26/08/2024
প্রেস রিলিজ
২৫ আগস্ট ২০২৪
বন্যা পরিস্থিতিতে টিকেটের মূল্যহ্রাস সহ কোনরকম চার্জ ব্যতিরেকে টিকেটের তারিখ পরিবর্তন ও রিইস্যু সেবা দিচ্ছে বিমান
দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখি ভাড়া সর্বোচ্চ ৫৪০০.০০ টাকা নির্ধারণ করেছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারনের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে।
এছাড়াও বন্যা দুর্গত এলাকার সন্মানীত যাত্রীগন বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোন রকম চার্জ ব্যতিরেকে সীট ফাকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে, সম্মানিত যাত্রীগণকে যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রিইস্যু করতে সংশ্লিষ্ট টিকেট ইস্যুয়িং এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।
বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীগণকে কোনরকম চার্জ ব্যতিরেকে এ সেবা দেয়া হবে।
By Biman Bangladesh Airlines Ltd.