Trekking & Adventure BD

  • Home
  • Trekking & Adventure BD

Trekking & Adventure BD ভ্রমণ বিলাসিতা নয়
ভ্রমণ নিজের জন্য বি?

ভিসা ছাড়া যেসব দেশে যাওয়া যাবে ( বাংলাদেশী পাসপোর্ট)এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্...
21/01/2024

ভিসা ছাড়া যেসব দেশে যাওয়া যাবে ( বাংলাদেশী পাসপোর্ট)
এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
--------------------------

ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে :

এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল কি?
এটা এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।

ই-ভিসায় (E-Visa) ঘুরে আসতে পারবেন যেসব দেশে:
এশিয়া: নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার ভিসাসহ কিভাবে ট্রাভেল ট্রাভেল করবেন সেটা জানুন। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্টস:

ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট
এনআইডি, জন্মনিবন্ধনপত্র (অপ্রাপ্তবয়স্কদের জন্য) ইত্যাদি।

কক্সবাজার এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ সকল তথ্য ✅⭕ নামঃ কক্সবাজার এক্সপ্রেস। ⭕ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪। ⭕ রুটঃ কক্সবাজার-চট্টগ্রা...
18/01/2024

কক্সবাজার এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ
সকল তথ্য ✅

⭕ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
⭕ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
⭕ রুটঃ কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা।
⭕ সার্ভিসঃ ননস্টপ।
⭕ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান
লাল-সবুজ কোচ দ্বারা ৷
⛔ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩/আপ কক্সবাজার
থেকে মঙ্গলবার,
৮১৪ ডাউন ঢাকা থেকে সোমবার।

✔️ সময়সূচিঃ

✔️ ৮১৩ আপ কক্সবাজার থেকে ছাড়বে
দুপুর ১২.৩০ মিনিটে।
▶️চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে।
▶️চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিটে
▶️বিমানবন্দর পৌঁছাবে রাত০৮.৩০
মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩
মিনিটে।
▶️ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।

✔️ ৮১৪ ডাউন ঢাকা থেকে ছাড়বে রাত
১০.৩০ মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত
১০.৫৩ মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত
১০.৫৮ মিনিটে।
▶️চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে।
▶️চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে।
▶️কক্সবাজার পৌঁছাবে সকাল
০৭.২০মিনিটে।

✅ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া।

⭕ শোভন চেয়ার > ৬৯৫ টাকা।
⭕ স্নিগ্ধা >১৩২৫ টাকা।
⭕ এসি সিট >১৫৯০ টাকা।
⭕ এসি বার্থ >২৩৮০ টাকা।

✅চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত
ভাড়া।

⭕ শোভন চেয়ার >২৫০ টাকা।
⭕ স্নিগ্ধা >৪৭০ টাকা।
⭕ এসি সিট >৫৬৫ টাকা।
⭕ এসি বার্থ >৮৪৫ টাকা।

▶️বিস্তারিত সিটপ্লানঃ

⭕শোভন চেয়ারে জানালার পাশের সীট নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮,
➡️২৯, ৩২, ৩৩, ৩৬⬅️
৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷
➡️ ⬅️টেবিল সিট।

⭕স্নিগ্ধা শ্রেণীতে জানালার পাশের সীট নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩,
➡️২৪, ২৭, ২৮, ৩১⬅️
৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫।
➡️ ⬅️টেবিল সিট৷

➡️৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম
৬০ থেকে ৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
➡️৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

⛔ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন কোচ না থাকার কারণে এই ট্রেনে আপাতত কোনো কেবিন কোচ সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।

ধৈর্য সহকারে পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ 💐

05/05/2023

কোলকাতার রুটি ❤️

Best tour ever ❤️
20/04/2023

Best tour ever ❤️

30/03/2023

গ্যাংটকে এক মেয়ে পাগল হয়ে গেছে 😃

23/02/2023

এখানেই শান্তি ❤️

10/01/2023

জীবন সুন্দর । আলহামদুলিল্লাহ ❤️

25/10/2022

মারায়ংতং ❤️

© Afiyat

এক ট্যুরে আলীরগুহুা, শিলবুনিয়া ঝর্ণা, মারায়ংতং ক্যাম্পিং এবং কক্সবাজার যাচ্ছে টিএবি পরিবার। ইভেন্ট ফি - ৫০০০/- বুকিং এর ...
23/10/2022

এক ট্যুরে আলীরগুহুা, শিলবুনিয়া ঝর্ণা, মারায়ংতং ক্যাম্পিং এবং কক্সবাজার যাচ্ছে টিএবি পরিবার।

ইভেন্ট ফি - ৫০০০/-

বুকিং এর জন্য কল করুন - 01521101634 (Jisan Mirza)

22/10/2022

নাফাখুম পাড়ায় Trekking & Adventure BD পরিবারের গেস্টদের রাতের খাবারের আয়োজন চলতেছে ❤️

20/10/2022

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের উপর যৌথ বাহিনীর অভিযান ❤️

১৩ অক্টোবর, বৃহস্পতিবার রাতে "Trekking & Adventure BD (TAB)" পরিবারের ১ বছর পূর্তি সেলিব্রেশন ট্যুরে যাচ্ছে সাজেক ভ্যালি...
08/10/2022

১৩ অক্টোবর, বৃহস্পতিবার রাতে "Trekking & Adventure BD (TAB)" পরিবারের ১ বছর পূর্তি সেলিব্রেশন ট্যুরে যাচ্ছে সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। পুরো লুসাই গ্রামটা থাকবে টিএবি পরিবারের জন্য বরাদ্দ।

🏞️ সাজেক ট্যুরঃ [৩ রাত, ২ দিন]

👉 যাত্রা শুরু ১৩ অক্টোবর, বৃহস্পতিবার রাত।
👉 যাত্রা শেষ ১৬ অক্টোবর, রবিবার সকাল।

💰ইভেন্ট ফি 👇
🙋‍♂️সিঙ্গেল- ৫৫০০ টাকা জন প্রতি। (৪/৬ জন ১ রুমে)
👫কাপল - ৬৫০০ টাকা জন প্রতি।

📖 ✍️বিস্তারিতঃ

👉 ১৩ অক্টোবর, বৃহস্পতিবার রাতে ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড/সায়দাবাদ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
👉 ১৪ অক্টোবর, শুক্রবার সকালে খাগড়াছড়িতে নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে ৯টা এর মধ্যে চাদের গাড়ি সাজেকের উদ্দেশ্য যাত্রা শুরু করবো।

আকাবাকা পাহাড়ি পথ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ইনশাআল্লাহ্‌ দুপুর ১.০০ টার মধ্যে সাজেক লুসাই গ্রাম পৌছে যাবো। সাজেক পৌছে আমাদের নির্ধারিত রিসোর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিবো। লাঞ্চ শেষে বিশ্রাম কিংবা যার যার মত সাজেক এর আসে পাশে ঘুরে দেখবো।

বিশ্রাম শেষে বিকালে আমরা ঘুরে দেখবো সাজেকের কংলাক পাহাড়।

সন্ধ্যায় লুসাই গ্রামে হবে টিএবি সেলিব্রেশন আয়োজন, থাকবে নানা চমক আর সাথে আড্ডা+ গানের আসর। রাতে হবে বার্বিকিউ পার্টি। সবাই মিলেই আয়োজন করবো সেই বার্বিকিউর পার্টির।

👉 ১৫ অক্টোবর, শনিবার খুব সকালে উঠে ফ্রেশ হয়েই আমরা হ্যালি প্যাড ঘুরে এসে সকালের নাস্তা করে উঠে যাবো ফের চান্দের গাড়ীতে। চান্দের গাড়ীতে করে খাগড়াছড়ি এসে লাঞ্চ করে আমরা আমরা ঘুরে দেখবো ঝুলন্ত ব্রীজ এবং আলুটিলা গুহা (সময় সাপেক্ষে), রিসাং ঝর্ণা।

সন্ধ্যায় খাগড়াছড়ি শহর নিজেদের মতো করে ঘুরে, কারো কেনাকাটা থাকলে কেনাকাটা করে ডিনার করে সাড়ে নয়টার মধ্যে কাউন্টারে থাকবো সবাই। ১০ টায় খাগড়াছড়ি থেকে আমাদের নির্ধারিত পরিবহনে করে ইনশাআল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।

১৬ অক্টোবর, রবিবার সকাল ৬ টার মধ্যে আমরা ইমশাআল্লাহ্ ঢাকায় থাবো।

🍗 "ভোজন বিলাস"
😋 ২ দিনে মোট ৬ বেলা খাবার।

👉 প্রথমদিন সকালের নাস্তা পরোটা+সব্জি/ডিম, দুপুরে বেম্বো চিকেন, ভর্তা ভাত, ডাল এবং রাতে মুরগী BBQ এবং পরোটা।

👉 দ্বিতীয় দিন সকালের নাস্তা ডিম খিচুড়ি। দুপুরে মুরগী, ভাত, ডাল।

💵 বুকিং মানি - ২০৪০ টাকা
বিকাশ/নগদ নম্বর - 01521-101634/ 01689-778809

ইভেন্ট সম্পর্কিত বিস্তারিত কথা বলতে কল করুন- 01521101634/01689-778809

ফেসবুক গ্রুপ লিংক 👉 https://www.facebook.com/groups/trekkingandadventurebd/?ref=share_group_link

"ভ্রমণ বিলাসিতা নয়ভ্রমণ নিজের জন্য বিনিয়োগ"আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস।আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এক এক করে বাংল...
27/09/2022

"ভ্রমণ বিলাসিতা নয়
ভ্রমণ নিজের জন্য বিনিয়োগ"

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস।

আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এক এক করে বাংলাদেশের ৫৮ টা জেলা আমার ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে। আপনাদের সাথে সে সব জেলায় আমার ঘুরে দেখার কিছু মুহুর্ত শেয়ার করলাম। কিছু জেলার ভ্রমণ করা হলেও ভালো স্মার্টফোন কিংবা ক্যামেরার অভাবে তখন ছবি তোলা হয় নি।

26/09/2022

My Lyf ❤️

25/09/2022

সাঙ্গু নদী, বান্দরবান ❤️

23/09/2022

সুখ জন্মদিন ক্যাপ্টেন ❤️

12/09/2022

❤️

"টিএবি হাওড় বিলাস বুষ্টার ডোজ" Trekking & Adventure BD (TAB) পরিবারের টাঙ্গুয়ার হাওড়ের তৃতীয় এবং খুব সম্ভব এই সিজনের শেষ...
09/09/2022

"টিএবি হাওড় বিলাস বুষ্টার ডোজ"
Trekking & Adventure BD (TAB) পরিবারের টাঙ্গুয়ার হাওড়ের তৃতীয় এবং খুব সম্ভব এই সিজনের শেষ অফিসিয়াল ইভেন্ট।

👉 ইভেন্ট ফিঃ ঢাকা থেকে ৪০০০/-

👉 বুকিং - 01521-101634 নাম্বারে ২০৪০ টাকা বিকাশ/নগদে পাঠিয়ে কনফার্ম করতে হবে।

👉 আসন সংখ্যাঃ ২০-২২টি। বুকিং অনুযায়ী আপ-ডাউন বাসের সিট দেওয়া হবে।

✍️ বিস্তারিতঃ
👉ডে ১ঃ ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে আমরা সায়েদাবাদ থেকে বাসে সুনামগঞ্জের উদ্দেশ্য রওয়ানা দিবো।

👉ডে ২ঃ ১৬ সেপ্টেম্বর, শুক্রবার সুনামগঞ্জ নেমে সকালের নাস্তা করে লোকাল লেগুনা/বাইকে করে চলে যাবো তাহিরপুর। সেখান থেকে দু'দিনের জন্য মাছ, মাংস, সবজি বাজার করে নিবো। তারপর ওয়াচ টাওয়ার গিয়ে গোসল করে সেদিন পুরো বিকালটা কাটিয়ে দিবো নীলাদ্রি লেকের পাড়ে। রাতের বেলায় খোলা আকাশের নিচে ট্রলারের ছাদে বসে রাতটা কাটিয়ে দিবো নিজেদের মতো করে।

👉 ডে ৩ঃ ১৭, শনিবার খুব সকালে ঘুম থেকে উঠে চলে যাবো লাকমা ছড়াতে। লাকমা ছড়াতে গেলে অনেকটা জাফলং এর ফিল পাবেন। লাকমা ছড়া ঘুরে এসে সকালের নাস্তা করে যার যার মতো করে ব্যাক্তিগত খরচে বাইকে করে চলে যাবো শিমুল বাগান, জাদুকাটা নদী, বারিক্কা টিলা দেখতে। সবগুলা জায়গা ঘুরে রাতের বাসে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিবো।

👉 ডে ৪ঃ ১৮ সেপ্টেম্বর, রবিবার সকালে ইনশাআল্লাহ আমরা ঢাকায় থাকবো।

👉 যা দেখবোঃ
★টাঙ্গুয়ার হাওর
★নীলাদ্রি লেক
★লাকমাছড়া
★শিমুল বাগান
★বারিক্কা টিলা
★জাদুকাটা নদী

👉 ট্যুরে যা যা থাকবেঃ

★ ঢাকা-সুনামগঞ্জ নন এসি বাস ভাড়া
★ ৫ বেলা খাবার
★ সুনামগঞ্জ টু তাহিরপুর এবং তাহিরপুর টু সুনামগঞ্জের ট্রান্সপোর্ট খরচ।
★ নৌকার ভাড়া
★ বিকালে বা সন্ধ্যায় নাস্তা + চা

👉 যা যা থাকবে নাঃ
★ নীলাদ্রি লেক থেকে শিমুল বাগান, বারিক্কা টিলার বাইকের যাতায়াত খরচ।
★ নৌকায় লাইফ জ্যাকেট খরচ।
★ ট্যুর থেকে ফেরার দিন রাতের খাবার
★কোন ধরনের ব্যাক্তিগত খরচ
★ট্যুরে অন্তর্ভুক্ত না এমন কিছু
★যাত্রা বিরতির খাবার

👉 খাবারের মেন্যুঃ
★ ১৬ সেপ্টেম্বরঃ
সকালে -খিচুড়ি / পরোটা-ডালভাজি।
দুপুরে- হাওরের মাছ-ভাত ভর্তা ডাল।রাতে- হাওরের হাঁস/মুরগী, ডাল, ভর্তা

★ ১৭ সেপ্টেম্বর।
সকালে- খিচুড়ি, ডিম
দুপুরে - আলু ভর্তা, মুরগী, ডাল।

👉 যা যা মানতে হবেঃ
★ট্যুর চলাকালীন কোন ধরনের মাদকদ্রব্য সেবন করা যাবে না।
★পারমিশন ছাড়া গ্রুপের মেয়েদের ছবি তুলা যাবে না।
★গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবে না।
★স্থানীয়দের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবে না।

যে কোন প্রয়োজনে অথবা বিস্তারিত জানতে 01689-778809 নাম্বারে কল দিতে পারেন।

📌 Nafakhum - নাফাখুম জলপ্রপাত
09/09/2022

📌 Nafakhum - নাফাখুম জলপ্রপাত

Beauty of Tanguar Haor Clicked by Jisan'S Photography
08/09/2022

Beauty of Tanguar Haor

Clicked by Jisan'S Photography

"টিএবি হাওড় বিলাস বুষ্টার ডোজ" Trekking & Adventure BD (TAB) পরিবারের টাঙ্গুয়ার হাওড়ের তৃতীয় এবং খুব সম্ভব এই সিজনের শেষ...
06/09/2022

"টিএবি হাওড় বিলাস বুষ্টার ডোজ"
Trekking & Adventure BD (TAB) পরিবারের টাঙ্গুয়ার হাওড়ের তৃতীয় এবং খুব সম্ভব এই সিজনের শেষ অফিসিয়াল ইভেন্ট।

👉 ইভেন্ট ফিঃ ঢাকা থেকে ৪০০০/-

👉 বুকিং - 01521-101634 নাম্বারে ২০৪০ টাকা বিকাশ/নগদে পাঠিয়ে কনফার্ম করতে হবে।

👉 আসন সংখ্যাঃ ২০-২২টি। বুকিং অনুযায়ী আপ-ডাউন বাসের সিট দেওয়া হবে।

✍️ বিস্তারিতঃ
👉ডে ১ঃ ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে আমরা সায়েদাবাদ থেকে বাসে সুনামগঞ্জের উদ্দেশ্য রওয়ানা দিবো।

👉ডে ২ঃ ১৬ সেপ্টেম্বর, শুক্রবার সুনামগঞ্জ নেমে সকালের নাস্তা করে লোকাল লেগুনা/বাইকে করে চলে যাবো তাহিরপুর। সেখান থেকে দু'দিনের জন্য মাছ, মাংস, সবজি বাজার করে নিবো। তারপর ওয়াচ টাওয়ার গিয়ে গোসল করে সেদিন পুরো বিকালটা কাটিয়ে দিবো নীলাদ্রি লেকের পাড়ে। রাতের বেলায় খোলা আকাশের নিচে ট্রলারের ছাদে বসে রাতটা কাটিয়ে দিবো নিজেদের মতো করে।

👉 ডে ৩ঃ ১৭, শনিবার খুব সকালে ঘুম থেকে উঠে চলে যাবো লাকমা ছড়াতে। লাকমা ছড়াতে গেলে অনেকটা জাফলং এর ফিল পাবেন। লাকমা ছড়া ঘুরে এসে সকালের নাস্তা করে যার যার মতো করে ব্যাক্তিগত খরচে বাইকে করে চলে যাবো শিমুল বাগান, জাদুকাটা নদী, বারিক্কা টিলা দেখতে। সবগুলা জায়গা ঘুরে রাতের বাসে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিবো।

👉 ডে ৪ঃ ১৮ সেপ্টেম্বর, রবিবার সকালে ইনশাআল্লাহ আমরা ঢাকায় থাকবো।

👉 যা দেখবোঃ
★টাঙ্গুয়ার হাওর
★নীলাদ্রি লেক
★লাকমাছড়া
★শিমুল বাগান
★বারিক্কা টিলা
★জাদুকাটা নদী

👉 ট্যুরে যা যা থাকবেঃ

★ ঢাকা-সুনামগঞ্জ নন এসি বাস ভাড়া
★ ৫ বেলা খাবার
★ সুনামগঞ্জ টু তাহিরপুর এবং তাহিরপুর টু সুনামগঞ্জের ট্রান্সপোর্ট খরচ।
★ নৌকার ভাড়া
★ বিকালে বা সন্ধ্যায় নাস্তা + চা

👉 যা যা থাকবে নাঃ
★ নীলাদ্রি লেক থেকে শিমুল বাগান, বারিক্কা টিলার বাইকের যাতায়াত খরচ।
★ নৌকায় লাইফ জ্যাকেট খরচ।
★ ট্যুর থেকে ফেরার দিন রাতের খাবার
★কোন ধরনের ব্যাক্তিগত খরচ
★ট্যুরে অন্তর্ভুক্ত না এমন কিছু
★যাত্রা বিরতির খাবার

👉 খাবারের মেন্যুঃ
★ ১৬ সেপ্টেম্বরঃ
সকালে -খিচুড়ি / পরোটা-ডালভাজি।
দুপুরে- হাওরের মাছ-ভাত ভর্তা ডাল।রাতে- হাওরের হাঁস/মুরগী, ডাল, ভর্তা

★ ১৭ সেপ্টেম্বর।
সকালে- খিচুড়ি, ডিম
দুপুরে - আলু ভর্তা, মুরগী, ডাল।

👉 যা যা মানতে হবেঃ
★ট্যুর চলাকালীন কোন ধরনের মাদকদ্রব্য সেবন করা যাবে না।
★পারমিশন ছাড়া গ্রুপের মেয়েদের ছবি তুলা যাবে না।
★গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবে না।
★স্থানীয়দের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবে না।

যে কোন প্রয়োজনে অথবা বিস্তারিত জানতে 01689-778809 নাম্বারে কল দিতে পারেন।

06/09/2022

টিএবি হাওড় বিলাস সেকেন্ড ডোজ ❤️

Trekking & Adventure BD (TAB) Rockzz ❤️

তারপর কার কি এচিভমেন্ট হলো বলেন।
05/09/2022

তারপর কার কি এচিভমেন্ট হলো বলেন।

Trekking & Adventure BD (TAB) পরিবারের হাওড় বিলাস সেকেন্ড ডোজ এর গেস্টরা চিল করতেছে ওয়াচ টাওয়ারে। টিএবি হাওড় বিলাস বুষ্ট...
04/09/2022

Trekking & Adventure BD (TAB) পরিবারের হাওড় বিলাস সেকেন্ড ডোজ এর গেস্টরা চিল করতেছে ওয়াচ টাওয়ারে।

টিএবি হাওড় বিলাস বুষ্টার ডোজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে। ইভেন্ট ফি মাত্র - ৪০০০/-

আগ্রহীরা দ্রুত বুকিং কনফার্ম করুন।

04/09/2022

নাফাখুমের পথে টিএবি পরিবারের গেস্ট ও শুভাকাঙ্ক্ষী নান্নু ভাই ❤️

03/09/2022

ডিগবাজি 😄

বান্দরবান, নাফাখুম।

01/09/2022

বান্দরবান ট্যুর ❤️

📷 EKA MAN

Address


Telephone

+8801521101634

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trekking & Adventure BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share