Piyain Tourism পিয়াইন ট্যুরিজম

Piyain Tourism পিয়াইন ট্যুরিজম Visa Application, Air Ticket, Package Tour and Hotel Booking...

ভালো উদ্যোগ.....দেশের বাহিরে ঘুরতে গিয়ে কিংবা চিকিৎসা করতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন কিংবা নস্ট হয়ে গেছে।এখন দেশে ফির...
05/07/2024

ভালো উদ্যোগ.....
দেশের বাহিরে ঘুরতে গিয়ে কিংবা চিকিৎসা করতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন কিংবা নস্ট হয়ে গেছে।এখন দেশে ফিরবেন কিভাবে ?
আপনাকে অবশ্যই প্রথমে নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে জিডি করতে হবে। তারপর সেই জিডি কপি সমেত বাংলাদেশ মিশনে গিয়ে ট্রাভেল পাসের জন্য আবেদন করা লাগতো। যদি অনেক সময় দেখা যায় শুধু মিশনে যাওয়ার জন্য বাই রোডে ২/৩ দিন ট্রাভেল করেও যাওয়া লাগতো অথবা টাকা খরচা করে ফ্লাইটে যাওয়া লাগতো।
পাসপোর্ট অধিদপ্তর তাদের ওয়েবসাইটে নতুন একটি সেবা সংযোজন করেছে। দেশের বাহিরে যদি পাসপোর্ট হারিয়ে যায় থানায় জিডি করে পাসপোর্ট এর ওয়েবসাইট ভিজিট করে সাথেই সাথেই অনলাইনে ট্রাভেল পাসের আবেদন করতে পারবেন। ফী নিবে মাত্র ১৫ ডলার। অনলাইনে ফী জমা দিয়ে আবেদন সাবমিট করে দিলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন আপনার আবেদন যাচাই বাছাই করে ট্রাভেল পাস দিয়ে দিবে।
সেই পাস নিয়ে আপনি দেশে ব্যাক করতে পারবেন। এবং এসেই আবার পাসপোর্ট এর আবেদন করতে পারবেন।

30/05/2024

সুইজারল্যান্ডের ভিসা আবেদন প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও প্রয়োজনীয়তা নিয়ে গঠিত। নিচে সাধারণ প্রক্রিয়া উল্লেখ করা হলো:
১. ভিসার ধরন নির্ধারণ
সুইজারল্যান্ডে বিভিন্ন ধরনের ভিসা আছে, যেমন:
- পর্যটক ভিসা (শেঙ্গেন ভিসা)
- ব্যবসায়িক ভিসা
- শিক্ষার্থী ভিসা
- কাজের ভিসা
প্রথমে, আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসার ধরন নির্ধারণ করুন।
২. আবেদনপত্র পূরণ
সুইজারল্যান্ডের ভিসা আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হয়। সাধারণত এটি [সুইজারল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রের](https://www.swiss-visa.ch/) ওয়েবসাইটে পাওয়া যাবে।
৩. প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ
প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত নিম্নরূপ:
- পূর্ণাঙ্গ আবেদনপত্র
- বৈধ পাসপোর্ট (ভ্রমণের পর কমপক্ষে ৩ মাসের মেয়াদ থাকতে হবে)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- ভ্রমণের উদ্দেশ্য প্রমাণকারী ডকুমেন্টস (হোটেল বুকিং, ইনভাইটেশন লেটার, ইত্যাদি)
- ভ্রমণ বিমা
- আর্থিক সক্ষমতার প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণপত্র, ইত্যাদি)
৪. ভিসা ফি পরিশোধ
সুইজারল্যান্ডের ভিসা আবেদন ফি সাধারণত ৬০ ইউরো। তবে বিভিন্ন ভিসার জন্য ফি পরিবর্তিত হতে পারে।
৫. আবেদন জমা দেওয়া
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিকটস্থ সুইজারল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক তথ্য দিতে হতে পারে।
৬. সাক্ষাৎকার
কখনও কখনও ভিসা ইন্টারভিউয়ের জন্য দূতাবাসে হাজির হতে হতে পারে। এটি আপনার ভ্রমণের উদ্দেশ্য ও আপনার প্রোফাইলের উপর নির্ভর করে।
৭. ভিসা অনুমোদন ও পাসপোর্ট সংগ্রহ
ভিসা অনুমোদিত হলে আপনাকে দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে অথবা মেইল ​​দ্বারা তা পাঠানো হবে।
উল্লেখ্য, সুইজারল্যান্ড একটি শেঙ্গেন অঞ্চলভুক্ত দেশ, তাই শেঙ্গেন ভিসা পেতে গেলে ২৬টি ইউরোপীয় দেশেও আপনি ভ্রমণ করতে পারবেন।
ভিসা আবেদনের পূর্বে সর্বশেষ তথ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সুইজারল্যান্ড দূতাবাসের ওয়েবসাইটে যাওয়া শ্রেয়।

30/05/2024
কমলাপুরে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে স্টেশনের মূল ভবনেই আবাসিক হোটেলের মতো বিশ্রাম কক্ষের ব্যবস্থা করেছে রেলওয়ে। ...
25/05/2024

কমলাপুরে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে স্টেশনের মূল ভবনেই আবাসিক হোটেলের মতো বিশ্রাম কক্ষের ব্যবস্থা করেছে রেলওয়ে। হোটেলে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে বাজে কোনো লোকের আড্ডা নেই।

এই হোটেলে মোট ১৬টি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি কক্ষ শুধুমাত্র হোটেলের কর্মচারীরা ব্যবহার করেন। আর বাকি ১৫টি কক্ষ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। এর মধ্যে ৭টি কক্ষে রয়েছে এসিসহ ফ্যান। আর বাকি ৮টি কক্ষে শুধু ফ্যান রয়েছে।

এসি কক্ষে চারজন থাকতে পারবে; এমন রুম রয়েছে ৫টি। এসব কক্ষের ভাড়া দুই হাজার টাকা। দুজন করে থাকতে পারবেন এমন কক্ষ রয়েছে দুটি। এসব রুমের ভাড়া এক হাজার ৫০০ টাকা। অন্যদিকে এসি ছাড়া রুমগুলোর ভাড়া এক হাজার টাকা করে। প্রতি কক্ষে দুজন করে থাকতে পারবেন।

ক্ষেত্রবিশেষে ২০০ থেকে ৩০০ টাকা কম নিয়ে থাকেন তাঁরা। যেকোন সময় চেক-ইন করা যায়। সঙ্গে এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক। চেক-আউট টাইম ১২টায়।

একটি সাধারণ মানের আবাসিক হোটেলে সাধারনত যেসব সুবিধা পাওয়া যায়, যেমন-- খাট, টি-টেবিল, সোফা, ড্রেসিং টেবিল, টেলিভিশন, কাপড় রাখার জায়গা, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বিশুদ্ধ পানি, ফ্রি ওয়াইফাই ও লন্ড্রী সবই আছে রেলওয়ে আবাসিক হোটেলে। খাবারের জন্য দোতলায় আছে "বিরতি রেস্টুরেন্ট"।

এই আবাসিক হোটেলটি আগে তৃতীয় একটি পক্ষ ‘নিকুঞ্জ’ নামে পরিচালনা করত। বিশাল অঙ্কের বকেয়া থাকায় ২০২২ সালে রেলওয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। পরে হোটেলটি বন্ধ হয়ে যায়। অবশেষে এ বছরের (২০২৪) জানুয়ারি মাসে এটি নতুন করে চালু করে বাংলাদেশ রেলওয়ের মার্কেটিং বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেল’।

কেউ চাইলে ট্রেনে বসেই এই নম্বরে কল করে রুম বুকিং করতে পারবেন। নম্বরটি হচ্ছে- 01330512069

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা...
25/05/2024

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা (শেঞ্জেন ভিসা) ৯০ দিনের কম সময়ের জন্য ভ্রমণকারীদের জন্য হয়। নিচে বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হলো:

ধাপ ১: ভিসার ধরন নির্ধারণ
আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল অনুযায়ী, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন তা নির্ধারণ করুন। সাধারণত, ফ্রান্সের জন্য শেঞ্জেন ভিজিট ভিসা (শর্ট স্টে) পর্যটন, ব্যবসা, বা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য হয়ে থাকে।

ধাপ ২: আবেদন ফর্ম পূরণ
ফ্রান্সের শেঞ্জেন ভিজিট ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। এটি অনলাইনে পাওয়া যেতে পারে [France-Visas ওয়েবসাইটে](https://france-visas.gouv.fr/)।

ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ
নিম্নলিখিত ডকুমেন্টসগুলি সাধারণত ফ্রান্সের ভিজিট ভিসার জন্য প্রয়োজন হয়:

1. পাসপোর্ট: আপনার পাসপোর্টটি ভিসার আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে তিন মাস পর পর্যন্ত বৈধ হতে হবে এবং এতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।

2. আবেদন ফর্ম: সম্পূর্ণ পূরণ করা এবং স্বাক্ষর করা শেঞ্জেন ভিসা আবেদন ফর্ম।

3. ফটো: সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (বায়োমেট্রিক ফটো)।

4. ফ্লাইট বুকিং: ফ্রান্সে আসা-যাওয়ার নিশ্চিত ফ্লাইট টিকেট।

5. হোটেল রিজার্ভেশন: ফ্রান্সে থাকার সময়কালীন হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা।

6. বীমা: ভ্রমণ স্বাস্থ্য বীমা, যা শেঞ্জেন অঞ্চলে আপনার পুরো থাকার সময়কালের জন্য অন্তত ৩০,০০০ ইউরো পর্যন্ত কভার করবে।

7. আর্থিক ক্ষমতার প্রমাণ: আপনার ভ্রমণ এবং ফ্রান্সে থাকার সময়কালের জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ। এটি ব্যাংক স্টেটমেন্ট, চাকরির সার্টিফিকেট, বা স্পনসরশিপ লেটার হতে পারে।

8. কাভার লেটার: আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং বিস্তারিত বিবরণ সহ একটি চিঠি।

9. ভিসা ফি: নির্ধারিত ভিসা ফি জমা দেওয়া।

ধাপ ৪: ভিসা আবেদন জমা
ফ্রান্সের ভিসা আবেদন গ্রহণের জন্য নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্র (VFS Global) বা ফ্রান্সের দূতাবাসে ভিসা আবেদন জমা দিতে হবে। VFS Global বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত।

ধাপ ৫: বায়োমেট্রিক তথ্য প্রদান
ভিসা আবেদন জমা দেওয়ার সময়, আপনাকে আপনার বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি) প্রদান করতে হবে।

ধাপ ৬: সাক্ষাৎকার
কিছু ক্ষেত্রে, ভিসা অফিসার সাক্ষাৎকারের জন্য আপ

Bienvenue sur France-Visas, le site officiel des visas pour la France.

25/05/2024
https://www.kalerkantho.com/online/national/2024/05/24/1390852?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1Gv34wgeoJkkmzqyEbuJ1g2xPc62Hu...
24/05/2024

https://www.kalerkantho.com/online/national/2024/05/24/1390852?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1Gv34wgeoJkkmzqyEbuJ1g2xPc62HuXxXoQoIpk2ntXQ0iGTNdfm1tKwI_aem_AWqK8yFulURy9jNV5AioeWn5asd-Ge6_ru85wXcF2fZS9pK22QAseuRG06SJxUdM-Wp01-RfKSZl7a3KOb4nBRWb

ভিএফএস তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু...

অভিনন্দন বাবর আলী, এগারো বছর পর এভারেস্টের চূড়ায় আবারও বাংলাদেশি। Shahin AhmedConnect The People
20/05/2024

অভিনন্দন বাবর আলী, এগারো বছর পর এভারেস্টের চূড়ায় আবারও বাংলাদেশি। Shahin AhmedConnect The People

ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বা...
18/05/2024

ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

দিল্লি বহুদ্দূর...?না, এখন আর দিল্লি খুব একটা দূর নয়। দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল...
10/05/2024

দিল্লি বহুদ্দূর...?
না, এখন আর দিল্লি খুব একটা দূর নয়। দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল্লিগামী সরাসরি ট্রেন।
গত ১৬ এপ্রিল ভারতীয় রেল চালু করেছে 'ফারাক্কা এক্সপ্রেস'। এই ট্রেন বালুরঘাট স্টেশন থেকে যাবে সরাসরি রাজধানী দিল্লি। ফলে কেবল দিল্লিই নয়, ভারতের পশ্চিমাঞ্চলে যারা ভ্রমণে বা কাজে যান, তাদের সুবিধা হলো। সপ্তাহে সাতদিনই মিলবে পরিষেবা। দু’টি ট্রেনের একটি চারদিন অন্যটি সপ্তাহে তিনদিন চলবে বলে খবর।
যারা পশ্চিম ভারত, দিল্লি,রাজস্থান,হিমাচল, পাঞ্জাব কিংবা জম্মু-কাশ্মীরে যাওয়ার প্ল্যান করেছেন, চাইলে ব্যবহার করতে পারবেন এই ট্রেনই।
এখন বলেন, 'দিল্লিকা লাড্ডু' খেতে চাইলে দিল্লি কতদূর?

03/05/2024

হেলিকপ্টারে মেঘালয় গৌহাটি

প্রথমেই চলে যাবেন ঢাকা থেকে ৪ ঘন্টার দূরত্বে শেরপুর (Sherpur)। মহাখালি থেকে শেরপুর যাওয়ার এভেইলেবল বাস পাওয়া যায়। সরাসরি নালিতাবাড়ীর বাসে চড়লেই সবচাইতে ভালো। ভাড়া ৩০০ টাকা। এই জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত স্থলবন্দর হচ্ছে নাকুগাও। এখানে ইমিগ্রেশনও আছে। ভারতীয় ভিসায় By Road DALU লেখা থাকলেই এ বন্দর দিয়ে ভারতে ঢোকা যায়। অন্যান্য বন্দরের তুলনায় এ বন্দরে ভীড় একেবারেই নেই।

সারাদিনে মাত্র ৫-৬ জন মানুষ যাতায়াত করে। এজন্য নেই কোন ঘুষ কিংবা দালালের প্রবলেম। যাইহোক, বর্ডার ক্রস করেই ২ কিলোমিটার সামনেই ডালু বাসট্যান্ড। সেখান থেকে বাস কিংবা প্রাইভেটকারে ৪৯ কিলোমিটার দুরেই তুরা (Tura) জেলা (বাসভাড়াঃ ১০০ রুপী, শেয়ারড প্রাইভেটকারেঃ ২৫০ রুপী)। এই তুরা থেকেই প্রতি শুক্র, শনি, সোম এবং বুধবার হেলিকপ্টার সার্ভিস চালু আছে। যা স্থানীয় সময় সকাল ১১.২৫ মিনিটে গোয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে ১২.০৫ এ পৌছায়। সেখানে ২৫ মিনিটের বিরতি দিয়ে ঠিক ১ টায় পৌছায় শিলং। ভাড়া মাত্র ১৯০০ রুপী। তবে ফোনে একটু আগেভাগেই বুকিং দিতে হবে।

03/05/2024

📍Ireland Tourist Visa 🇮🇪

বাংলাদেশে আয়ারল্যান্ডের কোন দূতাবাস নেই।
বাংলাদেশ থেকে আপনি দুই ভাবে আইরিশ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
১)কুরিয়ার সার্ভিস অথবা কোন ট্রাভেল এজেন্ট।
২)সশরীরে নিউ দিল্লিতে অবস্থিত আয়ারল্যান্ড দূতাবাসে।

আপনি single entry 3 months or multiple entry 6 months Irish visa জন্য আবেদন করতে পারবেন।তবে যাদের ইউনাইটেড কিংডম এর ভিসা
অথবা সেনজেনভুক্ত কোন দেশের লম্বা সময়ের ভিসা আছে তারা মাল্টিপল ভিসার জন্য উপযুক্ত।
অন্যথায় সিঙ্গেল এন্টি।সিঙ্গেল এন্টি ভিসা ইস্যু হওয়ার পর তিন মাস পর্যন্ত ভেলিড থাকে।এবং এন্ট্রি হওয়ার পর ওই ডেট থেকে তিন মাস থাকার পারমিশন দিবে।

Note 1 আয়ারল্যান্ড EU এর দেশ কিন্তু সেনজেন ভুক্ত দেশ নয়।আয়ারল্যান্ড ভেলিড ভিসা অথবা রেসিডেন্ট পারমিট দিয়ে তুরস্ক এর ই-ভিসা নিতে পারবেন।

Note 2 আয়ারল্যান্ডের ভিসা অথবা রেসিডেন্ট পারমিট দিয়ে UK প্রবেশের অনুমোদন নেই।
ইউকের ভিসা নিয়ে প্রবেশ করতে হবে।তবে আপনি আয়ারল্যান্ড থেকে ইউকেতে যেতে পারবেন এবং
রিটার্ন আসতে পারবেন।কোন প্রকার check point or passport control নেই।তবে পুলিশি চেক এ পড়ে গেলে জটিলতায় পড়তে পারেন।

Airport immigration experience
অনেক স্মুথ ছিল নরমালি কয়েকটা প্রশ্ন করেছিল
কতদিন থাকবো এবং প্রফেশন কি।

Documents required for Irish tourist visa

1) Orginal passport and copy with photo.
2) Online visa application from C-type and print out.
3)last 6 months bank statement and solvency.
4)Trade license (Translated & Notarized for business person)
for employee NOC Letter staff I'd card.For student certificate of Enrollment and vacation letter,Student I'd card.
5)NID copy
6)Cover letter
7)If tax documents available
8) Travel itinerary
9)Hotel reservation
10) Ticket booking slip
11)Visa application fee 60 euro.

Obaiead_bd

01/05/2024

জেলেদের আশা কি এবার পূর্ণ হবে?

সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদ ঘড়ির সামনে ৫ ম্যাচ টি-২০আই সিরিজ ট্রফি উন্মোচন..
28/04/2024

সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদ ঘড়ির সামনে ৫ ম্যাচ টি-২০আই সিরিজ ট্রফি উন্মোচন..

01/04/2024

ভিজিট ভিসা নিয়ে মরক্কো যাওয়ার জন্য আপনার করনীয়:

- কভার লেটার: আবেদনপত্র লিখতে হবে, সেখানে আপনার নাম, পেশা, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, মরক্কোর যে শহরগুলো ভ্রমণ করতে চান তার তালিকা ও উড়োজাহাজের টিকিটের তথ্য থাকতে হবে।
- সদ্য তোলা দুই কপি রঙিন ছবি: ছবির সাইজ ৪/৩ সেন্টিমিটার, ব্যাকগ্রাউন্ড সাদা।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- পাসপোর্ট (মেয়াদ থাকতে হবে অত্যন্ত ৯০ দিন)।
- পাসপোর্টের ফটোকপি (যে দুই পাতায় আপনার সম্পর্কে তথ্য আছে)।
- যাওয়া ও আসার এয়ার টিকিটের কপি।
- হোটেল বুকিংয়ের কপি (বুকিং ডটকম থেকে খুব সহজেই তা করা যায়)।
- তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- জন্মনিবন্ধনের ফটোকপি।

সব কাগজপত্র গুছিয়ে দূতাবাসে জমা দিতে হবে। সেখানকার কর্মকর্তারা আপনার কাগজগুলো যাচাই করে দেখে নেবেন এবং ৪ হাজার ২০০ টাকা ভিসা ফি জমা দিতে হবে।

সোর্স: প্রথম আলো

#ট্রাভেলার্সরেস্টহাউজ

Address

Jalalpur, Moglabazar
Sylhet
3107

Alerts

Be the first to know and let us send you an email when Piyain Tourism পিয়াইন ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Piyain Tourism পিয়াইন ট্যুরিজম:

Share

Category


Other Travel Agencies in Sylhet

Show All