মৌলভীবাজার জেলার কমলগঞ্জের হামহাম ঝর্ণা।
হামহাম #মৌলভীবাজার জেলার #কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে ২০১০ সালের শেষের দিকে পর্যটন গাইড শ্যামল দেববর্মাকে সাথে নিয় একদল পর্যটক হাম হামের এই অনিন্দ্য জলপ্রপাতটি আবিষ্কার করেন। স্থানীয়দের কাছে এই #ঝর্ণা চিতা ঝর্ণা হিসাবে পরিচিত, তাদের মতে এই জঙ্গলে আগে চিতা পাওয়া যেত। প্রায় ১৪০ফিট উঁচু এই ঝর্ণার বুনো সৌন্দর্য দেখার জন্যে অনেক কষ্ট স্বীকার করে সমগ্র #বাংলাদেশ থেকে মানুষ ছুটে আসে। শীতকালে তুলনামূলক পানি কিছটাু কম থাকলেও বর্ষাকালে হামহামের বুনো সৌন্দর্য্য দেখার উপযুক্ত একটা সময়।
#হামহাম #কমলগঞ্জ #Kamalganj #everyone #everyonefollowers #highlight #cr7
আকাশে মেঘ জমেছে একটু পরে বৃষ্টি হবে
শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য যত দেখি মন জুড়িয়ে যায়।
#everyone #highlight #everyonefollowers #cr7
এইটা শ্রীমঙ্গলের কোন টিলা কমেন্টে বলে দিবেন।
#highlight #everyonefollowers #everyone
গতকাল বৃহস্পতিবারের বধ্য ভূমির পানির দৃশ্য
গাছের উপর গাছ গোল মরিচ গাছ গাছের উপর যে গাছ গুলো দেখা যাচ্ছে সেগুলো গোল মরিচ গাছ।
চায়ের রাজধানী শ্রীমঙ্গল #highlight #everyonefollowers
চায়ের রাজধানী শ্রীমঙ্গল!
চায়ের রাজধানী যেন অপেক্ষা করে আছে অতিথি পর্যটকদের জন্য। চা বাগানের জন্য বেশি জনপ্রিয় হলেও অন্যান্য বেশ কিছু দর্শনীয় স্থানের দেখা মেলে শ্রীমঙ্গলে।
প্রকৃতির আলিঙ্গনে ঘেরা এ এলাকার আশেপাশের মোট ৫টি স্থানের সম্পর্কে আসুন জানি।
মাধবকুণ্ড জলপ্রপাত
ঠিক শ্রীমঙ্গলে নয়, তবে একই জেলার বড়লেখা নামক আরেকটি উপজেলায় রয়েছে এক মনোমুগ্ধকর জলপ্রপাত। সিলেট শহর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে বাস, ট্রেন বা ব্যক্তিগত পরিবহনের মাধ্যমে যাওয়া যাবে। বড় বড় পাথর, ক্ষীণ জলস্রোত আর প্রশান্তিদায়ক সবুজে ঘেরা মাধবকুণ্ড জলপ্রপাতে প্রায় সারা বছরই থাকে পর্যটকদের আনাগোনা। তবে জলধারা উপভোগের পাশাপাশি এর পিচ্ছিল ঢালগুলোতে সাবধানে থাকতে হবে। প্রায় ২০০ ফুট উপর থেকে আছড়ে পড়া জলের স্রোত যে কাউকে আহত করতে সক্ষম।
বাইক্কা বিল
একাধারে পাখি, মাছ ও গাছ
বৃষ্টি নেই কিন্তু চাঁদ আছে আর শীতল বাতাস বইছে শ্রীমঙ্গলে