Sylhet Holidays

Sylhet Holidays From A to Z, everywhere you want to go.

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ: ১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।  ২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানা...
13/07/2024

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ:

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

🔴 নিজে নিজে আবেদন করে ইউরোপ যেতে চান এমন কারা আছেন
23/05/2024

🔴 নিজে নিজে আবেদন করে ইউরোপ যেতে চান এমন কারা আছেন

সিলেট থেকে উপভোগ করা যায় ভারতের সৌন্দর্য।  বলেন তো জায়গা টার নাম কি?  #সিলেট
17/05/2024

সিলেট থেকে উপভোগ করা যায় ভারতের সৌন্দর্য। বলেন তো জায়গা টার নাম কি?

#সিলেট

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania.go.t...
08/05/2024

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

ভ্রমণ ভিসায় কাজের সুযোগ তৈরি করেছে যুক্তরাজ্য। এতদিন ভ্রমণ ভিসায় কাজের সুযোগ ছিল না। গত ৭ ডিসেম্বর এই নিয়ম পরিবর্তন করে ...
13/12/2023

ভ্রমণ ভিসায় কাজের সুযোগ তৈরি করেছে যুক্তরাজ্য। এতদিন ভ্রমণ ভিসায় কাজের সুযোগ ছিল না। গত ৭ ডিসেম্বর এই নিয়ম পরিবর্তন করে ব্রিটে‌নের হোম অফিস। তাদের ঘোষণা বলা হয়, এখন থেকে স্টান্ডার্ড ভি‌জিটররা কাজ করার সু‌যোগ পাবেন। তবে এক্ষেত্রে ভ্রমণ ভিসার সঙ্গে এক‌টি অনুমোদন নিতে হবে।

এ ব‌্যাপারে মন্তব‌্য করতে গিয়ে লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্স এলএলপি'র ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার শুভাগত দে বলেন, ভ্রমণ ভিসায় এসে কাজ করার ক্ষেত্রে যে বাধা ‌ছিল তা হোম অফিস তুলে নি‌য়ে‌ছে।

ফ‌্যা‌মি‌লি ভি‌জিটর, হ‌লিডে কাটাতে আসা টু‌রিস্টরা ভ্রমণের পাশাপাশি কাজ করতে পারবেন। তবে কাজ করাই যেন মূল উদ্দেশ্য না হয়। অতী‌তে যেসব ইসল‌ামি বক্তা এদেশে ওয়াজ করতে আসতেন তারা ভি‌জিট ভিস‌ায় এসে বক্তব‌্য রাখ‌ার জন‌্য কোনো অর্থ গ্রহণ আইনত কর‌তে পারতেন না। এখন পারবেন। একজন আইনজী‌বীও ভি‌জিট ভিসায় এসে প‌রিব‌র্তিত নিয়মে নানা সেবা দিতে পারবেন।

উল্লেখ‌্য, প্রতিবছর ব্রিটেন প্রায় ৪০ মিলিয়ন ভি‌জিটর‌কে স্বাগত জানায়। স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা একজন ব্যক্তিকে ৬ মাস পর্যন্ত ইউকে ভ্রমণের অনুমতি দেয়। ৬ মাসের স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য ১০০ পাউন্ড ফি দি‌তে হয়।

২০২৪ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
12/11/2023

২০২৪ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

* আন্তর্জাতিক ফ্লাইটের আগে করণীয় ***  বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।**...
11/11/2023

* আন্তর্জাতিক ফ্লাইটের আগে করণীয় *

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

কৃতজ্ঞতা - বাংলা এভিয়েশন।

👉বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা আবেদনের চেকলিস্ট ভালো করে পড়ুন 👈👊সাধারণ চেকলিস্ট: (ট্যুরিস্ট)•সমস্ত পাসপোর্ট•ছবি (সফট কপি)•ন...
09/11/2023

👉বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা আবেদনের চেকলিস্ট ভালো করে পড়ুন 👈

👊সাধারণ চেকলিস্ট: (ট্যুরিস্ট)
•সমস্ত পাসপোর্ট
•ছবি (সফট কপি)
•নোটারি সহ ইংরেজিতে এনআইডি
•সকলের পাসপোর্ট / এনআইডি / জন্ম সনদ (স্ত্রী+ বাচ্চাদের + পিতামাতার + ভাই + বোন)
•ফ্যামিলি সার্টিফিকেট ইংরেজিতে নোটারি সহ কাউন্সেলর/পৌরসভা থেকে ।
•ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি।
•ইংরেজিতে (3 বছর) দিয়ে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট & একনোলিজমেন্ট স্লিপ
•ব্যাংক সলভেন্সি 5 লক্ষ এবং ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস (একই তারিখে)
•অ্যাসেট ভালুয়েশন
•ব্যবসায়িক ব্যক্তি: ইংরেজিতে ব্যবসার লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
•চাকুরীর ক্ষেত্রে: স্যালারি সার্টিফিকেট + NOC + ৩ মাসের বেতন স্লিপ +ভিসিটিং কার্ড


#চেকলিস্ট #ট্যুরিস্ট #বাংলাদেশথেকেটুরিস্টভিসা #স্পনসরছাড়াটুরিস্টভিসা

ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।🚃 ঢাকা টু কক্সবাজার।🚃 সিলেট টু কক্সবা...
05/11/2023

ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:

🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।
🚃 ঢাকা টু কক্সবাজার।
🚃 সিলেট টু কক্সবাজার।
🚃 চাঁদপুর টু কক্সবাজার।

কক্সবাজার রুটে ট্রেনের সময় সূচীঃ

১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

২.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস ।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস।

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

----------------------------------------

৯.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ৭.৪৫ টায়
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায়
ট্রেনের নাম মহানগর প্রভাতী।

১০.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায়
কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায়
ট্রেনের নাম ট্যুরিস্ট কোচ।

১১.♦️ঢাকা কক্সবাজার ♦️
ঢাকা ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
ট্রেনের নাম, কোরিয়ান কোচ।

১২.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায়
আপাতত কোরিয়ান কোচ।

১৩.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ঃ৪৫ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৬টায়
ট্রেনের নাম তূর্না এক্সপ্রেস।

১৪.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায়
আপাতত টুরিস্ট কোচ।

---------------------------------------

১৫.♦️সিলেট কক্সবাজার♦️
সিলেট ছেড়ে যাবে সকাল ৭.৩০
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫ টায়
ট্রেনের নাম ঠিক করা হয়নি।

১৬.♦️কক্সবাজার সিলেট♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ টায়
সিলেট পৌঁছাবে সকাল ৫.৩০
টায় ট্রেনের নাম ঠিক করা হয়নি।

----------------------------------------
১৭.♦️কক্সবাজার চাঁদপুর♦️
টাইম টেবিল করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।

১৮.♦️চাঁদপুর কক্সবাজার♦️
টাইমটেবিল ঠিক করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস। #কক্সবাজার

ঢাকা-কক্সবাজার রুটের জন্য ৬টি নাম প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে, এগুলো হলো:১. প্রবাল এক্সপ্রেস২. হিমছড়ি এক্সপ্রেস ৩. কক্...
05/11/2023

ঢাকা-কক্সবাজার রুটের জন্য ৬টি নাম প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে, এগুলো হলো:
১. প্রবাল এক্সপ্রেস
২. হিমছড়ি এক্সপ্রেস
৩. কক্সবাজার এক্সপ্রেস
৪. ইনানী এক্সপ্রেস
৫. লাবণী এক্সপ্রেস
৬. সেন্টমার্টিন এক্সপ্রেস

কোন নামটি সবচেয়ে সুন্দর?


•Cox's Bazar
#কক্সবাজার


















ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।🚃 ঢাকা টু কক্সবাজার।🚃 সিলেট টু কক্সবা...
02/11/2023

ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:

🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।
🚃 ঢাকা টু কক্সবাজার।
🚃 সিলেট টু কক্সবাজার।
🚃 চাঁদপুর টু কক্সবাজার।

কক্সবাজার রুটে ট্রেনের সময় সূচীঃ

১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

২.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস ।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস।

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

----------------------------------------

৯.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ৭.৪৫ টায়
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায়
ট্রেনের নাম মহানগর প্রভাতী।

১০.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায়
কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায়
ট্রেনের নাম ট্যুরিস্ট কোচ।

১১.♦️ঢাকা কক্সবাজার ♦️
ঢাকা ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
ট্রেনের নাম, কোরিয়ান কোচ।

১২.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায়
আপাতত কোরিয়ান কোচ।

১৩.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ঃ৪৫ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৬টায়
ট্রেনের নাম তূর্না এক্সপ্রেস।

১৪.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায়
আপাতত টুরিস্ট কোচ।

---------------------------------------

১৫.♦️সিলেট কক্সবাজার♦️
সিলেট ছেড়ে যাবে সকাল ৭.৩০
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫ টায়
ট্রেনের নাম ঠিক করা হয়নি।

১৬.♦️কক্সবাজার সিলেট♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ টায়
সিলেট পৌঁছাবে সকাল ৫.৩০
টায় ট্রেনের নাম ঠিক করা হয়নি।


----------------------------------------
১৭.♦️কক্সবাজার চাঁদপুর♦️
টাইম টেবিল করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।

১৮.♦️চাঁদপুর কক্সবাজার♦️
টাইমটেবিল ঠিক করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করলো ওমান
31/10/2023

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করলো ওমান

নেপাল ভ্রমণ ডে থ্রি সিলেট হলিডেইজ ও হলিগ্রুপ এর নেপাল ট্যুরের একাংশ। #সিলেট_হলিডেইজ #নেপালভ্রমণ
29/10/2023

নেপাল ভ্রমণ ডে থ্রি

সিলেট হলিডেইজ ও হলিগ্রুপ এর নেপাল ট্যুরের একাংশ।

#সিলেট_হলিডেইজ
#নেপালভ্রমণ

নেপালের ফাইভ স্টার হোটেলে নাস্তা করছেন আমাদের গেষ্টরা
28/10/2023

নেপালের ফাইভ স্টার হোটেলে নাস্তা করছেন আমাদের গেষ্টরা

সিলেট হলিডেইজ ও হলিগ্রুপ এর নেপাল ট্যুরের একাংশ।
27/10/2023

সিলেট হলিডেইজ ও হলিগ্রুপ এর নেপাল ট্যুরের একাংশ।

নেপালের ভিসা প্রসেসিং করা হয়সময় :-৩-৫ দিন 👉  নেপাল ভিসা প্রসেসিং এর জন্য যা যা কাগজপত্র প্রয়োজন।👍  1. ছবি।👍  2. পাসপোর্...
25/10/2023

নেপালের ভিসা প্রসেসিং করা হয়

সময় :-৩-৫ দিন
👉 নেপাল ভিসা প্রসেসিং এর জন্য যা যা কাগজপত্র প্রয়োজন।
👍 1. ছবি।
👍 2. পাসপোর্ট।
👍 3. এনআইডি।

#সিলেট_হলিডেইজ

#নেপালভ্রমণ

মাত্র ৭ হাজার টাকার নেপাল ভ্রমণ এ আমাদের গেস্টরা ৩ রাত থাকবেন থ্রি স্টার মানের এই হোটেলে। অসম্ভব কে সম্ভব করে সাথে ব্রেক...
24/10/2023

মাত্র ৭ হাজার টাকার নেপাল ভ্রমণ এ আমাদের গেস্টরা ৩ রাত থাকবেন থ্রি স্টার মানের এই হোটেলে। অসম্ভব কে সম্ভব করে সাথে ব্রেকফাস্ট ও স্টিকার ভিসা সুবিধা ও এই টাকার মধ্যে পাচ্ছেন সিলেট হলিডেইজ এর সৌজন্যে। তাই আর দেরি না করে নেপাল যেতে হলে বুকিং করে নিন আমাদের যে কোন একটি প্যাকেজ। ঘুরে আসুন স্বাচ্ছন্দ্যে হিমালয় পর্বতের দেশ নেপাল।

#নেপালট্যুরপ্যাকেজ
#নেপালভ্রমণ







#সিলেট_হলিডেইজ

24/10/2023

🔴👉 কম সময়ে স্বল্প খরছে ভারতের ভিসা প্রসেসিং করতে হলে যোগাযোগ করুন সিলেট হলিডেইজ এর সাথে।

ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
পাসপোর্ট (পুরনো পাসপোর্ট থাকলে সবগুলো)।
দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ল্যাব প্রিন্ট কালার ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড।
এনআইডি/ স্মার্টকার্ড/ বার্থ সার্টিফিকেটের ফটোকপি।,
ইউটিলিটি বিল।
ব্যাংক স্টেটমেন্ট।
ট্রেড লাইসেন্স/এনওসি, অফিস আইডির ফটোকপি, ভিজিটিং কার্ড।
ভারতের মেডিক্যাল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
পাসপোর্ট (পুরনো পাসপোর্ট থাকলে সবগুলো)।
দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ল্যাব প্রিন্ট কালার ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড।
এনআইডি/ স্মার্টকার্ড/ বার্থ সার্টিফিকেটের ফটোকপি।,
ইউটিলিটি বিল।
ব্যাংক স্টেটমেন্ট।
ট্রেড লাইসেন্স/এনওসি, অফিস আইডির ফটোকপি, ভিজিটিং কার্ড।
বাংলাদেশে চিকিৎসার ডকুমেন্ট।
ভারতের কোনো হাসপাতাল থেকে এপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার।

🔴👉 মাত্র ৭,০০০ টাকার ট্যুরে উপভোগ করুন নেপালের  কাঠমান্ডুর নৈসর্গিক সৌন্দর্য। হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের পাহাড়, সং...
23/10/2023

🔴👉 মাত্র ৭,০০০ টাকার ট্যুরে উপভোগ করুন নেপালের কাঠমান্ডুর নৈসর্গিক সৌন্দর্য। হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের পাহাড়, সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্য উপভোগ করতে সিলেট হলিডেইজ এর গ্রুপ প্যাকেজ বুক করুন এখনই-
*প্যাকেজে যা যা থাকছে:-*
👉তিন রাত হোটেলে থাকার ব্যবস্থা।
👉দৈনিক সকালের নাস্তা।
👉স্টিকার ভিসা
👉 গাইড

, , ,
, #নেপাল, #নেপালভ্রমণ, #নেপালট্যুরপ্যাকেজ,
, , ,

🔴👉 থাইল্যান্ড ঘুরে আসুন  মাত্র  ( জনপ্রতি ১৪,৯৯৯/=) টাকায়    ♦️৫ দিন ৪ রাত♦️বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️📞 +8801962388...
22/10/2023

🔴👉 থাইল্যান্ড ঘুরে আসুন মাত্র ( জনপ্রতি ১৪,৯৯৯/=) টাকায়
♦️৫ দিন ৪ রাত♦️

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
☎️📞 +8801962388502

যা যা থাকবে :
★ প্রতিদিনের হোটেল খরচ
★ ব্রেকফাস্ট
★ গাইড

যা যা থাকবে না :
★ এয়ার টিকেট
★লাঞ্চ ও ডিনারের খরচ
★ এক্সট্রা এক্টিভিটি খরচ
★ পার্সোনাল খরচ

যোগাযোগ:
☎️📞+8801962388502
সিলেট হলিডেইজ / হলিগ্রুপ
৩২০-৩২১ আর বি কমপ্লেক্স, পূর্ব জিন্দাবাজার, সিলেট।

#থাইল্যান্ড

অবিশ্বাস্য মূল্যে ( জনপ্রতি ৭,০০০/=) নেপাল ঘুরে আসুন   ৪ দিন ৩ রাতবিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️📞 +8801962388502🔴 প্যাক...
22/10/2023

অবিশ্বাস্য মূল্যে ( জনপ্রতি ৭,০০০/=) নেপাল ঘুরে আসুন
৪ দিন ৩ রাত

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
☎️📞 +8801962388502

🔴 প্যাকেজ-১

♦️যা যা পাবেন-

★স্টীকার ভিসা

★হোটেল

★সকালের নাস্তা

★গাইড

°°°°°°
🔴🔴প্যাকেজ-২

নেপালের কাঠমুন্ডু ৪ দিন ৩ রাত জনপ্রতি ৩৭০০০/-

♦️যা যা পাবেন-

★ এয়ার টিকিট (রিটার্ন সহ)

★স্টীকার ভিসা

★হোটেল

★সকালের নাস্তা

★গাইড

🔴🔴🔴প্যাকেজ-৩
৪ দিন ৩ রাতের নেপাল ভ্রমণ

যে যে স্পট ঘুরবো:
• কাটমন্ডু শহর
• নগরকোর্ট শহর
• বক্তপুর শহর
• চন্দ্রগিরি হিলস
• পাটান দরবার স্কয়ার
• বক্তপুর দরবার স্কয়ার
• পাশুপাতিনাথ মন্দির
• সোয়াম্ভুনাথ মন্দির

যা যা থাকবে :
★ সিলেট - ঢাকা - সিলেট বাস টিকেট
★ ঢাকা - কাটমান্ডু - ঢাকা ফ্লাইট(৩০ হাজার টাকা) ধরে।বাড়লে আপনি দিবেন।কমলে আমরা দিব।
★ এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ
★ প্রতিদিনের হোটেল খরচ
★ চন্দ্রগিরি হিলস এর ক্যাবল কার খরচ
★ ব্রেকফাস্ট

যা যা থাকবে না :
★লাঞ্চ ও ডিনারের খরচ
★ এক্সট্রা এক্টিভিটি খরচ
★ পার্সোনাল খরচ

প্যাকেজ প্রাইসঃ ৪৪,৫০০ টাকা

যোগাযোগ:
☎️📞+8801962388502
সিলেট হলিডেইজ / হলিগ্রুপ
৩২০-৩২১ আর বি কমপ্লেক্স, পূর্ব জিন্দাবাজার, সিলেট।



🔴👉 প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হলো কানাডা। আয়তনের হিসেবে  কানাডা বিশ্বের ২য় বৃহত্তম  রাস্ট্র। স্বপ্নের এই দেশটি ঘুরে আসতে প...
22/10/2023

🔴👉 প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হলো কানাডা। আয়তনের হিসেবে কানাডা বিশ্বের ২য় বৃহত্তম রাস্ট্র। স্বপ্নের এই দেশটি ঘুরে আসতে পারেন আপনিও। কম সময়ে এবং কম খরচে স্বচ্ছ ও নির্ভুল ভাবে ভিসা প্রসেসিং করে নিন Sylhet Holidays এর মাধ্যমে।

🇨🇦 কানাডার ভিসা প্রসেসিং ফি মাত্র ১০,০০০/- টাকা

Sylhet Holidays এর মাধ্যমে কেনো আবেদন করবেন??

♦️ অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শক
♦️কম খরচ
♦️বিনামূল্যে পরামর্শ প্রদান ও ফাইল মূল্যায়ন
♦️ কোন বাড়তি কিংবা গোপন খরচ নেই
♦️ প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই
♦️ সঠিক সময়ে কাজ সম্পাদন

✅প্রয়োজনীয় ডকুমেন্টস✅
➡️পাসপোর্ট।
➡️ দুই কপি ছবি।
➡️ব্যাবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি ➡️ ভিজিটিং কার্ড।
➡️ চাকুরিজীবীদের ক্ষেত্রে এনওসি।
➡️ছয় মাসের ব্যাংক স্ট্যাটমেন্ট + সলভেন্সি লেটার + উপযুক্ত ব্যালেন্স।

♦️বিস্তারিত জানতে ♦️
যোগাযোগ: 📲 +8801962388502

অফিস

সিলেট হলিডেইজ / হলিগ্রুপ
৩২০-৩২১ আরবি কমপ্লেক্স, পূর্ব জিন্দাবাজার, সিলেট।

#কানাডা



আরেকটি সুখবর নিয়ে এল আমেরিকা। এখন থেকে আমেরিকা যেতে হলে কোনো ভিসা লাগবে না। ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিন আমেরিকায় থাকতে পার...
22/10/2023

আরেকটি সুখবর নিয়ে এল আমেরিকা। এখন থেকে আমেরিকা যেতে হলে কোনো ভিসা লাগবে না। ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিন আমেরিকায় থাকতে পারবেন । বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগামী ৩০ নভেম্বর থেকে এই নিয়ম চালু করার ঘোষণা গত মাসেই দিয়েছিল আমেরিকা। তখন বাইডেন প্রশাসন জানায়, ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসবে ইসরায়েল। এর অনেক আগেই চালু হতে যাচ্ছে এটি। কেবল ইসরায়েলি নাগরিকেরা এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

এই সুবিধা পেতে হলে সবার আগে নিতে হবে ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ)। এ জন্য ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি) ইলেকট্রনিক সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে। যাদের বায়োমেট্রিক পাসপোর্ট রয়েছে এবং ৯০ দিনের বেশি থাকবেন না, তারা যোগ্য বলে বিবেচিত হবেন।

🔴👉 নেপাল ভ্রমণ   ♦️৪ দিন ৩ রাত🧍‍♂️জনপ্রতি ৩৭০০০/-
22/10/2023

🔴👉 নেপাল ভ্রমণ

♦️৪ দিন ৩ রাত

🧍‍♂️জনপ্রতি ৩৭০০০/-

21/10/2023

২৭ অক্টোবরের নেপাল ট্যুরে ১ টি সিট খালি আছে। যেতে হলে দ্রুত যোগাযোগ করুন।
+8801962388502

সিলেট -কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।=========আগামী ১ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন চল...
17/10/2023

সিলেট -কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
আগামী ১ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলবে।
সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।
চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।
ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়।
মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

CRazzzy!! Deals...😍😍😍Great Offer at Sylhet Holidays Explore Nepal at incredible prices. Packages start from just 7000/= ...
16/10/2023

CRazzzy!! Deals...😍😍😍
Great Offer at Sylhet Holidays

Explore Nepal at incredible prices. Packages start from just 7000/=

#নেপাল


🔴👉 ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে ন...
16/10/2023

🔴👉 ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।

আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

11/09/2023

যারা ভিজিট ভিসায়:
১/ কানাডা আসার স্বপ্ন দেখছেন
২/ যারা কানাডায় আসার প্রসেসিং-এ আছেন
৩/ যারা কানাডার ভিজিট ভিসা পেয়ে গেছেন এবং এক্ষুনি কানাডায় ফ্লাই করবেন তারা এই লেখাটি মনোযোগ দিয়ে পড়বেন!

১/ যারা ভিজিট ভিসায় কানাডায় আসার স্বপ্ন দেখছেন: আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে যে পেশায়ই নিয়োজিত আছেন অথবা যে যা করে জীবিকা নির্বাহ করছেন তার সব কাগজপত্র আগে থেকে সংরক্ষণ করা শুরু করুন।

আপনি চাকুরি করলে চাকুরি, ব্যবসা করলে ব্যবসা ও ব্যবসার বিভিন্ন সার্টিফিকেট ও লাইসেন্স ও ব্যবসায়িক আয় ব্যয়ের যাবতীয় নথি/ চাকুরি ও চাকুরির বেতন সংশ্লিষ্ট ডকুমেন্ট সংরক্ষণ করুন।

এছাড়া কেউ যদি চাকুরি অথবা ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করে থাকেন তাহলে সেগুলো সংশ্লিষ্ট কাগজপত্র ও বিভিন্ন ইমেজ সম্বলিত ফটো একটি ফাইলে সংরক্ষণ করুন।

এছাড়া এসব পেশা সংক্রান্ত একটি ব্যাংকিং হিসাব অপেন করে সেখানে আপনার পেশা সংক্রান্ত যাবতীয় আয় ব্যয়ের লেনদেন রেকর্ডেড রাখুন।

এগুলোর পাশাপাশি আপনি ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরষ্ক এবং মিশরের মত দেশ যারা অনায়াসে ভ্রমণ ভিসা ইস্যু করে এইসব দেশে সুযোগ পেলে একদুই সপ্তাহ ঘুরে আসুন।

কোন দেশে ভ্রমণে গেলে সে দেশগুলোর ঐতিহাসিক স্থানে গিয়ে সুন্দর কিছু ক্লিয়ার ইমেজের স্টিল ফটো তুলে রাখুন এবং সেগুলো প্রিন্ট করে একটি এলবামে সংরক্ষণ করুন।

কোন দেশে বেড়াতে গেলে সে দেশের এয়ার টিকিটগুলোও একটি ফাইলে সংরক্ষণ করুন।

এরপর সময় ও সুযোগের অপেক্ষায় থাকুন। মাঝেমাঝে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার দেশগুলো বাংলাদেশীদের যখন গণহারে ভিজিট ভিসা ইস্যু করে তখন আপনি স্বউদ্যোগে এইসব ডকুমেন্ট সাবমিট করে ঐসব দেশগুলোর ভিজিট ভিসার জন্য এপ্লিকেশন জমা দিন। দেখবেন এক দেশের ভিসা না হলে আপনার অন্য দেশের ভিসা হয়ে গেছে।

২/ যারা কানাডার ভিজিট ভিসা পেয়ে গেছেন: তাদের জানার জন্য জরুরী বিষয় হলো, আপনারা যদি কোন এজেন্সির সাহায্য ছাড়া নিজে নিজে স্বউদ্যোগে কানাডিয়ান অ্যাম্বেসি থেকে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে কানাডায় ঢুকতে আপনাদের কোন সমস্যা নেই। আপনারা ১০০% নিরাপদে কানাডায় প্রবেশ করতে পারবেন। এখানে উদ্বিগ্ন হবার কোন কারন নেই।

তবে আপনি যদি হোটেল বুকিং দেখিয়ে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে হোটেল বুকিং এর ডকুমেন্টটি কানাডায় প্রবেশের সময় সাথে রাখুন। ইমিগ্রেশন অফিসার যদি জানতে চায় আপনি কোথায় উঠবেন? তখন হোটেলের নাম এবং ঠিকানা বলুন। যদি ডকুমেন্ট দেখতে চায় তাহলে হোটেল বুকিং এর কাগজপত্র দেখান। ব্যস, কোন সমস্যা হবে না।

যদি আপনি কারো ইনভাইটেশন লেটার সাবমিট করে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে সেই ইনভাইটেশন দাতাকে আপনার কানাডায় এন্ট্রির তারিখ ও সময় জানিয়ে রাখুন। এরাইভ্যাল এয়ারপোর্টটি ইনভাইটেশন দাতার নিকটস্থ হলে খুব ভাল হয়। পারলে বলুন ইনভাইটেশন দাতাকে এয়ারপোর্টে উপস্থিত থাকতে। এর ফলে আপনাদের কানাডায় প্রবেশে ১০০% কোন জামেলা নেই।

অনেক সময় ইমিগ্রেশন অফিসার জানতে চায় আপনি কোথায় যাবেন? কার কাছে উঠবেন? যার কাছে যাবেন সে আপনার কি হয়? এগুলো প্রত্যেকটি দেশের ইমিগ্রেশন অফিসারের জানার আবশ্যিক বিষয়।

এরাইভ্যাল এয়ারপোর্ট এ আপনি কোথায় উঠবেন এবং কার কাছে উঠবেন এরকম একটি ঠিকানা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আপনার অবশ্য উল্লেখ করতে হয়। তখন কথা প্রসংগে ইমিগ্রেশন অফিসার মাঝেমধ্যে ইনভাইটেশন দাতার নাম এবং ঠিকানা জানতে চায়। সুন্দর ভাবে কথা বললে কিছুই হয় না। নতুবা এখানে ইনভাইটেশন ফেইক হলে অথবা দালাল ধরে ভিসা পেলে অনেককে বিপদে পড়তে হয়।

৩/ যারা কানাডার ভিজিট ভিসা প্রসেসিং এ আছেন: আপনাদের জানার বিষয় হলো, আপনি যদি স্বউদ্যোগে ভিজিট ভিসা নেওয়ার প্রসেসিং করে থাকেন তাহলে ভাল কথা।

যদি আপনি কোন এজেন্সি অথবা দালাল ধরে কন্ট্রাকে ভিজিট ভিসা নেওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনি ওদের কাছ থেকে নিম্নোল্লিখিত বিষয়গুলো অবশ্যই জেনে নিবেন নতুবা কানাডায় প্রবেশে আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে বিপদে পড়বেন।

আর যদি কোন জামেলা ছাড়া ইমিগ্রেশন অতিক্রম করে কানাডায় প্রবেশ করেও থাকেন তাহলে পরবর্তীতে সেটলমেন্ট জাতীয় কিছু করতে গেলে বিপদে পড়বেন। কারন বাংলাদেশ থেকে কি ইনফর্মেশন সাবমিট করে ভিসা নিয়েছেন অর্থাৎ ভিসা পাবার ব্যাকগ্রাউন্ডের বিষয়টি এখানে আপনার পরবর্তীতে অবশ্যই দরকার পড়বে।

আমি আবারও বলছি, আপনার ভিজিট ভিসা কি ব্যাকগ্রাউন্ড দেখিয়ে প্রসেসিং করা হয়েছে অথবা ভিসা নেওয়া হয়েছে সেগুলোর ১০০% কাগজপত্র এজেন্সি থেকে আপনি জেনে নিবেন। এজেন্সিকে বলবেন যদি কারো ইনভাইটেশন সাবমিট করে ভিসা নিয়ে থাকে তাহলে ইনভাইটেশন দাতার নাম, ঠিকানা আপনাকে দিতে এবং সেগুলো মুখস্থ করে আসবেন। পারলে ইনভাইটেশন দাতার একটি চিঠি সঙ্গে নিয়ে আসবেন।

যদি ব্যবসা দেখিয়ে ভিসা নেন তাহলে সেই ব্যবসা কোথায় দেখিয়েছে? কি ব্যবসা দেখিয়েছে? কতটাকা লেনদেন দেখিয়েছে? ব্যবসার ধরন ও স্থায়িত্বকাল এগুলো পুরোপুরি জেনে আসবেন। এগুলো কানাডা ইমিগ্রেশনে দরকার পড়তে পারে অথবা পরবর্তীতে আপনার দরকার লাগবে। আজ এতটুকু। সবাই ভাল থাকবেন।
Mohammed Shaikul Islam
CANADA

Address

320-321, RB Complex/Level/2, East Zindabazar
Sylhet

Telephone

+8801962388502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share