Hm Air International

Hm Air International Traveling and Tourism

আলহামদুলিল্লাহ বিশ্বনাথ উপজেলার টিএনটি রোডের ব্যবসায়ী- "শাহ ফয়জুর রহমান" ভাইয়ের ইন্ডিয়ার ভিসা উনার হাতে তুলে দিয়েছি, ইন...
30/10/2023

আলহামদুলিল্লাহ
বিশ্বনাথ উপজেলার টিএনটি রোডের ব্যবসায়ী- "শাহ ফয়জুর রহমান" ভাইয়ের ইন্ডিয়ার ভিসা উনার হাতে তুলে দিয়েছি, ইন্ডিয়া ভ্রমণ করার মধ্যে আমি কানাডার ফাইল রেডি করে কানাডার এম্বেসি ফেইস করে ইনশাআল্লাহ কানাডার ভিসা ও হাতে আনবো...

আলহামদুলিল্লাহ সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলার বাসিন্দা জনাব- মোঃ রুপন আহমদ এর কানাডার ভিসা হাতে পেলাম, আমাদের ট্রেভেল...
25/10/2023

আলহামদুলিল্লাহ
সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলার বাসিন্দা জনাব- মোঃ রুপন আহমদ এর কানাডার ভিসা হাতে পেলাম, আমাদের ট্রেভেলস এর পক্ষ থেকে উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি-

আলহামদুলিল্লাহ আমাদের ট্রেভেলস এর আরো একটি সাফল্য সিলেট শেখঘাট কুলিয়াটুলার বাসিন্দা Rupon Ahmed ভাইয়ের কানাডার ভিসা উনার...
25/10/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ট্রেভেলস এর আরো একটি সাফল্য সিলেট শেখঘাট কুলিয়াটুলার বাসিন্দা Rupon Ahmed ভাইয়ের কানাডার ভিসা উনার হাতে তুলে দিলাম, আমাদের ট্রেভেলসের পক্ষ থেকে উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি-

আলহামদুলিল্লাহ আমাদের ট্রেভেলস এর আরেকটি সাফল্য কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ভালু পাতার ব্যবসায়ী জনাব- লায়েক মিয়া, মামা...
22/10/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ট্রেভেলস এর আরেকটি সাফল্য কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ভালু পাতার ব্যবসায়ী জনাব- লায়েক মিয়া, মামার কানাডার ভিসা হাতে পেয়েছি ও উনার ভিসা উনার হাতে তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের ট্রেভেলস এর পক্ষ থেকে উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি-

আলহামদুলিল্লাহ আমাদের ট্রেভেলস এর আরেকটি সাফল্য কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ভালু পাতার ব্যবসায়ী জনাব- লায়েক মিয়া, মামা...
22/10/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ট্রেভেলস এর আরেকটি সাফল্য কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ভালু পাতার ব্যবসায়ী জনাব- লায়েক মিয়া, মামার ভিসা হাতে পেয়েছি ও উনার ভিসা উনার হাতে তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের ট্রেভেলস এর পক্ষ থেকে উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি-

আলহামদুলিল্লাহ সিলেট বলাউরা বাজারের বাসিন্দা জনাব শরিফ আহমদ ভাই সহিসালামতে রোমানিয়ায় পৌছে গেছেন, উনি একজন ধৈর্যশীল মানুষ...
13/10/2023

আলহামদুলিল্লাহ
সিলেট বলাউরা বাজারের বাসিন্দা জনাব শরিফ আহমদ ভাই সহিসালামতে রোমানিয়ায় পৌছে গেছেন, উনি একজন ধৈর্যশীল মানুষ ধৈর্য ধরার কারণে আজ উনি সফল হয়েছেন ও উনি একজন ভালো মনের মানুষ। আমাদের ট্রাভেলস এর পক্ষ থেকে উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি- আমিন-🤲

আলহামদুলিল্লাহ আরও একটি ভিসা ডেলিভারি পেলাম।সিলেট বলউরা বাংলাবাজারের বাসিন্দা জনাব আলমগির ভাইয়ের রোমানিয়ার ভিসা আজকে ডেল...
11/10/2023

আলহামদুলিল্লাহ
আরও একটি ভিসা ডেলিভারি পেলাম।
সিলেট বলউরা বাংলাবাজারের বাসিন্দা জনাব আলমগির ভাইয়ের রোমানিয়ার ভিসা আজকে ডেলিভারি পেলাম, উনি একজন ধৈর্যশীল মানুষ ধৈর্য ধরার কারণে আজ উনি সফল হয়েছেন, ও উনি একজন ভালো মনের মানুষ। আমাদের ট্রাভেলস এর পক্ষ থেকে উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি- আমিন-🤲

আলহামদুলিল্লাহ সিলেট সদর উপজেলার কসকালিকা বলাউড়া'র এনামুল হক ভাইয়ের রোমানিয়ার ভিসা আজকে হাতে পেলাম, উনি একজন ধৈর্যশীল মা...
07/10/2023

আলহামদুলিল্লাহ
সিলেট সদর উপজেলার কসকালিকা বলাউড়া'র এনামুল হক ভাইয়ের রোমানিয়ার ভিসা আজকে হাতে পেলাম, উনি একজন ধৈর্যশীল মানুষ ধৈর্য ধরার কারণে আজ উনি সফল হয়েছেন ও উনি একজন ভালো মনের মানুষ। আমাদের ট্রাভেলস এর পক্ষ থেকে উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি- আমিন-🤲

আলহামদুলিল্লাহ সিলেট মিরবক্সটুলার মাদানি রেষ্টুরেন্টের সত্যাধিকারী জনাব আলাউদ্দিন ভাই আজকে কানাডায় পৌছিয়ে গেছেন, আমাদের ...
03/10/2023

আলহামদুলিল্লাহ
সিলেট মিরবক্সটুলার মাদানি রেষ্টুরেন্টের সত্যাধিকারী জনাব আলাউদ্দিন ভাই আজকে কানাডায় পৌছিয়ে গেছেন, আমাদের অফিসের পক্ষ থেকে উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি- আমিন 🤲

কানাডার ভিজিট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।🔶 প্রথমত যেই ধাপটি কানাড...
03/10/2023

কানাডার ভিজিট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।
🔶 প্রথমত যেই ধাপটি কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হলো VISA APPLICATION LETTER অথবা SOP (Statement of Purpose). অনেকেই হয়ত জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা তবে ডকুমেন্টস থেকেও অনেক গুরুত্বপূর্ণ হলো এই VISA APPLICATION LETTER. আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। সুন্দর এবং সুমধুর একটি VISA APPLICATION LETTER এর মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা গুলো উল্লেখ করা লাগবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট কাওকে দ্বারা এই VISA APPLICATION LETTER লিখাটা বেশ গুরুত্বপূর্ণ।
🔶 দ্বিতীয়ত কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো অর্থনৈতিক অবস্থা প্রমান করা অথবা Proof of income. আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যে ভালো সেটা প্রমান করাটা জরুরি। তবে এর মানে এই নয় যে আপনার ব্যাংকে অনেক অনেক পরিমাণ টাকা থাকা লাগবে। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকাটাই যথেষ্ট।
🔶 তৃতীয় যেই জিনিষটি কানাডার ভিসার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকা। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই একটি দেশ ট্রাভেল থাকাটা জরুরী তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রি এর পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস গুছাতে হবে এবং VISA APPLICATION LETTER লিখতে হবে।
🔶 চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিষ হলো ইনভাইটেশন। আপনার পরিচিত কেও কানাডাতে থাকলে তার থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন। ইনভাইটেশন এর ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিবো। ইনভাইটেশন একটি সহায়ক ভুমিকা পালন করে অবশ্যই তবে এটি বাধ্যতামুলক নয়। আপনার যদি কানাডাতে কেও না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ছাড়া হোটেল এড্রেস ব্যবহার করতে পারেন।
🔶 পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার কান্ট্রি টাই প্রমান করা৷ আপনার যে নিজ দেশের প্রতি টান আছে এবং আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমান করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রমান করার পথ হলো VISA APPLICATION LETTER এর মাধ্যমে নিজের দেশে যে আপনার শক্ত একটি অবস্থান আছে সেটা উল্লেখ করা।
🔷 কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ
১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।
২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড
৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)
৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে
৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি
৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে
১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ।
১৪. পাসপোর্ট, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।
বর্তমানে কানাডার এম্বাসি ফি এবং ভিএফএস ফিংগার দেয়ার ফি হলো $১৮৫ কানাডিয়ান ডলার।
সকল ডকুমেন্টস এবং এম্বাসি ফি জমা দেয়ার পর আপনাকে গুলশান অথবা সিলেট ভিএফএসে যেয়ে ফিংগার প্রিন্ট দেয়া লাগবে, তারপর কেবল অপেক্ষা করা লাগবে এম্বাসি এর সিদ্ধান্তের জন্য। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর মাধ্যমে পাসপোর্ট গুলশান অথবা সিলেটের ভিএফএসে জমা করতে বলবে। আপনার পাসপোর্ট ভিএফএস থেকে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং সেখান থেকেই ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিএফএস থেকেই আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেয়া হবে।
আরও বিস্তারিত জানার জন্য অফিস ভিজিট করুন-
মোবাইল - +88 01616-403872

বিসমিল্লাহির রাহমানির রাহিম।আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন  বিশেষ করে সেঞ...
29/09/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন বিশেষ করে সেঞ্জেন দেশে, তাদের জন্য লিথুনিয়া এই মূহুরর্তে অন্যতম দেশ হওয়া উচিৎ।
কারণঃ
👉 লিথুনিয়া সব থেকে কম সময়ে ভিসা হয়।
👉লিথুনিয়া ২০২২ সালে ৯৮.৭% ভিসা হয়েছিল।
👉লিথুনিয়ার জন্য অযথা ভারতে থাকার প্রযোজন হয় না।
👉লিথুনিয়াই ইউরোপের এক মত্র দেশ যারা ভিসার সাথে সাথে ২ বছরের রেসিডেন্সি কার্ড দিয়ে দেয়।
👉লিথুনিয়াতে রোজ ৮ ঘন্টা ও সপ্তাহে ৫ দিন করে কাজ করতে হয়। কিন্তু তাদের অনেক কাজের চাহিদা তাই অভার টাইম করার সুবিধা থাকছে। বেতন: ৮০০ থেকে ১০০০ ইউরো পাবেন।

আলহামদুলিল্লাহ বিশ্বনাথ উপজেলার রামপুর গ্রামের "আব্দুস সালাম" ভাইয়ের ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে রোমানিয়ার ভিসা হাতে পেলাম...
23/09/2023

আলহামদুলিল্লাহ
বিশ্বনাথ উপজেলার রামপুর গ্রামের "আব্দুস সালাম" ভাইয়ের ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে রোমানিয়ার ভিসা হাতে পেলাম, উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি- আমিন 🤲

আলহামদুলিল্লাহ যারা ধৈর্য্য ধরেছেন তারা সফল হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হবিগঞ্জ বানিয়াচাং এর শেখ মাহমুদুর রহমান ভাই। তিনি...
21/09/2023

আলহামদুলিল্লাহ
যারা ধৈর্য্য ধরেছেন তারা সফল হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হবিগঞ্জ বানিয়াচাং এর শেখ মাহমুদুর রহমান ভাই। তিনি আজ কানাডায় গিয়ে পৌছালেন- উনার জন্য আমাদের ট্রভেলসের পক্ষ থেকে শুভকামনা রইল, সবাই উনার জন্য দোয়া করবেন-🤲

আলহামদুলিল্লাহ রোমানিয়ার এম্বেসি দিল্লিতে আব্দুস সালাম ভাইয়ের ফাইল জমা হয়েছে, দোয়া ও শুভ কামনা রইলো-
14/09/2023

আলহামদুলিল্লাহ
রোমানিয়ার এম্বেসি দিল্লিতে আব্দুস সালাম ভাইয়ের ফাইল জমা হয়েছে, দোয়া ও শুভ কামনা রইলো-

আলহামদুলিল্লাহ৪ জনের ইতালির নুলস্তা - ওয়ার্ক পারমিট হাতে পেলাম, সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো-
09/09/2023

আলহামদুলিল্লাহ
৪ জনের ইতালির নুলস্তা - ওয়ার্ক পারমিট হাতে পেলাম, সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো-

সাবেক সরকারি কর্মকর্তা হবিগঞ্জ বানিয়াচং এর- সৈয়দ বদরুল আলম" সাহেবের ফ্যামিলি সহ কানাডার এম্বেসির অ্যাপার্টমেন্ট হাতে প...
04/09/2023

সাবেক সরকারি কর্মকর্তা হবিগঞ্জ বানিয়াচং এর- সৈয়দ বদরুল আলম" সাহেবের ফ্যামিলি সহ কানাডার এম্বেসির অ্যাপার্টমেন্ট হাতে পেলাম, আলহামদুলিল্লাহ। উনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো-

কসোভো সুবিধাসমূহ:১. কসোভো একটি ছোট দেশ হওয়ার কারণে কাজের ভিসার প্রক্রিয়া সাধারণত সহজ হয়।২. ইউরোপের অন্যান্য দেশের তুল...
01/09/2023

কসোভো সুবিধাসমূহ:

১. কসোভো একটি ছোট দেশ হওয়ার কারণে কাজের ভিসার প্রক্রিয়া সাধারণত সহজ হয়।

২. ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবি কম সময় লাগে পারমিট আসতে।সর্বোচ্চ ১-২ মাস সময় লেগে থাকে।

৩. ভিসার রেশিও অনেক বেশি ইউরোপের অন্যান্য দেশের তুলনায়।

বিস্তারিত জানতে কল/হোয়াটসঅ্যাপ করুনঃ-
+8801616403872

আলহামদুলিল্লাহযারা ধৈর্য ধরেছেন তারাই সফল হয়েছেন, শরিফ ভাইয়ের রোমানিয়ার ভিসা আজকে ডেলিবারি পেলাম-
29/08/2023

আলহামদুলিল্লাহ
যারা ধৈর্য ধরেছেন তারাই সফল হয়েছেন, শরিফ ভাইয়ের রোমানিয়ার ভিসা আজকে ডেলিবারি পেলাম-

আলহামদুলিল্লাহ হবিগঞ্জ বানিয়াচাং এর শেখ মাহমুদুর রহমান ভাইয়ের কানাডা ভিসা আজকে ডেলিভারি পেয়েছি, উনার কানাডার প্রবাস জীবন...
29/08/2023

আলহামদুলিল্লাহ
হবিগঞ্জ বানিয়াচাং এর শেখ মাহমুদুর রহমান ভাইয়ের কানাডা ভিসা আজকে ডেলিভারি পেয়েছি, উনার কানাডার প্রবাস জীবন সুখের হউক - 🤲

আলহামদুলিল্লাহগতকালকে কানাডার এ্যাম্বাসি থেকে আমরা আলাউদ্দিন ভাইয়ের ভিসা ডেলিভারি পেলাম। উনি সিলেট মিরবক্সটুলার মাদানি র...
26/08/2023

আলহামদুলিল্লাহ
গতকালকে কানাডার এ্যাম্বাসি থেকে আমরা আলাউদ্দিন ভাইয়ের ভিসা ডেলিভারি পেলাম।
উনি সিলেট মিরবক্সটুলার মাদানি রেষ্টুরেন্টের সত্যাধিকারী- আপনারা উনার জন্য সবাই দোয়া করবেন-🤲

25/08/2023

আলহামদুলিল্লাহ

Address

Jitu Miah Point . Sylhet
Sylhet
3100

Telephone

+8801616403872

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hm Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hm Air International:

Videos

Share

Category


Other Travel Services in Sylhet

Show All