11/06/2024
আগামী ঈদে : ইন্ডিয়ায় রিল্যাক্স ট্যুর
ঘুরতে গিয়ে যদি হুলুস্থুল শুরু হয়, দম ফেলবার সময় মেলে না, পছন্দের জায়গায় গিয়ে যদি মন মত ঘুরতে না পারলেন, তাহলে এমন ঘুরাঘুরির দরকার কী? আর তা যদি হয় পয়সা খরচ করে বিদেশ ভ্রমণ! তাহলে তো সব মাটি। কেউ বারবার এক জায়গায় ঘুরতে যায় না, যখন যায়, মন ভরে তার সব উপভোগ করা চাই। তবেই ভ্রমণের মজা, ভ্রমণের সার্থকতা!
আগামী ঈদুল আজহার ছুটিতে এমনই একটি ট্যুর আয়োজন করেছে ট্যুর সিলেট। সিলেট থেকে ঘুরে আসবো আমরা প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত, ভারতের মেঘালয় রাজ্যের শিলং, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল, বৃটিশ আদলে নির্মিত শহর চেরাপুঞ্জি ও এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। এ ট্যুর হবে ৪ দিন ৩ রাতের।
এই ট্যুরটি সিলেট থেকে শুরু হবার কারণ, আমরা ভারতে ঢুকবো সিলেটের তামাবিল বর্ডার দিয়ে! এদিকে যেতে হলে ভিসায় অবশ্যই 'ডাউকি' বর্ডার উল্লেখ থাকতে হবে! এই ট্যুরে দেশের যেকোনো জায়গা থেকে অংশ নেয়া যাবে। মেয়াদ আছে এমন ইন্ডিয়ান ভিসায় 'ডাউকি বর্ডার' থাকলে আজই বুকিং দিতে পারেন আপনিও।
ঘুরাঘুরিতে সময় আমরা একটু বেশিই নেবো। যেখানে যাবো, কোনো তাড়াহুড়ো থাকবে না। যা সাধারণত গ্রুপ ট্যুরে হয়। আমরা একদম পারিবারিক আবহে এবং রিল্যাক্সে ঘুরে দেখবো প্লান মত!
★ প্যাকেজমূল্য:—
# ইকোনমি : ৳ ১২,৯৯৯ টাকা (জনপ্রতি)
# কাপল: ৳ ২৮,৯৯৯ টাকা
# # ট্যুরের তারিখ:
★ ২০ জুন-২৩ জুন, ২০২৪ (ঈদের ছুটিতে)
@ ট্যুর প্লান
# # ১ম দিন
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে গেইটলক বাসে যাত্রা করবো। তামাবিল ও ডাউকি বর্ডারে ইমিগ্রেশন শেষ করে ইনোবা/রিজার্ভ ট্যাক্সি চড়ে বড়হিল ফলস, পান্থুমাই ঝর্ণা উপভোগ করে মাউলিনং পৌঁছাবো। এর আগে ডাবল ডেকার রুটব্রিজ ঘুরে আসবো দলবেঁধে। দুপুরের খাবার সেরে নেবো মাউলিনংয়ে। সেখান থেকে যাব অপূর্ব সুন্দর মকডক ব্রিজ উপভোগ করতে। এ ব্রিজে শাহরুখ খান তার বিখ্যাত 'কয়লা' ছবির একটি গানের সুটিং করেছিলেন! ব্রিজ এবং পাহাড়ের সারি উপভোগ করে ছুটে যাবো নোয়াকালিকাই ফলসে। এরপরের গন্তব্য চেরাপুঞ্জি!
# # ২য় দিন
সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো চেরাপুঞ্জি ইকো পার্কে। চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ ও ব্রিটিশ কলোনি পরিদর্শন শেষে চলে আসবো শিলং। ফেরার পথে মোসোমাই গুহায় চাইলে ঢুঁ-ও মারবো। শহরে ঢোকার আগে দেখে নেবো এলিফ্যান্ট ফলস এবং ক্যাথলিক চার্চ!
# # ৩য় দিন (ঐচ্ছিক)
সকালে নাস্তা সেরে চলে যাবো ওয়ার্ডস লেকে। চাইলে মর্নিংওয়াকেও বেরুতে পারবেন এখানে। তারপর সারাদিন কেনাকাটাসহ নিজেদের মত সময় কাটানো। এদিনও শিলংয়ে রাত্রিযাপন।
# # ৪র্থ দিন
সকালে উঠে নাস্তা সেরে ডাউকির উদ্দেশ্যে রওয়ানা দেবো। পথে সাইটসিন হবে। ডাউকিতে যাত্রা বিরতি শেষে ইমিগ্রেশন পর্ব সম্পন্ন করে বিকেলে সিলেট এসে পৌঁছাবো।
যা যা ঘুরে দেখবো ৪ দিনের এই ট্যুরে—
* ডাউকি
* ঝুলন্ত ব্রিজ
* উমক্রেম ফলস
* বরহিল ফলস (পান্থুমাই)
* মাউলিনং ভিলেজ
* রুটব্রিজ
* মকডক ব্রিজ
* নোয়াকালিকাই ফলস
* চেরাপুঞ্জি ঐতিহাসিক চার্চ
* ব্রিটিশ কলোনি
* সেভেন সিস্টার্স ফলস
* চেরাপুঞ্জি ইকো পার্ক
* মোসোমাই গুহা
* শিলং ক্যাথলিক চার্চ
* এলিফ্যান্ট ফলস
* ওয়ার্ডস লেক
* পুলিশ বাজার
✅✅ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে—
☑️ সিলেট থেকে শিলং ঘুরে সিলেট আসা পর্যন্ত সব ধরণের ট্রান্সপোর্ট। সিলেট-তামাবিল-সিলেট গেইটলক বাসে যাতায়াত। ডাউকি-চেরাপুঞ্জি-শিলং-ডাউকিতে রিজার্ভ ট্যাক্সি।
☑️ শিলংয়ে ৩ রাত শেয়ার বেসিসে হোটেলে রাত্রিযাপন। একরুমে ৩/৪ জন। কাপল প্যাকেজের জন্য আলাদা রুম।
☑️ সাইট সিয়িং।
☑️ নোয়াকালিকাই ও এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি।
☑️ সকল পার্কিং ফি।
☑️ ফ্রি ডলার এন্ডোর্সমেন্ট।
☑️ সার্বক্ষণিক বাংলাদেশি গাইড।
❌❌ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়—
✖️ সকল খাবার, যাত্রা বিরতির সময় নাস্তা-পানীয়
✖️ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স
✖️ ব্যক্তিগত খরচ, রাইড ফি, কেনাকাটা
✖️ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
✖️ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যুক্তিসঙ্গত কারণে বেড়ে যাওয়া খরচ।
বুকিং: যেহেতু ঈদের সময়, তাই তখন শিলংয়ে পর্যটকদের চাপ থাকে বেশি। এজন্য যাত্রার অনেক আগে হোটেল ও ট্যাক্সি বুকিং দিতে হয়। তাই ঈদের ছুটিতে এই গ্রুপ ট্যুরে যেতে চাইলে অবশ্যই ১৩ জুনের মধ্যে বুকিং দিতে হবে। যেহেতু সিট সীমিত, তাই আগে কোটা পূর্ণ হয়ে গেলে আর বুকিং নেয়া হবে না (এরই মধ্যে সিংহভাগ সিট বুকড হয়ে গিয়েছে)। বুকিং মানি জনপ্রতি ৪০০০ টাকা (অফেরতযোগ্য)। সরাসরি না দিয়ে বিকাশে পাঠালে এর সাথে ৮০ টাকা যোগ করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কথায় কারও বুকিং নিশ্চিত করা হবে না।
শর্ত :
# ভিসা থাকতে হবে ডাউকি বর্ডার দিয়ে।
# প্যাকেজের টাকা কোনো অবস্থাতেই বাকি রাখা বা ফেরার দিন প্রদানের অনুরোধ করা যাবে না।
# গাড়িতে শিশুর জন্য সিট বা হোটেলে বিছানা চাইলে তার ভাড়া প্রদান করতে হবে। এছাড়া হোটেলে নিজের মত করে থাকতে চাইলে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে এবং এটি আগে ট্যুর অপারেটরকে অবগত করতে হবে।
# প্যাকেজসূচি বাতিল বা পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখবে ট্যুর সিলেট।
# যেসব শিশু বাবা মায়ের সাথে গাড়িতে বসবে এবং থাকবে তারা প্যাকেজের আওতাভুক্ত নয়।
# আমাদের সাথে সব সময়ই নারী পর্যটক ভ্রমণ করেন। এবারও করবেন। তাই পরিবার ও নারী পর্যটকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
# যারা সিলেটের বাইরের জেলা থেকে এসে যোগ দেবেন তাদেরকে সব রকম প্রয়োজনীয় সহায়তা করা হবে।
যোগাযোগ:
★ ট্যুর সিলেট
নেহার মার্কেট (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
০১৭১২৩১৬৬৮৪, ০১৯৯৫৮৮৮২৩৯
#ইন্ডিয়া_ট্যুর #শিলং_ট্যুর
#ডাউকি_ট্যুর #শিলং
#সিলেট_টু_শিলং #শিলং_ভ্রমণ
#ভারত_ভ্রমণভ #ট্যুর_সিলেটসল #সিলেট_ট্যুর
゚