Travellers of Beanibazar

Travellers of Beanibazar সকলকে আমাদের এই পেইজকে Invite করার জন্য অন

 #মায়াবী_ঝর্না
20/02/2023

#মায়াবী_ঝর্না

20/02/2023
20/02/2023

দূর্ঘটনা হতে সাবধান, গতি নিয়ন্ত্রন করুন, জীবনের ঝুঁকি কমান।

Travellers of Beanibazar
16/02/2023

Travellers of Beanibazar

Travellers of Beanibazar Travellers of Beanibazar
15/02/2023

Travellers of Beanibazar Travellers of Beanibazar

 #বসন্ত।
15/02/2023

#বসন্ত।

Travellers of Beanibazar  #ফুল_কপি।
15/02/2023

Travellers of Beanibazar
#ফুল_কপি।

Travellers of Beanibazar
15/02/2023

Travellers of Beanibazar

Vulagonj
27/10/2022

Vulagonj

 #রাঙ্গামাটি
09/07/2022

#রাঙ্গামাটি

18/05/2022

Cox's bazar.

সবুজে ঘেরা ঘাস, নীল আঁকাশ, মধুময় শীতল বাতাস।
05/05/2022

সবুজে ঘেরা ঘাস, নীল আঁকাশ, মধুময় শীতল বাতাস।

ঈদ মোবারক।
03/05/2022

ঈদ মোবারক।

সীমিত আসন সংখ্যা বাকি আছে!!!যারা যেতে দিতে ইচ্ছুক অতি শীঘ্রই বুকিং করুন।।।
26/04/2022

সীমিত আসন সংখ্যা বাকি আছে!!!

যারা যেতে দিতে ইচ্ছুক অতি শীঘ্রই বুকিং করুন।।।

ঈদের পরে কক্সবাজার ভ্রমনে যাচ্ছে ট্রাভেলার্স অব বিয়ানীবাজার।৩ রাত ২ দিনের এই ট্যুরে ঘুরে দেখবো বিশ্বের দীর্ঘতম সী-বীচ কক...
20/04/2022

ঈদের পরে কক্সবাজার ভ্রমনে যাচ্ছে ট্রাভেলার্স অব বিয়ানীবাজার।

৩ রাত ২ দিনের এই ট্যুরে ঘুরে দেখবো বিশ্বের দীর্ঘতম সী-বীচ কক্সবাজার।

ইভেন্ট ফি
৪৯৯০/-টাকা জনপ্রতি।
১১৪৯০/-টাকা কাপল।

⭕ ট্যুরের সময়সূচিঃ
১২ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০টায় যাত্রা বিয়ানীবাজার থেকে।
১৫ মে রবিবার সকাল ৭.০০ টায় বিয়ানীবাজার থাকবো ইনশাআল্লাহ।
(অর্থাৎ ৩ রাত দুই দিনের ট্যুর: ১ রাত কক্সবাজারের উন্নতমানের হোটেলে রাত্রি যাপন)

⭕ যা যা দেখবো
* পৃথিবীর দীর্ঘতম সাগর সৈকত (কক্সবাজার)
* সুগন্ধা বীচ
* লাবনী পয়েন্ট
* কলাতলী সী বীচ

* ইনানী সী বীচ
* দরিয়া নগর
* হিমছড়ি

✅ এই খরচে যা যা থাকবে-
- বিয়ানীবাজার হতে বাসে যাওয়া ও আসা।
- অভ্যন্তরীণ সকল ধরনের ট্রান্সপোর্ট খরচ।
- ২টা সকালের নাস্তা, ২টা দুপুরের খাবার ও ১ টা রাতের ডিনার।
- একরাত কক্সবাজার হোটেলে শেয়ার বেসিসে রাত্রি যাপন।
- একটি করে টি-শার্ট।
- সার্বক্ষণিক গাইডিং সেবা।

❌ যা যা অন্তর্ভুক্ত না-
☆ যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
★ হোস্টের ম্যানুর বাহিরে এক্সট্রা কোন খাবার, কোল্ড ড্রিংকস, ইত্যাদি।
★ আসা যাওয়ার পথে যাত্রা বিরতিতে কোন খাবার।

➡ ফুড ম্যানু-

✳️ সকালের নাস্তা-
পরটা,সবজি, ডিম মামলেট ও চা।
✳️ দুপুরের খাবার-
সামুদ্রিক মাছ, ভর্তা, সবজি, ডাল ও সাদাভাত।
✳️রাতের খাবার-
মুরগীর মাংস, ভর্তা, সবজি, ডাল ও সাদাভাত।
২য় দিন- চিকেন বিরিয়ানি

✳️ কনফার্ম করার জন্যে ৩০০০/-টাকা বিকাশ, রকেট, নগদে দিতে হবে অথবা অফিসে এসে জমা দিয়ে টিকেট নিয়ে যেতে পারেন। কোনভাবেই মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
✳️ বুকিং মানি অফেরতযোগ্য।
(বুকিং এর শেষ সময় ঈদের পরদিন রাত ১২ টা পর্যন্ত)

✳️ বুকিং এর জন্য-(বিকাশ, নগদ রকেট)
কামরুল +8801760345892
রাসেল- +8801910767079
শাহান- +8801770319746

কিছু কথা
➡কক্সবাজার স্টান্ডার্ড মানের হোটেলে থাকার ব্যাবস্থা করা হবে একরুমে শেয়ার ব্যাসিসে ৪/৫জন।
➡খাবার ম্যানুতে সবার এক ম্যানু থাকবে,হোস্টের ম্যানুর বাহিরে কিছু খেলে আপনাকে বিল পরিশোধ করতে হবে।
➡কাপলদের ক্ষেত্রে আলাদা রুম দেওয়া হবে, বুকিং এর সময় তাই আগে বলে দিবেন।
➡আগে বুকিং দিলে আগে সিট পাবেন। বুকিং ভিত্তিতে সিট দেওয়া হবে।

পরামর্শ বা কোন কিছু জানার জন্য অথবা কর্পোরেট ট্যুরের জন্য কল করুন↓
হেল্প লাইনঃ +8801740723792 অথবা+8801760345892

যার যার নিয়ন্ত্রনে।
10/04/2022

যার যার নিয়ন্ত্রনে।

সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
17/02/2022

সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

প্রিয় ভ্রমন পিয়াসীগণ!!!  Travellers Of Bbeanibazar  যাচ্ছে শাপলা বিল, জাফলং এবং লালাখাল।।।সম্পূর্ণ রূপে সাস্থ্য বিধি লক্...
27/01/2022

প্রিয় ভ্রমন পিয়াসীগণ!!!
Travellers Of Bbeanibazar যাচ্ছে শাপলা বিল, জাফলং এবং লালাখাল।।।

সম্পূর্ণ রূপে সাস্থ্য বিধি লক্ষ্য করে।
এটি একটি ডে ট্রিপ ইভেন্ট!!!

★ #যাত্রার তারিখ- ১১ ফেব্রুয়ারী ২০২২।

★★ট্যুর ব্যাপ্তি- ১ দিন।

★★ #ইভেন্ট ফি- ১১৯০/- টাকা (জনপ্রতি)


★★যোগাযোগ:
☎️ 01770319746
☎️ 01760345892
☎️01717006932



ছেলে/মেয়ে/কাপল, যেকোনো বয়সের যে কেউ যেতে পারবেন এই ট্যুরে। চাইলে ফ্যামিলির সবাইকে নিয়েও যেতে পারবেন আমাদের সাথে।

★★যা যা দেখবো:

➡️শাপলা বিল (ডিবির হাওর)।
➡️জাফলং এবং
➡️লালাখাল।

★★ইভেন্ট ফি তে যা যা থাকছে-

➡️ একটি করে ফেইস মাস্ক।
➡️ বিয়ানীবাজার- টু - শাপলা বিল, জাফলং এবং লালাখাল এর রিজার্ভ গাড়িতে যাওয়া আসা।
➡️ স্পট ঘুুরে আসার যাতায়াত বাবদ গাড়ির খরচ।
➡️ স্পটে নৌকায় ভ্রমন।
➡️ সকালের নাস্তা।
➡️ দুপুরের খাবার ( বিরিয়ানী+৫০০মিলি পানি)।
➡️ সব ধরনের এন্ট্রি ফি।
➡️ বিকেলে চা।

★★যা যা থাকছে না-

➡️ ইভেন্টের বাইরে যে কোনো ধরনের খরচ।
➡️ যাত্রা বিরতিতে খাওয়া খরচ
➡️ খাবার মেন্যুর বাইরে কোনো খাবার খেতে চাইলে সেই খরচ।
➡️ ব্যক্তিগত ক্যামেরা ভাড়া করলে তার খরচ।

★★বিস্তারিত ট্যুর প্ল্যান:
=> ১১ ফেব্রুয়ারী ২০২২ ভোরে বিয়ানীবাজার হতে রিজার্ভ গাড়ি দিয়ে যাত্রা করবো।

=> ১১ ফেব্রুয়ারী ২০২২ সকাল বেলা রওনা দিবো বিয়ানীবাজার থেকে ডিবির হাওর। ডিবির হাওরে নৌকায় জাতীয় ফুলের সমাহার উপভোগ করবো। শাপলা বিল এর অপরূপ সৌন্দর্যকে ছবি ফোন হৃদয়ে আগলে রেখে কিছু স্মৃতি করে রাখার মতো ছবি, ভিডিও সংগ্রহ করবো। শাপলা বিল উপভোগ করে তারপর জাফলং এর উদ্দেশ্যে রওনা দিবো। যেতে যেতে সুন্দর পাহাড়, ঝর্না, প্রকৃতিকে উপভোগ করবেন। জাফলং এর ঝুলন্ত ব্রীজ, জিরো পয়েন্ট, পানি, পাথর, দেখে। কেনা কাটা শেষ করে এসে সুন্দর একটি জায়গা দেখে দুপুরের খাবার খেয়ে নিবো। তার পর জাফলং থেকে রওনা দিবো বিকেলে লালাখাল। নৌকায় লালাখালের সৌন্দর্যকে উপভোগ করে সন্ধ্যার দিকে চা খেয়ে রওনা দিবো নিজের বাড়ির দিকে।।

=> সন্ধ্যার পর বিয়ানীবাজার থাকবো ইনশাআল্লাহ।

★★কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য নগদ =১১৯০/- টাকা অথবা বিকাশে (২৫ টাকা বিকাশ খরচ সহ ১২১৫/-) অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। বুকিং সিরিয়াল অনুযায়ী আসন বসবে।
★★বুকিং এর ডেডলাইন- ০৮ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত।

🔷 বিকাশ-
01760345892 (পার্সোনাল)

🔶 কনফার্ম করার আগে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে -

★★ আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্টের স্বীকার হলে অথবা এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কারো কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
★★ যে কোনো দূর্ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা সকলকে মিলে মোকাবেলা করতে হবে।
★★ গাড়িতে ধূমপান করলে এবং কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
★★ যেখানেই যাবেন গ্রুপের সাথে থাকবেন। কোথাও যাওয়ার প্রয়োজন হলে এডমিনকে অবগত করে যাবেন। চেষ্টা করবেন সবাই একত্রিত থাকতে।
★★পর্যটন এলাকার বর্ডার ক্রস করা যাবেনা। নির্দিষ্ট সীমা রেখার ভিতরে অবস্থান করবেন।
★★ পর্যটন এলাকার ক্ষতি হবে এমন কাজ করবেন না।
★★ সময়ের গুরুত্ব রাখবেন, যেহেতু অনেকেই থাকবেন সেহেতু সকলের বিরক্তির কারন যেনো না হই।
★★কোনো ধরনের সমস্যা বোধ করলে এডমিনকে অবগত করবেন।
★★খাবার খেয়ে তার উৎকৃষ্ট অংশ যেখানে সেখানে ফেলবেন না। নির্দিষ্ট করা একটি জায়গায় রাখবেন।
★★সব সময় ফোন চালু রাখবেন যাতে করে আপনার সাথে যোগাযোগ রাখা যায়।

⬛ বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার ব্যাপারে অামরা সর্বোচ্চ সতর্ক থাকায়, মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।

⚫ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্যুর কমিটির কাছে অর্পিত থাকবে।

বসন্ত আসছে, আসছে শিমুল বাগান ট্রিপ,বসন্তের শুরুতে যাবো অগ্নিঝরা লাল শিমুল ফুল দেখতে।আপনি রেডি ত??
25/01/2022

বসন্ত আসছে, আসছে শিমুল বাগান ট্রিপ,

বসন্তের শুরুতে যাবো অগ্নিঝরা লাল শিমুল ফুল দেখতে।

আপনি রেডি ত??

সাজিদ রাজার বাড়ি।
14/01/2022

সাজিদ রাজার বাড়ি।

দুই রমনীর দ্বায়িত্ব যখন হাতে থাকে!!!
02/01/2022

দুই রমনীর দ্বায়িত্ব যখন হাতে থাকে!!!

20/12/2021

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

shimul bagan, sunamganj
23/11/2021

shimul bagan, sunamganj

নিলাদ্রী লেক।
19/11/2021

নিলাদ্রী লেক।

ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে ❤️👌পরিবহন ধর্মঘটের কারনে প্রায় ২০ হাজার পর্যটক আটকে আছেন কক্সবাজারে। এই কঠিন মুহূর্তে বাংলাদেশ ...
06/11/2021

ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে ❤️👌

পরিবহন ধর্মঘটের কারনে প্রায় ২০ হাজার পর্যটক আটকে আছেন কক্সবাজারে। এই কঠিন মুহূর্তে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় নিজস্ব পরিবহনে কোন প্রকার ভাড়া ছাড়া চট্টগ্রাম জেলায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ।

আপনাদের পরিচিত যে সমস্ত পর্যটকগণ কক্সবাজার-এ আটকে পড়েছেন তাদের কে পুলিশ লাইন্স, কক্সবাজার এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নাম্বার- +8801320108474

নোটঃ Cox’s Bazar থেকে চট্টগ্রাম যাওয়ার পর সবাই ট্রেনে করে নিজ জেলায় সহজে ফিরতে পারবেন।

05/11/2021
 #জন্মদিনের শুভেচ্ছা এম টি রাসেল, ভালোবাসা নিরন্তর, সুন্দর হোক তোর ভবিষ্যৎ। আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও দো...
03/11/2021

#জন্মদিনের শুভেচ্ছা এম টি রাসেল, ভালোবাসা নিরন্তর, সুন্দর হোক তোর ভবিষ্যৎ। আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও দোয়া রইলো, ভালো থাকিস।

এটি Travellers Of Bbeanibazar  এর একটি ডে ট্রিপ ইভেন্ট।★ #যাত্রার তারিখ- ১২ নভেম্বর ২০২১।★★ট্যুর ব্যাপ্তি- ১ দিন।★★ #ইভে...
26/10/2021

এটি Travellers Of Bbeanibazar এর একটি ডে ট্রিপ ইভেন্ট।

★ #যাত্রার তারিখ- ১২ নভেম্বর ২০২১।

★★ট্যুর ব্যাপ্তি- ১ দিন।

★★ #ইভেন্ট ফি- ১৪৯০ টাকা (জনপ্রতি)


★★যোগাযোগ:
☎️ 01770319746
☎️ 01760345892

ছেলে/মেয়ে/কাপল, যেকোনো বয়সের যে কেউ যেতে পারবেন এই ট্যুরে। চাইলে ফ্যামিলির সবাইকে নিয়েও যেতে পারবেন আমাদের সাথে।

★★যা যা দেখাবো:

➡️যাদুকাটা নদী।
➡️বারিকঠিলা।
➡️শিমুল বাগান।
➡️টেকেরঘাট নিলাদ্রী লেক।
➡️লাকমাছড়া।

★★ইভেন্ট ফি তে যা যা থাকছে-

➡️ বিয়ানীবাজার-সুনামগঞ্জ - নোহা গাড়িতে
➡️ স্পট ঘুুরে আসার যাতায়াত গাড়ির খরচ
➡️ সকালের নাস্তা
➡️ দুপুরের খাবার ( বিরিয়ানী+৫০০মিলি পানি)
➡️ সব ধরনের এন্ট্রি ফি
➡️ গ্রুপ ক্যামেরা।
➡️ বিকেলে চা

★★যা থাকছে না-

➡️ ইভেন্টের বাইরে যে কোনো ধরনের খরচ।
➡️ যাত্রা বিরতিতে খাওয়া খরচ
➡️ খাবার মেন্যুর বাইরে কোনো খাবার খেতে চাইলে সেই খরচ।
➡️ ব্যক্তিগত ক্যামেরা ভাড়া করলে তার খরচ
➡️ লেকে নৌকা ভাড়া করে থাকলে তার খরচ

★★বিস্তারিত ট্যুর প্ল্যান:
=> ১২ নভেম্বর ২০২১ ভোর ৪ টার সময় বিয়ানীবাজার হতে নোহা দিয়ে যাত্রা করবো।

=> ১২ নভেম্বর ২০২১ সকালে সুনামগঞ্জ নেমে নাস্তা করে যাদুকাটা নদী পার হয়ে রওনা দিবো পরবর্তি স্পটের দিকে। বারিক ঠিলা হয়ে, আমরা যাবো শিমুল বাগানে, সেখানে কিছু সময় থেকে ছবি তুলে আবার রওনা দিবো টেকেরঘাট নিলাদ্রী লেকে। নিলাদ্রীতে কিছু সময় পার করে যাবো আমরা লাকমাছড়ায়। স্পট ঘুরে শেষ করে গাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আড্ডা দিবো সবাই মিলে। এরপর সুন্দর জায়গা দেখে চা খেয়ে বিয়ানীবাজারের উদ্দ্যেশে রওনা দিবো।

=> বিকেলের দিকে বিয়ানীবাজার থাকবো ইনশাআল্লাহ।

★★কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য ১৪৯০ টাকা (৩০ টাকা বিকাশ খরচ) অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা আপনি চাইলে সরাসরিও জমা দিতে পারেন।

★★বুকিং এর ডেডলাইন- ১০ নভেম্বর ২০২১ পর্যন্ত।

🔷 বিকাশ-
01760345892 (পার্সোনাল)

🔶 কনফার্ম করার আগে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে -

★★ আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্টের স্বীকার হলে অথবা এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কারো কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
★★ যে কোনো দূর্ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা সকলকে মিলে মোকাবেলা করতে হবে।
★★ গাড়িতে ধূমপান করলে এবং কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।

⬛ বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার ব্যাপারে অামরা সর্বোচ্চ সতর্ক থাকায়, মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।

⚫ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্যুর কমিটির কাছে অর্পিত থাকবে।

এটি Travellers Of Bbeanibazar  এর একটি ডে ট্রিপ ইভেন্ট।★যাত্রার তারিখ- ১২ নভেম্বর ২০২১।★★ট্যুর ব্যাপ্তি- ১ দিন।★★ ইভেন্ট...
18/10/2021

এটি Travellers Of Bbeanibazar এর একটি ডে ট্রিপ ইভেন্ট।

★যাত্রার তারিখ- ১২ নভেম্বর ২০২১।

★★ট্যুর ব্যাপ্তি- ১ দিন।

★★ ইভেন্ট ফি- ১৪৯০ টাকা (জনপ্রতি)


★★যোগাযোগ:
☎️ 01770319746
☎️ 01760345892

ছেলে/মেয়ে/কাপল, যেকোনো বয়সের যে কেউ যেতে পারবেন এই ট্যুরে। চাইলে ফ্যামিলির সবাইকে নিয়েও যেতে পারবেন আমাদের সাথে।

★★যা যা দেখাবো:

➡️যাদুকাটা নদী।
➡️বারিকঠিলা।
➡️শিমুল বাগান।
➡️টেকেরঘাট নিলাদ্রী লেক।
➡️লাকমাছড়া।

★★ইভেন্ট ফি তে যা যা থাকছে-

➡️ বিয়ানীবাজার-সুনামগঞ্জ - নোহা গাড়িতে
➡️ স্পট ঘুুরে আসার যাতায়াত গাড়ির খরচ
➡️ সকালের নাস্তা
➡️ দুপুরের খাবার ( বিরিয়ানী+৫০০মিলি পানি)
➡️ সব ধরনের এন্ট্রি ফি
➡️ গ্রুপ ক্যামেরা।
➡️ বিকেলে চা

★★যা থাকছে না-

➡️ ইভেন্টের বাইরে যে কোনো ধরনের খরচ।
➡️ যাত্রা বিরতিতে খাওয়া খরচ
➡️ খাবার মেন্যুর বাইরে কোনো খাবার খেতে চাইলে সেই খরচ।
➡️ ব্যক্তিগত ক্যামেরা ভাড়া করলে তার খরচ
➡️ লেকে নৌকা ভাড়া করে থাকলে তার খরচ

★★বিস্তারিত ট্যুর প্ল্যান:
=> ১২ নভেম্বর ২০২১ ভোর ৪ টার সময় বিয়ানীবাজার হতে নোহা দিয়ে যাত্রা করবো।

=> ১২ নভেম্বর ২০২১ সকালে সুনামগঞ্জ নেমে নাস্তা করে যাদুকাটা নদী পার হয়ে রওনা দিবো পরবর্তি স্পটের দিকে। বারিক ঠিলা হয়ে, আমরা যাবো শিমুল বাগানে, সেখানে কিছু সময় থেকে ছবি তুলে আবার রওনা দিবো টেকেরঘাট নিলাদ্রী লেকে। নিলাদ্রীতে কিছু সময় পার করে যাবো আমরা লাকমাছড়ায়। স্পট ঘুরে শেষ করে গাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আড্ডা দিবো সবাই মিলে। এরপর সুন্দর জায়গা দেখে চা খেয়ে বিয়ানীবাজারের উদ্দ্যেশে রওনা দিবো।

=> বিকেলের দিকে বিয়ানীবাজার থাকবো ইনশাআল্লাহ।

★★কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য ১৪৯০ টাকা (৩০ টাকা বিকাশ খরচ) অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা আপনি চাইলে সরাসরিও জমা দিতে পারেন।

★★বুকিং এর ডেডলাইন- ২৭ অক্টোবর ২০২১ পর্যন্ত।

🔷 বিকাশ-
01760345892 (পার্সোনাল)

🔶 কনফার্ম করার আগে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে -

★★ আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্টের স্বীকার হলে অথবা এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কারো কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
★★ যে কোনো দূর্ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা সকলকে মিলে মোকাবেলা করতে হবে।
★★ গাড়িতে ধূমপান করলে এবং কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।

⬛ বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার ব্যাপারে অামরা সর্বোচ্চ সতর্ক থাকায়, মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।

⚫ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্যুর কমিটির কাছে অর্পিত থাকবে।

★ #ট্রাভেলার্স_অফ_বিয়ানীবাজার_এর_ইভেন্ট। যারা যাবেন ভাবছেন তারা অবশ্যই অামাদের সাথে যোগাযোগ করবেন | আমাদের ইভেন্ট Open f...
10/09/2021

★ #ট্রাভেলার্স_অফ_বিয়ানীবাজার_এর_ইভেন্ট।
যারা যাবেন ভাবছেন তারা অবশ্যই অামাদের সাথে যোগাযোগ করবেন | আমাদের ইভেন্ট Open for all,যে কেউ জয়েন করতে পারেন আমাদের সাথে।

আমাদের গ্রুপ লিংক :
https://www.facebook.com/groups/1402393040139623/?ref=share

আমাদের পেইজের লিংক :
https://www.facebook.com/Travelersofpepole

যাত্রার সময়:- ২৪ সেপ্টেম্বর ২০২১ইং রোজ শুক্রবার, সকাল ৬: ৩০ টা।
এটি একটি রিলাক্স ডে ট্রিপ ।
খরচ-১০২০/=

★সিলেট থেকে যদি কেউ আমাদের সাথে জয়েন করতে চান তাহলে যোগাযোগ করুন
Shahan= 01941159528

#ভোলাগঞ্জ_এবং_রাতারগুল।

◆ভ্রমনের সম্ভাব্য বর্ননা◆
বিয়ানীবাজার থেকে একসাথে বাসে রওনা দিবো আমরা, গাড়িতে হবে সকালের নাস্তা। গন্তব্য হলো ভোলাগঞ্জ। সেখানে চলবে গোসল। গোসল শেষে করে হবে লাঞ্চ। সেখানে আমরা লাঞ্চ শেষ করে তার পর আবার রওনা দিবো রাতারগুলের উদ্দ্যেশে। এখানে নৌকা করে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। রাতারগুল স্পট ঘুরে আবার বিয়ানীবাজারের পথে রওনা দিবো। এই হচ্ছে প্রাথমিক প্লান।

★যা যা থাকছেঃ
→ ব্রেকফাস্ট
→ বিয়ানীবাজার টু ভোলাগঞ্জ, টু রাতারগগুল এর বাস ভাড়া
→ সমগ্র নৌকার যাতায়াত খরচ
→ দুপুরের খাবার
→ রাতারগুল টু বিয়ানীবাজার এর বাস ভাড়া
→ র‍্যাফেল ড্র।
→ গান, গল্প, কৌতুক, ইত্যাদি।
→ মহিলা/মেয়েদের জন্য আলাদা গাইড আছে।

★ যা সাথে নেওয়া উচিতঃ
→গোসলের জন্য অতিরিক্ত কাপড়
→ক্যামেরা
→পাওয়ার ব্যাংক
→ভেজা কাপড় ক্যারি করার জন্য এক্সট্রা ব্যাগ

★★মনে রাখুন★★
♣ কথায় আছে ভ্রমনে জ্ঞান বাড়ে। আমাদের ভ্রমন হোক আনন্দদায়ক। বাজুক নতুন সম্পর্কের জয়গান।
♣ কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহন বা বহন করা যাবে না।

♣ মনে রাখতে হবে আমরা প্রকৃতির সন্তান, তাই কোনোভাবেই প্রকৃতির সৌন্দর্য্য ও ভারসাম্য নষ্ট হয় এমন কিছু আমরা করবো না।
♣ এটি একটি দলগত জার্নি, তাই ভ্রমনকালীন সমস্যাগুলো মেনে নেয়ার মন মানসিকতা থাকতে হবে। আর হা… কোনোভাবেই দলছুট হওয়া যাবে না।
♣ পরিস্থিতি বিবেচনায় ভ্রমনকালীন প্ল্যানে কোনো পরিবর্তন বা যেকোনো সমস্যার সমাধান আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই করবো।
প্রতিদিন ই কনফার্মেশন চলছে।
কনফার্ম করার ডেডলাইন : ২০ সেপ্টেম্বর
# কনফার্ম মানেই টাকা পাঠিয়ে নিশ্চিত করা, কারো ক্ষেত্রেই মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
# কনফার্ম মানি অফেরতযোগ্য
কনফার্ম মানি পাঠানোর জন্য
- বিকাশ নাম্বারঃ
১/ কামরুল - 01760345892
আগ্রহীগণ উক্ত তারিখের মধ্যে bkash 1020/= টাকা পাঠিয়ে আসন কনফার্ম করে ফেলুন। টাকা পাঠানোর পর অবশ্যই ম্যাসেজ অথবা ইভেন্ট পেইজে পোস্ট দিয়ে ইনফর্ম করবেন।এছাড়া আমাদের সাথে দেখা করেও কনফার্ম করতে পারেন ।

যেকোন বিষয়ে জানতে যোগাযোগঃ
১/ Shahan Ahmed Mukta = 01941159528
২/ এম টি রাসেল = 01910767079
৩/ Md. Kamrul Hasan = 01760345892
হ্যা পি ট্রাভেলিং!!!

Address

Sylhet

Telephone

+8801740723792

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travellers of Beanibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travellers of Beanibazar:

Videos

Share

Category


Other Travel Services in Sylhet

Show All