MHS IMMIGRATION SERVICE

MHS IMMIGRATION SERVICE Since 2015,We Providing Trusted Services In Air-Ticketing, Tour Package & Immigration. Stay With Us.

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং করছি , আপনার সকল ডকুমেন্টস যদি জেনুইন থাকে? ২/৪ টা দেশ ভিসিট করা থাকে? তাহলে সরাসরি চলে আসুন ...
15/02/2024

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং করছি , আপনার সকল ডকুমেন্টস যদি জেনুইন থাকে? ২/৪ টা দেশ ভিসিট করা থাকে? তাহলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে। সার্ভিস চার্জ শুধুমাত্র ২০০০০/ টাকা ।

11/02/2024

🇬🇧ইউকে আসার সর্বশেষ সুযোগ কাজ লাগানোর এখনই সময়। আগামী এপ্রিল থেকে ইউকে ওয়ার্ক পারমিট অনেক কঠিন হয়ে যাবে। তাই আপনি যদি এপ্রিল এর আগে আবেদন করতে পারেন তাহলে পুরাতন নিয়মে খুব সহজে ইউকে আসতে পারবেন ও স্থায়ী হতে পারবেন।

👉আমরা শুধু জেনুইন কোম্পানি নিয়ে কাজ করছি এবং কাজের নিশ্চয়তা দিচ্ছি। তাই আমাদের খরচ অন্যদের থেকে বেশি হতে‌ পারে।

👉আমাদের হাতে মাত্র ০৮ টি ওয়ার্ক পারমিট জেনুইন কাজসহ বর্তমানে আছে। যাদের IELTS , মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স রেডি অতিশীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন।

⭕কাজের ধরনঃ
১. রেষ্টুরেন্ট।
২. কন্ট্রাকশন।
২. আইটি।

⭕যা যা লাগবেঃ
১. IELTS 4.5 minimum no less than 4 each.
2. Police clearance.
3. Medical .
4. HSS passed.
5. Experience.

⭕বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন ও what's app এ কল ও টেক্সট দিতে পারেন।

⭕মোবাইলঃ +8801314038751(UK)

04/02/2024

ইউকে ইমিগ্রেশন এর নতুন নিয়ম:

Rule 1: আগামী ১১ মার্চ এর পর থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় কোন ডিপেন্ডেন্টকে ভিসা দেওয়া হবে না। কেয়ার ওয়ার্কার ভিসার এই নিয়মটি ইন কান্ট্রি ভিসা সুইচ এবং কামিং ফ্রম এব্রোড উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
★অর্থাৎ কেউ যদি এখন বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকে আসে তাহলে কোন ডিপেন্ডেন্ট সাথে নিয়ে আসতে পারবে না এবং উক্ত ভিসায় থাকা অবস্থায় কখনো ডিপেন্ডেন্ট এর জন্য ভিসা এপ্লাই করতে পারবে না।
★এমনকি ইউকেতে অবস্থানরত কোন স্টুডেন্ট যারা গ্রেজুয়েশন কম্পলিট করেছে অথবা PSW তে রয়েছে তারাও ডিপেন্ডেন্টসহ কেয়ার ওয়ার্কার হিসেবে ভিসা সুইচ করতে পারবে না
★ তবে ১১ মার্চের পূর্বে কেউ যদি কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করে তাহলে একই সাথে অথবা ১১ মার্চের পরে ভিসা বহাল থাকা অবস্থায় যেকোনো সময় ডিপেন্ডেন্ট আনতে পারবে।
Rule 2: আগামী ৪ এপ্রিলের পর কেয়ার ওয়ার্কার ছাড়া অন্য যেকোনো স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করলে বাৎসরিক সেলারী মিনিমাম ৩৮৭০০ পাউন্ড দেখাতে হবে। এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসা পাবে, সমস্যা নেই।

Rule 3: আগামী ১১ এপ্রিলের পর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বাৎসরিক সেলারী মিনিমাম ২৯০০০ পাউন্ড দেখাতে হবে।

03/02/2024
📢Welcome to *MHS IMMIGRATION SERVICE*🏢Our Address:🔴🇧🇩 Bangladesh Office: 29, 3rd Floor, Lift-03, West World Shopping Cit...
26/01/2024

📢Welcome to
*MHS IMMIGRATION SERVICE*

🏢Our Address:

🔴🇧🇩 Bangladesh Office: 29, 3rd Floor, Lift-03, West World Shopping City Zindabazar, Sylhet.

🔴🇬🇧UK Office: BURGES ROAD, E62EU, London.

🔴🇮🇹 Italy Office: Piotelio, Milan, Italy.

✅ Mobile:
📞01600356148 (Bangladesh)
📞01310537440(Bangladesh)
📞01314038751 (UK-Whatsaap Only)

✅ Join WhatsApp Group to get regular updates from different countries-------

WhatsApp Group Invite

16/01/2024

২৬ টি পেশায় হাঙ্গেরিয়ান ওয়ার্ক ভিসা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। নিচের পেশা গুলোতে এখনো হাঙরিতে ৮০ হাজার শূন্য পথ রয়েছে।

১/ ওয়েল্ডার এবং শিখা কাটার
২/গৃহসজ্জার সামগ্রী এবং সংশ্লিষ্ট কর্মী
৩/ভ্রমণ পরিচারক এবং ভ্রমণ স্টুয়ার্ড
৪/রাস্তার খাবার বিক্রেতারা
৫/স্টল এবং বাজারের বিক্রয়কর্মী
৬/দোকান বিক্রয় সহকারী
৭/শিট মেটাল শ্রমিক
৮/ছাদ তৈরীর কাজ
৯/প্লাম্বার এবং পাইপফিটার
১০/ফিজিওথেরাপি টেকনিশিয়ান এবং সহকারী
১১/খনন ও খননকারী শ্রমিক
১২/ধাতু প্রক্রিয়াকরণ প্লান্ট অপারেটর
১৩/মেডিকেল এবং ডেন্টাল প্রস্থেটিক টেকনিশিয়ান
১৪/নিরোধক কর্মীরা
১৫/হ্যান্ড প্যাকার
১৬/গ্লাস এবং সিরামিক অপারেটর
১৭/মেঝে স্তর এবং টালি সেটার
১৮/ফাস্ট ফুড প্রস্তুতকারী
১৯/কেন্দ্রের বিক্রয়কর্মীর সাথে যোগাযোগ করুন
২০/কংক্রিট প্লেসার, কংক্রিট ফিনিশার এবং সংশ্লিষ্ট কর্মী
২১/ছুতার এবং যোগদানকারী
২২/কসাই, মাছচাষি এবং সংশ্লিষ্ট খাদ্য প্রস্তুতকারী
২৩/ব্রিকলেয়ার এবং সংশ্লিষ্ট শ্রমিক
২৪/বিউটিশিয়ান এবং সংশ্লিষ্ট কর্মীরা
২৫বিমানের পাইলট এবং সংশ্লিষ্ট সহযোগী পেশাদাররা
২৬/পাল্প এবং পেপারমেকিং প্ল্যান্ট অপারেটর

"দক্ষতা বারান, সফলতা ছুটে আপনার কাছে আসবে"

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী এপয়েন্টমেন্ট নিতে পারেন অনলাইনে !
31/12/2023

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী এপয়েন্টমেন্ট নিতে পারেন অনলাইনে !

29/12/2023

সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছরে আমরা নতুন কিছু কাজ শুরু করব। নতুন আপডেট আসছে............

📢বিশ্বস্ত ও সঠিক প্রক্রিয়ায় বৈধ উপায়ে আমরা নিচের দেশগুলোর ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করে থাকি। বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা অফিস টাইম এ কল করুন অথবা মেসেজ দিন।
--------------------------------------------------
✈️ প্রসেসিং সময়ঃ ৪-৬ মাস।
🇮🇹 ইতালি।
🇭🇺 হাঙ্গেরি।
🇬🇧 ইউকে।

🚦শুধুমাত্র প্রকৃত আগ্রহীগন আমাদের সাথে যোগাযোগ করুন।
✳️আমাদের ঠিকানাঃ
*MHS IMMIGRATION SERVICE*

📌 Bangladesh Office:29,3rd floor,Lift-03, West World Shopping City , Zindabazar, Sylhet.

📌 UK Office: 220 Burges Raod, E62EU, London,Uk.

📌 Italy Office: Piotelleo, Milan, Italy.

☎️ মোবাইলঃ।
📞 01600356148.
📞 01310537440.
📞 01314038751. (Uk) WhatsApp Only

⭕কল ও অফিস টাইমঃ সকাল ১১ টা থেকে সন্ধ্যা ০৭ পর্যন্ত।

20/11/2023

কানাডা আগামী ৩ বছরে ১৫ লাখ ইমিগ্রান্টস নিবে, এখনই প্রস্তুতি শুরু করেন

14/11/2023

চমৎকার বিশ্লেষণ করেছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী সাংবাদিক Iqbal Mahmud ভাই।

কানাডায় সাম্প্রতিককালে যারা ভিজিটর ভিসায় যাচ্ছেন তাদের সিংহভাগই জেনুইন ভিজিটর নন। ফ্রিকুয়েন্ট ট্র্যাভেলার ক্যাটাগরিতে তাদের যোগ্যতা অনেকাংশেই প্রশ্নসাপেক্ষ। যারা যাচ্ছেন তাদের ৮০ ভাগই দেশে ফিরছেন না। এটি কানাডা কর্তৃপক্ষ জানে না, তা ভাববার কোন কারণ নেই। তারা জেনেশুনেই প্রার্থীদের জমা দেয়া কাগজপত্রের আলোকে ভিসা দিচ্ছেন। এতে কানাডা কর্তৃপক্ষের তরফ থেকে কোন অসন্তুষ্টি আজ পর্যন্ত শোনা যায়নি। এমনকি ভিজিটশেষে অধিকাংশ লোক সেদেশে থেকে যাচ্ছেন, তাতেও কানাডার কোন সমস্যা হচ্ছে না। সমস্যা হয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে দূর্নীতিগ্রস্ত সেক্টর বিমানের ঘুষখোর সিন্ডিকেটের। তারা দুবাই রুটের মত কানাডা রুটেও "এয়ারপোর্ট কন্ট্রাক্ট" পদ্ধতি চালু করতে চাচ্ছে। সিলেট থেকে ইমিগ্রেশন সম্পন্ন করে কানাডাগামী ৪২ যাত্রীকে ঢাকায় আটকে দিয়ে তারা পরবর্তীতে যারা কানাডা যেতে চান তাদেরকে "এয়ারপোর্ট কন্ট্রাক্ট"র ম্যাসেজ দিয়ে দিলেন। 'ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই'।
বেকারত্বের অভিশাপে জর্জরিত একটি দেশের তরুণ সমাজ উন্নত জীবনের আশায় দেশে দেশে গন্তব্য খুঁজে নিচ্ছে। এরাই পরবর্তীতে রেমিট্যান্স এর প্রবাহ দিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। কোথায় তাদের সৃজনশীল তারুণ্য হিসেবে বাহবা দেয়া হবে- উল্টো তাদের যাত্রাপথে বাধার পাহাড় সৃষ্টি করছে রাষ্ট্রের মাথামোটা, পেটমোটা ঘুষখোর সিন্ডিকেট। ধিক এদের জন্য!!

(ইকবাল মাহমুদ, একাত্তর টিভি সিলেটের সাবেক ব্যুরো প্রধান)

📢বিশ্বস্ত ও সঠিক প্রক্রিয়ায় বৈধ উপায়ে আমরা নিচের দেশগুলোর  ভিসা প্রসেসিং করে থাকি। বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগায...
10/11/2023

📢বিশ্বস্ত ও সঠিক প্রক্রিয়ায় বৈধ উপায়ে আমরা নিচের দেশগুলোর ভিসা প্রসেসিং করে থাকি। বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা অফিস টাইম এ কল করুন অথবা মেসেজ দিন।
--------------------------------------------------
✈️ প্রসেসিং সময়ঃ ২ মাস

🇨🇦কানাডা ভিজিট ভিসা।

🇬🇧 ইউকে ওয়ার্ক পারমিট ও ভিজিট ভিসা।

🚦শুধুমাত্র প্রকৃত আগ্রহীগন আমাদের সাথে যোগাযোগ করুন।
✳️আমাদের ঠিকানাঃ
*MHS IMMIGRATION SERVICE*

🏤Office:29,3rd floor,Lift-03, West World Shopping City , Zindabazar, Sylhet.

☎️ মোবাইলঃ
📞 01314038751

⭕কল ও অফিস টাইমঃ সকাল ১১ টা থেকে সন্ধ্যা ০৭ পর্যন্ত।

🇮🇹 ইতালি ওয়ার্ক পারমিট (বুকিং সীমিত) ফাইল জমা দেওয়ার শেষ তারিখঃ ১৮-১১-২০২৩ ঈং📢ইতালি সিজনাল ও স্পন্সর ভিসায় জরুরী ভাবে...
07/11/2023

🇮🇹 ইতালি ওয়ার্ক পারমিট (বুকিং সীমিত) ফাইল জমা দেওয়ার শেষ তারিখঃ ১৮-১১-২০২৩ ঈং

📢ইতালি সিজনাল ও স্পন্সর ভিসায় জরুরী ভাবে মাত্র ১০ টি ফাইল লাগবে। শুধুমাত্র আমাদের শর্তাবলীতে রাজি থাকলে কল দিবেন। অন্যথায় যোগাযোগ করা থেকে বিরত থাকুন।

📌সিজনাল ভিসার খরচঃ

১. মোট খরচঃ ১৪ হাজার ইউরো।
২. এডভান্সঃ ১০০০ হাজার ইউরো।
৩. নন-রিফান্ড খরচঃ ৩০০ ইউরো।
৪. সময়- ৬ মাস।

📌স্পন্সর ভিসা খরচঃ(পার্মানেন্ট)

১. মোট খরচঃ ১৮০০০ ইউরো।
২. এডভান্সঃ ১০০০ ইউরো।
৩. নন-রিফান্ড খরচঃ ৩০০ ইউরো।
৪. সময়ঃ ৬ মাস।

👉 ১ ইউরো বর্তমান রেইট ১৩২ টাকা। সমস্থ টাকা ইউরো রেইট এ প্রদান করতে হবে।

📎 আমাদের ভিসা রেশিও ১০০/%। সুতরাং রেইট এ কোন ধরনের কমবেশি করার সুযোগ নাই।

👉 উপরোক্ত বিষয়ে আগ্রহীগন কেবল যোগাযোগ করবেন।

🔴যোগাযোগঃ
MHS IMMIGRATION SERVICE
অফিসঃ ২৯, ৪র্থ তলা, লিফট-০৩, ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট।

☎️মোবাইলঃ

📞01314038751
📞01310537440
📞01874990626

👉 অফিস ও কলের সময় সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

কানাডা ভিজিট ভিসায় আমাদের আরো একটি সাফল্য।
26/10/2023

কানাডা ভিজিট ভিসায় আমাদের আরো একটি সাফল্য।

🇨🇦কানাডার ১০ বছরের মাল্টিপল ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।🔴সম্পূর্ণ ডকুমেন্টস সাপোর্ট সহ আমরা কান...
12/10/2023

🇨🇦কানাডার ১০ বছরের মাল্টিপল ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
🔴সম্পূর্ণ ডকুমেন্টস সাপোর্ট সহ আমরা কানাডার ভিজিট ভিসার প্রসেসিং করছি অত্যন্ত অভিজ্ঞ ভিসা কাউন্সিলর দ্বারা।
📌 কানাডার ক্ষেত্রে ভিসা ইন্টারভিউ নেই। ভিসা সম্পূর্ণ ডকুমেন্টস নির্ভর।
☎ মোবাইলঃ 01314038751, 01600356148 .
প্রতিদিন সকাল ১১:০০ টা হইতে সন্ধ্যা ৬:০০ টা।
👉অবশ্যই ফোনে এপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।।
✅ অফিস ঠিকানাঃ MHS IMMIGRATION SERVICE
, Office -29, 3rd Floor, Lift-03,West WORLD SHOPPING CITY, ZINDABAZAR, SYLHET.

আলহামদুলিল্লাহ কানাডা ভিজিট ভিসার আরো একটি সফলতা।
11/10/2023

আলহামদুলিল্লাহ কানাডা ভিজিট ভিসার আরো একটি সফলতা।

🇨🇦কানাডার ১০ বছরের মাল্টিপল ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।🔴সম্পূর্ণ ডকুমেন্টস সাপোর্ট সহ আমরা কান...
10/10/2023

🇨🇦কানাডার ১০ বছরের মাল্টিপল ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
🔴সম্পূর্ণ ডকুমেন্টস সাপোর্ট সহ আমরা কানাডার ভিজিট ভিসার প্রসেসিং করছি অত্যন্ত অভিজ্ঞ ভিসা কাউন্সিলর দ্বারা।
📌 কানাডার ক্ষেত্রে ভিসা ইন্টারভিউ নেই। ভিসা সম্পূর্ণ ডকুমেন্টস নির্ভর।
☎ মোবাইলঃ 01314038751, 01310537440.
প্রতিদিন সকাল ১১:০০ টা হইতে সন্ধ্যা ৬:০০ টা।
👉অবশ্যই ফোনে এপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।।
✅ অফিস ঠিকানাঃ MHS IMMIGRATION SERVICE
, Office -29, 3rd Floor, Lift-03,West WORLD SHOPPING CITY, ZINDABAZAR, SYLHET.

04/10/2023

সুখবর ✅সুখবর✅সুখবর✅

২০২৩ সালের ইতালি ফ্লুসির অফিসিয়াল গেজেট ঘোষণা।

২০২৩ সালের ক্লিক ডে ডিসেম্বর মাসের ২/৪/১২ তারিখে তিনদিন তিনটি ক্লিক-ডে হবে ১ লাখ ৩৬ হাজারের জন্য 🇮🇹 আলহামদুলিল্লাহ 🇮🇹🇮🇹।

19/09/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🇮🇹ইতালির ২০২৪ সালের স্পন্সর ভিসার আবেদনের সম্ভাব্য তারিখ ও কাজের ক্ষেত্র :- অ-মৌসুমী বা স্থায়ী (নন-সিজনাল) স্পন্সরের আবে...
14/09/2023

🇮🇹ইতালির ২০২৪ সালের স্পন্সর ভিসার আবেদনের সম্ভাব্য তারিখ ও কাজের ক্ষেত্র :-
অ-মৌসুমী বা স্থায়ী (নন-সিজনাল) স্পন্সরের আবেদন জমা ৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ টা থেকে-

মোট ৫২,৭৭০ টি স্থায়ী স্পন্সর ভিসা-

কাজের ক্ষেত্র:
🇮🇹তৃতীয় পক্ষের জন্য পণ্য পরিবহন
🇮🇹ভবন নির্মাণ
🇮🇹পর্যটক-হোটেল
🇮🇹মেকানিক্স
🇮🇹টেলিযোগাযোগ
🇮🇹খাদ্য
🇮🇹জাহাজ নির্মাণ
🇮🇹বাস যাত্রী পরিবহন
🇮🇹মাছ ধরা
🇮🇹চুলের স্টাইলিস্ট
🇮🇹ইলেকট্রিশিয়ান
🇮🇹প্লাম্বার
------------
🇮🇹🤝🇧🇩 মৌসুমী (সিজনাল) স্পন্সরের আবেদন পত্র জমা ১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ টা থেকে।
মোট ৮২,৫৫০ টি কৃষি স্পন্সর ভিসা!

কৃষি বা মৌসুমী কাজের ক্ষেত্রগুলো হলো-
🇮🇹পর্যটন
🇮🇹হোটেল
🇮🇹কৃষি।
🇮🇹 আগামী দিনে ইতালিতে আসার জন্য যারা আগ্রহী তাদের জন্য শুভকামনা ও অভিনন্দন!

#ইউরোপ #ইতালি #সেনজেন #সিজনাল_ভিসা #ননসিজনাল_ভিসা #ভিসা

🇨🇦কানাডার ১০ বছরের মাল্টিপল ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।🔴সম্পূর্ণ ডকুমেন্টস সাপোর্ট সহ আমরা কান...
09/09/2023

🇨🇦কানাডার ১০ বছরের মাল্টিপল ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
🔴সম্পূর্ণ ডকুমেন্টস সাপোর্ট সহ আমরা কানাডার ভিজিট ভিসার প্রসেসিং করছি অত্যন্ত অভিজ্ঞ ভিসা কাউন্সিলর দ্বারা।
📌কানাডা তে যতদিন পাসপোর্ট এর মেয়াদ ততদিন এর ভিসা পাওয়া যাবে ।
📌কানাডা তে টুরিস্ট ভিসা তে যাওয়ার পর পারমানেন্ট ভাবে ফ্যামিলিসহ সেটেল হতে চাইলে কানাডিয়ান ইমিগ্রেশন লইয়ার এর মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়া করানো যাবে আমাদের মাধ্যমে।
✔️আমারা কোন ধরনের ওয়ার্ক পারমিট এর কাজ করছি না। শুধুমাত্র টুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকি।
📌বর্তমানে শুধুমাত্র ইন্ডিয়া ভিসিট এও কানাডার অনেক ভিসা পাওয়া যাচ্ছে। একজন এপ্লিকেন্ট তার ট্রাভেল হিস্টরির পাশাপাশি ফিনানশিয়ালি কতটা শক্ত অবস্থানে আছেন এবং তার কান্ট্রি টাই কতটা শক্ত সেটাই ভিসা অফিসার বিবেচনা করে দেখবেন। আর আমরা সেভাবেই আমাদের ক্লায়েন্টের ডকুমেন্টস গুলো প্রস্তুত করি।
📌 কানাডার ক্ষেত্রে ভিসা ইন্টারভিউ নেই। ভিসা সম্পূর্ণ ডকুমেন্টস নির্ভর।
☎ মোবাইলঃ 01314038751, 01310537440.
প্রতিদিন সকাল ১১:০০ টা হইতে সন্ধ্যা ৬:০০ টা।
👉অবশ্যই ফোনে এপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।।
✅ অফিস ঠিকানাঃ MHS IMMIGRATION SERVICE
, Office -29, 3rd Floor, Lift-03,West WORLD SHOPPING CITY, ZINDABAZAR, SYLHET.

বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশের সুবিধা পাবেন। এই দেশগুলির মধ্যে রয়ে...
04/09/2023

বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশের সুবিধা পাবেন। এই দেশগুলির মধ্যে রয়েছে ওশেনিয়া, ক্যারিবীয়, এশিয়া এবং আফ্রিকা থেকে বিভিন্ন দেশ।

ভিসা-মুক্ত প্রবেশ মানে হল যে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এই দেশগুলিতে প্রবেশের জন্য কোনও ভিসা প্রয়োজন হবে না। ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশ মানে হল যে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এই দেশগুলিতে পৌঁছে ভিসা পেতে পারেন।

বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা পান তার মধ্যে রয়েছে:
• ওশেনিয়ার দেশ- কুক দ্বীপপুঞ্জ, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউ;
• ক্যারিবিয়ান দেশ- বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিট্স এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্স, ত্রিনিদাদ ও টোবাগো;
• এশিয়ার দেশ- ভুটান;
• আফ্রিকান দেশ- লেসোথো ও গাম্বিয়া।

বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশের সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে:
• ওশেনিয়ান দেশ- সামোয়া, টুভালু, ভানুয়াতু;
• এশিয়ার দেশ- কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, তিমুর-লেস্তে;
• আমেরিকার দেশ- বলিভিয়া;
• আফ্রিকান দেশ- বুরুন্ডি, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল্স, সিয়েরা লিওন, সোমালিয়া ও টোগো।

ই-ভিসাঃ ই-ভিসা হল একটি ইলেকট্রনিক ভিসা যা একটি নির্দিষ্ট দেশ ভ্রমণের অনুমতি দেয়। এটি একটি স্টিকার ভিসার মতো নয়, যা একটি পাসপোর্টে আঠালো করা হয়। ই-ভিসাগুলি অনলাইনে আবেদন করা হয় এবং একটি ইমেলে পাঠানো হয়।

বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ই-ভিসা পাবেন তার মধ্যে রয়েছে:
অ্যান্টিগুয়া ও বার্বুডা, আজারবাইজান, বেনিন, কম্বোডিয়া, কলম্বিয়া, জিবুতি, ইথিওপিয়া, গ্যাবন, জর্জিয়া, গিনি, কেনিয়া, কুয়েত, কিরগিজস্তান, মালয়েশিয়া, মলদোভা, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সাও টোমে এবং প্রিনসিপে, সুরিনাম, তাজিকিস্তান, তুর্কি, উগান্ডা, উজবেকিস্তান, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

এন্ট্রি পারমিট বা ইটিএ: ইটিএ মানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, যেটি মূলত ভিসা ছাড়া বিদেশ ভ্রমণকারীদের জন্য একটি ডিজিটাল এন্ট্রি পারমিট। এই দ্রুত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত স্বল্প মেয়াদে দেশান্তরের অনুমতি লাভ করা যায়।

বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ইটিএ পান তার মধ্যে রয়েছে:
• শ্রীলঙ্কা

আপনি কি অন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ 𝐀𝐈𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 খুঁজছেন ?সর্বনিম্ন মূল্যে আন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ যেকোনো রুটের 𝐀𝐈𝐑 ...
03/09/2023

আপনি কি অন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ 𝐀𝐈𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 খুঁজছেন ?
সর্বনিম্ন মূল্যে আন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ যেকোনো রুটের 𝐀𝐈𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 পাবেন আমাদের কাছে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
✈️ Book Now Your Air Ticket ✈️
🏤Office:29,3rd floor,Lift-03, West World Shopping City , Zindabazar, Sylhet.
☎️ মোবাইলঃ।
📞 01600356148.
📞 01310537440.
📞 01314038751.
⭕কল ও অফিস টাইমঃ সকাল ১১ টা থেকে সন্ধ্যা ০৭ পর্যন্ত।

Address

Office:29, 3rd Floor, Lift-03, West World Shopping City Zindabazar
Sylhet
3100

Opening Hours

Monday 11:00 - 19:00
Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 19:00
Thursday 11:00 - 19:00
Saturday 11:00 - 19:00
Sunday 11:00 - 19:00

Telephone

+8801314038751

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHS IMMIGRATION SERVICE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MHS IMMIGRATION SERVICE:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Sylhet

Show All