Doheem A Luxury Houseboat at Padma River

Doheem A Luxury Houseboat at Padma River Tanguar Haor's exclusive houseboat to give you some luxurious memories ❤️. 👑 An upcoming luxury houseboat at Tanguar Haor.

A warm winter Good Morning from Doheem A Luxury Houseboat at Padma River 🌄
20/12/2024

A warm winter Good Morning from Doheem A Luxury Houseboat at Padma River 🌄

বসে আছি পদ্মা নদীর কূলে আপন মনে দেখছি এই পদ্মাকে। ঐ যে অদূরে পদ্মা নদীর উজান বাকে, জেলেরা মাছ ধরিতেছে- ছোট্ট একটি ডিঙি ন...
19/12/2024

বসে আছি পদ্মা নদীর কূলে
আপন মনে দেখছি এই পদ্মাকে।
ঐ যে অদূরে পদ্মা নদীর উজান বাকে,
জেলেরা মাছ ধরিতেছে-
ছোট্ট একটি ডিঙি নৌকায় করে।
পদ্মা নদীর মাঝে জেলের তরী,
তরীর মাঝে জেলে বসি,
মধুর সুরে গাইছে ভাটিয়ালি গান।
রাতের বেলায় মিটিমিটিয়ে আলো জ্বলে,
পদ্মার বুকে জেলেরও নৌকায়।

- কবিতার কাল্পনিক দৃশ্যে ভেসে যাওয়ার স্বপ্ন আমরা হার হামেশাই দেখি। আর সে যদি হয় আমাদের প্রমত্তা পদ্মাকে নিয়ে তবে তো কথাই নেই। কত গল্পই না আছে এই পদ্মাকে নিয়ে!

আমরা এই পদ্মায় ঘুরে বেড়াতে চাই দিনভর একটু আরাম আয়েশের সাথে। যেমনটা আগের দিনের রাজা বাদশারা নৌ-বিহারে বের হতেন অবসর কাটানোর জন্য। আমরাও তেমনি একটু চেষ্টা করি। বের হই Doheem কে নিয়ে দিনভর বাহাড়ি খাবার নিয়ে পদ্মা নৌ ভ্রমণে।

✅আর হ্যাঁ, এই ট্রিপকে আরও আরামদায়ক ও ঝামেলামুক্ত করতে ঢাকা থেকে আসা যাওয়ার জন্য পিক এন্ড ড্রপ সার্ভিস ও দেয়া হচ্ছে কিন্তু Doheem এর পক্ষ থেকেই!!

📍 সপ্তাহের প্রতিদিনই দহিম হাউজবোটে ট্রিপ হয়। নাইট স্টে ট্রিপ, কর্পোরেট ট্রিপ, বন্ধু-বান্ধব ট্রিপ,ফ্যামিলি ট্রিপ, হুটহাট ট্রিপ করতে চাইলে যোগাযোগ করুন 01729-796834 (Whatsapp) নম্বরে।

পদ্মা নদীতে ঘুরে বেড়ানোর জন্য DOHEEM হতে পারে আপনার জন্য একটি বেস্ট ডেস্টিনেশন। কারণ DOHEEM শুধু একটি হাউজবোট নয় বরং একট...
16/12/2024

পদ্মা নদীতে ঘুরে বেড়ানোর জন্য DOHEEM হতে পারে আপনার জন্য একটি বেস্ট ডেস্টিনেশন। কারণ DOHEEM শুধু একটি হাউজবোট নয় বরং একটি ট্যুরিস্ট স্পটেও পরিণত হয়েছে। একটি ভাসমান রিসোর্ট বললেও হয়তো ভুল হবে না।
আর সাথে দিনভর বাহারি স্বাদের খাবার তো থাকছেই। বোনাস হিসেবে থাকবে বিভিন্ন চরে খেলাদুলায় মেতে ওঠার সুযোগ। তাই দেরী না করে দ্রুত DOHEEM এর সাথে পদ্মায় নদী ভ্রমণের প্লান করে ফেলুন।

📍 সপ্তাহের প্রতিদিনই দহিম হাউজবোটে ট্রিপ হয়। নাইট স্টে ট্রিপ, কর্পোরেট ট্রিপ, বন্ধু-বান্ধব ট্রিপ,ফ্যামিলি ট্রিপ, হুটহাট ট্রিপ করতে চাইলে যোগাযোগ করুন 01674-948668 (Whatsapp) নম্বরে।

Doheem এর সাথে পদ্মায় চলছে হিম উৎসব। আবারও ১৬ডিসেম্বর এর ছুটিতে যাবো উৎসবে... Doheem A Luxury Houseboat at Padma River আ...
14/12/2024

Doheem এর সাথে পদ্মায় চলছে হিম উৎসব। আবারও ১৬ডিসেম্বর এর ছুটিতে যাবো উৎসবে...

Doheem A Luxury Houseboat at Padma River আসলেই নিজেই একটা ট্যুরিস্ট স্পট। -এই কথা আমার নয়, অতিথিদের। আর পদ্মা নদীকে নিয়ে তো কিছু বলতে হয় না।

এই দুইয়ের মিশেল আর সাথে যদি থাকে বাহারী দেশীয় শীতের সমাহার তাহলে একটা ছুটির দিন হয়ে উঠতে পারে স্মরণীয়। তাই আগামী ১৬-ই ডিসেম্বর বিজয়ের উৎসব ও হিম উৎসব একসাথে করতে চলে আসুন পদ্মায় DOHEEM -এ।

✅এই ডে ট্রিপে ঢাকা থেকে আসা ও যাওয়ার সকল দায় দায়িত্বও GDM এবং DOHEEM নিচ্ছে তাই নিশ্চিন্তে যেকোনো দিনের জন্য প্লান করে ফেলতে পারেন।।

📍 বিস্তারিত জানতে বা বুকিং করার জন্য কল করুন +8801674948668 বা 01729-796834 বা What'sApp এ ম্যাসেজ দিন।

প্রমত্তা পদ্মায় DOHEEM এ চলছে শীতের হিম উতসবের নিয়মিত ডে ট্রিপ।😍😀সকালটা শুরু শীতের কুয়াশার মাঝে। এরপর শীতের পিঠা, হাস দি...
13/12/2024

প্রমত্তা পদ্মায় DOHEEM এ চলছে শীতের হিম উতসবের নিয়মিত ডে ট্রিপ।😍😀

সকালটা শুরু শীতের কুয়াশার মাঝে। এরপর শীতের পিঠা, হাস দিয়ে ভুরিভোজ। আর এখন চায়ের কাপ হাতে নদীর সৌন্দর্য উপভোগ।

📍ইনশাআল্লাহ , প্রতিদিনই পদ্মায় ডে-লং ট্যুর হবে। সাথে থাকবে নাইট স্টে ট্যুরের সুযোগ ও। ঢাকা থেকে পিক & ড্রপের ব্যাবস্থাও আমরা করে দিবো।

যেকোন ধরনের প্যাকেজ বুকিং, ফ্যামিলি ট্যুর, অফিস ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টুডেন্ট ট্যুর, ফুল বুকিং এর জন্য যোগাযোগ করুন 01674948668 / 01729-796834 (Whats App) নম্বরে।

✅১৪, ১৫,১৬ তারিখের জন্য বুকিং চলমান।

DOHEEM হাউজবোটে করে পদ্মায় GDM এর ডে লং ট্যুর এর যাত্রা শুরু হয়ে গেলো। আজ শুক্রবারে আবারও পদ্মায় চলবে আমাদের ডে ট্যুর আর...
13/12/2024

DOHEEM হাউজবোটে করে পদ্মায় GDM এর ডে লং ট্যুর এর যাত্রা শুরু হয়ে গেলো। আজ শুক্রবারে আবারও পদ্মায় চলবে আমাদের ডে ট্যুর আর সুপার ডুপার ভুরিভোজ আর খেলাদুলা।🖤😀

এছাড়াও সারাদিন ছবি ফটোশ্যুট তো চলবেই। আর ট্যুরের সারদিনের সকল গল্প আপনাদের শেয়ার করবো বিভিন্ন পোস্টের মাধ্যমে।

📍ইনশাআল্লাহ , প্রতিদিনই পদ্মায় ডে-লং ট্যুর হবে। সাথে থাকবে নাইট স্টে ট্যুরের সুযোগ ও। ঢাকা থেকে পিক & ড্রপের ব্যাবস্থাও আমরা করে দিবো।

যেকোন ধরনের প্যাকেজ বুকিং, ফ্যামিলি ট্যুর, অফিস ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টুডেন্ট ট্যুর, ফুল বুকিং এর জন্য যোগাযোগ করুন 01674948668 / 01729-796834 (Whats App) নম্বরে।

আলহামদুলিল্লাহ , দারুন একটা ট্রিপ শেষ করে সবাইকে যার যার বাসার আশে পাশে ড্রপ করার মাধ্যমে ট্রিপের সমাপ্ত করলাম। চমৎকার এ...
12/12/2024

আলহামদুলিল্লাহ , দারুন একটা ট্রিপ শেষ করে সবাইকে যার যার বাসার আশে পাশে ড্রপ করার মাধ্যমে ট্রিপের সমাপ্ত করলাম। চমৎকার একটা টিমের সাথে পদ্মায় আজ সেরা কিছু মূহুর্ত পার করলাম। ধন্যবাদ সরকারী আদমজীনগর জে ডব্লিউ কলেজের স্যার-ম্যাডামদের। বিশেষ ধন্যবাদ পাঠান স্যার, মাহবুব ভাই ও ট্যুরে অনুপস্থিত আসমা শম্পা আপুকে।

ইনশাআল্লাহ , এখন থেকে প্রতিদিনই পদ্মায় ডে-লং ট্যুর হবে। সাথে থাকবে নাইট স্টে ট্যুরের সুযোগ ও। ঢাকা থেকে পিক & ড্রপের ব্যাবস্থাও আমরা করে দিবো।

যেকোন ধরনের প্যাকেজ বুকিং, ফ্যামিলি ট্যুর, অফিস ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টুডেন্ট ট্যুর, ফুল বুকিং এর জন্য যোগাযোগ করুন 01674948668 (Whats App) নম্বরে।

আমাদের পদ্মার ডে লং ট্রিপের সন্ধ্যার নাস্তা।আগামীকালকের (১৩.১২.২০২৪,শুক্রবার) পদ্মার ডে লং ট্রিপে কয়েকজন জয়েন করতে পারবে...
12/12/2024

আমাদের পদ্মার ডে লং ট্রিপের সন্ধ্যার নাস্তা।

আগামীকালকের (১৩.১২.২০২৪,শুক্রবার) পদ্মার ডে লং ট্রিপে কয়েকজন জয়েন করতে পারবেন। বুকিং করতে 01674948668

আলহামদুলিল্লাহ, সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার কলেজের ৩০জন স্যার-ম্যাডামদের নিয়ে পদ্মায় ডে-লং ট্রিপের যাত্রা শুরু কর...
12/12/2024

আলহামদুলিল্লাহ, সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার কলেজের ৩০জন স্যার-ম্যাডামদের নিয়ে পদ্মায় ডে-লং ট্রিপের যাত্রা শুরু করলো দহিম। আজকের সকালের নাস্তায় ছিলো খেজুরের রস, চিতল পিঠা, ভাপা পিঠা, হাস ভূনা, খিচুড়ি, ডিম আচার, সালাদ আর আনলিমিটেড চা।

রিভার ট্যুরিজম এর জন্য পদ্মা হতে পারে বাংলাদেশের জন্য মাইলফলক। দহিম হাউজবোটের আতিথেয়তা নিতে আপনি কবে আসছেন পদ্মায়!!!

আমাদের নেক্সট ডে লং ট্রিপ আগামীকাল ১৩ ডিসেম্বর,২০২৪,শুক্রবার। আর কয়েকজন জয়েন করতে পারবেন। বুকিং এর জন্য যোগাযোগ করুন 01674948668 নম্বরে।

কর্পোরেট ট্রিপ, ফ্যামিলি ট্রিপ, স্টুডেন্ট ট্রিপ, বন্ধু-বান্ধব ট্রিপ, ফুল বুকিং, প্যাকেজ বুকিং এর জন্য যোগাযোগ করুন 01674948668 (Whats App) নম্বরে।

পদ্মার আসল ইলিশ খেতে চাইলে আমাদের দহিম হাউজবোটের নেক্সট ডে লং ট্রিপে আপনার আসন নিশ্চিত করুন।বুকিং করতে 01674948668
09/12/2024

পদ্মার আসল ইলিশ খেতে চাইলে আমাদের দহিম হাউজবোটের নেক্সট ডে লং ট্রিপে আপনার আসন নিশ্চিত করুন।

বুকিং করতে 01674948668

"পদ্মা নদীর তীরেবসে কাটিয়েছি বহু সময়কিভাবে যেনো পার হয়ে গেসেভালো খারাপ কত সময়।নদীর জল বয়ে গেসেচলে গেসে অনেক দূরেকত পাড় ব...
09/12/2024

"পদ্মা নদীর তীরে
বসে কাটিয়েছি বহু সময়
কিভাবে যেনো পার হয়ে গেসে
ভালো খারাপ কত সময়।

নদীর জল বয়ে গেসে
চলে গেসে অনেক দূরে
কত পাড় বিলীন হয়েছে
কত পাড় গিয়েছে সরে।

তবুও এই নদীর জল
তৃষ্ণা মেটায় আমার প্রানের
দুচোখ মিলে আমি দেখেছি
অপরূপ রূপে এই পদ্মার"

✅ পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার (নদী রক্ষা কমিশন রিপোর্ট ২০২৩) গড় প্রস্থ ১০ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।

✅ ১৩ডিসেম্বর,২০২৪, শুক্রবার, সকাল ০৭টায় ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে সবাইকে হাই এস/কোস্টারে এসি মিনি বাসে পিক করবো সবাইকে।

✅সবাইকে পিক আপ করে আমরা সরাসরি চলে যাবো মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লায়। এসময় যাতে সবার ক্ষুধা না লাগে সেজন্য সবাইকে হালকা নাস্তা দেয়া হবে। সকালটা এখানে কিছুক্ষন কাটিয়ে, ফটোসেশন করে আমরা তারপর চলে যাবো মুন্সীগঞ্জের লৌহজং এ নোংগর করা দহিম হাউজবোটে।

✅পদ্মার মাওয়ায় নোংগর করা আমাদের দহিম হাউজবোটে সকালে চেক ইন করবো। তারপর স্পেশাল নাস্তা করবো। নাস্তা শেষে বোটে প্রচুর ফটোসেশন করবো, কারন দহিম হাউজবোট নিজেই একটা স্পট। কোন একটা চরে বোট থামিয়ে আমরা বিভিন্ন একটিভিটিস যেমন ফুটবল খেলবো, গোসল করবো, চরের বালুতে চাদর-হেলান বিছানা বিছিয়ে রৌদ্রস্নান করবো, চরে ছাতা লাগিয়ে পদ্মার হাওয়া বাতাস খাবো ইত্যাদি আরো অনেক একটিভিটিস করবো।এর মধ্যে আন-লিমিটেড চা-বিস্কুট-নাস্তা ত চলতেই থাকবে।

✅তারপর দুপুরে হবে ইলিশ দিয়ে মহাভোজন। GDM Special Lunch। আমরা চাইলে লাঞ্চটা কোন চরে নোংগর করে চরের মধ্যে এরেঞ্জমেন্ট করে পদ্মাকে স্বাক্ষী রেখে লাঞ্চ করতে পারি। লাঞ্চ করে বিকালটা ক্রুজিং করে পদ্মা সেতুর নীচ পর্যন্ত যাবো। সেখানে চরে নেমে পদ্মা ব্রীজের সাথে ফটোগ্রাফি করবো, কিছুক্ষন সময় কাটাবো। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বোটের ছাদে সূর্যাস্ত দেখতে দেখতে কাটাবো।

✅সন্ধ্যার পর একটা ভারী নাস্তা করে বোট থেকে নেমে আমরা হাই এস/ কোস্টার মিনি বাসে আবার সকালের মত যার যার পয়েন্টে ড্রপ করে ট্রিপের সমাপ্তি করবো।

🥁🥁ইভেন্ট ফি-🥁🥁

✅জনপ্রতি ৪০০০টাকা (ঢাকা টু ঢাকা, পিক & ড্রপ সহ)

✅ ফ্রেশ ও রেস্ট নেয়ার জন্য প্রতি ০৬জনে একটা রুম পাবেন। ছেলে-মেয়ে আলাদা রুম হবে।

✅ফ্রেশ ও রেস্ট নেয়ার একরুমে ০৫জন/০৪জন/০৩জন/০২জন থাকতে চাইলে আলোচনা সাপেক্ষে ইভেন্ট ফি।

✅দহিম হাউজবোটে দুইটা ছোট রুম আছে। এটাচড ওয়াশরুম। এই রুমে থাকলে জনপ্রতি ৪০০০টাকা। এক রুমে সর্বোচ্চ ০২জন থাকতে পারবেন। এই দুই রুমে কোন বারান্দা নাই।

✅ সপ্তাহের প্রতিদিনই দহিম হাউজবোটে ট্রিপ করা যাবে।নাইট স্টে ট্রিপ, কর্পোরেট ট্রিপ, বন্ধু-বান্ধব ট্রিপ,ফ্যামিলি ট্রিপ, হুটহাট ট্রিপ করতে চাইলে যোগাযোগ করুন 01674948668 নম্বরে।

✅এসির জন্য এক্সট্রা চার্জ লাগবে।

✅যেসব স্পট আমরা ঘুরে বেড়াবো-
➡️ইদ্রাকপুর কেল্লা
➡️লৌহজং ঘাট
➡️মাওয়া ঘাট
➡️পদ্মা সেতু
➡️চর জানাজাত
➡️নারিশ্যার চর

🥁🥁হাউজবোট ডিটেইলস🥁🥁
✅মোট ১০টা রুম। সব গুলা এটাচ।
✅০৮টা রুম বড় , ০৩/০৪জন থাকতে পারবেন। বেড সাইজ ৭ফুট/৬ফুট।এই ০৮টা রুমে ব্যালকনি আছে।এটাচড ওয়াশরুম, পারসোনাল ব্যালকনি।
✅০২টা রুম ছোট। কাপলদের/দুইজনের জন্য ঠিক আছে। এটাচড ওয়াশরুম। এই দুই রুমে ব্যালকনি নাই। প্রথম ০৮রুমের শেষে এই ০২টা রুমের অবস্থান। তারপর ইঞ্জিন, কিচেন রুম।
✅০৬সিলিন্ডার ইঞ্জিন ,০৪সিলিন্ডার জেনারেটর
✅২৪ঘন্টা বিদ্যুৎ সার্ভিস থাকবে।
✅০২বেলা মূল খাবার, ০২বেলা ভারী নাস্তা, চা-বিস্কুট আনলিমিটেড
✅বোটে সাউন্ড সিস্টেম আছে। গিটার আছে।কাজন আছে।
✅এছাড়া অবসর সময় কাটানোর জন্য বড় দাবা, বড় লুডু, বড় সাপ সিড়ি, উনো কার্ড, কার্ড আছে।
✅সবার জন্য থাকবে লাইফ জ্যাকেট। এছাড়া লাইফ বয়াও থাকবে।
✅আছে অগ্নিনির্বাপক যন্ত্র
✅ইমার্জেন্সি মেডিসিন কিট বক্স
✅সবার জন্য লাইফ জ্যাকেট আছে। আছে বয়া ও।
✅বাচ্চাদের জন্য রয়েছে সেফটি ও খেলার ব্যাবস্থা।
✅দহিমে আছে নিজস্ব কিচেন। বাচ্চাদের জন্য যেকোন খাবার যেকোন মূহুর্তে আপনি চাইলেই আমাদের বাবুর্চিকে দিয়ে রান্না করাতে পারেন
✅প্রত্যেক রুমে কেটলি দেয়া আছে। আপনি চাইলে রুমে বসেই গরম পানির ব্যাবস্থা নিজেই করতে পারবেন।

🥁🥁বুকিং সিস্টেম🥁🥁

মূল ইভেন্ট ফি এর ৫০% এডভান্স ট্যুরের পূর্বেই সেন্ড করতে হবে।

✅পেমেন্ট মেথড

১)01674948668 এটা বিকাশ/নগদ/রকেট/পারসোনাল নম্বর, এটাতে ২৫৫০টাকা সেন্ড মানি করবেন। বিকাশ/নগদ/রকেটে সেন্ড মানি/Send Money করলে দয়া করে সাথে ক্যাশ আউট চার্জ এড করে দিবেন।

২) ব্যাংক একাউন্ট ডিটেইলস.

DBBL Account No: 115.157.0014570
Account Type: Savings Plus
Name: Mohammad Samsul Arefin
Routing no: 090262982
Branch Code-115
Mirpur, Dhaka-1216

ব্যাংক একাউন্টে টাকা পাঠালে কোন ক্যাশ আউট চার্জ দেয়া লাগবেনা। ২৫০০টাকা পাঠিয়ে অবশ্যই এখানে স্ক্রীনশট বা যে নাম্বার থেকে পাঠিয়েছেন, তার ইনফো দিয়ে দিবেন

✅পদ্মায় দহিম হাউজবোটের প্রতিদিনই ট্রিপ থাকবে। ডে লং ট্রিপের জন্য অনায়াসে একসাথে ৭০/৮০জনের আয়োজনের ব্যাবস্থা আছে। নাইট স্টে ট্রিপ, বন্ধু-বান্ধব ট্রিপ, ফ্যামিলি ট্রিপ, কর্পোরেট ট্রিপ, স্টুডেন্ট ট্রিপ, অফিস ট্রিপ সহ যেকোন ট্রিপের যাবতীয় তথ্যের প্রয়োজনে কল করুন 01674948668( Whats App)

দহিম হাউজবোট এখন পদ্মায়। বর্তমানে নোংগর করা আছে মুন্সিগঞ্জের মাওয়ার শিমুলিয়া ঘাটের একদম কাছেই। ডে লং ট্রিপ, নাইট স্টে ট্...
03/12/2024

দহিম হাউজবোট এখন পদ্মায়।

বর্তমানে নোংগর করা আছে মুন্সিগঞ্জের মাওয়ার শিমুলিয়া ঘাটের একদম কাছেই। ডে লং ট্রিপ, নাইট স্টে ট্রিপ, ফ্যামিলি ট্রিপ, কর্পোরেট ট্রিপ, অফিস ট্রিপ, বন্ধু ট্রিপ, হুটহাট ট্রিপ করতে এখনি যোগাযোগ করুন 01674948668 নম্বরে।

আসন্ন ০৬ ডিসেম্বর,২০২৪, শুক্রবার পদ্মায় দহিম তার প্রথম ট্রিপ শুরু করতে যাচ্ছে। প্রথম ট্রিপ উপলক্ষে থাকছে আকর্ষণীয় ডিস্কাউন্ট।

আলহামদুলিল্লাহ , দহিম এখন পদ্মায়!!!!সবাই ডে লং ট্রিপ, নাইট স্টে ট্রিপ, ফ্যামিলি ট্রিপ, কর্পোরেট ট্রিপের জন্য যোগাযোগ করু...
02/12/2024

আলহামদুলিল্লাহ , দহিম এখন পদ্মায়!!!!

সবাই ডে লং ট্রিপ, নাইট স্টে ট্রিপ, ফ্যামিলি ট্রিপ, কর্পোরেট ট্রিপের জন্য যোগাযোগ করুন 01674948668.

শুভ সকাল ঘোড়াউত্রা নদী। ১ম রাত টা ইটনায় কাটিয়ে আজ ২য় দিনের যাত্রা শুরু হলো সকাল ৬টায়। এখন আছি নিকলি হাওড়ে। আজকের গন্তব্য...
30/11/2024

শুভ সকাল ঘোড়াউত্রা নদী।

১ম রাত টা ইটনায় কাটিয়ে আজ ২য় দিনের যাত্রা শুরু হলো সকাল ৬টায়। এখন আছি নিকলি হাওড়ে। আজকের গন্তব্য আড়াইহাজার।

29/11/2024

ধনু নদীর সন্ধ্যায়।

আলহামদুলিল্লাহ ,আনোয়ারপুর থেকে পদ্মার উদ্দেশ্যে যাত্রা শুরু।আজকের গন্তব্য ইটনা।দহিম আসছে পদ্মায়। ডে লং, নাইট স্টে ট্রিপে...
29/11/2024

আলহামদুলিল্লাহ ,আনোয়ারপুর থেকে পদ্মার উদ্দেশ্যে যাত্রা শুরু।আজকের গন্তব্য ইটনা।

দহিম আসছে পদ্মায়। ডে লং, নাইট স্টে ট্রিপের প্যাকেজ রেডি হচ্ছে।কর্পোরেট ট্যুর, ফ্যামিলি ট্যুর, বন্ধু ট্যুর সহ সব ট্যুরের অপশনই থাকবে ইনশাল্লাহ।

Address

Tanguar Haor
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doheem A Luxury Houseboat at Padma River posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share