24/09/2023
🇨🇦 কানাডা ভিসা প্রসেস সার্ভিস।
আমরা আপনার ভিসা নিশ্চিত করার জন্য 𝓐 টু 𝓩 সাপোর্ট দিচ্ছি।
⚠️ বিস্তারিত না পড়ে দয়া করে যোগাযোগ করবেন না, কেবল মাত্র উক্ত পোষ্ট সম্পূর্ণ মনযোগ সহকারে পড়ার পর, যদি আপনার মনে হয় আপনি সিরিয়াস তাহলেই কেবল যোগাযোগ করুন।
⬇️ নিম্নে 🇨🇦 কানাডা ভিসা সম্পর্কিত বেসিক প্রশ্নগুলির উত্তর প্রদান করা হয়েছে, তাই আবারো সমস্থ পোষ্ট মনযোগ সহকারে পড়ার অনুরুধ রইলো 🙏।
পোষ্ট না পড়ে অযথা/বাজে মন্তব্য না করাই উত্তম।
🔴 প্রশ্ন, 🔵 উত্তর, 🌕 এটেনশন।
🔴 আমরা কোন ধরনের ভিসা পেতে আপনাকে সহযোগীতা করবো?
🔵 আমরা মূলত কানাডা টুরিষ্ট/ভিজিট ভিসা নিয়ে আপাতত কাজ করছি।
🔴 কানাডা টুরিষ্ট/ভিজিট ভিসা পেতে কি ট্রাভেল হিস্ট্রি লাগবে?
🔵 যদি আপনি ইতিমধ্যে অন্য কোন দেশে ভিজেট করে থাকেন তবে ভালো, তবে না থাকলেও কোন সমস্যা নেই (ভালোভাবে ফাইল রেডি করতে পারলে ফ্রেশ পাসপোর্টেও ভিসা হয়)।
🌕 যদি আপনার ইতিমধ্যে একের অধিক বা তার চেয়েও বেশি দেশ ভিজিট থাকে তবে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে (এবং আপনার ক্ষেত্রে ডকুমেন্টস কিছুটা কম লাগবে)।
কিন্তু আপনি যদি ইতিমধ্যে অন্য কোন দেশে ভিজিট না করে থাকেন তবে আপনার ক্ষেত্রে কিছু অতিরিক্ত ডকুমেন্টস লাগবে)।
🔴 প্রসেসিং টাইম কতদিন?
🔵 আমাদের প্রসেসিং টাইম অনেক দ্রুত - মাত্র ৭/১৫ দিন।
🌕 প্রসেসিং টাইম মূলত আপনার ডকুমেন্টেস'এর উপর নির্ভর করবে। আপনার প্রোফাইলের উপর নির্ভর করে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেই সকল ডকুমেন্টস আপনি যত দ্রুত আমাদেরকে প্রদান করবেন আমরা তত দ্রুত আপনার কাজ শেষ করতে পারবো। অনেক সময় দেখা যায় যে অনেকেরই শুধু মাত্র পাসপোর্ট ছাড়া আর কোন ডকুমেন্টস নেই তাই তাহাদের ডকুমেন্টস তৈরি করতে আমাদের কিছুটা সময় প্রয়োজন হয়। তবে আমরা আপনাকে এতোটা নিশ্চিত বলতে পারি যে আমরা মাত্র ৭/১৫ দিন সময় নিবো।
🔴 ব্যাংক ব্যালেন্স কত লাগবে? এবং কতদিনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে?
🔵 ব্যাংক ব্যালেন্স কত লাগবে তা মুখস্থ বলা কঠিন, এটা মূলত আপনার পেশা কি তার উপর নির্ভর করে। এবং বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
🌕 ব্যাংক ব্যালেন্স নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই, কারন আমরা এই বিষয়ে আপনাকে সহযোগীতা করবো।
🔴 শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
🔵 আপনি যদি কমপক্ষে SSC/HSC পাশ হোন তাহলে ভালো, তবে যদি আপনি SSC/HSC পাশ না হোন কিন্তু স্মার্ট হোন তাহলেও হবে।
🔴 পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে?
🔵 পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬-মাস থাকতে হবে।
🔴 আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন?
🔵 আমাদের সাথে আপনি ফেইসবোক মেসেইজ, ইমেইল, এবং হোয়াটসঅ্যাপে, যোগাযোগ করতে পারেন।
🌕 যোগাযোগের জন্য প্রথমে আপনার নাম, ঠিকানা লিখে মেসেইজ করুন, আমরা যত দ্রুত সম্ভব আপনাকে রিপ্লাই করার চেষ্টা করবো।
🔴 আমাদের সার্ভিস চার্জ কত?
🔵 প্রাথমিক কনসালটেন্সি'র জন্য আমাদেরকে কোন প্রকার পেমেন্ট করতে হবে না। আপনি যখন আমাদের সাথে প্রাথমিক কনসালটেন্সি করবেন তখন যদি আমাদের কাছে মনে হয় আপনি ভিসা পাবার যোগ্য তাহলেই আমরা আপনাকে নিয়ে কাজ শুরু করবো, অন্যথায় আমরা তখনি আপনাকে বলে দিবো যে আমরা হয়তো আপনাকে সাহায্য করতে পারবো না।
🌕 সার্ভিস চার্জ মূলত আপনার প্রোফাইলের উপর নির্ভর করবে। মূলত আপনার জন্য আমাদের প্রদানকৃত সময় এবং পরিশ্রমের উপর সার্ভিস চার্জ ধার্য করা হবে, তবে আমরা আপনাকে শুরুতেই আমাদের সার্ভিস চার্জ সম্পর্কে বলে দেবো, এবং তখন আপনার যদি মনে হয় আপনি সামনে এগুবেন তবেই কাজ শুরু হবে।
🔴 ভিসা হবার নিশ্চিয়তা কতটুকু?
🔵 আপনি ভিসা পাবেন বলে আমরা আপনাকে কোন প্রকার গ্যারান্টি প্রদান করতে পারবো না। এমনকি যদি এই রকম মিথ্যা গ্যারান্টি কেউ আপনাকে দিয়ে থাকে তাহলে সেটা তাহার এবং আপনার একান্ত বিষয় যা নিয়ে আমরা কথা বলতে চাই না।
🌕 তবে আমরা আপনাকে এতোটুকু আশ্বস্ত করতে পারি যে, যদি আমরা আপনার কাজ করি তাহলে ভিসা হবার সম্ভাবনা অনেক বেশি হবে।
🔴 ভিসা না হলে কি করবেন?
🔵 মনে করুন আপনার ভিসা হলো না, তাহলে কি আপনি আমাদেরকে দোষারোপ করবেন? এখানে আমরা আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যেঃ ভিসা রিফিউজ হলে আমরা কোনভাবে দায়ী হবো না, তবে আপনি যদি কোন রকম ফেইক ডকুমেন্টস প্রদান না করেন, আপনার সকল ডকুমেন্টস যদি অথেন্টিক বা আসল হয় এবং আপনি যদি চান পুনরায় আবেদন অথবা আপীল করবেন তাহলে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগীতা করবো, এবং তার জন্য আপনি আমাদেরকে পূনরায় কোন প্রকার সার্ভিস চার্জ প্রদান করতে হবে না।
🌕 দেখুন সবসময় আপনার প্রত্যাশিত ফলাফল আপনি পাবেন তা ভাবা ভুল, কারন অনেক সময় দেখা যায় যে আপনার সবকিছু ঠিক থাকার পরেও আপনি ভিসা পেলেন না, কিন্তু অন্য আরেকজনের প্রফাইল আপনার থেকেও দুর্বল সে কিন্তু ভিসা পেয়ে গেল। তাই এই ক্ষেত্রে আমরা আমাদের সকল ক্লাইন্টকে বলি যে আপনি রিফিউজ হবেন ভেবে ভিসা এপ্লাই করুন, যদি প্রথম এটেম্পটে ভিসা পেয়ে যান তাহলেতো কোন কথাই নেই, আপনার ভাগ্য ভালো। তবে যদি প্রথম এটেম্পটে আপনার ভিসা না হয় এবং পুনরায় এপ্লাই/আপীল করতে হয় তাহলে আপনি করবেন, কারন আমাদের এমন কোন ক্লাইন্ট নেই যিনি দ্বিতীয়বার এপ্লাই/আপীল করেছেন আর ভিসা পান নি। তাই আপনাকেও বলতে চাই যদি আপনি বাস্তবতাকে মানেন তাহলেই আমাদের সাথে যোগাযোগ করুন, কারন আমরা আবেগ দিয়ে কাজ করিনা আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করি।
🛫 ভয় পাবার কিছু নেই, আমরা আছি, আপনার যদি চেষ্টা থাকে তাহলে সফলতা আসবেই। আমরা জানি আমাদের কথাগুলো হয়তো কিছুটা তিতা এবং কঠিন, আসলে আমরা মিথ্যা বলে বা মিথ্যা আশা দিয়ে আপনার সময় এবং অর্থ নষ্ট করতে চাই না। সমস্থ পোষ্ট পড়ার পর যদি মনে হয় আমরা আপনাকে সহযোগীতা করতে পারবো তবেই কেবল আমাদের সাথে যোগাযোগ করুন, কারন আপনার এবং আমাদের উভয়ের সময়ের মূল্য আছে।
📞 অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন : 01830-602053 হোওয়াটসাপে ম্যাসেজ দিয়ে রাখুন *