10/11/2023
সরাসরি খুলনা থেকে মেঘের রাজ্য সাজেক ভ্যালি ও খাগড়াছড়িতে ৪ রাত ৩ দিনের ট্যুরে ঘুরে আসুন “Khulna Travel Agency ” এর সাথে।
ভ্রমণের ধরনঃ প্রিমিয়াম
বিঃদ্রঃ- আমরা আমাদের ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখি এবং মেয়েদের জন্য আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি। সুতরাং ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে এই ট্যুরে জয়েন করতে পারেন।
এই ট্যুরে আমরা যা যা দেখবোঃ
১. সিন্দুকছড়ি ও মহলছড়ি।
২. সাজেক ভ্যালি।
২. রুই লুই পাড়া
৩. হ্যালিপ্যাড
৪. কংলাক পাহাড়
৫. স্টোন গার্ডেন
৬. ঝুলন্ত ব্রিজ
৭. আলুটিলা গুহা
৮৮. রিসাং ঝর্ণা
৯. লুসাই গ্রাম
১০. খাগড়াছড়ি
আসন সংখ্যা : 12 টি।
প্যাকেজ প্রাইজঃ
1. সিঙ্গেল জন প্রতি – ৮,০০০/=
2. কাপল (হাজব্যান্ড ওয়াইফ) - ১৭০০০/=
3. যা যা থাকছে প্যাকেজের মধ্যেঃ
4. বেলা পর্যাপ্ত খাবার।
5.খুলনা -খাগড়াছড়ি- খুলনা নন এ/সি কোচ বাস এর টিকিট।
6.সকল পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য রিজার্ভ চান্দের গাড়ি।
7.সাজেকে ২ রাত রিসোর্টে থাকার খরচ
8.সাজেক ঢোকার টিকেট
9.আলু টিলা প্রবেশ ফি
10.হর্টিকালচার পার্কের প্রবেশ ফি
ভ্রমণ পরিকল্পনা **
প্রথমদিন
বেলা ৩ টায় সবাই একসাথে মিলিত হয়ে হিনো 1 যে জাপানি বাসে পদ্মা সেতু হয়ে রাওয়ান।
দ্বিতীয়দিন
ভোরবেলা খাগড়াছড়ির গুইমারা পৌছে রিজার্ভ করা চাঁদের গাড়িতে চড়ে রওয়ানা হবো সিন্দুকছড়ি ও মহলছড়ি হয়ে সাজেকের উদ্দেশ্যে মাঝপথে দিঘিনালায় সকালের নাস্তা করব। আমাদের প্রতিটা চাঁদের গাড়ি ৩ দিনের জন্য রিজার্ভ করা থাকবে। দুপুরে সাজেকে পৌছে কটেজে চেক-ইন। তারপর ফ্রেস হয়ে খেয়ে নিবো দুপুরের খাবার। খাওয়া দাওয়ার পর বিশ্রাম। বিকালে ঘুরে আসবো লুসাই গ্রাম, হেরিটেজ পার্ক, স্টোন গার্ডেন ও হেলিপ্যাড সন্ধ্যায় রুইলুই পাড়া নিজের মতো করে ঘুরে দেখবো । রাত সাড়ে ৮ টায় সবাই একসাথে বসে খেয়ে নিবো রাতের খাবার। সাজেকে রাতে থাকার উদ্দেশ্যই হচ্ছে মেঘ দেখা সে জন্য গভির রাত না করে সবাই ঘুমিয়ে যাব।
তৃতীয়দিন
ভোরবেলা ঘুম থেকে উঠে কপাল ভাল হলে মেঘের মধ্যে হারিয়ে নিজেকে মেলে ধরব। সারা সকাল আমরা সাজেকের মেঘ এক্সপ্লোর করব। সকালের নাস্তা শেষ করে আমরা নিজেদের মত সময় কাটাবো এবং ১১ টাই কংলাক ঝর্নার উদ্দেশ্য বের হবো। শেখানে গিয়ে ঝর্ঝর পানিতে গোসল করবো। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হেলিপ্যাড, স্টোন গার্ডেন, জিরো পয়েন্ট এর উদ্দেশ্যে বেরোবো। বিকেলটা আমরা সাজেক হেলিপ্যাডের উপর থেকে মিজোরাম এর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কাটিয়ে দেবো। এদিন রাতে আমরা সবাই বারবিকিউ পার্টি করব।
চতুর্থদিন
ভোরবেলা ঘুম থেকে উঠে কংলাক পাহাড়ে যাবো ঘুড়তে, কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া, মেঘ দেখার জন্য সবচেয়ে আদর্শ জায়গা। সেখান থেকে ফিরে সকাল সাড়ে ৮ টায় নাস্তা শেষে সাড়ে ৯টায় রিসোর্ট থেকে চেকআউট। তারপর সকাল ১০ টায় আর্মি স্কোয়াডের সাথে সাজেক ত্যাগ করব । দুপুরে খাগড়াছড়ির আদিবাসী রেস্তোরায় দুপুরের খাবার।
দুপুরের খাবারের পর রহস্যময় আলুটিলা ও রিচারং ঝর্নায় যাব। শেষ বিকেলের দিকে আমরা যাবো খাগড়াছড়ি পার্বত্য জেলা পার্ক এবং আমাদের ইভেন্টের ইতি টানা হবে। সেখান থেকে সরাসরি আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হবো।
সকাল ১০ টার মধ্যে ইনশাল্লাহ আমরা খুলনায় পৌঁছাবো।
আমাদেরখাবারমেনুতেযাযাথাকছেঃ
====================
*সাজেকে প্রথম দিন সকালঃ পরটা২/৩ টা-ডাল ভাজি-চা-মিনারেল ওয়াটার।
* দুপুরঃ ভাত+মুরগির মাংস+বেগুন/আলু/মাছ ভর্তা+সবজি+ডাল+মিনারেল ওয়াটার ।
* রাতঃ ভাত+পাহাড়িদের বিখ্যাত খাবার বেম্বো চিকেন+পাহাড়ি মিক্স সবজি+আলু ভর্তা+সালাদ+ডাল+মিনারেল ওয়াটার।
* পরের দিন সকালঃ ভূনা খিচুড়ী+ ডিম + চাটনী + সালাদ + মিনারেল ওয়াটার।
** দুপুরঃ ভাত+মুরগির মাংস+বেগুন/আলু/মাছ ভর্তা+সবজি+ডাল+মিনারেল ওয়াটার ।
* রাতঃ স্পেশাল বার-বি-কিউ চিকেন+পরটা+ সালাদ+ সবজি+সস+,মিনারেল ওয়াটার।
* সাজেকে শেষ দিন সকালঃ পরটা২/৩ টা-ডাল ভাজি-চা-মিনারেল ওয়াটার।
* দুপুর - ভাত+গরু মাংস+সবজি+ মাশরুম ভাজি/শুটকি ভর্তা+ডাল+ মিনারেল ওয়াটার।
** রাত - ভাত+গরু মাংস+সবজি+ মাশরুম ভাজি/শুটকি ভর্তা+ডাল+ মিনারেল ওয়াটার।
*★★** প্যাকেজে যা যা থাকছে নাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।
***
কনফার্মেশন সিস্টেম
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে সরাসরি আমাদের অফিসে এসে টাকা জমা দিতে হবে। বাকি টাকা ট্যুরের দিন দিলেই হবে।
*★★***
ট্যুর কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে:
এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে যেকোন ছবিযুক্ত পরিচয়পত্র এবং এর ফটোকপি নিতে হবে।
কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
বুকিং কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট দেয়া হবে।
কেউ আলাদাভাবে রুম নিতে চাইলে আগে থেকেই জানাতে হবে, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
► প্রাকৃতিক দূর্যোগ বা অনাকাঙ্ক্ষিত সমস্যার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
**
• খুলনা ও পার্শবর্তী জেলার ভ্রমণপিপাসু মানুষদের বাংলাদেশের অপুরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করানোই “Khulna Travel Agency ” এর উদ্দেশ্য।
ইভেন্টের বিস্তারিত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।