Keane Bridge

Keane Bridge welcome to Sylhet. It is know by Keane Bridge, Ali Amjod's clock and many more natural beauty alongs

30/10/2022
30/10/2022

আমার তো মনে হয় রাস্তা থেকে হাসিখুশি রেন্ডম ৫ জন মানুষ ধরে নিয়ে হাসপাতালে তার হার্ট পরীক্ষা করান... ৩ জনের ক্ষেত্রে ডাক্তার বলবে হার্টে রিং লাগবে

আর একজনের ক্ষেত্রে বাইপাস লাগবে ফোর শিওর

কিডনি পরীক্ষা করান, ৩ জনের ক্ষেত্রে ডায়ালায়সিস তো লাগবেই

আর একজনের ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে ফোর শিওর
.. আপনার হাতের সময় থাকলে একদিন জাতীয় কিডনি ফাউন্ডেশন বা হার্ট ফাউন্ডেশনের রিসিপশনে যেয়ে বসে থাকেন

অবাক হয়ে যাবেন

এদেশের এতো ইয়াং ইয়াং মানুষেরা এই ধরনের জটিল সমস্যায় ভুগছে, ব্যাপারটা ভয়াবহ

শুধু মাত্র খাবারের ভেজালের কারণে আজকে আমাদের এই অবস্থা

মানে পুরো জাতিরই এই অবস্থা

আমার তো কয়েক বন্ধু আঙুলে এঙ্গেইজমেন্টের রিং পরার আগেই হার্টে রিং পরে ফেলেছে

বিয়ের পর এখন বউকে ঠিক মতো কষে ধমকও দিতে পারে না... কখন হার্টের রিং ছুটে যায় এই ভয়ে মিনমিন করে কথা বলে

আমাদের ফুড চেইন সিস্টেমে এক বিপ্লব আসা দরকার

ইদানিং শুনছি সব মুরগিতেই এন্টিবায়োটিক দেয়া থাকে দেখে আমাদের শরীর এখন এন্টিবায়টিক প্রুফ হয়ে গেছে

ডাক্তার প্রেসক্রিপশনে আমাদের এন্টিবায়োটিকের নাম লিখে দেয়ার আগে চেক করে মুরগির এন্টিবায়োটিকের সাথে মিল নাই তো?

কি একটা অবস্থা

ওদিকে ক্যান্সার নামের রোগটাও ভয়াবহ আকারে চলে গেছে

বর্তমানে এমন কোন ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে অন্তত ৪/৫ জন ক্যান্সার পেশেন্ট নেই

এমন কোন ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে এখন পর্যন্ত অন্তত ২/৩ জন ক্যান্সারে মারা যায়নি

এবং এই পরিসংখ্যানটা দিন দিন ভয়াবহ ভাবে বাড়ছে

বিবিসির একটা জরিপ বলছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কোন না কোনভাবে কিডনি রোগে ভুগছে

আর প্রতি বছর নতুন করে ৪০ হাজার কিডনি পুরোপুরি অকেজো হয়ে যাচ্ছে

মানে প্রতিদিন ১১০ টা কিডনি ফেইল করছে

মানে আজকের এই স্ট্যাটাস পড়ে শেষ করে আমার পরের স্ট্যাটাসে আসতে আসতে মিন হোয়াইল ৩০০/৪০০ জন ধপাস

আমাদের খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীরা ঘুমায় কিভাবে শান্তিতে?

সিরিয়াসলি... ঘুম আসে তাদের?

আজ থেকে ঠিক ১০ বছর পর এটা এমন একটা দেশ হতে চলেছে যেখানে কম বেশী সবাই’ই থাকবে অসুস্থ

বিশ্বের অন্যান্য দেশরা নিজের কান্ট্রি ব্র্যান্ডিং করে Land of Opportunity, Land of Prosperity কত সুন্দর সুন্দর ভাবে

আর আমরা করব Land of Patient

বিদেশীরা দুই গালে হাত দিয়ে বলবে ‘ওহ মাই গড ...বাংলাদেশের সবাই ধৈর্যশীল?’

আমরা বলব “ইয়ে মানে এই পেশেন্ট ঐ পেশেন্ট না”

আমি জানি না লেখাটার শেষ কিভাবে করব... সলুশানও আমার জানা নেই

সবাই গ্রামে চলে যাব সেখানে ফ্রেশ খাবার পাব দেখে? এটা কোন সলুশান হতে পারে না

বিশ্বায়নের যুগে এটা কোন ভাবেই সলুশান হতে পারে না

আমি আসলেই জানি না লেখাটার শেষ ঠিক কিভাবে করব

তবে রেখে দিলাম লেখাটা টাইমলাইনে

৫/১০ বছর পর তখন হয়ত এটা দেখিয়ে বলতে পারব, ‘see, বাংলাদেশ কিন্তু ঠিকই জানত বিপদ আসছে... কিন্তু আমরা কেউই কিচ্ছু করিনি সেটা থামানোর জন্য’

লিখেছেনঃ Arif R Hossain ভাই

শুভ সকাল
14/10/2022

শুভ সকাল

বাংলা
13/10/2022

বাংলা

Green
13/10/2022

Green

বাদাম খাতি হবি
13/10/2022

বাদাম খাতি হবি

Nostalgic childhood
12/10/2022

Nostalgic childhood

Love you Sylhet
10/10/2022

Love you Sylhet

Let’s Back home
10/10/2022

Let’s Back home

First choice
10/10/2022

First choice

ঠিক এই মুহুর্তে ইচ্ছে হচ্ছে নিজের সমস্ত  অস্তিত্ব দিয়ে উনার কাছে লুটিয়ে  পড়ি..আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত...
08/10/2022

ঠিক এই মুহুর্তে ইচ্ছে হচ্ছে নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে উনার কাছে লুটিয়ে পড়ি..

আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন 1200 - 1400 গ্রাম।

এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন? এর কারণ হলো,
এটা মাথার ভিতরে সেরেব্রোস্পাইনাল নামের এক প্রকার তরলে ভাসে। সুবহানাল্লাহ!

সাধারণত আমরা জানি, কোনো জিনিস পানিতে ডুবে থাকলে তার ওজন কমে যায় এবং তা তখন খুবই কম অনুভূত হয়,সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে ব্রেইন ভাসতে থাকে ফলে ব্রেইনের ওজন ১২০০ গ্রামের জায়গায় ৫০ গ্রাম অনুভূত হয়।

সবচেয়ে মজার ব্যাপার হলো সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি, এর কারণ আমরা যখন হাটু গেড়ে সামনে ঝুকে যাই তখন আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মাথার সামনে চলে আসে। ব্রেইনের উপর মাসাজ প্রদান করে এবং ব্রেইনে তখন রক্ত চলাচল খুব ভালো হয় বলে স্বস্তি অনুভূত হয়।

আল্লাহ তাআলা কুরআনে বলেন:

ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍ
"যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে।"(সুরা সিজদাহ ,আয়াত ৭)

06/10/2022

বাচ্চাদের প্রোগ্রামে পোলাও বা বিরিয়ানি দেয়া হচ্ছে। একেকজনের পাতে উঁচু চুড়ো করে দেওয়া হয়েছে। সেটা বাচ্চা দূরে থাক, কোন এডাল্টও খেয়ে শেষ করতে পারবেনা।

বিয়ে বাড়িতে রোস্ট অর্ধেক খেয়ে সেটা ঠেলে সরিয়ে খানিকটা মাটন নিয়ে, তারপর মাখা ভাত হযবরল স্তুপাকারে রেখে উঠে চলে গেলেন হাত ধুতে!

কারো বাসায় মেহমান খেতে বসেছে। অতি আপ্যায়নে একের পর এক সাধাসাধি চলছে। অত কি আর খাওয়া সম্ভব! ফলাফল- খাবারের স্তুপ ফেলে রেখে মেহমান আর খেতে পারবেন না বলে উঠে চলে গেলেন!

বাড়তি খাবার বা বেচে যাওযা খাবার বিনা অনুতাপে ফেলে দিচ্ছেন ডাস্টবিনে।

কোথাও বেড়াতে গিয়ে চা নাশতা দেয়া হয়েছে। সবই অর্ধেক খেয়ে ফেলে রেখেছেন- পুরোটা শেষ করলে যদি আদেখলাপানা মনে হয়!

এগুলো সবই খাবার অপচয়ের উদাহরণ যা ভয়ংকর গুনাহের কাজ।

১। আছে বলে অপচয় করি?
২। না থাকলেও অপচয় করি, যখন তা অন্যের অনুগ্রহে পাই!
৩। আল্লাহর ভয় আর ইসলামী জ্ঞান না থাকায় অপচয় করি, মানে অপচয় যে করছি সেটাই বুঝি না!
৪। তাচ্ছিল্য থেকে অপচয় করি!

অপচয়টাকে অপচয় বলে কখনো কখনো গ্রাহ্যই করি না! একটা মাত্র দানাও বিনা কারণে ফেলে দেয়ার অনুমতি নাই। পরিবারের ছোটদেরকে ছোটবেলা থেকেই শেখাতে হবে। বড়দেরও সচেতন হতে হবে।

আমরা কী কী করতে পারি?
১। খাবারের সুন্নাতগুলো সঠিকভাবে জেনে বুঝে আদায় করা।
২। আঙ্গুল আর থালা পরিষ্কার করে খাওয়া লজ্জ্বার ব্যাপার নয়, বরং এটাই সুন্নাত।
আশেপাশে যাকে এভাবে খেতে দেখবেন তাঁকে উৎসাহিত করুন, প্রশংসা করুন, তাতে ছোটরা এটাকে মর্যাদার ব্যাপার হিসেবে চিনবে। সামাজিকভাবে কেউ হেয় দৃষ্টিতে দেখবে না।

৩। ঢালাওভাবে খাবার পরিবেশন না করে প্রত্যেকের চাহিদা মতো নেওয়ার ব্যবস্থা করুন। রিচ ফুড বেশি খাওয়া যায় না। কিন্তু চোখের ক্ষিদেয় অনেকেই প্রথমে অনেক খাবার তুলে নেন, পরে শেষ করতে পারেন না। তারচেয়ে অল্প অল্প করে বারবার নেওয়া ভালো।

৪। যেটা আপনি খেতে পারবেন না, সেটা প্রথমেই প্রত্যাখ্যান করুন। বড় টুকরো ভেঙ্গে ছোট করে নিন। পাতে নেওয়ার আগেই অন্যের সাথে শেয়ার করুন।

৫। বেচে যাওয়া খাবার হয় দ্রুত সংরক্ষণ করুন, না হলে ভালো অবস্থাতেই বিলিয়ে দিন।

৬। পশু পাখিকে খেতে দিলে সেটাও কিন্তু উত্তম কাজ।

৭। খাবার যোগ্য কোন খাবার ড্রেনে বা নোংরা জায়গায় ফেলে দেবেনা না। অনেকে পাতিলের তলার ভাত সহ সিংকে ঢেলে ফেলেন! ভাতগুলো ভালো থাকলে সরিয়ে আলাদা করে ভাত রান্নার সময় দিয়ে দিতে পারেন। না হলে পাখিকে খাইয়ে দিন।
৮। যে কোন খাবার পাত্র থেকে নিতে ভালোভাবে মুছে নিন। দায়সারা ভাবে নিয়ে লেগে থাকা ভাত তরকারি সহ বাটি বা হাঁড়ি সিংকে পাঠিয়ে দেবেন না।

আপনি বাচ্চাদের যেভাবে শেখাবেন, তারা সেভাবেই শিখে যাবে। খাদ্যগ্রহণও ইবাদাত। কারণ পরিমিত না খেলে আপনি ইবাদাত করার শক্তি পাবেন না। তবে অপচয় আর বাহুল্যের কারণে তা ইবাদাত থেকে বরং না শোকরির দিকে চলে যায়। আমরা সতর্ক হবো ইন শা আল্লাহ।

--------------------
"খাবারের অপচয় আর নয়"

♦ ♦ বিষাক্ত কাগজ ♦♦সন্ধ্যা রাতে তরুণী বসে, পড়ছে ক্লাসের পড়ামাথা চুলকায় মাথা যে তার ,খুশকি উকুনে ভরা।কাছে চিকন চিরুনি ...
01/10/2022

♦ ♦ বিষাক্ত কাগজ ♦♦
সন্ধ্যা রাতে তরুণী বসে, পড়ছে ক্লাসের পড়া
মাথা চুলকায় মাথা যে তার ,খুশকি উকুনে ভরা।

কাছে চিকন চিরুনি পেয়ে, মারতে লাগল মাথায়
উকুন খুশকি পড়তে লাগল, খোলা বইয়ের পাতায়।

বইয়ের পাতায় জ্যান্ত উকুন পিলপিলিয়ে হাটে
পিষে তাদের মারছে খুকি, শক্ত নখের পিঠে।

ধুলাবালি উকুন খুশকি হাজার ময়লা মাখা
বইখানিরে বছর শেষে বাক্সে হলো রাখা।

বিকেল বেলা খবর কাগজ পড়তে বসে দাদু
কোলে নিয়ে নাদুস নুদুস নাতনি সোনা যাদু।

হঠাৎ সোনা দাদুর কুলেই করে দিল সিসু
কিছুই তো নেই পেপার হল মুত্র মোছার টিস্যু।

ছোট্ট শিশুর সর্দি নাকে মুছতে ডাকে মা কে
মায়ের হাতের পেপার ছিল মারলো ঘষা নাকে।

মল মূত্র সর্দি মাখা ময়লা পেপার যত
তুলে রাখলো সেই বাক্সে ময়লা বইয়ের মত।

কাগজ পেয়ে বাঁধলো বাসা টিকটিকি ও উই
তেলাপোকা ইঁদুর বাবু সঙ্গে ইতর দুই।

বাসা বেঁধে ইঁদুর বাচ্চা দিচ্ছে মাসে মাসে
কাগজ মাখে প্রসবকালীন ময়লা রক্ত রসে।

বাথরুম নেই তেলাপোকার নেই কো ধোয়ার জল
এই কাগজেই ত্যাগ করে তাই মূত্র এবং মল।

হঠাৎ করে কাগজ কেনার হকার ব্যাটা এসে
টিকটিকিদের সুখের বাসা ভেঙ্গে দিল শেষে।

কিনে নিল পুরনো কাগজ হাজার ময়লা যাতে
পৌঁছে গেল আচার মুড়ি ফুচকাওয়ালার হাতে।

এই কাগজে আমরা সবাই খাবার রেখে খাই
দোহাই লাগে এমন কাজটি আর করো না ভাই।

পথের ধারে আচার দেখে জ্বিবে এল জল
মুখে নেস নে কাগজে ভাই তেলাপোকার মল।

ময়লা জেনেও কাগজে খাই আমরা আজব বোকা
সভ্য সাজের অন্তরালে ময়লা খাওয়ার পোকা।

Visit Sylhet
29/09/2022

Visit Sylhet

26/09/2022

Dargah Sharif, Sylhet

25/09/2022
গত কিছুদিন ধরে খেয়াল করছি, ‘যৌনকর্মীর ছেলে’ গালিটা বেশ চর্চিত হচ্ছে বন্ধুমহলে। একজন আরেকজনকে ‘যৌনকর্মীর ছেলে’ বলে খুশিতে...
25/09/2022

গত কিছুদিন ধরে খেয়াল করছি, ‘যৌনকর্মীর ছেলে’ গালিটা বেশ চর্চিত হচ্ছে বন্ধুমহলে। একজন আরেকজনকে ‘যৌনকর্মীর ছেলে’ বলে খুশিতে লুটিয়ে পড়ছে।

প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারছিলামনা, এটা কি ধরণের ফাজলামি হতে পারে! এক বন্ধু আরেক বন্ধুর মাকে সরাসরি ‘পতি*তা’ বলছে কিন্তু সেই অর্থে কারো তেমন প্রতিবাদ নেই। ভাবটা যেনো এমন, নিজের মা চুলোয় যাক ‘ট্রেন্ডের সাথে চলছি’ এটাই তো আসল।

যাই হোক, একটু আগে মারজুক রাসেলের ফেসবুক পেজের একটা পোস্টে বাক্যটির ব্যবহার দেখে বুঝতে পারলাম, আসলেই ‘যৌনকর্মীর ছেলে’ কথাটার উৎপত্তি কোথায়।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন ট্রেন্ড এই ‘যৌনকর্মীর ছেলে’গালি।

যেহেতু এই নাটকের বেশিরভাগ দর্শক উঠতি বয়সের ছেলেমেয়ে, তাই স্বভাবগতভাবেই জমজমাট এই গালির ব্যবহার এখন সর্বত্র এবং সর্বজন স্বীকৃত। একবার ভাবুন তো, একটা নাটক গোটা এক প্রজন্মকে শেখাচ্ছে, কিভাবে অন্যের জন্মদাতা মাকে সহজভাবে বে*শ্যা বা পতিতা বলে গালি দিতে হয়।

শুধু কি তাই? ফেসবুকে এসে সেই নাটকের প্রমোশনাল পোস্টের ক্যাপশনে লেখা, এএএএএ ‘যৌনকর্মীর ছেলে’...! পোস্টদাতা এই নাটকেরই অন্যতম চরিত্র পাশা নামে খ্যাত মারজুক রাসেল। তিনিই মূলত এই গালির জনক।

মা কেন্দ্রিক গালিতে বরাবরই মুন্সিয়ানার পরিচয় দিয়েছে এই টোকাই রাসেল। একটা সময় নিজের ফেসবুকের ওয়ালই ছিলো তার ‘মা’ চর্চার একমাত্র হাতিয়ার, বর্তমানে ব্যাচেলর পয়েন্ট নাটকের সুবাদে সেই ব্যাপ্তি বেড়েছে কয়েকগুন।

ব্যাচেলর পয়েন্ট নাটকটি ঘিরে এমন অভিযোগ নতুন কিছু নয়, গত কয়েক মাসে বেশ কিছু বিতর্কিত কারণে অনেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই নাটক। তবে নাটকের নির্মাতারা এসবের থোরাই কেয়ার করে।

দিন যত গড়িয়েছে নোংড়ামি আর ভাড়ামোতে প্রত্যেকবার নিজেকে ছাড়িয়ে গেছে এই নাটকের পরিচালক কাজল আরেফিন অমি।

সর্বশেষ ‘যৌনকর্মীর ছেলে’ গালির মাধ্যমে আবারো নিজেদের জাত চেনালো অমি, মারজুক রাসেল, শুভ, জিয়াউল হক পলাশ গ্যাংরা।

সংশ্লিষ্টদের কাছে অনুরোধ, নতুন প্রজন্মকে এদের হাত থেকে বাঁচান!

©collected

24/09/2022

Central Shahid Minar,
Chowhatta, Sylhet

Reality. .......
24/09/2022

Reality. .......

মজার সাইকোলজি !!!
24/09/2022

মজার সাইকোলজি !!!

20/09/2022

Sylhet in google map

Sylhet city
19/09/2022

Sylhet city

13/09/2022

Ali Amjad's clock. Keane Bridge

স্বাধীনতা !!!
13/09/2022

স্বাধীনতা !!!

Address

Keane Bridge
Sylhet
3100

Telephone

+8801632645038

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keane Bridge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share