সহজ ভ্রমণ

সহজ ভ্রমণ আপনার ভ্রমণ সহজ ও সুন্দর করতে আমরা আছি
(4)

16/09/2023
 ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লিকেশন ফর্ম৩। এন আই ডি / স্মার্ট কার্...
13/06/2023


ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :

১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)

কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??

সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

২-৪ বছরের ছোট্ট সোনামনিদের জন্য গরম/ শীতে পরার আরামদায়ক পোশাক নিয়ে এলাম এবার।।।প্রতিটি পোশাক দেখতে যেমন সুন্দর তেমনি পরত...
20/02/2022

২-৪ বছরের ছোট্ট সোনামনিদের জন্য গরম/ শীতে পরার আরামদায়ক পোশাক নিয়ে এলাম এবার।।।প্রতিটি পোশাক দেখতে যেমন সুন্দর তেমনি পরতে আরাম।।।পোশাকগুলো এক্সপোর্ট কোয়ালিটির।।। প্রতিটি ১ পিছের পোশাকের দাম পরবে ২৫০/- টাকা সারা বাংলাদেশে কুরিয়ার করা হয়( চার্জ প্রযোজ্য)
।।।

বি.দ্র: স্টক থাকা শর্তে অর্ডার গ্রহণ করা হবে।।

শীতের মধ্যে কে না চায় পিঠা খেতে কিন্তু গুড়ের কারনে সেই স্বাদটা আর আগের মতো পাওয়া যায়না।। তাইতো আপনাদের কথা মাথায় রেখে আম...
04/01/2022

শীতের মধ্যে কে না চায় পিঠা খেতে কিন্তু গুড়ের কারনে সেই স্বাদটা আর আগের মতো পাওয়া যায়না।। তাইতো আপনাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এলাম এক্কেবারে খাটি খেজুরের গুড়।।।
প্রয়োজনে ০১৭২১০৪২১২১
যেকোন জায়গায় ডেলিভারি দেয়া হয়।।

অরিজিনাল কাশ্মরি শালLong - 7 feet (80+ inch)Thickness-Medium.Wide - (30+ Inch)Size - MediumWeight - Medium To LightAll A...
04/01/2022

অরিজিনাল কাশ্মরি শাল

Long - 7 feet (80+ inch)
Thickness-Medium.
Wide - (30+ Inch)
Size - Medium
Weight - Medium To Light
All Are Real Picture
প্রয়োজনে ০১৭২১০৪২১২১
দেশের যেকোন প্রান্তে ডেলিভারি দেয়া হয়।।।।

07/12/2021

পাহাড়ের প্রেমে পড়তে হলে যেতে হবে বহুদূর খাগড়াছড়িতে আর মেঘের সাথে খেলতে হলে চলতে হবে সাজেকে।।। তারমধ্যে যদিও শরীরের একটু পানির আলতো ছোয়া পেতে চান তাহলে ত যেতে হবে সমুদ্র সৈকতে।।।ব্যস্ততম এই ক্ষুদ্র জীবনে এতো সময় ব্যয় করা সুযোগই আর কোথায়?????
সবকিছুর প্রেমে পড়তে হলে চোখ দুটো বন্ধ করে চলে যান সিলেটের সাদাপাথর নামক স্থানে
আপনি প্রেমে পড়বেন পাহাড়ের
সাথে খেলতে পারবেন মেঘের সাথে আর
শরীরটা ভিজিয়ে নিতে পারবেন মনের আনন্দে। তাই দেরি না করে প্রোগ্রাম করুন আর পরিবার পরিজন নিয়ে ঘুড়ে আসুন।।।
আপনাদের সেবায় আমাদের নতুন সংযোজন মটরবাইক সুবিধা।।।এখন চাইলে একটু ঘুড়ে দেখতে পারেন সিলেটের সকল পর্যটক স্পট আর মটরবাইকের রোমাঞ্চকর রাইড।।

04/12/2021

#5 Steps to your e-Passport

You can apply for the new e-Passport in 5 easy steps.

1: Check if the new e-Passport is already available in your area
List of functional e-Passport Offices:

https://www.epassport.gov.bd/landing/articles/33

2: Fill in your e-Passport application online : For online application Click here

https://www.epassport.gov.bd/onboarding

3: Pay passport fees
For Passport Fees and Bank List Click Here

https://www.epassport.gov.bd/instructions/passport-fees

4: Visit your Passport Office for biometric enrolment
Make sure you have all required documents with you when you visit the passport office.

https://www.epassport.gov.bd/landing/articles/34

5: Collect your e-Passport at the passport officec
Delivery slip you received during passport enrolment
Authorized representatives(has to bring his/her NID card) can collect the applicant's new passport.

28/11/2021

শহরের ব্যস্ততম আর যান্ত্রিকতা হতে একটু মুক্ত হতে চাইলে ঘুড়ে আসতে পারেন সুনামগঞ্জ শহর হতে ১৫ কি.মি দূরে অবস্থিত পাহাড় বিলাস।।।। পরিবার নিয়ে অফুরন্ত বিকেল বেলায় চা বা কফির সাথে জমবে বেলা।।।।কখন যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে আপনি টেরও পাবেন না।।।বিশাল পাহাড়ের সামনে আপনি আপনার পরিবারের কিছু একান্ত মূহুর্ত অনায়াসে কাটিয়ে আসতে পারেন।।
সবার জন্য শুভ কামনা রইল

13/02/2021
17/01/2021

একদিনেই ডিবির হাওর (লাল শাপলার বিল), জাফলং,তামাবিল জিরো পয়েন্ট ( তামাবিল- ডাউকি), জৈন্তিয়া হিল রিসোর্ট (বাংলাদেশের শেষ বাড়ি), লালাখাল ও নাজিমগড় রিসোর্ট ।।।কেমনে সম্ভব।তাহলে জেনে নেই

সকাল ৭:৩০ মিনিটে আমাদের যাত্রা শুরু করে আমাদের উদ্দেশ্যে হলো সকাল সকাল ডিবির হাওর (লাল শাপলার বিল) পৌছানো।।আমরা সকাল ৮:৫০ মিনিটে পৌছাই।।তারপর নৌকা নিয়ে প্রায় ১১ টা পর্যন্ত সবাই ঘুরাঘুরি করি।।তখন অবশ্য আমরা সকালের নাস্তাটাও সেরে আমরা গাড়িতে উঠি উদ্দেশ্যে জাফলং।।।যেতে যেতে বলি আমরা কিন্তু সকালের নাস্তা হিসেবে চিকেন খিচুরি,দুপুরে চিকেন বিরিয়ানি এবং বিকালের জন্য কমলা আপেল আর চা ত আছেই।মিনিট ৩০ পরেই জাফলং পৌছে যাই তার পর ঘুরাঘুরি ও কেনাকাটা করি প্রায় ২ ঘন্টার মতো।। তারপর আমরা রওয়ানা দেই তামাবিল জিরো পয়েন্ট(তামাবিল-ডাউকি) সেখানে ১০-২০ মিনিট থেকে রওয়ানা দেই জৈন্তিয়া হিল রিসোর্ট (বাংলাদেশের শেষ বাড়ি) বেলা ২:০০ পৌছাই । তারপর সেখানে ৩০ মিনিট থেকে আমরা রওনা দেই লালাখালের উদ্দেশ্যে তখন বেলা ৩টা পৌছে দুপুরের খাবার সেরে নেই।তারপর লালাখাল ও নাজিমগড় রিসোট ঘুরাঘুরি করে সন্ধ্যা ৬ টায় রওনা দিয়ে সিলেট পৌছাই।
ধন্যবাদ

11/01/2021

একদিনের যাত্রা

05/12/2020

⭕এই শীতে কুয়াকাটা

ইতিহাস বলছে অষ্টাদশ শতকে মোগল শাসকরা বার্মায় বসবাসরত আরাকানীদের সেখান থেকে বিতাড়িত করেন। আরাকানীরা বর্তমান বাংলাদেশের একেবারে দক্ষিণের সাগরপাড়ে বসতি স্থাপন করে। এখানে তারা সুপেয় পানির অভাব পূরণ করতে প্রচুর কুয়া বা কূপ খনন করে। সেই থেকেই এ অঞ্চলের নাম কুয়াকাটা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন অবস্থিত কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র। ভ্রমণপিপাসুদের কাছে কুয়াকাটা সাগর কন্যা হিসেবে পরিচিত। এ সৈকতে একই জায়গা থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার অভিজ্ঞতা সত্যি বিমোহিত করে। ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাঁক থেকে আজ সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে। সৈকত লাগোয়া নারকেল গাছের দীর্ঘ সারি ; যা অত্যন্ত মনোমুগ্ধকর। সেইসঙ্গে দূর সাগরে মন কেড়ে নেয়া জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে দেখতে কোথায় হারিয়ে যাবেন নিজেই। বাংলাদেশের অন্যতম নৈসর্গিক এক সমুদ্র সৈকত আমরা তিন কিলোমিটার দীর্ঘ।এখানে এলে দেখতে পাবে আরো কিছু দর্শনীয় স্থান। আসুন জেনে নেই এসব স্থান সম্পর্কে।

⭕ইকো পার্ক

⭕শত বছরের পুরনো নৌকা

⭕শুটকি পল্লী

⭕গঙ্গামতির জঙ্গল

⭕কাকড়ার দ্বীপ

⭕ফাতরার বন

⭕কুয়াকাটার কুয়া

⭕সীমা বৌদ্ধ মন্দির

⭕সূর্যোদয় ও সূর্যাস্ত

⭕নারিকেল বীথি

সহজ ভ্রমণ
০১৭৭৯ ৪৫ ১০ ৫০

 #সংগৃহীতই-পাসপোর্ট (A-Z)১ম ধাপঃ (অনলাইন আবেদন)i. www.epassport.gov.bd এ গিয়ে Apply Online এ ক্লিক করুনii. যা যা info চা...
23/10/2020

#সংগৃহীত

ই-পাসপোর্ট (A-Z)

১ম ধাপঃ (অনলাইন আবেদন)
i. www.epassport.gov.bd এ গিয়ে Apply Online এ ক্লিক করুন
ii. যা যা info চায় তা দিয়ে সাথে ই-মেইল দিয়ে একটি একাউন্ট খুলুন। ইমেইলে confirmation মেইল আসবে, account active করে নিন, ইনবক্সে মেইল খুজে না পেলে Junk Mail/ Spam Mail ফোল্ডারে খুজলে পেয়ে যাবেন।
iii. Account খোলার পর Apply for a new-e-passport দিন
iv. যা যা info প্রযোজন হয় দিন।
Confusions: Md এরপর dot দিবো কিনা দিবো না? Dot না দিলে সমস্যা হবে না তো?
উত্তরঃ e-Passport এ letter ছাড়া কোনো character প্রিন্ট হয় না। সুতনাং না দেয়াই উত্তম। এবং এই না দেয়ার জন্য ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না।
Warning: Permanent address কখনো ভাড়া থাকা বাসার address দিবেন না। যদি নিজের কেনা ফ্ল্যাটে থাকেন আর সেটাই permanent address হিসেবে দিতে চান সে ক্ষেত্রে। আপনার দলিলের কাগজের ফটোকপি চাইবে। দলিলের কাগজ করা না হলে, সেটা permanent address হিসেবে দিবেন না।
v. আপনি কোন ধরনের passport করবেন উল্ল্যেখ করে দিবেন।

৪৮ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৪,০২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৬,৩২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ৮,৬২৫ টাকা, ২ কার্য দিবসে

৪৮ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৫,৭৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৮,০৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১০,৩৫০ টাকা, ২ কার্য দিবসে

৬৪ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৬,৩২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপ্রেসঃ ৮,৬২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১২,০৭৫ টাকা, ২ কার্য দিবসে

৬৪ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৮,০৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপ্রেসঃ ১০,৩৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১৩,৮০০ টাকা, ২ কার্য দিবসে

vi. কোন way তে পেমেন্ট করতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। এখন সম্ভবত অনলাইন অয়ে (bKash) বন্ধ। তাই অফলাইনেই করতে হবে।
vii. সব info ঠিক মত দেয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিটের পর e-mail এ-ও একটা confirmation মেইল আসবে। চেক করে নিতে পারেন।
viii. Application form টা download করে রাখুন।

২য় ধাপঃ (schedule selection)
i. Application Submit এরপর schedule select করতে হবে
ii. আপনার মন মত যে কোনো খালি slot এ appointment নিতে পারবেন।

৩য় ধাপঃ (পেমেন্ট)
i. নির্ধারিত যে কোনো ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ করে দিলেই হবে
ব্যাংক সমূহঃ
ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank.
ii. ব্যাংকে আপনার নাম চাইবে শুধু। passport এ দেয়া হুবহু নামটা দিবেন। কিছু কিছু ক্ষেত্রে NID এবং Application এর কপি দেখতে চায়। তাই এক কপি নিয়ে যাবেন।
iii. টাকা জমা দেয়ার পর রিসিট/ payment slip দিবে/ সেটা যত্ন করে রাখবেন।Trust Bank এ টাকা জমা দিলে ভাল।পরে কম বেশী হলে adjust করা যায়।

৪র্থ ধাপঃ (পার্সপোর্ট এপ্লিকেশন জমা এবং appointment)
i. নিচের ডকুমেন্টগুলো নিয়ে যাবেন
• পার্সপোর্ট ফর্মের প্রিন্টেড কপি (both side print)
• Appointment/ Order slip কপি
• NID এবং NID এর ফটোকপি
• বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের ফটোকপি
• Student ID Card এর ফটোকপি (শিক্ষার্থীদের জন্য)
• ব্যবসায়ীক দলিল (ব্যবসায়ীদের জন্য)
• Office ID card কপি এবং আনুসাঙ্গিক কাগজ পত্র (জব করেন যারা তাদের জন্য)
• নিকাহ নামার দলিলি (বিবাহিতদের জন্য)
• কোনো সাদা/হালকা রঙের জামা পরবেন না
ii. আগারগাও RPO এর জন্যঃ
• ৩০৮ নং কক্ষে যাবেন, উপযুর্ক্ত কাগজ গুলো নিয়ে, application form দেখে সেখান থেকে একটা সিল এবং সিরিয়াল লিখে দিবে।
• ৪০১ নং কক্ষে ৩০৮ এ দেয়া সিরিয়াল মত আপনাকে প্রবেশ করানো হবে। এই কক্ষে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে কিনা চেক করা হবে। application online এ সাবমিটে কোনো ভুল হয়ে থাকলে এখানে বলে নিবেন। তারা মার্ক করে দিবে আপনার ফর্মে। চেক শেষে তারা একটা সিল এখন সাইন করে দিবে।
• ৪০৩ নং কক্ষ পুরুষ, ৪০৪/৪০৫ নং কক্ষ মহিলা ও শিশুদের বায়োমেট্রিক করানো কক্ষ। ৪০১ নং কক্ষ থেকে সিল নেয়ার পর। এই কক্ষে আপনার ডিকুমেন্ট রিচেক করা হবে, ডকুমেন্ট স্কান করা হবে এবং কোনো সংশোধন থাকলে সংশোধন করা হবে।
- ২ হাতের ১০ আঙ্গুলের ছাপ
- চোখ স্ক্যান
- ডিজিটাল স্বাক্ষর নেয়া হবে
• কাজ শেষ হলে Delivery Slip দিয়ে দিবে।

৫ম ধাপঃ (পুলিশ ভ্যারিফিকেশন)
i. পুলিশ বাসায়ও আসতে পারে থানায়ও ডাকতে পারে
ii. থানায় ডাকলে, শিক্ষার্থী হলে বাবাকে সাথে নিয়ে যেতে হবে। কারন তার একটা স্বাক্ষরের দরকার হবে
iii. ডকুমেন্ট যা সাথে রাখতে হবেঃ
• NID copy
• Student ID Copy
• SSC Certificate
• Father’s NID copy
• Mother’s NID copy
• Utility Bill copy
• জমি/ফ্লাটের দলিলের copy permanent address ঢাকা হলে।

৬ষ্ঠ ধাপঃ (পাসপোর্ট ডেলিভারি)
i. Police verification এর কিছু দিন পর (৪-৬ দিন) Application Status, Enrollment pending Approval থেকে Enrollment Approved হবে। এবং পাসপোর্টের তৈরির কাজ শুরু হবে।
ii. Enrollment Approved status এর কিছু দিন পর (২-৩দিন) status হবে Passport Shipped
iii. Passport Shipped এর ১/২ দিন পর SMS, email এবং status হবে ePassport is ready for issuance তখন পার্সপোট আনতে RPO তে যেতে হবে।
iv. সাথে delivery slip এবং NID এর কপি নিয়ে যাবেন।
v. ৩০১ নং কক্ষের ডান পাশে আপনার delivery slip দিয়ে সিরিয়াল নিবেন।
vi. আপনার সিরিয়াল আসলে ৩০১নং কক্ষের বাম পাশে স্বাক্ষর আর ফিঙ্গার স্ক্যান দিয়ে e-Passport নিয়ে আসবেন
vii. শেষ, এবার মনে মনে নাচতে নাচতে বাসায় চলে আসেন।
এই গেলো পুরো প্রসেস। এই পুরো প্রসেসের সময় আপনি আপনার passport process এর অবস্থা দেখতে পাবেন আপনার account এ login করে।

উপদেশঃ
i. দালাল থেকে দূরে থাকুন
ii. কিছু জানার থাকলে হয় help desk এ জিজ্ঞাস করুন, নয় আশেপাশে মানুষকে জিজ্ঞাস করুন। আরো সাথে আপনার শত্রুতা নেই যে ভুল তথ্য দিবে। খামাখা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকা অফিসারদের বিরক্ত করবেন না।
iii. পারমানেন্ট আড্রেস ঠিক মত দিবেন।
iv. যা যা ডকুমেন্ট দরকার সাথে রাখবেন।
v. সময় হিসাব করবেন application RPO তে জমা দেয়ার পর থেকে।

ধন্যবাদ।
সম্পূর্ন তথ্য স্টোর করে রাখতে চাইলে PDF টা ডাউনলোড করে রাখতে পারেন।
লিংকঃ
http://bit.ly/epassportbd2020

03/09/2020

⭐বেড়াতে যাওয়ার আগে প্রস্তুতি
বেড়াতে যেতে হলে লক্ষ রাখতে হবে, সব প্রস্তুতি ঠিক ভাবে নেওয়া হয়েছে কি না। গিয়ে যদি দেখেন কোন একটা জিনিস আনা হয়নি, তবে তো সব মজাই মাটি।

⭐ট্রাভেল ব্যাগ
সঠিক ব্যাগ নির্বাচন করতে খানিকটা বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। কোথায়, কিভাবে, কেমন করে যাচ্ছেন ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে ব্যাগ নিলে ভালো। কিছুটা হালকা সহজে বহন করা যায় এমন ব্যাগ নেয়াটাই ভালো।

⭐পোশাক
শীতপ্রধান কোন জায়গায় বেড়াতে গেলে বাতাস সহ ঠান্ডা থেকে রেহাই পেতে গরম কাপড় নিতে হবে। ঘুরেফিরে নানা ভাবে পড়া যায় এমন পোশাক নিন। পানিরোধী আরামদায়ক স্যান্ডেল নিন।

⭐যন্ত্রপাতি
সেলফোন, ক্যামেরা,চার্জার ও ছোট টর্চ লাইট ইত্যাদি বেড়াতে গেলে লাগবে। এগুলো বহনের উপযোগী নিতে হবে। সাথে পাওয়ার ব্যাংক, সেলফি স্টিক, ইয়ারফোন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিতে ভুলবেন না।

⭐টিকেট
কোথাও বেড়াতে গেলে আগে থেকে টিকিটের ব্যবস্থা করে নিলে ভালো হয়। বিশেষ করে যাওয়া আসার টিকিট একসঙ্গে কি ঠিক করে নেওয়া ভালো।

⭐যেখানে থাকবেন
যেখানে যাবেন সেখানে থাকার কী ধরনের ব্যবস্থা রয়েছে এর বিস্তারিত জেনে নেয়া ভালো। এত পরবর্তী সময়ে সেখানে পৌঁছার পর সময় নষ্ট করতে হবে না।

⭐অন্যান্য টুকিটাকি
নিত্যব্যবহার্য জিনিসগুলো আগেই প্যাক করে নিতে হবে। বাড়িতে ব্যবহারের টুথব্রাশ না নিয়ে বরং নতুন একটা কিনে ফেলুন। আপনার ব্যাগে থাকতে পারে টুথপেস্ট, ব্রাশ, ফেসওয়াশ, চিরুনি ক্রিম, লোশন, বডি স্প্রে, হেয়ারপিন, একজোড়া স্যান্ডেল অবসর কাটানোর জন্য গল্পের বই, পত্রিকা ও ম্যাগাজিন।

⭐সতর্কতা
সব সময় দরকারি মানিব্যাগ সাবধানে রাখতে হবে। বেশি টাকা মানিকব্যাগ এ না রেখে অন্যান্য কোথাও সরিয়ে রাখবেন। সঙ্গে নিজের পূর্ণাঙ্গ ঠিকানা একটা কার্ডে লিখে রাখা যায়। অপরিচিত গাড়ি ভাড়া করলে গাড়ির ছবি ও ড্রাইভারএর ছবি মোবাইলে তুলে রেখে দিবেন।

হ্যাপি ট্রাভেলিং
সহজ ভ্রমণ
017 79 45 10 50

সহজ ভ্রমণের সকল গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীকে
31/07/2020

সহজ ভ্রমণের সকল গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীকে

25/07/2020

জেনে নিন কেন ভ্রমন প্রয়োজন?

শত ব্যস্ততার মাঝেও কার না ভালো লাগে একটু ঘুরে বেড়াতে । আমরা কেন ভ্রমণ করি? ঘুরে বেড়াতে ইচ্ছা হয় বলেই। শরীর এবং মনের প্রফুল্লতা অর্জনের জন্যও। যেহেতু রোমাঞ্চকর স্থানে সময় কাটানো ভালোলাগার বিষয়। মনে স্বস্তিও আনে। কেননা ভ্রমণেও আছে নানান রকমের উপকারিতা। সেটা স্বাস্থ্যের জন্যও।

আসুন জেনে নেই ভ্রমণে কী কী উপকারিতা আছে-

মানসিক চাপ কমানো

ভ্রমণ মানসিক চাপ কমানো এবং নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য ভালো উপায়। ছুটির সময়টা বাড়ির বাইরে গিয়ে কাটান। দেখবেন আপনি দৈনন্দিন ঝামেলা থেকে দূরে থাকবেন। ছুটি শেষে যখন ঘরে ফিরবেন; তখন একটা সতেজ বোধ এবং অনুপ্রেরণা কাজ করবে।

সামাজিক দক্ষতা

ভ্রমণে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়। আপনার পাশে বসা মানুষটির সঙ্গে আলাপ হতে পারে। এতে আপনার সামাজিক দক্ষতা বাড়বে। অনেকেই আবার নতুন পরিবেশে উদ্বিগ্ন হয়ে ওঠেন। এমন সমস্যায় ভ্রমণ হতে পারে ভালো সমাধান।

ধৈর্যশীলতা

ঘোরাঘুরি করতে গেলে আপনাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে। চাওয়ামাত্রই সব হয়তো হাতের কাছে চলে আসবে না। কেননা বের হলেই দেখবেন, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। খাবারের জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতে হচ্ছে। এসব পরিস্থিতি আপনাকে সামাল দিতে হবে।

ইতিবাচক চিন্তা

ভ্রমণ আপনাকে লক্ষ্য অর্জনেও সাহায্য করবে। ভ্রমণ করলে আপনি কিছুটা ইতিবাচক চিন্তার অধিকারী হবেন। মনে করুন, পাহাড়ে ওঠার লক্ষ্য অর্জন করলে আপনি হয়তো আবার একটি লক্ষ্য ঠিক করে নিবেন। এভাবে লক্ষ্য অর্জন আপনাকে দিতে পারে আত্মবিশ্বাস এবং সফলতা।

মানসিকতা

বেড়াতে গেলে মানসিকতা বাড়ে। খারাপ আবহাওয়ায় তারিখ পরিবর্তন হতে পারে। তখন নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয়। এসবই আপনাকে অনেক নমনীয় করে তুলবে। আরো বেশি মুক্তমন তৈরি করে দেবে। এসবই আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে।

তাই জীবনের কিছুটা অংশ থাক না রাখা ভ্রমনের জন্য ।

বাইশটিলা, সালুটিকর রোড, এয়ারপোর্ট, সিলেট।
17/07/2020

বাইশটিলা, সালুটিকর রোড, এয়ারপোর্ট, সিলেট।

*****একটি জরুরি ঘোষণা*****কিশোরগঞ্জের মিঠামইন ট্যুরিষ্টের জন্য বন্ধ করা হয়েছে।কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডিবে এক ট্যুরি...
12/07/2020

*****একটি জরুরি ঘোষণা*****

কিশোরগঞ্জের মিঠামইন ট্যুরিষ্টের জন্য বন্ধ করা হয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডিবে এক ট্যুরিষ্টের মৃত্যু
২৫এর অধিক বাইক এক্সিডেন্ট স্থানীয়সহ আহত ৪০...

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বেড়িবাঁধে নরসিংদী থেকে বেড়াতে আসা মোঃ মেহেদী (১৭) নামের এক পর্যটক হাওরের পানিতে ডুবে মারা গেছে! সাথে থাকা পর্যটকদের ডাকাডাকি ও আহাজারিতে স্থানীয় লোকজন এগিয়ে আসে। স্থানীয় লোকজন এবং ডুবুরিদের টানা চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর ছেলেটির সন্ধান মেলে ...

প্রশাসনকে পাগল বানিয়ে দিয়েছে হুজুগে বাঙালীরা ম্যাজিষ্ট্রেট নেমে গণহারে জরিমানা করেছে,এবং ট্যুরিষ্টের জন্য বন্ধ করা হয়েছে।

বিগত কয়েকদিনে ঘটে যাওয়া দূর্ঘটনার কারণে মিঠামইন-অষ্টগ্রাম অল ওয়েদার রোডে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো ও নৌকায় করে মোটরসাইকেল পারাপার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। অন্যথায় জেল/জরিমানাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মাননীয় সাংসদ জনাব
#রেজওয়ান_আহাম্মদ_তৌফিক মহোদয় ও
উপজেলা প্রশাসন মিঠামইন এর
জনস্বার্থে এমন কার্যকরী সিদ্ধান্ত নিয়েছেন।

কিশোরগঞ্জ হাওর অঞ্চলে যেতে আগ্রহী পর্যটকদের, অতি উৎসাহিত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
©Sylhetibikers

24/05/2020

সবাইকে ঈদের শুভেচ্ছা
সবাই সুস্থ থাকুন
ঘরে থাকুন
ঈদ মোবারক

চাইলেই ঘুরে আসতে পারেন কক্সবাজারের অপরুপ প্রকৃতির টানে দেখে নিতে পারেন প্রকৃতির অপূর্ব লীলাগুলো।।।আর রোমান্সকর ভ্রমনের অ...
18/05/2020

চাইলেই ঘুরে আসতে পারেন কক্সবাজারের অপরুপ প্রকৃতির টানে দেখে নিতে পারেন প্রকৃতির অপূর্ব লীলাগুলো।।।আর রোমান্সকর ভ্রমনের অন্যতম হতে পারে দরিয়া নগর এর প্যারাসিলিং।।।অন্যতম রকম এক অনূভূতি।।। যারা করেন নাই তারা একটু সাহস করে নিতে পারেন মজাদার এই প্যারাসিলিং এর মজা।।ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য।।।

1️⃣১তম ছবিতে দেখছেন, ভারতে কয়েক যুগ পর কচ্ছপ সাগর থেকে উঠে এসেছে ডিম পাড়ার জন্য।। 2️⃣দ্বিতীয় ছবিতে ৬০ বছর পর ইতালীর ভ্...
27/03/2020

1️⃣১তম ছবিতে দেখছেন, ভারতে কয়েক যুগ পর কচ্ছপ সাগর থেকে উঠে এসেছে ডিম পাড়ার জন্য।।

2️⃣দ্বিতীয় ছবিতে ৬০ বছর পর ইতালীর ভ্যানিস নদীতে বুনো রাজ হাঁস ফিরে এসেছে, এসেছে ডলফিনও কয়েক দশক পরে।।

3️⃣তৃতীয় ছবিতে , চীনে সাগর থেকে ডলফিন মাছ নদীতে প্রবেশ করেছে ৪০ বছর পর।।
ইউরোপের রাস্তায় বন্যপ্রানী বের হতে শুরু করেছে, বহু বছর পর।।

4️⃣চতুর্থ ছবিতে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রেও ডলফিনের অবাদ বিচরণ ধরা পরেছে সার্ফারের ক্যামরায়।

পৃথিবীর বেশি ভাগ দেশের মানুষ ই এখন ঘরে আছেন।।
কার্বন নিষ্ষরন কমে গেছে, কয়েক মাস এই অবস্থায় থাকলে, তাপ মাত্রা কমবে, মেরুর গলে যাওয়া বরফ রক্ষা পাবে।।।
-পৃথিবীর ভারসম্য মানুষ নষ্ট করে, আর পৃথিবী তার ভারসাম্য ফিরে পেতে করোনার মতন এন্টিবায়োটিক খায় যুগে যুগে❤
-করোনা মহামারী থেকে মানুষ বেঁচে গেলে পৃথিবীর মানুষের উচিত পৃথিবীর দূষনরোধ ও ভারসম্য রক্ষা করতে চেষ্টা করা।
আজ থেকে সবাই মিলে ওয়াদা করুন আগামীর দিনগুলোতে নিজে কোন বায়ুদূষণ করবেন না।
কোথাও ঘুরতে গেলে বিশেষ করে নদী কিংবা সমুদ্র অঞ্চলে প্লাস্টিক বর্জ্য ফেলবেন না।
নদী বা সমুদ্র দূষণ হলে, প্রকৃতি দূষিত হলে প্রকৃতি নিজেই আমাদের উপর প্রতিশোধ নিবে।
নিজের আশপাশ সবসময় পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।
ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার শূন্যর কোটায় নামিয়ে আনবেন।
আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী উপহার একমাত্র আমরাই দিতে পারি এই সামান্য কাজ গুলো না করলে। এই কাজগুলো অতি সামান্য, যে কেউ ইচ্ছে করলেই করতে পারে যদি আমাদের পৃথিবীটা আমরা সুন্দর করে গড়তে চাই।
নয়তো আমাদের মৃত্যুর জন্য আমরা ই দায়ী হবো। ❤❤
#সংগৃহীত

1️⃣১তম ছবিতে দেখছেন,বাংলাদেশের কক্সবাজার সমুদ্রেও ডলফিনের অবাদ বিচরণ ধরা পরেছে সার্ফারের ক্যামরায়। 2️⃣দ্বিতীয় ছবিতে ভার...
27/03/2020

1️⃣১তম ছবিতে দেখছেন,বাংলাদেশের কক্সবাজার সমুদ্রেও ডলফিনের অবাদ বিচরণ ধরা পরেছে সার্ফারের ক্যামরায়।

2️⃣দ্বিতীয় ছবিতে ভারতে কয়েক যুগ পর কচ্ছপ সাগর থেকে উঠে এসেছে ডিম পাড়ার জন্য।।

3️⃣তৃতীয় ছবিতে ,৬০ বছর পর ইতালীর ভ্যানিস নদীতে বুনো রাজ হাঁস ফিরে এসেছে, এসেছে ডলফিনও কয়েক দশক পরে।

4️⃣চতুর্থ ছবিতে ইউরোপের রাস্তায় বন্যপ্রানী বের হতে শুরু করেছে, বহু বছর পর।।

পৃথিবীর বেশি ভাগ দেশের মানুষ ই এখন ঘরে আছেন।।
কার্বন নিষ্ষরন কমে গেছে, কয়েক মাস এই অবস্থায় থাকলে, তাপ মাত্রা কমবে, মেরুর গলে যাওয়া বরফ রক্ষা পাবে।।।
-পৃথিবীর ভারসম্য মানুষ নষ্ট করে, আর পৃথিবী তার ভারসাম্য ফিরে পেতে করোনার মতন এন্টিবায়োটিক খায় যুগে যুগে❤
-করোনা মহামারী থেকে মানুষ বেঁচে গেলে পৃথিবীর মানুষের উচিত পৃথিবীর দূষনরোধ ও ভারসম্য রক্ষা করতে চেষ্টা করা।
আজ থেকে সবাই মিলে ওয়াদা করুন আগামীর দিনগুলোতে নিজে কোন বায়ুদূষণ করবেন না।
কোথাও ঘুরতে গেলে বিশেষ করে নদী কিংবা সমুদ্র অঞ্চলে প্লাস্টিক বর্জ্য ফেলবেন না।
নদী বা সমুদ্র দূষণ হলে, প্রকৃতি দূষিত হলে প্রকৃতি নিজেই আমাদের উপর প্রতিশোধ নিবে।
নিজের আশপাশ সবসময় পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।
ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার শূন্যর কোটায় নামিয়ে আনবেন।
আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী উপহার একমাত্র আমরাই দিতে পারি এই সামান্য কাজ গুলো না করলে। এই কাজগুলো অতি সামান্য, যে কেউ ইচ্ছে করলেই করতে পারে যদি আমাদের পৃথিবীটা আমরা সুন্দর করে গড়তে চাই।
নয়তো আমাদের মৃত্যুর জন্য আমরা ই দায়ী হবো। ❤❤
#সংগৃহীত

01/03/2020

রক্ত দান করুন। নিজে সুস্থ থাকুন। অন্যের জীবন বাচাতে সহায়তা করুন।
www.donationblood.com

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর (পুরানো নামঃ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) (আইএটিএ: DAC, আইসিএও: VGZR) রাজধানী ঢা...
26/01/2020

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর (পুরানো নামঃ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) (আইএটিএ: DAC, আইসিএও: VGZR) রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ১৯৮০ সালে এর কার্যক্রম শুরু করার পরে, পূর্বের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর থেকে এর কার্যক্রম স্থানান্তর করা হয়। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ , ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ-সহ বাংলাদেশের সকল এয়ার লাইন্সগুলোর হোম বেস।[৩]

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর
Shahjalal International Airport (08).jpg
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
আইএটিএ: DACআইসিএও: VGHS
DAC বাংলাদেশ-এ অবস্থিতDACDAC
বাংলাদেশে এয়ারপোর্টের অবস্থান
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরন
সরকারী
মালিক
বাংলাদেশ সরকার
পরিচালক
বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি
সেবা দেয়
ঢাকা
অবস্থান
কুর্মিটোলা
যে হাবের জন্য
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
জিএমজি এয়ারলাইন্স
ইউনাইটেড এয়ারওয়েজ
Regent Airways
এএমএসএল উচ্চতা
২৭ ফুট / ৮ মিটার
স্থানাঙ্ক
২৩°৫০′৩৪″ উত্তর ০৯০°২৪′০২″ পূর্ব
ওয়েবসাইট
www.caab.gov.bd
রানওয়েসমূহ
দিকনির্দেশনা দৈর্ঘ্য পৃষ্ঠতল
মি ফুট
১৪/৩২ ৩,২০০ ১০,৫০০ কংক্রিট/অ্যাস্ফাল্ট
উত্স: বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি[১][২]
১,৯৮১ একর এলাকা বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় ৫২ শতাংশ আন্তর্জাতিক এবং আভ্যন্তরীন ফ্লাইট উঠা-নামা করে, যেখানে চট্টগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৭ শতাংশ যাত্রী ব্যবহার করে। এ বিমানবন্দর দিয়ে বার্ষিক প্রায় ৪০ লক্ষ আন্তর্জাতিক ও ১০ লক্ষ অভ্যন্তরীন যাত্রী এবং ১৫০,০০০ টন ডাক ও মালামাল আসা-যাওয়া করে।[৪]

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে ইউরোপ এবং এশিয়ার ১৮টি শহরে চলাচল করে।[৫]

আমরা যখন কক্সবাজার এ
30/12/2019

আমরা যখন কক্সবাজার এ

সবাইকে  মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2019

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

বিনম্র শ্রদ্ধা সকল শহীদ বুদ্ধিজীবীদের
14/12/2019

বিনম্র শ্রদ্ধা সকল শহীদ বুদ্ধিজীবীদের

https://sarabangla.net/post/sb-358776/
09/12/2019

https://sarabangla.net/post/sb-358776/

ঢাকা: ঢাকা থেকে প্রথমবারের মতো ভারতের দার্জিলিং ও সিকিম— দুই বড় পর্যটন গন্তব্যে বাস যাত্রা শুরু করতে যাচ্ছে ১২ ডি....

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801779451050

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহজ ভ্রমণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সহজ ভ্রমণ:

Videos

Share

Category


Other Tour Agencies in Sylhet

Show All