Kazi Tour & Travels

Kazi Tour & Travels Your Travels Story Start Here✈

কে সঠিক উত্তর দিতে পারবে?
22/06/2024

কে সঠিক উত্তর দিতে পারবে?

সিলেটের জন্য অভিশাপ কিশোরগঞ্জের এই হাওর ইটনা আর মিঠামইন রাস্তা তৈরি করে সুরমা নদীর পানি প্রবাহ বন্ধ করার কারনেই আজকের  স...
19/06/2024

সিলেটের জন্য অভিশাপ

কিশোরগঞ্জের এই হাওর ইটনা আর মিঠামইন রাস্তা তৈরি করে সুরমা নদীর পানি প্রবাহ বন্ধ করার কারনেই আজকের সিলেট,সুনামগঞ্জের এই বন্যা পরিস্থিতি।

৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের ইটনা-মিঠামইনের এই দৃষ্টিনন্দন রোড (All Weather Road)
আজ আমাদের সিলেটবাসীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে!

#সংগ্রহীত

🇺🇸আমেরিকাতে ৫ বছরের মাল্টিপল🇺🇸🇨🇦কানাডা ১০ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা 🇨🇦===================🎀আপনি জেনে আনন্দিত হবেন, আমের...
18/06/2024

🇺🇸আমেরিকাতে ৫ বছরের মাল্টিপল🇺🇸
🇨🇦কানাডা ১০ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা 🇨🇦
===================
🎀আপনি জেনে আনন্দিত হবেন, আমেরিকা -
কানাডাতে ভিজিট ভিসা ইস্যু -র হার গত কয়েক
বছরের মধ্যে সর্বোচ্চ !!
🎀সঠিক ইমিগ্রেশন ল ' এন্ড পলিসি মেইনটেইন করে
টুরিস্ট ভিসার ফাইল প্রসেস করলে এ হার আরো
বাড়তে পারতো !!

=================
💢আমরা সঠিক নিয়মে সর্বোচ্চ আন্তরিকতার সহিত
💢আপনার ফাইলটা প্রসেস করে দিতে চাই I
=================
✅৩/৪ টি দেশ ভ্রমণ থাকলে আমরা আপনার জন্য
✅স্পেশাল প্যাকেজ এর ব্যবস্থা করবো I
=================
✅আমাদের এক্সপার্ট টিমের সাথে নিশ্চিত থাকুন
✅আপনার নির্ভুল ভিসা প্রসেসিং নিয়ে।
✅আমেরিকা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ২টি বিষয়ে সব
✅থেকে গুরুত্ব দেওয়া হয়।
১। DS-160 form. (আমাদের অভিজ্ঞ টিম নির্ভূলভাবে form পূরন করবেন।)
২। Interview. (বাংলা/ইংরেজীতে Interview দিতে পারবেন।)
আমাদের অভিজ্ঞ টিম আপনাকে Interview এর জন্য
সম্পূর্ণরুপে প্রস্তুত করবেন।
=====================================
✅বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন :
01326-734439 (WhatsApp available)

🌙🌙ঈদ মুবারাক 🌙 🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়। কাজী ট্যুর এ...
17/06/2024

🌙🌙ঈদ মুবারাক 🌙 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।
কাজী ট্যুর এন্ড ট্রাভেলস্ এর সাতে থাকার জন্য ধন্যবাদ।
ঈদ উল আযহার দিনের ১০টি সুন্নাহ

ঈদের দিন ভোরে ঘুম থেকে ওঠা ও ঈদগাহে দ্রুত যাওয়া

কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদের নামাজের পর কুরবানির গোশত দ্বারা দিনের প্রথম আহার করা

গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও মিসওয়াক করা

উত্তম কাপড় পরিধান করা (নতুন কাপড় আবশ্যক নয়)

ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া (যদি অসুস্থ্যতা বা অন্য কোনো সমস্যা না থাকে)

তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া (আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ)

যে পথে ঈদগাহে যাওয়া হয় সেটা বাদ দিয়ে অন্য পথে বাড়ি ফিরে আসা। বিকল্প রাস্তা না থাকলে রাস্তার যে পাশ দিয়ে ঈদগাহে গিয়েছি তার বিপরীত পাশ দিয়ে বাড়ি ফিরব

ঈদের দিন যথা সম্ভব হাসিখুশি ও আনন্দিত থাকা

উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা। তবে সেরকম কোনো জায়গা পাওয়া না গেলে আবদ্ধ বা মসজিদেও সালাত আদায় করা যাবে

একে অন্যকে শুভেচ্ছা-অভিনন্দন জানানো। সাহাবাগণ ঈদের দিন একজনের সাথে অন্যজনের সাক্ষাতে এভাবে শুভেচ্ছা জানাতেনঃ

تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ

আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে সকল নেক আমলগুলোকে কবুল করে নিন।

কানাডা ভিজিট ভিসা এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 🇨🇦- ভিজিট ভিসায় এখন অনেকেই কানাডায় আসছেন অথবা আসার জন্য প্ল্যান করেন। ...
16/06/2024

কানাডা ভিজিট ভিসা এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 🇨🇦-

ভিজিট ভিসায় এখন অনেকেই কানাডায় আসছেন অথবা আসার জন্য প্ল্যান করেন। এবং এই ভিসার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, সেটার একটা সম্ভাব্য লিস্ট আমি দেওয়ার চেষ্টা করছি। এই ডকুমেন্টস আপনি রেডি রাখলে, আপনার ভিসা এপ্লিকেশন এর টাইম এবং জটিলতা, আশা করি দুইটাই কমবে।

শুরুতেই বলে রাখি আমি কোনো প্রফেশনাল নই এবং সবার জন্য ডকুমেন্ট লিস্ট এক নাও হতে পারে, কারণ এটা এক এক জনের পরিস্থিতির উপর নির্ভর করে। সুতরাং আপনার এর থেকে বেশি অথবা কম ডকুমেন্টসও সাবমিট করতে হতে পারে। আমি আমার অভিজ্ঞতা থেকে লিখছি মাত্র এবং আপনার এপ্লিকেশন করার সময় নিজে রুলস ও রেগুলেশন্স দেখে এপলাই করার অনুরোধ করা হলো।

ডকুমেন্ট চেকলিস্ট-

১। পাসপোর্ট
২। Letter of Invitation (অর্থাৎ কেউ আপনাকে কানাডার ভিতর থেকে আমন্ত্রণ করলে সেই আমন্ত্রণ পত্র)
৩। ব্যাংক স্টেটমেন্টস (সাধারণত এখানে সর্বনিম্ন ৬ মাসের স্টেটমেন্ট দেয়ার জন্য রেকমেন্ড করা হয়)
৪। ইটিনেরারি (অর্থাৎ আপনার purpose of visit, duration of stay ইত্যাদি সংক্রান্ত ডকুমেন্টস)
৫। ট্রাভেল হিস্ট্রি (বিগত সময়ে আপনি কোনো কোনো দেশে ট্রাভেল করেছেন সেটার হিস্ট্রি)
৬। NID
৭। Employer Information (অর্থাৎ অ্যাপলিক্যান্ট কোন কোম্পানির সাথে যুক্ত থাকলে অথবা চাকরি করলে সেই অফিস থেকে একটা অফিসিয়াল লেটার)
৮।বিবাহিত হলে Marriage Certificate

আপনারা যখন অনলাইনে এপলাই করতে যাবেন, তখন ওই পোর্টালই আপনার পরিস্থিতি বিবেচনা করে বলে দিবে আপনার কী কী ডকুনেন্টস সাবমিট করতে হবে (এবং সাথে কিছু ফর্ম ফিলাপও করতে হতে পারে)। এবং আগে ভাগে ডকুমেন্ট লিস্ট এর একটা আইডিয়া থাকলে, অনেকেরই আশা করি ডকুমেন্টস রেডি করতে সহজ হবে। কানাডার যাত্রা আশা করি সবার জন্য শুভ হোক।

   ゚
15/06/2024

🇦🇺𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬𝐢𝐧𝐠 🇦🇺ঘুরে আসুন আপনার স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া থেকে, মহান আল্লাহতালার অশেষ রহমতে কানাডা ভ...
14/06/2024

🇦🇺𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬𝐢𝐧𝐠 🇦🇺

ঘুরে আসুন আপনার স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া থেকে, মহান আল্লাহতালার অশেষ রহমতে কানাডা ভিজিট ভিসার প্রচুর পরিমাণে সফলতা পাওয়ার পর এখন আমাদের মাধ্যমে 'Australia' ও ভিজিট ভিসা প্রসেস করুন খুব সহজে।
আপনি যদি আপনার ফাইল অস্ট্রেলিয়া এম্ব্যাসিতে নিখুঁত ভাবে উপস্থাপন করতে পারেন, তবে স্বপ্নের দেশে অস্ট্রেলিয়াতে আপনার ভিসা হবে একদম ফ্রেশ পাসপোর্টেও।
আর বর্তমানে ভিসার হার বেশি হওয়ায় খুব কম সময়েই ভিসা হচ্ছে।
আমরা খুব অল্প সময়ে,নির্ভুল ভাবে ইনভাইটেশন এবং ব্যাংক সাপোর্ট সহ ভিজিট ভিসার ফাইল প্রসেসিং এর কাজ করছি।

🎯 Applicable Visa -
- Family Visa
- Single Visa
- Multiple Visa

- Documents support.
- Visa processing within a short time.
আমাদের সার্ভিস সম্পর্কে আরও জানতে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন,
অথবা আমাদের অফিসে ভিজিট করুন।

☎ 01326-734439
অফিসের ঠিকানা: কাজী ট্যুর এন্ড ট্রাভেলস্, হুমায়ন রশিদ চত্বর পয়েন্ট, সিলেট।

12/06/2024

হজ্জ পরবর্তী উমরাহ কাফেলায় বুকিং চলছে

🕋 নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী কাজী ট্যুর এন্ড ট্রাভেলস।

✈ সফরের তারিখ:- ১৫-২০ জুলাই ২০২৪ (সম্ভাব্য)

🟢 ইকোনমি প্যাকেজ ✅
১৩৫,০০০/ টাকা - খাবার ছাড়া,
১৪৭,০০০/= টাকা - খাবার সহ।

🔴 ফ্রী উপহার সামগ্রী:-

(১) মহিলাদের হিজাব (২) গলায় ঝুলানো বুকের ব্যাগ (৩) পিঠের ব্যাগ (৪) জুতার ব্যাগ ।

🔴এয়ার টিকেট :- ট্রানজিট বিমানে (ঢাকা থেকে জেদ্দা - মদিনা থেকে ঢাকা ফ্লাইট)।

🟢 হোটেল মক্কা: মানারাত আল ইমান অথবা সিমিলার। পায়ে হেটে হারামাইন শরীফের দূরত্ব ৬৫০/৭০০ মিটার।

🟢 হোটেল মদিনা: রাইয়ান -৪, আনসার কুবা অথবা সিমিলার। পায়ে হেটে হারামাইন শরিফের দুরত্ব ৫৫০/৬০০ মিটার।

👉 মক্কায় ৭ দিন ও মদিনা ৬ দিন থাকার ব্যাবস্থা। ( হাসবেন্ড এবং ওয়াইফ ) এক রুমে থাকতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ১২০০০/ টাকা চার্জ যুক্ত হবে।

👉 সকল ট্রান্সপোর্ট:- জেদ্দা এয়ারপোর্টে থেকে মক্কা হোটেল, মক্কা হোটেল থেকে মদিনা হোটেল , মদিনা হোটেল থেকে মদিনা এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)

👉 মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
মদিনা জিয়ারাহঃ মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।

👉 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
মক্কা জিয়ারাহঃ- জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি।

👉 এর বাইরে তায়েফ, জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া বদর প্রান্তর আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যাবস্তা করে দেয়া যাবে তাদের নিজেদের খরচে যেতে হবে।

📌 িশেষ_দ্রষ্টব্যঃ- আমাদের সাথেই আপনি কেন
যাবেন ??
👉 আমাদের রয়েছে বারংবার ভ্রমণকারী অভিজ্ঞ
মোয়াল্লীম গাইড ।
👉 কোরআন ও হাদিসের বিদগ্ধ আলেমেদ্বীন।
👉 সৌদি আরবের প্রসিদ্ধ ইউনিভার্সিটি (মদিনা,
উম্মুল কোরা, তাবুক, কিং সাউথ ) থেকে সর্বোচ্চ
ডিগ্রিধারী মোয়াল্লিম।
👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী ৷
খাবার।

🟢 ওমরার জন্য বুকিং দিতে যোগাযোগ 📲☎
ফোনঃ
01326-734439

Hotline
+8801738521884

📍কাজী ট্যুর এন্ড ট্রাভেলস।
ঠিকানাঃ হুমায়ন রশিদ চত্বর পয়েন্ট , সিলেট।

কানাডা ভিজিট ভিসা এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 🇨🇦- ভিজিট ভিসায় এখন অনেকেই কানাডায় আসছেন অথবা আসার জন্য প্ল্যান করেন। ...
11/06/2024

কানাডা ভিজিট ভিসা এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 🇨🇦-

ভিজিট ভিসায় এখন অনেকেই কানাডায় আসছেন অথবা আসার জন্য প্ল্যান করেন। এবং এই ভিসার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, সেটার একটা সম্ভাব্য লিস্ট আমি দেওয়ার চেষ্টা করছি। এই ডকুমেন্টস আপনি রেডি রাখলে, আপনার ভিসা এপ্লিকেশন এর টাইম এবং জটিলতা, আশা করি দুইটাই কমবে।

শুরুতেই বলে রাখি আমি কোনো প্রফেশনাল নই এবং সবার জন্য ডকুমেন্ট লিস্ট এক নাও হতে পারে, কারণ এটা এক এক জনের পরিস্থিতির উপর নির্ভর করে। সুতরাং আপনার এর থেকে বেশি অথবা কম ডকুমেন্টসও সাবমিট করতে হতে পারে। আমি আমার অভিজ্ঞতা থেকে লিখছি মাত্র এবং আপনার এপ্লিকেশন করার সময় নিজে রুলস ও রেগুলেশন্স দেখে এপলাই করার অনুরোধ করা হলো।

ডকুমেন্ট চেকলিস্ট-

১। পাসপোর্ট
২। Letter of Invitation (অর্থাৎ কেউ আপনাকে কানাডার ভিতর থেকে আমন্ত্রণ করলে সেই আমন্ত্রণ পত্র)
৩। ব্যাংক স্টেটমেন্টস (সাধারণত এখানে সর্বনিম্ন ৬ মাসের স্টেটমেন্ট দেয়ার জন্য রেকমেন্ড করা হয়)
৪। ইটিনেরারি (অর্থাৎ আপনার purpose of visit, duration of stay ইত্যাদি সংক্রান্ত ডকুমেন্টস)
৫। ট্রাভেল হিস্ট্রি (বিগত সময়ে আপনি কোনো কোনো দেশে ট্রাভেল করেছেন সেটার হিস্ট্রি)
৬। NID
৭। Employer Information (অর্থাৎ অ্যাপলিক্যান্ট কোন কোম্পানির সাথে যুক্ত থাকলে অথবা চাকরি করলে সেই অফিস থেকে একটা অফিসিয়াল লেটার)
৮।বিবাহিত হলে Marriage Certificate

আপনারা যখন অনলাইনে এপলাই করতে যাবেন, তখন ওই পোর্টালই আপনার পরিস্থিতি বিবেচনা করে বলে দিবে আপনার কী কী ডকুনেন্টস সাবমিট করতে হবে (এবং সাথে কিছু ফর্ম ফিলাপও করতে হতে পারে)। এবং আগে ভাগে ডকুমেন্ট লিস্ট এর একটা আইডিয়া থাকলে, অনেকেরই আশা করি ডকুমেন্টস রেডি করতে সহজ হবে। কানাডার যাত্রা আশা করি সবার জন্য শুভ হোক।

11/06/2024
(CANADA 10 Years Multiple Visa)USA 5 Years Multiple Visa)All types of Visa Assistance......................................
10/06/2024

(CANADA 10 Years Multiple Visa)

USA 5 Years Multiple Visa)

All types of Visa Assistance..................................................
We are the Gov.t approved agent🇧

🟩সহজ কিন্তু খুবই সেনসিটিভ কিছু Requirements Fulfill করতে পারলে আপনিও পেতে পারেন USA/CANADA মাল্টিপল ভিসা।

USA/CANADA মাল্টিপল (TEMPORARY RESIDENCE VISA)

🟩আপনি কি USA/CANADA যেতে আগ্রহী? দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না? বিভিন্ন ভাবে প্রতারিত হয়েছেন? ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে আসুন অফিসে। তাহলে আর সময় নষ্ট না করে আজই আমাদের পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিন।

🟩কেন আপনি USA/CANADAযাবেন?
আপনার আমেরিকা অথবা কানাডা ভ্রমনের অভিজ্ঞতা থাকলে তা পরবর্তিতে আপনার বা আপনার সন্তানের Student Visa/ Job Visa/ Immigration Visa পাওয়ার পথকেও সুগম করবে।

🟩আপনি চাইলে আপনার পছন্দের দেশ এর ভিসার ব্যাপারে আমরা দক্ষতার সাথে কাজ করে সফলতার অংশীদারি হতে পারি। যেমন, আপনার পাসপোর্ট ও আর্থিক অবস্থান বিবেচনা করে কোন দেশে আপনি যেতে পারবেন,সেটা কিভাবে সম্ভব এবং আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারব সবকিছুই আলোচনার মাধ্যমে আপনার সিদ্ধান্ত নেয়াকে আরো সহজ করে দিবে।

🟩আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে একটি ট্রেড লাইসেন্স এর মালিক হন তাহলে আমারা আপনার জন্য আনতে পারি USA ০৫ বছর CANADA ১০ বছরের ভিসিট ভিসা যা আপনাকে ৫ বছরের জন্য USA অথবা কানাডাতে মাল্টীপল এন্ট্রিতে বসবাসের সুযোগ দেয়।

🟩(আপনার ট্রেড লাইসেন্স না থাকলে আমাদের মাধ্যমেই ভিজিট ভিসায় আবেদন ও ভিসা নিতে পারবেন অথবা আপনার ট্রেড লাইসেন্স করানোর জন্য আমাদের সাহায্য নিতে পারেন)

🟩আমরা আপনাদের জন্য USA/CANADA Visit Visa র সার্ভিস দীর্ঘদিন যাবত সুনামের সাথে দিয়ে আসছি। আমাদের আছে অভিজ্ঞ ভিসা এক্সপার্টস যারা আপনাকে সঠিক তথ্য ওদিক নির্দেশনা দিয়ে ভিসা প্রাপ্তি সহজতর করে দেয়।
উল্লেখ্যঃ ফ্যামিলি নিয়েও ভিসিট ভিসা বিজনেস ভিসা আবেদন করা যাবে।

কেন আমাদের সার্ভিস নেবেনঃ -
1) Analyze every file carefully
2) Use the finding to provide the GUIDELINE for success
3) Help to make CORRECT documents
4) VIVA PRACTICE
5) AND OUR SECRET TIPS FOR VISA

🟩ভিসার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য জানতে বা অফিসে আপয়েন্টমেন্ট কনফার্ম যোগাযোগ করুন।

🌆অফিস ঠিকানা: কাজী ট্যুর এন্ড ট্রাভেলস।
হুমায়ন রশিদ চত্বর পয়েন্ট, সিলেট।

+880 01326-734439 --Whatsapp📲

যদি আপনার সব ডকুমেন্টস Strong থাকে তাহলে খুব তাড়াতাড়ি ভিসা দিচ্ছে কানাডা । আমরা নো এজেন্সি নো এজেন্ট ❤️শুধুমাত্র আমার পা...
09/06/2024

যদি আপনার সব ডকুমেন্টস Strong থাকে তাহলে খুব তাড়াতাড়ি ভিসা দিচ্ছে কানাডা ।
আমরা নো এজেন্সি নো এজেন্ট ❤️
শুধুমাত্র আমার পাসে বসে নিজ গাইডের মাধ্যমে সাবমিট করতে যোগাযোগ করুন এখনই। ডকুমেন্টস সাপোর্ট ও ব্যাংক সাপোর্টতো থাকছেই।
কানাডা ভিসা দিচ্ছে সুন্দর ও স্ট্রং প্রোফাইলে। আপনার প্রোফাইলটা কিভাবে মেইক হবে সেটাও দেখুন পাসে বসে। কোনো কিছু হাইড থাকবে না।
যদি কাজ করাতে ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করবেন নতুবা আজেবাজে কমেন্ট বা এস এম এস দিয়ে বিরক্ত করবেন না
ধন্যবাদ,,,,
Wp- 01326-734439
#

সৌদি আরব এর বড় কম্পানি গুলোর মধ্যে একটি হল আল মারাই। যেতে চাইলে ইনবক্স এ যোগাযোগ করুন।অথবা নিচে দেয়া নাম্বারে যোগাযোগ কর...
08/06/2024

সৌদি আরব এর বড় কম্পানি গুলোর মধ্যে একটি হল আল মারাই। যেতে চাইলে ইনবক্স এ যোগাযোগ করুন।
অথবা নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।👎
০১৩২৬৭৩৪৪৩৯

কানাডায় আসার সুযোগ বাড়ল!ট্রুডো সরকার কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স দেওয়ার জন্য ঘোষণা করলেন।লিংক কমেন্টে। আমি অনেক দিন ধর...
05/06/2024

কানাডায় আসার সুযোগ বাড়ল!
ট্রুডো সরকার কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স দেওয়ার জন্য ঘোষণা করলেন।লিংক কমেন্টে।

আমি অনেক দিন ধরে কানাডায় আসার এই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। কিন্তু এই প্রোগ্রামটা সব সময় একটিভ থাকত না। তাই আর কিছু লেখা হয় নি।

যাক ব্যাপারটা হলো যে, গতকাল জুন ৩ সোমবারে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার Mark Miller কানাডার রাজধানী অটোয়ায় এক সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে,"কানাডার ফেডারেল সরকার দুইটা নিউ pathways এর ঘোষণা দিয়েছেন। যে সিস্টেমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে caregiver দের কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স দেওয়া হবে।"

এই দুটো pathways হলো:
1. The home child care pilot
2. The home support worker pilot.

মোট কথা আগে এই ভিসাটা ছিল কিন্তু তেমনভাবে সক্রিয় ছিল না বললেই চলে। তাছাড়া caregiver দের PR পেতেও একটু দেরি হতো।
সরকার এই সিস্টেমের ওপরে জোর দিয়েছেন। কাজেই carehiverরা আবেদন করে কানাডায় আসতে পারবে ও পরে তারা PR ( permanent resistance ) পাবে সহজে এই pathway এর মাধ্যমে।
এই সিস্টেমের ওপর আগে যেসব নিয়মকানুন ছিল সেগুলোও কিছুটা সহজ করার ঘোষণা দিয়েছেন সরকার। যেমন, আগে এই ভিসায় আসতে IELTS লাগত মিনিমাম 5। নতুন ঘোষণায় বলা হয়েছে এখন 4 হলেও চলবে। তাছাড়া এডুকেশনের requirementsও চেঞ্জ করে সহজ করা হবে। তবে সেটা হবে 2025 সালের মধ্যে।

এখন বলে নিই কেয়ারগিভার ভিসাটা কী?
The home support worker pilot এর অধীনে ফরেনাররা কানাডায় আসতে পারবে ওয়ার্ক পারমিট নিয়ে।
তাদের কাজ হবে বাচ্চাদের দেখাশোনা করা অথবা সিনিয়র বা অসুস্থ মানুষের দেখাশোনা করা।

দুই বছরের ওয়ার্ক পারমিটে তারা এসব কাজ করতে পারবে। তারপর সোজাসুজি PR এর জন্য আবেদন করলে PR পেয়ে যাবে। তখন আর কেয়ারগিভারের কাজ করা লাগবে না। PR পাওয়ার পর ঐ ক্যান্ডিডেট যা খুশি তাই করতে পারবে। পড়াশোনা করতে পারবে। ভালো চাকরি করতে পারবে। সবচেয়ে বড়ো কথা কেয়ারগিভার সঙ্গে করে তার পুরো পরিবার আনতে পারবে। মানে spouse, children.

যেসব যোগ্যতা লাগবে:
1. এডুকেশন : বলা হয়েছে কানাডার টুয়েলভ গ্রেড বা ব্যাকহোমের এর সমতুল্য এডুকেশন লাগবে। credential assessment করতে হবে।
2. ব্যাকহোমে কেয়ারগিভারের ওপর এক বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে হবে।
3. IELTS. আগে পয়েন্টস 5 দরকার হতো। সেটা কমে 4 করা হবে।

আবেদন করার মাধ্যমটা কী?
আপনাদের কেউ যদি পরিচিত কানাডায় থাকে যাদের বাচ্চাদের বা অসুস্থ কাউকে দেখাশোনা করার জন্য তারা জব অফার দিতে পারবে।
যে জব অফার দেবে তাকে আবার নিজের কেয়ারগিভার নিয়োগের শর্ত মিট করতে হবে। তবে সে আবেদন করতে পারবে।
তাছাড়া কানাডার বিভিন্ন জব সার্স ওয়েবসাইটে কেয়ারগিভার নেওয়ার বিজ্ঞাপন থাকে। সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। তবে পরিচিত কেউ থাকলে ভালো হয়। তারা সব কিছু করতে পারে ।
মোট কথা আপনার একটা জব অফার লাগবে। সেটার জন্য হয় পরিচিত কেউ আপনাকে জব অফার দেবে , না হলে আবেদন করতে হবে এড দেখে।

কেয়ারগিভার চাকরি করার সময় employer মানে যে আপনাকে নিয়োগ দেবে সে আপনাকে বেতন দেবে। আপনার spouse ওপেন ওয়ার্ক পারমিট পাবে। মানে spouse কাজ করতে পারবে যে কোনো employer এর অধিনে। বাচ্চারা পাবলিক স্কুলে পড়তে পারবে ফ্রি।
দুই বছর কাজ করা পর PR এর আবেদন করলে পরিবারের সবাই স্থায়ী বাসিন্দা হতে পারবে।
এই সিস্টেমকে ট্রুডো সরকার গুরুত্বের সঙ্গে দেখছেন ও কেয়ারগিভারদের পার্মানেন্ট রেসিডেন্ট করার ঘোষণা দিয়েছেন।
আপনারা গুগলে সার্স করলে নতুন ঘোষণা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।

দ্রত যোগাযোগ করুন।
04/06/2024

দ্রত যোগাযোগ করুন।

🇸🇲 উজবেকিস্তান নতুন ভ্যাকেন্সি 🇸🇲 👠জুতা ফ্যাক্টরি 👟📌স্টিকার ভিসা ,ম্যানপাওয়ার করে ফ্লাইট হবে ✈️ ২ মাসেই কনফার্ম ফ্লাইট। ...
03/06/2024

🇸🇲 উজবেকিস্তান নতুন ভ্যাকেন্সি 🇸🇲
👠জুতা ফ্যাক্টরি 👟
📌স্টিকার ভিসা ,ম্যানপাওয়ার করে ফ্লাইট হবে
✈️ ২ মাসেই কনফার্ম ফ্লাইট।
💵বেতন - ৪০০ ডলার
✳️সুবিধা : থাকা/খাবার কোম্পানীর

📌ভিসার মেয়াদ : ১বছর (নবায়নযোগ্য)
•বয়স : ২০-৪০বছর।

✍️ ডকুমেন্ট যা যা লাগবে :
পাসপোর্ট, ছবি সাদা ব্যাকগ্রাউন্ড

বি.দ্র - ফ্লাইটের পূর্বে ১০ দিনের ট্রেনিং বাধ্যতামূলক।

🏛️ Kazi Tour & Travels
আপনার বিদেশ যাত্রার বিশস্ত সহযোগী।
যোগাযোগ : ০১৩২৬৭৩৪৪৩৯

কোম্পানি নেইম: Indome, Sadafcoপেশা : লোড আনলোডডিউটি: ৯ ঘন্টা+ ৩ঘন্টা ওভারটাইমবেতন: ১২০০+২০০ রিয়ালথাকা - কোম্পানির, খাওয়া...
30/05/2024

কোম্পানি নেইম: Indome, Sadafco
পেশা : লোড আনলোড
ডিউটি: ৯ ঘন্টা+ ৩ঘন্টা ওভারটাইম
বেতন: ১২০০+২০০ রিয়াল
থাকা - কোম্পানির, খাওয়া- নিজের।
আকামা : কোম্পানি করে দিবে।
সরাসরি কোম্পানিতে নিয়োগ হবে।

কানাডা ভিজিট ভিসা ১ বার বা ২ বার 🇨🇦 রিফিউজড? 🇨🇦 ❝আর নয় দুশ্চিন্তা! আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা শতভাগ। সঠিক এসেসমেন্ট এর ম...
29/05/2024

কানাডা ভিজিট ভিসা ১ বার বা ২ বার
🇨🇦 রিফিউজড? 🇨🇦
❝আর নয় দুশ্চিন্তা! আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা শতভাগ। সঠিক এসেসমেন্ট এর মাধ্যমে পুনরায় ফাইল
আগে আমাদের কাজের অভিজ্ঞতা ও সাকসেসের অভিজ্ঞতা দেখবেন তারপরে ফাইল আবেদন করুন।❞
আপনার সফলতার শুরুটা হোক আমাদের কাছ থেকেই!
এবং আমরা অন্যান্য দেশের সকল ধরনের ভিসা প্রসেস করে থাকি।
আমাদের সার্ভিস সমূহঃ
✅কনফার্ম ইনভাইটেশন সহ আবেদন।
✅RCIC ল'ইয়ারের সাপোর্টসহ আবেদন।
✅ডকুমেন্ট সংক্রান্ত সকল সাপোের্ট।
✅আবেদনের পূর্বে GCMS নোট রিপোর্ট।
✅একোমোডেশন সাপোের্ট।

🏠 আমাদের ঠিকানা:
কাজী ট্যুর এন্ড ট্রাভেলস্।
হুমায়ন রশিদ চত্বর পয়েন্ট, সিলেট।
মোবাইল: ০১৩২৬-৭৩৪৪৩৯

কানাডায় যারা আসবেন তাদের জন্য সুখের খবর!গতকালকে আমি গাড়ির মধ্যে রেডিওতে যখন খবরটা শুনি তখনই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্...
27/05/2024

কানাডায় যারা আসবেন তাদের জন্য সুখের খবর!

গতকালকে আমি গাড়ির মধ্যে রেডিওতে যখন খবরটা শুনি তখনই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আগ্রহী ছিলাম। নিউজটা আপনাদের জন্য অত্যন্ত সুখকর হতে পারে। যারা কানাডায় এসে পড়েছেন বা যারা আসতে চান সবার জন্য এটা একটা পজেটিভ খবর।
আপনারা জানেন যে গত প্যানডেমিক থেকে কানাডার জব মার্কেটের কপালে একটা শনি লেগে ছিল। কানাডায় কাজ নেই, কাজ পাওয়া যাচ্ছে না এটা একটা প্রচলিত অভিযোগ ছিল বা এখনো আছে। কথাটাও সত্যি। জব পাওয়াটা কঠিনই বলতে হবে। কারণ জব কোথায়? নতুন কোনো কর্মসংস্থান তৈরি হয় নি। কিন্তু গতকাল শুক্রবার এক বিশাল আশার খবর প্রচার করা হয়েছে।

আমি হুবহু নিউজটা এখানে এড করলাম দেখুন কী বলা হয়েছে। ২০ ঘণ্টা আগে এই নিউজটা দেওয়া হয়েছে।

"The economy added 90,400 jobs in April, wildly exceeding expectations. The gains occurred both in full-time (40,100) and part-time (50,300) jobs. Most of the gains occurred in professional services - a surprising rebound, as well as healthcare and accommodation and food services."20 hours ago

অর্থাৎ কানাডার জব মার্কেটে নব্বই হাজার চারশো জব এড হয়েছে গতমাসে মানে এপ্রিলে। বলা হচ্ছে যে ফুল টাইম জব হলো চল্লিশ হাজার একশো আর পার্ট-টাইম জব পঞ্চাশ হাজার তিনশো। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো বেশিরভাগ জব সৃষ্টি হয়েছে প্রফেশনাল সার্ভিসে যেমন, হেল্থকেয়ার ও অন্যান্য।

নিউজে বলা হচ্ছে যে employer রা বেশি বেশি employees নিয়োগ করতে আগ্রহী হবে ফিন্যান্সিয়াল সমস্যা কমানোর জন্য।

আপনারা একটু চোখ বুলিয়ে নিতে পারেন কোন কোন ক্ষেত্রে কতো per cent জব এড হয়েছে।

"Employment gains in April were driven by part-time employment (+50,000; +1.4%). Employment increased in April in professional, scientific and technical services (+26,000; +1.3%), accommodation and food services (+24,000; +2.2%), health care and social assistance (+17,000; +0.6%) and natural resources (+7,700; +2.3%), while it fell in utilities (-5,000; -3.1%),” it said.

Employment increased in Ontario (+25,000; +0.3%), British Columbia (+23,000; +0.8%), Quebec (+19,000 +0.4%) and New Brunswick (+7,800; +2.0%) in April. It was little changed in the other provinces.

তারপরেও কানাডা জব মার্কেটের ক্রাইসি এখনো অনেক আছে। তবে আস্তে আস্তে সমস্যা সমাধান হবে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

আপনি কি Canada, Usa or Europe   যাওয়ার স্বপ্ন দেখছেন? সহজ ও কম খরচে Canada, Usa or Europe  যাওয়ার প্রসেস করতে চান? 🇨🇦 CA...
26/05/2024

আপনি কি Canada, Usa or Europe যাওয়ার স্বপ্ন দেখছেন? সহজ ও কম খরচে Canada, Usa or Europe যাওয়ার প্রসেস করতে চান?
🇨🇦 CANADA VISIT VISA🇨🇦 ১০ বছরের কানাডা মাল্টিপল ভিজিট ভিসা (ফ্যামিলি / সিঙ্গেল )🇨🇦দুবাই ,সৌদি আরব,কাতার, থেকে বাংলাদেশি ভাইদের জন্য কানাডা ভিজিট ভিসা প্রসেস করে থাকি।

আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকার সাপোর্ট দিয়ে থাকি এবং সঠিক ও কম খরচের মধ্যে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং কাজ করে থাকি।

আপনার যদি শুধু সাদা পাসপোর্ট হয় এবং এনআইডি থাকে তাহলে আপনি কানাডা ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আমরা আপনার পার্সোনাল ডকুমেন্টের উপর ভিত্তি করে কানাডার ভিজিট ভিসার আবেদনের জন্য সম্পূর্ণ ফাইল রেডি করে দিব।

যা যা পার্সোনাল ডকুমেন্ট আপনি আমাদের দেবেনঃ
১। আপনার এনাইডি।
২। আপনার পাসপোর্ট এর স্কান কপি।
৩। পাসপোর্ট সাইজ ছবি ১ এককপি।
বিঃদ্রঃ আমরা আবেদনের ফাইলটি তৈরি করার পর সাবমিট করার পূর্বে আপনাদের তৈরিকৃত ফাইলটি দেখানোর পর আমার ফাইনাল আবেদন দাখিল করবো।
✅ email:[email protected]
sylhet office:
Kazi Tour & Travels.
Humayon Rashid Chattor Point, sylhet.
🇨🇦 for information whatsapp
🇨🇦whatsapp 01326-734439

Address

Humayun Rashid Chattar
Sylhet

Telephone

+8801326734439

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Tour & Travels:

Videos

Share

Category


Other Travel Services in Sylhet

Show All

You may also like