Z-Tours & Travel

Z-Tours & Travel People travel for short-term to other places from their normal place of residence and during these t

✔️ইন্ডিয়ান ভিসা নিয়ে যত প্রশ্ন ! যাদের ডিসেম্বর এবং জানুয়ারীতে ট্রিপ প্লান রয়েছে তারা ভিসার কাজ শুরু করতে পারেন।। ✔️ ইন্...
15/11/2023

✔️ইন্ডিয়ান ভিসা নিয়ে যত প্রশ্ন !
যাদের ডিসেম্বর এবং জানুয়ারীতে ট্রিপ প্লান রয়েছে তারা ভিসার কাজ শুরু করতে পারেন।।
✔️ ইন্ডিয়ান ভিসা নিয়ে যত প্রশ্নঃ-
প্রশ্নঃ ইন্ডিয়ান ভিসা করার জন্য পূর্ব শর্ত কি?
উত্তরঃ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৬ মাস থাকতে হবে।
প্রশ্নঃ ইন্ডিয়া কি কি ভিসা প্রদান করে?
উত্তরঃ ১) বিজনেস/ ব্যবসায়িক ভিসা ২) দীর্ঘমেয়াদী সফর ভিসা ৩) ট্রানজিট একক প্রবেশাধিকার ভিসা ৪) ট্রানজিট দ্বি-প্রবেশাধিকার ভিসা ৫) মেডিকেল/মেডিকেল এটেনডেন্ট ভিসা ৬) স্টুডেন্ট/শিক্ষার্থী ভিসা ৭) রিসার্চ/ গবেষণা ভিসা ৮) কনফারেন্স/ সম্মেলন ভিসা ৯) এমপ্লয়মেন্ট/ কর্মসংস্থান ভিসা ১০) ট্রেইনিং/ প্রশিক্ষণ ভিসা।
প্রশ্নঃ ভিসার আবেদন করার আগে আমাকে কি কি কাজ সেরে রাখা ভাল?
উত্তরঃ ১) রঙ্গিন পোশাকে সাদা ব্যাকগ্রাউন্ডে ২X২ সাইজের ছবি তুলবেন। ছবির সফট কপি এবং হার্ড কপি নিবেন।
২) ব্যাংক স্ট্যাট্মেন্ট বা ডলার এন্ডরসমেন্ট করে নিবেন। ব্যাংক স্ট্যাট্মেন্ট গত ৬ মাস থেকে ঐদিন পর্যন্ত নিবেন। ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার থাকতে হবে। আর যদি ডলার এন্ডরসমেন্ট করেন তাহলে মিনিমাম ১৫০ ডলার এন্ডরস করতে হবে। তবে বেশি করা ভাল।
প্রশ্নঃ অনলাইনে আবেদন করতে হয় কিভাবে?
উত্তরঃ https://indianvisa-bangladesh.nic.in/visa/ এই সাইটে গিয়ে এপ্লাই অনলাইনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
প্রশ্নঃ অনলাইনে আবদেন সাবমিট করার পর আমাকে কি করতে হবে? ই-টোকেন/এপয়েনমেন্ট লাগবে?
উত্তরঃ সর্বশেষ খবর অনুযায়ী ঢাকায় ভিসা সেন্টারে এখন ২ দিনের ভেতর এপয়েনমেন্ট পাওয়া যাচ্ছে।। কাজেই এখন নিজের ভিসা খুব সহজে নিজে নিজেই করা যায়।
নোটঃ ঢাকায় শুধু যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টারে মেডিকেল ভিসা জমা দেওয়া যাবে।
প্রশ্নঃ ভিসা জমা দেওয়ার দিন আমাকে কি কি কাগজ নিয়ে যেতে হবে বা করতে হবে ?
উত্তরঃ
১) ভিসা আবেদন পত্রের প্রিন্ট।
২) ভিসা আবেদনে ছবি লাগানো এবং ২টা স্বাক্ষর করা পাসপোর্টের মত।
৩) জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি। যেটা দিয়ে পাসপোর্ট করেছেন সেটাই দিবেন।
৪) ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডরসমেন্ট/ক্রেডিট কার্ড/ট্র্যাভেল কার্ড।
৫) ট্রেড লাইসেন্স/এন ও সি/ স্টুডেন্ট আইডি কার্ডের কপি।
৬) আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি।
৭) ফ্যামিলি ভিসার ক্ষেত্রে (বাবা/মা, ভাই/বোন অবিবাহিত, স্বামী/স্ত্রী, ছেলে/মেয়ে) যিনি পাসপোর্ট জমা দিতে আসবে তার পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৮) পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।
প্রশ্নঃ ভিসা ফী কত এবং কিভাবে জমা দিবো?
উত্তরঃ সকল ভিসা সেন্টারের ফী এখন থেকে ৮০০ টাকা করা হয়েছে।
পেমেন্টঃ
আপনি আপনার যে কোন বিকাশ, মোবাইল ব্যাংকিং একাউন্ট এবং কিছু ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টারকারড দিয়ে পেমেন্ট করতে পারবেন অনলাইনে।
অনলাইনে পেমেন্ট করতে এখানে যাবেনঃ https://payment.ivacbd.com/
ভিসা জমা দেওয়ার আগের দিন বা যাওয়ার দিন টাকা জমা দিয়ে যাবেন অনলাইনে। টাকা জমা দেওয়া হয়ে গেলে মোবাইলে একটি ম্যাসেজ পাবেন।
প্রশ্নঃ ভিসা সেন্টারে কি আমার কোন ভাইভা নিবে?
উত্তরঃ না। সকাল সকাল ভিসা সেন্টারে চলে যাবেন। গেলেই বাকি প্রসেস বুঝে যাবেন।
প্রশ্নঃ কতদিন লাগবে ভিসা পেতে?
উত্তরঃ নরমালি ৭ কর্ম দিবসের মধ্যে পেয়ে যাবেন। আবেদন জমা দেওয়ার পর একটা রিসিট দিবে সেখানে আপনার পাসপোর্ট কালেকশনের ডেট লেখা থাকবে।
প্রশ্নঃ আবেদন জমা দেওয়ার পর কি আমি জানতে পারবো কোনভাবে যে আমার ভিসা হয়েছে কিনা বা কি পর্যায়ে আছে আবেদন?
উত্তরঃ ভিসা হয়েছে কিনা সেটা পাসপোর্ট না পাওয়া পর্যন্ত বুঝা যাবে না। তবে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেনঃ http://ivacbd-etoken.com/
প্রশ্নঃ কোন পোর্ট দিয়ে গেলে আমার জন্য ভাল হবে?
উত্তরঃ বুড়িমারী অথবা ডাউকি পোর্ট দিলে লাভ বেশি। বাকি আগরতলা, বেনাপল বাইরেল গেদে এবং বাই এয়ার এমনি পেয়ে যাবেন।যাস্ট খেয়াল রাখবেন যেই পোর্ট ফর্মে উল্লেখ করবেন সেই পোর্ট দিয়েই ব্যাক হবে এবং সেই ডিরেকশনে হোটেল এড্রেস দিবেন। ডাউকি পোর্ট হলে শিলং এর হোটেল! বুড়িমারী হলে দার্জেলিং, শিলিগুড়ি অথবা গ্যাংটকের হোটেল দিতে পারেন।
প্রশ্নঃ বাংলা কত টাকা নিয়ে যেতে পারবো এবং আনতে পারবো?
উত্তরঃ লিগালি ১০ হাজার টাকা নিয়ে যেতে এবং আনতে পারবেন।
প্রশ্নঃ রুপি নিতে পারবো?
উত্তরঃ লিগালি রুপি নেওয়া যাবেনা এন্ড্রসমেন্ট ছাড়া।
প্রশ্নঃ ডি.এস.এল.আর নিলে কোন ঝামেলা হবে?
উত্তরঃ না। চাইলে বর্ডার থেকে ডি.এস.এল.আর পাসপোর্টে এন্ডরস করে নিতে পারবেন।
প্রশ্নঃ কত ডলার পর্যন্ত নিতে পারবো?
উত্তরঃ ভারতে ১২০০০ ডলার পর্যন্ত নিতে পারবেন ১ কেলেন্ডার ইয়ারে।
প্রশ্নঃ মেডিকেল ভিসার জন্য কি কি কাগজ লাগবে?
উত্তরঃ
১.পূরণকৃত ফর্মের প্রিন্ট ।
২.ন্যাশানাল আইডি কার্ড বা জন্ম সনদের কপি।
৩.বর্তমান ঠিকানার ৬ মাসের মধ্যের বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের কপি।
৪. ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা বাণিজ্যিক ব্যাংক হতে ডলার এনডোরসমেন্ট।
৫.ইন্ডিয়ান ডাক্তারের এপোয়েন্টমেন্ট।
৬.বাংলাদেশ ডাক্তারের রেফার লেটার।
৭.সদ্য ৬ মাসের মধ্যে মেডিকেলের কাগজপত্র ফটোকপি।
৮.পাসপোর্ট এর ফটোকপি।
*সকল পুরাতন পাসপোর্ট ও মেডিকেলের মুলকাগজপত্র অবশ্যই সাথে আনতে হবে।
মুল লেখাঃ সাইফুল ইসলাম সুমন।
নতুন কিছু বিষয় সংশোধন করে পোস্ট করা হইলো।
নোটঃ আমাদের আপকামিং ইন্ডিয়া ট্রিপ মেঘালয়,কলকাতা, আন্দামান, কাশ্মীর,সিক্কিম এবং মানালি রয়েছে।
ভিসার আবেদনের জন্য কল করুন ……
+8801842-481839.

NEW JOB'S IN SAUDIA ARABIA 2023.Jobs are:1.Cleaners3.Security4.Drivers5.House maids6.Hypermarket attendantsInbox for app...
15/11/2023

NEW JOB'S IN SAUDIA ARABIA 2023.
Jobs are:
1.Cleaners
3.Security
4.Drivers
5.House maids
6.Hypermarket attendants
Inbox for applications via WhatsApp number+8801842-481839

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্র...
17/10/2023

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্রবেশ করা যায়। এজন্য বিমানবন্দর থেকে ২ নাম্বার টার্মিনাল দিয়ে বের হবেন।

যাদের সঙ্গে কার্টন, অতিরিক্ত লাগেজ থাকবে তারা বিমানবন্দরের ট্রলিতে মালামাল নিয়ে ২ নাম্বার গেট দিয়ে বের হয়ে সহজে বহুতল কার পার্কিং ভবনে গাড়ি পর্যন্ত যেতে পারবেন। ফলে আপনাকে রিসিভ করতে আসা গাড়ি টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে বহুতল কার পার্কিং ভবনে রাখতে বলুন আপনার স্বজনদের।

বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হবার সময় বহুতল কার পার্কিং ভবনের যাবার নির্দেশনা অনুসরণ করুন।

এছাড়া, ক্যানোপি থেকেও আপনি গাড়িতে উঠতে পারবেন। তবে ভারি মালামাল থাকলে এবং ক্যানোপিতে অপেক্ষা করতে না চাইলে বহুতল কার পার্কিং ব্যবহার করুন।

27/09/2023
ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু কম খরচে কিভাবে বিমান টিকেট করবেন বুঝতে পারছেন না? সবচেয়ে কম রেটে ডোমেস্টিক ও ইন্টা...
27/09/2023

ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু কম খরচে কিভাবে বিমান টিকেট করবেন বুঝতে পারছেন না?
সবচেয়ে কম রেটে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বিমান টিকেট পাচ্ছেন আমাদের কাছেই। তাই দেরি না করে এখনেই বুকিং করে ফেলুন আপনার টিকেটটি।
এছাড়া ভিসা প্রসেসিং ও ট্যুর প্যাকেজ সংক্রান্ত সকল কিছুর সমাধান নিয়ে, জেড ট্যুরস & ট্রাভেল আছে আপনার পাশে। যেকোন তথ্য ও সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
যে কোন প্রয়োজনে ফোন করুনঃ
+8801841-481839
+8801842-481839
(WhatsApp Available)

+8809696-481839 (Hotline)

𝐄-𝐌𝐚𝐢𝐥: [email protected]
আমাদের উল্লেখযোগ্য সেবাসমুহ হচ্ছে:
Visa Processing
Tour Package
Air Ticket
Group/Corporate Tour
Group Visa Process
Hotel & Resort Booking.
&Travel

যে কোন ও এয়ারলাইন্সে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টিকেট সবচেয়ে কম মূল্যে বুকিং করুন Z-Tours & Travel থেকে । দেশের যেকোন প...
27/09/2023

যে কোন ও এয়ারলাইন্সে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টিকেট সবচেয়ে কম মূল্যে বুকিং করুন Z-Tours & Travel থেকে । দেশের যেকোন প্রান্ত থেকে বুকিং করতে পারবেন খুব সহজে। অনলাইন সেবাই আমরা আছি আপনার হাতের মুঠোয়!! তাই ইচ্ছেমত যখন তখন এয়ার টিকেট বুকিং করুন ।

আমাদের ফেসবুক পেজ Z-Tours & Travel- এ লাইক দিয়ে বিমান টিকেটের ডিসকাউণ্ট অফার ও ভ্রমণ বিষয়ক তথ্য আপডেট পেতে থাকুন। ..................................................
যে কোন প্রয়োজনে ফোন করুনঃ
+8801842-481839
+8801841-481839
(WhatsApp Available)

+8809696-481839 (Hotline)

𝐄-𝐌𝐚𝐢𝐥: [email protected]
FB:- https://www.facebook.com/ZTravelBD/
𝐀 𝐑𝐞𝐥𝐢𝐚𝐛𝐥𝐞 & 𝐓𝐫𝐮𝐬𝐭𝐞𝐝 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐀𝐠𝐞𝐧𝐜𝐲......
Z-Tours & Travel is a top-tier travel agency that specializes in providing services for Visa processing & Air Tickets.
আমরা আছি আপনার সেবায় ২৪ ঘণ্টা ৩৬৫ দিন ।



Pls call for details-01886090202
27/08/2022

Pls call for details-01886090202

pls call for details-01886090202
27/08/2022

pls call for details-01886090202

ই পাসপোর্ট করতে কল করুন- 01886-090202
26/08/2022

ই পাসপোর্ট করতে কল করুন- 01886-090202

26/08/2022

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:
Last updated: 14 মার্চ 2022

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।

তথ্য সূত্রঃ
বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৩৪

26/08/2022

পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২২
৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি:

ডেলিভারি

৫ বছর মেয়াদি ৪৮ পাতা ই পাসপোর্ট ফি

৫ বছর মেয়াদি ৬৪ পাতা ই পাসপোর্ট ফি

রেগুলার

4,025 টাকা

6,325 টাকা

এক্সপ্রেস/জরুরী

6,325 টাকা

8,625 টাকা

সুপার এক্সপ্রেস

8,625 টাকা

12,075 টাকা

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি:

ডেলিভারি

১০ বছর মেয়াদি ৪৮ পাতা ই পাসপোর্ট ফি

১০ বছর মেয়াদি ৬৪ পাতা ই পাসপোর্ট ফি

রেগুলার

5,750 টাকা

8,050 টাকা

এক্সপ্রেস/জরুরী

8,050 টাকা

10,350 টাকা

সুপার এক্সপ্রেস

10,350 টাকা

13,800 টাকা

21/08/2022

Address

Satkhira
9413

Alerts

Be the first to know and let us send you an email when Z-Tours & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z-Tours & Travel:

Share

Category