Take A Trip

Take A Trip In The Beautiful World

Online Visa চেক করার ৪২ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। শেয়ার রেখে দিন।  ১। -তানজানিয়া http://w...
02/04/2024

Online Visa চেক করার ৪২ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। শেয়ার রেখে দিন।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

কি দেখছেন, মরুভূমিতে জাহাজ পড়ে আছে ?ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬...
19/03/2024

কি দেখছেন, মরুভূমিতে জাহাজ পড়ে আছে ?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।

Take A Trip
টিলাগড় পয়েন্ট, সিলেট,
WhatsApp 01830-602053

আমাদের ক্লাইন্ট!  জনাব ফজলুল হক সাহেব, গত মাসের ২৪ তারিখে ভিসা পেয়েছেন।  তিনি  Shahjalal University of Science and Techn...
15/03/2024

আমাদের ক্লাইন্ট! জনাব ফজলুল হক সাহেব, গত মাসের ২৪ তারিখে ভিসা পেয়েছেন। তিনি Shahjalal University of Science and Technology সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগে কর্মরত রয়েছেন।

আমাদের প্রচার কম প্রসার বেশি, অনেক খারাপ রেসিওতেও আমাদের ভিসা হয়েছে যেটা অকল্পনীয়।

জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ৮০% ফাইল রিফিউজ হয়েছে, বর্তমানে আবার ভিসার রেসিও একটু ভালো হচ্ছে, তাই আপনারা চাইলে এখন থেকে ফাইল সাবমিট করতে পারেন।

কানাডা রিফিউজ ফাইল সহ নতুন ফাইলের কাজ, সেঞ্জেন ভিজিট ভিসার প্রসেসিং, ইন্ডিয়া ভিসা প্রসেসিং, পাসপোর্ট করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

অফিস:
Take A Trip
মনাফ ম্যানশন
টিলাগড় পয়েন্ট, সিলেট।
WhatsApp : 01830-602053
Call: 01977961651

কানাডা ভিজিট ভিসা সম্পর্কে জানতে ক্লিক করুন 01830-602053 “বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ ব...
31/01/2024

কানাডা ভিজিট ভিসা সম্পর্কে জানতে ক্লিক করুন 01830-602053

“বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো”।বাবা : ( কিছুটা মুচকি হেসে) “একটা গল্প শুনবি?”ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-“বলো বাবা শুনবো……”তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখোনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর ‘মা কে ‘সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা দুজন- আমি-আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো।

সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়েগেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো। কিন্তু কখোনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেও না।
একদিন শো রুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপ এর জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপ টা কিনে দিয়েছিলাম।

আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্র্যান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই । জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই।
বাবারা নাকি “খাড়ুশ টাইপের” হয় । আমিও আমার বাবাকে তাই ভাবতাম । পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনাহলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস ?
পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না,তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দ্বায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যায় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ দিতে পারবি…কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্ন গুলো ?
যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণশোধের কথা বলছিস.সেই স্বপ্ন গুলো কি আর কোনোদিন বাস্তব রুপ পাবে ?আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।
তোকে একটা প্রশ্ন করি, ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো….যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই।
কাকে বাঁচাবি ?( ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা! )উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই।আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি –তোকে কোলে নেবার ঋণ ।
----------

সংগ্রহীত!

আলহামদুলিল্লাহ!  আজকে আরেকটা এপ্রুভাল আসছে। আরো আসার অপেক্ষায় ইনশাআল্লাহ - যারা আশা করে দিয়েছেন, তাদের আশা আল্লাহ পুর্ণ ...
30/01/2024

আলহামদুলিল্লাহ! আজকে আরেকটা এপ্রুভাল আসছে।
আরো আসার অপেক্ষায় ইনশাআল্লাহ - যারা আশা করে দিয়েছেন, তাদের আশা আল্লাহ পুর্ণ করুক এই কামনা।

বিস্তারিত জানতে WhatsApp 01830-602053 নক করুন ।

অথবা অফিসে ভিজিট করুন -
টেক এ ট্রিপ,
টিলাগড় পয়েন্ট, সিলেট

ইদানীং মুরগির রান নিয়ে ১ টা মেয়ের পোস্ট বার বার সামনে আসছে! মেয়েটা শশুর বাড়িতে মুরগির রানের পিসটা ভাগে পায় না কখনই! এই ন...
21/01/2024

ইদানীং মুরগির রান নিয়ে ১ টা মেয়ের পোস্ট বার বার সামনে আসছে! মেয়েটা শশুর বাড়িতে মুরগির রানের পিসটা ভাগে পায় না কখনই! এই নিয়ে তার মহা দুঃখ! 🙂ভাই ১ টা কথা হলো বাচ্চাদের ছোট থেকেই শিখাবেন না যে মুরগির রান, মাছের মাথা এসব শুধু তাদের জন্যই বরাদ্দ! তাহলে পরবর্তীতে ঐ মেয়েটার মতো দুঃখ পেতে হবে!🙂

যারা ছোট বাচ্চার মা আছেন, তারা এখন থেকেই আপনার বাচ্চাকে শিখান সবসময় ভালো টা সে পাবে না। মুরগির রান,মাছের মাথা সবসময় বাচ্চার জন্য তুলে না রেখে ১ দিন আপনি খান,অন্যদের কে দিন! হোক সেটা বাচ্চার অনেক প্রিয় জিনিস। এতে আপনার বাচ্চা ব্যালেন্স শিখবে। আবার যেনো শুধু মেয়ে কেই এটা শিখাবেন না 😄,ছেলে কেও শিখাবেন যাতে করে তার মা, বোন, বউ এর পাতে সে মাছ, মাংসের ভালো পিস টা খুশি মনে দিয়ে দিতে পারে😊!
যদি পোস্টটা ভালো লাগে অবশ্য ই শেয়ার দিবেন,হয়তো পোস্টটি দেখে হাজারো বোন বা হাজারো ভাই তার সন্তান কে সে শিক্ষাটাই দিবে।
--------- --- ----- ----- - ----- - ----- -----

Take A Trip কানাডার ভিজিট ভিসা প্রসেসিং করে, তাই কানাডায় একটা চান্স নিতে টেক এ ট্রিপে যোগাযোগ করুন।
WhatsApp 01830-602053
টিলাগড় পয়েন্টে, সিলেট।

 #শুভ_জন্মদিন_প্রিয়_শহর_সিলেট 🌹সিলেট, ০৩ জানুয়ারি – ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের ...
03/01/2024

#শুভ_জন্মদিন_প্রিয়_শহর_সিলেট 🌹
সিলেট, ০৩ জানুয়ারি – ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

Take A Trip
১৭৮২ সালের ৩ জানুয়ারি সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮৭৪ সাল পর্যন্ত সিলেট জেলা ছিল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। ওই বছরেই ১২ সেপ্টেম্বর ভারতে নবসৃষ্ট আসাম প্রদেশের সাথে সিলেটকে সংযুক্ত করা হয়। সিলেট পৌরসভা গঠিত হয় ১৮৭৮ সালে। ১৯৪৭ এর আগ পর্যন্ত (১৯০৫-১৯১১) পর্যন্ত বঙ্গভঙ্গ সময়ের কালটুকু বাদ দিয়ে) সিলেট আসামেরই অংশ ছিল। ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় গণভোটের মাধ্যমে সিলেট জেলা তদানীন্তন পূর্ব পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয়। তখন প্রশাসনিকভাবে সিলেট ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত।

১৯৮৩-৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠন এর সময় বৃহত্তর সিলেট জেলাকে ৪ টি নতুন জেলায় (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার) বিভক্ত করা হয়। ১৯৯৫ সালের ১ আগস্ট সিলেট দেশের ষষ্ঠ বিভাগ হিসLLIPাদা পায়।

সিলেট উত্তর-পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাই মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট ২০০৯ সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে।
সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এ শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
সিলেটের পাথর, বালুর গুণগতমান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে।

POTHIK LIPU

যারা এখনো চিন্তায় আছেন কানাডায় ভিজিট ভিসার জন্য ফাইল জমা করবেন কিনা- তারা এইভাবে  #মাথা_চুলকান......😁😁😁😁😁কম খরচে কানাডা ...
30/12/2023

যারা এখনো চিন্তায় আছেন কানাডায় ভিজিট ভিসার জন্য ফাইল জমা করবেন কিনা- তারা এইভাবে
#মাথা_চুলকান......😁😁😁😁😁

কম খরচে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং করা হয়,, বিস্তারিত জানতে হোওয়াটসাপে 01830-602053 অথবা ইনবক্সে নক করুন।

বিস্তারিত জানতে হোওয়াটসাপে নক করবেন। 01830-602053
17/12/2023

বিস্তারিত জানতে হোওয়াটসাপে নক করবেন।
01830-602053

সুযোগ যেহেতু আছে তাহলে ভাগ্য পরিক্ষা করতে পারেন আপনিও। কানাডা ভিজিট ভিসার এখন সুবর্ণ সুযোগ। আমরা দিচ্ছি নির্ভূল ডকুমেন্ট...
11/11/2023

সুযোগ যেহেতু আছে তাহলে ভাগ্য পরিক্ষা করতে পারেন আপনিও।
কানাডা ভিজিট ভিসার এখন সুবর্ণ সুযোগ।
আমরা দিচ্ছি নির্ভূল ডকুমেন্টস সাপোর্ট ও এপ্লিকেশন প্রসেসিং এর নিশ্চয়তা।
বাকিটা আপনার রিজিকে থাকলে ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন সহজেই।
রিজিকে কানাডার খাবার না থাকিলে কোটি টাকা দিয়েও কেউ গ্যারান্টি দিয়ে আপনার ভিসা করতে পারবেনা।
তাই বেশি টাকা মানেই ভিসা কনফার্ম এটা মনে করে কারো খপ্পরে পড়ে ১০/১২/১৫ লক্ষ টাকা দিবেন না।

মনে রাখবেন, ভিসা পাবেন কিনা এই কথা 'আল্লাহ' ছাড়া কেউ জানেনা।
তবে চেষ্টা করতে গেলে কিছু খরচ নিজের করতেই হবে। এই খরচ লস মনে করেই শুরু করবেন।
হইলে ভাগ্য ভালো না হলেও এর মধ্যে কোনো ভালো কিছু লুকিয়ে আছে হয়তো।

বিস্তারিত জানতে হোওয়াটসাপে নক করবেন 01830-602053
অথবা পেইজে ইনবক্সে নক করবেন।

অল্প খরচে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং ও সাবমিট করা হয়। বিস্তারিত জানতে হোওয়াটসাপে নক করবেন। 01830-602053
29/10/2023

অল্প খরচে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং ও সাবমিট করা হয়।
বিস্তারিত জানতে হোওয়াটসাপে নক করবেন।

01830-602053

🇨🇦 কানাডা ভিসা প্রসেস সার্ভিস।আমরা আপনার ভিসা নিশ্চিত করার জন্য 𝓐 টু 𝓩 সাপোর্ট দিচ্ছি।⚠️ বিস্তারিত না পড়ে দয়া করে যোগাযো...
24/09/2023

🇨🇦 কানাডা ভিসা প্রসেস সার্ভিস।
আমরা আপনার ভিসা নিশ্চিত করার জন্য 𝓐 টু 𝓩 সাপোর্ট দিচ্ছি।

⚠️ বিস্তারিত না পড়ে দয়া করে যোগাযোগ করবেন না, কেবল মাত্র উক্ত পোষ্ট সম্পূর্ণ মনযোগ সহকারে পড়ার পর, যদি আপনার মনে হয় আপনি সিরিয়াস তাহলেই কেবল যোগাযোগ করুন।

⬇️ নিম্নে 🇨🇦 কানাডা ভিসা সম্পর্কিত বেসিক প্রশ্নগুলির উত্তর প্রদান করা হয়েছে, তাই আবারো সমস্থ পোষ্ট মনযোগ সহকারে পড়ার অনুরুধ রইলো 🙏।
পোষ্ট না পড়ে অযথা/বাজে মন্তব্য না করাই উত্তম।

🔴 প্রশ্ন, 🔵 উত্তর, 🌕 এটেনশন।

🔴 আমরা কোন ধরনের ভিসা পেতে আপনাকে সহযোগীতা করবো?
🔵 আমরা মূলত কানাডা টুরিষ্ট/ভিজিট ভিসা নিয়ে আপাতত কাজ করছি।

🔴 কানাডা টুরিষ্ট/ভিজিট ভিসা পেতে কি ট্রাভেল হিস্ট্রি লাগবে?
🔵 যদি আপনি ইতিমধ্যে অন্য কোন দেশে ভিজেট করে থাকেন তবে ভালো, তবে না থাকলেও কোন সমস্যা নেই (ভালোভাবে ফাইল রেডি করতে পারলে ফ্রেশ পাসপোর্টেও ভিসা হয়)।
🌕 যদি আপনার ইতিমধ্যে একের অধিক বা তার চেয়েও বেশি দেশ ভিজিট থাকে তবে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে (এবং আপনার ক্ষেত্রে ডকুমেন্টস কিছুটা কম লাগবে)।
কিন্তু আপনি যদি ইতিমধ্যে অন্য কোন দেশে ভিজিট না করে থাকেন তবে আপনার ক্ষেত্রে কিছু অতিরিক্ত ডকুমেন্টস লাগবে)।

🔴 প্রসেসিং টাইম কতদিন?
🔵 আমাদের প্রসেসিং টাইম অনেক দ্রুত - মাত্র ৭/১৫ দিন।
🌕 প্রসেসিং টাইম মূলত আপনার ডকুমেন্টেস'এর উপর নির্ভর করবে। আপনার প্রোফাইলের উপর নির্ভর করে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেই সকল ডকুমেন্টস আপনি যত দ্রুত আমাদেরকে প্রদান করবেন আমরা তত দ্রুত আপনার কাজ শেষ করতে পারবো। অনেক সময় দেখা যায় যে অনেকেরই শুধু মাত্র পাসপোর্ট ছাড়া আর কোন ডকুমেন্টস নেই তাই তাহাদের ডকুমেন্টস তৈরি করতে আমাদের কিছুটা সময় প্রয়োজন হয়। তবে আমরা আপনাকে এতোটা নিশ্চিত বলতে পারি যে আমরা মাত্র ৭/১৫ দিন সময় নিবো।

🔴 ব্যাংক ব্যালেন্স কত লাগবে? এবং কতদিনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে?
🔵 ব্যাংক ব্যালেন্স কত লাগবে তা মুখস্থ বলা কঠিন, এটা মূলত আপনার পেশা কি তার উপর নির্ভর করে। এবং বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
🌕 ব্যাংক ব্যালেন্স নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই, কারন আমরা এই বিষয়ে আপনাকে সহযোগীতা করবো।

🔴 শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
🔵 আপনি যদি কমপক্ষে SSC/HSC পাশ হোন তাহলে ভালো, তবে যদি আপনি SSC/HSC পাশ না হোন কিন্তু স্মার্ট হোন তাহলেও হবে।

🔴 পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে?
🔵 পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬-মাস থাকতে হবে।

🔴 আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন?
🔵 আমাদের সাথে আপনি ফেইসবোক মেসেইজ, ইমেইল, এবং হোয়াটসঅ্যাপে, যোগাযোগ করতে পারেন।
🌕 যোগাযোগের জন্য প্রথমে আপনার নাম, ঠিকানা লিখে মেসেইজ করুন, আমরা যত দ্রুত সম্ভব আপনাকে রিপ্লাই করার চেষ্টা করবো।

🔴 আমাদের সার্ভিস চার্জ কত?
🔵 প্রাথমিক কনসালটেন্সি'র জন্য আমাদেরকে কোন প্রকার পেমেন্ট করতে হবে না। আপনি যখন আমাদের সাথে প্রাথমিক কনসালটেন্সি করবেন তখন যদি আমাদের কাছে মনে হয় আপনি ভিসা পাবার যোগ্য তাহলেই আমরা আপনাকে নিয়ে কাজ শুরু করবো, অন্যথায় আমরা তখনি আপনাকে বলে দিবো যে আমরা হয়তো আপনাকে সাহায্য করতে পারবো না।
🌕 সার্ভিস চার্জ মূলত আপনার প্রোফাইলের উপর নির্ভর করবে। মূলত আপনার জন্য আমাদের প্রদানকৃত সময় এবং পরিশ্রমের উপর সার্ভিস চার্জ ধার্য করা হবে, তবে আমরা আপনাকে শুরুতেই আমাদের সার্ভিস চার্জ সম্পর্কে বলে দেবো, এবং তখন আপনার যদি মনে হয় আপনি সামনে এগুবেন তবেই কাজ শুরু হবে।

🔴 ভিসা হবার নিশ্চিয়তা কতটুকু?
🔵 আপনি ভিসা পাবেন বলে আমরা আপনাকে কোন প্রকার গ্যারান্টি প্রদান করতে পারবো না। এমনকি যদি এই রকম মিথ্যা গ্যারান্টি কেউ আপনাকে দিয়ে থাকে তাহলে সেটা তাহার এবং আপনার একান্ত বিষয় যা নিয়ে আমরা কথা বলতে চাই না।
🌕 তবে আমরা আপনাকে এতোটুকু আশ্বস্ত করতে পারি যে, যদি আমরা আপনার কাজ করি তাহলে ভিসা হবার সম্ভাবনা অনেক বেশি হবে।

🔴 ভিসা না হলে কি করবেন?
🔵 মনে করুন আপনার ভিসা হলো না, তাহলে কি আপনি আমাদেরকে দোষারোপ করবেন? এখানে আমরা আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যেঃ ভিসা রিফিউজ হলে আমরা কোনভাবে দায়ী হবো না, তবে আপনি যদি কোন রকম ফেইক ডকুমেন্টস প্রদান না করেন, আপনার সকল ডকুমেন্টস যদি অথেন্টিক বা আসল হয় এবং আপনি যদি চান পুনরায় আবেদন অথবা আপীল করবেন তাহলে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগীতা করবো, এবং তার জন্য আপনি আমাদেরকে পূনরায় কোন প্রকার সার্ভিস চার্জ প্রদান করতে হবে না।
🌕 দেখুন সবসময় আপনার প্রত্যাশিত ফলাফল আপনি পাবেন তা ভাবা ভুল, কারন অনেক সময় দেখা যায় যে আপনার সবকিছু ঠিক থাকার পরেও আপনি ভিসা পেলেন না, কিন্তু অন্য আরেকজনের প্রফাইল আপনার থেকেও দুর্বল সে কিন্তু ভিসা পেয়ে গেল। তাই এই ক্ষেত্রে আমরা আমাদের সকল ক্লাইন্টকে বলি যে আপনি রিফিউজ হবেন ভেবে ভিসা এপ্লাই করুন, যদি প্রথম এটেম্পটে ভিসা পেয়ে যান তাহলেতো কোন কথাই নেই, আপনার ভাগ্য ভালো। তবে যদি প্রথম এটেম্পটে আপনার ভিসা না হয় এবং পুনরায় এপ্লাই/আপীল করতে হয় তাহলে আপনি করবেন, কারন আমাদের এমন কোন ক্লাইন্ট নেই যিনি দ্বিতীয়বার এপ্লাই/আপীল করেছেন আর ভিসা পান নি। তাই আপনাকেও বলতে চাই যদি আপনি বাস্তবতাকে মানেন তাহলেই আমাদের সাথে যোগাযোগ করুন, কারন আমরা আবেগ দিয়ে কাজ করিনা আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করি।

🛫 ভয় পাবার কিছু নেই, আমরা আছি, আপনার যদি চেষ্টা থাকে তাহলে সফলতা আসবেই। আমরা জানি আমাদের কথাগুলো হয়তো কিছুটা তিতা এবং কঠিন, আসলে আমরা মিথ্যা বলে বা মিথ্যা আশা দিয়ে আপনার সময় এবং অর্থ নষ্ট করতে চাই না। সমস্থ পোষ্ট পড়ার পর যদি মনে হয় আমরা আপনাকে সহযোগীতা করতে পারবো তবেই কেবল আমাদের সাথে যোগাযোগ করুন, কারন আপনার এবং আমাদের উভয়ের সময়ের মূল্য আছে।

📞 অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন : 01830-602053 হোওয়াটসাপে ম্যাসেজ দিয়ে রাখুন *

22/07/2023

সার্বিয়া, মন্টিনেগ্রো, সোলেমানিয়া, বসনিয়া, কসবো সহ কিছু নন সেনজেন ইউরোপ এর দেশের ফাইল জমা নেওয়া হচ্ছে।।

22/07/2023

নন সেনজেন দেশের জন্য কিছু ফাইল জমা নেওয়া হচ্ছে।

বিস্তারিত জানতে ম্যাসেজ অথবা পোস্টে কমেন্ট করুন।

02/06/2022

সৌদি আরবের... আবাসিক হোটেল ভিসা!!
সেলারি ঃ ১১০০ রিয়াল, থাকা খাওয়া কোম্পানির।
২ বছরের একামা।
কাজ ১০ ঘন্টা ( অভার টাইম ও এক্সট্রা ইনকাম করা যাবে)

যাত্রী মেডিক্যাল নিজে করতে হবে!

পাসপোর্ট এর সাথে -১ লক্ষ টাকা জমা দিতে হবে, ২ মাস সময় ভিসার।
ভিসা হবার পর বাকি টাকা দিয়ে দিতে হবে,
মোট টাকা -৩৭৫০০০/-

---------------------

ডুবাই ক্লিনার ভিসা ও সিকিউরিটি গার্ড ভিসা আছে।
সিকিউরিটি ভিসা তে মোটামুটি ইংলিশ ও হিন্দি জানতে হবে, শরির স্বাস্থ্য ভালো ও ৫ ফিট ৬ ইঞ্চি লম্বা হতে হবে। বয়স -১৮-৩৮ এর মধ্যে।
সেলারি -১৫০০-১৭০০ পর্যন্ত,আস্তে আস্তে বাড়বে।
কাজ -১০/১১ ঘন্টা।

সিকিউরিটি ভিসা দাম -৩ লক্ষ ৬০ হাজার টাকা।
থাকা কোম্পানির খাওয়া নিজের।

ইন্ডোর ক্লিনার ভিসা ডুবাই-
১৮ থেকে ৩৮ বছরের মধ্যে যে কেউ যেতে পারবেন।
সেলারি - ১০০০ দিরহাম।
অনেকে এক্সট্রা ইনকাম করে!
কাজ -১১/১২ ঘন্টা,

থাকা কোম্পানির খাওয়া নিজের।
ভিসা দাম ঃ ২ লক্ষ ৬৫ হাজার টাকা। ভিসা প্রসেসিং, টিকেট, মানপাওয়ার।

ডুবাইর পাসপোর্ট এর সাথে - অগ্রিম ৪০ হাজার টাকা দিতে হবে।
ভিসা হবার পর বাকি টাকা দিয়ে দিতে হবে।
বিস্তারিত জানতে পেইজের হোওয়াটসাপে ও ইনবক্সে নক করবেন।

13/04/2022
আসসালামু আলাইকুম!!  যারা ডুবাই লিগ্যাল ভাবে যেতে ইচ্ছুক, তাদের  জন্য এই অফার টা সেরা হবে। আমাদের নিজেদের লোকের মাধ্যমে ড...
22/01/2022

আসসালামু আলাইকুম!!
যারা ডুবাই লিগ্যাল ভাবে যেতে ইচ্ছুক, তাদের জন্য এই অফার টা সেরা হবে।

আমাদের নিজেদের লোকের মাধ্যমে ডুবাই কিছু কোম্পানির ভিসা প্রসেস করেছি।
সম্পুর্ন লিগ্যাল ভাবে যেতে পারবেন।

৩ ধরনের ভিসা আছে!

এগ্রিমেন্ট ভিসা, ফ্রি ভিসা, ও ভিজিট ভিসা।

আগ্রহী ভাইয়েরা বিস্তারিত জানতে ইনবক্সে নক করবেন অথবা হোওয়াটসাপে নক করবেন।

✅ আপনি কি ইউরোপ যাওয়ার ব্যাপারে ভাবছেন ? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন;    ইতালি 🇮🇹🇮🇹🇮🇹  Work Permit Visa :        ...
22/01/2022

✅ আপনি কি ইউরোপ যাওয়ার ব্যাপারে ভাবছেন ?
তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন;


ইতালি 🇮🇹🇮🇹🇮🇹 Work Permit Visa :

✅কাজের ধরনঃ এগ্রিকালচার, হোটেল, ফ্যাক্টরী

✅প্রয়োজনীয় যোগ্যতাঃ কাজের অভিজ্ঞতা না থাকলেও হবে ।

✅সুবিধাঃ থাকার ব্যাবস্থা কোম্পানী বহন করবে ।

✅ডিউটিঃ ৮ ঘন্টা + ওভার টাইম ( কোম্পানির উপর)

✅বেতনঃ ৮০০- ১০০০ ইউরো 💶💶💶

✅প্রয়োজনীয় কাগজপত্রঃ

♦️পাসপোর্ট অরজিনাল

♦️ ছবি ৪ কপি ৩৫/৪৫ সাদা ব্যাকগ্রাউন্ড (ম্যাটপেপার),

♦️ জন্মনিবন্ধন/ ভোটার আইডি ফটোকপি

♦️অভিজ্ঞতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে)।
♦️পুলিশ ক্লিয়ারেন্স সার্ফিকেট ।

⏰ ভিসা প্রাপ্তির সময় ৩ থেকে ৪ মাস

Whatsapp: 01568212390

ডুবাই ৩ মাসের ভিজিট - ফ্রি ভিসা, সময় মাত্র ১৫/২০ দিন। প্রয়োজনে পেইজে ম্যাসেজ দিন।
07/01/2022

ডুবাই ৩ মাসের ভিজিট - ফ্রি ভিসা, সময় মাত্র ১৫/২০ দিন। প্রয়োজনে পেইজে ম্যাসেজ দিন।

06/01/2022
06/01/2022

Address

Tilagor
Sylhet
3100

Telephone

+8801830602053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Take A Trip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Agencies in Sylhet

Show All