21/11/2023
হুদুদে হারাম : হুদুদে হারাম অর্থ হারামের সীমানা। মক্কা মোকাররমার চারদিকের নির্দিষ্ট সীমারেখার ভেতরের এরিয়াকে হারাম বলা হয়ে থাকে।
হজরত জিবরাইল আ: হজরত ইবরাহিম আ: কে স্থানগুলোর দেখিয়ে পরিচয় করিয়ে হারামের সীমানা চিহ্নিত করে দিয়েছিলেন। তারপর রাসূলে করিম সা: এই চিহ্নগুলো নির্মাণ করেন। পরে হজরত উমর রা:-এর খিলাফত আমলসহ পরবর্তী সময়ে এসব সীমানা চিহ্ন পুনঃনির্মাণ করা হয়। হারামের সীমানা হলো কাবা শরিফ থেকে জেদ্দার দিকে ১০ মাইল, যেখানে সুমাশিয়াহ (হুদাইবিয়ার সন্ধির স্থান)-এর সন্নিকটে হারামের সীমানা চিহ্নস্বরূপ মিনার নির্মিত রয়েছে। কাবা শরিফ থেকে মদিনা মুনাওয়ারার দিকে পাঁচ কিলোমিটার দূরে তানইম নামক স্থানে কাবা শরিফ থেকে ইয়েমেনের দিকে ১১ মাইল দূরে ইজাআতে লবণ নামক স্থানে। ইরাকের দিকে ১১ মাইল, জাবানার দিকে ১৪ মাইল, তায়েফের দিকে আরাফাতের কাছাকাছি ১১ মাইল পর্যন্ত হারামের সীমানা।
মক্কা মোকাররমা শহর তথা এসব সীমারেখার ভেতর অর্থাৎ হারামের সীমানার ভেতর কোনো স্থলপ্রাণী শিকার বা হত্যা করা, ধরা, তাড়ানো, ঘাস ইত্যাদি কাটা হারাম। হজ বা ওমরাহকারী বা অন্য প্রয়োজনের তাগিদে হারামের সীমানার ভেতর প্রবেশ করতে হলে মনে রাখতে হবে, এখন আপনি হাকিমিনের দরবারের ঘাস পরিধির মধ্যে প্রবেশ করেছেন। এ সময় আদব, বিনয়, পবিত্রতা সবকিছু বজায় রাখতে ও থাকতে হবে।