Sadia TravelNet

Sadia TravelNet এয়ার টিকেট, ভিজিট ভিসা,ট্যূর প্যাকেজ নিয়ে সিলেটের প্রথম অনলাইন ট্রাভেল এজেন্সি
(3)

26/05/2024
গুল্লি লাগছে
04/05/2024

গুল্লি লাগছে

পহেলা বৈশাখের শুভেচ্ছা
14/04/2024

পহেলা বৈশাখের শুভেচ্ছা

10/04/2024

ঈদের শুভেচ্ছা নিন

06/04/2024

হাফেজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী রুম্মান সাহেব আমাদের "🕋 উমরাহ সেবা" গ্রহণ করেছেন।
তিনি
📻 বাংলাদেশ বেতারের নিয়মিত ইসলামিক আলোচক
🌅 ফেনী জেলা দাওয়াতুল ইসলামের সাবেক দায়িত্বশীল
🌃বায়তুসসালাম জামে মসজিদ, বরইকান্দি,সিলেট এর ইমাম ও খতিব 🌙

🤲আমরা হযরতের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি। আমীন

আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসার ফাইল প্রসেস করে থাকি। টুরিস্ট ভিসার আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ০১। পাসপোর্ট (...
30/03/2024

আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসার ফাইল প্রসেস করে থাকি।

টুরিস্ট ভিসার আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
০১। পাসপোর্ট (সবগুলো)
০২। 2x2 ছবি(ল্যাব প্রিন্ট- ব্যাক রাউন্ড সাদা)।
০৩। জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন/ স্মার্ট কার্ড
০৪। বিদ্যুৎ বিলের কপি( পেইড বিল)।
০৫। ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট
০৬। পেশাগত প্রমানপত্র
০৭। পাসপোর্টের ফটোকপি (পাতা ২,৩)
০৮| মোবাইল নাম্বার এবং ইমেইল


মেডিকেল ভিসার আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
০১। পাসপোর্ট (সবগুলো)
০২। 2x2 ছবি
০৩। জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন/ স্মার্ট কার্ড
০৪। ইউটিলিটি বিলের কপি
০৫। ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট
০৬। পেশাগত প্রমানপত্র
০৭। সুনির্দিষ্ট তারিখসহ (Appointment Letter)
০৮। সদ্য মেডিকেলের কাগজ সমূহের ফটোকপি
০৯। পাসপোর্টের ফটোকপি (পাতা ২,৩)
১০| মোবাইল নাম্বার এবং ইমেইল

ডাবল এন্ট্রি ভিসার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
০১। পাসপোর্ট (সবগুলো)
০২। 2x2 ছবি
০৩। জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন/ স্মার্ট কার্ড
০৪। ইউটিলিটি বিলের কপি
০৫। ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট
০৬। পেশাগত প্রমানপত্র
০৭। পাসপোর্টের ফটোকপি (B)
০৮। ভিসার ফটোকপি (B)/ প্রাসঙ্গিক / সম্পর্কিত সকল কাগজ
০৯। পাসপোর্টের ফটোকপি (পাতা ২,৩)
১০| মোবাইল নাম্বার এবং ইমেইল

✈️ #সিলট্রেড_সার্ভিসেস ট্রাভেল
✅সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি | লাইসেন্স নং ১৪৩৪০
☎️ 01710633960 (WhatsApp, Telegram)
📧 [email protected]

আমাদের ঠিকানাঃ
🏠 রংমহল টাওয়ার(৩য় তলা,৩০৬), বন্দর বাজার, সিলেট।
🌐 syltrade.com.bd

25/03/2024

ব্রেকিং নিউজ
দেশে পুরুষের চেয়ে
নারী সংখ্যায় প্রায়
৩২ লাখ বেশি

23/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!
সু স্বাগতম

Sadia Musharaf, Abjol Ahmed Ahmed, Mashud Ahmed Nabil, Fahmid Hasan Suhag, M M Sitab, Nay Em, MD Shuyeb, MD Rubel Ahmed, MD Abujoher Islam, MD Mahim Lslam Mahim, MD Robiul

✅ পাসপোর্টের সব ধরণের প্রসেসিং এর কাজ করা হয়।✅ নতুন পাসপোর্ট✅ রিনিউ (তথ্য সংশোধনসহ)..↪️ পাসপোর্টের আবেদনের জন্য ডকুমেন্ট...
23/03/2024

✅ পাসপোর্টের সব ধরণের প্রসেসিং এর কাজ করা হয়।
✅ নতুন পাসপোর্ট
✅ রিনিউ (তথ্য সংশোধনসহ)
..

↪️ পাসপোর্টের আবেদনের জন্য ডকুমেন্টাস যা যা লাগবেঃ

১। বয়স ১৮ বছরের উর্ধে হলে নতুন পাসপোর্ট অথবা রিনিউ এর ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) লাগবে। জাতীয় পরিচয়পত্র (NID) এর তথ্য অনুযায়ী নিজের নাম, মা-বাবার নামে এবং জন্মতারিখ পাসপোর্টে আসবে। মূল আইডি কার্ড পাসপোর্ট অফিস সাথে নিয়ে যেতে হবে।

২। বয়স ১৮ বছরের নিচে হলে ইংরেজি জন্মনিবন্ধন এবং মা-বাবার আইডি কার্ড দিয়ে নতুন পাসপোর্ট অথবা রিনিউ করা যাবে।

৩। বয়স ১৮-২০ এর মধ্যে হলে আইডি কার্ড থাকলে আইডি কার্ড অথবা ইংরেজি জন্মনিবন্ধন এবং মা-বাবার আইডি কার্ড দিয়ে নতুন পাসপোর্ট অথবা রিনিউ উভয় করা যাবে। নিজের আইডি কার্ড থাকলে মা-বাবার আইডি কার্ড লাগবে না।

৪। যাদের পাসপোর্ট রিনিউ করবেন তাদের রিনিউ এর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID)/ইংরেজি জন্মনিবন্ধন(প্রযোজ্য ক্ষেত্রে) এবং পুরাতন পাসপোর্ট উভয়ই মূল কপি পাসপোর্ট অফিস নিয়ে যেতে হবে।
..

পেশাগত ডকুমেন্টস হিসেবে কেউ শিক্ষার্থী হয়ে থাকলে যেকোনো স্কুল সার্টিফিকেট এর একটা ফটোকপি লাগবে। অন্যান্য পেশার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না।
..যোগাযোগ করুন ...
সাদিয়া ট্রাভেলনেট
অনলাইন ট্রাভেল এজেন্সি
01312-633961(whatsapp)
সিলট্রেড গ্রুপ এর একটি প্রতিষ্ঠান

🇨🇦 𝘾𝘼𝙉𝘼𝘿𝘼 🇨🇦 visit VISA """""""""""""""""""""""""""""""""""""""""""""""আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ 🇨🇦...
09/03/2024

🇨🇦 𝘾𝘼𝙉𝘼𝘿𝘼 🇨🇦 visit VISA
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""

আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ 🇨🇦 𝘾𝘼𝙉𝘼𝘿𝘼 মাল্টিপল ভিজিট ভিসার জন্য ভাবছেন!!!

আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর অভিজ্ঞ 𝘾𝙤𝙣𝙨𝙪𝙡𝙩𝙖𝙣𝙩 অত্যন্ত সহজ ও নির্ভুল ভাবে ভিসা প্রসেস করে থাকি, যেখানে ভিসা প্রাপ্তির সম্ভাবনা থাকে অনেক বেশি। ভিজিট ভিসা হবে যদি 𝙋𝙧𝙤𝙘𝙚𝙨𝙨𝙞𝙣𝙜 ঠিক থাকে।দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি বর্তমানে অনেক বেশী ভিসা ইস্যু হচ্ছে। সময় এসেছে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার।

✪পরামর্শ :
🍁 ভিজিট ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারনার অভাবে যোগ্যতা থাকা সত্বেও ভিসা প্রাপ্তি থেকে বঞ্চিতো হন।
🍁 মিনিমাম দুই/তিন দেশের ভিজিট থাকতে হবে ।
🍁 ফাইল প্রসেস এর জন্য আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে কাজ করে থাকি, যাতে ভিসা পাওয়ার সম্ভবনা অনেক বেশি ।
🍁 সময় এসেছে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার।

𝗙𝗼𝗿 𝗠𝗼𝗿𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀 𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝗪𝗶𝘁𝗵 𝗨𝘀:
☎️ Call Us on

Sylhet, Bangladesh
01710-633960 Call+Whatsapp

𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬 :
Sylhet office
Rongmahal Tower,(2nd Floor,306) Bondar Bazar, Sylhet Bangladesh.

পবিত্র হজ্জের পর স্পেশাল অফারওমরাহ বুকিং চলছে প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকছেঃ✈️ওমরাহ ভিসা এবং রিটার্ন এয়ার টিকেট। ✈️এ...
09/03/2024

পবিত্র হজ্জের পর স্পেশাল অফার

ওমরাহ বুকিং চলছে

প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকছেঃ
✈️ওমরাহ ভিসা এবং রিটার্ন এয়ার টিকেট।
✈️এজেন্সির পক্ষ থেকে সার্বক্ষণিক গাইড।
✈️সকল ট্রানস্পোর্ট ব্যবস্থা।
✈️মক্কা ও মদিনা শরিফ হোটেল।
✈️প্রতি রুমে ৪/৫ জন করে থাকবেন।
✈️পবিত্র মক্কা ও মদিনা শরিফে অবস্থিত সকল দর্শনীয় স্থানগুলো ভিজিট এর ব্যবস্থা থাকবে।

সিট বুকিং করতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।
মোবাইল নাম্বার -
☎️01710633960 (হোয়াটসঅ্যাপ)
আমাদের ঠিকানাঃ
#সিলট্রেড_সার্ভিসেস
৩০৬,রংমহল টাওয়ার(৩য় তলা),বন্দর বাজার, সিলেট।

𝐃𝐎𝐌𝐄𝐒𝐓𝐈𝐂 অথবা 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 যে কোনো রুটের 𝐀𝐈𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 সর্বনিম্ন দামে পেতে কল করুন  01710-633960 অথবা ইনবক্স করুন বা সরাসর...
08/03/2024

𝐃𝐎𝐌𝐄𝐒𝐓𝐈𝐂 অথবা 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 যে কোনো রুটের 𝐀𝐈𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 সর্বনিম্ন দামে পেতে কল করুন 01710-633960 অথবা ইনবক্স করুন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায়
🏠অফিসঃ রংমহল টাওয়ার(৩০৬,৩য় তলা), বন্দর বাজার, সিলেট।

সার্বক্ষণিক আপনার সেবায় নিয়োজিত রয়েছি ।

02/03/2024

ট্রাভেল সংক্রান্ত যেকোন সেবার বিশ্বস্ত সঙ্গী
সিলট্রেড সার্ভিসেস একটি সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি, আর আমরা দিচ্ছি ১০০% প্রকৃত ইনভাইটেশন দিয়ে কানাদার ভিজিট ভিসা প্রসেসিং করে দিচ্ছি। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়

সিলট্রেড গ্রুপের একটি প্রতিষ্ঠান

এয়ার টিকেট, ভিজিট ভিসা,ট্যূর প্যাকেজ নিয়ে সিলেটের প্রথম অনলাইন ট্রাভেল এজেন্সি

আলহামদুলিল্লাহ আমাদের তাহমিদ ট্রেডার্স এর ভিজিটিং কার্ড ইতি মধ্যে তৈরি হয়েগেছে । আমাদের এখানে হার্ডওয়্যার যন্ত্রাংশ সূলভ...
02/03/2024

আলহামদুলিল্লাহ আমাদের তাহমিদ ট্রেডার্স এর ভিজিটিং কার্ড ইতি মধ্যে তৈরি হয়েগেছে । আমাদের এখানে হার্ডওয়্যার যন্ত্রাংশ সূলভ মূল্যে পাবেন।

সিলট্রেড গ্রুপের একটি প্রতিষ্ঠান

জেনুইন ইনভাইটেশন দিয়ে প্রসেসিং করতে যোগাযোগ করুন সরাসরি অফিসেঅফিস : রংমহল টাওয়ার (৩য় তলা ৩০৬),বন্দর বাজার, সিলেট
28/02/2024

জেনুইন ইনভাইটেশন দিয়ে প্রসেসিং করতে যোগাযোগ করুন সরাসরি অফিসে

অফিস : রংমহল টাওয়ার (৩য় তলা ৩০৬),বন্দর বাজার, সিলেট

রাত জেগে ডিজাইনটা করলাম আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না
20/02/2024

রাত জেগে ডিজাইনটা করলাম
আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না

20/02/2024

সবাই কেমন আছেন

এস এস সি পরিক্ষার্থীদের প্রতি দোয়া রইলো
16/02/2024

এস এস সি পরিক্ষার্থীদের প্রতি দোয়া রইলো

নতুন কিছুর অপেক্ষায় আমাদের সিলট্রেড
09/02/2024

নতুন কিছুর অপেক্ষায় আমাদের সিলট্রেড

ফাগুনে আগুন ধরানো সৌন্দর্য নিয়ে আসছে শিমুল বাগান 🥰🔥
31/01/2024

ফাগুনে আগুন ধরানো সৌন্দর্য নিয়ে আসছে শিমুল বাগান 🥰🔥

সায়ীর নিয়ম(সাফা – মারওয়া পাহাড়ে দৌঁড়)প্রতি হজ্জ ও প্রতি ওমরায় সায়ী করা ওয়াজিব। শুধু নফল তাওয়াফে সায়ী নাই।অতএব,...
31/01/2024

সায়ীর নিয়ম

(সাফা – মারওয়া পাহাড়ে দৌঁড়)

প্রতি হজ্জ ও প্রতি ওমরায় সায়ী করা ওয়াজিব। শুধু নফল তাওয়াফে সায়ী নাই।

অতএব, ওমরা বা হজ্জের তাওয়াফের পর সায়ী করতে হলে তাওয়াফের পর হারাম শরীফের দক্ষিণ পূর্ব দিকে সবুজবাতির পাশ দিয়ে সাফা পাহাড়ে যেতে হবে।

তাওয়াফের সায়ীতে যাওয়ার আগে আবার হাজারে আসওয়াদে ইস্তিলাম অর্থাৎ চুমা দিয়ে যেতে হবে। যাওয়ার সময় ইজতেবা থাকলে তা খুলে পূর্ণভাবে ইহরামের চাদর গায়ে দিতে হবে।

সায়ীর নিয়ত শুরুর আগে সাফা পাহাড়ে উঠার সময় কোরআনের এই আয়াতটি বারবার পড়তে থাকুন। এই আয়াতটি মুখস্ত করে নিন। কেননা সায়ীর সময় প্রতি চক্করে সাফা ও মারওয়ায় উঠার সময় এই আয়াতটি বারবার পড়তে পাড়লে উত্তম।

اِنَّ الصَّفَا وَ الۡمَرۡوَۃَ مِنۡ شَعَآئِرِ اللّٰہِ ۚ فَمَنۡ حَجَّ الۡبَیۡتَ اَوِ اعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیۡہِ اَنۡ یَّطَّوَّفَ بِہِمَا ؕ وَ مَنۡ تَطَوَّعَ خَیۡرًا ۙ فَاِنَّ اللّٰہَ شَاکِرٌ عَلِیۡمٌ

উচ্চারণ: ইন্নাচ্ছফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আভিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তয়্যাফা বিহিমা। ওয়ামান তাতওয়াআ’খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আ’লিম।

অর্থ: সাফা ও মারওয়া আল্লাহর অন্যতম নিদর্শন। যে ব্যক্তি হজ্জ ও উমরাহ করবে তার জন্য এ দুটোকে প্রদক্ষিণ করা কোন দোষ নয় (বরং পূণ্য) কেউ স্বেচ্ছায় ভাল কাজ করলে নিশ্চয়ই আল্লাহ পুরষ্কার দাতা, সর্বজ্ঞ।

সায়ীর নিয়ত

সাফা পাহাড়ের উপর ১০/১২ হাত উঠে আল্লাহর ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে সায়ীর নিয়ত করবেন।

اَللّٰهُمَّ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اَسْعٰى مَا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةَ سَبْعَةَ اَشْوَاطٍ لِّوَجْهِكَ الْكَرِيْمِ فَيَسِّرْهُ لِيْ وَتَقَبَّلْهُ مِنِّيْ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি উরিদু আন আসআ’মাবাইনাছ ছফা ওয়াল মারওয়াতা সাবআ’তা আশওয়াতিল লিওয়াজহিকাল কারীমি ফায়াচ্ছিরহুলী ওয়া তাকাব্বালহু মিন্নি।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাফা ও মারওয়ার মধ্যে ৭বার সায়ী করার নিয়ত করছি। সুতরাং ইহা আমার জন্য সহজ করে দাও এবং আমার থেকে তা কবুল করে নাও।

এখন কাবার দিকে মুখ করে দুই হাত কাবার দিকে উপরে তুলে জোরে জোরে তাকবীর দিতে হবে:

اَللّٰهُ اَكْبَرُ اَللّٰهُ اَكْبَرُ اَللّٰهُ اَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর জন্য সকল প্রশংসা।

তারপর নিচের দোয়াটি ৩ বার পড়ুন

لاَ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهٗ لاَ شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْـحَمْدُ يُحْىِ وَ يُمِيْتُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহয়ী ওয়াইউমীতু, ওয়াহুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদীর।

অর্থ: আল্লাহ ব্যতিত কোন ইলাহ্ নেই। তিনি একক, তাঁর কোন অংশীদার নেই, সকল রাজত্ব ক্ষমতা একমাত্র তাঁরই, সকল প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি জীবন-মুত্যু দান করেন, সকল কল্যাণ তাঁরই হাতে। তিনি সর্বশক্তিমান।

এই সাফা পাহাড় দোয়া কবুল হওয়ার একটি স্থান। এই দোয়া পড়ে মোনাজাতের মত দুই হাত উঠিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন।

এরপর সাফা পাহাড় হতে নেমে মারওয়া পাহাড়ের দিকে স্বাভাবিক গতিতে চলবেন। সাফা পাহাড় দক্ষিণ দিকে মারওয়া পাহাড় উত্তর দিকে। সাফা ও মারওয়ার পুরা পথকে মাসআ’ বলে। সায়ীর পুরা পথটাই দোয়া কবুলের জায়গা।

সবুজ বাতির এলাকা

সাফা পাহাড় থেকে নেমে কিছু উত্তর দিকে মারওয়া অভিমুখে চললে সবুজ বাতির এলাকার ৫/৬ হাত আগে থাকতেই কিছু বেগে দৌড়াতে শুরু করবেন এবং পুরা সবুজ বাতির অংশটি (৪০ গজ) ৭ বারই দৌঁড়িয়ে যেতে হবে। এই সবুজ বাতীর অংশটুকু শুধু পুরুষগণ দৌড়ে যাবেন আর মহিলাগণ স্বাভাবিকভাবে হেঁটে যাবেন।

এই সবুজ বাতির পুরা পথকে ‘মিলাইনে আখজারাইন’ বলে। এই পথটি দোয়া কবুল হবার একটি স্থান। এই স্থানে মনে-মুখে যত ইচ্ছা হয় আল্লাহর কাছে চাইবেন।

তারপর যখন মারওয়া পাহাড়ের কাছে যাবেন তখন সাফার মতই মারওয়ার উপর উঠবেন। এখানেও সাফার উপর আরোহণ করে যেভাবে দোয়া ও তকবির বলার কথা লিখা হয়েছে তাই করবেন এবং ইহাও দোয়া কবুলের একটি স্থান। সাফা মারওয়ায় যে সাতবার চক্কর দিতে হয়, এই এক চক্কর হল অর্থাৎ সাফা হতে মারওয়া পর্যন্ত আসলে এক চক্কর হল অর্থাৎ এখন মারওয়া হতে সাফা পর্যন্ত গেলে আর এক চক্কর হবে। প্রত্যেক বারই পাহাড়ের উপর উঠে এরূপ দোয়া করবেন। দৌঁড়াবার সময় এদিক ওদিক তাকাবেননা। সপ্তম চক্কর শেষ হবে মারওয়ার উপরে গিয়ে।

বিশেষ দ্রষ্টব্য: আপনার জানামতে যে কোন দোয়া পড়তে পারেন। তবে অনেকে ইচ্ছা করলে সায়ীর সাত চক্করের সাতবার সায়ীর জন্য নিচের সংক্ষিপ্ত দোয়াটি প্রতিবার পড়তে পারেন। আর দরূদ শরীফ ও নিজের মনের দোয়া করতে পারেন।

সায়ীর সংক্ষিপ্ত দোয়া

اَللّٰهُمَّ اِنَّكَ قُلْتَ اُدْعُوْنِىْ اَسْتَجِبْ لَكُمْ وَاِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ وَاِنِّىْ اَسْئَلُكَ كَمَا هَدَيْتَنِىْ لِلْاِسْلَامِ اَنْ لَّا تُنْزِعَهُ مِنِّىْ حَتّٰىَ تَتَوَفَّانِىْ وَاَنَا مُسْلِمٌ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা কুলতা উদ্উ’নী আস্তাযিব্ লাকুম ওয়া ইন্নাকা লা তুখলিফুল মীআ’দা ওয়া ইন্নী আস্আলুকা কামা হাদায়তানী লিল্ ইসলামি আললা তুনযিআ’হু মিন্নী হাত্তা তাতাওয়াফ্ফানী ওয়া আনা মুসলিম।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় তুমি বলেছ যে, আমাকে ডাক আমি জবাব দিব এবং তুমি ওয়াদা খেলাফ কর না আর নিশ্চয় আমি তোমার কাছে ভিক্ষা চাই, যেহেতু তুমি আমাকে ইসলামের পথ দেখিয়েছ, যে তুমি তা আমার কাছ থেকে কেড়ে নিবে না এ পর্যন্ত যে তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যুগ্রস্ত করবে।

সবুজ বাতির অংশের দোয়া

সায়ী করার সময় প্রতি চক্করেই সবুজ বাতির অংশে দৌড়ানোর সময়ে নিচের দোয়াটি অবশ্যই পড়বেন-

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ

উচ্চারণ: রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আআযযুল আকরাম।

অর্থ: হে আল্লাহ, তুমিই সর্বাপক্ষো অধিক ক্ষমতাশালী এবং সর্বাপেক্ষা অধিক সম্মানী। তুমি আমাকে দয়া কর এবং ক্ষমা করে দাও।

✅ পাসপোর্টের সব ধরণের প্রসেসিং এর কাজ করা হয়।✅ নতুন পাসপোর্ট✅ রিনিউ (তথ্য সংশোধনসহ)..↪️ পাসপোর্টের আবেদনের জন্য ডকুমেন্ট...
29/01/2024

✅ পাসপোর্টের সব ধরণের প্রসেসিং এর কাজ করা হয়।

✅ নতুন পাসপোর্ট

✅ রিনিউ (তথ্য সংশোধনসহ)
..

↪️ পাসপোর্টের আবেদনের জন্য ডকুমেন্টাস যা যা লাগবেঃ

১। বয়স ১৮ বছরের উর্ধে হলে নতুন পাসপোর্ট অথবা রিনিউ এর ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) লাগবে। জাতীয় পরিচয়পত্র (NID) এর তথ্য অনুযায়ী নিজের নাম, মা-বাবার নামে এবং জন্মতারিখ পাসপোর্টে আসবে। মূল আইডি কার্ড পাসপোর্ট অফিস সাথে নিয়ে যেতে হবে।

২। বয়স ১৮ বছরের নিচে হলে ইংরেজি জন্মনিবন্ধন এবং মা-বাবার আইডি কার্ড দিয়ে নতুন পাসপোর্ট অথবা রিনিউ করা যাবে।

৩। বয়স ১৮-২০ এর মধ্যে হলে আইডি কার্ড থাকলে আইডি কার্ড অথবা ইংরেজি জন্মনিবন্ধন এবং মা-বাবার আইডি কার্ড দিয়ে নতুন পাসপোর্ট অথবা রিনিউ উভয় করা যাবে। নিজের আইডি কার্ড থাকলে মা-বাবার আইডি কার্ড লাগবে না।

৪। যাদের পাসপোর্ট রিনিউ করবেন তাদের রিনিউ এর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID)/ইংরেজি জন্মনিবন্ধন(প্রযোজ্য ক্ষেত্রে) এবং পুরাতন পাসপোর্ট উভয়ই মূল কপি পাসপোর্ট অফিস নিয়ে যেতে হবে।
..

পেশাগত ডকুমেন্টস হিসেবে কেউ শিক্ষার্থী হয়ে থাকলে যেকোনো স্কুল সার্টিফিকেট এর একটা ফটোকপি লাগবে। অন্যান্য পেশার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না।
..

✈️ সিলট্রেড সার্ভিসেস

✅সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি | লাইসেন্স নং ১৪৩৪০

ঠিকানাঃ

🏠রংমহল টাওয়ার(৩য় তলা,৩০৬), বন্দর বাজার, সিলেট।

☎️ 01710633960 (WhatsApp, Telegram)

📧 [email protected]

🌐 syltrade.com.bd

সিলেটি হলে বলুন এটা কোন চত্বর?
29/01/2024

সিলেটি হলে বলুন এটা কোন চত্বর?

আমাদের ওয়াচ কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আজকের সকল পরিক্ষার্থীদের প্রতি শুভকামনা রইল
26/01/2024

আমাদের ওয়াচ কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর
আজকের সকল পরিক্ষার্থীদের প্রতি শুভকামনা রইল

ওয়াচ কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট এরজুলাই-ডিসেম্বর ২০২৩ইং সেশন প্রশিক্ষণার্থীদের  বিদায়ী অনুষ্ঠানে,,,, উপস্থিত ছিলেন - #...
23/01/2024

ওয়াচ কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর
জুলাই-ডিসেম্বর ২০২৩ইং সেশন প্রশিক্ষণার্থীদের
বিদায়ী অনুষ্ঠানে,,,,
উপস্থিত ছিলেন -
#প্রধান অতিথি :- মোশাররফ হোসেন
#বিশেষ অতিথি :- এম মোস্তফা আহমেদ
#প্রধান প্রশিক্ষক:- জুনায়েদ আহমেদ
#সাবেক প্রধান প্রশিক্ষক:- রাহিনুল করিম
#সাবেক প্রশিক্ষিকা :- সাদিয়া তাসনিম
ও আমাদের ছাত্র-ছাত্রী বৃন্দ,,,
ধন্যবাদ তোমাদেরকে জীবন অনেক বড় হও!!!
এ অর্জন যেন তোমাদের সফলতা বয়ে আনে💝

10/07/2022

EiD Mubarak

Address

Ambarkhana
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sadia TravelNet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadia TravelNet:

Videos

Share

Category


Other Travel Agencies in Sylhet

Show All