Fly Away

Fly Away Our Service Worldwide Airlines Ticket, Hotel Booking, Hajj, Umrah, Tourist Visa Processing, Land Package, Group Tour, Corporate Service, Etc. Tourism

Service Available here.

25/12/2023

আস্তে আস্তে পড়তে থাকেন ❤️
1.সুবাহানআল্লাহ
2.আলহামদুলিল্লাহ
3.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
4.আল্লাহু আকবর
5.আস্তাগফিরুল্লাহ
6. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
7. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
8. আল্লাহুমাগফিরলি
9. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
10. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
11.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
12. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
13. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
14.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
15. ইয়া হালালাল মুশকিলাত
16.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
17.ইয়া আরহামার রাহিমীন
18.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
19. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
20. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
21. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
22.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
23. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
24. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
25. ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
26.ইয়া ওয়াদুদু
27. রাব্বি হাবলি মিনাস সলিহিন
28.ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
29. ইন্নাল্লাহা মাআ সবেরীন
30.হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
31. ইয়া রাব্বিগ ফিরলি
32.আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম
◆পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন।

সৌদি আরব এ নতুন কাজের ভিসায় যারা যাবেন এসকল যাত্রীদের ফিঙ্গার দেয়ার স্থান পরিবর্তন সংক্রান্ত নতুন নোটিশ  📣📣👇আসসালামুআলাই...
06/10/2023

সৌদি আরব এ নতুন কাজের ভিসায় যারা যাবেন এসকল যাত্রীদের ফিঙ্গার দেয়ার স্থান পরিবর্তন সংক্রান্ত নতুন নোটিশ 📣📣👇

আসসালামুআলাইকুম, ✈️✈️
সৌদি আরব দূতাবাসের সিদ্বান্ত মোতাবেক সৌদিগামী কর্মীদের যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার নেওয়ার পরিবর্তে এখন থেকে (গুলশান নতুনবাজার, এর পাশে বাঁশতলা) জামালপুর টুইন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে সৌদি আরব ভিসা সেন্টার তাশির এর নতুন শাখায় ফিঙ্গার নেওয়া হবে।
যমুনা ফিউচার পার্কে অতিরিক্ত লোক সমাগমের কারনে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে।

👉👉 লোকেশন: রামপুরা দিয়ে যমুনা ফিউচার পার্কে যাওয়ার পথে উত্তর বাড্ডা- শাহাজাদপুর এর একটু পরেই এবং গুলশান নতুন বাজারের একটু আগে বাঁশতলা নামক স্থানে অবস্থিত জামালপুর টুইন টাওয়ার বিল্ডিং।👇

30/09/2023

Etihad Airways cancels flights to/from Dhaka effective October 29
======================
Dhaka: Etihad Airways announced to cancel its Abu Dhabi-Dhaka flight effective October 29, 2023.

The airline on September 28, 2023, issued a commercial waiver as it plans to suspend its daily flights on Abu Dhabi-Dhaka route.

Till October 28, 2023, the airline operates daily flights on Abu Dhabi-Dhaka route with Boeing 787-9 Dreamliner.

Passengers with fully unutilised tickets may receive a full refund with no penalty or administrative fee, while partially used ticket holders may refund the unused portion of their ticket.

The aforementioned options are valid for passengers who have purchased tickets on or before September 27, 2023 for flights on the route with travel date on and after October 29, 2023.

✈️ বদলে যাচ্ছে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসানীতি। ✈️✈️
06/09/2023

✈️ বদলে যাচ্ছে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসানীতি। ✈️✈️

বদলে যাচ্ছে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসানীতি

সনদ ছাড়া সৌদি  আরব যাওয়া বন্ধ হচ্ছে।সৌদি আরব যেতে ৩৩ পেশায় পরীক্ষা বাধ্যতামূলক।সউদী আরবে পাঁচটি খাতে বিদেশিদের কাজ করতে ...
15/08/2023

সনদ ছাড়া সৌদি আরব যাওয়া বন্ধ হচ্ছে।
সৌদি আরব যেতে ৩৩ পেশায় পরীক্ষা বাধ্যতামূলক।

সউদী আরবে পাঁচটি খাতে বিদেশিদের কাজ করতে হলে সে দেশের সনদ বাধ্যতামূলক করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৮ ধরনের কাজ। এখন থেকে এই ৩৩ রকম কাজ করতে সউদী আরব যেতে হলে বাধ্যতামূলকভাবে পরীক্ষা দিয়ে সনদ নিয়ে যেতে হবে। সম্প্রতি ঢাকার সউদী দূতাবাস এক চিঠিতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) একথা জানায়। গতকার সোমবার দুপুরে বিএমইটি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিএমইটির এডিজি আসম আশরাফুল ইসলাম, বিএমইটির পরিচালক (ইমিগ্রেশন) আব্দুল হাই, পরিচালক প্রশাসন ও অর্থ কাইজার মোহাম্মদ ফারাবী, পরিচালক প্রশিক্ষণ মো.সালাহ উদ্দিন ও বিএমইটির অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশ থেকে এই খাতগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার অধীনে বাংলাদেশিদের পরীক্ষা দিয়ে সনদ নিয়ে সউদী আরবে কাজ করতে যেতে হবে। প্রথমে শুরু করা পাঁচ খাত হচ্ছে প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান ও এসি মেকানিক। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৫ ধরনের নির্মাণকাজ, পাঁচ ধরনের টাইলিং, চার ধরনের গাড়ি মেরামত, প্লাস্টার কাজ এবং তিন ধরনের গাড়ির মেকানিক। এসব কাজে যেতে হলে পরীক্ষা দিয়ে সনদ নিয়ে যেতে হবে। আর পরীক্ষা দেওয়ার জন্য ছয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারিত করা হয়েছে। এগুলো হচ্ছে, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ।
গত ফেব্রুয়ারিতে সউদী দূতাবাসে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়। তখন বলা হয়, অদক্ষ শ্রমিকদের বেতন যদি ৮০০ থেকে ১ হাজার ২০০ রিয়াল হয়ে থাকে, তাহলে ওই দক্ষ শ্রমিকদের বেতন হবে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ রিয়াল। ফলে ওই পাঁচ খাতে সনদ নিয়ে কাজ করতে গেলে তারা বেশি আয় করতে পারবেন বলে তখন জানায় সউদী দূতাবাস। এই পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও সউদী সরকারি সংস্থা তাকানলের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এ জন্য গমনেচ্ছুদের কোনও টাকা দিতে হবে না। একজন বাংলাদেশি যতবার ইচ্ছা, ততবার পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে সনদ পাওয়ার পর এর মেয়াদ হবে পাঁচ বছর। প্রথাগত শ্রমিকদের এ ধরনের কোনও পরীক্ষা দেওয়া লাগবে না। মো. শহীদুল আলম বলেন, সউদী আরব আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার। সম্প্রতি সউদী দূতাবাস থেকে একটি চিঠিতে বলা হয়েছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা আছে কিনা ভেরিফাই করে যেতে হবে। সম্প্রতি ভারত ও পাকিস্তানেও একই ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেছে। সউদী সরকার বলেছে ৩৩ ধরণের চাকরিতে গেলে পরীক্ষা দিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ছয়টি সেন্টার অনুমোদন পেয়েছে। আমরা অনুরোধ করেছি যে লোক যেহেতু অনেক বেশি যায় সেহেতু সেন্টার বাড়াতে হবে। কোনও এজেন্সি যদি বলে যেকোনও ভাবে সউদী যাওয়া যাবে সেটা আর করা যাবে না। যার যে দক্ষতা সেটি যাচাই করে সনদ নিয়ে যেতে হবে। আমরা আরও বলেছি সনদ দেখে ভিসা দেওয়ার জন্য। যেন এটার দায় অন্য কারও ঘাড়ে না যায়। বিএমইটি জানায়, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ১২টি পেশায় ১ হাজার ১২৪ জন সউদী আরবে গমনেচ্ছু কর্মীর মূল্যায়ন ও সনদ দেওয়া হয়েছে। এদিকে, আল রাবেতা ইন্টারন্যাশনালের এক জন কর্মকর্তা জানান, ৩৩ পেশায় প্রশিক্ষণ দিয়ে পরীক্ষা বাধ্যতামূলক করায় শত শত রিক্রুটিং এজেন্সির অফিসে সউদী গমনেচ্ছুদের পাসপোর্ট ভিসা জমা পড়ে রয়েছে। তারা সনদ ছাড়া সউদীতে যেতে পারছে না।
সূত্র: ইনকিলাব পত্রিকা
১৫।০৮।২৩

সৌদি আরব যেতে ৩৩ পেশার লোকদের সনদ নিয়ে যেতে হবে। বিস্তারিত 👇👇
15/08/2023

সৌদি আরব যেতে ৩৩ পেশার লোকদের সনদ নিয়ে যেতে হবে। বিস্তারিত 👇👇

সউদী আরবে পাঁচটি খাতে বিদেশিদের কাজ করতে হলে সে দেশের সনদ বাধ্যতামূলক করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৮...

11/08/2023
02/05/2022

"তাকাব্বালল্লাহু মিন্না ওয়া মিনকুম"
ঈদ মোবারক🌙ঈদ মোবারক🌙ঈদ মোবারক🌙

আসসালামু আলাইকুম,
দীর্ঘ একমাস সিয়াম পালন করার পরে এসেছে পবিত্র ঈদ ঊল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল আত্নীয় স্বজন, বন্ধু সকলকে জানাই পবিত্র ঈদ-ঊল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা।।ঈদ🌙 মোবারক

আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকলের সিয়াম গুলো কবুল করে সকলকে গুনাহ সমূহ মাফ করে দেন, সকলকে সুস্থতা ও শান্তির সাথে এই ঈদের আনন্দ পালন করার তৌফিক দান করেন।

ঈদ মোবারক🌙ঈদ মোবারক🌙ঈদ মোবারক

Address

Sylhet Sadar
Sylhet
3100

Telephone

+8801912776403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly Away posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby travel agencies


Other Sylhet travel agencies

Show All