে।

আপনার মোবাইল বা ল্যাপ্টপে চারজও দিতে পারবেন। প্রতি রুমে সেই ব্যবস্থা করা থাকে তবে থ্রি প্লাগ নিয়ে গেলে আপনার জন্য বেটার বা মাল্টিপ্লাগ।

আর নন এসি যে বগি গুলো সেগুলোকে স্লিপার( Sleeper) বলা হয়ে থাকে মানে S1, S2, S3, S4, S5, S6, S7 বগি নামে পরিচিত। এই বগির যে সিট তাতেও আপনি শুয়ে, বসে, আরামে যেতে পারবেন কিন্তু এসি নেই। আর আপনার ব্যাগ বা লাগেজ আপনার ওই রুমের সিটের নিচে রাখবেন। কোন সমস্যা তেমন হয়না, তারপরও সাবধান রাখবেন। স্লিপারের সিটের ভাড়া কম।

** টিকিটের দাম:
এক এক রুটের ভাড়া এক এক রকম হয়ে থাকে এখানে আমরা হাওড়া টু চেন্নাই ও অন্যান্য রাজ্যে যাওয়ার ভাড়া নিয়ে বিস্তারিত লিখছি (১১/০৮/২০১৭ ইং তারিখ পর্যন্ত আপডেট তথ্য)। সাধারনত এই ভাড়াই ফিক্সড থাকে তবে ২ বছর অন্তর অন্তর সামান্য ভাড়া বাড়ে বা কমে তবে এই ভাড়া ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে নিশ্চিত।

১। AC (1A) ---- ৬২০০ / ৬৮০০ টাকার মত প্রতি টিকিট তবে সেটা General প্রাইস ক্যাটাগরিতে মানে আপনি তিন সপ্তাহ বা ৩০ দিন পরে যাবেন কিন্তু আজ টিকিট কেটে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে এই প্রাইস।

আর একটা ক্যাটাগরি আছে সেটা হলো Tatkal ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে টিকিট ম্যাক্সিমাম সময় পাওয়া খুব কঠিন।Tatkal ক্যাটাগরি মানে হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে যেতে চান সেক্ষেত্রে একদিন আগেই কাটা সম্ভব তবে ২৪ ঘণ্টার মধ্যেই যেতে হবে।

ধরুন, আপনি হাওড়া থেকে চেন্নাই যাবেন ১৯ তারিখ রাতের/দুপুরের ট্রেনে তাহলে ওই তারিখের টিকিট ছাড়বে ১৮ তারিখ সকাল ১০ টায় আর শেষ হবে ১২ টায় মানে ২ ঘন্টার মধ্যে সেল হয়ে যাবে। তারমানে ১৮ তারিখ দুপুর ১২ টার পর আপনি টিকিট পাবেন যা দিয়ে ১৯ তারিখ দুপুরে বা রাতে ভ্রমণ করতে পারবেন। কিন্তু এই টিকিটের কোন নিশ্চয়তা নেই কারণ টিকিট না পেলে পরের দিন একই ভাবে চেষ্টা করা ছাড়া উপায় নেই তাই জাওয়ার ১৫ দিন আগে অগ্রীম টিকিট নিয়ে রাখা বেটার। অনেক রুটের টিকিট ৩০ দিন আগেও প্রায় শেষ হয়ে যায়।

Tatkal ক্যাটাগরিতে টিকিটের দাম একটু বেশি হয়ে থাকে। ৩০০/ ৪০০ রুপি এক্সট্রা আ্যড হবে যেহেতু ইমারজেন্সি। আর বাংলাদেশের ৭০% মানুষ এই সিস্টেমে টিকিট এর জন্য চেষ্টা করে থাকে। তাই আপনাদের বলছি টিকিট বিড়ম্ববা কি সেটা যিনি পড়েছেন তিনি বুঝেছেন। তাই অগ্রীম টিকিট নিয়ে রাখা উচিত নতুবা টিকিটের জন্য কলকাতা ১/২ দিন থাকা লাগতে পারে।

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্ট/ দলিলাদি:অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, নিন্মবলিখিত ডকুমেন্ট/ দলিলাদি সহকারে ...
03/11/2022

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্ট/ দলিলাদি:

অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, নিন্মবলিখিত ডকুমেন্ট/ দলিলাদি সহকারে ইন্ডিয়ান ভিসা আবেদনপত্র জমা দেয়ার নির্দেশনা আছে।

👉 মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে।

👉 পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, যদি থাকে) সংযুক্ত করতে হবে।

👉 আবেদনপত্রের সাথে সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে।

👉 একটি সদ্য তোলা (৩ মাসের বেশী পুরোনো নয়) পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেন পুরো মুখমন্ডল দেখা যায়।

👉 আবাসস্থলের প্রমাণপত্র: জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি।

👉 পেশার প্রমাণপত্র : চাকুরীদাতার কাছ থেকে সনদ। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি সংযুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র প্রয়োজন।

👉 আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট এবং/অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং/ অথবা ব্যাংক স্টেটমেন্ট এর অনুলিপি দিতে হবে, এক্ষেত্রে, একাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো থাকতে পারে।

👉 অনলাইন ভিসা এপ্লিকেশন ফরম যেটাতে বিজিডি (BGD) নিবন্ধন নং থাকবে। আবেদনকারীকে অনলাইন এপ্লিকেশন ফরম এ দেয়া নির্ধারিত স্থানে তাদের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে এবং এবং নির্ভুলভাব তথ্য দিয়ে ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে।

আবেদনকারীকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে যেন বর্তমান পাসপোর্টের জন্মতারিখ এবং জন্মস্থান এর সাথে পুরোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং/ অথবা জন্মনিবন্ধন সনদের তথ্যের মিল থাকে।

সাক্ষাতের দিন আবেদনপত্রের সাথে অবশ্যই সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে; সব পুরোনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন ফর্মে ভিসা ফি ৮৫০/- জমা হয়েগেলে এই ফি আর ফেরত পাওয়া যায়না এবং ফর্মেও কোন পরিবর্তন করা যায় না। আবারও নতুন ফর্ম পূরণ করে নতুন করে ৮৫০/- টাকা ভিসা ফি জমা দিয়ে অবেদন করতে হবে।

সুতরাং সবথেকে ভালো হয় কোন ভিসা প্রসেসিং এজেন্সি কে দিয়ে সঠিক ভাবে ভিসা আবেদন করা। যদিও অনেক সময় আবেদন পত্রে সবকিছু ঠিকঠাক থাকলেও ভিসা মিসও হয়ে যেতে পারে কারণ ভিসা দেয়া না দেয়া এটা ইন্ডিয়ান হাইকমিশন অফিসের মর্জির উপর নির্ভর করে।

MR Tours & Travels

প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇👉 ট্যুরিস্ট ভিসাঃ ফাইল প্রতি সর্বমোট ১,...
31/10/2022

প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇

👉 ট্যুরিস্ট ভিসাঃ ফাইল প্রতি সর্বমোট ১,২০০/- টাকা। (ই-টোকেন+ফাইলিং+ফটোকপি+ভিসা ফি ৮৩০/- সবসহ)
👉 মেডিকেল ভিসাঃ ভারতীয় হাস্পাতালের ইনভাইটেশন লেটার এবং ফটোকপি সহ সর্বমোট ফাইল প্রতি ২০০০/- টাকা।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ 👇
১) অরিজিনাল পাসপোর্ট (যদি আগের পাসপোর্ট থাকে তাহলে সেগুলো সব জমা দিতে হবে)।
২) ১কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ২x২ সাইজের কালার সদ্য তোলা ছবি।
৩) আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি।
৪) বিদ্যুৎ, পানি অথবা টেলিফোন লাইনের রিসেন্ট বিল। (প্রিপেইড মিটার হলে মিটার কার্ড এবং পাওয়ার হাউস এর রিচার্জ করা স্লিপ)।
৫) বিগত ৬ মাসের ব্যংক স্টেটমেন্ট (ব্যালেন্স সর্বনিম্ন ২০,০০০/- টাকা) অথবা ১৫০ ডলার ইন্ডোরসমেন্ট।
৬) চারিত্রিক সনদ।
৭) পেশা কি সেটার কাগজ/আইডি কার্ড (চাকরিজীবি সরকারি হলে জিও এবং বেসরকারি হলে অফিস আইডি কার্ড এবং ছুটি মঞ্জুর এর পত্র) অথবা নিজের নামে অথবা বাবা-মার নামে জমির পর্চা।

নিজেদের পছন্দসই বর্ডার দিয়ে ভারতে যাতায়াত করা যাবে আগের মতোই। যদি আপনার পাসপোর্টে ভারতের ভিসা লাগাতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে উপরে উল্লেখ্য প্রয়োজনীয় কাগজ পত্র সাথে নিয়ে।

সাতক্ষীরা অফিসের ঠিকানাঃ এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস, সম্রাট টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), ইটেগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। [ভারতীয় ভিসা অফিস বিল্ডিং এর নিচ তলায়]।

যেকোনো তথ্য এবং সেবার জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে ☎️০১৭৫৯৩৭৭৪০৪ & ০১৭৫৯৩৭৭৭০৮☎️

মিতালী এক্সপ্রেসে দার্জিলিং যাবেন যেভাবে...পাহাড়ের শহর দার্জিলিং। হিমালয়ের কোল ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহর চ...
31/10/2022

মিতালী এক্সপ্রেসে দার্জিলিং যাবেন যেভাবে...

পাহাড়ের শহর দার্জিলিং। হিমালয়ের কোল ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহর চা-বাগানের জন্যও বিখ্যাত। জনপ্রিয় এই পর্যটন শহর প্রায় পুরো বছর জুড়েই শীতল থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিংয়ে ভ্রমণের সাধ যেন প্রতিটি বাঙালির চিরদিনের স্বপ্ন।

ভ্রমণপিপাসু বাংলাদেশিরা দীর্ঘদিন ধরেই দার্জিলিংকে তাদের পছন্দের গন্তব্যের তালিকায় রাখলেও আগে সেখানে যেতে সময় লাগত প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা। তবে দীর্ঘদিন পর চালু হওয়া মিতালী এক্সপ্রেসের কারণে দীর্ঘ এই ভ্রমণের সময় কমেছে অনেকটা। অর্থাৎ মিতালী এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা থেকে সহজেই পৌঁছানো যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে ট্যাক্সিতে ৩ ঘণ্টায় পৌঁছে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিংয়ে।

দীর্ঘ ৫৭ বছর পর চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী তৃতীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহে দু’দিন এই রুটে চলাচল করে। শিডিউল অনুযায়ী, প্রতি রোববার ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত প্রতি সোমবার ও বৃহস্পতিবার চলাচল করে।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি রোববার ও বুধবার মিতালী এক্সপ্রেস ছাড়ে বেলা ১১টা ৪৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৩০ মিনিটে। আবার প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে এই ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে ও পরের দিন ভারতে পৌঁছায় সকাল ৭টা ১৫ মিনিটে। ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট।

23/10/2022

ভারতীয় অভ্যন্তরীণ/বাংলাদেশী অভ্যন্তরীণ/আন্তর্জাতিক যে কোন বিমান টিকিট করুন সবচেয়ে কম মূল্যে...এম আর ট্যুরস এন্ড ট্রাভেলসে।

কলকাতা-চেন্নাই-দিল্লী-বেঙ্গালোর-মুম্বাই-হায়দ্রাবাদ সহ যে কোন রুটের বিমান/রেল টিকিটের জন্য যোগাযোগ করুন ।

দুবাই/সারজা/ওমান/কাতার/কুয়েত/সিঙ্গাপুর/মালয়েশিয়া/লন্ডন/ইতালি সহ যে কোন দেশের বিমান টিকিটে স্পেশাল ডিসকাউন্ট রেট ।

এছাড়াও ভারতীয় অভ্যন্তরীণ বিমান/রেল টিকিট করুন ।

বাসা/কর্মস্থলে বসেই টিকিট নিশ্চিত করুন।

পেমেন্ট করুন ক্যাশ/বিকাশ/রকেট/নগদে/ব্যাংক একাউটের মাধ্যমে।

আমরাই দিচ্ছি সর্বনিম্ন মূল্যের নিশ্চয়তা।

ভিসা প্রসেসিং থেকে শুরু করে বিদেশগামী যাত্রীদের সকল সেবা প্রদান করা হয়।

(𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗯𝟮𝗯 & 𝗯𝟮𝗰 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗿)

ট্রাভেল এজেন্টরা গ্রুপ স্পেশাল ফেয়ার/পাইকারি রেট এর জন্য যোগাযোগ করুন।

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন👇
📱01759377404 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗶𝗺𝗼/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
📱91759377708 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗶𝗺𝗼/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)

📧[email protected]
🏫 সম্রাট টাওয়ার, ইটাগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
(ইন্ডিয়ান ভিসা অফিস বিল্ডিং এর নিচতলায়)

27/09/2022

এখন ঘরে বসেই খুবই সহজে সাশ্রয়ী মূল্যে ঢাকা -ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিভিন্ন রুটের এয়ার টিকিট কিনুন ফোন কলে MR Tours & Travels থেকে। পেমেন্ট করুন ক্যাশ, ব্যাংক অথবা বিকাশে।
যোগাযোগ করুনঃ ☎০১৭১২৮২১৯৯০ ☎ ০১৭৫৯৩৭৭৪০৪ ☎ ০১৭৫৯৩৭৭৭০৮

☎ (IMO, Whats App: 01712821990)
*********************************************************************************
======================
👉 ঢাকা -ইন্ডিয়ান এয়ার টিকিট:
======================
✈️ঢাকা-কলকাতা- ঢাকা
✈️ঢাকা-নিউ দিল্লি- ঢাকা
✈️ঢাকা-চেন্নাই- ঢাকা
✈️ঢাকা-বেঙ্গালুরু- ঢাকা
✈️ঢাকা-হায়দ্রাবাদ- ঢাকা

👉ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিমান টিকিটঃ
=========================
✈️কলকাতা-নিউ দিল্লি
✈️কলকাতা-চেন্নাই
✈️কলকাতা-বাগডোগরা
✈️কলকাতা-গোয়া
✈️কলকাতা-বেঙ্গালুরু
✈️কলকাতা-হায়দ্রাবাদ

✴মেডিকেল ভিসা ✴ডাক্তার এপোয়েন্টমেন্ট , ✴হোটেল বুকিং

==============
কিভাবে টিকেট পাবেন?
==============
আপনি সাধারণত দুই ভাবে আমাদের কাছ থেকে টিকেট নিতে পারবেন"
০১. সরাসরি (অফিসে এসে Printed Copy)
০২. ইমেইলের মাধ্যমে (By Email)

টিকেটের জন্য কি কি Documents লাগবে?
===========================
💥. International /আন্তর্জাতিক- Passport কপি, ক্ষেত্র বিশেষে VISA কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস (optional)।
******************************************************************
💸Payment Option
============
ক্যাশ/বিকাশ/ব্যাংক
******************************************************************

সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকারে MR Tours & Travels
******************************************************************
অফিসের ঠিকানাঃ এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস।
সম্রাট টাওয়ার (নিচতলা), বাংগালের মোড়, ইটাগাছা সাতক্ষীরা।
ই-মেইলঃ [email protected]

"জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি"১) পদের নামঃ সেলস এন্ড মার্কেটিং অফিসার।পদের সংখ্যাঃ ৩শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্র...
28/08/2022

"জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি"

১) পদের নামঃ সেলস এন্ড মার্কেটিং অফিসার।
পদের সংখ্যাঃ ৩
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
বয়সঃ- ২২ থেকে ৪০ বছর।

কাজের সংক্ষিপ্ত বিবরণঃ-
ফিল্ড স্টাডি এবং মার্কেট রিচার্স করে নিজস্ব কর্ম অঞ্চলে কোম্পানির বিক্রয় বাড়াতে হবে। নিজস্ব এবং সাংগঠনিক কৌশল অনুসরণ করে বিক্রয় টার্গেট পূরণে কাজ করতে হবে। ২৪/৭ ফোনে প্রয়োজনীয় সহায়তা এবং তথ্য দিয়ে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ব্র্যান্ডিং, বিজ্ঞাপন এবং প্রচারণামূলক কাজ করতে হবে। ট্যুরস এন্ড ট্রাভেল কোম্পানির অভিজ্ঞতাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

বিশেষ শর্তঃ-
নিজের প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিস সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে কাজ করতে হবে।
ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
কোম্পানির ক্ষতি হয় এমন অসৎ কাজ কখনোই করা যাবে না। কোম্পানির আর্থিক ক্ষতি সাধন করা যাবে না।
ক্রেতার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে।
যেকোন পরিস্থিতিতে দ্রুত খাপ খাইয়ে নেবার ক্ষমতা থাকতে হবে। বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা ও মানসিকতা থাকতে হবে।

চাকরি অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ১ বছর।
বেতনঃ আলোচনা সাপেক্ষে।
অনান্য সুযোগ সুবিধাঃ কোম্পানির নিয়ম অনুযায়ী বছরে ব্যাসিক ২টা ফেস্টিভ্যাল বোনাস। স্পেসাল টার্গেট বোনাস ও বাৎসরিক পারফর্মেন্স এর উপর ইনক্রিমেন্ট এবং প্রমোশন।

২) পদের নামঃ ফ্রন্ট ডেস্ক অফিসার কাম রিসেপশনিস্ট।
পদের সংখ্যাঃ ২
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিভাগে এইচএসসি পাশ।
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর।

কাজের সংক্ষিপ্ত বিবরণঃ-
কোম্পানির প্রডাক্ট এবং সার্ভিস সম্পর্কে নির্ভুল জ্ঞান রাখতে হবে। অফিস সময় সরাসরি এবং অফিস সময়ের বাইরে ২৪/৭ ফোন কল রিসিভ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিয়ে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। বিভিন্ন ভিসা ফি জন্য গ্রাহক থেকে নগদ অর্থ গ্রহণ করে দিন শেষে একাউন্টস অফিসারকে বুঝিয়ে দিতে হবে। ইন হাউস টার্গেট থাকবে সেটা পূরণ করতে হবে। ট্যুরস এন্ড ট্রাভেল কোম্পানির অভিজ্ঞতাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

বিশেষ শর্তঃ-
নিজের প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিস সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে কাজ করতে হবে।
ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
কোম্পানির ক্ষতি হয় এমন অসৎ কাজ কখনোই করা যাবে না। কোম্পানির আর্থিক ক্ষতি সাধন করা যাবে না।
ক্রেতার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে করতে হবে।
যেকোন পরিস্থিতিতে দ্রুত খাপ খাইয়ে নেবার ক্ষমতা থাকতে হবে। বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা ও মানসিকতা থাকতে হবে।

চাকরি অভিজ্ঞতাঃ প্রযোজ্য নয়।
বেতনঃ আলোচনা সাপেক্ষে।
অনান্য সুযোগ সুবিধাঃ কোম্পানির নিয়ম অনুযায়ী বছরে ব্যাসিক ২টা ফেস্টিভ্যাল বোনাস। স্পেসাল টার্গেট বোনাস ও বাৎসরিক পারফর্মেন্স এর উপর ইনক্রিমেন্ট এবং প্রমোশন।

১ম পদের জন্য পুরুষ এবং ২য় পদের জন্য নারীরা আবেদন করতে পারবেন। সকল পদের আগ্রহীদের সৎ ও পরিশ্রমী হতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ স্থাপনে সক্ষম, চমৎকার লেখা, আন্তঃব্যক্তিক এবং উচ্চ-স্তরের যোগাযোগ দক্ষতা প্রয়োজন। এমএস-অফিস অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে এবং অবশ্যই Android Mobile Phone থাকতে হবে।

আবেদনের নিয়মাবলিঃ আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত (অযাচিত, না জানা বা দক্ষতা নাই এমন বিবারন উল্লেখ করা থেকে বিরত থাকুন), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র আগামী ২৮/০৮/২০২২ ইং তারিখ থেকে ১৮/০৯/২০২২ বিকাল ০৪:০০টার মধ্যে নিম্মে উল্লেখিত ঠিকানায় সরাসরি এসে, কুরিয়ার অথবা [email protected] ইমেইল এর মাধ্যমে জমা দেয়ার অনুরোধ করা যাচ্ছে। (ইমেলে সাব্জেক্ট এ এবং আবেদন পত্রের খামের উপরে অবশ্যই আগ্রহী পদের নাম উল্লেখ করে দিন)

**প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারের উপর ব্যাসিক প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ফোন দিয়ে ডাকা হবে। উত্তীর্ণদের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনেই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্র্যাকটিক্যাল অথবা ভাইবা পরীক্ষার জন্য কোন প্রকার টিএ বা ডিএ কোম্পানি বহন করবে না।

যোগাযোগঃ
ব্যাবস্থাপনা পরিচালক,
এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ
সাতক্ষীরা অফিসঃ সম্রাট টাওয়ার (ইন্ডিয়ান ভিসা অফিস বিল্ডিং), গ্রাউন্ড ফ্লোর, বাংগালের মোড়, ইটাগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। মোবাইলঃ ০১৩০৩৬৮৬৭০৬

(বিঃদ্রঃ নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয় এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস এর সিদ্ধান্তই চুড়ান্ত।)

New office...New Set-up...Old Motivation 😊 with Excellence Service. Warmly Welcomed  🙏 Satkhira Office Address: Shomrat ...
13/06/2022

New office...New Set-up...Old Motivation 😊 with Excellence Service. Warmly Welcomed 🙏



Satkhira Office Address:
Shomrat Tower (Indian Visa Office Building),
Ground Floor, Bangaler More, Etagacha, Satkhira Sadar, Satkhira 9400, Bangladesh.

Care Line: +8801759377404, +8801759377708.

10/06/2022
প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇👉 ট্যুরিস্ট ভিসাঃ ফাইল প্রতি সর্বমোট ১,...
28/05/2022

প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য ভারতীয় ভিসা আবেদনের জন্য আমাদের চলমান স্পেশাল প্যাকেজ 👇

👉 ট্যুরিস্ট ভিসাঃ ফাইল প্রতি সর্বমোট ১,২০০/- টাকা। (ই-টোকেন+ফাইলিং+ফটোকপি+ভিসা ফি ৮৩০/- সবসহ)
👉 মেডিকেল ভিসাঃ ভারতীয় হাস্পাতালের ইনভাইটেশন লেটার এবং ফটোকপি সহ সর্বমোট ফাইল প্রতি ২০০০/- টাকা।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ 👇
১) অরিজিনাল পাসপোর্ট (যদি আগের পাসপোর্ট থাকে তাহলে সেগুলো সব জমা দিতে হবে)।
২) ১কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ২x২ সাইজের কালার সদ্য তোলা ছবি।
৩) আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি।
৪) বিদ্যুৎ, পানি অথবা টেলিফোন লাইনের রিসেন্ট বিল। (প্রিপেইড মিটার হলে মিটার কার্ড এবং পাওয়ার হাউস এর রিচার্জ করা স্লিপ)।
৫) বিগত ৬ মাসের ব্যংক স্টেটমেন্ট (ব্যালেন্স সর্বনিম্ন ২০,০০০/- টাকা) অথবা ১৫০ ডলার ইন্ডোরসমেন্ট।
৬) চারিত্রিক সনদ।
৭) পেশা কি সেটার কাগজ/আইডি কার্ড (চাকরিজীবি সরকারি হলে জিও এবং বেসরকারি হলে অফিস আইডি কার্ড এবং ছুটি মঞ্জুর এর পত্র) অথবা নিজের নামে অথবা বাবা-মার নামে জমির পর্চা।

নিজেদের পছন্দসই বর্ডার দিয়ে ভারতে যাতায়াত করা যাবে আগের মতোই। যদি আপনার পাসপোর্টে ভারতের ভিসা লাগাতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে উপরে উল্লেখ্য প্রয়োজনীয় কাগজ পত্র সাথে নিয়ে।

সাতক্ষীরা অফিসের ঠিকানাঃ এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস, সম্রাট টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), ইটেগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। [ভারতীয় ভিসা অফিস বিল্ডিং এর নিচ তলায়]।

যেকোনো তথ্য এবং সেবার জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে ☎️০১৭৫৯৩৭৭৪০৪ & ০১৭৫৯৩৭৭৭০৮☎️

ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য আপনার কাঙ্ক্ষিত যেকোন গন্তব্যের বিমান টিকেট পাচ্ছেন এখন এম আর ট্যুরস এন্ড ট্রাভেলার্সে।টিকেট...
28/05/2022

ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য আপনার কাঙ্ক্ষিত যেকোন গন্তব্যের বিমান টিকেট পাচ্ছেন এখন এম আর ট্যুরস এন্ড ট্রাভেলার্সে।

টিকেট পেতে এখুনি যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৯৭৭৪০৯৭৩২

কলকাতা =>> গোহাটি ৪,২০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> বেঙ্গালুর ৫,১০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> চেন্নাই ৫,৪০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> আন্দামান ৬,০০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> বোম্বে ৬,১০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> দিল্লী ৬,২০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> শ্রীনগর ১০,২০০ টাকা থেকে শুরু

সর্বনিম্ন টিকেটের মূল্য পেতে ট্রাভেল ডেট থেকে ১৫/২০ দিন আগে টিকিট ক্রয় করুন।

এছাড়া আমাদের কাছ থেকে বিভিন্ন এয়ারলাইনসের ফেয়ার যাচাই বাছাই করে যেকোনো দেশের টিকেট নিতে পারবেন সর্বোনিম্ম বিমান ভাড়ায়।

বুকিং ও বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭৫৯৩৭৭৪০৪, ০১৭৫৯৩৭৭৭০৮ অথবা সরাসরি চলে আসুন
এম আর ট্যুরস এন্ড ট্রাভেলস
সম্রাট টাওয়ার, ইটাগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
(সাতক্ষীরা ইন্ডিয়ান ভিসা অফিসের নিচ তলা)

Address

Shomrat Tower, Etagacha, Satkhira Sador, Satkhira
Satkhira
9400

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 10:00 - 17:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801759377404

Alerts

Be the first to know and let us send you an email when MR Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR Tours & Travels:

Share

Nearby travel agencies