04/10/2023
💥মাত্র ৮৯৯/- টাকায় ভোলাগঞ্জ সাদা পাথর,রাতারগুল সোয়াম্প ফরেস্ট, চা-বাগান, ও শাহজালাল (রহঃ) মাজার জিয়ারত ♥
TEAM: Savar tour Lover ~ STL ]✅ এর সাথে
💢ট্যুর হোস্ট যোগাযোগ-☎️01716356822
♐গ্রুপ লিংক:- https://facebook.com/groups/savartourlover/
➡️গন্তব্যঃ - ভোলাগঞ্জ সাদা পাথর,রাতারগুল সোয়াম্প ফরেস্ট,চা-বাগান, শাহজালাল রহঃ মাজার জিয়ারত [ মাত্র ৮৯৯/-টাকায় ]
: ০১৭১৬৩৫৬৮২২
#ট্যুর_ডিটেইলঃ
* যাত্রার তারিখঃ ১৯ ই অক্টোবর বৃহস্পতিবার রাত ১০.৩০টা ( সাভার থেকে ) 🕜
*ফেরার তারিখঃ ২০ অক্টোবর শুক্রবার রাত ১১টা (সিলেট থেকে)
(ইনশাআল্লাহ ২১ অক্টোবর শনিবার সকালের মধ্যে ঢাকায় থাকবো )
________________________________________________
❑ ভ্রমণ খরচঃ
৮৯৯/- টাকা প্রতি জন। ( নন এসি বাস)
________________________________________________
❑ ভ্রমণের স্থান সমুহঃ 🔴
◙সাদা পাথর ভোলাগঞ্জ 🗻 রাতারগুল 🏞 চা-বাগান 🗻 শাহজালাল রহঃ মাজার জিয়ারত 🏞
________________________________________________
🔵 ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
০
১৯ অক্টোবর (বৃহস্পতিবার): রাতের বাসে ঢাকা থেকে সিলেট যাত্রা!
- ২০ অক্টোবর (শুক্রবার): সকালে সিলেট নেমে যত দ্রুত সম্ভব নাস্তা করে চলে যাবো চা-বাগানে, এরপর শুরু হবে আমাদের ঘুরাঘুরি,ফটোসেশন । তারপর, চলে যাবো রাতারগুল সোয়াম্প ফরেস্ট এ,নৌকা করে ঘুরে বেড়াবো সোয়াম্প ফরেস্ট, তারপর চলে যাবো, ভোলাগঞ্জ সাদা পাথর, দুপুর এর লাঞ্চ করে চলে যাবো ট্রলার করে সাদা পাথর এ🗻)দেখবো মেঘালয় থেকে আসা পাহাড়ি ডল। সবাই শুরু করবো হৈ হুল্লুর,গোসল। সন্ধে অবদি সময় দিয়ে ট্রলার করে চলে আসবো ঘাটে,মাঠে বসে শুরু হবে আমাদের গানের আসর।সবাই মেতে উঠবো গানের আড্ডায়।তারপর চলে আসবো সিলেট শহরে। সবাই মাজার জিয়ারত করবো, যার যার মতো করে মাজার ঘুরে বেড়াবো। ডিনার করে রাতের বাসে উঠে যাবো।🔴
২১ অক্টোবর ( শনিবার): খুব সকালে ঢাকা থাকবো ইনশা-আল্লাহ।
________________________________________________
❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা সাপেক্ষে যাত্রার তারিখের কমপক্ষে ৪ দিন আগে পর্যন্ত বুকিং কনফার্ম করা যাবে।
❑ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়।🔴