Mon's International

Mon's International Study Aboard, Tour Package, Migration Advise, Air Ticket & Total Visa Related Solution. Team helps students to make the right overseas education decisions.

Mon's International is a Bangladeshi based education consultancy which provides professional consulting services to students in Bangladesh who like to pursue further education in other countries from 2015. We have forwarded number of students to various colleges in USA, Germany, Australia, Canada, United Kingdom, China, Malaysia, India, Japan and New Zealand. We have successfully placed students a

round the globe. So become a part of our success simply get in touch! We also provide Air Ticket, Medical Assistant and all visa related solution.

আলবেনিয়াতে ওয়ার্ক ভিসার খরচ ৪৫০,০০০ টাকা। সকল পেমেন্ট ভিসার পর।প্রসেসিং সময়ঃ ১ মাস বেতনঃ ৫৩০ ইউরো ফ্যাক্টরী ওয়ার্কার কা...
21/11/2023

আলবেনিয়াতে ওয়ার্ক ভিসার খরচ ৪৫০,০০০ টাকা। সকল পেমেন্ট ভিসার পর।

প্রসেসিং সময়ঃ ১ মাস
বেতনঃ ৫৩০ ইউরো

ফ্যাক্টরী ওয়ার্কার কাজের জন্য ই-ভিসা।

• শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই
• কাজের যোগ্যতা প্রয়োজন নেই
• সময় লাগবে ১ মাস
• থাকা ও খাওয়া কোম্পানির
• ভিসা অনলাইনে চেক করতে পারবেন
• ডিরেক্ট ই-ভিসা
• ওয়ার্ক পারমিট নেই

আলবেনিয়াতে ওয়ার্ক ভিসায় প্রাথমিকভাবে পাসপোর্ট স্ক্যান কপি, ফটো, সিভি ও পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন।

আমরা ইউরোপের রোমানিয়া, পোলান্ড, লিথুনিয়া, বসনিয়া, আর্মেনিয়াতে, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, সুইডেন, ডেনমার্ক, সাইপ্রাস সহ আর অনেক দেশে ওর্য়াক পারমিট নিয়ে কাজ করছি।

Contact: +8801645695900

04/01/2023
Before Pelé, "10" was just a number.  I read that phrase somewhere, at some point in my life.  That sentence is beautifu...
30/12/2022

Before Pelé, "10" was just a number.
I read that phrase somewhere, at some point in my life.
That sentence is beautiful but incomplete.
I would say that before Pelé, football was just a sport.
Pelé changed everything.
He turned football into art, into entertainment.
He gave a voice to the poor, to black people and especially:
Gave visibility to Brazil.
Football and Brazil have raised their status thanks to the King!
He is gone, but his magic will remain.
Pele is ETERNAL!!

বিশ্ববিদ্যালয় থেকে চুটিয়ে প্রেম করে তারপর বিয়ে করেছিলেন তাহসান মিথিলা, দুজনের মধ্যে ভালোবাসার ছিলনা কোনো কমতি।মিডিয়া...
24/09/2021

বিশ্ববিদ্যালয় থেকে চুটিয়ে প্রেম করে তারপর বিয়ে করেছিলেন তাহসান মিথিলা, দুজনের মধ্যে ভালোবাসার ছিলনা কোনো কমতি।
মিডিয়া জগত এবং সকল তরুন-তরুনীর কাছেই অনেকটা আইডল ছিলেন দুইজন।

অথচ এতো ভালোবাসার পরেও বিয়ের ১১ বছরের মাথায়,
তাদের বিচ্ছেদ হয়ে যায়, আর কারণ হিসেবে দুজনের কথাই ছিল তাদের নাকি দুইজনের মিল হচ্ছিল না।
আসলে ভালবাসার রং বদলায় কারণে অকারণে।

একবার সুবর্ণা মোস্তফার সাথে তুমুল ঝগড়া হয়েছিল হুমায়ুন ফরিদের।
সেই রাতে রাগ করে তারা দুইজনে একসাথে ঘুমাননি, সুবর্ণা মোস্তফা অন্য একটি কক্ষে গিয়ে দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়েন।
সকালে ঘুম থেকে বাহিরে এসে দেখেন যে কক্ষে দুইজনের ঝগড়া হয়েছিল।

সেই কক্ষের মেঝেতে সব জায়গাতেই একটি কথায় লেখা সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি।
দুজনের মধ্যে এতো ভালোবাসাও ঠেকাতে পারেনি তাদের বিচ্ছেদ।
2008 সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
কারণ ভালোবাসার রং বদলায়, কারনে অকারনে।

জীবনানন্দ দাশ লিখে ছিলেন, নক্ষত্রেরাও একদিন মরে যাবে ।
এই জীবনানন্দ দাশ কে, প্রথম দেখেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন লাবণ্য প্রভা।
সাহিত্যের কাছ থেকে যোজন যোজন দূরে থেকেও, সাহিত্যের ইতিহাসের প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্র।
এই লাবণ্য বিয়ের কিছুদিন পরেই মনে হচ্ছিলো যে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে।
মুক্তির নেশায় দুর্বিষহ হয়ে তিনি পাগল হয়ে যাচ্ছিলেন, এলোমেলো হয়ে ওঠে দুজনের জীবন, আর এভাবেই তাদের ভালোবাসার এক সময় মৃত্যু হয়।

মাত্র ক্লাস টেনে পড়া অবস্থায় বড়লোকের মেয়ে গুলতেকিন হুমায়ূন আহমেদ কে তিনি বিয়ে করে ফেলে ছিলেন ।
বিয়ের পর তিনি জানতে পেরেছিলেন গল্প আর কবিতা হুমায়ুনের বাস্তবের হুমায়ুনের তেমন কোনো মিল নেই।
বাস্তব জীবনে হুমায়ুন ছিলেন একদমই সাধারন একজন মানুষ।

তার মধ্যে ছিল না আহামরি কোনো কিছু, অন্য আর দশটা ছেলের মতোই সাধারণ ভালোবাসা ছিল তার।
আর নিজের মনের মতন না হওয়ায়, গুলতেকিন অনেকটা আক্ষেপ নিয়েই হুমায়ূনকে বলেছিলেন ।তোমার লেখায় ভালো অন্য কিছু ভালো না !

আসলে ভালবাসার রং বদলায় কারণে অকারণে।
নন্দিতা রায়ের বেলাশেষের সিনেমায়, এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে ।
হাতের উপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বইতেপাড়া সহজ নয়।

সহজ না হওয়ার কারণ ওই একটাই, ভালোবাসার রং বদলায় কারণে অকারণে।
আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতা এই পৃথিবীতে সবথেকে বিরল দুটি জিনিস মনের মানুষ এবং মানুষের মন।

এই দুটো এর উপর বিশ্বাস থাকা ভালো উচিতো বটে তবে সেটা কেবলি নিজের মধ্যে।
কখনো অতি আত্মবিশ্বাসী না করে বড়াই দেখানো ভালো নয়।
কারন হাওয়ার দিক পরিবর্তন হয় কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদায় অনিশ্চিত। হোক সেটা প্রকৃতির হাওয়া বা মনের।
আসলে ভালবাসার রং বদলায় কারণে অকারণে।

বিদেশে লেখাপড়ার বিষয়টা যখনই আসে, মালয়েশিয়ার বিষয়টা চলে আসবেই। বাংলাদেশের অনেক ছাত্র/ছাত্রী মালয়েশিয়াকে বেছে নিচ্ছে কারন ...
16/08/2019

বিদেশে লেখাপড়ার বিষয়টা যখনই আসে, মালয়েশিয়ার বিষয়টা চলে আসবেই। বাংলাদেশের অনেক ছাত্র/ছাত্রী মালয়েশিয়াকে বেছে নিচ্ছে কারন ইউনিভার্সিটি গুলোর মানের তুলনায় টিউশন ফি অন্যান্য দেশ থেকে অনেক কম, তাছাড়া মালয়েশিয়া যাওয়ার প্রোসেসিংটাও সোজা। তবে সমস্যা হচ্ছে এই মালয়েশিয়া নিয়েই প্রচুর পরিমানে ভূল তথ্য এবং ভূল ধারনা আমাদের মধ্যে ছড়িয়ে আছে। যদি একজন ছাত্র/ছাত্রী এই তথ্য গুলো সঠিক ভাবে না জানে তাহলে ছাত্র/ছাত্রীর জীবনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশী। পোস্টটি একটু মনোযোগ দিয়ে কষ্ট করে পড়ে ফেলুন।

🔲 মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর মান কিন্তু ভাল , তাছাড়া World Ranked কিছু ইউনিভার্টিসিও আছে।

🔲 মনে রাখবেন আপনি যদি লেখাপড়ার মানের কথা চিন্তা করে থাকেন তাহলে ইউনিভার্সিটির কোন বিকল্প নেই। আমি বলছি না সব কলেজগুলো খারাপ তবে ৯০% কলেজের লেখাপড়ার মানের বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করা ভূল হবে না।

🔲 মালয়েশিয়ায় Tuition Fees কম এটা ঠিক তবে তারমানে এই না যে, আপনি মালয়েশিয়াতে দিয়ে কাজ করে নিজে চলবেন আবার Tuition Fees Pay করবেন। যদি এই চিন্তা করে থাকেন ,সেটা হবে আপনার জীবনের সবথেকে বড় ভূল।

🔲 মালয়েশিয়াতে আপনি যতটুকু পার্টটাইম কাজ করতে পারবেন তা দিয়ে সর্বোচ্চ নিজের পকেট খরচ টুক টাক চালাতে পারবেন।

🔲 আর যদি মনে করেন দিনে ৮ ঘন্টা আর সপ্তাহে ৬ দিন কাজ করে টাকা ইনকাম করবেন এবং সেই টাকায় চলবেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন , সেটা কি পার্টটাইম হবে? আর মালয়েশিয়ার আইনগত কোন ঝামেলায় কি আপনি ফাসবেন না?

🔲 যেসকল ছেলেরা শুধু ভিসার আশায় নামে স্টুডেন্ট ট্যাগ লাগিয়ে মালয়েশিয়া যেতে চাচ্ছেন অথবা যাচ্ছেন তাদের জন্য বলছি, আপনাদের ভবিষ্যত মারাত্নক মারাত্নক ঝুকির মধ্যে ফেলতে যাচ্ছেন। মালয়েশিয়াতে আগের দিন আর নেই। ওয়ার্ক পারমিট খোলার জন্য অপেক্ষা করুন। পারমিট খোলার পরে সরকার নির্ধারিত ফিস দিয়ে এবং নিয়ম মেনে কাজ করতে যান। তার আগে কোন দালালের ক্ষপ্পোরে পা দিয়েন না।

🔲 পরিবারের যদি আপনার লেখাপড়ার সম্পূর্ন খরচ বহন করতে পারে তাহলে আপনি মালয়েশিয়াতে টপ র‍্যাঙ্গড ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে লেখাপড়ার জন্য যেতে পারেন।

🔲 মালয়েশিয়াতে Offer Letter আনতে কোন প্রকার টাকা লাগে না। তারমানে আবেদনের সময় কোন প্রকার আর্থিক লেনদেন করতে হয় না।

🔲 Offer Letter আসার পরে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি দ্বারা নির্ধারিত EMGS ফিস জমা দিতে হবে। এই টাকাটাও আপনাকে কারো হাতে দিতে হবে না। বৈধ পথে Bank এর মাধ্যমে সরাসরি ইউনিভার্সিটিতে টাকাটি পাঠিয়ে দিবেন।

🔲 VAL আসার পরে কিছু ছোটখাটো কাজ আছে সেগুলো নিয়ে পরে আলাপ হবে।

🔲 Malaysian Embassy অর্থাৎ ভিসা ১০০% Confirm হওয়ার পরে আসবে Tuition fees এর কাজ। এখন আপনি আমাদের মত কোন ফার্মের কাছে কোন প্রকার টাকা লেনদেন না করে বৈধ পথে Bank এর মাধ্যমে Tuition Fees University তে সরাসরি পাঠিয়ে দিবেন।

🔲 এরপর Air Ticket করে চলে যাবেন Malaysia তে। তিবে যাওয়ার আগে ছোট খাটো কিছু কাজ আছে সেগুলো ফার্ম আপনাকে সাহায্য করবে। এর মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বাংলাদেশে আমাদের মত কোন ফার্মের সাথে ৫ টাকা লেনদেন করার কোন প্রকার প্রয়োজন নেই।

🔲 এখন আসি সার্ভিস চার্জের বিষয়ে। অনেক ফার্ম আছে যারা সার্ভিস চার্জ নিয়ে থাকে, সেটা একান্তই তাদের ব্যবসায়ীক বিষয় কিন্তু আমাদের মত অনেক ফার্ম আছে যারা কখনোই মালয়েসশিয়ার কাজের জন্য কোন প্রকার সার্ভিস চার্জ নেই না। কারন Malaysian University গুলো Firm গুলোকে ছাত্র/ছাত্রী প্রতি কিছু কমিশন / চার্জ দিয়ে থাকে যেন ছাত্র/ছাত্রীকে কোন প্রকার অতিরিক্ত টাকা খরচ করতে না হয়।

🔲 আর Malaysia তে যেতে IELTS বাধ্যতামূলক না, তবে Malaysia তে যাওয়ার পরে আপনাকে English Test দিতে হবে (যদি IELTS না থাকে)। যদি সেই টেস্টে উত্তীর্ন না হতে পারেন তাহলে অবশ্যই আপনাকে অতিরিক্ত English Foundation Course করতে হবে। যতদিন এই কোর্সে উত্তীর্ণ না হতে পারবেন ততদিন আপনি মূল কোর্সে যেতে পারবেন না। আর IELTS থাকলে সরাসরি মূল কোর্সে যেতে পারবেন, কোন টেস্ট দিতে হবে না।

আপনি যদি Malaysia তে লেখাপড়ার বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেতে চান এবং Malaysia তে Top Ranked University গুলোতে নির্ভেজাল ভাবে ভর্তি হতে চান তাহলে আমাদেরকে SMS করুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।

02/05/2019

ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী।

√√ঘূর্ণিঝড় হওয়ার আগে আমাদের করনীয়-
১। ইন্টারনেটে পোস্ট দেখে আতঙ্কিত না হওয়া।
যেকোনো পেইজে ঘূর্ণিঝড় নিয়ে পোস্ট দেখে আতঙ্কিত না হয়ে টিভি অথবা এফএম রেডিও এর খবর শুনুন। রেডিও এবং টিভিতে ভেরিফাইড নিউজ পাবেন। বিপদে শান্ত থেকে সমাধানের চেষ্টা করাই আসল কাজ।

২। চার্জ দেওয়া
পাওয়ার ব্যাংক, চার্জার লাইট, টর্চ লাইট এ চার্জ ফুল রাখুন। এর আগে ঘূর্ণিঝড় আইলার জন্য ১ দিনের বেশি বিদ্যুৎ, গ্যাস, মোবাইল ফোন এর সার্ভিস পাওয়া যায়নি। ঢাকায় আছি বলে কিছু হবে না, এমন মনে করা বোকামি। ব্যাকআপ হিসেবে মোমবাতি এবং লাইটার রাখা ভালো। তবে প্রাকৃতিক দুর্যোগের সময় আগুণ সব সময়ই লাস্ট অপশন।

৩। ফার্স্ট এইড বক্স
প্রাকৃতিক দুর্যোগের সময় পানিবাহিত রোগ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। ডায়রিয়া, জ্বর এর জন্য স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে রাখুন।

৪। নিরাপদ আশ্রয়
বাসা টিন শেড হলে বা নিচ তলায় হলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ওয়াটারপ্রুফ বক্স এ টেপ এবং পলিথিন পেঁচিয়ে রাখুন। ফ্লোরে মাল্টিপ্লাগ রাখবেন না।

৫। শুকনো খাবার
নিরাপত্তার জন্য গ্যাস, কারেন্ট, পানি, টেলিফোন লাইন অফ থাকতে পারে। রাস্তা বন্ধ থাকতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার সংগ্রহে রাখুন।

৬। রেলিং এর উপর ফুলের টব, কনস্ট্রাকশন এর জিনিস
ফুলের টব নিরাপদ স্থানে রাখুন। খোলা যায়গায় কনস্ট্রাকশনের জিনিস রাখবেন না। বাসার পাশে নির্মানাধীন ভবন থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

√√ঘূর্ণিঝড় শুরু হলে আমাদের করনীয়-
১। রাস্তায় থাকলে শপিং মল, মসজিদ, স্কুল বা যেকোনো বিল্ডিং এ আশ্রয় নিন। কোনভাবেই খোলা আকাশের নিচে থাকা যাবে না।

২। এই সপ্তাহে জ্যামে পড়লে গাড়ির পাশে যায়গা রেখে দাঁড়ানোর চেষ্টা করুন যেন বিপদের মুহূর্তে দরজা খোলা যায়।

৩। বিল্ডিং এ কারেন্ট এবং গ্যাস এর মেইন লাইন অফ করে দিন।

৪। দরজা জানালা বন্ধ রাখুন যাতে বাইরে থেকে ময়লা বা ভারী কিছু উড়ে এসে আঘাত করতে না পারে।

৫। টিনশেড বাসা হলে বা নিচু যায়গায় হলে যদি সেইফ মনে না হয়, নিরাপদ কোথাও আশ্রয় নিন।

৬। ফোনে রেডিও শুনতে হবে। ডাটা কানেকশন অন রেখে ফেসবুক স্ক্রল করলে ব্যাটারিও দ্রুত শেষ হবে, নেটওয়ার্কও বেশি বিজি থাকবে।

৭। কোন ভাবেই ট্যাপের পানি সরাসরি খাওয়া যাবে না। ফুটিয়ে বা ভালো ফিলটার (যেমন পিওর ইট বা RO ফিলটার) ব্যবহার করতে হবে। পাথর ওয়ালা নরমাল ফিলটারে জীবাণু থেকেই যাবে।

৮। খুব বেশি জরুরি না হলে রাস্তায় বের হওয়া যাবে না। ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

৯। কল করে নেটওয়ার্ক বিজি না রেখে SMS ব্যবহার করে খোঁজ নেওয়ার চেষ্টা করুন। ডাটা কানেকশন অফ রাখুন।

সর্বোপরি উদার হওয়ার চেষ্টা করুন। বিপদগ্রস্তকে সাহায্য করার অপশন থাকলে সাহায্য করুন। নিজে ৫ তলায় থাকলেও নিচতলার ভাড়াটিয়াদের খেয়াল রাখুন। বাসার পাশের টিনশেড এর মানুষকে যায়গা দেওয়া সম্ভব হলে কার্পণ্য করবেন না। পোস্ট টি নিজের টাইম লাইনে কপি পেস্ট করে সবাইকে প্রস্তুত হওয়ার সুযোগ করে দিন।

26/03/2019

আমেরিকার বোস্টনে ১৯৮৬ সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয় ৷ এক ফাঁসির আসামীকে ফাঁসির সাজা শোনানো হলো ৷ কতিপয় বিজ্ঞানী সে আসামীর উপর একটি পরীক্ষা করার প্রস্তাব করলেন । কয়েদীকে শোনানো হলো ফাঁসির বদলে তোমাকে বিষাক্ত কোবরা সাপ দংশন করিয়ে হত্যা করা হবে।

কয়েদীকে চেয়ারে বসিয়ে তার হাত-পা বেঁধে দেয়া হলো, তারপর তার চোখে পট্টি বেঁধে বিষাক্ত কোবরা সাপ না এনে তার বদলে দুটি সেফ্টি পিন ফুটানো হলো। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েদির মৃত্যু হলো ৷ পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল সাপের বিষ রয়েছে তার শরীরের মধ্যে। প্রশ্ন হলো এই বিষ কোথা থেকে এলো, যা ঐ কয়েদীর প্রাণ কেড়ে নিল।

বলা হয় সেই বিষ তার নিজের শরীর থেকেই উৎপত্তি হয়েছিল।আমাদের সংকল্প থেকে পজিটিভ এবং নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়। আর সে এনার্জি আমাদের শরীরে হরমোনের উৎপত্তি করে ৷ ৭৫% রোগের মূল কারণ হলো আমাদের ঋণাত্মক চিন্তাধারা। মানুষ নিজের চিন্তাধারা থেকে ভস্মাসূর হয়ে নিজ প্রজাতিকে বিনাশ করছে।

আপনার চিন্তাধারা সর্বদা ধণাত্মক রাখুন এবং খুশী থাকুন। ২৫ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে মানুষ কি মনে করবে ! ৫০ বছর আমরা ভয় পাই মানুষ কি ভাববেন! ৫০ বছর পরে আমরা বুঝতে পারি কেউ আমার কথা চিন্তাই করেনি। কিন্তু তখন তেমন কিছু করার থাকে না।

09/12/2018

Mon's International's cover photo

07/12/2018

Mon's International

06/11/2018

সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে একদিনে মিলবে পাসপোর্ট!!

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে দেশের বাইরের হাসপাতালে নিয়ে যেতে বললেন। কিন্তু পাসপোর্টতো নেই। আজ করতে দিলেও কমপক্ষে সাত দিন সময় লাগবে। এখন সমাধান? মানুষের এসব জরুরি প্রয়োজনকে মাথায় রেখে এবার একদিনে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। তবে এর ফি ধরা হচ্ছে জরুরি পাসপোর্টের চেয়ে একটু বেশি।

সাধারণত ৩ হাজার ৪৫০ টাকা ফি দিয়ে একজন আবেদনকারী কমপক্ষে ২১ দিনে এবং ৬ হাজার ৯০০ টাকা দিয়ে সাত দিনে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’ ব্যবস্থার মাধ্যমে আজ পাসপোর্টের জন্য আবেদন করলে আগামীকালই পাসপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে অধিদফতর।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে ই-পাসপোর্টের সঙ্গেই চালু হবে নতুন এই ডেলিভারি ব্যবস্থা। তবে শুধুমাত্র পুরাতন আবেদনকারী, মেয়াদোত্তীর্ণের কারণে রি-ইস্যু এবং যাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না, তারাই একদিনের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য পাসপোর্ট অধিদফতরের নির্ধারিত ‘রি-ইস্যু, তথ্য পরিবর্তন, সংশোধন আবেদন’ ফরমটি পূরণ করে জমা দিতে হবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শিহাব উদ্দিন খান জাগো নিউজকে বলেন, ‘অধিদফতরে ই-পাসপোর্ট নিয়ে গঠিত একটি কমিটি সাধারণ ও জরুরির পাশাপাশি “সুপার এক্সপ্রেস” নামে নতুন এক ধরনের ডেলিভারির প্রস্তাব দিচ্ছে। এর মাধ্যমে আজকে জমা দিলে পরদিন পাসপোর্ট পাওয়া যাবে। যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশেই পাসপোর্টের সুপার এক্সপ্রেস ডেলিভারি দেয়া হয়। যাদের পাসপোর্ট পাওয়া খুবই জরুরি, তারা অতিরিক্ত টাকা দিয়ে এই ব্যবস্থায় পাসপোর্ট নিয়ে থাকেন।’

তিনি বলেন, ‘যাদের পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, আগের পাসপোর্ট আছে তারাই কেবল এ ধরনের ডেলিভারি পাবে। অনেক প্রবাসী শ্রমিক আছে যারা এয়ারপোর্টে গিয়ে দেখে তার পাসপোর্টের মেয়াদ নেই অথচ একদিন পর গেলেই তাদের চাকরি থাকবে না, তাদের জন্যই এমন ব্যবস্থা।’

কত হচ্ছে সুপার এক্সপ্রেসের ফি? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে শুধুমাত্র সুপার এক্সপ্রেসের প্রস্তাব করেছি, ফি’টা এখনও প্রস্তাব করিনি। তবে ১৩ থেকে ১৪ হাজার টাকা প্রস্তাব করা হতে পারে। আবার ফি’র পরিমাণ ১২ হাজারও হতে পারে।’

অধিদফতর সূত্রে জানা গেছে, ই-পাসপোর্টের মেয়াদ হচ্ছে ১০ বছর। এ পাসপোর্টের দুই ধরনের ক্যাটাগরি হচ্ছে। একটা ৪৮ পৃষ্ঠার অপরটা ৭২ পৃষ্ঠার। যারা বেশি পৃষ্ঠারটা নিতে চান তাদের ফি’টা একটু বেশি দিতে হবে।

এ বিষয়ে শিহাব উদ্দিন খান জাগো নিউজকে বলেন, ‘পাসপোর্টের মেয়াদ যেহেতু ১০ বছর হচ্ছে এবং পাতাও বাড়ছে, তাই সাধারণ ই-পাসপোর্টের জন্য ৬ হাজার এবং এবং এক্সপ্রেস (জরুরি) ই-পাসপোর্টের জন্য ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত দিতে হবে। এটা এখনও চূড়ান্ত হয়নি। তবে এক্সপ্রেস ও সাধারণ ই-পাসপোর্ট পাওয়ার সময় একই থাকছে।’

03/08/2018

কুরবানি ঈদের ছুটিতে, ২৩ আগষ্ট ৫ দিনের (কলকাতা-দার্জিলিং-কালিম্পং-মিরিক-কলকাতা) ট্যুর। মাথা পিছু প্যাকেজ ১০,৫০০/= টাকা। ট্যুর শুরু ২৩ আগষ্ট রাতে কলকাতা থেকে। ট্যুর শেষ ২৮ আগষ্ট কলকাতা ফিরে।

প্যাকেজে যা যা অন্তভূক্ত থাকছেঃ
১) কলকাতা-শিলিগুড়ি/নিউ জলপাইগুড়ি ট্রেনে রিজারভেশন স্লিপার সিট।
২) দার্জিলিং সাইট সিনিং এর সকল ট্রান্সপোট, পাশ/টিকিট।
৩) সম্পূর্ন বাঙ্গালী ডিলাক্স মানের হোটেলে থাকা ও তিন বেলার বাঙ্গালী মানের খাবার।

প্যাকেজে যা যা অন্তভূক্ত থাকছে নাঃ
১) কোন রকম পানি বা পানীয়।
২) ব্যক্তিগত কোন খরচ।
৩) ব্যক্তিগত ঔষধ ইত্যাদি।

Mon's International
Samrat Plaza
Polashpole, Satkhira
+8801719660403

03/04/2018
পাসপোর্টে বানান ছাড়া কোনো সংশোধন হবে না: ডিজি । বাংলাদেশ

http://www.rtvonline.com/bangladesh/38069

অনেকে বয়স পরিবর্তন করে পাসপোর্ট সংশোধন করতে আসে। আবার অনেকেই রহিমের জায়গায় করিম লিখতে চান। এসব ক্ষেত্রে কোনো ছাড়...

31/03/2018

China এর জিনিসপত্র বেশি দিন যায় না, কিন্তু এত কিছুর পরও আমাদের চারপাশে সকল কিছুই কিন্তু China এর তৈরি।
• এখন প্রশ্ন হল আমাদের দেশে এত ভালো এবং উন্নতমানের University গুলো থাকতে আমরা কেন China যাব?
হ্যাঁ, আমাদের দেশে অনেক ভালো এবং উন্নত মানের University আছে কিন্তু তারা কি আপনাকে পড়ালেখার পাশাপাশি মাসিক ভাতা অর্থাৎ Stipend দিবে ??? অবশ্যই না তাহলে China can be a good choice for higher study without any doubt.
• China তে Job করা যায় না, তাহলে Students কিভাবে নিজের পড়ালেখার খরচ চালাবে, কিভাবে থাকার এবং খাবার খরচ চালাবে??
হ্যাঁ, China তে Job করা যায় না কিন্তু China তে পড়ালেখা করতে কোন টাকা অর্থাৎ Tuition Fees দিতে হয় না। শুধু তাই না Hostel Facility ও FREE. তাছাড়া প্রতি মাসে Stipend এর টাকা দিয়ে খুব সহজেই ছাত্ররা তাদের খরচ বহন করতে পারে।
• China তে PR (Permanent Residency) পাওয়া যায় না তাহলে পড়ালেখা শেষে কি করবো??
হ্যাঁ, China তে PR পাওয়া যায় না কিন্তু পড়ালেখা শেষে Teacher Assistant Job সহ আরও অনেক ধরনের Job করা যায়। শুধু তাই না পরে Malta, USA, France ইত্যাদি দেশ উচ্চশিক্ষা জন্য Apply করা যাবে।
• China থেকে পড়ালেখা শেষে কি দেশে এসে কিছু করা যায় ??
হ্যাঁ, বিভিন্ন Multinational Company তে আপনি Job করতে পারবেন।
• চায়না কেন আমাদের এতো সুযোগ দিবে ওদের নিজের দেশে কি Student নাই ??
বহির্বিশ্বের সঙ্গে সমঝোতা ও সহযোগিতার সম্পর্ক উন্নয়ন এবং শিক্ষা-সংস্কৃতির আদানপ্রদানের লক্ষ্যে প্রতিবছরই বিভিন্ন দেশের নাগরিকদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে চায়না । সে ধারা অব্যাহত রাখতে সম্প্রতি ২০১৮-২০১৯ শিক্ষাবৃত্তির বিজ্ঞাপন প্রকাশ করেছে চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে । এ বৃত্তির আওতায় চীনের ২৭৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ সব দেশের ছাত্র, শিক্ষক এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দেওয়া হবে।
আসুন যেনে নেই কারা Apply করতে পারবেঃ
• IELTS লাগবে না
• সর্বনিম্ন HSC পাশ করা Student Apply করতে পারবেন
• Marks/GPA কম থাকলেও Apply করতে পারবেন
• Visa পাবার পূর্বে আমাদের কোন টাকা দিতে হবে না
• Study Gap থাকলেও Apply করতে পারবেন

বিস্তারিত জানতে কল করুনঃ
☎️ +8801719-660403, (কল করার সময় 10AM To 8PM), অনুগ্রহ করে Comment এর মধ্যে কেউ Mobile Number টি লিখবেন না। ফ্রি এসেসমেন্ট এর জন্য কমপ্লিট সিভি মেইল করুন:
📧 [email protected]

একটি Decision বদলে দিতে পারে অনেক কিছু। তাই আপনার এসেসমেন্ট এর পর অফিস থেকে ফোন দিয়ে বিস্তারিত জানানো হবে।সার্টিফিকেট, মার্কশীট, পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজ ছবি সহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

🏠Address:
Mon's International
Samrat Plaza, Polashpole, Satkhira

আমাদের পেজ এ Like (https://www.facebook.com/monsintl) দিতে অবশ্যই ভুলবেন না কারন প্রতিনিয়ত আমরা নতুন নতুন সুযোগ-সুবিধা এবং বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছি আপনাদের জন্য। Like দিয়ে প্রতিনিয়ত অফার গুলো সম্পর্কে জানুন এবং Share দিয়ে অন্যদের কে জানার সুযোগ করে দিন, ধন্যবাদ।

26/03/2018

Admissions Open in Jiangsu University of Science and Technology for September 2018

For Bachelors, Masters and PhD Programs.

• For Bachelors Students need to pay 4250 yuan tution fee per year.
• For Masters Hostel & Tution fee free with 900 yuan Monthly Stipend.
• For PhD Hostel and Tution fee free with 1200 Yuan Monthly stipend.

For further details Contact with us.
Whatsapp: +8801719660403

22/03/2018

💦Study : France💦

Courses : Bachelor & Masters

Qualifications
1. Minimum HSC Pass
2. IELTS 5.5

Processing Time : Two Months

Application Fee : Euro 100
Tuition Fee : Euro 8000-9500 (Per Year)

Documents
1. CV
2. Motivation letter
3. Passport
4. All educational certificate & marksheet
5. IELTS
6. Study plan
7. PP size white background picture

Mon's International
[email protected]
+8801719660403

01/03/2018

Study in Malta........!!!!

April Session এর জন্য ফাইল নেয়া হচ্ছে। অতি সত্তর আপনার ফাইল সাবমিট করুন।

💧Last Date 6th March

🎓🎓 মাল্টাতে Student Visa এর জন্য এখুনি Apply করুন। No IELTS, স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য। Sure Visa.

🎁Package Included:
👉 Admission
👉 Tuition fee (1 Year )
👉 Bank Support (If Needed)
👉 Appointment Schedule
👉 3 Months Accomodation
👉 Air ticket
👉 Service Charge
👉 Job support (If needed)

►Call For Appointment: +8801719660403

💧NO VISA NO FEES

♦ মাল্টা ইউরোপিয়ান সেনজেনভুক্ত দেশ তাই ইউরোপের বাকী ২৬টি সেনজেনভুক্ত দেশগুলোতে বিনা ভিসাতে ভ্রমণের সুযোগ। আমরা আপনাকে দিচ্ছি সবচেয়ে নির্ভুল ও নিখুঁতভাবে প্রসেসিং এর সুবিধা। এছাড়াও আমরা নির্ভুল ইমিগ্রেশন তথ্য দিয়ে আপনাকে সাহায্য করে থাকি।

মাল্টা থেকে পাশ করার পর আপনি আপনার Student Visa কে Work Permit Visa তে Transfer করতে পারবেন এবং Permanent Resident মানে স্থায়ী নাগরিকতা পাবার সুযোগ পাবেন।

🍳ভিসার সকল প্রকার ডকুমেন্ট সহায়তা দেওয়া হয়।

Student Have to Provide

➡SSC & HSC both grades minimum 3 points (সত্যায়িত করা সকল শিক্ষা সনদ ১ সেট)
➡Passport.
➡Photographs (৩৫/৪৫ সাদা ব্যাক গ্রাউন্ড)
➡India visa and all expense of india.
➡Police clearance certificate.
➡Parent NID & 1 copy passport size.
➡Medical and health insurance.
➡Bank statement & solvency.
প্রসেসিং সময় ১মাস যদি ইন্ডিয়ান ভিসা আগে থেকে নেয়া থাকে।

05/02/2018

১০০% স্কলারশিপে সৌদিআরবে মাস্টার্স ও পি.এইচ.ডি।

কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গত ৩০ জানুয়ারী ২০১৮ হতে ২ সপ্তাহ সময় ব্যাপী মাস্টার্স ও পি এইচ ডি এর জন্য এ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে।

Mon's International
📲+8801719 660403
📧[email protected]

11/01/2018

চীনে উচ্চশিক্ষা!!

বাংলাদেশ থেকে এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে অনেকেই স্বপ্ন দেখেন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের। আর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ। কিন্তু এসব দেশে স্কলারশিপ পাওয়া যেমন কঠিন তেমনি থাকা খাওয়াও ব্যয়বহুল। ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। তবে সত্যিকার অর্থেই যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তাদের জন্য ইউরোপ-আমেরিকার বিকল্প হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ চীন।

সাম্প্রতিক সময়ে দেশের অনেক শিক্ষার্থীই স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছেন চীনে। কারণ লেখা-পড়া শেষ করে স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ রয়েছে সেখানে।

বিশ্ববিদ্যালয়ের মানঃ চীনের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বিশ্বমানের। তাদের লেখা-পড়ার মানও বিশ্বমানের। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলো থেকে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং অনেক এগিয়ে। এখানকার শিক্ষকরাও বিদেশি শিক্ষার্থীদের প্রতি তুলনামূলক বেশি যত্মশীল।

স্কলারশিপের ধরনঃ প্রতিবছরই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ব্যাচেলর, মাস্টার্স, এবং পিএইচডির জন্য স্কলারশিপ দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয় ভেদে স্কলারশিপ ভিন্ন হয়ে থাকে। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি, হোস্টেল ফি, মাসিক ভাতা দেওয়া হয়। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার টিউশন ফি এবং হোস্টেল ফি দিয়ে থাকে। অনেক বিশ্ববিদ্যালয় শুধু ৪ বছরের টিউশন ফি দেয়। অন্য খরচ শিক্ষার্থীকেই বহন করতে হয়।

স্কলারশিপের শর্তঃ যে সব বিশ্ববিদ্যালয় টিউশন ফি, হোস্টেল ফি এবং মাসিক ভাতা দিয়ে থাকে, তাদের কিছু শর্ত থাকে। এ সব শর্তের মধ্যে ক্লাসে ৯০ শতাংশ উপস্থিতিসহ কোন বিষয়ে অকৃতকার্য হওয়া যাবে না। আবার বিশ্ববিদ্যালয় ভেদে সকল বিষয়ে কমপক্ষে ৭০-৮০ শতাংশ নম্বর পেতে হবে। তবে যারা মনে করেন এ সব শর্ত মানা খুবই কঠিন, তাদের জন্য রয়েছে আনকন্ডিশনাল স্কলারশিপ।

স্কলারশিপ পেতে চাইলেঃ চীনে স্কলারশিপ পেতে চাইলে বিশ্ববিদ্যালয় লাইসেন্সকৃত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয়। এরপর ৭-১০ দিনের মধ্যে এডমিশন লেটার এবং ২৫-৩০ দিনের মধ্যে চায়না সরকারের অনুমতি পত্র পাওয়া যায়।

স্কলারশিপ পাবেনঃ সাধারণত চীনের বিশ্ববিদ্যালয়গুলো ইঞ্জিনিয়ারিং রিলেটড বিষয়গুলোতে বেশি স্কলারশিপ দিয়ে থাকে। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অন্যতম।

তবে বাণিজ্য অনুষদভুক্ত বিষয়গুলোতেও সাম্প্রতিক সময়ে অনেক স্কলারশিপ দিচ্ছে চীন। এর বাইরে অর্থনীতি এবং ইংরেজি বিষয়েও কিছু বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিচ্ছে।

পার্ট-টাইম জবঃ চায়না যদি কারও মনে হয় পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ চালিয়ে নিব সেই ক্ষেত্রে আরেকবার ভেবে দেখতে পারেন। ইউরোপ আমেরিকার মত এখানে পার্টটাইম হরহামেশাই মিলবে না, ESL Teacher হইতে হলে দরকার TESOL Certificate, শুদ্ধ ইংলিশ উচ্চারণ, সবচেয়ে বড় কথা এইটা বাংলাদেশী ছাত্রদের জন্য এক রকম না ই বললে চলে, তবে চায়নিজ জানলে কিছু সুবিধা পাবেন।

চীনে জীবনযাপনঃ চীনে থাকা খাওয়ার খরচ প্রায় বাংলাদেশের মতোই। শিক্ষার্থীরা নিজেরাই হোস্টেলে রান্না করে থাকে। খাবার খরচ
সব মিলিয়ে ছয় হাজার থেকে আট হাজারে হয়ে যায়। যারা প্রথম চীনে যাবেন, তাদের জনন্য চাইনীজ খাবার খাওয়া কষ্টসাধ্য হবে, তাই নিজেরা বাজারে গিয়ে মাছ, মুরগি, গরুর মাংস, ডিম, শাক-সবজি এনে রান্না করে খেতে পারেন। এতে খরচও কম পড়বে, আবার বাঙালি খাবারও খাওয়া যাবে।

09/01/2018

➡️নতুন আবেদনকারীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি!!

জানুয়ারী-ফেব্রুয়ারী ২০১৮ তে যারা ভিসা আবেদন করতে আগ্রহী ইউক্রেন এম্বাসী তে, তারা সময় নষ্ট না করে আপনার অভিভাবক সহ আমাদের সাথে অতিসত্বর যোগাযোগ করুন।

🔜"সময় খুবই স্বল্প"

✴100% Confirm Visa
✴ Huge Visa Success Ratio
✴Payment After Visa [A to Z Package]

📐কেন ইউক্রেনে উচ্চশিক্ষা নেবেন?
ইউক্রেন ইউরোপে অবস্থিত। ইউক্রেনে কম খরচ, সমস্ত বিশ্ববিদ্যালয় খুব পুরনো, সকল বিশ্ববিদ্যালয় সরকারী এবং শিক্ষার মান বিশ্বমানমানের, পড়াশুনা শেষে স্থায়ী বসবাস এর সুযোগ।

🎓 Bachelor, MS & PHD
➡️NO IELTS, NO ADMISSION TEST, WORLD RANKED GOVT UNIVERSITIES

📐Package included:
✿ Invitation
✿ Embassy Fees
✿ Kolkata to Delhi & Delhi to Kolkata [By Rail 3 AC]
✿ 1Year Tuition Fees
✿ 1Year Hostel
✿ 1Year Medical Insurance [Ukraine], Immigration Insurance [Ukraine] & Visa Extension
✿ 6Years registration and Resident Permit
✿ Air Ticket
✿ Medical in Ukraine
✿ Airport Pickup
✿ DHL Cost

♻Age Max 25 For Bachelor । 25+ For Ms & Phd.

BANGLADESH OFFICE:
Mon's International
E-mail: [email protected]
Cell: +88 01719660403

UKRAINE OFFICE:
Pravdy Ave
Kharkov Ukraine

04/01/2018

Study in Czech Republic (Europe-Schengen State)

With or without Ielts and 100% visa success guarantee.
Call/imo/whatsApp us @ +88 01719660403

The Czech Republic is a schengen state/europe country. It is surrounded by germany, poland, slovakia and austria.

Why study in Czech Republic ?

1. Study in english language
2. Very low tuition fees, bachelor 3000 and master 4000 euro.
3. Full scholarship, after 1st year eligible you will pay only 500 euro per year
4. High ranking government/public university in prague (capital)
5. Available part time job facilities.
6. Erasmus facility, you can credit transfer to partners university in USA, Canada, Australia, more.
7. Easy to get PR (after finishing studies)
8. Spouse and dependents can go.

And More:

Mon's International

Mobile : +88 01719660403
Land Phone: +88047164209

Email: [email protected]

31/12/2017

STUDY IN HUNGARY

❄ Admissions open for april intake 2018
❄ Minimum intermediate required
❄ Two years study gap acceptable
❄ Pay tuition fee after visa
❄ Guaranteed admission & fast visa process
High visa success rate

Contact us for admission & further information:

Mon's International
Call: +8801719660403
WhatsApp/imo/Massenger: +8801719660403
E-mail: [email protected]

10/12/2017

যারা মাজমাহ বিশ্ববিদ্যালয় সৌদিআরবে 100% স্কলারশিপে অনার্স বা মাস্টার্সের জন্য আবেদন করতে চান এবং পেপারস রেডি রয়েছে তারা দ্রুত যোগাযোগ করেন।

আজ মাজমাহ বিশ্ববিদ্যালয়ে আবেদনের লাস্ট ডেট

স্কলারশিপের সুযোগ সুবিধা সমূহ:

১। অনার্সে বা ভাষা কোর্সে প্রতি মাসে ৮৫০ রিয়াল বৃত্তি। মাস্টার্সে বিশ্ববিদ্যালয় ভেদে ১৫০০ থেকে ১৯০০ রিয়াল আর পিএইচডিতে ২০০০ থেকে ৪০০০ রিয়াল।
২। উচ্চ মানসম্পন্ন ফ্রি আবাসন ব্যবস্থা।
৩। ডরমেটরিতে উচ্চ মানসম্পন্ন ফ্রি খাবার।
৪। টিউশন ফি ও পরীক্ষার ফি মওকুফ।
৫। প্রতি বছর ছুটি কাটাতে দেশে আসার জন্য আবডাউন ফ্রি বিমান টিকেট।
৬। বিশ্ববিদ্যালয়ের খরচে হজ্জ করা।
৭। পরীক্ষায় ভালো ফলাফল করলে অতিরিক্ত সুযোগ সুবিধা।
৮। বিবাহিত হলে সস্ত্রীক বসবাসের জন্য ফ্লাট। (মাস্টার্সে প্রযোজ্য)
৯। বিনামূল্যে অতিরিক্ত বিভিন্ন কোর্সে অংশগ্রহণের সুযোগ।

অনার্সে বা ভাষা কোর্সে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ:

১। HSC / আলিম সার্টিফিকেট।
২। HSC / আলিম মার্কশিট।
৩। প্রশংসা পত্র।
৪। জাতীয় পরিচয় পত্র। না থাকলে জাতীয়তা সনদপত্র।
৫। জন্ম সনদ
৬। ২ কপি তাযকিয়া
৭। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
৮। দাখিল / SSC সার্টিফিকেট।
৯। হাফেজ হলে হিফজের সার্টিফিকেট।
১০। এক্ট্রা কারিকুলাম এক্টিভিটিজ থাকলে এগুলোর সার্টিফিকেট বা প্রমাণপত্র।
১১। পাসপোর্ট
১২। পুলিশ ক্লিয়ারেন্স (ভিসা পাওয়ার জন্য)

উপরোক্ত কাগজগুলো আরবী ভাষায় অনুবাদ করে নোটারি করতে হবে। একাডেমিক সার্টিফিকেট গুলো সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড থেকে সত্যায়িত করে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। আবেদন গ্রহণ হলে সৌদি এম্বাসি থেকে ও সত্যায়িত করতে হবে। বাকি কাগজগুলো ইসলামিক ফাউন্ডেশন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।

সার্বিক সহোযোগিতা, অনুবাদ, নোটারী, সত্যায়ন, পরামর্শ ইত্যাদির জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

Md Alamgir Hossain
Managing Director
Mon's International
+8801719660403
[email protected]

20/10/2017

Professional Training : Beijing, China 🇨🇳

Hot Line number🤳🤳📞 +8801719660403

আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়ুন, দেশ ও জাতিকে বেকার মুক্ত করুন। চায়নাতে এই প্রথম বাংলাদেশিদের জন্য ৪ বছর মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা কোর্সে ফুল স্কলারসীপ সহ চাকুরীর বিশাল সুযোগ। কোর্স চলাকালীন সময়ে প্রথম মাস থেকেই চাকুরীতে নিয়োগ।
থাকা-খাওয়াসহ মাসিক ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয়ের সুযোগ। কোর্স সমাপ্তির পর চায়না সরকার কর্তৃক সনদপত্র প্রদান এবং পরবর্তীতে চায়না, বাংলাদেশসহ বিভিন্ন দেশে গার্মেন্টস কোম্পানিতে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ।

ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
চায়নাতে নিজেস্ব প্রতিনিধির মাধ্যমে পরিচালনা ও সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

✅✅ বি:দ্র: আমরা ভিসার পূর্বে কোন টাকা নেই না।
✅✅এই অফার সীমিত সময়ের জন্য।

কোর্সের নামঃ ফ্যাশন ডিজাইন এ্যান্ড ম্যানুফেকচারিং।
মেয়াদঃ ৪ বছর।
যোগ্যতাঃ নূন্যতম এইচ এস সি পাস।
বয়স : ১৮ থেকে ৩৫ বছর ।
কর্মস্থলঃ বেইজিং, চায়না।

️✴️ বাংলাদেশের একমাত্র অনুমোদিত প্রতিনিধি ✴️

আবেদন করতে যা যা প্রয়োজনঃ
👉পাসপোর্ট।
👉HSC/Diploma সার্টিফিকেট ও মার্কশিট।
👉NID/Birth Certificate।
👉চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি।

আমাদের সেবা সমূহঃ
👉 ১০০% কাজের নিশ্চয়তা দিচ্ছি।
👉 মেডিকেল চেকআপে সহায়তা।
👉 কমপ্লিট ভিসা প্রসেসিং ভিসা পাবার নিশ্চয়তা ১০০%।
👉 এয়ার টিকিট।
👉 এয়ারপোর্ট পিক আপ।
👉 থাকা-খাওয়ার সহায়তা ।
👉 প্রি ডিপারচার ট্রেনিং দেয়া হয় ফ্রি অব চার্জ।
তাই আর দেরি না করে এখনই আপনার পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশীট নিয়ে আমাদের অফিসে চলে আসুন কারন আমরা ভিসার পূর্বে কোন টাকা নেই না।

এছাড়াও সারাদেশ থেকে কমিশন ভিত্তিক Agent হয়ে কাজ করতে আগ্রহীরা যোগাযোগ করুন +8801719660403

ভর্তির তথ্য জানতে বা ভর্তি হতে যোগাযোগ করুন সকাল ১০:৩০ টা থেকে বিকাল ০৫:৩০ টা।

🌍MON'S INTERNATIONAL

CORPORATE OFFICE
PHONE: +8801719660403
Address: Samrat Plaza, (1st Floor) Polashpole, Satkhira, Bangladesh.

KHULNA OFFICE
Address: 48, Imam Uddin Complex ( 4rd Floor )
Khan Jahan Ali Road, Royal Moor, Khulna, Bangladesh.

DHAKA OFFICE
Address: 521, Alpona Plaza (5th Floor)
51, New Elephant Road (Science Lab Moor),
Dhaka-1205, Bangladesh.

MALAYSIA ASSOCIATE OFFICE
Address: Jalan2/3, C2/35B, Damansara Dhamai, 47830, Petaling Jaya, Selongar, Malaysia.

07/10/2017

🇲🇾🇲🇾 মালয়েশিয়া 🇲🇾🇲🇾

►কাজের স্থানঃ গার্মেন্টস।
📐 ভিসার দামঃ 185,000 টাকা।

📐জি টু জি ভিসা ( কলিং ভিসা )।
📐প্রসেসিং টাইমঃ 60 দিন।

📐যারা কাজ জানেনা তাদের ফ্রি ট্রেনিং এর মাধ্যমে কাজ শেখানো হবে।

►বেসিক বেতনঃ ১,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত+ওভারটাইম (প্রাথমিক পর্যায়ে ওভারটাইম-সহ প্রতি মাসে ১,৬০০ রিঙ্গিত আয়ের সুযোগ রয়েছে)।

►ওভারটাইমঃ সাধারন দিন বেসিক-এর দেড় গুণ।
►বাসস্থান+যাতায়াতঃ কোম্পানি।
►ডিউটি আওয়ারঃ ৮ ঘণ্টা (সপ্তাহে ৬ দিন)।
►জব কনট্রাক্টঃ (১০) বছর (রিনিউএবল)।
►ভিসা রিনিউ-এর খরচ কোম্পানি বহন করবে।
►ভিসা প্রসেসিং এর সময়ঃ মাত্র ৪৫ দিন।
►বয়সঃ ১৮ থেকে ৪০ বছর।
►অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই।

📐পেমেন্ট সিস্টেমঃ
★মেডিকেল ফিট হবার পর ৫০,০০০ টাকা।
★ কলিং পেপার আসার পর ১০০,০০০টাকা।
★বাকি টাকা ম্যানপাওয়ার হবার পর, ফ্লাইট এর আগে।

✪প্রয়োজনীয় ডকুমেন্টঃ
🔅পাসপোর্ট
🔅পাসপোর্ট সাইজ ৬ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
🔅নমিনীর ছবি ৪ কপি পাসপোর্ট সাইজ
🔅জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
🔅নমিনীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

CORPORATE OFFICE
Mon's International
Samrat Plaza (1st Floor)
Polashpole, Satkhira, Bangladesh
Cell: +8801719660403
Mail: [email protected]

05/10/2017

তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলেই তোমার অর্ধেক কাজ হয়ে যায়।

থিওডোর রুজভেল্ট

02/10/2017

ঢাকা থেকে ট্রেনে কোলকাতা ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় ......।।

১। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে প্রতি শুক্র, শনি, রবি ও বুধবার সকাল ৮:১৫ তে। এবং চিতপুরের কলকাতা ষ্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬:৪৫ সময়ে।
কমলাপুর কিংবা চট্টগ্রাম রেলস্টেশনে মৈত্রীর কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত অগ্রিম টিকেট সংগ্রহ করা যাবে যাত্রার ২৯ দিন আগে থেকে। যে কেউ চারটি করে টিকেট কিনতে পারবেন। এমনকি রিটার্ন টিকেট কাটা যায় কমলাপুর থেকে যাত্রার চারদিন আগে পর্যন্ত। প্রত্যেক টিকেটের জন্য পাসপোর্টের মূলকপি দেখাতে হবে অবশ্যই.. কোনো ফটোকপি গ্রহনযোগ্য নয়। আর ভিসা না থাকলেও টিকেট দেয় কাউন্টার থেকে.. তবে খেয়াল রাখবেন, ভিসা আবেদন যেদিন করবেন তার ১০ কর্মদিবস পরের যাত্রার টিকেট করবেন, কারন ভারতীয় ভিসা পেতে ৭ কর্মদিবস সময় লাগে হাতে ৩ দিন থাকা ভালো । এসি চেয়ার বা এসি স্লিপার যেটাতে যেতে ইচ্ছুক সেটার টিকিট সংগ্রহ করবেন। 'চেয়ার' ও স্লিপারের 'সিট' প্রতি ভাড়া যথাক্রমে ১৬৩৩ ও ২৩৮৬ টাকা (ট্রাভেল ট্যাক্স সহ)। ৫ বছর পর্যন্ত বয়সী বাচ্চার ভাড়া হাফ।
২। ভারতে ভ্রমণের জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে কমপক্ষে ২০০ থেকে সর্বোচ্চ ৫০০০ ডলারের এনডোরসমেন্ট করাতে হবে। যা আপনার পাসপোর্টের পিছনের পাতায় উল্লেখ থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই ডলার আপনার বৈধ। কিন্তু আপনার কিছু বিশেষ দরকারে আলাদাভাবে কিছু বাংলা টাকা ও রুপি সাথে নিতে হবে। অল্প যেমন ৫০০/-টাকা ও ২০০-৩০০ রুপি।(রুপি আপনার দরকার হবে রেলস্টেশন থেকে হোটেলে যাওয়ার জন্য। এনডোর্সড ডলারের অতিরিক্ত টাকা, রুপি বা ডলার নিতে চাইলে তা নিরাপদ নয় কারণ তা মানি লন্ডারিং আইনের আওতায় পরে।
৩। নির্দিষ্ট সময়ের ১ ঘন্টাপূর্বে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে চলে আসবেন। আসার পর ইমিগ্রেশনের জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এখান থেকেই আপনার পরীক্ষা শুরু। ভয় পাবেন না, স্মার্টলি প্রশ্নের উত্তর দিবেন। জড়তা দেখাবেন না। যেসব প্রশ্ন করতে পারে, যেমন-আপনি কি এনডোর্সড ডলারের বেশী এনেছেন?, সাথে টাকা বা রুপি আছে , যদি বলে একদমই কিছুই আনেননি!! উত্তর- চা-নাস্তা খাওয়ার জন্য ২০০-৩০০/- আছে।। ইমিগ্রেশন শেষ করার পর আপনার নির্ধারিত কোচে উঠে আসনে বসে পড়ুন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ এর মধ্যেই চেকার আসবে আপনার টিকিট ও পাসপোর্ট চেক করার জন্য! তাই টিকিট ও পাসপোর্ট সযত্নে রাখুন। পাসপোর্ট সযত্নে রাখবেন, কারন এটা আপনার ভ্রমণের ছাড়পত্র। ট্রেনে খাবার সংগ্রহ করা যাবে ক্যাটারারদের থেকে নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে।
৪। ভারতে প্রবেশ করার পূর্বে বাংলাদেশের চেকপয়েন্ট দর্শনা রেলস্টেশনে ইমিগ্রেশনের শেষ কিছু ফর্মালিটিস পালন করতে হবে। দর্শনায় ট্রেন থামার পর ট্রেন থেকে নেমে লাইনে দাঁড়িয়ে যান। সাথে টিকিট ও পাসর্পোট নিতে ভুলবেন না। এখানে মূলত এনডোরসমেন্ট এর বিষয়ে কড়াকড়ি ভাবে দেখা হয়। যেমন এনডোরসমেন্ট এর তারিখ ভ্রমণের তারিখের তিন মাসের উর্ধ্বে যেন না যায়। (যদিও নিয়ম রয়েছে সর্বোচ্চ একক বছরের তবু) তিন মাসের বেশী হলে ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞাসাবাদে পড়তে হতে পারে। আর এছাড়া ইমিগ্রেশন নিয়ে ঝামেলা হবার কিছু নাই।
৫। দর্শনায় ইমিগ্রেশন শেষে ট্রেনে উঠে পড়ুন। এরপর ট্রেন গেদেতে মানে ইন্ডিয়ায় প্রবেশ করবে। গেদেতেও একইভাবে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে। ক্যান্টনমেন্ট থেকে যে ফর্মটি দিয়েছিল, তা আপনার পাসর্পোট দেখে ফিলাপ করুন। ফর্মে মূলত আপনি কোথায় থাকবেন তার নাম ও ঠিকানাটা শুধু উল্লেখ করতে হয়.. বুকিং এর কোনো কাগজ দেখাতে হবে না আর যদি থাকে দেকতে চাইলে দেখাতে পারেন।
ব্যাগ স্ক্যানিং করার পূর্বে একটি লাল কাগজ দিবে, সেটি পূরণ করে ইমিগ্রেশনে জমা দিতে হবে। ইমিগ্রেশনের শেষ ধাপ হল ছবি তোলা, এটা সবার জন্য বাধ্যতামূলক। এরপর ট্রেনে উঠে যান। গেদেতেও মানি এক্সচেঞ্জ পাবেন, এখান থেকেও ডলার ভাংগাতে পারেন, তবে এখান থেকে না ভাংগানোই ভালো, মূল্য ভালো পাবেন না।। তাই একবারে নিউমার্কেট এলাকায় গিয়ে টাকা ভাংগানো ভালো।
৬। গেদে থেকে এবার ট্রেন কোলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পৌছাতে ২:৩০-৩:০০ ঘন্টা সময় লাগবে। কলিকাতা টার্মিনালে পৌছার পর, স্টেশন থেকে বের হয়েই স্টেশনের সামনে Pre-paid taxi station পাবেন। এটা মূলত কলিকাতা পুলিশ নিয়ন্ত্রণ করে। এখান থেকে আপনি যেকোনো জায়গায় যেতে পারবেন। এরা আপনার থেকে ন্যায্য ভাড়া রাখবে। বাইরের ট্যাক্সিওয়ালা থেকে অনেক কমে।
৭। হোটেলের জন্য নিউমার্কেট এর আশেপাশে অনেক ভালো হোটেল আছে, যাচাই করে নিবেন। ৫০০ রুপি থেকে শুরু। মির্জা গালিব স্ট্রিট, পার্ক স্ট্রিট, সরদার স্ট্রিট, মারকুইজ স্ট্রিট এ ভালো মানের হোটেল ও গেস্টহাউজ পাবেন। হোটেল ঠিক হলে হোটেল কতৃপক্ষ আপনার পাসপোর্টের ফটোকপি বা স্কেনিং করে রাখবে, ফর্মালিটিস হিসাবে। পরে তা আবার ফিরিয়ে দিবে। ভারতের হোটেলের চেক ইন ১১:০০am থেকে পরেরদিন চেক আউট ১১:০০am হলেও নিউমার্কেট এলাকার বেশীরভাগ হোটেলে তা ২:০০pm আর মুকুন্দপুর এলাকায় ৯:০০am। তাই রুমের চাবি নেয়ার পর বিষয়টি জিজ্ঞেস করে নিবেন।
যেহেতু যেতে যেতে রাত হবে তাই মারকুইজ স্ট্রিট এর আশেপাশে কস্তুরি, খালেক হোটেল, রাঁধুনি বা প্রিন্স এ রাতের খাবার সেরে নিবেন। খাওয়া শেষে হোটেলে ফিরে ঘুম দিবেন, সকালে উঠে নাস্তা পর্ব সেরে ডলার ভাংগাতে মার্ককুইজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, লিন্ডে স্ট্রিট এ ডলার ভাংগানোর অনেক মানি এক্সচেঞ্জ পাবেন, কয়েকটা যাচাই করে নিবেন। আর অবশ্যই ডলার ভাংগানোর মানি রিসিপ্ট নিয়ে নিবেন। এর জন্য পাসর্পোট ও মানি রিসিপ্ট এর জন্য সার্ভিস চার্জ ৪০-৫০/- দিতে হবে। এই মানি রিসিপ্ট সযত্নে রাখবেন, কারন দেশে আসার সময় অবশ্যই প্রয়োজন।
৮। ভারতীয় রুপি নেওয়ার সময় ২০০০/ ও ৫০০/ রুপির নোট ভালো করে দেখা নিবেন। ২০০০/ ও ৫০০/ নোটে কনো দাগ বা লিখা থাকলে তা বাতিল বলে গন্য হবে। ডলার ভাংগানোর পর সিম ক্রয় করে নিবেন। SD, ISD ও 2GB net সহ সিম ৩৮০-৪০০/- পরবে। ইন্টারনেট চালু হবার পরে অবশ্যই OlaCabs নামে একটা Apps আছে ডাউনলোড করে নিতে পারেন এতে আপনি অল্প খরজে A.C গাড়িতে আপনার প্রয়োজন মিটাতে পারবেন ।
৯। কলিকাতা ভ্রমণের সাথে সাথে ফিরতি ট্রেনের টিকিট কাটতে ভুলে যাবেন না। ফিরতি টিকিট পাবেন ফেয়ারলি প্লেস, দাম পরবে ৭৯৫ রুপি। টিকেট সংগ্রহের পর চলে যাবেন হাওড়া ব্রীজ দেখতে।
১০। শপিং করতে চান ঠিক আছে, কিন্তু বিশেষ পরামর্শ হলো ঘুরে ঘুরে বাজার করুন। বিভিন্ন মল, দক্ষিণাপণ, তাঁতের শাড়ির জন্য ঠনঠনিয়া, ইত্যাদি। আর, সব টাকা শেষ করবেন না। ১০০০-১২০০ রুপি রাখতে হবে স্টেশনে যাওয়া ও দেশে আসার সময়।
১১। সব দেশেই ভালো-মন্দ আছে, তাই কোন কিছু জানার বা বুঝার থাকলে লোকাল বা পুলিশকে জিজ্ঞাসা করেন। ৩ জনকে জিজ্ঞেস করলে একজন কথা বলবে। নিরাশ হবেন না বা তাদের উপর বিরক্ত হবেন না।
১২। মেয়েদের সম্মান করুন, খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন।
১৩। আপনি ঘুরতে গেছেন, তাই এখানে হিসাব করে চলবেন, কলিকাতায় প্রচুর দালাল রয়েছে, তাই এদের থেকে সাবধান।
১৪। যাবার পালা- ব্যাগ গুছিয়ে নিন, নির্দিষ্ট সময়ের ১ ঘন্টা পূর্বে ষ্টেশন পৌঁছান। লাইনে দাঁড়িয়ে আগের মতই সব ফর্মালিটিস পালন করুন। তেমনি কোনো প্রব্লেম এ পড়লে নিজ বুদ্ধিমত্তায় তা ম্যানেজ করুন।

🌎কোন কারনে আপনি কোলকাতার পথ ভুলে যান, তাহলে ভয় পাবেন না। যে কাউকে জিজ্ঞেস করে ধর্মতলা চলে আসবেন। এইখান থেকে সব জায়গার বাস পাবেন। কোলকাতা ভ্রমনে ট্যাক্সি থেকে দূরে থাকুন। পায়ে ও বাসে ভ্রমন করেন। রিয়েল মজা এখানে। ট্যাক্সি ভাড়া ৩০০ টাকা হলে বাস ১০ টাকা।

Mon's International
+8801719660403

Address

Samrat Plaza
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Mon's International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mon's International:

Share

Category

Nearby travel agencies