Sylhet CNG tourist Services

Sylhet CNG tourist Services C N G vara pawa jabe
(3)

03/09/2023

প্রিয়,
শুভাকাঙ্ক্ষী CNG চালক ভাইয়েরা,
একটু সাবধানে গাড়ি তে যাত্রি বহন করবেন,ইদানীং কিছু চিন্তাইকারি বা
হির থেকে এসে সিলেটের ভিবিন্ন পরজটন স্প্ট গুলা গুরবে বলে ২/৩ দিনের জন্য গাড়ি বুকিং করে,এবং বিস্যস্ততা অরজন করে ড্রাইভার কে সিগারেট বা অন্য কিছু খাবারের সঙ্গে মিসিয়ে ড্রাইভার কে অচেতন করে গাড়ি সহ সব কিছু নিয়ে পালিয়ে জায়।
তাই সাবধান অপিরিচিত কুন যাত্রির কাছ থেকে কোনকিছু খাবেন না, সন্দেহ হলে অতি সত্যর নিকট স্ত জেকুন বাজারে গাড়ি থামিয়ে এলাকার মানুষ দেরকে বিষয় টি জানিয়ে দিবেন,ধন্যবাদ
এরা সিলেটের সাদারন ড্রাইভার গুলাকে টারগেট করে তাই এই পোস্ট টি সেয়ার করে সবার কছে ছরিয়ে দেয়ার জন্য অনুরোধ রইলো।

31/08/2023

কাজের ফাঁকে জাফলং একটু গুরাগুরি

সিলেট এর বিষেশ কয়েকটি পয়েন্ট।
23/08/2023

সিলেট এর বিষেশ কয়েকটি পয়েন্ট।

11/08/2023
প্রিয় বন্দুরা, এখনি ঘুরার সময়, সিলেটের জনপ্রিয় পরজটন স্পট গুলা।
06/08/2023

প্রিয় বন্দুরা, এখনি ঘুরার সময়, সিলেটের জনপ্রিয় পরজটন স্পট গুলা।

30/07/2023
আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক,
24/04/2023

আসসালামু আলাইকুম,
সবাইকে ঈদ মুবারক,

কাজের ফাকে একটু জাফলং বেরাতে
22/12/2022

কাজের ফাকে একটু জাফলং বেরাতে

19/07/2022
আপনারা সবাই আমার জন্য দুয়া করবেন।
15/06/2022

আপনারা সবাই আমার জন্য দুয়া করবেন।

26/05/2022

সিলেট এর সব পরযটন স্পট এর পানি কমে গেছে।আপনারা চাইলে এখন বেড়াতে আস্তে পারেন।

10/05/2022

২ বছর পর সিলেট শাহি ঈদগাহ ময়দানে লাখ মানুষের ঈদের নামাজ।

23/04/2022
20/04/2022

Long drive From Rajnogar

28/10/2021

Sylhet veraty asle contact korben.
C N G. Solpo mulle vara pawa jabe.

Eid mubarak
14/05/2021

Eid mubarak

শাহী ঈদ্গাহঃ সিলেটউপমহাদেশের প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্র সিলেটের শাহী ঈদগাহ। স্থানটি ধারণ করে আছে সিলেটের কয়ে...
19/03/2021

শাহী ঈদ্গাহঃ সিলেট
উপমহাদেশের প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্র সিলেটের শাহী ঈদগাহ। স্থানটি ধারণ করে আছে সিলেটের কয়েক শত বছরের ঐতিহ্য। দেশের প্রাচীনতম ঈদগাহ হিসেবেও পরিচিত এ ঈদগাহে প্রতি বছর লাখো মানুষ নামাজ আদায় করেন।
পাহাড়ের টিলায় সবুজ আচ্ছাদিত পরিবেশে এ ঈদগাহ কেবল ইতিহাস-ঐতিহ্যের স্মারকই নয়, নগর জীবনে প্রশান্তির কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে। সিলেটের ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা বিভিন্ন বইয়ে এ সম্পর্কে জানা গেছে, শাহী ঈদগাহ সপ্তদশ শতাব্দীতে নির্মিত সিলেটের প্রাচীন ঐতিহ্যের এক নিদর্শন।
মনোমুগ্ধকর কারু কার্যময় এ ঈদগাহটি মোগল ফৌজদার ফরহাদ খাঁ নির্মাণ করেন। তখন মোঘল সম্রাট ছিলেন আওরঙ্গজেব। এখানে একসঙ্গে প্রায় দেড় লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। পাহাড়, টিলা আর হাজারো বৃক্ষরাজির মধ্যে এর মনোমুগ্ধকর অবস্থান যে কারো নজর কাড়ে। ঈদগাহের উত্তরে শাহী ঈদগাহ মসজিদ, পাশে সুউচ্চ টিলার ওপর বন কর্মকর্তার বাংলো, দক্ষিণে বাংলাদেশ টেলিভিশনের সিলেট উপ- কেন্দ্র, পূর্ব দিকে হযরত শাহজালাল(র.) এর অন্যতম সফরসঙ্গী শাহ মিরারজী (র.) এর মাজার এবং এর পাশের টিলার ওপর রয়েছে সিলেট আবহাওয়া অফিস।
ঈদগাহের চারপাশ পাকা সড়কপথ আর সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। ঈদগাহ ঘিরে রয়েছে দেশি-বিদেশি কয়েকশ’ প্রজাতির বৃক্ষারাজি। স্থানটি এখন নানা কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয়।
এখানেই হাদা মিয়া ও মাদা মিয়া ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে ইংরেজ বিরোধী প্রথম অভ্যুত্থান হয়েছে। ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী থেকে শুরু করে কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ, মাওলানা মোহাম্মদ আলী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের মতো নেতারা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থানও ছিল এটি।
১৭৮২ সালের মহররম মাসে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত হয় এই ঈদগাহ ময়দানে। তখন রবার্ট লিন্ডসে ছিলেন সিলেটের কালেক্টর। ঈদগাহ ময়দানে হিন্দু-মুসলমান দাঙ্গা চলছে এমন খবর পৌঁছে তার কাছে। প্রকৃত পক্ষে তখন মহরম মাস উপলক্ষে ঈদগাহ ময়দানে তাজকিয়া মিছিল চলছিল। এ মিছিলে ব্রিটিশদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তখনই শুরু হয় সম্মুখ সমর। রবার্ট লিন্ডসের পিস্তলের গুলিতে শহীদ হন আন্দোলনের নেতৃত্বদানকারী সৈয়দ মোহাম্মদ হাদী ও তার ভাই মাহদী নামে দুই ধর্মীয় নেতা। মূলত তারাই উপমহাদেশের

Address

Sylhet
18

Telephone

+8801760871959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet CNG tourist Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet CNG tourist Services:

Videos

Share

Category


Other Tour Agencies in Sylhet

Show All

You may also like