01/10/2023
কানাডার ভিজিট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।
🔶 প্রথমত যেই ধাপটি কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হলো VISA APPLICATION LETTER অথবা SOP (Statement of Purpose). অনেকেই হয়ত জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা তবে ডকুমেন্টস থেকেও অনেক গুরুত্বপূর্ণ হলো এই VISA APPLICATION LETTER. আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। সুন্দর এবং সুমধুর একটি VISA APPLICATION LETTER এর মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা গুলো উল্লেখ করা লাগবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট কাওকে দ্বারা এই VISA APPLICATION LETTER লিখাটা বেশ গুরুত্বপূর্ণ।
🔶 দ্বিতীয়ত কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো অর্থনৈতিক অবস্থা প্রমান করা অথবা Proof of income. আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যে ভালো সেটা প্রমান করাটা জরুরি। তবে এর মানে এই নয় যে আপনার ব্যাংকে অনেক অনেক পরিমাণ টাকা থাকা লাগবে। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকাটাই যথেষ্ট।
🔶 তৃতীয় যেই জিনিষটি কানাডার ভিসার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকা। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই একটি দেশ ট্রাভেল থাকাটা জরুরী তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রি এর পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস গুছাতে হবে এবং VISA APPLICATION LETTER লিখতে হবে।
🔶 চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিষ হলো ইনভাইটেশন। আপনার পরিচিত কেও কানাডাতে থাকলে তার থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন। ইনভাইটেশন এর ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিবো। ইনভাইটেশন একটি সহায়ক ভুমিকা পালন করে অবশ্যই তবে এটি বাধ্যতামুলক নয়। আপনার যদি কানাডাতে কেও না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ছাড়া হোটেল এড্রেস ব্যবহার করতে পারেন।
🔶 পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার কান্ট্রি টাই প্রমান করা৷ আপনার যে নিজ দেশের প্রতি টান আছে এবং আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমান করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রমান করার পথ হলো VISA APPLICATION LETTER এর মাধ্যমে নিজের দেশে যে আপনার শক্ত একটি অবস্থান আছে সেটা উল্লেখ করা।
🔷 কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ
১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।
২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড
৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)
৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে
৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি
৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে
১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ।
১৪. পাসপোর্ট, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।
বর্তমানে কানাডার এম্বাসি ফি এবং ভিএফএস ফিংগার দেয়ার ফি হলো $১৮৫ কানাডিয়ান ডলার।
সকল ডকুমেন্টস এবং এম্বাসি ফি জমা দেয়ার পর আপনাকে গুলশান অথবা সিলেট ভিএফএসে যেয়ে ফিংগার প্রিন্ট দেয়া লাগবে, তারপর কেবল অপেক্ষা করা লাগবে এম্বাসি এর সিদ্ধান্তের জন্য। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর মাধ্যমে পাসপোর্ট গুলশান অথবা সিলেটের ভিএফএসে জমা করতে বলবে। আপনার পাসপোর্ট ভিএফএস থেকে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং সেখান থেকেই ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিএফএস থেকেই আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেয়া হবে।
আরও বিস্তারিত জানার জন্য অফিস ভিজিট করুন, আমাদের ইমিগ্রেশন এক্সপার্টদের সাক্ষাৎ নিন,কানাডা ও ইউকে ভিসা সফলতার হাড় আমাদের ৯৯% আলহামদুলিল্লাহ ।
#যারা কানাডা যাওয়ার স্বপ্ন দেখেন, অথচ এখনও সাদা পাসপোর্ট নিয়ে ঘুরছেন, তাদের জন্য সমবেদনা! আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অতি অল্প খরচে আমরা কিছু প্যাকেজ নিয়ে আসলাম আপনাদের জন্য। মাত্র ২ জন হলেই Khaja Holidays এর সাথে যে কোনো দিন ঘুরে আসতে পারছেন আপনার পছন্দের মালদ্বীপ শ্রীলংকা,দুবাই উমরাহ, থাইল্যান্ড মালয়েশিয়া সিংগাপুর, বিয়েতনাম,কম্বোডিয়া । বুকিং দিতে কল করুন।
☎️01755603536 ( Mobile + whats-app)
☎️01779734415 ( Mobile + Whats-app)
☎️01738984742 ( Moaile+ Whats-app)
☎️01711338261
✈️প্যাকেজ০১:
🏡মালদ্বীপ শ্রীলঙ্কা, ৪ রাত ৫ দিন। প্যাকেজ মূল্য ৭১,০০০
✈️প্যাকেজ, ০২:
🏡থাইল্যান্ড মালয়েশিয়া, ( সিটি ট্যুর)৪ রাত ৫ দিন। ভিসা ছাড়া। প্যাকেজ মূল্য,৮৫,০০০,
✈️প্যাকেজ ০৩:
🏡থাইল্যান্ড ভিয়েতনাম,( সিটি ট্যুর)
প্যাকেজ মূল্য ১১০,০০০
✈️প্যাকেজ ০৪:
🏡ভিয়েতনাম কম্বোডিয়া,( সিটি ট্যুর) ৪ রাত ৫ দিন।
প্যাকেজ মূল্য ১৪০,০০০
✈️প্যাকেজ ০৫:
🏡সিংগাপুর মালয়েশিয়া,( সিটি ট্যুর) ৪ রাত ৫ দিন।
প্যাকেজ মূল্য ১০৫,০০০
✈️প্যাকেজ ০৬:
🕋দুবাই উমরাহ,(মক্কা মদিনা জিয়ারা,হোটেল ট্রান্সপোর্ট)
১১ রাত ১২ দিন। প্যাকেজ মূল্য ১৫৫,০০০
✈️প্যাকেজ ০৭:
🕋দুবাই মালদ্বীপ শ্রীলঙ্কা, ৬ রাত
৭ দিন। প্যাকেজ মূল্য ১৬০,০০০
✈️প্যাকেজ০৮:
🏡থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া, ৬ রাত ৭ দিন।
প্যাকেজ মূল্য ১১৪,০০০
📢আমাদের সিলেট অফিসের ঠিকানা :
৯০৭ সুরমা টাওয়ার,(লিফটের ৮)পুরান পুলের মুখ ।
রেজিষ্টারী মাঠ সংলগ্ন, তালতলা সিলেট।
ঢাকা অফিস :
শাওন টাওয়ার, ৫ ম তলা,কালভার্ট রোড,
পুরানা পল্টন, ঢাকা ১০০০
#খাজা ইন্টারন্যাশনাল :
সরকার অনুমোদিত ট্রাভেল লাইসেন্স নং 0014496
#খাজা এয়ার ট্রাভেলস :
সরকার অনুমোদিত হজ্জ লাইসেন্স নং 252
খাজা হলিউডে :
পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত :ট্যুরিজম অথরাইজড ।
#
-visa