Health Travel International HTI

Health Travel International HTI ইন্ডিয়ান ডক্টর এপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন

ছবিতে যে নারীকে দেখছেন তিনি“লেডি মেহেরবাঈ টাটা"।তার বুকে ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা ।এটির আকার কোহিনূরের দ্বিগুন । এই...
28/09/2021

ছবিতে যে নারীকে দেখছেন তিনি
“লেডি মেহেরবাঈ টাটা"।

তার বুকে ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা ।
এটির আকার কোহিনূরের দ্বিগুন ।

এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের খেলায় ১৯২০ সালে এই হীরাটাই বন্ধকি রেখে টাটা আয়রন এন্ড স্টীল কোম্পানিকে সংকট থেকে বাঁচিয়ে ছিলেন এই ভদ্র মহিলা।

লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন।
উনি শাড়ী পরতেন সব সময়ই।

১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান তিনি।
এরপর তার স্বামী ডোরাবজী টাটা তার সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল তৈরী করেন এবং সেই তহবিল থেকেই ইন্ডিয়ার টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল- এর সৃষ্টি হয়। হাজার হাজার ক্যান্সার রোগী প্রতিবছর এই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে আসেন।

এই মহীয়সী নারী ও তার পরিবারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ভালবাসা,,,❤️
সংগৃহীত

01/11/2019

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নতুন নিয়ম

নিরাপত্তার স্বার্থে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। নতুন নিয়মে ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ব্যাটারিচালিত বা বৈদ্যুতিক গ্যাজেট, যেমন- মোবাইল ফোন, ওয়াকি-টকি ক্যামেরা, অডিও/ভিডিও ক্যাসেট, কম্প্যাক্ট ডিস্ক, এমপিথ্রি, ল্যাপটপ অথবা পোর্টেবল মিউজিক প্লেয়ার নিয়ে প্রবেশ করা যাবে না।
সব ধরনের ব্যাগ, যেমন- ট্রাভেল ব্যাগ, ব্যাক প্যাক, ব্রিফকেস, স্যুটকেস, চামড়া/পাট/কাপড়ের ব্যাগ এবং জিপ ফোল্ডার নিয়ে প্রবেশ করা যাবে না। শুধু একটি প্লাস্টিক ব্যাগে আবেদন-সংক্রান্ত কাগজপত্র বহনের অনুমতি দেয়া হবে।
এছাড়া সিলকৃত খাম বা প্যাকেজ, যেকোনো ধরনের দাহ্য উপাদান যেমন- দেয়াশলাই বক্স, লাইটার, সিগারেট ও জ্বালানি ইত্যাদি, যেকোনো ধারালো অস্ত্র যেমন- ছুরি, কাঁচি বা নেইল কাটার ইত‌্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না।
নিরাপত্তাকর্মীর বিবেচনার ওপর ভিত্তি করে অন্যান্য যেকোনো সন্দেহজনক উপাদানও নিষিদ্ধ হতে পারে। ভিসার আবেদন প্রক্রিয়া চলাকালীন যেকোনো সময় নিরাপত্তাকর্মীরা আবেদনকারীর ব্যাগ তল্লাশি করতে পারবে।
নিরাপত্তাজনিত কারণে, ভিসা আবেদনকারীর সঙ্গে কোনো আগ্রহী ব্যক্তি যেমন- বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন বা ব্যবসায়িকভাবে পরিচিত কাউকে আনার অনুমতি নেই। তবে ভিসা আবেদন কেন্দ্রে শ্রবণ-প্রতিবন্ধীর সঙ্গে দোভাষীরা প্রবেশের অনুমতি পাবেন। শারীরিক প্রতিবন্ধীদের সাথে অনুষঙ্গী হিসেবে কেন্দ্রের কর্মীরা সব ধরনের সহযোগিতা করবে।
ওই পোস্টে আরো বলা হয়েছে, ভিসা আবেদন কেন্দ্রে উপরোক্ত নিষিদ্ধ উপাদানসমূহ জমা রাখার জন্য কোনো সুবিধা নেই। কেন্দ্রে প্রবেশের আগেই আবেদনকারীদের উপাদানগুলোর বিকল্প ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।

06/09/2019

ঝামেলা মুক্ত ভ্রমণ আপনাকে সহায়তা দিচ্ছি HTI। ভাবনাহীন গন্তব্যে যাএা করুন। হেল্থ ট্রাভেল ইন্টারনেশনাল এর সহযোগিতায়, আপনি ট্রেন এয়ার সহ যাবতীয় টিকিট সেবা সিলেট এ একমাত্র আমরাই দিয়ে থাকি।
১০০+ হসপিটাল /মেডিকালই হতে এ্যাপয়েন্টমেন্ট সহযোগিতা করে থাকে,মালেশিয়া,থাইলেন্ড, সিঙ্গাপুর হেল্থ চেকআপ সহ গ্রুপ টুর/পেকেজ ট্রুর করে থাকে HTI।
পথ চলায় ভাবনাহীন নিরাপদ গন্তব্য পাশে আছে HTI একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

আপনাদের সুস্থ্তা কামনায় Hti

06/09/2019
Appointment available , we can help for appointment
06/09/2019

Appointment available , we can help for appointment

05/09/2019

Indian train ticket available

*AC Sleeping Coach*

Code: 1A - 2A - 3A

*Non AC Sleeping Coach*

Code : SL

*General Coach*

Code : GN [ Open Ticket ]

We also help for Thailand , Malaysia, Singapore.For Health and tourism
05/09/2019

We also help for Thailand , Malaysia, Singapore.
For Health and tourism

ইন্ডিয়ান ট্রেন টিকেট Air এর টিকেট সহ যাবতীয় সহায়তা করা হয়·
05/09/2019

ইন্ডিয়ান ট্রেন টিকেট Air এর টিকেট সহ যাবতীয় সহায়তা করা হয়·

05/09/2019

Coming soon.......

04/09/2019

আমাদের নিজস্ব প্রতিনিধি মাদ্রাজ, চেন্নাই , সিএমসি ভেলোর হসপিটালে রয়েছে

ইন্ডিয়ান ডক্টর এপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন
04/09/2019

ইন্ডিয়ান ডক্টর এপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন

04/09/2019

We provide doctor appointment near 100+ hospital/medical worldwide

04/09/2019

ভারতে যেতে হলে বাংলাদেশী ডাক্তারের রেফার লেটার বাধ্যতামূলক ছিল এবং বাংলাদেশের প্রায় কোন ডাক্তারই রোগীকে ভারতে রেফার করতে চাইতেন না সেহেতু অনেক ভিসা আবেদনকারী বিভিন্ন ভাবে ভুয়া কাগজপত্র তৈরি করে এম্বাসিতে জমা করতেন।
বর্তমান সময়ে ভালো দিক এই যে ভারত সরকার বেশ কিছুদিন আগেই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্যে ভারতে যাবার অনুমতি দেবার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যে এখন রেফার লেটার ছাড়া শুধু এদেশীয় ডাক্তারের ব্যবস্থাপত্র (prescription) ও ভারতীয় ডাক্তারের এপোয়েন্টমেন্ট দিয়েই অধিকাংশ ক্ষেত্রে ভিসা হয়ে যায়। তাই শুধু শুধু নকল কাগজপত্র তৈরি করা থেকে বিরত থাকাই ভাল হবে। এছাড়াও ভারতের ডাক্তারের সিরিয়াল নেবার ক্ষেত্রে কোলকাতার পিয়ারলেস ও ভেলোরের সি,এম,সি, থেকে কনফার্ম সিরিয়াল নেওয়া যায় ডাক্তারের ভিজিট পে করে। এর বাইরের ফ্রি অন্যান্য হাসপাতালের ফ্রি এপোয়েন্টমেন্ট নিলে ওই হাসপাতাল গুলো থেকে ভিসা রিকমেন্ডেশন নিতে ভুলবেন না। অনেকেই এক্ষেত্রেও ফটোশপ এ এডিট করা রিকমেন্ডেশন দেন। যদিও সাধারণত ভারতীয় হাই কমিশন এগুলো চেক করে না সাধারণত কিন্তু যদি চেক করে তাহলে নিশ্চিত ভাবেই আপনি ভিসা পাবেন না। যেহেতু রিকমেন্ডেশন হাসপাতালগুলো কয়েকদিন সময় নিয়ে হলেও দেয় তাই আমাদের পরামর্শ হবে আপনারা এইক্ষেত্রে ও কোন ভুয়া কাগজ জমা দেবেন না।

সর্বোপরি সবকিছু ঠিক থাকলেও দুই এক ক্ষেত্রে ভিসা না পেতে পারেন কিন্তু আপনার ভুলের জন্যে যেন দুবার আবেদন করতে না হয় সেদিকে লক্ষ্য রাখুন।

Collect

Address

Noyasorak
Sylhet
3100

Telephone

+8801819650189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Travel International HTI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Travel Companies in Sylhet

Show All