Tour Sylhet

Tour Sylhet ভ্রমণ জীবনকে প্রাণবন্ত ও সজীব করে...
(1)

আগামী ঈদে : ইন্ডিয়ায় রিল্যাক্স ট্যুরঘুরতে গিয়ে যদি হুলুস্থুল শুরু হয়, দম ফেলবার সময় মেলে না, পছন্দের জায়গায় গিয়ে যদি মন ...
11/06/2024

আগামী ঈদে : ইন্ডিয়ায় রিল্যাক্স ট্যুর

ঘুরতে গিয়ে যদি হুলুস্থুল শুরু হয়, দম ফেলবার সময় মেলে না, পছন্দের জায়গায় গিয়ে যদি মন মত ঘুরতে না পারলেন, তাহলে এমন ঘুরাঘুরির দরকার কী? আর তা যদি হয় পয়সা খরচ করে বিদেশ ভ্রমণ! তাহলে তো সব মাটি। কেউ বারবার এক জায়গায় ঘুরতে যায় না, যখন যায়, মন ভরে তার সব উপভোগ করা চাই। তবেই ভ্রমণের মজা, ভ্রমণের সার্থকতা!

আগামী ঈদুল আজহার ছুটিতে এমনই একটি ট্যুর আয়োজন করেছে ট্যুর সিলেট। সিলেট থেকে ঘু‌রে আসবো আমরা প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল, বৃটিশ আদলে নির্মিত শহর চেরাপুঞ্জি ও এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। এ ট্যুর হবে ৪ দিন ৩ রাতের।
এই ট্যুরটি সিলেট থেকে শুরু হবার কারণ, আমরা ভারতে ঢুকবো সিলেটের তামাবিল বর্ডার দিয়ে! এদিকে যেতে হলে ভিসায় অবশ্যই 'ডাউকি' বর্ডার উল্লেখ থাকতে হবে! এই ট্যুরে দেশের যেকোনো জায়গা থেকে অংশ নেয়া যাবে। মেয়াদ আছে এমন ইন্ডিয়ান ভিসায় 'ডাউকি বর্ডার' থাকলে আজই বুকিং দিতে পারেন আপনিও।

ঘুরাঘুরিতে সময় আমরা একটু বেশিই নেবো। যেখানে যাবো, কোনো তাড়াহুড়ো থাকবে না। যা সাধারণত গ্রুপ ট্যুরে হয়। আমরা একদম পারিবারিক আবহে এবং রিল্যাক্সে ঘুরে দেখবো প্লান মত!

★ প্যাকেজমূল্য:—
# ইকোনমি : ৳ ১২,৯৯৯ টাকা (জনপ্রতি)
# কাপল: ৳ ২৮,৯৯৯ টাকা

# # ট্যুরের তারিখ:
★ ২০ জুন-২৩ জুন, ২০২৪ (ঈদের ছুটিতে)

@ ট্যুর প্লান
# # ১ম দিন
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে গেইটলক বাসে যাত্রা করবো। তামাবিল ও ডাউকি বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ইনোবা/রিজার্ভ ট্যাক্সি চড়ে বড়হিল ফলস, পান্থুমাই ঝর্ণা উপভোগ করে মাউলিনং পৌঁছাবো। এর আগে ডাবল ডেকার রুটব্রিজ ঘুরে আসবো দলবেঁধে। দুপুরের খাবার সেরে নেবো মাউলিনংয়ে। সেখান থেকে যাব অপূর্ব সুন্দর মকডক ব্রিজ উপভোগ করতে। এ ব্রিজে শাহরুখ খান তার বিখ্যাত 'কয়লা' ছবির একটি গানের সুটিং করেছিলেন! ব্রিজ এবং পাহাড়ের সারি উপভোগ করে ছুটে যাবো নোয়াকালিকাই ফলসে। এরপরের গন্তব্য চেরাপুঞ্জি!

# # ২য় দিন
সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো চেরাপুঞ্জি ইকো পার্কে। চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ ও ব্রিটিশ কলোনি পরিদর্শন শেষে চলে আসবো শিলং। ফেরার পথে মোসোমাই গুহায় চাইলে ঢুঁ-ও মারবো। শহরে ঢোকার আগে দেখে নেবো এলিফ্যান্ট ফলস এবং ক্যাথলিক চার্চ!

# # ৩য় দিন (ঐচ্ছিক)
সকালে নাস্তা সেরে চলে যাবো ওয়ার্ডস লেকে। চাইলে মর্নিংওয়াকেও বেরুতে পারবেন এখানে। তারপর সারাদিন কেনাকাটাসহ নিজেদের মত সময় কাটানো। এদিনও শিলংয়ে রাত্রিযাপন।

# # ৪র্থ দিন
সকালে উঠে নাস্তা সেরে ডাউকির উদ্দেশ্যে রওয়ানা দেবো। পথে সাইটসিন হবে। ডাউকিতে যাত্রা বিরতি শেষে ইমিগ্রেশন পর্ব সম্পন্ন করে বিকেলে সিলেট এসে পৌঁছাবো।

যা যা ঘুরে দেখবো ৪ দিনের এই ট্যুরে—
* ডাউকি
* ঝুলন্ত ব্রিজ
* উমক্রেম ফলস
* বরহিল ফলস (পান্থুমাই)
* মাউলিনং ভিলেজ
* রুটব্রিজ
* মকডক ব্রিজ
* নোয়াকালিকাই ফলস
* চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ
* ব্রিটিশ কলোনি
* সেভেন সিস্টার্স ফলস
* চেরাপুঞ্জি ইকো পার্ক
* মোসোমাই গুহা
* শিলং ক্যাথলিক চার্চ
* এলিফ্যান্ট ফলস
* ওয়ার্ডস লেক
* পুলিশ বাজার

✅✅ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে—
☑️ সিলেট থেকে শিলং ঘুরে সিলেট আসা পর্যন্ত সব ধরণের ট্রান্সপোর্ট। সিলেট-তামাবিল-সিলেট গেইটলক বাসে যাতায়াত। ডাউকি-চেরাপুঞ্জি-শিলং-ডাউকিতে রিজার্ভ ট্যাক্সি।
☑️ শিলংয়ে ৩ রাত শেয়ার বেসিসে হোটেলে রাত্রিযাপন। একরুমে ৩/৪ জন। কাপল প্যাকেজের জন্য আলাদা রুম।
☑️ সাইট সিয়িং।
☑️ নোয়াকালিকাই ও এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি।
☑️ সকল পার্কিং ফি।
☑️ ফ্রি ডলার এন্ডোর্সমেন্ট।
☑️ সার্বক্ষণিক বাংলাদেশি গাইড।

❌❌ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়—
✖️ সকল খাবার, যাত্রা বিরতির সময় নাস্তা-পানীয়
✖️ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স
✖️ ব্যক্তিগত খরচ, রাইড ফি, কেনাকাটা
✖️ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
✖️ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যুক্তিসঙ্গত কারণে বেড়ে যাওয়া খরচ।

বুকিং: যেহেতু ঈদের সময়, তাই তখন শিলংয়ে পর্যটকদের চাপ থাকে বেশি। এজন্য যাত্রার অনেক আগে হোটেল ও ট্যাক্সি বুকিং দিতে হয়। তাই ঈদের ছুটিতে এই গ্রুপ ট্যুরে যেতে চাইলে অবশ্যই ১৩ জুনের মধ্যে বুকিং দিতে হবে। যেহেতু সিট সীমিত, তাই আগে কোটা পূর্ণ হয়ে গেলে আর বুকিং নেয়া হবে না (এরই মধ্যে সিংহভাগ সিট বুকড হয়ে গিয়েছে)। বুকিং মানি জনপ্রতি ৪০০০ টাকা (অফেরতযোগ্য)। সরাসরি না দিয়ে বিকাশে পাঠালে এর সাথে ৮০ টাকা যোগ করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কথায় কারও বুকিং নিশ্চিত করা হবে না।

শর্ত :
# ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার দিয়ে।
# প্যাকেজের টাকা কোনো অবস্থাতেই বাকি রাখা বা ফেরার দিন প্রদানের অনুরোধ করা যাবে না।
# গাড়িতে শিশুর জন্য সিট বা হোটেলে বিছানা চাইলে তার ভাড়া প্রদান করতে হবে। এছাড়া হোটেলে নিজের মত করে থাকতে চাইলে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে এবং এটি আগে ট্যুর অপারেটরকে অবগত করতে হবে।
# প্যাকেজসূচি বাতিল বা পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখবে ট্যুর সিলেট।
# যেসব শিশু বাবা মায়ের সাথে গাড়িতে বসবে এবং থাকবে তারা প্যাকেজের আওতাভুক্ত নয়।
# আমাদের সাথে সব সময়ই নারী পর্যটক ভ্রমণ করেন। এবারও করবেন। তাই পরিবার ও নারী পর্যটকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
# যারা সিলেটের বাইরের জেলা থেকে এসে যোগ দেবেন তাদেরকে সব রকম প্রয়োজনীয় সহায়তা করা হবে।

যোগাযোগ:
★ ট্যুর সিলেট
নেহার মার্কেট (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
০১৭১২৩১৬৬৮৪, ০১৯৯৫৮৮৮২৩৯

#ইন্ডিয়া_ট্যুর #শিলং_ট্যুর
#ডাউকি_ট্যুর #শিলং
#সিলেট_টু_শিলং #শিলং_ভ্রমণ
#ভারত_ভ্রমণভ #ট্যুর_সিলেটসল #সিলেট_ট্যুর


৯৯৯৯ টাকায় এই ঈদে ইন্ডিয়ায় গ্রুপ ট্যুরবুকিংয়ের সময় মাত্র ২ দিন বাকি!বরাবরের মত এবারের ঈদের ছুটিতেও সবচেয়ে কম খরচে ইন্ডিয়...
11/06/2024

৯৯৯৯ টাকায় এই ঈদে ইন্ডিয়ায় গ্রুপ ট্যুর
বুকিংয়ের সময় মাত্র ২ দিন বাকি!

বরাবরের মত এবারের ঈদের ছুটিতেও সবচেয়ে কম খরচে ইন্ডিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে ট্যুর সিলেট। মাত্র ৯৯৯৯ টাকায় ভারতের শিলং ঘুরে আসার সুবর্ণ সুযোগ নিতে পারেন আপনিও। এর জন্য শুধু ভেলিড ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার হয়ে। ভিসা থাকলে এবং ভারতে ঈদের ছুটি কাটাতে চাইলে আজই বুকিং দিন। একদিকে কম খরচ অন্যদিকে ঈদের ছুটি! তার উপর সীমিত সিট! তাই কোটা পূর্ণ হবার আগেই আপনার যাত্রা নিশ্চিত করুন আজই।

আগামী ঈদুল আজহার ছুটিতে সিলেট থেকে আমরা ঘু‌রে আসবো প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। এ ট্যুর হবে ৩ দিন ২ রাতের। এই ট্যুরে দেশের যেকোনো জায়গা থেকে অংশ নেয়া যাবে। মেয়াদ আছে এমন ইন্ডিয়ান ভিসায় 'ডাউকি বর্ডার' উল্লেখ থাকতে হবে।

★ প্যাকেজমূল্য:—
# ইকোনমি : ৳ ৯,৯৯৯ টাকা (জনপ্রতি)
# কাপল: ৳ ২২,৯৯৯ টাকা

# # ট্যুরের তারিখ:
★ ২০ জুন-২২ জুন, ২০২৪ (ঈদের ছুটিতে)
★ আসন সংখ্যা ১১ টি

@ ট্যুর প্লান
# # ১ম দিন
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে গেইটলক বাসে যাত্রা করবো। তামাবিল ও ডাউকি বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ইনোবা/রিজার্ভ ট্যাক্সি চড়ে বড়হিল ফলস, পান্থুমাই ঝর্ণা উপভোগ করে মাউলিনং পৌঁছাবো। এর আগে ডাবল ডেকার রুটব্রিজ ঘুরে আসবো দলবেঁধে। দুপুরের খাবার সেরে নেবো মাউলিনংয়ে। সেখান থেকে যাব অপূর্ব সুন্দর মকডক ব্রিজ উপভোগ করতে। এ ব্রিজে শাহরুখ খান তার বিখ্যাত 'কয়লা' ছবির একটি গানের সুটিং করেছিলেন! ব্রিজ এবং পাহাড়ের সারি উপভোগ করে ছুটে যাবো শিলংয়ে। রাত যাপন সেখানেই।

# # ২য় দিন
সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো সিটি ট্যুরে। দেখে নেবো এলিফ্যান্ট ফলস, মাদানি মসজিদ, ওয়ার্ড লেকস এবং ক্যাথলিক চার্চ! বিকেলে কেনাকাটা।
শিলংয়ে হোটেলে রাত্রিযাপন করবো।

# # ৩য় দিন (ঐচ্ছিক)
সকালে উঠে নাস্তা সেরে ডাউকির উদ্দেশ্যে রওয়ানা দেবো। পথে সাইটসিন হবে। ডাউকিতে যাত্রা বিরতি শেষে ইমিগ্রেশন পর্ব সম্পন্ন করে বিকেলে সিলেট এসে পৌঁছাবো।

যা যা ঘুরে দেখবো ৩ দিনের এই ট্যুরে—
* ডাউকি
* ডাউকি ঝুলন্ত ব্রিজ
* উমক্রেম ফলস
* বরহিল ফলস (পান্থুমাই)
* মাউলিনং ভিলেজ
* রুটব্রিজ
* মকডক ব্রিজ
* শিলং ক্যাথলিক চার্চ
* এলিফ্যান্ট ফলস
* ওয়ার্ডস লেক
* পুলিশ বাজার

✅✅ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে—
☑️ সিলেট থেকে শিলং ঘুরে সিলেট আসা পর্যন্ত সব ধরণের ট্রান্সপোর্ট। সিলেট-তামাবিল-সিলেট গেইটলক বাসে যাতায়াত। ডাউকি-শিলং-ডাউকিতে রিজার্ভ ট্যাক্সি।
☑️ শিলংয়ে ২ রাত শেয়ার বেসিসে হোটেলে রাত্রিযাপন। একরুমে ৩/৪ জন। কাপল প্যাকেজের জন্য আলাদা রুম।
☑️ সাইট সিয়িং।
☑️ ওয়ার্ড লেকস ও এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি।
☑️ সকল পার্কিং ফি।
☑️ ফ্রি ডলার এন্ডোর্সমেন্ট।
☑️ সার্বক্ষণিক বাংলাদেশি গাইড।

❌❌ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়—
✖️ সকল খাবার, যাত্রা বিরতির সময় নাস্তা-পানীয়
✖️ ট্রাভেল ট্যাক্স
✖️ ব্যক্তিগত খরচ, রাইড ফি
✖️ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
✖️ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যুক্তিসঙ্গত কারণে বেড়ে যাওয়া খরচ।

বুকিং: যেহেতু ঈদের সময়, তাই তখন শিলংয়ে পর্যটকদের চাপ থাকে বেশি। এজন্য যাত্রার অনেক আগে হোটেল ও ট্যাক্সি বুকিং দিতে হয়। তাই ঈদের ছুটিতে এই গ্রুপ ট্যুরে যেতে চাইলে অবশ্যই ১৩ জুনের মধ্যে বুকিং দিতে হবে। যেহেতু সিট সীমিত, তাই আগে কোটা পূর্ণ হয়ে গেলে আর বুকিং নেয়া হবে না। বুকিং মানি জনপ্রতি ৩০০০ টাকা (অফেরতযোগ্য)। সরাসরি না দিয়ে বিকাশে পাঠালে এর সাথে ৬০ টাকা যোগ করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কথায় কারও বুকিং নিশ্চিত করা হবে না।

শর্ত :
# ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার দিয়ে।
# প্যাকেজের টাকা কোনো অবস্থাতেই বাকি রাখা বা ফেরার দিন প্রদানের অনুরোধ করা যাবে না।
# গাড়িতে শিশুর জন্য সিট বা হোটেলে বিছানা চাইলে তার ভাড়া প্রদান করতে হবে। এছাড়া হোটেলে নিজের মত করে থাকতে চাইলে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে এবং এটি আগে ট্যুর অপারেটরকে অবগত করতে হবে।
# প্যাকেজসূচি বাতিল বা পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখবে ট্যুর সিলেট।
# যেসব শিশু বাবা মায়ের সাথে গাড়িতে বসবে এবং থাকবে তারা প্যাকেজের আওতাভুক্ত নয়।
# আমাদের সাথে সব সময়ই নারী পর্যটক ভ্রমণ করেন। এবারও করবেন। তাই পরিবার ও নারী পর্যটকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
# যারা সিলেটের বাইরের জেলা থেকে এসে যোগ দেবেন তাদেরকে সব রকম প্রয়োজনীয় সহায়তা করা হবে।

যোগাযোগ:
★ ট্যুর সিলেট
নেহার মার্কেট (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
০১৭১২৩১৬৬৮৪, ০১৯৯৫৮৮৮২৩৯

#ইন্ডিয়া_ট্যুর #শিলং_ট্যুর
#ডাউকি_ট্যুর #শিলং
#সিলেট_টু_শিলং #শিলং_ভ্রমণ
#ভারত_ভ্রমণভ #ট্যুর_সিলেটসল #সিলেট_ট্যুর


এই ঈদেও সবচেয়ে কম খরচে ইন্ডিয়া ভ্রমণ!বরাবরের মত এবারের ঈদের ছুটিতেও সবচেয়ে কম খরচে ইন্ডিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে ট্যুর সি...
05/06/2024

এই ঈদেও সবচেয়ে কম খরচে ইন্ডিয়া ভ্রমণ!

বরাবরের মত এবারের ঈদের ছুটিতেও সবচেয়ে কম খরচে ইন্ডিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে ট্যুর সিলেট। মাত্র ৯৯৯৯ টাকায় ভারতের শিলং ঘুরে আসার সুবর্ণ সুযোগ নিতে পারেন আপনিও। এর জন্য শুধু ভেলিড ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার হয়ে। ভিসা থাকলে এবং ভারতে ঈদের ছুটি কাটাতে চাইলে আজই বুকিং দিন। একদিকে কম খরচ অন্যদিকে ঈদের ছুটি! তার উপর সীমিত সিট! তাই কোটা পূর্ণ হবার আগেই আপনার যাত্রা নিশ্চিত করুন আজই।

আগামী ঈদুল আজহার ছুটিতে সিলেট থেকে আমরা ঘু‌রে আসবো প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। এ ট্যুর হবে ৩ দিন ২ রাতের। এই ট্যুরে দেশের যেকোনো জায়গা থেকে অংশ নেয়া যাবে। মেয়াদ আছে এমন ইন্ডিয়ান ভিসায় 'ডাউকি বর্ডার' উল্লেখ থাকতে হবে।

★ প্যাকেজমূল্য:—
# ইকোনমি : ৳ ৯,৯৯৯ টাকা (জনপ্রতি)
# কাপল: ৳ ২২,৯৯৯ টাকা

# # ট্যুরের তারিখ:
★ ২০ জুন-২২ জুন, ২০২৪ (ঈদের ছুটিতে)
★ আসন সংখ্যা ১১ টি

@ ট্যুর প্লান
# # ১ম দিন
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে গেইটলক বাসে যাত্রা করবো। তামাবিল ও ডাউকি বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ইনোবা/রিজার্ভ ট্যাক্সি চড়ে বড়হিল ফলস, পান্থুমাই ঝর্ণা উপভোগ করে মাউলিনং পৌঁছাবো। এর আগে ডাবল ডেকার রুটব্রিজ ঘুরে আসবো দলবেঁধে। দুপুরের খাবার সেরে নেবো মাউলিনংয়ে। সেখান থেকে যাব অপূর্ব সুন্দর মকডক ব্রিজ উপভোগ করতে। এ ব্রিজে শাহরুখ খান তার বিখ্যাত 'কয়লা' ছবির একটি গানের সুটিং করেছিলেন! ব্রিজ এবং পাহাড়ের সারি উপভোগ করে ছুটে যাবো শিলংয়ে। রাত যাপন সেখানেই।

# # ২য় দিন
সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো সিটি ট্যুরে। দেখে নেবো এলিফ্যান্ট ফলস, মাদানি মসজিদ, ওয়ার্ড লেকস এবং ক্যাথলিক চার্চ! বিকেলে কেনাকাটা।
শিলংয়ে হোটেলে রাত্রিযাপন করবো।

# # ৩য় দিন (ঐচ্ছিক)
সকালে উঠে নাস্তা সেরে ডাউকির উদ্দেশ্যে রওয়ানা দেবো। পথে সাইটসিন হবে। ডাউকিতে যাত্রা বিরতি শেষে ইমিগ্রেশন পর্ব সম্পন্ন করে বিকেলে সিলেট এসে পৌঁছাবো।

যা যা ঘুরে দেখবো ৩ দিনের এই ট্যুরে—
* ডাউকি
* ডাউকি ঝুলন্ত ব্রিজ
* উমক্রেম ফলস
* বরহিল ফলস (পান্থুমাই)
* মাউলিনং ভিলেজ
* রুটব্রিজ
* মকডক ব্রিজ
* শিলং ক্যাথলিক চার্চ
* এলিফ্যান্ট ফলস
* ওয়ার্ডস লেক
* পুলিশ বাজার

✅✅ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে—
☑️ সিলেট থেকে শিলং ঘুরে সিলেট আসা পর্যন্ত সব ধরণের ট্রান্সপোর্ট। সিলেট-তামাবিল-সিলেট গেইটলক বাসে যাতায়াত। ডাউকি-শিলং-ডাউকিতে রিজার্ভ ট্যাক্সি।
☑️ শিলংয়ে ২ রাত শেয়ার বেসিসে হোটেলে রাত্রিযাপন। একরুমে ৩/৪ জন। কাপল প্যাকেজের জন্য আলাদা রুম।
☑️ সাইট সিয়িং।
☑️ ওয়ার্ড লেকস ও এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি।
☑️ সকল পার্কিং ফি।
☑️ ফ্রি ডলার এন্ডোর্সমেন্ট।
☑️ সার্বক্ষণিক বাংলাদেশি গাইড।

❌❌ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়—
✖️ সকল খাবার, যাত্রা বিরতির সময় নাস্তা-পানীয়
✖️ ট্রাভেল ট্যাক্স
✖️ ব্যক্তিগত খরচ, রাইড ফি
✖️ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
✖️ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যুক্তিসঙ্গত কারণে বেড়ে যাওয়া খরচ।

বুকিং: যেহেতু ঈদের সময়, তাই তখন শিলংয়ে পর্যটকদের চাপ থাকে বেশি। এজন্য যাত্রার অনেক আগে হোটেল ও ট্যাক্সি বুকিং দিতে হয়। তাই ঈদের ছুটিতে এই গ্রুপ ট্যুরে যেতে চাইলে অবশ্যই ১০ জুনের মধ্যে বুকিং দিতে হবে। যেহেতু সিট সীমিত, তাই আগে কোটা পূর্ণ হয়ে গেলে আর বুকিং নেয়া হবে না (এরই মধ্যে সিংহভাগ সিট বুকড হয়ে গিয়েছে)। বুকিং মানি জনপ্রতি ৪০০০ টাকা (অফেরতযোগ্য)। সরাসরি না দিয়ে বিকাশে পাঠালে এর সাথে ৮০ টাকা যোগ করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কথায় কারও বুকিং নিশ্চিত করা হবে না।

শর্ত :
# ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার দিয়ে।
# প্যাকেজের টাকা কোনো অবস্থাতেই বাকি রাখা বা ফেরার দিন প্রদানের অনুরোধ করা যাবে না।
# গাড়িতে শিশুর জন্য সিট বা হোটেলে বিছানা চাইলে তার ভাড়া প্রদান করতে হবে। এছাড়া হোটেলে নিজের মত করে থাকতে চাইলে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে এবং এটি আগে ট্যুর অপারেটরকে অবগত করতে হবে।
# প্যাকেজসূচি বাতিল বা পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখবে ট্যুর সিলেট।
# যেসব শিশু বাবা মায়ের সাথে গাড়িতে বসবে এবং থাকবে তারা প্যাকেজের আওতাভুক্ত নয়।
# আমাদের সাথে সব সময়ই নারী পর্যটক ভ্রমণ করেন। এবারও করবেন। তাই পরিবার ও নারী পর্যটকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
# যারা সিলেটের বাইরের জেলা থেকে এসে যোগ দেবেন তাদেরকে সব রকম প্রয়োজনীয় সহায়তা করা হবে।

যোগাযোগ:
★ ট্যুর সিলেট
নেহার মার্কেট (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
০১৭১২৩১৬৬৮৪, ০১৯৯৫৮৮৮২৩৯

#ইন্ডিয়া_ট্যুর #শিলং_ট্যুর
#ডাউকি_ট্যুর #শিলং
#সিলেট_টু_শিলং #শিলং_ভ্রমণ
#ভারত_ভ্রমণভ #ট্যুর_সিলেটসল #সিলেট_ট্যুর


আগামী ঈদে : ইন্ডিয়ায় রিল্যাক্স ট্যুরঘুরতে গিয়ে যদি হুলুস্থুল শুরু হয়, দম ফেলবার সময় মেলে না, পছন্দের জায়গায় গিয়ে যদি মন ...
23/05/2024

আগামী ঈদে : ইন্ডিয়ায় রিল্যাক্স ট্যুর

ঘুরতে গিয়ে যদি হুলুস্থুল শুরু হয়, দম ফেলবার সময় মেলে না, পছন্দের জায়গায় গিয়ে যদি মন মত ঘুরতে না পারলেন, তাহলে এমন ঘুরাঘুরির দরকার কী? আর তা যদি হয় পয়সা খরচ করে বিদেশ ভ্রমণ! তাহলে তো সব মাটি। কেউ বারবার এক জায়গায় ঘুরতে যায় না, যখন যায়, মন ভরে তার সব উপভোগ করা চাই। তবেই ভ্রমণের মজা, ভ্রমণের সার্থকতা!

আগামী ঈদুল আজহার ছুটিতে এমনই একটি ট্যুর আয়োজন করেছে ট্যুর সিলেট। সিলেট থেকে ঘু‌রে আসবো আমরা প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল, বৃটিশ আদলে নির্মিত শহর চেরাপুঞ্জি ও এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। এ ট্যুর হবে ৪ দিন ৩ রাতের। আমরা চেরাপুঞ্জিতে ইচ্ছেমত সময় কাটাবো এবং একটি রাতও অবস্থান করবো। বাকি দু'রাত থাকবো শিলং শহরে।
এই ট্যুরটি সিলেট থেকে শুরু হবার কারণ, আমরা ভারতে ঢুকবো সিলেটের তামাবিল বর্ডার দিয়ে! এদিকে যেতে হলে ভিসায় অবশ্যই 'ডাউকি' বর্ডার উল্লেখ থাকতে হবে! এই ট্যুরে দেশের যেকোনো জায়গা থেকে অংশ নেয়া যাবে। মেয়াদ আছে এমন ইন্ডিয়ান ভিসায় 'ডাউকি বর্ডার' থাকলে আজই বুকিং দিতে পারেন আপনিও।

ঘুরাঘুরিতে সময় আমরা একটু বেশিই নেবো। যেখানে যাবো, কোনো তাড়াহুড়ো থাকবে না। যা সাধারণত গ্রুপ ট্যুরে হয়। আমরা একদম পারিবারিক আবহে এবং রিল্যাক্সে ঘুরে দেখবো প্লান মত!

★ প্যাকেজমূল্য:—
# ইকোনমি : ৳ ১২,৯৯৯ টাকা (জনপ্রতি)
# কাপল: ৳ ২৮,৯৯৯ টাকা

# # ট্যুরের তারিখ:
★ ২০ জুন-২৩ জুন, ২০২৪ (ঈদের ছুটিতে)
★ ১ রাত চেরাপুঞ্জি এবং ২ রাত শিলং
★ আসন সংখ্যা ১১ টি

@ ট্যুর প্লান
# # ১ম দিন
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে গেইটলক বাসে যাত্রা করবো। তামাবিল ও ডাউকি বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ইনোবা/রিজার্ভ ট্যাক্সি চড়ে বড়হিল ফলস, পান্থুমাই ঝর্ণা উপভোগ করে মাউলিনং পৌঁছাবো। এর আগে ডাবল ডেকার রুটব্রিজ ঘুরে আসবো দলবেঁধে। দুপুরের খাবার সেরে নেবো মাউলিনংয়ে। সেখান থেকে যাব অপূর্ব সুন্দর মকডক ব্রিজ উপভোগ করতে। এ ব্রিজে শাহরুখ খান তার বিখ্যাত 'কয়লা' ছবির একটি গানের সুটিং করেছিলেন! ব্রিজ এবং পাহাড়ের সারি উপভোগ করে ছুটে যাবো নোয়াকালিকাই ফলসে। এরপরের গন্তব্য চেরাপুঞ্জি! এখানেই স্টে-হোমসে রাত যাপন করবো।

# # ২য় দিন
সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো চেরাপুঞ্জি ইকো পার্কে। চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ ও ব্রিটিশ কলোনি পরিদর্শন শেষে চলে আসবো শিলং। ফেরার পথে মোসোমাই গুহায় চাইলে ঢুঁ-ও মারবো। শহরে ঢোকার আগে দেখে নেবো এলিফ্যান্ট ফলস এবং ক্যাথলিক চার্চ! শিলংয়ে হোটেলে রাত্রিযাপন করবো।

# # ৩য় দিন (ঐচ্ছিক)
সকালে নাস্তা সেরে চলে যাবো ওয়ার্ডস লেকে। চাইলে মর্নিংওয়াকেও বেরুতে পারবেন এখানে। তারপর সারাদিন কেনাকাটাসহ নিজেদের মত সময় কাটানো। এদিনও শিলংয়ে রাত্রিযাপন।

# # ৪র্থ দিন
সকালে উঠে নাস্তা সেরে ডাউকির উদ্দেশ্যে রওয়ানা দেবো। পথে সাইটসিন হবে। ডাউকিতে যাত্রা বিরতি শেষে ইমিগ্রেশন পর্ব সম্পন্ন করে বিকেলে সিলেট এসে পৌঁছাবো।

যা যা ঘুরে দেখবো ৪ দিনের এই ট্যুরে—
* ডাউকি
* ঝুলন্ত ব্রিজ
* উমক্রেম ফলস
* বরহিল ফলস (পান্থুমাই)
* মাউলিনং ভিলেজ
* রুটব্রিজ
* মকডক ব্রিজ
* নোয়াকালিকাই ফলস
* চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ
* ব্রিটিশ কলোনি
* সেভেন সিস্টার্স ফলস
* চেরাপুঞ্জি ইকো পার্ক
* মোসোমাই গুহা
* শিলং ক্যাথলিক চার্চ
* এলিফ্যান্ট ফলস
* ওয়ার্ডস লেক
* পুলিশ বাজার

✅✅ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে—
☑️ সিলেট থেকে শিলং ঘুরে সিলেট আসা পর্যন্ত সব ধরণের ট্রান্সপোর্ট। সিলেট-তামাবিল-সিলেট গেইটলক বাসে যাতায়াত। ডাউকি-চেরাপুঞ্জি-শিলং-ডাউকিতে রিজার্ভ ট্যাক্সি।
☑️ চেরাপুঞ্জিতে ১ রাত ও শিলংয়ে ২ রাত শেয়ার বেসিসে হোটেলে রাত্রিযাপন। একরুমে ৩/৪ জন। কাপল প্যাকেজের জন্য আলাদা রুম।
☑️ সাইট সিয়িং।
☑️ নোয়াকালিকাই ও এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি।
☑️ সকল পার্কিং ফি।
☑️ ফ্রি ডলার এন্ডোর্সমেন্ট।
☑️ সার্বক্ষণিক বাংলাদেশি গাইড।

❌❌ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়—
✖️ সকল খাবার, যাত্রা বিরতির সময় নাস্তা-পানীয়
✖️ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স
✖️ ব্যক্তিগত খরচ, রাইড ফি, কেনাকাটা
✖️ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
✖️ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যুক্তিসঙ্গত কারণে বেড়ে যাওয়া খরচ।

বুকিং: যেহেতু ঈদের সময়, তাই তখন শিলংয়ে পর্যটকদের চাপ থাকে বেশি। এজন্য যাত্রার অনেক আগে হোটেল ও ট্যাক্সি বুকিং দিতে হয়। তাই ঈদের ছুটিতে এই গ্রুপ ট্যুরে যেতে চাইলে অবশ্যই ১০ জুনের মধ্যে বুকিং দিতে হবে। যেহেতু সিট সীমিত, তাই আগে কোটা পূর্ণ হয়ে গেলে আর বুকিং নেয়া হবে না (এরই মধ্যে সিংহভাগ সিট বুকড হয়ে গিয়েছে)। বুকিং মানি জনপ্রতি ৪০০০ টাকা (অফেরতযোগ্য)। সরাসরি না দিয়ে বিকাশে পাঠালে এর সাথে ৮০ টাকা যোগ করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কথায় কারও বুকিং নিশ্চিত করা হবে না।

শর্ত :
# ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার দিয়ে।
# প্যাকেজের টাকা কোনো অবস্থাতেই বাকি রাখা বা ফেরার দিন প্রদানের অনুরোধ করা যাবে না।
# গাড়িতে শিশুর জন্য সিট বা হোটেলে বিছানা চাইলে তার ভাড়া প্রদান করতে হবে। এছাড়া হোটেলে নিজের মত করে থাকতে চাইলে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে এবং এটি আগে ট্যুর অপারেটরকে অবগত করতে হবে।
# প্যাকেজসূচি বাতিল বা পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখবে ট্যুর সিলেট।
# যেসব শিশু বাবা মায়ের সাথে গাড়িতে বসবে এবং থাকবে তারা প্যাকেজের আওতাভুক্ত নয়।
# আমাদের সাথে সব সময়ই নারী পর্যটক ভ্রমণ করেন। এবারও করবেন। তাই পরিবার ও নারী পর্যটকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
# যারা সিলেটের বাইরের জেলা থেকে এসে যোগ দেবেন তাদেরকে সব রকম প্রয়োজনীয় সহায়তা করা হবে।

যোগাযোগ:
★ ট্যুর সিলেট
নেহার মার্কেট (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
০১৭১২৩১৬৬৮৪, ০১৯৯৫৮৮৮২৩৯

#ইন্ডিয়া_ট্যুর #শিলং_ট্যুর
#ডাউকি_ট্যুর #শিলং
#সিলেট_টু_শিলং #শিলং_ভ্রমণ
#ভারত_ভ্রমণভ #ট্যুর_সিলেটসল #সিলেট_ট্যুর


23/05/2024

আগামী ঈদে : ইন্ডিয়ায় রিল্যাক্স ট্যুর

ঘুরতে গিয়ে যদি হুলুস্থুল শুরু হয়, দম ফেলবার সময় মেলে না, পছন্দের জায়গায় গিয়ে যদি মন মত ঘুরতে না পারলেন, তাহলে এমন ঘুরাঘুরির দরকার কী? আর তা যদি হয় পয়সা খরচ করে বিদেশ ভ্রমণ! তাহলে তো সব মাটি। কেউ বারবার এক জায়গায় ঘুরতে যায় না, যখন যায়, মন ভরে তার সব উপভোগ করা চাই। তবেই ভ্রমণের মজা, ভ্রমণের সার্থকতা!

আগামী ঈদুল আজহার ছুটিতে এমনই একটি ট্যুর আয়োজন করেছে ট্যুর সিলেট। সিলেট থেকে ঘু‌রে আসবো আমরা প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল, বৃটিশ আদলে নির্মিত শহর চেরাপুঞ্জি ও এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। এ ট্যুর হবে ৪ দিন ৩ রাতের। আমরা চেরাপুঞ্জিতে ইচ্ছেমত সময় কাটাবো এবং একটি রাতও অবস্থান করবো। বাকি দু'রাত থাকবো শিলং শহরে।
এই ট্যুরটি সিলেট থেকে শুরু হবার কারণ, আমরা ভারতে ঢুকবো সিলেটের তামাবিল বর্ডার দিয়ে! এদিকে যেতে হলে ভিসায় অবশ্যই 'ডাউকি' বর্ডার উল্লেখ থাকতে হবে! এই ট্যুরে দেশের যেকোনো জায়গা থেকে অংশ নেয়া যাবে। মেয়াদ আছে এমন ইন্ডিয়ান ভিসায় 'ডাউকি বর্ডার' থাকলে আজই বুকিং দিতে পারেন আপনিও।

ঘুরাঘুরিতে সময় আমরা একটু বেশিই নেবো। যেখানে যাবো, কোনো তাড়াহুড়ো থাকবে না। যা সাধারণত গ্রুপ ট্যুরে হয়। আমরা একদম পারিবারিক আবহে এবং রিল্যাক্সে ঘুরে দেখবো প্লান মত!

★ প্যাকেজমূল্য:—
# ইকোনমি : ৳ ১২,৯৯৯ টাকা (জনপ্রতি)
# কাপল: ৳ ২৮,৯৯৯ টাকা

# # ট্যুরের তারিখ:
★ ২০ জুন-২৩ জুন, ২০২৪ (ঈদের ছুটিতে)
★ ১ রাত চেরাপুঞ্জি এবং ২ রাত শিলং
★ আসন সংখ্যা ১১ টি

@ ট্যুর প্লান
# # ১ম দিন
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে গেইটলক বাসে যাত্রা করবো। তামাবিল ও ডাউকি বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ইনোবা/রিজার্ভ ট্যাক্সি চড়ে বড়হিল ফলস, পান্থুমাই ঝর্ণা উপভোগ করে মাউলিনং পৌঁছাবো। এর আগে ডাবল ডেকার রুটব্রিজ ঘুরে আসবো দলবেঁধে। দুপুরের খাবার সেরে নেবো মাউলিনংয়ে। সেখান থেকে যাব অপূর্ব সুন্দর মকডক ব্রিজ উপভোগ করতে। এ ব্রিজে শাহরুখ খান তার বিখ্যাত 'কয়লা' ছবির একটি গানের সুটিং করেছিলেন! ব্রিজ এবং পাহাড়ের সারি উপভোগ করে ছুটে যাবো নোয়াকালিকাই ফলসে। এরপরের গন্তব্য চেরাপুঞ্জি! এখানেই স্টে-হোমসে রাত যাপন করবো।

# # ২য় দিন
সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো চেরাপুঞ্জি ইকো পার্কে। চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ ও ব্রিটিশ কলোনি পরিদর্শন শেষে চলে আসবো শিলং। ফেরার পথে মোসোমাই গুহায় চাইলে ঢুঁ-ও মারবো। শহরে ঢোকার আগে দেখে নেবো এলিফ্যান্ট ফলস এবং ক্যাথলিক চার্চ! শিলংয়ে হোটেলে রাত্রিযাপন করবো।

# # ৩য় দিন (ঐচ্ছিক)
সকালে নাস্তা সেরে চলে যাবো ওয়ার্ডস লেকে। চাইলে মর্নিংওয়াকেও বেরুতে পারবেন এখানে। তারপর সারাদিন কেনাকাটাসহ নিজেদের মত সময় কাটানো। এদিনও শিলংয়ে রাত্রিযাপন।

# # ৪র্থ দিন
সকালে উঠে নাস্তা সেরে ডাউকির উদ্দেশ্যে রওয়ানা দেবো। পথে সাইটসিন হবে। ডাউকিতে যাত্রা বিরতি শেষে ইমিগ্রেশন পর্ব সম্পন্ন করে বিকেলে সিলেট এসে পৌঁছাবো।

যা যা ঘুরে দেখবো ৪ দিনের এই ট্যুরে—
* ডাউকি
* ঝুলন্ত ব্রিজ
* উমক্রেম ফলস
* বরহিল ফলস (পান্থুমাই)
* মাউলিনং ভিলেজ
* রুটব্রিজ
* মকডক ব্রিজ
* নোয়াকালিকাই ফলস
* চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ
* ব্রিটিশ কলোনি
* সেভেন সিস্টার্স ফলস
* চেরাপুঞ্জি ইকো পার্ক
* মোসোমাই গুহা
* শিলং ক্যাথলিক চার্চ
* এলিফ্যান্ট ফলস
* ওয়ার্ডস লেক
* পুলিশ বাজার

✅✅ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে—
☑️ সিলেট থেকে শিলং ঘুরে সিলেট আসা পর্যন্ত সব ধরণের ট্রান্সপোর্ট। সিলেট-তামাবিল-সিলেট গেইটলক বাসে যাতায়াত। ডাউকি-চেরাপুঞ্জি-শিলং-ডাউকিতে রিজার্ভ ট্যাক্সি।
☑️ চেরাপুঞ্জিতে ১ রাত ও শিলংয়ে ২ রাত শেয়ার বেসিসে হোটেলে রাত্রিযাপন। একরুমে ৩/৪ জন। কাপল প্যাকেজের জন্য আলাদা রুম।
☑️ সাইট সিয়িং।
☑️ নোয়াকালিকাই ও এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি।
☑️ সকল পার্কিং ফি।
☑️ ফ্রি ডলার এন্ডোর্সমেন্ট।
☑️ সার্বক্ষণিক বাংলাদেশি গাইড।

❌❌ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়—
✖️ সকল খাবার, যাত্রা বিরতির সময় নাস্তা-পানীয়
✖️ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স
✖️ ব্যক্তিগত খরচ, রাইড ফি, কেনাকাটা
✖️ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
✖️ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যুক্তিসঙ্গত কারণে বেড়ে যাওয়া খরচ।

বুকিং: যেহেতু ঈদের সময়, তাই তখন শিলংয়ে পর্যটকদের চাপ থাকে বেশি। এজন্য যাত্রার অনেক আগে হোটেল ও ট্যাক্সি বুকিং দিতে হয়। তাই ঈদের ছুটিতে এই গ্রুপ ট্যুরে যেতে চাইলে অবশ্যই ১০ জুনের মধ্যে বুকিং দিতে হবে। যেহেতু সিট সীমিত, তাই আগে কোটা পূর্ণ হয়ে গেলে আর বুকিং নেয়া হবে না (এরই মধ্যে সিংহভাগ সিট বুকড হয়ে গিয়েছে)। বুকিং মানি জনপ্রতি ৪০০০ টাকা (অফেরতযোগ্য)। সরাসরি না দিয়ে বিকাশে পাঠালে এর সাথে ৮০ টাকা যোগ করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কথায় কারও বুকিং নিশ্চিত করা হবে না।

শর্ত :
# ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার দিয়ে।
# প্যাকেজের টাকা কোনো অবস্থাতেই বাকি রাখা বা ফেরার দিন প্রদানের অনুরোধ করা যাবে না।
# গাড়িতে শিশুর জন্য সিট বা হোটেলে বিছানা চাইলে তার ভাড়া প্রদান করতে হবে। এছাড়া হোটেলে নিজের মত করে থাকতে চাইলে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে এবং এটি আগে ট্যুর অপারেটরকে অবগত করতে হবে।
# প্যাকেজসূচি বাতিল বা পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখবে ট্যুর সিলেট।
# যেসব শিশু বাবা মায়ের সাথে গাড়িতে বসবে এবং থাকবে তারা প্যাকেজের আওতাভুক্ত নয়।
# আমাদের সাথে সব সময়ই নারী পর্যটক ভ্রমণ করেন। এবারও করবেন। তাই পরিবার ও নারী পর্যটকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
# যারা সিলেটের বাইরের জেলা থেকে এসে যোগ দেবেন তাদেরকে সব রকম প্রয়োজনীয় সহায়তা করা হবে।

যোগাযোগ:
★ ট্যুর সিলেট
নেহার মার্কেট (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
০১৭১২৩১৬৬৮৪, ০১৯৯৫৮৮৮২৩৯

#ইন্ডিয়া_ট্যুর #শিলং_ট্যুর
#ডাউকি_ট্যুর #শিলং
#সিলেট_টু_শিলং #শিলং_ভ্রমণ
#ভারত_ভ্রমণভ #ট্যুর_সিলেটসল #সিলেট_ট্যুর


ট্যুর সিলেটের মঙ্গলবারের ইন্ডিয়া (শিলং) ট্যুর পেছালো ৩ দিন। আমরা যাচ্ছি সপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। এই ট্যুরে এখন কয়েক...
19/05/2024

ট্যুর সিলেটের মঙ্গলবারের ইন্ডিয়া (শিলং) ট্যুর পেছালো ৩ দিন। আমরা যাচ্ছি সপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। এই ট্যুরে এখন কয়েকটি সিট খালি আছে। প্যাকেজমূল্য ৯,৯৯৯ টাকা মাত্র।

কেউ যেতে আগ্রহী হলে এক্ষুণি কল করুন। সিট সীমিত। পূর্ণ হয়ে গেলেই বুকিং ক্লোসড হয়ে যাবে।

বিস্তারিত জানতে কল করুন : 01995888239

আগামী ঈদুল আজহার ছুটিতে ঘু‌রে আসুন প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ...
18/05/2024

আগামী ঈদুল আজহার ছুটিতে ঘু‌রে আসুন প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল, বৃটিশ আদলে নির্মিত শহর চেরাপুঞ্জি ও এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। ৪ দিন ৩ রাত ভ্রমণে আপনি পাবেন রিল্যাক্স ট্রিপে ঘুরে আসার সুযোগ। দেশের যেকোনো জায়গা থেকে যোগ দিতে পারেন আমাদের ট্যুরে। মেয়াদ আছে এমন ইন্ডিয়ান ভিসায় 'ডাউকি বর্ডার' থাকলে আজই বুকিং দিতে পারেন আপনিও।

★ প্যাকেজমূল্য:—
# ইকোনমি : ৳ ১২,৯৯৯ টাকা (জনপ্রতি)
# কাপল: ৳ ২৮,৯৯৯ টাকা

# # ট্যুরের তারিখ:
★ ২০ জুন-২৩ জুন, ২০২৪ (ঈদের ছুটিতে)
★ ১ রাত চেরাপুঞ্জি এবং ২ রাত শিলং
★ আসন সংখ্যা ১১ টি

@ ট্যুর প্লান
# # ১ম দিন
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে গেইটলক বাসে যাত্রা করবো। তামাবিল ও ডাউকি বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ইনোবা/রিজার্ভ ট্যাক্সি চড়ে বড়হিল ফলস উপভোগ করে মাউলিনং পৌঁছাবো। এর আগে ডাবল ডেকার রুটব্রিজ ঘুরে আসবো। দুপুরের খাবার সেরে নেবো মাউলিনংয়ে। মকডক ব্রিজ উপভোগ করে ছুটে যাবো নোয়াকালিকাই ফলসে। এরপরের গন্তব্য চেরাপুঞ্জি! এখানেই স্টে-হোমসে রাত যাপন করবো।

# # ২য় দিন
সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো চেরাপুঞ্জি ইকো পার্কে। চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ ও ব্রিটিশ কলোনি পরিদর্শন শেষে চলে আসবো শিলং। ফেরার পথে মোসোমাই গুহায় চাইলে ঢুঁ- মারবো। শহরে ঢোকার আগে দেখে নেবো এলিফ্যান্ট ফলস এবং ক্যাথলিক চার্চ! শিলংয়ে হোটেলে রাত্রিযাপন করবো।

# # ৩য় দিন (ঐচ্ছিক)
সকালে নাস্তা সেরে চলে যাবো ওয়ার্ডস লেকে। চাইলে মর্নিংওয়াকেও বেরুতে পারবেন এখানে। তারপর সারাদিন কেনাকাটাসহ নিজেদের মত সময় কাটানো। এদিনও শিলংয়ে রাত্রিযাপন।

# # ৪র্থ দিন
সকালে উঠে নাস্তা সেরে ডাউকির উদ্দেশ্যে রওয়ানা দেবো। পথে সাইটসিন হবে। ডাউকিতে যাত্রা বিরতি শেষে ইমিগ্রেশন পর্ব সম্পন্ন করে বিকেলে সিলেট এসে পৌঁছাবো।

যা যা ঘুরে দেখবো ৪ দিনের এই ট্যুরে—
* ডাউকি
* ঝুলন্ত ব্রিজ
* উমক্রেম ফলস
* বরহিল ফলস (পান্থুমাই)
* মাউলিনং ভিলেজ
* রুটব্রিজ
* মকডক ব্রিজ
* নোয়াকালিকাই ফলস
* চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ
* ব্রিটিশ কলোনি
* সেভেন সিস্টার্স ফলস
* চেরাপুঞ্জি ইকো পার্ক
* মোসোমাই গুহা
* শিলং ক্যাথলিক চার্চ
* এলিফ্যান্ট ফলস
* ওয়ার্ডস লেক
* পুলিশ বাজার

✅✅ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে—
☑️ সিলেট থেকে শিলং ঘুরে সিলেট আসা পর্যন্ত সব ধরণের ট্রান্সপোর্ট। সিলেট-তামাবিল-সিলেট গেইটলক বাসে যাতায়াত। ডাউকি-চেরাপুঞ্জি-শিলং-ডাউকিতে রিজার্ভ ট্যাক্সি/ট্রাভেলবাস।
☑️ চেরাপুঞ্জিতে ১ রাত ও শিলংয়ে ২ রাত শেয়ার বেসিসে হোটেলে রাত্রিযাপন। একরুমে ৩/৪ জন। কাপল প্যাকেজের জন্য আলাদা রুম।
☑️ সাইট সিয়িং।
☑️ সিটি ট্যুর।
☑️ নোয়াকালিকাই ও এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি।
☑️ সকল পার্কিং ফি।
☑️ ফ্রি ডলার এন্ডোর্সমেন্ট।
☑️ সার্বক্ষণিক বাংলাদেশি গাইড।

❌❌ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়—
✖️ সকল খাবার, যাত্রা বিরতির সময় নাস্তা-পানীয়
✖️ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স
✖️ ব্যক্তিগত খরচ, রাইড ফি, কেনাকাটা
✖️ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
✖️ প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিং, গাড়ি ভাড়া।
✖️ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যুক্তিসঙ্গত কারণে বেড়ে যাওয়া খরচ।

বুকিং: যেহেতু ঈদের সময়, তাই তখন শিলংয়ে পর্যটকদের চাপ থাকে বেশি। এজন্য যাত্রার অনেকদিন আগে হোটেল ও ট্যাক্সি বুকিং দিতে হয়। তাই ঈদের ছুটিতে এই গ্রুপ ট্যুরে যেতে চাইলে অবশ্যই ৩০ মে'র মধ্যে বুকিং দিতে হবে। ৩০ তারিখ সন্ধ্যায় বুকিং ক্লোজ করা হবে। যেহেতু সিট সীমিত, তাই আগে কোটা পূর্ণ হয়ে গেলে আর বুকিং নেয়া হবে না। বুকিং মানি জনপ্রতি ৪০০০ টাকা (অফেরতযোগ্য)। সরাসরি না দিয়ে বিকাশে পাঠালে এর সাথে ৮০ টাকা যোগ করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কথায় কারও বুকিং নিশ্চিত করা হবে না। আসন সংখ্যা সীমিত, তাই যাত্রা নিশ্চিত করতে অবশ্যই আগেভাগে বুকিং দিন।

শর্ত :
# ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার দিয়ে।
# প্যাকেজের টাকা কোনো অবস্থাতেই বাকি রাখা বা ফেরার দিন প্রদানের অনুরোধ করা যাবে না।
# গাড়িতে শিশুর জন্য সিট বা হোটেলে বিছানা চাইলে তার ভাড়া প্রদান করতে হবে। এছাড়া হোটেলে নিজের মত করে থাকতে চাইলে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে এবং এটি আগে ট্যুর অপারেটরকে অবগত করতে হবে।
# প্যাকেজসূচি বাতিল বা পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখবে ট্যুর সিলেট।
# যেসব শিশু বাবা মায়ের সাথে গাড়িতে বসবে এবং থাকবে তারা প্যাকেজের আওতাভুক্ত নয়।
# আমাদের সাথে সব সময়ই নারী পর্যটক ভ্রমণ করেন। এবারও করবেন। তাই পরিবার ও নারী পর্যটকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
# যারা সিলেটের বাইরের জেলা থেকে এসে যোগ দেবেন তাদেরকে সব রকম প্রয়োজনীয় সহায়তা করা হবে।

যোগাযোগ:
★ ট্যুর সিলেট
নেহার মার্কেট (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
০১৭১২৩১৬৬৮৪, ০১৯৯৫৮৮৮২৩৯

#ইন্ডিয়া_ট্যুর #শিলং_ট্যুর
#ডাউকি_ট্যুর #শিলং
#সিলেট_টু_শিলং #শিলং_ভ্রমণ
#ভারত_ভ্রমণভ #ট্যুর_সিলেটসল #সিলেট_ট্যুর

ঘরে বসে ইন্ডিয়ান ভিসার আবেদন! আপনি গ্রামের বাড়িতে থাকেন? প্রত্যন্ত অঞ্চলে? আপনি ইন্ডিয়া ভ্রমণে যেতে চাইছেন, অথচ শহরে এসে...
11/05/2024

ঘরে বসে ইন্ডিয়ান ভিসার আবেদন!

আপনি গ্রামের বাড়িতে থাকেন? প্রত্যন্ত অঞ্চলে? আপনি ইন্ডিয়া ভ্রমণে যেতে চাইছেন, অথচ শহরে এসে ভিসার আবেদন করতে পারছেন না? আর এলেও খরচ অনেক। কোথায় করতে হয় তাও জানেন না?
কোনো সমস্যা নেই। ট্যুর সিলেটই আপনাকে সকল সার্ভিস দেবো অনলাইনে। ভিসার আবেদন, পাসপোর্ট জমার দেয়ার ডেট বা মেডিকেল ভিসার এপোয়েন্টমেন্ট নিয়ে দেবো আপনাকে। ঘরে বসেই এই সার্ভিস শতভাগ নিতে পারবেন আপনি। শুধু পাসপোর্ট জমা দেয়ার জন্য নির্দিষ্ট দিনে আপনাকে যেতে হবে হাইকমিশনে। দিতে হবে ফিঙ্গার ও আইপ্রিন্ট। বাকি সব কাজ আমাদের এবং তা আপনি পাবেন ঘরে বসেই!

# # আমরা দেবো—
★ আপনি শুধু ইমেইল/Whatsapp-এ কাগজপত্র পাঠাবেন। আমরা ভিসা ফরম অনলাইনে আবেদন করে দেবো এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো।
★ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে আলাদা ফি দিতে হবে।
★ আমরা ভিসা ফরম ও সম্পূর্ণ ফাইল সঠিকভাবে সাজিয়ে বা গুছিয়ে দেবো ।
— মনে রাখবেন, ভিসা দেবার অধিকার সম্পূর্ণরূপে ইন্ডিয়ান হাইকমিশনের। আমরা শুধু আবেদন ও ভিসা ফি জমা দান এবং ফাইল তৈরিতে আপনাকে সহায়তা করবো। ভিসার নিশ্চিয়তা বা কন্ট্রাক্ট নয়।

ইন্ডিয়া ভিসা প্রসেসিংয়ে যেসব সেবা পাচ্ছেন 'ট্যুর সিলেট' থেকে—

# সবচেয়ে কম খরচে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আবেদন
# মেডিকেল ভিসার জন্য এপোয়েন্টমেন্ট
# ট্রানজিট ভিসা
# এন্ট্রি ভিসা
# ফাইল প্রসেসিং

# প্রতি শুক্রবার সিলেট থেকে ডাউকি বর্ডার হয়ে ইন্ডিয়ায় গ্রুপ ট্যুরের ব্যবস্থা। আস্থা রাখুন আমাদের উপর...

যোগাযোগ
ট্যুর সিলেট
পূর্ব জিন্দাবাজার, সিলেট।
01995888239

আগামী ঈদুল আজহার ছুটিতে ঘু‌রে আসুন প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ...
01/05/2024

আগামী ঈদুল আজহার ছুটিতে ঘু‌রে আসুন প্রা‌চ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল, বৃটিশ আদলে নির্মিত শহর চেরাপুঞ্জি ও এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। ৪ দিন ৩ রাত ভ্রমণে আপনি পাবেন রিল্যাক্স ট্রিপে ঘুরে আসার সুযোগ। দেশের যেকোনো জায়গা থেকে যোগ দিতে পারেন আমাদের ট্যুরে। মেয়াদ আছে এমন ইন্ডিয়ান ভিসায় 'ডাউকি বর্ডার' থাকলে আজই বুকিং দিতে পারেন আপনিও।

★ প্যাকেজমূল্য:—
# ইকোনমি : ৳ ১২,৯৯৯ টাকা (জনপ্রতি)
# কাপল: ৳ ২৮,৯৯৯ টাকা

# # ট্যুরের তারিখ:
★ ২০ জুন-২৩ জুন, ২০২৪ (ঈদের ছুটিতে)
★ ১ রাত চেরাপুঞ্জি এবং ২ রাত শিলং
★ আসন সংখ্যা ১১ টি

@ ট্যুর প্লান
# # ১ম দিন
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে গেইটলক বাসে যাত্রা করবো। তামাবিল ও ডাউকি বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ইনোবা/রিজার্ভ ট্যাক্সি চড়ে বড়হিল ফলস উপভোগ করে মাউলিনং পৌঁছাবো। এর আগে ডাবল ডেকার রুটব্রিজ ঘুরে আসবো।
দুপুরের খাবার সেরে নেবো মাউলিনংয়ে। মকডক ব্রিজ উপভোগ করে ছুটে যাবো নোয়াকালিকাই ফলসে। এরপরের গন্তব্য চেরাপুঞ্জি!
রাতে এখানেই স্টে-হোমসে রাত যাপন করবো।

# # ২য় দিন
সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো চেরাপুঞ্জি ইকো পার্কে। চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ ও ব্রিটিশ কলোনি পরিদর্শন শেষ সেখান থেকে চলে আসবো শিলং। ফেরার পথে মোসোমাই গুহায় চাইলে ঢুঁ- মারবো। শহরে ঢোকার আগে দেখে নেবো এলিফ্যান্ট ফলস এবং ক্যাথলিক চার্চ! শিলংয়ে হোটেলে রাত্রিযাপন করবো।

# # ৩য় দিন (ঐচ্ছিক)
সকালে নাস্তা সেরে চলে যাবো ওয়ার্ডস লেকে। চাইলে মর্নিংওয়াকেও বেরুতে পারবেন এখানে।তারপর সারাদিন কেনাকাটাসহ নিজেদের মত সময় কাটানো। এদিনও শিলংয়ে রাত্রিযাপন।

# # ৪র্থ দিন
সকালে উঠে নাস্তা সেরে ডাউকির উদ্দেশ্যে রওয়ানা দেবো। পথে সাইটসিন হবে। ডাউকিতে যাত্রা বিরতি শেষে ইমিগ্রেশন পর্ব সম্পন্ন করে বিকেলে সিলেট এসে পৌঁছাবো।

যা যা ঘুরে দেখবো এই ট্যুরে—
* ডাউকি
* ঝুলন্ত ব্রিজ
* বরহিল ফলস
* মকডক ব্রিজ
* নোয়াকালিকাই ফলসে
* চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ
* ব্রিটিশ কলোনি
* সেভেন সিস্টার্স ফলস
* চেরাপুঞ্জি ইকো পার্ক
* মোসোমাই গুহা
* শিলং ক্যাথলিক চার্চ
* এলিফ্যান্ট ফলস
* ওয়ার্ডস লেক
* পুলিশ বাজার

✅✅ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে—
☑️ সিলেট থেকে শিলং ঘুরে সিলেট আসা পর্যন্ত সব ধরণের ট্রান্সপোর্ট। সিলেট-তামাবিল-সিলেট গেইটলক বাসে যাতায়াত। ডাউকি-চেরাপুঞ্জি-শিলং-ডাউকিতে রিজার্ভ ট্যাক্সি/ট্রাভেলবাস।
☑️ চেরাপুঞ্জিতে ১ রাত ও শিলংয়ে ২ রাত শেয়ার বেসিসে হোটেলে রাত্রিযাপন। একরুমে ৩/৪ জন। কাপল প্যাকেজের জন্য আলাদা রুম।
☑️ সাইট সিয়িং।
☑️ সিটি ট্যুর।
☑️ নোয়াকালিকাই ও এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি।
☑️ সকল পার্কিং ফি।
☑️ ফ্রি ডলার এন্ডোর্সমেন্ট।
☑️ সার্বক্ষণিক বাংলাদেশি গাইড।

❌❌ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়—
✖️ সকল খাবার, যাত্রা বিরতির সময় নাস্তা-পানীয়
✖️ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স
✖️ ব্যক্তিগত খরচ, রাইড ফি, কেনাকাটা
✖️ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
✖️ প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিং, গাড়ি ভাড়া।
✖️ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যুক্তিসঙ্গত কারণে বেড়ে যাওয়া খরচ।

বুকিং: যেহেতু ঈদের সময়, তাই তখন শিলংয়ে পর্যটকদের চাপ থাকে বেশি। এজন্য যাত্রার অনেকদিন আগে হোটেল ও ট্যাক্সি বুকিং দিতে হয়। তাই ঈদের ছুটিতে এই গ্রুপ ট্যুরে যেতে চাইলে অবশ্যই ৩০ মে'র মধ্যে বুকিং দিতে হবে। ৩০ তারিখ সন্ধ্যায় বুকিং ক্লোজ করা হবে। যেহেতু সিট সীমিত, তাই আগে কোটা পূর্ণ হয়ে গেলে আর বুকিং নেয়া হবে না। বুকিং মানি জনপ্রতি ৪০০০ টাকা (অফেরতযোগ্য)। সরাসরি না দিয়ে বিকাশে পাঠালে এর সাথে ৮০ টাকা যোগ করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কথায় কারও বুকিং নিশ্চিত করা হবে না। আসন সংখ্যা সীমিত, তাই যাত্রা নিশ্চিত করতে অবশ্যই আগেভাগে বুকিং দিন।

শর্ত :
# ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার দিয়ে।
# প্যাকেজের টাকা কোনো অবস্থাতেই বাকি রাখা বা ফেরার দিন প্রদানের অনুরোধ করা যাবে না।
# গাড়িতে শিশুর জন্য সিট বা হোটেলে বিছানা চাইলে তার ভাড়া প্রদান করতে হবে। এছাড়া হোটেলে নিজের মত করে থাকতে চাইলে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে এবং এটি আগে ট্যুর অপারেটরকে অবগত করতে হবে।
# প্যাকেজসূচি বাতিল বা পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখবে ট্যুর সিলেট।
# যেসব শিশু বাবা মায়ের সাথে গাড়িতে বসবে এবং থাকবে তারা প্যাকেজের আওতাভুক্ত নয়।
# আমাদের সাথে সব সময়ই নারী পর্যটক ভ্রমণ করেন। এবারও করবেন। তাই পরিবার ও নারী পর্যটকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
# যারা সিলেটের বাইরের জেলা থেকে এসে যোগ দেবেন তাদেরকে সব রকম প্রয়োজনীয় সহায়তা করা হবে।

যোগাযোগ:
★ ট্যুর সিলেট
নেহার মার্কেট (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
০১৭১২৩১৬৬৮৪, ০১৯৯৫৮৮৮২৩৯

#ইন্ডিয়া_ট্যুর #শিলং_ট্যুর
#ডাউকি_ট্যুর #শিলং
#সিলেট_টু_শিলং #শিলং_ভ্রমণ
#ভারত_ভ্রমণভ #ট্যুর_সিলেটসল #সিলেট_ট্যুর

Address

320-321, R. B Complex, East Zindabazar, Sylhet.
Sylhet
3100

Telephone

+8801712316684

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tour Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Sylhet:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Sylhet

Show All