Sishir's Travelogue

Sishir's Travelogue As-Salamu-alaikum. I am Md. Taherul Islam Sishir. I love to travel. This is Sishir's Travelogue. Traveler, Tour manager, Tour Organizer, Event Manager.
(1)

We are providing the best quality tours and travels services in affordable prices.

ওমরাহ হজ্জ প্যাকেজ ২০২৫ ইং** ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং(ওমরাহ গ্রুপ) ** সৌদি এয়ারলাইনস ** ফুল প্যাকেজ ১, ৬০,০০০ টাকা। ✈ প্য...
24/01/2025

ওমরাহ হজ্জ প্যাকেজ ২০২৫ ইং

** ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং(ওমরাহ গ্রুপ)
** সৌদি এয়ারলাইনস
** ফুল প্যাকেজ ১, ৬০,০০০ টাকা।

✈ প্যাকেজঃ ১৪ রাত/১৫ দিন।

🕋🕋 * প্যাকেজের অন্তর্ভূক্ত 😗
***

✅ রির্টান এয়ার টিকেট
(ডাইরেক্ট ফ্লাইট) সৌদি এয়ারলাইন্স
*
✈ ঢাকা টু মদিনা।
*
✈ জেদ্দা টু ঢাকা।

✅ ওমরাহ্ ই-ভিসা।

✅ হেলথ ইনস্যুরেন্স।

✅ মক্কার বাসস্থান: ৮০০-১০০০ মিটার।

✅ মদিনার বাসস্থান: ৬০০-৯০০ মিটার
(প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং)।

✅ ০৩ বেলা খাবার।

✅ সকল ট্রান্সপোর্ট (জেদ্দা-মক্কা-মদিনা)

✅ মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ(জিয়ারা, রিয়াদুল জান্নাহ)

✅ অভিজ্ঞ মোয়াল্লেম গাইড।



****
🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-

১) খাবার পানিসহ সকল ব্যক্তিগত খরচ।
২) জেদ্দা, তাইয়েফ, বদর সফর।
৩) ফ্লাইটের ১৫ দিন পূর্বে অবশ্যই টিকা দেয়া নিশ্চিত করুন।

বিঃদ্রঃ গ্রুপ টিকেট নন রিফান্ডেবল এবং নন চেঞ্জেবল! টিকা বা ভ্যাকসিন সংক্রান্ত কারণে কোনো যাত্রী ফ্লাই করতে ব্যর্থ হলে, তার দায় এজেন্সি গ্রহণ করিবে না।

#ওমরাহ

https://www.fiverr.com/s/P260RoG
20/01/2025

https://www.fiverr.com/s/P260RoG

For only $10, Tasnimislam780 will design an ideal logo for your business. | Hi there, I am TASNIM ISLAM.Welcome to my Gig.I enjoy working on innovative ideas, and I am very detail-oriented. I am new to this field, | Fiverr

রেখে দিতে পারেন, এক্টিভিটি এর খরচ সমূহ দেয়া আছে, এবং বিপদে পড়লে, সহযোগিতার জন্য ফোন নাম্বারগুলো কাজে লাগবে। * সুগন্ধা বি...
19/01/2025

রেখে দিতে পারেন, এক্টিভিটি এর খরচ সমূহ দেয়া আছে, এবং বিপদে পড়লে, সহযোগিতার জন্য ফোন নাম্বারগুলো কাজে লাগবে।

* সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তোলা ছবি।

📷 internet.

31/12/2024

আতশবাজি উৎসব।। বর্ষবরণ ২০২৫ ইং।।

নিষেধাজ্ঞা আরোপ করার পরও, চলছে।।

Last day of 2024..
31/12/2024

Last day of 2024..

With Himkuri - হিমকুঁড়ি বনবাংলো – I just got recognized as one of their top fans!
31/12/2024

With Himkuri - হিমকুঁড়ি বনবাংলো – I just got recognized as one of their top fans!

🟣ঢাকা→কক্সবাজার→সেন্টমার্টিনে ভ্রমন হউক আমাদের বাস এবং দ্রুতগামী ক্যাটামেরান জাহাজের সাথে...!✅ইনশাআল্লাহ ১৬ ডিসেম্বর থেক...
16/12/2024

🟣ঢাকা→কক্সবাজার→সেন্টমার্টিনে ভ্রমন হউক আমাদের বাস এবং দ্রুতগামী ক্যাটামেরান জাহাজের সাথে...!

✅ইনশাআল্লাহ ১৬ ডিসেম্বর থেকে আমাদের জাহাজ এম ভি গ্রীন লাইন-১ কক্সবাজার থেকে সেন্টমার্টিনে চলাচল শুরু করবে।

◾জাহাজ ভাড়া (যাওয়া এবং আসা সহ) ৪০০০/- প্রতি আসন

◾ডাবল ডেকার বাস ভাড়া (যাওয়া এবং আসা সহ) ৪০০০/- প্রতি আসন

📌কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে জাহাজ ছাড়বে সকাল ৮ঃ১৫ মিনিট

📌সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৪ টায়

(⚠️আমাদের জাহাজ প্রতিদিন একই সময়ে ছাড়বে ইনশাআল্লাহ।জোয়ার ভাটা জনিত কোনো সমস্যা হবেনা আমাদের জাহাজের জন্যে)

📞রাজারবাগঃ ০১৭৩০০৬০০৭৪
📞আরামবাগ: ০১৭৩০০৬০০২৪
📞কলাবাগানঃ ০১৭৩০০৬০০০৬
📞কক্সবাজারঃ ০১৯৭০০৬০০৮৮

📞হটলাইনঃ ১৬৫৫৭
📞কলসেন্টারঃ ০১৭৩০০৬০০৭১-৭২-৭৩ | ০১৭৩০০৬০০০৪ | ০১৯৭০০৬০০০৪

✅আমাদের যেকোনো বাস কাউন্টার থেকে আমাদের জাহাজের টিকেট পাবেন।

✅জাহাজের টিকেট ক্রয় করলেই আমরাই আপনাদেরকে ট্রাভেল পাস সরবরাহ করবো।

16/12/2024

সবকিছু ঠিক হলেও কর্তৃপক্ষের ইচ্ছাতে কক্সবাজার বা সেন্টমার্টিনের পথে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না...

উদয়ের পথে শুনি কার বাণী.. ভয় নাই ওরে ভয় নাই.!নিঃশেষে প্রাণ যে করিবে দান.. ক্ষয় নাই তার ক্ষয় নাই.!! মহান বিজয় দিবস অমর হ...
16/12/2024

উদয়ের পথে শুনি কার বাণী.. ভয় নাই ওরে ভয় নাই.!
নিঃশেষে প্রাণ যে করিবে দান.. ক্ষয় নাই তার ক্ষয় নাই.!!

মহান বিজয় দিবস অমর হোক।।
১৬ ডিসেম্বর ২০২৪ ইং।।

14/12/2024

SUNDARBAN

#সুন্দরবন #সুন্দরবন_ভ্রমণ

13/12/2024

কুয়াশাচ্ছন্ন রাতের প্রকৃতি।।

#নারায়ণগঞ্জ

With Shayari Eco Resort – I just got recognized as one of their top fans! This is not at Saint martin.. This is in Cox's...
10/12/2024

With Shayari Eco Resort – I just got recognized as one of their top fans!

This is not at Saint martin.. This is in Cox's Bazar.

সিকিম ও দার্জিলিং ভ্রমণ।। ঢাকা থেকে প্রতি বৃহস্পতিবার।।♦ ভ্রমণ এর খরচ - ⭕ ঢাকা থেকে Business Class Ac Bus এ। - জনপ্রতি ২...
18/11/2024

সিকিম ও দার্জিলিং ভ্রমণ।। ঢাকা থেকে প্রতি বৃহস্পতিবার।।

♦ ভ্রমণ এর খরচ -
⭕ ঢাকা থেকে Business Class Ac Bus এ।
- জনপ্রতি ২০,০০০ টাকা (এক রুমে ২/৩ জন)।

⭕ শিলিগুড়ি থেকে শিলিগুড়ি।
- জনপ্রতি  ১৬,০০০ টাকা (এক রুমে ২/৩ জন)।

♦ ভ্রমণের সময়কাল -
🔸 ঢাকা থেকে ৬ রাত ৫ দিন।
🔸 শিলিগুড়ি থেকে ৪ রাত ৫ দিন।

** খরচের মধ্যে অন্তর্ভূক্তঃ
_ ঢাকা থেকে শিলিগুড়ি(রির্টান AC Business Class বাস টিকেট),
_ গ্যাংটক এ ২ (দুই) রাত থাকা।
_ দার্জিলিং এ ২ (দুই) রাত থাকা।
_ প্রতিদিন ৩ বেলা খাবার (শিলিগুড়ি থেকে)।
_ রিজার্ভ গাড়িতে সাইটসিয়িং (প্রতি গাড়িতে ৭ জন),
_ গাইড সুবিধা (ছাঙ্গুলেক)।
_ কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই।
_ Guidance (Local & International both)। ..........................
** প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
_ ভিসা ফি (840 tk),
_ ট্রাভেল ট্যাক্স (1000 tk) ও বর্ডারে কোন ধরণের টিপস।
_ হাইওয়ে রেস্তোরাতে খাবার (150-350 tk)।
_ 𝙏𝙨𝙤𝙢𝙜𝙤 𝙇𝙖𝙠𝙚 (ক্যাবল কার এর টিকেট - 250 Rs)।
_ পোশাক ভাড়া যদি প্রয়োজন হয় (Boot/Jacket: around 100 Rs. per pax)।
_ দার্জিলিং ও মিরিক এ বিভিন্ন পয়েন্টের Entry fees (around 500 Rs. per pax)।
_ যেকোনো Tips & Others (up to you)।
_ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা বা ক্ষতিপূরণ।..........................
** Sightseeing Places:
_ 𝙏𝙨𝙤𝙢𝙜𝙤 𝙇𝙖𝙠𝙚
_ 𝙈𝙂 𝙈𝙖𝙧𝙜
_ 𝙇𝙖𝙢𝙖𝙝𝙖𝙩𝙩𝙖 𝙋𝙖𝙧𝙠
_ 𝙏𝙞𝙜𝙚𝙧 𝙃𝙞𝙡𝙡
_ 𝙂𝙝𝙤𝙤𝙢 𝙈𝙤𝙣𝙖𝙨𝙩𝙚𝙧𝙮
_ 𝘽𝙖𝙩𝙖𝙨𝙞𝙖 𝙇𝙤𝙤𝙥
_ 𝙍𝙤𝙘𝙠 𝙂𝙖𝙧𝙙𝙚𝙣
_ 𝙋𝙖𝙙𝙢𝙖𝙟𝙖 𝙉𝙖𝙞𝙙𝙪 𝙃𝙞𝙢𝙖𝙡𝙖𝙮𝙖𝙣 𝙕𝙤𝙤𝙡𝙤𝙜𝙞𝙘𝙖𝙡 𝙋𝙖𝙧𝙠
_ 𝙏𝙚𝙣𝙯𝙞𝙣𝙜 𝙍𝙤𝙘𝙠
_ 𝙏𝙚𝙖 𝙂𝙖𝙧𝙙𝙚𝙣
_ 𝙅𝙖𝙥𝙖𝙣𝙚𝙨𝙚 𝙋𝙚𝙖𝙘𝙚 𝙋𝙖𝙜𝙤𝙙𝙖
_ 𝙇𝙚𝙥𝙘𝙝𝙖𝙟𝙖𝙜𝙖𝙩
_ 𝙉𝙚𝙥𝙖𝙡 𝘽𝙤𝙧𝙙𝙚𝙧
_ 𝙎𝙞𝙢𝙖𝙣𝙖 𝙑𝙞𝙚𝙬 𝙥𝙤𝙞𝙣𝙩
_ 𝙂𝙤𝙡𝙥𝙖𝙝𝙖𝙧 𝙩𝙚𝙖 𝙂𝙖𝙧𝙙𝙚𝙣
_ 𝙈𝙞𝙧𝙞𝙠 𝙇𝙖𝙠𝙚......................................
** ভ্রমণ বৃত্তান্ত/পরিকল্পনাঃ
১ম রাত(𝟭𝘀𝘁 𝗡𝗶𝗴𝗵𝘁) - ঢাকা থেকে বুড়িমারী

_ ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে সন্ধ্যা ০৭ টায় AC Business Class বাস-এ কল্যাণপুর/মাজার রোড থেকে যাত্রা শুরু, বাস যাত্রা সারারাত।
------------------
১ম দিন(𝟭𝘀𝘁 𝗗𝗮𝘆) - চ্যাংড়াবান্ধা/শিলিগুড়ি থেকে গ্যাংটক(সিকিম)

_ সকালে বুড়িমারী পৌঁছে বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। শিলিগুড়িতে দুপুরের লাঞ্চ করে রওনা দিবেন গ্যাংটক এর উদ্দেশ্যে। পথে ILP (ইনার লাইন পারমিট) নিতে হবে Rangpo check post থেকে), যা অনেকটা ইমিগ্রেশন প্রসেস। এখানে আপনাদের ১ কপি ছবি, পাসপোর্ট ও ভিসার ফটোকপি জমা দিতে হবে।

_ গ্যাংটক এ (২য়)রাত্রিযাপন।
---------------
২য় দিন(𝟮𝗻𝗱 𝗗𝗮𝘆) : Tsomgo lake (ছাঙ্গু লেক)

_ সকালে নাস্তা সেরে আপনার চলে যাবেন ছাঙ্গু লেক (Tsomgo lake - 12,400 ft.)। ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে ট্যাক্সি করে MG Marg, সন্ধ্যাটা নিজেদের মতো করে কাটিয়ে দিন MG Marg এ। যদি কোন সমস্যা এর জন্য ছাঙ্গু লেক পারমিশন না মিলে, তাহলে আলোচনা সাপেক্ষে গ্যাংটক সিটি ট্যুর করব।

_ গ্যাংটক-এ (৩য়)রাত্রিযাপন।
-------------------
৩য় দিন(𝟯𝗿𝗱 𝗗𝗮𝘆) : গ্যাংটক থেকে দার্জিলিং(Gangtok to Darjeeling)

_ সকালের নাস্তা সেরে গ্যাংটক থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে সরাসরি দার্জিলিং। পথে ILP (ইনার লাইন পারমিট) এর ডকুমেন্ট জমা দিয়ে এক্সিট সিল নিতে হবে Rangpo check post থেকে। দুপুরের মধ্যে আপনারা পৌছে যাবেন দার্জিলিং। হোটেলে চেক-ইন করে দুপুরের খাবার সেরে রওয়ানা দিবেন Lamahatta park এ। বিকেলটা ঘুরে সন্ধ্যার মধ্যে দার্জিলিং Mall Road.

_ দার্জিলিং-এ (৪র্থ)রাত্রিযাপন।
----------------------
৪র্থ দিন(𝟰𝘁𝗵 𝗗𝗮𝘆) : দার্জিলিং এর স্থানসমূহ(Darjeeling)

_ ভোর 4:30 এ Kanchenjunga (28,208 ft. World's third highest peak) এর অপূর্ব রূপ দেখতে Tiger Hill, ফেরার পথে Ghoom Monastery, ও Batasia Loop দেখে নিব। এরপর হোটেলে ফিরে এসে সকালের নাস্তা সেরে সাইটসিয়িং এ দেখে নিবেন Himalayan Mountaineering Institute, Padmaja Naidu Himalayan Zoological Park (closed on Thursday),Tenzing Rock, Tibetan Refugee self help Centre (closed on Sunday), Tea Garden (outer view), and Japanese Peace Pagoda. দেখে সন্ধ্যায় মল রোডে নিজেদের মতো করে সময় কাটাবেন।

_ দার্জিলিং এ (৫ম)রাত্রিযাপন।
----------------
৫ম দিন(𝟱𝘁𝗵 𝗗𝗮𝘆) : দার্জিংলিং থেকে শিলিগুড়ি থেকে ঢাকা(Darjeeling to Siliguri to Dhaka)

_ সকাল ৬ টায় দার্জিলিং থেকে Lepchajagat, Nepal Border, Simana View Point, Golpahar Tea Garden, Mirik Lake হয়ে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে দুপুরের লাঞ্চ করে, বাস কাউন্টারে রিপোর্টিং, বিকেলের মধ্যে চ্যাংড়াবান্ধা বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা(৬ষ্ঠ রাত বাসে)। .....................................

#সিকিম #দার্জিলিং #সিকিমওদার্জিলিং

♻️ সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনাঃ✅ ৫ ডিসেম্বর(বৃহস্পতিবার) রাত ৯/১০ টায় সায়েদাবাদ থেকে বাসে করে খাগড়াছড়ির উ...
11/11/2024

♻️ সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনাঃ
✅ ৫ ডিসেম্বর(বৃহস্পতিবার) রাত ৯/১০ টায় সায়েদাবাদ থেকে বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা।

✅ ৬ ডিসেম্বর(শুক্রবার) খুব সকালে খাগড়াছড়ি নেমে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিয়ে, রিজার্ভ চাঁন্দের গাড়ি দিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। সব ঠিক থাকলে দুপুর ১২ টার মধ্যে সাজেক পৌঁছে, নির্ধারিত রিসোর্টে চেক ইন করে, ফ্রেশ হয়ে, দুপুরের খাবার খেয়ে, হালকা বিশ্রাম নিব, তারপর বিকেল ৩.৩০-৪ টায় রিসোর্ট থেকে বের হয়ে যাব সাজেকের সবচেয়ে উঁচু কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সন্ধ্যার আগে সেখান থেকে হ্যালিপেডে চলে আসবো এবং নিজেদের মত সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরবো।

✅ ৭ ডিসেম্বর(শনিবার) খুব ভোরে ঘুম থেকে উঠেই সাজেকের সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর দৃশ্য- মেঘ দেখার জন্য হ্যালিপেডে(রিসোর্ট থেকে দেখা সম্ভব হলে, আরও ভালো) চলে যাব। সেখানে কিছু সময় কাটিয়ে, লুসাই গ্রাম এবং স্টোন গার্ডেনে কিছু সময় কাটিয়ে, নাস্তা করে, সকাল ৯:৩০ রিসোর্ট থেকে চেক আউট করে, সকাল ১০ টার স্কর্টে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। দুপুর ১ টার মধ্যে খাগড়াছড়ি পৌঁছে লাঞ্চ করে নিব, তারপর একে একে তারেং, ঝুলন্ত ব্রীজ এবং হর্টিকালচার পার্ক, আলুটিলা গুহা(সময় সাপেক্ষে) ঘুরে দেখে, রাতের খাবার খেয়ে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সব ঠিক থাকলে পরেরদিন ৮ ডিসেম্বর(শনিবার) খুব ভোরে ঢাকায় থাকবো, ইনশাআল্লাহ।

👉 প্যাকেজে যা যা থাকছেঃ
✅ ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি বাস সার্ভিস।
✅ ১ রাত কটেজে থাকা।
✅ ২ দিনে মোট ৫ বেলা খাবার।
✅ শুধুমাত্র মূল খাবারের সময়(মিনারেল ওয়াটার)।
✅ ২ দিনের রিজার্ভ (ট্যুর এর মেম্বার এর উপর নির্ভর করে, সবুজ/সাদা রঙের) চাঁন্দের গাড়ি।
✅ সকল ধরনের পার্কিং ফি।
✅ গাইড সার্ভিস।

👉 প্যাকেজর অন্তর্ভুক্ত নয়ঃ
🗼 কোন প্রকার ব্যক্তিগত খরচ(খাবার পানি/মিনারেল ওয়াটার সহ; মূল খাবারের সময় শুধুমাত্র খাবার পানির খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত)।
🗼 হাইওয়ে হোটেলে যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।
🗼 প্রবেশ ফি।
🗼 যাওয়া ও আসার দিন রাতের খাবার।

♦ খাবার মেন্যুতে যা যা থাকছেঃ
☕ সকালেঃ ডিম+খিচুড়ি, অথবা "পরটা ২পিস/টা+ ডিম+ সবজি/ডাল"।

🍜 দুপুরেঃ
১ম দিনঃ ব্যাম্বো চিকেন + সবজি + ভর্তা + ডাল + ভাত।
২য় দিনঃ সবজি + ভর্তা + ডাল+ ভাত + বয়লার মুরগী/দেশি মুরগি/মাছ।

🍗 রাতেঃ
চিকেন বারবিকিউ ১পিস(কোয়ার্টার/৪ পিসের ১পিস)+ ৩টা/পিস পরটা + সালাদ + সস।

#সাজেকভ্যালি #খাগড়াছড়ি #ভ্রমণ_প্যাকেজ #ভ্রমণ #পর্যটক #আলুটিলা #তারেং #দীঘিনালা #রিসাং_ঝর্ণা

*UNIVERSITY Of TASMANIA*Studyin AustraliaMake your study abroad dreams come true!Study with usWhatever you’re passionate...
11/11/2024

*UNIVERSITY Of TASMANIA*
Study
in Australia
Make your study abroad dreams come true!
Study with us
Whatever you’re passionate about, we’ll give you a hands-on education and an unforgettable adventure.

To Know More
Call Us Now: +8801787-744719

11/11/2024

♻️ সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনাঃ
✅ ৫ ডিসেম্বর(বৃহস্পতিবার) রাত ৯/১০ টায় সায়েদাবাদ থেকে বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা।

✅ ৬ ডিসেম্বর(শুক্রবার) খুব সকালে খাগড়াছড়ি নেমে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিয়ে, রিজার্ভ চাঁন্দের গাড়ি দিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। সব ঠিক থাকলে দুপুর ১২ টার মধ্যে সাজেক পৌঁছে, নির্ধারিত রিসোর্টে চেক ইন করে, ফ্রেশ হয়ে, দুপুরের খাবার খেয়ে, হালকা বিশ্রাম নিব, তারপর বিকেল ৩.৩০-৪ টায় রিসোর্ট থেকে বের হয়ে যাব সাজেকের সবচেয়ে উঁচু কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সন্ধ্যার আগে সেখান থেকে হ্যালিপেডে চলে আসবো এবং নিজেদের মত সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরবো।

✅ ৭ ডিসেম্বর(শনিবার) খুব ভোরে ঘুম থেকে উঠেই সাজেকের সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর দৃশ্য- মেঘ দেখার জন্য হ্যালিপেডে(রিসোর্ট থেকে দেখা সম্ভব হলে, আরও ভালো) চলে যাব। সেখানে কিছু সময় কাটিয়ে, লুসাই গ্রাম এবং স্টোন গার্ডেনে কিছু সময় কাটিয়ে, নাস্তা করে, সকাল ৯:৩০ রিসোর্ট থেকে চেক আউট করে, সকাল ১০ টার স্কর্টে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। দুপুর ১ টার মধ্যে খাগড়াছড়ি পৌঁছে লাঞ্চ করে নিব, তারপর একে একে তারেং, ঝুলন্ত ব্রীজ এবং হর্টিকালচার পার্ক, আলুটিলা গুহা(সময় সাপেক্ষে) ঘুরে দেখে, রাতের খাবার খেয়ে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সব ঠিক থাকলে পরেরদিন ৮ ডিসেম্বর(শনিবার) খুব ভোরে ঢাকায় থাকবো, ইনশাআল্লাহ।

👉 প্যাকেজে যা যা থাকছেঃ
✅ ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি বাস সার্ভিস।
✅ ১ রাত কটেজে থাকা।
✅ ২ দিনে মোট ৫ বেলা খাবার।
✅ শুধুমাত্র মূল খাবারের সময়(মিনারেল ওয়াটার)।
✅ ২ দিনের রিজার্ভ (ট্যুর এর মেম্বার এর উপর নির্ভর করে, সবুজ/সাদা রঙের) চাঁন্দের গাড়ি।
✅ সকল ধরনের পার্কিং ফি।
✅ গাইড সার্ভিস।

👉 প্যাকেজর অন্তর্ভুক্ত নয়ঃ
🗼 কোন প্রকার ব্যক্তিগত খরচ(খাবার পানি/মিনারেল ওয়াটার সহ; মূল খাবারের সময় শুধুমাত্র খাবার পানির খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত)।
🗼 হাইওয়ে হোটেলে যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।
🗼 প্রবেশ ফি।
🗼 যাওয়া ও আসার দিন রাতের খাবার।

♦ খাবার মেন্যুতে যা যা থাকছেঃ
☕ সকালেঃ ডিম+খিচুড়ি, অথবা "পরটা ২পিস/টা+ ডিম+ সবজি/ডাল"।

🍜 দুপুরেঃ
১ম দিনঃ ব্যাম্বো চিকেন + সবজি + ভর্তা + ডাল + ভাত।
২য় দিনঃ সবজি + ভর্তা + ডাল+ ভাত + বয়লার মুরগী/দেশি মুরগি/মাছ।

🍗 রাতেঃ
চিকেন বারবিকিউ ১পিস(কোয়ার্টার/৪ পিসের ১পিস)+ ৩টা/পিস পরটা + সালাদ + সস।

#সাজেকভ্যালি #খাগড়াছড়ি #ভ্রমণ_প্যাকেজ #ভ্রমণ #পর্যটক #আলুটিলা #তারেং #দীঘিনালা #রিসাং_ঝর্ণা

01/11/2024

🍃 হালকা শীতের ছোঁয়ায় টাঙ্গুয়ার হাওড় ট্যুরের জন্য কাদম্বরী হাউজবোটে আপনাকে স্বাগতম 🌊

প্রকৃতির সৌন্দর্য্য আর শীতল হাওয়ার মিষ্টি আমেজ নিয়ে আপনাদের জন্য কাদম্বরী হাউজবোটে টাঙ্গুয়ার হাওড় ট্যুরের আয়োজন চলছে। শীতের শুরুর এই সময়ে হাওড়ের অপরূপ দৃশ্য, জলাভূমির নিস্তব্ধতা, এবং হাউজবোটের আরামদায়ক পরিবেশে আপনার যাত্রা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

** কাদম্বরী হাউজবোটে পরবর্তী ট্রিপের তারিখসমূহঃ
=> ৩-৪ নভেম্বর
=> ৬-৭ নভেম্বর
=> ৮-৯ নভেম্বর
=> ১০-১১ নভেম্বর
=> ১৩-১৪ নভেম্বর
=> ১৫-১৬ নভেম্বর
=> ১৭-১৮ নভেম্বর
=> ২০-২১ নভেম্বর
=> ২২-২৩ নভেম্বর
=> ২৪-২৫ নভেম্বর
=> ২৭-২৮ নভেম্বর
=> ২৯-৩০ নভেম্বর

** প্যাকেজে যা যা থাকছেঃ
✨ কাদম্বরী হাউজবোটে(বিলাসবহুলভাবে) থাকার ব্যবস্থা।
🍛 সুস্বাদু বাঙালি খাবারের ব্যবস্থা।
🏞️ হাওড়ের চমৎকার নৌ-বিহার।

বুকিং করতে বা আরও জানতে 01787-744719 নাম্বারে যোগাযোগ করুন(করতে পারেন)।

** আপনার পরিবার বা প্রিয়জনকে নিয়ে কাদম্বরী হাউজবোটে শীতের বিশেষ ট্যুরে যোগ দিন আর উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য্যের অপূর্ব এক অভিজ্ঞতা।

আসুন, কাদম্বরী হাউজবোটের সঙ্গে আপনার শীতকালীন ভ্রমণকে স্মরণীয় করে তুলুন। 🌅💙

#অপরূপ_বাংলা #টাঙ্গুয়ার_হাওর #সুনামগঞ্জ

কর্ণফুলী কর্তৃপক্ষ(আমরা) এর পক্ষ থেকে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখিত এবং এই সময়ে সকলের(আপনার) সহানুভূতির জন্য কৃতজ্ঞ। ক...
26/10/2024

কর্ণফুলী কর্তৃপক্ষ(আমরা) এর পক্ষ থেকে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখিত এবং এই সময়ে সকলের(আপনার) সহানুভূতির জন্য কৃতজ্ঞ।

কর্ণফুলি ক্রুজ লাইন,
আপনার একমাত্র ক্রুজ লাইনের অংশীদার।
আমাদের ঠিকানাঃ
** ঢাকা অফিসঃ
🏠 বাড়ি #০৬, ফ্ল্যাট #৫/সি, রোড #২ (নাম ভিলেজ), বনানী, চেয়ারম্যান বাড়ি, ঢাকা।
👨‍💼 এডমিন +৮৮০১৮৭০৭৩২৫৯১
📞 সেল: ০১৮৭০৭৩২৫৯৬, ০১৮৭০৭৩২৫৯৮

** কক্সবাজার অফিসঃ
প্লট- ০৩, ব্লক- বি (হোটেল অপেরা ওশান),
সুগন্ধা পয়েন্ট কলাতলী, প্রধান সড়ক, কক্সবাজার-৪৭০০।
📞: ০১৮৭০৭৩২৫৯২, ০১৮৭০৭৩২৫৯৫

** চট্টগ্রাম অফিসঃ
শোলশহর ২নং গেইট, কর্ণফুলী কমপ্লেক্স এর সামনে, চট্টগ্রাম।
📞: ০১৮৭০৭৩২৫৯৪, ০১৮৭০৭৩২৫৯৯

** চট্টগ্রাম এয়ারপোর্ট অফিসঃ
- এয়ারপোর্ট রোড, ওয়াটার বাস টার্মিনাল এর কাছে
📞: ০১৮৭০৭৩২৫৯৪

** সেন্টমার্টিন অফিসঃ
⛵ জেটি ঘাট, সেন্ট মার্টিন, বাংলাদেশ
📞: ০১৮৪০১২৩১৬৮

হটলাইনঃ
☎️ ০৯৬১০৮৪৯৯৭০

🌐 ওয়েবসাইট: www.karnafulycruiseline.com
✉️ ইমেইলঃ [email protected]

যোগাযোগ করুন এবং সেন্টমার্টিন ভ্রমণের জন্য আপনার স্বপ্নের ক্রুজের সাথে পরিকল্পনা করুন!

Address

29/3, Hirajheel Residential Area, Mizmizi
Siddhirganj
1430

Telephone

+8801552883475

Website

https://www.youtube.com/@mdtaherulsishir

Alerts

Be the first to know and let us send you an email when Sishir's Travelogue posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sishir's Travelogue:

Videos

Share

Category

About

Hello,Everyone, As-Salamu-Walaikum. I am Md. Taherul Islam Sishir. I love to travel.This page belongs to Personal Blog, Tour Guide, Travel service & Organizing Tour... If any one want to travel with me or us, you can join our team.(i.e. including Foreigners).

This page is about personal & also group travel. Sishir, I live in Narayanganj. My Home district is Faridpur. I want to be a freelancer. I want to make Vlogs(a video blog(noun): a record anyone of thoughts, opinions, or experiences that you film and publish on the internet). Also I want to be a perfect Vlogger-Means-someone who makes vlogs(short films that record anyone thoughts, ideas, or opinions on a subject) and posts them on the internet.

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছড়িয়ে আছে হাজারো লুকায়িত সৌন্দর্য। দেশে-বিদেশে সর্বত্র বাংলাদেশের অনেক মানুষ এখন ঘোরাঘুরি করছে। কিন্তু অনেকেই সঠিক পরিকল্পনা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে পুরোপুরি ভাবে ভ্রমনের আনন্দ উপভোগ করতে পারছেন না। তাই আমরা চেষ্টা করবো, প্রকৃতিকে একটু ভিন্ন ভাবে উপভোগ করার সুযোগটা সবাইকে করে দেবার।