Afia Tour & Travels

Afia Tour & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Afia Tour & Travels, Travel Company, London Plaza (2nd Floor), Sector: 3, Uttara, Turag.

Afia Tours and Travels: সচ্ছতা, জবাবদিহিতা ও আমানতদারিতাই আমাদের লক্ষ্য উদ্দ। আমরা দিয়ে থাকি সাশ্রয়ী ট্যুর প্যাকেজ, সবচেয়ে কম দামে এয়ার টিকেট, এবং হজ ও ওমরাহ সেবা। আমরা হতে চাই আপনার ভ্রমণের সেরা সঙ্গী!

🌸🌸🌸🌸🌸🌸🌸 *** UMRAH ****DAC-JED= EmiratesMED-DAC=Biman  1-15 Oct( 50kG)  **Fare- 72500/=
05/09/2024

🌸🌸🌸🌸🌸🌸🌸
*** UMRAH ***
*DAC-JED= Emirates
MED-DAC=Biman

1-15 Oct( 50kG)

**Fare- 72500/=

আসসালামু আলাইকুম, আমাদের পেইজে আপনাকে স্বাগতম।✅কোন প্রকার ঝামেলা ছাড়াই ঘরে বসে কম খরচে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার...
05/09/2024

আসসালামু আলাইকুম, আমাদের পেইজে আপনাকে স্বাগতম।
✅কোন প্রকার ঝামেলা ছাড়াই ঘরে বসে কম খরচে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার ।
✅নতুন অর্থবছর ২০২৪-২০২৫ এর ট্রেড লাইসেন্স নতুন / নবায়ন করুন মাত্র ২ দিনে।
সার্বিক সহযোগিতায় আফিয়া ট্যুর এন্ড ট্রাভেলস ।
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎+8801731-900020
☎+8801640-899378
☎+8801606-588857
🎯𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের...
25/08/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

আসসালামু আলাইকুম, আমাদের পেইজে আপনাকে স্বাগতম।🛜 আমাদের সেবাসমূহ:✅ইন্টারন্যাশনাল এয়ার টিকেটিং✅ডমেস্টিক এয়ার টিকেটিং✅হজ্জ ...
19/08/2024

আসসালামু আলাইকুম, আমাদের পেইজে আপনাকে স্বাগতম।
🛜 আমাদের সেবাসমূহ:

✅ইন্টারন্যাশনাল এয়ার টিকেটিং
✅ডমেস্টিক এয়ার টিকেটিং
✅হজ্জ ও উমরাহ প্যাকেজ
✅উমরাহ ভিসা প্রসেসিং
✅ট্যুরিস্ট ভিসা প্রসেসিং
✅ম্যানপাওয়ার
✅বিভিন্ন ভ্রমন প্যাকেজ
✅যেকোনো দেশের হোটেল বুকিং

🛜 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎+8801731-900020
☎+8801640-899378
🎯𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎


১০ বছর পর মায়ের বুকে সন্তান। মা হয়তো কল্পনাও করেনি যে, ছেলে বেঁচে আছে। গুম হওয়ার পর আয়নাঘর থেকে মুক্ত হলেন মীর কাসিম আলী...
06/08/2024

১০ বছর পর মায়ের বুকে সন্তান। মা হয়তো কল্পনাও করেনি যে, ছেলে বেঁচে আছে।
গুম হওয়ার পর আয়নাঘর থেকে মুক্ত হলেন মীর কাসিম আলীর পুত্র ব্যারিস্টার আরমান।

গতকাল ফজরের সময় যখন বাসা থেকে বের হচ্ছিলাম,তখন আম্মাকে বলেছিলাম আম্মা দোয়া করেন ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে ,আম্মা মাথায় হাত রেখে কান্না করে দোয়া করেছিলেন আল্লাহ আমার সন্তানকে আবার আফিয়াতের সাথে আপনিই ফিরিয়ে আনবেন ,যখন রাতে বাসায় ফিরলাম আম্মা ধরে কেদে দিয়েছেন !
আল্লাহ সকল মায়েদের ভালো রাখুন হায়াতের মধ্যে বারাকাহ দান করুন !

Afia Tour & Travels এর সাথে হজ্ব পরবর্তী প্রথম উমরাহ ইকোনমি প্যাকেজ ও স্ট্যান্ডার্ড পাকেজ উপভোগ করুন । 👇প্যাকেজ ১ঃ ইকোনম...
24/06/2024

Afia Tour & Travels এর সাথে হজ্ব পরবর্তী প্রথম উমরাহ ইকোনমি প্যাকেজ ও স্ট্যান্ডার্ড পাকেজ উপভোগ করুন ।
👇প্যাকেজ ১ঃ ইকোনমি প্যাকেজ
▶ আমাদের প্যাকেজমূল্যঃ ১,৪০,০০০/
✅ অলরেডি ০৯ জন কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ!
🎯 সম্ভাব্য ফ্লাইট টাইম - ০১ আগস্ট।
⏩ প্যাকেজে যা যা আছেঃ
✅টিকেট ট্রানজিট ফ্লাইট , এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, গালফ এয়ার
✅ভিসা
✅৩ বেলা দেশি খাবার।
✅ফুল প্রাইভেট ট্রান্সপোর্ট।
🎴হোটেল সমূহ মক্কা- ইমার আরিজ / লুলুয়াত আল ডোর / হোটেল লুলু ৬০০/৮০০ মিটার। মদিনা করম সিলভার / করম গোল্ডেন সিমিলার ৪০০ মিটার দূরে অবস্থিত।
✅রিয়াজুল জান্নাহ পারমিট।
✅মক্কা ও মাদিনার ঐতিহাসিক স্থানের জিয়ারা।

👇প্যাকেজ ২ঃ স্ট্যান্ডার্ড পাকেজ

▶ আমাদের প্যাকেজমূল্যঃ ১,৬০,০০০/
🎯 সম্ভাব্য ফ্লাইট টাইম - ০৩/০২ আগস্ট।
⏩ প্যাকেজে যা যা আছেঃ
✅টিকেট ডিরেক্ট সাউদি এয়ারলাইন্স
✅ভিসা
✅৩ বেলা দেশি খাবার।
✅ফুল প্রাইভেট ট্রান্সপোর্ট।
🎴হোটেল সমূহ মক্কা থেকে ২০০/৩০০ মিটার, মদিনা থেকে ২০০ মিটার দূরে অবস্হিত
✅রিয়াজুল জান্নাহ পারমিট।
✅মক্কা ও মাদিনার ঐতিহাসিক স্থানের জিয়ারা।
⚠️ তায়েফ, জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া বদর প্রান্তর আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যাবস্তা করে দেয়া যাবে তাদের নিজেদের খরচে যেতে হবে |
✅পাসপোর্ট ও এডভান্স জমা দিয়ে আপনার প্যাকেজ বুকিং কনফার্ম করুন।

🛜 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎+8801731-900020
☎+8801640-899378
🎯𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎


16/06/2024

ঈদ মোবারক! 🌟
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসবের দিনগুলো আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আপনার স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হোক এই পবিত্র দিনে।

সুন্দর জীবন গড়তে, বিশ্বস্ততার সাথে কম খরচে সৌদি আরবীয় ভিসা করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।আমাদের ভিসা সমূহ হচ্ছেঃ✅ আম...
12/06/2024

সুন্দর জীবন গড়তে, বিশ্বস্ততার সাথে কম খরচে সৌদি আরবীয় ভিসা করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের ভিসা সমূহ হচ্ছেঃ
✅ আমেল আইদি
✅ আমেল মন্জিল
✅ ফ্যামিলি যিয়ারাহ ভিসা
✅ ভিসা প্রসেসিং টাইম = ২-৫ কার্য-দিবস
🛜এছাড়া ও বিভিন্ন দেশের এয়ারটিকেট,ট্যুর প্যাকেজ,উমরাহ & হজ্ব প্যাকেজ উপভোগ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎+8801731-900020
☎+8801640-899378
🎯𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎

খুব সহজে এবং স্বল্প মূল্য ৫ বছরের দুবাই মাল্টিপল ভিসা করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।✅ ভিসা প্রসেসিং টাইম = ২-৫ কার্য...
11/06/2024

খুব সহজে এবং স্বল্প মূল্য ৫ বছরের দুবাই মাল্টিপল ভিসা করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
✅ ভিসা প্রসেসিং টাইম = ২-৫ কার্য-দিবস
🛜এছাড়া ও বিভিন্ন দেশের এয়ারটিকেট,ট্যুর প্যাকেজ,উমরাহ & হজ্ব প্যাকেজ উপভোগ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎+8801731-900020
☎+8801640-899378
🎯𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎


ভিসা করুন!  ভিসা করুন!  🗺️ ✈️ 🚗 🏖️ 🏝️ 🏞️ কম সময়ে, স্বল্পমূল্যে থাইল্যান্ডের ভিসা করুন  Afia Tour & Travels এর সাথে।🛜এছাড়...
10/06/2024

ভিসা করুন! ভিসা করুন! 🗺️ ✈️ 🚗 🏖️ 🏝️ 🏞️
কম সময়ে, স্বল্পমূল্যে থাইল্যান্ডের ভিসা করুন Afia Tour & Travels এর সাথে।
🛜এছাড়া ও বিভিন্ন দেশের এয়ারটিকেট,ট্যুর প্যাকেজ,উমরাহ & হজ্ব প্যাকেজ উপভোগ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎+8801731-900020
☎+8801640-899378
🎯𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎






ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা ক...
02/06/2024

ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।
একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।
অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পয পর হয় তাহরে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

ইন্ডিয়ান ভিসা নিয়ে দুশ্চিন্তা? আর যদি তা না হয় তাহলে দেরি না করে ইন্ডিয়ান ভিসা করতে চলে আসুন Afia Tour & Travels এ। যেখা...
28/05/2024

ইন্ডিয়ান ভিসা নিয়ে দুশ্চিন্তা? আর যদি তা না হয় তাহলে দেরি না করে ইন্ডিয়ান ভিসা করতে চলে আসুন Afia Tour & Travels এ। যেখানে পাবেন ঝামেলাবিহীন ভিসা।

💢 আমাদের ভিসা সমূহঃ
১।ট্যুরিস্ট ভিসা
২।মেডিকেল ভিসা
৩।বিজনেস ভিসা

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎️ +8801731-900020
☎️ +8801640-899378
🛜 𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎










ওমরাহ যাত্রীরা ফিরে আসছে,হজ্জের যাত্রীরা প্রবেশ করেছে ,করছে,করবে।এভাবেই বায়তুল্লাহ ঘিরে রেখেছে ইবরাহীমের সন্তানেরা।ইনশাআ...
23/05/2024

ওমরাহ যাত্রীরা ফিরে আসছে,
হজ্জের যাত্রীরা প্রবেশ করেছে ,করছে,করবে।
এভাবেই বায়তুল্লাহ ঘিরে রেখেছে ইবরাহীমের সন্তানেরা।
ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে🤍

২০২৫ এর হজ্জ প্রাকনিবন্ধন চলছে,,,
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
wa.me/01731-900020

Afia Tour & Travels এর সাথে হজ্ব পরবর্তী প্রথম উমরাহ গ্রুপ প্যাকেজ উপভোগ করুন। ▶ আমাদের প্যাকেজমূল্যঃ ১,৬০,০০০/🎯 সম্ভাব্...
21/05/2024

Afia Tour & Travels এর সাথে হজ্ব পরবর্তী প্রথম উমরাহ গ্রুপ প্যাকেজ উপভোগ করুন।
▶ আমাদের প্যাকেজমূল্যঃ ১,৬০,০০০/
🎯 সম্ভাব্য ফ্লাইট টাইম - ০৩/০২ আগস্ট।
⏩ প্যাকেজে যা যা আছেঃ
✅টিকেট ডিরেক্ট সাউদি এয়ারলাইন্স
✅ভিসা
✅৩ বেলা দেশি খাবার।
✅ফুল প্রাইভেট ট্রান্সপোর্ট।
🎴হোটেল সমূহ মক্কা থেকে ২০০/৩০০ মিটার, মদিনা থেকে ২০০ মিটার দূরে অবস্হিত
✅রিয়াজুল জান্নাহ পারমিট।
✅মক্কা ও মাদিনার ঐতিহাসিক স্থানের জিয়ারা।
💢পাসপোর্ট ও এডভান্স জমা দিয়ে আপনার বুকিং কনফার্ম করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎️ +8801731-900020
☎️ +8801640-899378
🛜 𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎

২০২৪ হজ্ব পরবর্তী প্রথম উমরাহ গ্রুপ প্যাকেজ উপভোগ করুন আফিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে।▶ আমাদের প্যাকেজমূল্যঃ ১,৪০,০০...
20/05/2024

২০২৪ হজ্ব পরবর্তী প্রথম উমরাহ গ্রুপ প্যাকেজ উপভোগ করুন আফিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে।
▶ আমাদের প্যাকেজমূল্যঃ ১,৪০,০০০/
✅ অলরেডি ০৯ জন কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ!
🎯 সম্ভাব্য ফ্লাইট টাইম - ০১ আগস্ট।
⏩ প্যাকেজে যা যা আছেঃ
✅টিকেট ট্রানজিট ফ্লাইট , এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, গালফ এয়ার
✅ভিসা
✅৩ বেলা দেশি খাবার।
✅ফুল প্রাইভেট ট্রান্সপোর্ট।
🎴হোটেল সমূহ মক্কা থেকে ৬০০/৮০০ মিটার, মদিনা থেকে ৪০০ মিটার দূরে অবস্হিত
✅রিয়াজুল জান্নাহ পারমিট।
✅মক্কা ও মাদিনার ঐতিহাসিক স্থানের জিয়ারা।

💢পাসপোর্ট ও এডভান্স জমা দিয়ে আপনার বুকিং কনফার্ম করুন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
𝐀𝐟𝐢𝐚 𝐓𝐨𝐮𝐫 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬
☎️ +8801731-900020
☎️ +8801640-899378
🛜 𝐋𝐨𝐧𝐝𝐨𝐧 𝐏𝐥𝐚𝐳𝐚, 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 -𝟎𝟑, 𝐋𝐢𝐟𝐭 -𝟎𝟐, 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎

*সৌদি ১ বছর মাল্টিপল ভিসা**পাসপোর্ট স্কান কপি। *পাসপোর্ট সাইজ ছবি (পিছনে সাদা)। *এডভান্স পেমেন্ট। *কমপক্ষে ৩ দিন সময় (ইন...
06/05/2024

*সৌদি ১ বছর মাল্টিপল ভিসা*

*পাসপোর্ট স্কান কপি।
*পাসপোর্ট সাইজ ছবি (পিছনে সাদা)।
*এডভান্স পেমেন্ট।
*কমপক্ষে ৩ দিন সময় (ইন শা আল্লাহ, এর আগে ই কাজ উঠে যাবে)।
*ভিসা না হলে টাকা ফেরত পাবেন।

আর ভিসা হওয়ার পর কাউকে (হয়ত) ঢুকতে না দিলে বা সৌদি সরকার ভিসা বাতিল করে দিলে কোনো দায় নেয়া হবে না। যদিও অনেক ই ইতোমধ্যে এই ভিসায় গিয়েছে আলহামদুলিল্লাহ।

মাআস্সালাম

বিস্তারিত জানতে অফিস ভিসিট করুন অথবা যোগাযোগ করুন :

📍 হেড অফিসঃ লন্ডন প্লাজা, (৩য় তলা), সেক্টর - ০৩, উত্তরা, ঢাকা - ১২৩০

📞 01731-900020
📞 𝟬𝟭𝟲𝟰𝟬 - 𝟴𝟵𝟵 𝟯𝟳𝟴
📞 𝟬𝟭𝟲𝟮𝟬 - 𝟯𝟳𝟯 𝟭𝟲𝟬
📞 𝟬𝟭𝟲𝟬𝟲 - 𝟱𝟴𝟴𝟴 𝟱𝟳

✉ ই-মেইলঃ [email protected]
🌐 ওয়েবসাইট- www.afiatourbd.com

চোখের শীতলতা..!প্রিয় দুজন মানুষ।
06/05/2024

চোখের শীতলতা..!
প্রিয় দুজন মানুষ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম সকলেই হজের প্রশিক্ষণ ও  শিক্ষণীয় মাসলা মাসাইল দোয়া অভিজ্ঞ আলেম ও হজ গাইড থেকে শিক্ষা নেবেন...
21/04/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকলেই হজের প্রশিক্ষণ ও শিক্ষণীয় মাসলা মাসাইল দোয়া অভিজ্ঞ আলেম ও হজ গাইড থেকে শিক্ষা নেবেন।
ঝুঁকির কাজ থেকে এড়িয়ে চলবেন, নিজের শরীরের যত্ন নিবেন। সময় মতন মেডিকেল চেকআপ করে নিবেন।
হজ্জ্বের ফরজ,ওয়াজিব ও সুন্নত
হজ্জ্বের ফরজ তিনটি। যথাঃ
১। ইহরাম বাঁধা,
২।উকূফে আরাফাহ (আরাফার ময়দানে অবস্থান করা),
৩।তাওয়াফে যিয়ারাত (চার চক্কর পরিমাণ)
১। ইহরাম বাঁধা অর্থাৎ হজ্বের নিয়ত করা। হে আল্লাহ! আমি হজ্ব উমরা এবং কাবাগৃহ তাওয়াফের জন্য নিয়ত করলাম। তুমি তা কবুল কর।
ইহরাম বাঁধার নিয়মঃ হজ্জ্ব ও ওমরাহর আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার নিয়ম হলো- হজ্জ্ব অথবা ওমরাহর নিয়তে সেলাইকৃত কাপড় খুলে সেলাইবিহীন দুটি চাদর পরিধান করে ‘তালবিয়াহ্’ পাঠ করা, শরিয়তের পরিভাষায় একেই ‘ইহরাম’ বলা হয়। ইহরাম বাঁধার উত্তম পদ্ধতি হলো-যখন ইহরাম বাঁধার ইচ্ছা করবে তখন প্রথমে গোসল অথবা অজু করবে, নখ কাটবে, বগল ও নাভীর নিচের চুল পরিষ্কার করবে এবং মাথা ও দাড়ি চিরুনি করে সর্ববিষয়ে পরিচ্ছন্নতা অর্জন করবে। ইহরামের জন্য দুটি নতুন অথবা ধোলাই করা পরিষ্কার চাদর হওয়া সুন্নত। একটি চাদর দিয়ে লুঙ্গি বানাবে অন্যটি দিয়ে চাদর বানাবে। ইহরামের কাপড় পরিধান করার পর নামাজের মাকরুহ সময় না হলে মাথা ঢেকে দুই রাকাআত নফল নামাজ আদায় করা মুস্তাহাব। নামাজ পড়ে মাথার কাপড় খুলে ফেলবে এবং যেই হজ্জ্বের ইচ্ছা করবে মনে মনে সেই হজ্জ্বের নিয়ত করে ইহরামের ‘তালবিয়াহ্’ পাঠ করবে।
لَبَّيْكَ اللّهُمَّ لَبَّيْكْ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكْ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكْ ، لا شَرِيْكَ لَكْ
তালবিয়ার উচ্চারণঃ
‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা, লাকা ওয়াল মুল্‌ক লা-শারীকালাক’।
২। ওকূফে আরাফাহঃ জিলহজ্ব মাসের ৯ তারিখ ফজরের পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা।
৩। তাওয়াফে জিয়ারাতঃ অর্থাৎ মক্কা শরীফ পৌঁছার পর সর্বপ্রথম কাজটি হলো চারবার কাবাগৃহটি প্রদক্ষিণ করা আবার হজ্জ্বের কাজ শেষ করে বাড়িতে ফিরার সময় সর্বশেষ কাজ হলো তিনবার কাবাগৃহ প্রদক্ষিণ করে রওনা হওয়া।
হজ্জের ওয়াজিব সমূহ
হজ্জের মধ্যে ওয়াজিব কাজ মোট ৮টি। যথা-
(১) মীকাত থেকে ইহরাম বাঁধা।
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ وَلأَهْلِ نَجْدٍ قَرْنًا فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا
ইবনু ‘আববাস (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য মীকাত নির্ধারণ করেন যুল-হুলায়ফাহ, সিরিয়াবাসীদের জন্য জুহফা, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম ও নাজদবাসীদের জন্য ক্বারণ। উল্লিখিত স্থানসমূহ হজ্জ্ব ও ‘উমরাহ’র নিয়্যাতকারী সে স্থানের অধিবাসী এবং সে সীমারেখা দিয়ে অতিক্রমকারী অন্যান্য এলাকার অধিবাসীদের জন্য ইহরাম বাঁধার স্থান। আর যে মীকাতের ভিতরের অধিবাসী সে নিজ বাড়ি হতে ইহরাম বাঁধবে। এমনকি মক্কাবাসীগণ মক্কা হতেই ইহরাম বাঁধাবে। (সহীহ বুখারী,হাদিস নং-১৫২৯,তাওহীদ পাবলিকেশন)
(২) সূর্য্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতে অবস্থান করতে থাকা।
عَنْ عَلِيٍّ، قَالَ: ثُمَّ أَرْدَفَ أُسَامَةَ فَجَعَلَ يُعْنِقُ عَلَى نَاقَتِهِ وَالنَّاسُ يَضْرِبُونَ الْإِبِلَ يَمِينًا، وَشِمَالًا، لَا يَلْتَفِتُ إِلَيْهِمْ وَيَقُولُ: السَّكِينَةَ أَيُّهَا النَّاسُ وَدَفَعَ حِينَ غَابَتِ الشَّمْسُ
আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) সূত্রে বর্ণিত। তিনি বলেন, অতঃপর তিনি উসামাহকে বাহনের পেছনে বসিয়ে মধ্যম গতিতে উষ্ট্রী চালিয়ে গেলেন। এ সময় লোকেরা তাদের উটকে ডানে-বামে মারধর করে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু তিনি তাদের দিকে ভ্রুক্ষেপ না করে বলতে লাগলেনঃ শান্ত গতিতে চলো হে লোকেরা! অতঃপর সূর্য ডুবার পরই তিনি আরাফা থেকে প্রত্যাবর্তন করেন। (সুনানু দাউদ, হাদিস নং-১৯২২)
(৩) আরাফার দিন শেষে ঈদের রাতটি ফজর পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা যতক্ষণ আকাশ প্রস্ফুটিত না হয়। তবে মহিলা ও দুর্বল পুরুষদের জন্য মধ্য রাতের পর মুযদালিফা ত্যাগ করা বৈধ আছে।
عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ فَيَقِفُونَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ بِالْمُزْدَلِفَةِ بِلَيْلٍ فَيَذْكُرُونَ اللهَ مَا بَدَا لَهُمْ ثُمَّ يَرْجِعُونَ قَبْلَ أَنْ يَقِفَ الإِمَامُ وَقَبْلَ أَنْ يَدْفَعَ فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ مِنًى لِصَلاَةِ الْفَجْرِ وَمِنْهُمْ مَنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ فَإِذَا قَدِمُوا رَمَوْا الْجَمْرَةَ وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ أَرْخَصَ فِي أُولَئِكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) তাঁর পরিবারের দুর্বল লোকদের আগেই পাঠিয়ে দিয়ে রাতে মুযদালিফাতে মাশ‘আরে হারামের নিকট উকূফ করতেন এবং সাধ্যমত আল্লাহর যিকর করতেন। অতঃপর ইমাম (মুযদালিফায়) উকূফ করার ও রওয়ানা হওয়ার আগেই তাঁরা (মিনায়) ফিরে যেতেন। তাঁদের মধ্যে কেউ মিনাতে আগমন করতেন ফজরের সালাতের সময় আর কেউ এরপরে আসতেন, মিনাতে এসে তাঁরা কঙ্কর মারতেন। ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বলতেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি শিথিল করে সহজ করে দিয়েছেন। (সহীহ বুখারী, হাদিস নং- ১৬৭৬,তাওহীদ পাবলিকেশন)
(৪) আইয়ামে তাশরিকেরঃ অর্থাৎ [১১.১২ ও ১৩ তারিখের ] রাত্রি গুলি মীনা এলাকায় কাটানো।
عَنْ ابْنِ عُمَرَأَنَّ الْعَبَّاسَ اسْتَأْذَنَ النَّبِيَّ صلى الله عليه وسلم لِيَبِيتَ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى مِنْ أَجْلِ سِقَايَتِهِ فَأَذِنَ لَهُ
تَابَعَهُ أَبُو أُسَامَةَ وَعُقْبَةُ بْنُ خَالِدٍ وَأَبُو ضَمْرَةَ
ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, ‘আববাস(রাদ্বিয়াল্লাহু আনহু)পানি পান করানোর জন্য মিনার রাতগুলোতে মক্কায় অবস্থানের ব্যাপারে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট অনুমতি চাইলেন। তিনি তাঁকে অনুমতি দিলেন। (সহীহ বুখারী, হাদিস নং-১৭৪৫,তাওহীদ পাবলিকেশন)
(৫) আইয়ামে তাশরিকের দিন গুলিতে তিন জামারাতেই কংকর তথা পাথর নিক্ষেপ করা।
عَنْ ابْنِ عُمَرَأَنَّهُ كَانَ يَرْمِي الْجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ ثُمَّ يَتَقَدَّمُ حَتَّى يُسْهِلَ فَيَقُومَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ ثُمَّ يَرْمِي الْوُسْطَى ثُمَّ يَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيَسْتَهِلُ وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ وَيَقُومُ طَوِيلاً ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي وَلاَ يَقِفُ عِنْدَهَا ثُمَّ يَنْصَرِفُ فَيَقُولُ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ
ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, তিনি প্রথম জামরায় সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন এবং প্রতিটি কঙ্কর নিক্ষেপের সাথে তাকবীর বলতেন। তারপর সামনে অগ্রসর হয়ে সমতল ভূমিতে এসে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতেন এবং উভয় হাত তুলে দু‘আ করতেন। অতঃপর মধ্যবর্তী জামরায় কঙ্কর মারতেন এবং একটু বাঁ দিকে চলে সমতল ভূমিতে এসে কিবলামুখী দাঁড়িয়ে উভয় হাত উঠিয়ে দু‘আ করতেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন। এরপর বাতনে ওয়াদী হতে জামরায়ে ‘আকাবায় কঙ্কর মারতেন। এর কাছে তিনি বিলম্ব না করে ফিরে আসতেন এবং বলতেন, আমি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি। (সহীহ বুখারী, হাদিস নং-১৭৫১,তাওহীদ পাবলিকেশন)
(৬) (দশ তারিখ ঈদের দিনে জামারাতুল আকাবাতে বা সর্ব শেষ বড় পাথর মারার স্থানে পাথর নিক্ষেপ করে) মাথার চুল মুন্ডন করা অথবা ছোট করা।
عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ حَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَطَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামালেন এবং সহাবীদের একদলও। আর অন্য একটি দল চুল ছোট করলেন। (সহীহ বুখারী, হাদিস নং-১৭২৯,তাওহীদ পাবলিকেশন)
(৭) শুধু মাত্র ক্বিরান ও তামাত্তু হজ্জ্ব পালনকারীদের জন্য হাদয়ী তথা হজ্জ্বের কুরবানী করা।
عَبْدَ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَنْحَرُ فِي الْمَنْحَرِ قَالَ عُبَيْدُ اللهِ مَنْحَرِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم
আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) কুরবানীর স্থানে কুরবানী করতেন। ‘উবাইদুল্লাহ (রহমাতুল্লাহ আলাইহি) বলেন, (অর্থাৎ) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরবানীর স্থানে। (সহীহ বুখারী,হাদিস নং-১৭১০,তাওহীদ পাবলিকেশন)
(৮) সকলের জন্য বিদায়ী তাওয়াফ করা।
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ إِلاَّ أَنَّهُ خُفِّفَ عَنْ الْحَائِضِ
ইবনু ‘আববাস (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, লোকেদের আদেশ দেয়া হয় যে, তাদের শেষ কাজ যেন হয় বাইতুল্লাহর তাওয়াফ। তবে এ হুকুম ঋতুমতী মহিলাদের জন্য শিথিল করা হয়েছে। (সহীহ বুখারী, হাদিস নং-১৭৫৫,তাওহীদ পাবলিকেশন)
হজ্জ্বের সুন্নাতসমূহ
১। মিকাতের বাইরে থেকে আগত ইফরাদ ও কেরান হজ্জ্ব পালনকারীর জনু তাওয়াফে কুদুম করা। (ইফরাদ হজ্জ্ব পালনকারী মক্কা পৌছে এবং কেরা হজ্জ্ব পালনকারী ওমরার কার্য সসম্পাদন করে মাথার চুল না কেটেই তাওয়াফে কুদুম করবে।
২। তাওয়াফে কুদূমের পর যদি হজ্জ্বের সায়ী করার ইচ্ছা থাকে, তবে তাতে রমল ও ইযতিবা করা (আর তাওয়াফে কুদুমের পরে হজ্জ্বের সায়ী করার ইচ্ছা না থাকলে তাতে রমল ও ইযতিবা করতে হবে না।)
৩। সাফা মারওইয়ায় সায়ীর সময় সবুজ দুপিলারের মধ্যবর্তী স্থান পুরুষের জন্য দৌড়ে অতিক্রম করা এবং অবশিষ্ট স্থান হেঁটে চলা।
৪। ৮ই জিলহজ্জ বাদ ফজর মিনার উদ্দেশ্যে রওয়া হওয়া এবং তথায় পাঁচ ওয়াক্ত সালাত (নামায) আদায় করা। (ভিড় এড়াবার লক্ষ্যে বা অন্য কোনো কারণে ফজরের পূর্বে ও রাতে রওনা দেয়াও জায়েজ।)
৫। ৯ই জিলহজ্জ সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া। পূর্বে ও রাতে যাওয়াও দিবাগত রাত্রে মুযদালিফায় থাকা।(কোনো অসুবিধার কারণে বা ভিড় এড়াবার লক্ষ্যে বা অন্য কোনো কারণে ফজরের পূর্বে ও রাতে রওনা যাওয়াও জায়েজ।)
৬। আরাফা থেকে সুর্যাস্তের পর ধীরস্থীরভাবে মুযদালিফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া।
৭। ৯ই যিলহজ্জ সূর্যাস্তের পর আরাফা থেকে মুযদালিফায় এসে রাতযাপন করা। (উল্লেখ্য, মুযদালিফায় সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যেই কিছুক্ষণ উকুফ বা অবস্থান করা ওয়াজিব, সুবহে সাদিকের পূর্বে অবস্থান করা সুন্নাতে মুয়াক্কাদাহ।)
৮। আরাফার ময়দানে গোসল করা।(তবে পানির পরিমাণ বুঝে গোসল করা উচিত। সামান্য পানি দিয়ে গোসল করলেও সুন্নত আদায় হয়ে যাবে। কেউ কেউ আরাফায় পৌছে প্রচুর পানি অপচয় করে গোসল করে ও কাপড় ধুয়ে পানি শেষ করে ফেলে। ফলে কোনো কোনো ক্যাম্পে অযু, এস্তেঞ্জা ও খাবার পানি নিয়ে সকলকে সংকটে পড়তে হয়।)
৯। ৮ই যিলহজ্জ দিনগত রাতসহ মিনায় অবস্থানের দিনগুলোয়তে রাতযাপনও মিনাতে করা। উক্ত সুন্নতসমূহ থেকে কোনো সুন্নত স্বেচ্চায় ছেড়ে দেয়া ঠিক নয়। অবশ্য ছেড়ে দেয়ার দ্বারা সদকা ইত্যাদিও ওয়াজিব হবে না, তবে সাওয়াব থেকে বঞ্চিত হবে। এ ছাড়াও বিভিন্ন আমলের মাঝে আরো অনেক সুন্নত রয়েছে, তার উল্লেখ যথাস্থানে রয়েছে।
হজ্জ ও ওমরাহর ফাযায়েল
আরাফার দিন আল্লাহতায়ালা হাজীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এবং হাজীদেরকে নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ভ করেন।
আয়শা রাযি. মুসলিম ৬৪৭
হজ্জ ওমরাহ দরিদ্রতা ও গুনাহকে দূরীভূত করে।
আব্দুল্লাহ ইবনে মাসুদ, তিরমিযি ৮১৫
উমরার রুকণ বা ফরজ দুই টি যথাঃ
১- ইহরাম বেধে নিয়াত করা ২ তাওয়াফ করা
১- ইহরাম অর্থাৎ
উমরায় প্রবেশের নিয়ত করা। হাদীসে এসেছ

تقبل الله منا ومنكم. عيدكم سعيد 🌹🌸اللهم اجعلنا مقبولين بكرمك🍃مكفولين بذكرك🌿مشمولين بعفوك🌸فائزين برضاك🍂العتقاء من نارك🍃ال...
10/04/2024

تقبل الله منا ومنكم. عيدكم سعيد 🌹🌸

اللهم اجعلنا مقبولين بكرمك🍃مكفولين بذكرك🌿مشمولين بعفوك🌸فائزين برضاك🍂العتقاء من نارك🍃الناظرين لوجهك🕋

كل عام وانتم بألف بخير 💕
محمد ريحان حبيب
Afia Tour & Travels এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা।

মোহাম্মদ রায়হান হাবিব
স্বত্বাধিকারী আফিয়া ট্যুর এন্ড ট্রাভেলস।
Hotline: +8801731-900020

অফিসিয়াল ঘোষণা Inside the Haramain আজ থেকেই শুরু হবে খতমে তারাবীএবং আগামী কাল প্রথম রমদ্বান।
10/03/2024

অফিসিয়াল ঘোষণা Inside the Haramain

আজ থেকেই শুরু হবে খতমে তারাবী
এবং আগামী কাল প্রথম রমদ্বান।

আল্লাহ সকলকে রমাদানে ওমরাহ আদায়ের তউফিক দান করুন।
10/03/2024

আল্লাহ সকলকে রমাদানে ওমরাহ আদায়ের তউফিক দান করুন।

আপনি জেনে অবাক হবেন যে, এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন মিনারগুলোর একটি, বাবুস সালাম মিনার। এটি 732 বছরেরও বেশি সময় ধরে পবি...
13/02/2024

আপনি জেনে অবাক হবেন যে, এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন মিনারগুলোর একটি, বাবুস সালাম মিনার।

এটি 732 বছরেরও বেশি সময় ধরে পবিত্র রওজা মোবারকের উপর দাঁড়িয়ে আছে।

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

🕋 রমজান উমরাহ প্যাকেজ সমূহঃ 🕌‎1️⃣ প্রথম কাফেলা ৮/৯ মার্চ ২০২৪✈ ট্রানজিট ফ্লাইটে ১,৭৫,০০০৳✈ ↗ ডিরেক্ট ফ্লাইটে ১,৯০,০০০৳‎2...
13/02/2024

🕋 রমজান উমরাহ প্যাকেজ সমূহঃ 🕌

1️⃣ প্রথম কাফেলা ৮/৯ মার্চ ২০২৪

✈ ট্রানজিট ফ্লাইটে ১,৭৫,০০০৳
✈ ↗ ডিরেক্ট ফ্লাইটে ১,৯০,০০০৳

2️⃣ ২য় কাফেলা ২৭ মার্চ ২০২৪ (ইতিক্বাফ)

✈ ট্রানজিট ফ্লাইটে ২,২০,০০০৳
✈ ↗ ডিরেক্ট ফ্লাইটে ২,২৫,০০০৳

💠উভয় প্যাকেজের জন্যঃ

⏱ সময়সীমা ১৪ দিন
🏨 ৫০০-৬০০ মিটারে স্ট্যান্ডার্ড মানের হোটেল।
🛌 ৪/৫ জন শেয়ারিং রুম।
🥗 ২ বেলা বাংলা খাবার।
🕋 মক্কা ও মদিনা জিয়ারাহ।

এছাড়াও আমাদের রয়েছে কাস্টমাইজড প্যাকেজের সুবিধা।

📍 হেড অফিসঃ লন্ডন প্লাজা, (৩য় তলা), সেক্টর - ০৩, উত্তরা, ঢাকা - ১২৩০

📞 01731-900020
📞 𝟬𝟭𝟲𝟰𝟬 - 𝟴𝟵𝟵 𝟯𝟳𝟴
📞 𝟬𝟭𝟲𝟮𝟬 - 𝟯𝟳𝟯 𝟭𝟲𝟬
📞 𝟬𝟭𝟲𝟬𝟲 - 𝟱𝟴𝟴𝟴 𝟱𝟳

✉ ই-মেইলঃ [email protected]
🌐 ওয়েবসাইট- www.afiatourbd.com

রমজান আমাদের দড়জায় কড়া নাড়ছে ।
রমজানের ওমরাহ মানে হজ্জের সমান সওয়াব, তাও নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জ করার সমতূল্য!!

আমরা জানি মক্কায় প্রতি সালাতের সাওয়াব ১ লক্ষ গুন, আর সেটা যদি রমজানে হয় তাহলে তো আরও ৭০ গুন সওয়াব বৃদ্ধি পেয়ে যায়। আমলনামায় নেকী বৃদ্ধি করার উত্তম জায়গা মক্কা / মদিনা।

*সৌদি ১ বছর মাল্টিপল ভিসা**পাসপোর্ট স্কান কপি। *পাসপোর্ট সাইজ ছবি (পিছনে সাদা)। *এডভান্স পেমেন্ট। *কমপক্ষে ৩ দিন সময় (ইন...
10/11/2023

*সৌদি ১ বছর মাল্টিপল ভিসা*

*পাসপোর্ট স্কান কপি।
*পাসপোর্ট সাইজ ছবি (পিছনে সাদা)।
*এডভান্স পেমেন্ট।
*কমপক্ষে ৩ দিন সময় (ইন শা আল্লাহ, এর আগে ই কাজ উঠে যাবে)।
*ভিসা না হলে টাকা ফেরত পাবেন।

আর ভিসা হওয়ার পর কাউকে (হয়ত) ঢুকতে না দিলে বা সৌদি সরকার ভিসা বাতিল করে দিলে কোনো দায় নেয়া হবে না। যদিও অনেক ই ইতোমধ্যে এই ভিসায় গিয়েছে আলহামদুলিল্লাহ।

মাআস্সালাম

বিস্তারিত জানতে অফিস ভিসিট করুন অথবা যোগাযোগ করুন : 01731-900020
01640-899378

জমজম পানের সময় দুআ কবুল হয়। কিন্তু তখন কী দুআ করতে হয়? এই সোনালী সময়টুর সর্বোত্তম ব্যবহার কোন দুআয় হবে? চলুন পৃথিবীর শ্র...
05/11/2023

জমজম পানের সময় দুআ কবুল হয়। কিন্তু তখন কী দুআ করতে হয়? এই সোনালী সময়টুর সর্বোত্তম ব্যবহার কোন দুআয় হবে? চলুন পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্মের কয়েকজনের কাছ থেকে শিখি।

১. হযরত উমর রা.
হযরত উমর রা. জমজম পান করার সময় দুআ করতেন, ‘আল্লাহ, রোজ কিয়ামতে যেন আমাকে পিপাসার্ত হতে না হয়, এই নিয়তে জমজম পান করছি।’

২. আবদুল্লাহ ইবনু আব্বাস রা.
আবদুল্লাহ ইবনু আব্বাস রা. দুআ করতেন এভাবে—
أللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وَشِفَاءً مِّنْ كُلِّ دَاْءٍ
‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী ইলম, প্রশস্ত রিযিক ও সকল রোগের আরোগ্য চাই।’

৩. ইমাম আবু হানীফা রাহ.
ইমাম আজম আবু হানীফা রাহ. জমজম পান করার সময় দুআ করতেন, তিনি যেন সবচেয়ে বড় আলিম হন

বুসিনাবী রাহ. ‘মাকামে ইবরাহীম’ সম্পর্কে চমৎকার একটি কিতাব লিখেছেন। সেখানে তিনি বলেন, ‘ইমাম আজম আবু হানীফা রাহ. জমজম পান করার সময় দুআ করেছেন, আল্লাহ তাআলা যেন তাঁকে ইলমে ফিকহ দান করেন। তাই হয়েছে, ইতিহাসে তিনিই সবচেয়ে বড় ফকীহ। তাঁর চেয়ে বড় কোনো ফকীহ আমাদের ইতিহাসে সৃষ্টি নেই।’

৪. আবদুল্লাহ ইবনুল মুবারক রাহ.
আবদুল্লাহ ইবনুল মুবারক রাহ. জমজম কূপ থেকে পানি নিয়ে পশ্চিম দিকে মুখ করে দুআ করলেন, হে আল্লাহ, কিয়ামত দিবসে আমাকে পিপাসার্ত করবেন না। একথা বলে জমজম পান করলেন।

৫. ইমাম শাফিঈ রাহ.
হাফিয ইবনু হাজার আসকালানী রাহ. বলেন, ‘ইমাম শাফিঈ রাহ. জমজম পান করার সময় দুআ করেন, তাঁর তীর যেন লক্ষ্যভেদী হয়। আল্লাহ তাআলা তাঁর দুআ কবুল করেছেন। তিনি ১০টি তীর নিক্ষেপ করলে ৯টিই লক্ষ্য ভেদ করত।’

অন্য বর্ণনামতে ইমাম শাফিঈ রাহ. তিনটি উদ্দেশ্যে জমজম পান করেন।

১. তীর যেন লক্ষ্য ভেদ করে। আল্লাহর মেহেরবানীতে ১০টি তীরের মধ্যে নয়টি তীরই লক্ষ্য ভেদ করত।
২. ইলমে দীন অর্জনে যেন সফল হন। তিনি বলতেন, ‘তোমরা দেখেছ, আল্লাহ তাআলা আমাকে কতটুকু ইলম দিয়েছেন।’
৩. জান্নাতে প্রবেশ করার জন্য। আশা করছি, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন।
আর আল্লামা সাখাবী রাহ. ইমাম শাফিঈ রাহ.—এর বরাতে উল্লেখ করেছেন, আমি ১০টি তীর নিক্ষেপ করলে ১০ টিই লক্ষ্য ভেদ করে, সাতটি নিক্ষেপ করলে সাতটিই লক্ষ্য ভেদ করে।

জমজম সংক্রান্ত দুটি পোস্ট পরে কিছু কি অনুমান করছেন?
উঁহু, আপনি যা ভাবছেন শুধু তা-ই নয়। আরো অনেক কিছুর গল্প-ইতিহাস-বর্ণনা...

Address

London Plaza (2nd Floor), Sector: 3, Uttara
Turag
1230

Alerts

Be the first to know and let us send you an email when Afia Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies


Other Turag travel agencies

Show All

You may also like