Tipu's Vlog

Tipu's Vlog Travel is the movement of people between relatively distant geographic locations, and people usually travel by foot, bicycle, car, train, boat, or plane.

Baggage may or may not be accompanied during the journey and the journey may be one way.

আমি দেশের জন্য কাজ করি। আমি দেশের জন্য আমার জীবন দিয়ে দিবো ইনশাআল্লাহ। আমরা হীনমন্য নই!আমরা সত্যের জন্যে অভ্যাহৃত ভাবে ক...
28/03/2024

আমি দেশের জন্য কাজ করি। আমি দেশের জন্য আমার জীবন দিয়ে দিবো ইনশাআল্লাহ।
আমরা হীনমন্য নই!
আমরা সত্যের জন্যে অভ্যাহৃত ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
কোন পিছুটান আমাদের সত্য থেকে ফিরাতে পারবে না💪।
ইনশাআল্লাহ আমরা কাজ করবো দেশের জন্যে! আমরা কাজ করবো দেশের মানুষের জন্যে! মানুষের মুক্তির জন্যে🫰।

যখন সুযোগ পাবো তখনই দেশের জন্যে কাজ করবো ইনশাআল্লাহ তা'য়ালা 💪।

-নূর মোহাম্মদ আবু তাহের ভাই।
চেয়ারম্যান ৪নং গুনাহার ইউনিয়ন পরিষদ।

23/03/2024

২০২৪ সালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর একটি
শাখার যাকাতের বাজেট ২৪ কোটি টাকা।
(আলহামদুলিল্লাহ)

এভাবেই জামায়াত‌‌ যাকাতের টাকা যথাযথভাবে তার হকদারদেরকে পৌঁছে দেয়।  আমরা শেয়ার করি আর কারো পাড়লে পুড়ুক।
19/03/2024

এভাবেই জামায়াত‌‌ যাকাতের টাকা যথাযথভাবে তার হকদারদেরকে পৌঁছে দেয়। আমরা শেয়ার করি আর কারো পাড়লে পুড়ুক।

14/03/2024

শিবির যে এ জমিনের দ্বীনের ভ্যানগার্ড।
তা এদেশের প্রতিটি দ্বীন প্রিয় মানুষের হৃদয়ে উপলব্ধি হবেই হবে।
শিবিরের প্রতি ফোটা রক্ত যে দ্বীনের জন্য ঝরেছে তা প্রতিটি মুমিন হৃদয় সাক্ষ্য হবেই হবে ইনশাআল্লাহ।

যে সমস্ত ইসলামিস্টরা ভিন্নমতের জন্য বিভিন্নভাবে কটাক্ষ করেছে, শিবিরের দুর্দিনে চুপ থেকেছে তারাও একথা বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ।

আজকে ইফতারি করার কারণে রক্তাক্ত হতে হচ্ছে। হিজাব পরতে পারছেন না, দাড়ি রাখলে বিপদে পড়ছেন, দ্বীন নিয়ে কথা বললে ক্যাম্পাসে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এগুলো আসলে হওয়ারই ছিলো।

বাংলাদেশে বামপন্থী ছাত্রদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার একক ক্রেডিট ছাত্রশিবির পাবে।
এই বামরাই হলো বর্তমানের হিন্দুত্ববাদী শক্তি। তারা জানতো তাদের অ*খন্ড ভারত পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ভবিষ্যতে কারা হবে।

কমিউনিস্ট আন্দোলন শিবিরের কাছে মাইর খেয়ে যাওয়ার পরে তারা দ্বিতীয়বার একই ভুল করেনি।
বিভিন্ন ট্যাগ,ন্যারেটিভস, ডিস্কোর্স দাড় করিয়ে শিবিরকে আগে ক্যাম্পাসে দুর্বল করেছে।

নির্বিচারে গু*ম,খু*ন, কারাগারে বন্দি করেছে। সাধারণ ছাত্রদের মাঝে আতংক হিসেবে দাড় করিয়েছে শিবিরকে।
একই তালে তাল দিয়েছে কিছু প্রজ্ঞাহীন হুজুরেরাও।

শিবিরকে যখন মারা হচ্ছিলো তখন ঘরে বসে চুপচাপ দেখেছেন আর ভেবেছেন এটা ক্ষমতার রাজনীতির জন্য। যা করছে করুক আমাদের তো কোন সমস্যা নেই।
ভাই, আপনি বুঝতে পারেননি। আপনি যে দ্বীন নামক ঘরে নফল জিকিরে ব্যস্ত ছিলেন, সেই ঘরের সুরক্ষাদানকারী দেয়াল ছিলো ছাত্রশিবির। এই দেয়াল ভাঙ্গাই হচ্ছিলো আপনার দ্বীন নামক ঘরে হামলা চালানোর জন্য।

অনেক দেরি হয়েগেছে ইতিমধ্যে। এখনো সময় আছে দুরদর্শিতা দেখানোর।

12/03/2024

মওদূদীবাদের ছাত্র সংগঠনটারে ব্যাপকভাবে বুস্ট করেন🫰🥰সাপোর্ট করেন। তা না হলে ভার্সিটি থেকেই একদিন মাদরাসা (বিশেষ করে কাওমি) বন্ধের ক্ষেত্রে দাবি নিয়ে বসবে। শুধু চেয়ে চেয়ে অপলক দৃষ্টিতে দেখবেন, মাগার কিচ্ছু করার থাকবে না। এমনতেই আপনাদের মধ্যে শত বিরোধ; চেয়ার নিয়ে, জমি নিয়ে। বেঁচে থাকতে পারলে আবারও আকিদা নিয়ে ক্যাচাল করার সুযোগ হবে।

শোনেন! ব্যক্তি শায়েখদের ফ্যান হয়েছেন ভালো কথা। কিন্তু আপনার শায়েখ কিন্তু খুবই ট্যাম্পোরারি। বোঝেন কথাটা। পারমানেন্ট সংগঠনের সাথে যুক্ত থাকেন। বিচ্ছিন্নভাবে থাকলে নেকড়ে শেষ করে দেবে। পরাস্ত হবেন দ্রুতই। আর সংগঠনে থাকলে ফাঁসি হওয়ার পর খিল খিল করে শত্রুর দিকে তাকিয়ে ভেটকি হাসি দেওয়ার হিম্মত থাকবে 💪

11/03/2024

RAMADAN KAREEM🥰🤲.
Ramadan Mubarak to all of you.

জামানায় এখন তাগুতের স্রোত চলছে, এই স্রোত কে আমরা পালটে দিতে চাই। -সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী রাহ.
07/03/2024

জামানায় এখন তাগুতের স্রোত চলছে, এই স্রোত কে আমরা পালটে দিতে চাই।
-সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী রাহ.

বিদায় হে প্রিয় রাহবার!"তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাঁহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।"-সূরা ইউনুস ৫৬।
03/03/2024

বিদায় হে প্রিয় রাহবার!

"তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাঁহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।"

-সূরা ইউনুস ৫৬।

02/03/2024

গোটা পৃথিবীর ব্যাংক দেউলিয়া হয়ে যাবে!
শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের পকেট দেউলিয়া হবে না ইনশাআল্লাহ তা'য়ালা।
-ড.শফিকুল ইসলাম মাসুদ🥰💪🤲

17/02/2024

মওদূদী মতবাদ !!

একটি মাদরাসা পড়া ছেলেকে প্রশ্ন করলাম মওদূদী মতবাদ কী?

তার উত্তর : আল্লাহ্ প্রদত্ত ও রাসুলুল্লাহ্ সা. প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জনে প্রেরণা দেয় যে মতবাদ, তাকে মওদূদী মতবাদ বলে।

আমি তাকে পুনরায় প্রশ্ন করলাম এ মতবাদ তুমি কোথায় পেলে? নাকি নিজেই বানিয়ে বলে দিয়েছ? সে আমাকে দলিল হিসেবে একটি ছোট বই দেখাল, যার শুরুতেই তাদের সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য লেখা আছে। লেখাগুলো হুবহু তাই, যা সে বলেছে। শুধু 'মওদূদী মতবাদ' শব্দদ্বয় কেবল লেখা নেই।

আমার দুর্ভাবনা : এতো সুন্দর করে লিখিত আকারে লক্ষ্য-উদ্দেশ্য, আকিদা-বিশ্বাস ও কর্মপদ্ধতি উপস্থাপন করার পরও যারা তা দেখতে পায় না! তারা নিজেদেরকে আলেম/উলামা মনে করলেও সততার বিচারে এরা অন্ধ নয় কেন?! এসব অন্ধরা দরজা-জানালা বন্ধ করে জাতিকে পথ দেখাতে গেলে সে জাতির গন্তব্য কোন অন্ধকার তলিয়ে যাবে!!! তা বুঝতে হলে উক্ত কিশোর বয়সের মাদরাসা ছাত্রের চেয়ে বেশি জ্ঞান দরকার হয় না।

পর্যবেক্ষণ : যারা আল্লাহ প্রদত্ত ও রাসুলুল্লাহ সা. প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস চায় না!! তারাই মওদূদীবাদ তত্ত্বের আবিষ্কার করে নিজেদের ধর্ম ব্যবসায় চালিয়ে যাওয়ার আড়ালে সেক্যুলার মতবাদ প্রতিষ্ঠার ক্লান্তিহীন সংগ্রাম করে যাচ্ছে!

ফলাফল: তারা মুখের ফুঁৎকারে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়! আল্লাহ তাআলা অবশ্যই তাঁর আলোকে ছড়িয়ে দিবেন! সত্য অস্বীকারকারীরা যতোই অপছন্দ করুক!

© ড. মোহাম্মদ আনোয়ারুল হক

15/02/2024

Alhamdulillah Alhamdulillah.
I've successfully passed my G1 driving test in Toronto ON,Canana🥰💪🍁🇨🇦

14/02/2024

ইয়া রব ....
সকল হারামের প্রতি আমাদের
এক আকাশ পরিমান ঘৃনা সৃষ্টি করে দাও।

ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার ইতিহাস ও প্রেক্ষাপটঃ লিখেছেন ব্যারিষ্টার Muhammad Nazibur Rahman (নাজিব মোমেন)হামজা, খুবাই...
07/02/2024

ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার ইতিহাস ও প্রেক্ষাপটঃ লিখেছেন ব্যারিষ্টার Muhammad Nazibur Rahman (নাজিব মোমেন)

হামজা, খুবাইব-খাব্বাব, মালেকের উত্তরসূরী শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির:-

ইসলামী ছাত্রশিবির কোন নতুন মতবাদ, ধ্যান-ধারণা নিয়ে মানুষের সামনে হাজির হয়নি, এটা ১৯৭৭ সালে হঠাৎ গজিয়ে উঠা কোন সংগঠনও নয়। এটা সেই পথ যে পথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালফে সালেহীনরা যুগে যুগে সংগ্রাম করে গেছেন। এরই পথ পরিক্রমায় বর্তমান যুগের ইসলামি পুনর্জাগরণের স্বপ্নদ্রষ্টা মাওলানা মওদুদী (র:) প্রত্যক্ষ সহায়তায় প্রতিষ্ঠিত হয় ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তান। যেটা বাংলাদেশে পরিচিত ছিল ইসলামি ছাত্র সংঘ হিসেবে। ছাত্র সংঘের প্রথম সভাপতি ছিলেন জাফরুল্লাহ খান। পরবর্তীতে আমার প্রিয় আব্বা মাওলানা মতিউর রহমান নিজামী ১৯৬৯ সালে নিখিল পাকিস্তান জমিয়াতে তালাবার নাজিমে আলা তথা ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন প্রথম ও সর্বশেষ বাঙ্গালী কেন্দ্রীয় সভাপতি। উনি পূর্বপাক ছাত্রসংঘের সভাপতি থাকাকালীন সময়ে উনার প্রিয় সাথী ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেকের শাহাদাতের মাধ‍্যমে যে শহীদী মিছিলের যাত্রা শুরু হয়, কালের পরিক্রমায় তিনিও সে মিছিলে সামিল হন। ১৯৭১ এর সেপ্টেম্বরে আব্বু ছাত্রসংঘ থেকে বিদায় নেন। আব্বু মেধাবী ছাত্র ছিলেন। ইসলামী বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, ৬৯ এর গণ আন্দোলনে নেতৃস্হানীয় ভূমিকা রাখার পরও কামেলে (মাস্টার্স) ফকিহ বিভাগ থেকে মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় ২য় স্হান অর্জন করেন। তাই ছাত্র জীবন শেষে সংগঠন আব্বুকে গবেষণার কাজের দায়িত্ব দেয়। আব্বুর কর্মজীবন শুরু হয় ইসলামী রিসার্চ একাডেমীর রিসার্চ ফেলো ও সংগ্রামের সাংবাদিক হিসাবে। মাওলানা মওদুদী (র:) এ কথা জানতে পেরে রাগান্বিত হন। তিনি বলেন "যে তলোয়ার কে আমরা তৈরি করলাম এবং ধার দিলাম ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয়ার জন্য সেই তলোয়ারকে তোমরা রান্নাঘরে বটি হিসেবে ব্যবহার করবা?" মওলানার এই উক্তি আব্বুর জীবনের গতি ঘুরিয়ে দেয়। উনার পরবর্তী জীবন ইতিহাস আমরা সবাই জানি।
�এরপরে আসে ১৯৭১ সাল। বাংলার জমিনে ইসলামী আন্দোলন সংগঠনকে আইন করে নিষিদ্ধ করা হয়। কিন্তু মওদুদী (র:) হাতে গড়া কর্মীরা হাল ছেড়ে দেননি। এই শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুমের পুণ্যভূমিতে ইসলামকে আবারো জাগিয়ে তোলার জন্য জানবাজি রেখে কাজ শুরু করেন মাওলানা নিজামী ও তাঁর সহকর্মীরা। ছাত্রসংঘের সাবেক ও বর্তমান কর্মীরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন। শুরুর দিকে ছাত্রসংঘের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলেন। আব্বুসহ নেতৃবৃন্দের একাংশ ছিলেন রাজশাহীতে, মুজাহিদ চাচা নারায়ণগঞ্জে একটি স্কুলের অধ্যক্ষ ছিলেন। বাংলাদেশে ইসলামী ছাত্রসংঘের প্রথম সভাপতি ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ চাচা। তারপরে এই সংগঠনে পর্যায়ক্রমে নেতৃত্ব দেন জনাব আবু নাসের এবং শহীদ মীর কাসেম আলী চাচারা। আব্বু ১৯৭৬ সালে ঢাকায় চলে আসেন, মীর কাসেম আলী চাচা চট্টগ্রাম থেকে বাবা-মাসহ পিলখানার একটি বাসায় ওঠেন। তখন জামায়তের গুটিকয়েক মানুষের ঢাকায় নিজস্ব বাসা ছিল। এর মধ্যে অন্যতম ছিল গোলাম আযম চাচার পিএস নাজমুল হক চাচার আব্বার বাসা। এটা ছিল বাসাবোতে। বাসার নাম ছিল হৈচৈ। যতদূর শুনেছি, এই বাসাটাই ছিল তখনকার দারুল আরকাম। তখন ময়মনসিংহ থেকে সবার খালাম্মা, মনিরা খালাম্মা সংগঠনিক কারণেই হইচইতে এসে ওঠেন। কামরুজ্জামান চাচাও এলাকা সূত্রে একই বাসায় ওঠেন। উনাদের সবারই তখন টানাপোড়নের সংসার। কিন্তু হৃদয় ছিল অনেক বড়। সাথে ভাতৃত্ববোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ তো ছিলই। আব্বু যখন ঢাকায় আসেন, তখন ইউনুস চাচা উনার বাংলো দুয়ারের দুই রুমের বাসা আব্বুর জন্য ছেড়ে দেন। সেই বাসার এক রুমে আব্বু আম্মুর সংসার আর আরেক রুমে সংগঠনের অফিস। প্রোগ্রামগুলোতে আপ্যায়ন হিসেবে থাকতো পুরানো ঢাকার সস্তা ডালপুরি আর চা। আম্মুর কাছে শুনেছি চায়ের কাপ ছিল একটাই। সেই কাপেই একজন একজন করে পালাক্রমে চা খেতেন। আব্বুর কোন আপন ভাই ছিল না। আমরা ছোটবেলায় মুজাহিদ চাচা, কামরুজ্জামান চাচা, মোল্লা চাচা মীর কাসেম আলী চাচা, উনাদেরকেই আপন চাচা মনে করতাম। আমাদের অধিকাংশের বাসা পাশাপাশি হওয়া আমাদের বেড়ে ওঠা এই সোনার মানুষদের দেখে দেখেই। যাই হোক, সবাই তখন প্রকাশ্যে সংগঠনের আলোচনা করছেন। ছাত্র সংগঠনের নাম কি হবে, এই নিয়ে সবাই একটু দ্বিধান্বিত ছিলেন। ছাত্ররা মরহুম সিদ্দিক জামাল চাচার কথা মত ছাত্রশিবির নামটি প্রস্তাব করল। মাওলানা মওদুদী (র:) তখনও জীবিত, তাই ঠিক হলো উনার সাথে পরামর্শ করেই নাম চূড়ান্ত করা হবে। সিদ্ধান্ত মোতাবেক মীর কাশেম আলী চাচা ওমরায় গেলেন। ওমরা থেকে আসার পথে মাওলানার সাথে দেখা, পরামর্শ ও দোয়া নিয়ে আসলেন। মাওলানা মওদুদীর পরামর্শের সারকথা ছিল, আসল উদ্দেশ্য তো ময়দানে কাজ করা, সেটা যে নামেই হোক। উনার পরামর্শের ভিত্তিতে সংগঠনের নাম চূড়ান্ত হল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১৯৭৭ সালের এই দিনে মীর কাশেম আলী চাচা, নাসের চাচা সকালে আমাদের বাসায় আসলেন। মীর কাশেম আলী চাচা আম্মুকে নানী বলতেন। উনি আম্মুর জন্য ওমরা থেকে লাল রঙের একটি জায়নামাজ নিয়ে এসেছিলেন। আম্মু খিচুড়ি রান্না করেছিলেন। সবাই মিলে খিচুড়ি খেয়ে টিএসসিতে কেন্দ্রীয় মসজিদে গেলেন এবং শিবির প্রতিষ্ঠার ঘোষণা দিলেন।
এই সেই ইসলামী ছাত্রশিবির, শুরুতে যার সদস্য ছিল ছয় জন। আজ সেই শিবির লাখো তরুনের ইসলাম শিখার পাঠশালা। এই অঞ্চলের ছাত্রাঙ্গনে ৫০ এর দশকে কম‍্যিনিস্টদের দৌরাত্ব শুরু হয়, যার বিষাক্ত থাবায় আমাদের কয়েক প্রজন্ম ইসলামের থেকে দূরে সরে গিয়েছে। ৬০/৭০ দশকে ছাত্রদের হাতে রেডবুক রাখা ছিল একধরনের ফ‍্যাশন। মেধাবী ছাত্র মানেই ছাত্র ইউনিয়নের কমরেড আর খারাপ ছাত্ররা ছাত্রলীগের গুন্ডাপান্ডা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৮০ দশকে ছাত্রাঙ্গনে এই নাস্তিকতার বিরুদ্ধে রুখে দাড়ায়। আল্লাহর রহমতে আর শিবিরের কর্মতৎপরতায় কালের পরিক্রমায় আজকাল হাতেগোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও এককালের প্রতাপশালী কমিউনিষ্ট ছাত্র ইউনিয়নের অস্তিত্ব নেই। আধুনিক শিক্ষিত ছাত্ররা ৭০/৮০ দশক থেকে ইসলাম শিখেছে ছাত্রশিবিরের মাধ‍্যমে। সেই সময়ে এত ইসলামী বই, লেকচার বাংলা ভাষায় পাওয়া যেত না। জামায়াত- শিবিরই এ দেশে আধুনিক শিক্ষিতদের জন‍্য সাহিত‍্য রচনা শুরু করে এবং ব‍্যাপকভাবে তা প্রচার করে। ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সীমাহীন ত‍্যাগ আর কুরবানীর ফলে এই জেনারেশনের একটি উল্লেখযোগ‍্য অংশ আল্লাহর রহমতে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে গ্রহণ করেছে।
শিবিরের এ অর্জন আমাদের জন‍্য নিছক গর্বের বিষয় নয়, বরং এটা আল্লাহর এক বিশাল রহমত এবং একটা বিরাট রেস্পন্সিবিলিটি। যারা এক সময়ে শিবিরের নেতা-কর্মী ছিলেন, এখনও শিবিরকে ভালবাসেন, অতীতের কথা ভেবে নস্টালজিয়ায় ভোগেন, কিন্তু সময়ের পরিক্রমায় দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে একটু দূরে সরে গেছেন, সাংগঠনিক ভাষায় নিস্ক্রিয় হয়ে গেছেন; তারা আল্লাহর ওয়াস্তে একটু চিন্তা করে দেখুন, একজন শিবিরের সদস্যের পিছনে সংগঠনের কতটা সময় এবং রিসোর্স ব্যয় করা হয়। আপনি যার টার্গেট ছিলেন, সেই ভাইটি দিনের পর দিন আপনার কাছে এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন; অপমানিত হয়েছেন, তারপরও আপনাকে ভালোবেসেছেন। এরপরে যখন আল্লাহ আপনাকে কবুল করলেন, তখন ধাপে ধাপে সংগঠন আপনাকে প্রশিক্ষণ দিল, হাতে-কলমে শিক্ষা দিল। আপনি হয়ে উঠলেন মাওলানা মওদুদীর (র:) ভাষায় সেই তলোয়ার, যাকে প্রস্তুত করা হয়েছে ইসলামী আন্দোলনের ময়দানে কাজ করার জন্য। আমরা কি আজ রান্নাঘরের বটি হয়ে বসে থাকবো?
শিবিরের প্রথম সভাপতিসহ অসংখ্য নেতাকর্মীগণ নিজেদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের পথ থেকে এক চুল সরে যান নাই। শহীদ মীর কাশেম আলী শাহাদাতের পূর্বে বলেছিলেন, নিজামী ভাইকে বলো, শপথের দাবি পুরো করে গেলাম। আমরা তাদেরই উত্তরসূরী। কাজেই আসুন, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ আমরা নতুন করে শপথ নেই, আমরা যে যেখানেই থাকি না কেন, যে নামেই কাজ করি না কেন, ইসলামী আন্দোলনের পথে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারি, মহান আল্লাহ যেন এই পথেই চলা অবস্থায় তাঁর কাছে ফিরে যাওয়ার তাওফীক দেন, ওয়ামা তৌফিকী ইল্লা বিল্লাহ। আমীন।

লাখো কোটি মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। আজ তার সাতচল্লিশ তম জন্মদিন।শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ...
06/02/2024

লাখো কোটি মানুষের প্রাণের স্পন্দন,
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
আজ তার সাতচল্লিশ তম জন্মদিন।
শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 🤲🫰🥰💪

✌️ ০৬ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বপ্নবাজ এক কাফেলার প্রতিষ্ঠাবার্ষিকী।  শিক্ষাঙ্গনে রাজনীতির নোংরা খেলা বন্ধ এবং ইসলামের আল...
05/02/2024

✌️ ০৬ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বপ্নবাজ এক কাফেলার প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষাঙ্গনে রাজনীতির নোংরা খেলা বন্ধ এবং ইসলামের আলোয় এদেশের ছাত্রসমাজকে আলোকিত করার লক্ষ্যে ১৯৭৭ সালের ০৬ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কাফেলাটির নাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ❤️।
✍️ দারিদ্র্যমুক্ত দেশ গঠন ও নাগরিকদের সৎ দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই তাদের স্বপ্ন।
✍️ ছাত্রসমাজের মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক মানদণ্ড অর্জনে ইসলামী ছাত্রশিবির এখনো বাংলাদেশের একমাত্র ছাত্রসংগঠন ।

✌️ রক্তপিচ্ছিল পথ মাড়িয়ে ৪৭ বছরের দীর্ঘপথ পাড়ি দিতে যাচ্ছে এই সংগঠন। আগামীকাল ০৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী ❣️❣️।

28/01/2024

৯০% মুসলমানের দেশে ভারতীয়বাদী
শাসন ব্যবস্থাকে রুখে দেওয়ার জন্য কোনো সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবেনা!! 😭

23/01/2024

ফীর সাব আপাতত সংবর্ধনায় ব্যাস্ত🤣
মেরাজ থেকে ফিরে শরিফ ও শরিাফা নিয়ে ঝর ওঠাবেন 😎🤣

19/01/2024

আবার যুদ্ধ হবে, মুক্তিযুদ্ধ!
এ যুদ্ধে আমরাই জয়ী হব!
শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির 🥰🫰

13/01/2024

সোনালী দিনের সেই ওমর,খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন 🤲🤲

10/01/2024

উলামায়ে কেরাম রাসূল সাঃ এর উত্তরসূরী। জাতীর শ্রেষ্ঠ সন্তান।
অত্যন্ত আফসোসের বিষয় হলো, কতিপয় চাটুকার উচ্ছিষ্ট ভোগী উলামায়ে সু এর কারনে আজ আলেমদেরকে মানুষ বিশ্বাস করতে পারছেনা।

যেভাবে স্বৈরাচারকে দেশের মানুষ চপেটাঘাত করেছে। ভোটকেন্দ্র প্রত্যাখ্যান করেছে। তেমনিভাবে স্বৈরাচার ও উচ্ছিষ্ট ভোগী উলামায়ে সু দেরকে চপেটাঘাত করে উচিত জবাব দিয়েছে।

আর দেরি না করে সকল ইসলামপন্থী এখনই অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে ময়দানে আসা উচিত।

সময় নষ্ট করা যাবেনা।

আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৪ সেশনের সেটাপ সম্পন্ন।  পরিচালক: আতিক তাশরীফ...
10/01/2024

আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৪ সেশনের সেটাপ সম্পন্ন।

পরিচালক: আতিক তাশরীফ
সহ.পরিচালক: জাহিদুল ইসলাম

আল্লাহ তা'য়ালা দ্বীনের এই সুমহান দায়িত্ব পালন ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার তাওফিক দান করুন। আমিন।



সাইমুম জাফর ইকবাল

08/01/2024

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَ تَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ١٘ وَ تُعِزُّ مَنْ تَشَآءُ وَ تُذِلُّ مَنْ تَشَآءُ١ؕ بِیَدِكَ الْخَیْرُ١ؕ
اِنَّكَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ--

"বলুন, হে আল্লাহ! বিশ্ব–জাহানের মালিক! তুমি যাকে চাও রাষ্ট্রক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর ওপর শক্তিশালী"

-(সূরা : আলে-ইমরান, আয়াত-২৬)

28/12/2023

যুগে যুগে যখনই আলিমদের একাংশ জালিমের সহযোগী হয়েছে, তখনই জাতির ঘাড়ে নেমে এসেছে জুলুম ও গোলামীর জিঞ্জির। অতএব, শুধু আলিম হলেই হবে না, খোদাভিরু আলিম হতে হবে। যে হৃদয় আল্লাহকে ভয় করে, তা কখনো ক্ষুদ্র স্বার্থের জন্য নিজ জাতি ও ইসলামের বিরুদ্ধাচারণ করতে পারে না।

27/12/2023

"তোমরা আমার কাছে দো'য়া করো (কারো মাধ্যম ছাড়া সরাসরি ) আমি তোমাদের দো'য়া কবুল করব"
-সূরাহ মু'মিনঃ ৪০/৬০
ইনশাআল্লাহ যদি আমার নেক চাওয়া আল্লাহ🤲❤️👩‍❤️‍💋‍👨

08/12/2023

অত্যাচারীরা শীঘ্রই জানবে কোথায় তারা প্রত্যাবর্তন করবে।

(সূরা আশ শুআরা - ২২৭)

03/12/2023

দুনিয়ার সকল আয়োজন,পরিকল্পনা রেখেই একদিন চলে যেতে হবে!
হতে পারে আজ অথবা কাল।
আর আপনি মারা যাওয়ার পর বদলে যাবে সকল পরিকল্পনা!
সাজবে নতুন সাজে🥹🥹🤲🤲

23/08/2023

beauty of nature 🖤✌️

07/07/2023

সুইডেনে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

28/06/2023

Address

Khalasara
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Tipu's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tipu's Vlog:

Videos

Share