28/09/2021
ছবিতে যে নারীকে দেখছেন তিনি
“লেডি মেহেরবাঈ টাটা"।
তার বুকে ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা ।
এটির আকার কোহিনূরের দ্বিগুন ।
এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের খেলায় ১৯২০ সালে এই হীরাটাই বন্ধকি রেখে টাটা আয়রন এন্ড স্টীল কোম্পানিকে সংকট থেকে বাঁচিয়ে ছিলেন এই ভদ্র মহিলা।
লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন।
উনি শাড়ী পরতেন সব সময়ই।
১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান তিনি।
এরপর তার স্বামী ডোরাবজী টাটা তার সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল তৈরী করেন এবং সেই তহবিল থেকেই ইন্ডিয়ার টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল- এর সৃষ্টি হয়। হাজার হাজার ক্যান্সার রোগী প্রতিবছর এই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে আসেন।
এই মহীয়সী নারী ও তার পরিবারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ভালবাসা,,,❤️
সংগৃহীত