Al Ihsan Hajj & Omrah Service

Al Ihsan Hajj & Omrah Service Al Ihsan Hajj & Umrah Services is one of the finest Hajj and Umrah Service Providers in Bangladesh. P Customer Satisfaction and Transparency is our Strength.
(17)

We are one of the finest Hajj and Umrah Service Providers in Bangladesh.

23/06/2024
23/06/2024

ইন-শা'আল্লাহ আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জে যেতে পারবেন। আপনার বুকিং নিশ্চিত করুন ।
০১৭১১৩১৮২১৭

16/06/2024
18/05/2024

আলহামদুলিল্লাহ
ঝেরঝেরীপাড়া মাদরাসা ও আল-ইহ্সান ট্রাভেলস'র যৌথ উদ্যোগে ১দিন ব্যাপী ফ্রি হজ্ব উমরাহ্ ও জিয়ারত প্রশিক্ষণ-২০২৪

দিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা করছেনঃ
ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস(টাইটেল মাদরাসা)' র স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা শায়খ মাহমুদ সোয়াইব সাহেব হাফিঃ।

লোকেশনঃঝেরঝেরীপাড়া মাদরাসা সিলেট।

হজ্জ প্রশিক্ষণ  🕋   হজ্জ প্রশিক্ষণ   🕋  হজ্জ প্রশিক্ষণ আসছে আগামী ১৮ ই মে রোজ শনিবার আসন্ন হজ্জ কে কেন্দ্র করে একদিন ব্য...
11/05/2024

হজ্জ প্রশিক্ষণ 🕋 হজ্জ প্রশিক্ষণ 🕋 হজ্জ প্রশিক্ষণ

আসছে আগামী ১৮ ই মে রোজ শনিবার আসন্ন হজ্জ কে কেন্দ্র করে একদিন ব্যাপি হজ্জ প্রশিক্ষণ ও ২০১৯, ২০২২ ও ২০২৩ সালের হজ্জযাত্রীদের পূর্ণমিলনী।

উক্ত প্রশিক্ষণে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করতে পারবেন। ( যেকোনো ট্রাভেল এজেন্সির হজ্জযাত্রীগণ ও অংশগ্রহণ করতে পারবেন)

দাওয়াতান্তে

আলহাজ্ব মাওলানা শায়খ মাহমুদ সোয়াইব

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ঝেরঝেরী পাড়া মাদ্রাসা।
চেয়ারম্যান, আল ইহ্সান ট্রাভেলস

আলহাজ্ব মাওলানা সহল আল রাজি চৌধুরী

ম্যানেজিং পার্টনার, আল ইহ্সান ট্রাভেলস

বিশেষ দ্রষ্টব্য: মহিলাদের জন্য পর্দা সহকারে আলাদা ব্যবস্থা থাকবে।

From Now Romania 🇹🇩>>Schengen 🇪🇺 :আজকে থেকে (৩১ মার্চ) রোমানিয়ায় TRP থাকা সকল বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের সেঞ্জেন...
01/04/2024

From Now Romania 🇹🇩>>Schengen 🇪🇺 :

আজকে থেকে (৩১ মার্চ) রোমানিয়ায় TRP থাকা সকল বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের সেঞ্জেন এরিয়াতে ভ্রমণ করা সহজ হয়ে গিয়েছে।এক্ষেত্রে কোন প্রকার ভিসা লাগবে না।

এইপোস্টে কিভাবে সেঞ্জেন এরিয়াতে ঝামেলা ছাড়া ফ্লাই করা যাবে সে বিষয়ে ধারণা দেওয়া হবে।

ফ্লাইটের আগের প্রস্তুতি:

১। সবচেয়ে জরুরি বিষয় TRP আর পাসপোর্ট। এক্ষেত্রে দুটোরই মেয়াদ কমপক্ষে তিনমাস থাকলে সেইফ।(অনেকক্ষেত্রে TRP আবেদন করছে এমন প্রুফ দিয়ে ফ্লাই করা যেতে পারে কম মেয়াদেও।)

উল্লেখ্য, ভিসা না লাগলেও টিআরপি পাসপোর্ট ছাড়া কোনভাবেই ফ্লাই করা যাবে না।

২।ফ্লাইট ও তারিখ: ফ্লাইট বুকিং করতে অবশ্যই টিআরপির মেয়াদ খেয়াল রাখা জরুরি।আর একমাস আগে বুক করলে মোটামুটি বেশ অবিশ্বাস্য কম খরচে বাজেট এয়ারলাইনসে টিকেট পাওয়া যেতে পারে।যেমন বুখারেস্ট থেকে রোম ২৫ ইউরো!!

ফ্লাইটের দিন :

১। সুবিধামত সময় নিয়ে গেলেই হবে। বুখারেস্ট অটোপেনি এয়ারপোর্টে (Bucharest Henri Coandă International Airport) বিজি সময়েও চেকিং শেষ করে বোর্ডিং গেটে পৌঁছাতে ১ ঘন্টা লাগত ম্যাক্সিমাম।এখন আরও কম লাগবে।

২। এয়ারপোর্টে সেঞ্জেন এরিয়া ট্রাভেলের গেট আলাদা।ওই গেট গুলোতে যেতে সিকিউরিটির পর কোনো ইমিগ্রেশন নেই। ডাইরেক্ট বোর্ডিং গেটে পৌঁছে যাওয়া যায়।ওই হিসেবে সময় ও ঝামেলা নেই।

৩।এয়ারপোর্টে গিয়েই যদি ব্যাগেজ থাকে তাহলে এয়ারলাইনসের বোর্ডিং কাউন্টারে ওটা ড্রফ করে সিকিউরিটি চেকে গেলে হবে।আর তা যদি না থাকে তাহলে মোবাইলে থাকা টিকেট (Apple Wallet ,Google Wallet) কিংবা এয়ারলাইনসের এপস থেকে টিকেটের QR কোড স্ক্যান করেই ঢুকে যাওয়া যাবে।

ঢুকার পর সিকিউরিটি চেক শুরু হয়।

৪। সিকিউরিটি চেকে ১০০ ml এর বেশি কোনো তরল নিতে দেয় না এই এয়ারপোর্টে। আর ইলেকট্রনিক আইটেম আলাদা ট্রেতে রাখতে হয়।বেল্ট খুলতে হয়।ভালো বিষয় জুতা খুলতে হয়না।এখানে ৫ মিনিটও লাগে না!

৫। সিকিউরিটি চেকের পর স্ক্রিনে গেট নাম্বার দেখে সরাসরি চলে যাবেন বোর্ডিং গেটে। মোটামুটি ১৫ মিনিট আগ পর্যন্তও বাজেট এয়ারলাইনস গুলো বিমানে মানুষ উঠায়! তাই চাপ নেই।সিরিয়াল থাকেই।

৬।গুরুত্বপূর্ণ পয়েন্ট! - এয়ারলাইনসের লোকরা পাসপোর্ট টিআরপি চেক করে। গত সপ্তাহে আমি ফ্লাইটে রোমে যাওয়ার সময় উর্ধতন কর্মকর্তাকে মোবাইল দিয়ে আমাকে ক্লিয়ারেন্স দেয়। আমি স্টুডেন্ট তাই বেশি ঝামেলা হয়নি।আর ট্রাভেল হিস্ট্রি ভালো।তবে রোমের ক্ষেত্রেই এটা হয়েছে শুধু।রোমানিয়া থেকে আমি জার্মানি আর অস্ট্রিয়াতে গিয়েছি তখন উইজএয়ারের লোকরা কিছু বলেনি।

*উল্লেখ্য, তিউনিসিয়ার একজন কে বেশি সময় চেক করেছিল।ওনার ওয়ার্কপার্মিট ডকুমেন্টস দেখেছিল।

*তবে ঝামেলা হবে হয়না নরমালি।

সেঞ্জেনে পৌঁছানোর পর :

১। এখানে কোনো চাপ নেই।কোনো চেক নেই।কিছু নেই।ডাইরেক্ট লাগেজ যদি থাকে বেল্টে চলে যাবেন।আর না থাকলে সোজা এয়ারপোর্টের বাইরে!

২। মনে রাখবেন, ৯০ দিনের বেশি ১ দিন বেশি হলেও অবৈধ আপনি।আর রোমানিয়া ঢুকতে পারবেন না।ঢুকলেও ডিপোর্ট।আর সেঞ্জেন ভিসা পাবেন না কখনও!তাই নিজের ও দেশের মান রাখতে বৈধ থাকা উচিত।

ক্লাজ নাপোকা বা রোমানিয়ার অন্যান্য এয়াপোর্টের ক্ষেত্রেও সেম নিয়ম।**

আপনাদের সুবিধার জন্য সেঞ্জেনের দেশগুলো। যেগুলোতে এখনই যেকোন সময় যাওয়া যাবে!

অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, এবং সুইজারল্যান্ড,,বুলগেরিয়া।

এছাড়াও ইউ কান্ট্রি ও তুর্কিতেও যাওয়া যাবে।এক্ষেত্রে ইমিগ্রেশন ফেস করতে হবে দুই দেশেই।

ক্রেডিট : শাহাদাত হোসেন।

📍 Bucharest Henri Coandă International Airport, Bucharest ,Romania

আলহামদুলিল্লাহ, প্রথম ১০ রমজানে মসজিদে নববিতে কোটি মুসল্লির নামাজ আদায়
24/03/2024

আলহামদুলিল্লাহ, প্রথম ১০ রমজানে মসজিদে নববিতে কোটি মুসল্লির নামাজ আদায়

Address

Ananda Bhaban, Dhopadighir Purbapar
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801711318217

Alerts

Be the first to know and let us send you an email when Al Ihsan Hajj & Omrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Ihsan Hajj & Omrah Service:

Videos

Share

Category