23/10/2020
#সংগৃহীত
ই-পাসপোর্ট (A-Z)
১ম ধাপঃ (অনলাইন আবেদন)
i. www.epassport.gov.bd এ গিয়ে Apply Online এ ক্লিক করুন
ii. যা যা info চায় তা দিয়ে সাথে ই-মেইল দিয়ে একটি একাউন্ট খুলুন। ইমেইলে confirmation মেইল আসবে, account active করে নিন, ইনবক্সে মেইল খুজে না পেলে Junk Mail/ Spam Mail ফোল্ডারে খুজলে পেয়ে যাবেন।
iii. Account খোলার পর Apply for a new-e-passport দিন
iv. যা যা info প্রযোজন হয় দিন।
Confusions: Md এরপর dot দিবো কিনা দিবো না? Dot না দিলে সমস্যা হবে না তো?
উত্তরঃ e-Passport এ letter ছাড়া কোনো character প্রিন্ট হয় না। সুতনাং না দেয়াই উত্তম। এবং এই না দেয়ার জন্য ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না।
Warning: Permanent address কখনো ভাড়া থাকা বাসার address দিবেন না। যদি নিজের কেনা ফ্ল্যাটে থাকেন আর সেটাই permanent address হিসেবে দিতে চান সে ক্ষেত্রে। আপনার দলিলের কাগজের ফটোকপি চাইবে। দলিলের কাগজ করা না হলে, সেটা permanent address হিসেবে দিবেন না।
v. আপনি কোন ধরনের passport করবেন উল্ল্যেখ করে দিবেন।
৪৮ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৪,০২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৬,৩২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ৮,৬২৫ টাকা, ২ কার্য দিবসে
৪৮ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৫,৭৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৮,০৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১০,৩৫০ টাকা, ২ কার্য দিবসে
৬৪ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৬,৩২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপ্রেসঃ ৮,৬২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১২,০৭৫ টাকা, ২ কার্য দিবসে
৬৪ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৮,০৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপ্রেসঃ ১০,৩৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১৩,৮০০ টাকা, ২ কার্য দিবসে
vi. কোন way তে পেমেন্ট করতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। এখন সম্ভবত অনলাইন অয়ে (bKash) বন্ধ। তাই অফলাইনেই করতে হবে।
vii. সব info ঠিক মত দেয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিটের পর e-mail এ-ও একটা confirmation মেইল আসবে। চেক করে নিতে পারেন।
viii. Application form টা download করে রাখুন।
২য় ধাপঃ (schedule selection)
i. Application Submit এরপর schedule select করতে হবে
ii. আপনার মন মত যে কোনো খালি slot এ appointment নিতে পারবেন।
৩য় ধাপঃ (পেমেন্ট)
i. নির্ধারিত যে কোনো ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ করে দিলেই হবে
ব্যাংক সমূহঃ
ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank.
ii. ব্যাংকে আপনার নাম চাইবে শুধু। passport এ দেয়া হুবহু নামটা দিবেন। কিছু কিছু ক্ষেত্রে NID এবং Application এর কপি দেখতে চায়। তাই এক কপি নিয়ে যাবেন।
iii. টাকা জমা দেয়ার পর রিসিট/ payment slip দিবে/ সেটা যত্ন করে রাখবেন।Trust Bank এ টাকা জমা দিলে ভাল।পরে কম বেশী হলে adjust করা যায়।
৪র্থ ধাপঃ (পার্সপোর্ট এপ্লিকেশন জমা এবং appointment)
i. নিচের ডকুমেন্টগুলো নিয়ে যাবেন
• পার্সপোর্ট ফর্মের প্রিন্টেড কপি (both side print)
• Appointment/ Order slip কপি
• NID এবং NID এর ফটোকপি
• বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের ফটোকপি
• Student ID Card এর ফটোকপি (শিক্ষার্থীদের জন্য)
• ব্যবসায়ীক দলিল (ব্যবসায়ীদের জন্য)
• Office ID card কপি এবং আনুসাঙ্গিক কাগজ পত্র (জব করেন যারা তাদের জন্য)
• নিকাহ নামার দলিলি (বিবাহিতদের জন্য)
• কোনো সাদা/হালকা রঙের জামা পরবেন না
ii. আগারগাও RPO এর জন্যঃ
• ৩০৮ নং কক্ষে যাবেন, উপযুর্ক্ত কাগজ গুলো নিয়ে, application form দেখে সেখান থেকে একটা সিল এবং সিরিয়াল লিখে দিবে।
• ৪০১ নং কক্ষে ৩০৮ এ দেয়া সিরিয়াল মত আপনাকে প্রবেশ করানো হবে। এই কক্ষে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে কিনা চেক করা হবে। application online এ সাবমিটে কোনো ভুল হয়ে থাকলে এখানে বলে নিবেন। তারা মার্ক করে দিবে আপনার ফর্মে। চেক শেষে তারা একটা সিল এখন সাইন করে দিবে।
• ৪০৩ নং কক্ষ পুরুষ, ৪০৪/৪০৫ নং কক্ষ মহিলা ও শিশুদের বায়োমেট্রিক করানো কক্ষ। ৪০১ নং কক্ষ থেকে সিল নেয়ার পর। এই কক্ষে আপনার ডিকুমেন্ট রিচেক করা হবে, ডকুমেন্ট স্কান করা হবে এবং কোনো সংশোধন থাকলে সংশোধন করা হবে।
- ২ হাতের ১০ আঙ্গুলের ছাপ
- চোখ স্ক্যান
- ডিজিটাল স্বাক্ষর নেয়া হবে
• কাজ শেষ হলে Delivery Slip দিয়ে দিবে।
৫ম ধাপঃ (পুলিশ ভ্যারিফিকেশন)
i. পুলিশ বাসায়ও আসতে পারে থানায়ও ডাকতে পারে
ii. থানায় ডাকলে, শিক্ষার্থী হলে বাবাকে সাথে নিয়ে যেতে হবে। কারন তার একটা স্বাক্ষরের দরকার হবে
iii. ডকুমেন্ট যা সাথে রাখতে হবেঃ
• NID copy
• Student ID Copy
• SSC Certificate
• Father’s NID copy
• Mother’s NID copy
• Utility Bill copy
• জমি/ফ্লাটের দলিলের copy permanent address ঢাকা হলে।
৬ষ্ঠ ধাপঃ (পাসপোর্ট ডেলিভারি)
i. Police verification এর কিছু দিন পর (৪-৬ দিন) Application Status, Enrollment pending Approval থেকে Enrollment Approved হবে। এবং পাসপোর্টের তৈরির কাজ শুরু হবে।
ii. Enrollment Approved status এর কিছু দিন পর (২-৩দিন) status হবে Passport Shipped
iii. Passport Shipped এর ১/২ দিন পর SMS, email এবং status হবে ePassport is ready for issuance তখন পার্সপোট আনতে RPO তে যেতে হবে।
iv. সাথে delivery slip এবং NID এর কপি নিয়ে যাবেন।
v. ৩০১ নং কক্ষের ডান পাশে আপনার delivery slip দিয়ে সিরিয়াল নিবেন।
vi. আপনার সিরিয়াল আসলে ৩০১নং কক্ষের বাম পাশে স্বাক্ষর আর ফিঙ্গার স্ক্যান দিয়ে e-Passport নিয়ে আসবেন
vii. শেষ, এবার মনে মনে নাচতে নাচতে বাসায় চলে আসেন।
এই গেলো পুরো প্রসেস। এই পুরো প্রসেসের সময় আপনি আপনার passport process এর অবস্থা দেখতে পাবেন আপনার account এ login করে।
উপদেশঃ
i. দালাল থেকে দূরে থাকুন
ii. কিছু জানার থাকলে হয় help desk এ জিজ্ঞাস করুন, নয় আশেপাশে মানুষকে জিজ্ঞাস করুন। আরো সাথে আপনার শত্রুতা নেই যে ভুল তথ্য দিবে। খামাখা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকা অফিসারদের বিরক্ত করবেন না।
iii. পারমানেন্ট আড্রেস ঠিক মত দিবেন।
iv. যা যা ডকুমেন্ট দরকার সাথে রাখবেন।
v. সময় হিসাব করবেন application RPO তে জমা দেয়ার পর থেকে।
ধন্যবাদ।
সম্পূর্ন তথ্য স্টোর করে রাখতে চাইলে PDF টা ডাউনলোড করে রাখতে পারেন।
লিংকঃ
http://bit.ly/epassportbd2020