23/11/2024
সুন্দরবন ভ্রমন
তারিখ : ১৩-১৫ ডিসেম্বর ০২৪
চলুন ঘুরে আসি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ স
সুন্দরবন ভ্রমন
তারিখ : ১৩-১৫ ডিসেম্বর ২০২৪
চলুন ঘুরে আসি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে।
সুন্দরবনে যেকোনো সময় প্যাকেজ ও গ্রুপ ট্যুরের জন্য বুকিং করতে পারবেন।
#[ #ট্যুর_অপারেটরদের_জন্য_বিশ্যেষ_ছাড়] হটলাইন-০১৭১২-৩৮৪৯৫৭
২রাত / ৩দিন সুন্দরবন বিশেষ ভ্রমণ
**আসন সংখ্যাঃ ৫০ জন -------------------------- ❑
প্যাকেজ ট্যুর
#[ #শুরু] - ১৩ ডিসেম্বর ২০২৪ # #
#[ #শেষ] - ১৫ ডিসেম্বর ২০২৪ # #
এছাড়া দেশের যে কোনো প্রান্ত থাকা আসার জন্য বাস/ ট্রেন/ টিকেট প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।
আমাদের এই ট্যুরে আপনি পুরো সময়টা থাকবেন লঞ্চে, ঘুরে বেড়াবেন সুন্দরবনের গহীনে আকর্ষনীয় সব দর্শনীয় স্থান, এবং দেখতে পারবেন হরিণ, কুমির, বানরসহ অসংখ্য বন্যপ্রানী ও অতিথি পাখি, খুব বেশী ভাগ্যবান হলে বাঘ দেখা ও সম্ভব
এই প্যাকেজের মধ্যে যা যা পাচ্ছেন :
জঙ্গলট্রেকিং
গাইড সার্ভিস
বন বিভাগ থেকে সিকিউরিটি গার্ড
জেনারেটর ব্যাবস্থা।
ঘরোয়া পরিবেশে সুস্বাদু, সুরুচি ও পরিচ্ছন্ন ভাবে সকাল,দুপুর ও রাতের খাবার পরিবেশন । এছাড়া প্রতিদিন দুইবার পানি ও খাবারের ব্যবস্থা।চা,কফি,মিনারেল ওয়াটার ও ফল এর সু-ব্যবস্থা।বিনোদনের উত্তম ব্যবস্থা।
যা যা সাথে নিতে পারেনঃ
খাবার : ১৩ ডিসেম্বর সকালের ব্রেকফাষ্ট থেকে শুরু করে ১৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত সব ধরনের ব্রেকফাষ্ট, লাঞ্চ/ডিনার/স্ন্যাক্স, লাইফ জ্যাকেট। পর্যাপ্ত পরিমান বয়া, -ফাস্ট এইড। - বন বিভাগ অনুমদিত গাইড এবং নিরাপত্তা কর্মী।
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ -এটি একটি রিলাক্স ট্রিপ। -আপনাকে মোবাইল নেটওয়ার্ক এর বাইরে থাকতে হতে পারে। নেটওয়ার্ক পাওয়া যেতে পারে মাঝেমাঝে। তবে দুবলার চরে কেবল টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যাবে।
** যা সাথে নেওয়া উচিতঃ - ন্যাশনাল আইডি কার্ড। না থাকলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি ।
চাইল্ড পলিসিঃ - ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রযোজ্য।
যা যা সাথে নিতে পারেনঃ
ছোট সাইজের ট্রাভেল ব্যাগ,তোয়ালে বা গামছা , স্যান্ডেল, কেডস, ক্যামেরা, মেমোরীকার্ড, ব্যাটারী ও চার্জার , টর্চলাইট + অতিরিক্ত ব্যাটারী, টুথপেষ্ট+ ব্রাশ+ সাবান+শ্যাম্পু,ব্যক্তিগত ঔষধপত্র।
অফিসের ঠিকানা :
Sundarbon Tour And Travel bd.
Shyamnagar, Satkhira,Khulna, bangladesh.
Cell: +88 01911831422 +88 01712384957