জলরঙ- A Poetic water villa

জলরঙ- A Poetic water villa জলের উপর ভাসছে "জলরঙ"
টাঙ্গুয়ার হাওরে আপনারা ভাসবেন সেই "জলরঙে"
(11)

অনিন্দ্য সুন্দর টাঙ্গুয়ার হাওরে মেঘ,বৃষ্টি আর দিগন্তবিস্তৃত জলরাশি উপভোগের জন্য জলরঙে স্বাগতম!

এখানে বৃষ্টির ফোঁটাগুলো আলতো করে ছাদে চুম্বন করে, সদ্য তৈরি কফির সুবাস আপনাকে জাগ্রত রাখবে সারাবেলা। মিউজিকের মৃদু সুর বাতাসে ভর করে প্রশান্তির সিম্ফনি তৈরি করে ভেসে আসবে কানে।
প্রকৃতির অর্কেস্ট্রার দর্শন দেখুন,পাখিরা আয়নাযুক্ত পৃষ্ঠের উপরে চমৎকারভাবে গ্লাইড করছে।গাছগুলি সাদৃশ্যে দোল খাচ্ছে,দুপুরের গল্

প হচ্ছে ফিসফিস করে। এখানের দেয়ালগুলি নিজেরাই প্রাণের শ্বাস নেয়, সাথে পাকা হাতের রংতুলি।প্রাণবন্ত রঙে ফুটেছে সুগন্ধি ফুল

জলরঙ কে আমরা নাম দিয়েছি "আজব জলযান"
ভাসমান এই হায়জবোট আপনাকে কখনো মনে করিয়ে দিবে দুরন্ত শৈশব,রাঙ্গালো কৈশোর কিংবা ফেলে আসা কোনো মধুর স্মৃতি।চারপাশে জড়ো হওয়া আনন্দের হৈ হুল্লা, হাসি এবং গভীর ভালোবাসা হলো এই হাউসবোটের প্রাণশক্তি।

আসুন, জলরঙ- A Poetic water villa তে, জীবনের নকশী কাথা বুনতে আসুন, প্রেম, বন্ধুত্ব এবং অ্যাডভেঞ্চারের নতুন অধ্যায় তৈরি হোক জলরঙে। জলের উপর আমাদের পদচিহ্ন খোদাই করি একসাথে, লালিত মুহুর্তের উত্তরাধিকার রেখে যাই এই প্রান্তরে।

টাঙ্গুয়ার হাওরে এবার একই বোটে থাকা,খাওয়া আর ঘুরে বেড়ানো সবই হবে রাজকীয় আর বাঙ্গালিয়ানার সংমিশ্রণে।

সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস পরিচালিত হবে তাই সকাল সকাল সুনামগঞ্জ পৌঁছেই তাহিরপুর পর্যন্ত কষ্টকর জার্নি করা লাগছে না।

ভ্রমণ স্থান সমূহঃ
-ওয়াচ টাওয়ার,
-নীলাদ্রি লেক,
-যাদুকাটা নদী,
-শিমুল বাগান,
-বারিক্কা টিলা
- খরচার হাওর
-মাটিয়ান হাওর সহ পরিচিত সব টুরিস্ট স্পট।

জলরঙ প্রিমিয়াম হাউজ বোটে যা যা সুবিধা পাবেনঃ
★ ৬ টি কেবিন,যে কেবিনে শুয়ে বসে পাবেন মনের প্রশান্তি আর চোখের আরাম।
★ভাবুন তো,নৌকার ছাদে বৃষ্টিতে ভিজতে ভিজতে রিক্সার হুড তুলে কফি খাওয়া গেলে কেমন লাগবে?
★জলরঙে একটা ছোট্ট মিউজিক কর্ণার আছে, গিটারের টুকটাং আর কাহনের ধুমধাম শব্দে হারিয়ে যাবে শহুরে কিছু বিষাদ।এছাড়াও আরো আছে লোকাল বাদ্যযন্ত্র।
★লাউঞ্জে জল আর রঙ নামে দুটো বাজিগর পাখি আছে, আপনি চাইলে ওদের সাথে গল্প করেও কিছু সময় কাটাতে পারবেন,আর কিছুক্ষণ পর পর ওদের মিষ্টি কিচিরমিচির শব্দ কানে ভেসে আসবে।
★নৌকার লাউঞ্জ আর ছাদে আপনার পছন্দের অনেক গাছ পাবেন, সন্ধ্যার পর চেয়ারে হেলান দিয়ে যদি নাকে আসে হাস্নাহেনা,বেলী,গন্ধরাজের সুঘ্রাণ,কেমন লাগবে ভাবুন তো..
★নৌকা দুললে বাতাসে ভেসে আসবে একটা মিষ্টি আওয়াজ,কারণ একটা বড় বেল লাগানো আছে লাউঞ্জে।
★ভালো না লাগলে উনো,দাবা,লুডু না টুয়েন্টি নাইনে ডুবে থাকুন।
★পুরো নৌকা একদল পেইন্টারের রংতুলিতে আঁকা বিশাল ক্যানভাস।কোথাও ফোক আর্ট,কোথাও মিথলজি কোথাও বা চোখজুড়ানো আলপনা।
★লাউঞ্চে বসার জন্য পুরোটা জায়গা,কিছু চমৎকার টুল আর একটা লো বেইজ বেড,মাথার উপর ঝুলে থাকবে রংবেরঙের সুনিপুণ হাতের কারুকাজ।
★ওপেন লাউঞ্জে কয়েকরকম আলোর ব্যবস্থা। একদম ভালো না লাগলে সব বন্ধ করে একটা ল্যাম্প জ্বালিয়ে রাখুন।
★নৌকার সামনে একটা বড় বাগানবিলাস ফুল গাছ।ভাবুন তো লাউঞ্জে বসে আছেন আর সামনেই বাতাসে ঢেউ খাচ্ছে রঙ্গিন ফুল।
★ছাদে সবুজ কার্পেট বিছানো আছে,এবং বসার ব্যবস্থা।
★খাবার জন্য মাটির প্লেট,গ্লাস,মগ।শৈল্পিক একটা জায়গায় বসে মেলালাইন বা সিরামিক নিশ্চয়ই মানায়না।
★রুমে তিন ধরণের লাইট,চাইলে ধবধবে আলো অথবা মৃদু আলো,সেটাও ভালো না লাগলে সব বন্ধ করে রঙ্গিন ঝিকিমিকি আলো।
★জানালায় দুই ধরণের পর্দা দেয়া।একটা একদম ট্রান্সপারেন্ট পর্দা,রোদ লাগবেনা কিন্তু পর্দা ভেদ করে ঠিক দেখতে পারবেন সুবিশাল জলরাশি আপনার জানালার ঠিক পাশেই। আবার চাইলেই আরেকটা পর্দা টেনে প্রাইভেসি নিশ্চিত করতে পারবেন।
★ছাদে ডায়নিং স্পেস।ফ্লোরে কষ্ট করে খেতে হবেনা।
★প্রতিটা কেবিনে গ্রামীণ মায়েদের হাতে বোনা নকশিকাঁথা জুঁড়ে আছে একটা গল্প,সেই গল্প টেনে গায়ে জড়িয়ে বৃষ্টিমুখর রাতে আরামের একটা ঘুম।
★প্রতিটা কেবিনই ডোর লক,ভেতর এবং বাইরে থেকে লক করা যায়,বিশাল বড় বেড। একদম আরামেও তিনজন থাকতে পারবেন,আর বন্ধুবান্ধব হলে তো চারজনও।
★পুরো জলরঙে সোজা হয়ে হাঁটার মতো উচ্চতা।
★প্রতিটা রুমে আয়না আছে আর হাতে আর্ট করা পেইন্টিং,সাথে একটা রঙ্গীন মাথাল। চাইলে সে মাথাল পরে রিক্সায় বসে ছবিও তুলতে পারবেন।
★রুমে তিনটা চার্জিং পয়েন্ট। ল্যাপটপ বা ক্যামেরার ব্যাটারি চার্জ করার জন্য আলাদা পয়েন্ট।
★ প্রতিটি রুমে এবং ওয়াশরুমে ফ্যানের ব্যাবস্থা।
★ট্যুরে এসে এখানের স্থানীয় বাবুর্চির হাতে রান্না হাঁসভুনা,হাওরের তাজা মাছ,আখনি বিরিয়ানি দিয়ে হবে উদরপূর্তি।
★সার্বক্ষণিক ইলেকট্রনিক সাপোর্ট দেয়ার জন্য ডিজেল চালিত একটা জেনারেটর আছে।
★সার্বক্ষনিক চা-কফি আর সুস্বাদু নাস্তা।
★নিরাপদ সাঁতার কাটতে সবার জন্য লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া।
★ ছাঁদে উঠার জন্য ২ টা সিঁড়ি।
★ সাবান, শ্যাম্পু, হাইজেনিক উপকরণ।
★রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে ৬ টি লেয়ারের মাধ্যমে। ।
★ ফিল্টার পানির ব্যবস্থা।
★হাই কমোড,লো কমোড সহ বোটে মোট তিনটি ওয়াশরুম।
★ছবি তোলার জন্য হাওরের সবচেয়ে বেস্ট হাউজবোট "জলরঙ",যেদিকেই তাকাবেন শুধু রঙ আর রঙ।

আরো অনেক ছোট ছোট সুন্দর ব্যাপারের স্বাক্ষী হবেন জলরঙে। এবার হাওরে ঘুরতে আসলে নৌকাটা একবার দেখে আসবেন।

� বুকিং পলিসি-

ব্যক্তিগত বুকিং এর ক্ষেত্রে ভাড়ার তালিকাঃ

জনপ্রতিঃ ৭৫০০ টাকা (১ কেবিনে ২ জন)
জনপ্রতিঃ ৬৫০০ টাকা (১ কেবিনে ৩ জন)

গ্রুপ বুকিং এর ক্ষেত্রে ভাড়ার তালিকা

১৯-২৪ জনের জন্য জনপ্রতি ৬,০০০ টাকা।
১৬-১৮ জনের জন্য জনপ্রতিঃ ৬,৫০০ টাকা।
১৪-১৫জনের জন্য জনপ্রতিঃ৭,০০০ টাকা।
১২-১৪ জনের জন্য জনপ্রতিঃ ৭,৫০০ টাকা।
০৯-১১ জনের জন্য জনপ্রতিঃ ৮,০০০ টাকা।
০৮-১০ জনের জন্য জনপ্রতিঃ৮,৫০০ টাকা।
০৬-০৭ জনের জন্য জনপ্রতিঃ১০,৫০০ টাকা।

রবিবার -বুধবারে বোট ভাড়া নিলে অতিরিক্ত ১০% ডিসকাউন্ট করা হবে (সরকারি ছুটি ও পূর্ণিমা দিন ব্যতিত)।

যোগাযোগ:
01731470111
01713388493

সরাসরি অফিসে এসেও বুকিং করতে পারবেন।
৩২২,সাত মসজিদ সুপার মার্কেট,মোহাম্মদপুর বাসস্ট্যান্ড,মোহাম্মদপুর,ঢাকা।

29/02/2024

টাঙ্গুয়ার হাওরে জলরঙ্গে ভাসুন,ভীড় এড়িয়ে পরিবার নিয়ে ঈদের ছুটিতে ভ্রমণ করতে পারেন টাঙ্গুয়ার হাওরে..

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ♥️
21/02/2024

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ♥️

জলরঙ শুধু একটা হাউজবোট না।পানির উপর দুটো দিন আয়েসি ভাবে কাটানোর একটা ভাসমান ঘর।এই শীতে চাইলে জলরঙ এ ভেসে দুটো দিন কাটাতে...
17/02/2024

জলরঙ শুধু একটা হাউজবোট না।পানির উপর দুটো দিন আয়েসি ভাবে কাটানোর একটা ভাসমান ঘর।
এই শীতে চাইলে জলরঙ এ ভেসে দুটো দিন কাটাতে পারেন পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে।
২১ ফেব্রুয়ারির ছুটিতে সবগুলো টুরিস্ট ডেস্টিনেশনে যখন মানুষের ভীড় তখন চাইলে কোয়ালিটি টাইম কাটাতে পারেন জলরঙ এর আঙ্গিনায় ❤
২১-২২-২৩-২৪ ছুটির সাথে কিন্তু পূর্ণিমা ফ্রি আর বোনাস হিসেবে পাবেন রক্তিম শিমুল বাগান..

05/02/2024

আমাদের বহরের রংগিলা বাড়ই - Boat House, Cuisine & Rain এখন পদ্মায়্ নিমন্ত্রণ থাকলো আপনাদের

শুক্রবার শনিবার দেশের সর্ববৃহৎ ট্যুরিজম মেলায় আসুন ❤️মেলায় এসে ৫০% ডিসকাউন্ট এ উপভোগ করুন শীতকালীন টাঙ্গুয়ার হাওর অভিজ্ঞ...
02/02/2024

শুক্রবার শনিবার দেশের সর্ববৃহৎ ট্যুরিজম মেলায় আসুন ❤️

মেলায় এসে ৫০% ডিসকাউন্ট এ উপভোগ করুন শীতকালীন টাঙ্গুয়ার হাওর অভিজ্ঞতা।

স্থান: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (সাবেক চীন মৈত্রী), আগারগাঁও, ঢাকা।
সময়: সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আছি

জলরঙ এর স্টল নং- ৪২,৪৩

রক্তিম শিমুল ফুল সাথে শীতের টাঙ্গুয়ার হাওরের বৈচিত্র্যময় জনজীবনের হাতছানি,২১ ফেব্রুয়ারিতে নিতে পারেন ভিন্ন স্বাদের হাওর ...
29/01/2024

রক্তিম শিমুল ফুল সাথে শীতের টাঙ্গুয়ার হাওরের বৈচিত্র্যময় জনজীবনের হাতছানি,২১ ফেব্রুয়ারিতে নিতে পারেন ভিন্ন স্বাদের হাওর ভ্রমণের অভিজ্ঞতা..

দুপাশে সবুজ গাছের সাড়ি,তারমাঝে নদীর বুকে চলছে নৌকা।কোথাও দুচোখ যেদিকে যায় ফসলি জমি কোথাও বা গ্রাম।অতিথি পাখির দেখা মিলবে হরহামেশাই।হাতে শীতের পিঠা আর কাপে ধোঁয়া ওঠা গরম কফি।
বলছিলাম শীতকালের টাঙ্গুয়ার হাওরের কথা,হাওরের যে রূপ এখনো অনেকের অজানা।বর্ষায় হাওর যেমন থৈ থৈ জলে,শীতকালের হাওরও পাখি আর ফুলে।
যে শিমুল বাগান দেখেছেন সবুজের সমারোহ যেখানে এখন রক্তিম শিমুল ফুল ফুটে আছে।এমন একটা মোহনীয় সৌন্দর্য কি মিস করা ঠিক হবে?
শিমুলফুলের গন্ধে মাতাল হতে তাই শীতকালীন হাওর যাত্রায় আপনাদের নিমন্ত্রণ।

☎️ বুকিং এবং বিস্তারিত জানতে-
01731470111
01713388493
01674981499
কিংবা সরাসরি অফিসে এসেও বুকিং করতে পারবেন।
আমাদের অফিসের ঠিকানাঃ৩২২,সাত মসজিদ সুপার মার্কেট,মোহাম্মদপুর বাসস্ট্যান্ড,ঢাকা,বাংলাদেশ।

জল জমে থাকা কাচেজ্বর হয়ে থাকা আঁচেতুমিও থাকো অসুখের মতোকী ভীষণ ছোঁয়াচে!জলরঙ-এ  জীবন রঙ্গিন ♥️
27/01/2024

জল জমে থাকা কাচে
জ্বর হয়ে থাকা আঁচে
তুমিও থাকো অসুখের মতো
কী ভীষণ ছোঁয়াচে!

জলরঙ-এ জীবন রঙ্গিন ♥️

★ ২২-২৩ তারিখের ছুটির দিনে, হাওরে ভাসুন হিমাদ্রী হাউজবোটে ★হাওরে বইছে শীতল বাতাস। এই সময়ে হাওরের রূপ একেবারেই ভিন্ন। রোদ...
15/12/2023

★ ২২-২৩ তারিখের ছুটির দিনে, হাওরে ভাসুন হিমাদ্রী হাউজবোটে ★

হাওরে বইছে শীতল বাতাস। এই সময়ে হাওরের রূপ একেবারেই ভিন্ন। রোদের উত্তাপ কম, তবু দুপুর হলে ঝলমলে আকাশ। চারপাশে চষে বেড়াচ্ছে গরু-ছাগলের পাল, দেখা মিলছে অতিথি পাখিদের। শীতের এই প্রকৃতি দেখতে আপনিও অতিথি হয়ে চলে আসুন আমাদের হিমাদ্রী হাউজবোটে।

অভিজ্ঞ শেফের হাতে খাবেন হাওরের তাজা মাছ, দেশী হাঁস, দেশী মুরগী। তাই ছুটির দিনে ঘরে বসে না থেকে চলে আসুন সুনামগঞ্জে, আয়েশী সময় কাটিয়ে যান আমাদের হাউজবোটে। যাদের প্রাইভেসি বেশি দরকার আর আরাম আয়েশ পছন্দ তাদের জন্য রুমের সাথেই জুড়ে দেয়া আছে ওয়াশরুম। নৌকার ৪ রুমের জন্য ৪ টি এটাচড ওয়াশরুম আর বাকি ২ রুমের জন্য ডেডিকেটেড ২ টি ওয়াশরুম। যেহেতু 'হিমাদ্রি' মানে পর্বত তাই মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত টাঙ্গুয়ার হাওরে সেই হিমাদ্রিতেই আপনাকে জানাই আমন্ত্রণ।

☎️ বুকিং করতে যোগাযোগ করুনঃ- 01604-494244 (WhatsApp also), 01731-470111

🏠 অফিস: সাত মসজিদ সুপার মার্কেট (৩য় তলা, রুম-৩২২), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা।

জলরঙ- A Poetic water villa তে টাঙ্গুয়ার হাওরের শীত উপভোগ  করতে চলে আসুন। 🔥ফুল হাউজবোট বুকিং দিলেই ২০% ডিসকাউন্ট 🔥যোগাযোগ...
12/12/2023

জলরঙ- A Poetic water villa তে টাঙ্গুয়ার হাওরের শীত উপভোগ করতে চলে আসুন।
🔥ফুল হাউজবোট বুকিং দিলেই ২০% ডিসকাউন্ট 🔥

যোগাযোগ করুন-
☎️ 01604-494248

টাঙ্গুয়ার হাওরে বেশ ঠান্ডা এখন, কুয়াশা ঘেরা এ যেন নতুন এক সৌন্দর্য...❄️
29/11/2023

টাঙ্গুয়ার হাওরে বেশ ঠান্ডা এখন, কুয়াশা ঘেরা এ যেন নতুন এক সৌন্দর্য...❄️

আহা কি আনন্দ আকাশে বাতাসে...সাথে পাহাড় আর টাঙ্গুয়ার হাওরের স্বচ্ছ পানি,  আমাদের সুসজ্জিত হাউজবোট @জলরঙ-A Poetic water vi...
28/11/2023

আহা কি আনন্দ আকাশে বাতাসে...
সাথে পাহাড় আর টাঙ্গুয়ার হাওরের স্বচ্ছ পানি, আমাদের সুসজ্জিত হাউজবোট @জলরঙ-A Poetic water villa তে করে এই সবকিছু উপভোগ করতে পারবেন একসাথে... 🥰
তাহলে আসবেন কবে!!!

টাঙ্গুয়ার হাওরে “বারিক্কা টিলা”। টিলার উপর থেকে দেখা যায় মেঘালয়ের খাসিয়া পাহাড়। এখান থেকে সূর্যোদযয়ের অসাধারণ দৃশ্য উপভো...
26/11/2023

টাঙ্গুয়ার হাওরে “বারিক্কা টিলা”। টিলার উপর থেকে দেখা যায় মেঘালয়ের খাসিয়া পাহাড়। এখান থেকে সূর্যোদযয়ের অসাধারণ দৃশ্য উপভোগ করতে কবে আসবেন!!!

জলরঙ- A Poetic water villa টাঙ্গুয়ার হাওরে আমাদের শৈল্পিক হাউজবোট...🥰
25/11/2023

জলরঙ- A Poetic water villa টাঙ্গুয়ার হাওরে আমাদের শৈল্পিক হাউজবোট...🥰

টাঙ্গুয়ার হাওরে শীতের আগমন, যেখানে পাহাড়, নদীর সমাবেশ। কিছুটা সময় একান্তে কাটাতে চলে আসতে পারেন @জলরঙ-A Poetic water vil...
23/11/2023

টাঙ্গুয়ার হাওরে শীতের আগমন, যেখানে পাহাড়, নদীর সমাবেশ। কিছুটা সময় একান্তে কাটাতে চলে আসতে পারেন @জলরঙ-A Poetic water villa এর সাথে.....❤️

নতুন একটা সকাল আমাদের একরাশ ভালোবাসার নান্দনিক হাউজবোট @জলরঙ- A Poetic water villa এর সাথে... 🌄ডিসকাউন্ট কিন্তু পুরো নভে...
22/11/2023

নতুন একটা সকাল আমাদের একরাশ ভালোবাসার নান্দনিক হাউজবোট @জলরঙ- A Poetic water villa এর সাথে... 🌄
ডিসকাউন্ট কিন্তু পুরো নভেম্বর মাস জুরেই চলবে 🌟

যোগাযোগ করুন - 01604-494248

💥২০% পর্যন্ত ডিসকাউন্ট 💥নভেম্বর মাস জুড়ে চলছে বছরের সেরা অফার, চলে আসুন টাঙ্গুয়ার হাওরে জলরঙ- A Poetic water villa হাউজব...
21/11/2023

💥২০% পর্যন্ত ডিসকাউন্ট 💥
নভেম্বর মাস জুড়ে চলছে বছরের সেরা অফার, চলে আসুন টাঙ্গুয়ার হাওরে জলরঙ- A Poetic water villa হাউজবোটের সাথে....🍃

বুকিং এর যোগাযোগ করুন
📲01604-494248 (WhatsApp also)

🏠 অফিস: সাত মসজিদ সুপার মার্কেট (৩য় তলা, রুম-৩২২), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা।

টাঙ্গুয়ার হাওরে এখন বেশ ঠান্ডা, শীতের সকালে আমাদের ভাসমান জলযান @জলরঙ-A Poetic water villa হাউজবোটের রিক্সায় বসে চা খেতে...
21/11/2023

টাঙ্গুয়ার হাওরে এখন বেশ ঠান্ডা, শীতের সকালে আমাদের ভাসমান জলযান @জলরঙ-A Poetic water villa হাউজবোটের রিক্সায় বসে চা খেতে আসবেন কবে!!! ☕

20/11/2023

শীতের হাওরের বাতাসে ভাসছে নানা ফুলের সুগন্ধ। ❤️
💥উইক ডে তে ২০% ডিসকাউন্ট অফার কিন্তু পুরো নভেম্বর মাস জুড়েই চলবে। আপনি কবে বুকিং দিচ্ছেন?

সরাসরি যোগাযোগ করুন - 01604-494248

19/11/2023

জলরঙ- A Poetic water villa তে চলছে ধামাকা অফার-
💥উইক ডে তে ২০% ডিসকাউন্ট 💥

16/11/2023

জলরঙ- A Poetic water villa তে চলে আসুন, শীতের আগমনীতে ❤️.....
💥উইক ডে তে ২০% ডিসকাউন্ট তো আছেই।

15/11/2023

জলরঙ- A Poetic water villa প্রিমিয়াম হাউজবোটের সাথে এমন সুন্দর সন্ধ্যা উপভোগ করতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে আসুন। ❤️

14/11/2023

হাওরের উপর ভাসছে জলরঙ, আর আপনি ভাসছেন জলরঙে। হলুদরঙা রিকশা, সাদা বেঞ্চ কিংবা সবুজ গালিচা সবকিছু মিলিয়েই জলরঙ আলাদা, নান্দনিক। আপনাকে আমন্ত্রণ।

দিনের বেলাতে এখন রোদের তীব্রতাও কম, শিমুলবাগান ছেঁয়ে আছে সবুজে, কিছুদিন বাদেই ভরে উঠবে লালরঙা ফুলে ফুলে আর যাদুকাটা নদীত...
12/11/2023

দিনের বেলাতে এখন রোদের তীব্রতাও কম, শিমুলবাগান ছেঁয়ে আছে সবুজে, কিছুদিন বাদেই ভরে উঠবে লালরঙা ফুলে ফুলে আর যাদুকাটা নদীতে বয়ে চলছে শীতল বাতাস। ❤️

টাঙ্গুয়ার হাওরের শৈল্পিকতা আর একরাশ ভালোবাসার ছোঁয়ায় তৈরি আমাদের @জলরঙ-A Poetic water villa.❤️
11/11/2023

টাঙ্গুয়ার হাওরের শৈল্পিকতা আর একরাশ ভালোবাসার ছোঁয়ায় তৈরি আমাদের @জলরঙ-A Poetic water villa.❤️

09/11/2023

এখনো যদি হাওরের জলে জল মাখা-মাখি না হয়ে থাকে, চলে আসুন হেমন্তের হাওরে। যাদুকাটার জাদুময় জলে আরো কিছু মুহূর্তকে করে তুলুন শান্ত, একান্তু নিজের।

হাওরের হেমন্তের প্রকৃতি উপভোগ করতে চলে আসুন আমাদের শৈল্পিক হাউজবোট জলরঙ- A Poetic water villa তে। 🥰যোগাযোগ করুন - 01604-...
08/11/2023

হাওরের হেমন্তের প্রকৃতি উপভোগ করতে চলে আসুন আমাদের শৈল্পিক হাউজবোট জলরঙ- A Poetic water villa তে। 🥰

যোগাযোগ করুন - 01604-494248

"একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনাআকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না?.."মাথার উপর হেমন্তের একই আকাশ একইসাথে দেখতে প্...
07/11/2023

"একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না?.."

মাথার উপর হেমন্তের একই আকাশ একইসাথে দেখতে প্রিয় মানুষকে নিয়ে চলে আসুন আমাদের লাবণ্যময়ী হাউজবোট জলরঙে। আর হেমন্তের নজরকাড়া ডিসকাউন্ট অফার তো থাকছেই!

বিস্তারিত জানার জন্যে ইনবক্স করুন বা কল করুন -
☎️01604-494248

06/11/2023

শীত আসি আসি করছে, হাওরের বাতাসে ভাসছে নানা ফুলের সুগন্ধ। ❤️
অফার কিন্তু পুরো নভেম্বর মাস জুড়েই চলবে। আপনি কবে বুকিং দিচ্ছেন?

সরাসরি যোগাযোগ করুন - 01604-494248

Address

Tahirpur
Sunamganj
3030

Telephone

+8801604494248

Website

Alerts

Be the first to know and let us send you an email when জলরঙ- A Poetic water villa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share