19/08/2024
কৃষিখাতে সংস্কার ও আমার ভাবনা-১
কৃষক পরিবারের সন্তান হওয়ায় এই মুহূর্তে জানতে পেলাম আমার বাবা জমিতে দেয়ার জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেনা না বাজারে! কৃষির সাথে জড়িত কয়েকজন বন্ধু-বান্ধবও এই বিষয়ে চিন্তিত! আমন ধানের জমিতে এই এই সময়টায় সার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
উৎপাদনমূখী বড় বড় সার কারখানাগুলোকে বন্ধ করে দিয়ে আমদানিনির্ভর সার-কীটনাশক-বীজ দিয়ে দেশের কৃষি ব্যবস্থাকে পরনির্ভরশীল করে তোলা হয়েছে গত দের দশক ধরে। দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার কারণে এখন আমদানি করে আনার মতো তহবিলও অবশিষ্ট রেখে যায়নি পতিত সরকার! এই অবস্থায় শুধু কৃষিখাতই নয়, কয়েকদিন পর এর প্রভাব বিদ্যুতের ওপরেও পরতে পারে বলে আশংকা অনেক বিশেষজ্ঞের। পরেরবার ইরি মৌসুমে এর প্রভাব আরো ভালোভাবে বোঝা যাবে! সব খাতে একই অবস্থা!
নিজস্ব উৎপাদন ব্যবস্থাকে ধংস করে দিয়ে তথাকথিত উন্নয়নের নামে লুটপাটের এক মতসব সাজিয়ে বসেছিলো এক ফ্যাসিস্ট সরকার। এর প্রভাব একমাসেই শেষ হবে বলে যারা মনে করছো তারা বোকার স্বর্গে বসবাস করছো!
এর ফলাফল জাতীকে আরো ৫০ বছর ভুগতে হবে!
নতুন সরকারের কাছে প্রত্যাশা, সবার আগে কৃষি খাতে সংস্কার করুন। কৃষকের দিকে দৃষ্টি দিন। এই মুহুতে যথাযথ ব্যবস্থা নিন নিরবিচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার-কীটনাশক-বীজ সরবরাহসহ সেচ সুবিধা নিশ্চিত করার। প্রয়োজনীয় জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুতের অভাবে কৃষি জমিতে সেচ বন্ধ হয়ে যাওয়ার আশংকা থেকে কৃষকদের মুক্ত করুন!