01/08/2021
⭕ রোমানিয়া যেতে যারা আগ্রহী তাদের জন্য --
রোমানিয়া নিয়ে কিছু কমন প্রশ্ন❓❓
★ রোমানিয়াতে কি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে❓
👉🏻উত্তরঃ- হ্যা, ভিসা হচ্ছে।
★রোমানিয়া কি সেঞ্জেন❓
👉🏻উত্তরঃ- না, রোমানিয়া সেঞ্জেন না। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ।
★রোমানিয়া নাকি আগামী বছরে সেঞ্জেন হবে❓
👉🏻উত্তরঃ- গুজব,এসব প্রতি বছরেই শোনা যায়, তবে ২০২৪ সালে হওয়ার সম্ভবনা আছে(তথ্যসূত্র: গুগল)
♨রোমানিয়া এয়ারপোর্ট থেকে নাকি বাংলাদেশীদের ফেরত পাঠিয়ে দিচ্ছে❓
👉🏻উত্তরঃ- বিষয় টি সম্পূর্ণ গুজব। এমন কথা অনেকে বলে থাকে। অমুক কে ফিরত দিয়েছে, ৪ জনকে পাঠিয়ে দিয়েছে সব মিথ্যা। আপনার ভেলিড ভিসা থাকলে & ইমিগ্রেশন এ সকল প্রশ্নের উত্তর দিতে পারলে কেন ফিরত পাঠাবে?
★ ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে❓
👉🏻উত্তরঃ- আপনার নাম, কোম্পানির নাম/ঠিকানা, বেতন কতো, কোথায় থাকবেন, কি কাজ, ইংলিশে এতোটুকু উত্তর দিতে পারলেই চলবে।
★ রোমানিয়ার ভিসা করতে খরচ কেমন❓
👉🏻উত্তরঃ- ভিসার দাম ৬ লক্ষ থেকে ৮ লক্ষ পর্যন্ত নিয়ে থাকে বিভিন্ন এজেন্সি।
★ রোমানিয়া তে বেতন কত❓
👉🏻উত্তরঃ- এ ক্ষেত্রে এজেন্সি গুলো অনেক সময় মিথ্যা বলে থাকে, যে ৭০/৮০ হাজার টাকা বেতন। আসলে বেতন পায় ৩০/৪০/৫০ হাজারের মতো ! অনেকের ক্ষেত্রে কমবেশি হতে পারে !
★ রোমানিয়া গিয়ে নাকি কোন কাজ নাই/ গিয়ে লাভ নাই❓
👉🏻উত্তরঃ- এটা ভুল ধারনা ! আসলে কাজ পাওয়া যায়। সেঞ্জেনের তুলনায় বেতন কম।
★ রোমানিয়া থেকে কি সেঞ্জেন এ যাওয়া যায়❓
👉🏻উত্তরঃ- জি। বৈধ ভিসা নিয়ে যাওয়া যায়। ভিসা কিভাবে করবেন, একটু ইন্টারনেটে দেখে নিন।
★ রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে❓
👉🏻উত্তরঃ-
১. অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স
২. ছবি
৩.ভেলিট পাসপোর্ট।
★ ভিসার জন্য কি ইন্ডিয়া তে যাওয়া লাগবে❓
👉🏻উত্তরঃ- সাধারণত ইন্ডিয়া যাওয়া লাগে না। আপনার এজেন্সি ভিসা স্টিকার করে নিয়ে আসবে। তবে এম্বাসি থেকে কল করলে যেতে হবে।
★ ভিসা পেতে কতোদিন লাগে❓
👉🏻উত্তরঃ- কমপক্ষে ৩-৪ মাস লাগবে। যদি আপনার এজেন্সি যথা সময়ে আবেদন করে রাখে।
★ এজেন্সি ব্যাংকের চেক দিতে বলতেছে❓
👉🏻উত্তরঃ- চাইলে আপনি চেক দিতে পারেন, আর ডিট(স্টাম্প) এর মধ্যে চেক নাম্বার সহ কি কারনে দিচ্ছেন তা উল্লেখ করে দিবেন।
★ ভিসা পেলে করনীয় কি❓
এজেন্সির সাথে লেনদেন শেষ করুন & ম্যানপাওয়ার করুন ! মনে রাখবেন ভিসা যদি অরজিনাল না হয় তাহলে কখনই ম্যানপাওয়ার হবে না !
ধন্যবাদ।