Travelers of Feni

Travelers of Feni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travelers of Feni, Tour guide, Fani.

24/02/2024
"TOF Camping Festival Season 1"ফেস্টিভ্যাল নিয়ে সবার আগ্রহ দেখে আমরা বিস্মিত হয়েছি। ফেনীতে গত দুই বছর ক্যাম্পিংয়ের প্রতি...
17/01/2024

"TOF Camping Festival Season 1"
ফেস্টিভ্যাল নিয়ে সবার আগ্রহ দেখে আমরা বিস্মিত হয়েছি। ফেনীতে গত দুই বছর ক্যাম্পিংয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। সারাবছরই পাহাড় থেকে সাগর সব জায়গায় ফেনীর ক্যাম্পারদের আনাগোনা দেখা যায়। এছাড়া অনেক মানুষ আছে যারা এখনো ক্যাম্পিংয়ের সাধ নিতে পারেননি। এই ফেস্টিভ্যালে আমরা অভিজ্ঞ- অনভিজ্ঞ সবাই মিলে একসাথে ক্যাম্পিং করবো এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবো।।এই ফেস্টিভ্যালে ফেনী ছাড়াও অন্যান্য জেলাররা ক্যাম্পাররা আমন্ত্রিত। একলা, দোকলা, ফ্যামিলি সহ যেকেউ অংশগ্রহণ করতে পারবেন।
ইভেন্ট লোকেশন - সোনাগাজীর একটু সুন্দর চর।রেজিষ্ট্রেশন যারা করবেন তাদেরকে লোকেশন ডিটেইলস দিয়ে দেয়া হবে।
ইভেন্ট ডেট - ২৬ জানুয়ারি বিকাল ৩ টা থেকে ২৭ জানুয়ারী সকাল ১১ টা।
এই ক্যাম্পিংয়ে আমরা কি কি করবো??
• নতুন মানুষের সাথে পরিচিত হবো। তাদের কাছে ট্রাভেলিংয়ের গল্প শুনবো এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করবো
• টেলিস্কোপে রাতের আকাশে চাঁদ দেখবো।
• সবাই অংশগ্রহণ করবে এমন কিছু গেইম এবং কুইজ থাকবে। ক্যাম্পফায়ার
• তাবুতে থাকার অভিজ্ঞতা নিতে পারবেন নতুনরা।
• ইভেন্টের দিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ৩ বেলা খাবারের ব্যবস্থা থাকবে।
কি কি নিয়ে আসবেন?
- তাবুর ভিতরে থাকার জন্য স্লিপিং ব্যাগ / কাঁথা
(তাবু আমরা দিবো)
- নিজের তাবু থাকলে অবশ্যই নিয়ে আসবেন।
- ২ লিটার পানি
- প্রয়োজনীয় মেডিসিন
- টর্চ লাইট
******রুলস******
১. কোনো ধরনের মাদক আনা যাবেনা।
২. ফানুস উড়ানো যাবেনা।
৩. বাজি ফোটানো যাবেনা।
৪. সাউন্ড বক্স আনা যাবেনা।
৫. ক্যাম্পগ্রাউন্ড পরিস্কার করে যেতে হবে যাওয়ার আগে।
যারা লোকেশনে সরাসরি আসবেন তাদের খরচ - ৬১০
যারা ফেনী থেকে আসবেন তাদের খরচ - ৮১৫
টাকা বিকাশ/ নগদ করে কনফার্ম করতে হবে। কনফার্ম করার লাস্ট ডেট ২২ জানুয়ারী । কিন্তু এর মধ্যে আমাদের নির্দিষ্ট কোটা পূরণ হয়ে গেলে রেজিষ্ট্রেশন ক্লোজ করে দেয়া হবে। তাই আগে আগে বুকিং দেয়ার চেষ্টা করবেন।
বিকাশ / নগদ- 01644-293500 - Asaduzzaman Nur
বিকাশ - 01850-000950 - Nazmul Hasan
টাকা বিকাশ করে যে নাম্বারে বিকাশ করেছেন ওই নাম্বারে কল দিয়ে বুকিং নিশ্চিত করে নিবেন। নিজে তাবু আনলে সেটাও তখন বলে দিবেন। তাবু নিজে আনলেও সেক্ষেত্রে কোনো ডিস্কাউন্ট পাবেন না।
যারা সবার সাথে মিলেমিশে কাজ করে থাকতে পারার মানসিকতা আছে শুধুমাত্র তারাই আমন্ত্রিত।

17/01/2024

Nothings come easy!

Half of the movie is over, and the last half will reach its conclusion soon. But here we  blending it with high hopes, m...
16/01/2024

Half of the movie is over, and the last half will reach its conclusion soon. But here we blending it with high hopes, making it complicated.

Its 3 am now and m sleeping inside my tent.
07/01/2024

Its 3 am now and m sleeping inside my tent.

Witness of a fallen piece of heaven
18/09/2023

Witness of a fallen piece of heaven

City Lights
17/12/2022

City Lights

08/10/2022

অফিসিয়ালভাবে কেওক্রাডং বাংলাদেশের ৩য় সর্বোচ্চ চূড়া, যদিও আনঅফিসিয়ালভাবে এইটা বাংলাদেশের ৫ম সর্বোচ্চ চূড়া। উচ্চতা প্রায় ৩১৭২ ফুট। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর' , ক্রা মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়।রুংরাং-ক্রিস্তং এর পর এবার যাচ্ছি আমরা কেওক্রাডং সামিট করতে সাথে থাকবে প্রকৃতির অপরূপ এক সৃষ্টি বগা লেক। একে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়ে থাকে। বগা লেকের আসল নাম বগাকাইন হ্রদ, যা স্থানীয়ভাবে বগা লেক নামে পরিচিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত লেকটি। ফানেল বা চোঙাকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় বগা লেকের অদ্ভূত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের ন্যায়।
আমাদের যাত্রার তারিখঃ ২৬ অক্টোবর -রাত ১১ টা (মহীপাল)
ফেরার তারিখঃ ২৯ অক্টোবর -রাত ১০ টা (আনুমানিক)
👉ট্যুর ফি- ৫৫০০ টাকা জন প্রতি ফেনী থেকে।
👉কনফার্ম করার শেষ তারিখ- ১৮ অক্টোবর, ২০২২
টিম সাইজঃ ১৪/২৮ জন।
ভ্রমণের সময়কাল-
২ রাত ৩ দিন
***ভ্রমণের স্থান সমুহঃ
১. বগালেক
২. চিংড়ি ঝর্না
৩. কেওক্রাডং
৪. দার্জিলিং পাড়া
৫. রুমা বাজার
বিস্তারিত ভ্রমণ প্ল্যানঃ
-------------
মহীপাল বাস টার্মিনাল থেকে অক্টোবর এর ২৬ তারিখ বুধবার রাত ১১ টায় বান্দরবান এর উদ্দেশ্যে রওয়ানা হবো। বান্দরবান পৌঁছে বাস থেকে নেমে নাস্তা করে জীপে/বাসে উঠে রুমার উদ্দেশ্যে রওনা হবো।পথে আর্মি ও পুলিশের অনুমতি নিয়ে বগালেকের উদ্দেশ্যে এগোতে থাকবো।বগালেক নেমে খাবার পর্ব শেষে রেস্ট করবোত,তারপর সারাদিন কাটাবো বগালেকে।রাতে ইচ্ছে আছে আপনাদের বারবিকিউ খাওয়ানোর,এরপর আড্ডা গান শেষে ঘুমিয়ে যাবো।সকালে খিচুড়ি খেয়ে ট্রেকিং শুরু করবো কেওক্রাডং এর উদ্দেশ্যে।পথে চিংড়ি ঝর্ণাতে দাপাদাপি হবে।ধীরে সুস্থে ট্রেকিং করে আমরা দুপুরের মাঝে চূড়ায় পোঁছে যাবো.দুপুরে খেয়ে রুমে রেস্ট করে বিকেলে বের হয়ে আশেপাশে ভিউ উপভোগ করবো,রাতের খাবার শেষে একটু আড্ডা মাস্তি করে ঘুমিয়ে যাবো,ভোরে উঠে হেলিপ্যাডে সূর্যোদয় দেখবো।কপাল ভালো হলে এটা জীবনের অন্যতম সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন।
সকালে দার্জিলিং পাড়ায় নাস্তা করে বগালেকের দিকে আবার ট্রেকিং শুরু করবো।দুপুরে বগালেকে খেয়ে ফেনীর পথে রওয়ানা হবো,আশাকরি রাত ১০-১১ টার মধ্যে ফেনী থাকবো।
👉৫৫০০ টাকায় যা যা থাকবেঃ
১. ফেনী-বান্দরবান-ফেনী বাস ভাড়া
২. জীপ ভাড়া
৩. সকালের নাস্তা
৪. দুপুরের খাবার
৫. রাতের খাবার
৬. রাত্রিযাপনের খরচ
৭. পরেরদিনের সকালে খিচুড়ি
৮. দুপুরের খাবার
৯. রাতের খাবার
১০. রাত্রিযাপন খরচ
১১. সকালের নাস্তার খরচ
১২. দুপুরের খাবার
১৩. গাইড খরচ
১৪. গাইডের থাকা খাওয়া খরচ
১৫. জীপ মামাদের খাবার খরচ
১৬. আনুষাঙ্গিক খরচ
👉কি কি আনতে হবে:
১. ট্রেকিং উপযোগী জুতা অবশ্যই
২. ট্রেকিং উপযোগী জামাকাপড়
৩. শুকনা খাবার পালস চকলেট পিনাটবার ম্যাংগোবার রাখতে পারেন
৪. গামছা
৫. বাড়তি কাপড়
৬. পাওয়ার ব্যাংক
৭. নিজের যাবতীয় ঔষধাদি
৮. ওয়াটার প্রুফ মোবাইল কভার
৯. পলিথিন বৃষ্টি হতে পারে
১০. পায়ের মোজা অথবা ফুটবল খেলার এংলেট
১১. ৪ কপি ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
যারা যাবেন ১৮ অক্টোবর এর মধ্যে আমাদের ২০৪০ টাকা বিকাশ করে কনফার্ম করবেন তাহলে আমরা আপনাকে ম্যাসেঞ্জার গ্রুপে এড করে নিবো ,বিস্তারিত ওখানে দিবো ধন্যবাদ
👉বিকাশ নাম্বার:-
আসাদঃ ০১৬৪৪-২৯৩৫০০
যোগাযোগ:-
আসাদঃ ০১৬৪৪-২৯৩৫০০
বিঃদ্রঃ প্রাকৃতিক পরিবেশ অথবা কোন পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট সবার সাথে কথা বলে যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবে।

ক্রিসতং এর চূড়া থেকে ট্রাভেলার্স অব ফেনীর একাংশ। #আলিকদম #বান্দরবন
15/07/2022

ক্রিসতং এর চূড়া থেকে ট্রাভেলার্স অব ফেনীর একাংশ।

#আলিকদম
#বান্দরবন

25/11/2021
25/11/2021

কেমন ছিল আজকের শ্রীমঙ্গল আজ প্রায় ৬৫ বছর আগে?

অস্কারপ্রাপ্ত ছবি Around The World in 80 Days (1956) এর কিছু অংশ শ্রীমঙ্গলে ধারণ করা হয়। ছবির এই অংশের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশটি ছিল লাউয়াছড়া ভেতর দিয়ে রেল লাইনের দৃশ্যটি। প্রায় অর্ধশতাব্দী পরেও এখনো সেই লাউয়াছড়া আগের মতই আছে।
বুনো প্রাণীর অভয় আশ্রম হিসেবে পরিচিত এই লাউয়াছড়া উদ্যান। আগে যত্রতত্র বন্য প্রাণীর দেখা মিললেও এখন এর সংখ্যা হ্রাস পেয়েছে।
এছাড়াও চা বাগান গুলোও আগের মতো।

 #দাগনভূঞাঁ_চৌধুরী_দরজা_জামে_মসজিদ #দাগনভূঞাঁ_ফেনী...নোয়াখালীতে মোঘল বিজয়ের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে ফেনীর দাগনভূঞাঁ...
03/11/2020

#দাগনভূঞাঁ_চৌধুরী_দরজা_জামে_মসজিদ
#দাগনভূঞাঁ_ফেনী...

নোয়াখালীতে মোঘল বিজয়ের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে ফেনীর দাগনভূঞাঁর চৌধুরী দরজা জামে মসজিদ। এটি বর্তমানে অলি আহমদ ভূঞাঁ চৌধুরী জামে মসজিদ নামে পরিচিত।

প্রায় সাড়ে তিনশ’ বছরের পুরনো এ মসজিদ বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী এবং মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এই এলাকায় এক সময় হিন্দু জলদস্যুদের বিচরণ ছিল। ১৬৭০ সালে নোয়াখালী অঞ্চল মোঘল সাম্রাজ্যভুক্ত হওয়ার পর বারো ভূঞা নামে একদল মোঘল সদস্য এ নোয়াখালীতে আসেন। এদের মধ্যে একজন সেনাপতি দাগনভূঞাঁ চৌধুরী এই জেলার শাসনকর্তা নিযুক্ত হন। সেই থেকে এ জায়গার নাম হয় দাগনভূঞাঁ। নোয়াখালী বিজয়ের দুই বছর পর ১৬৭২ সালে দাগনভূঞাঁ চৌধুরী এখানে তার নামে দুইশ’ একর জমি অধিগ্রহণ করে জমিদারি প্রথা চালু করেন। তার বাড়ির সামনের দরজা ঘেঁষে নিজ নামে নির্মাণ করেন দাগনভূঞাঁ চৌধুরী দরজা জামে মসজিদ।

এ মসজিদের অপূর্ব কারুকার্য মুগ্ধ করবে নিমিষেই। দাগনভূঞাঁ চৌধুরী মসজিদটির পেছনে এবং সামনে একশ’ একর জমির ওপর বাড়ি ও মসজিদ নির্মাণ করেন। বাড়ি ও মসজিদ থেকে পূর্বদিকে ফেনী ও বসুরহাট সড়কে একশ’ একর জমির ওপর দাগনভূঞাঁ নামে একটি বাজারও স্থাপন করেন তিনি।

দাগনভূঞাঁ চৌধুরী বাড়ির সামনে কবরস্থানের পাশে স্থাপিত ফলক অনুযায়ী জানা যায় ১৬৭২ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মসজিদটি নির্মাণশৈলী অনুপম নিদর্শন। এ মসজিদ বর্গ আকারে, যার দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ৩৫ ফুট। উত্তর ও পূর্ব দিকে প্রবেশপথ রয়েছে। ওপরে পুরো ছাদে আছে তিনটি গম্বুজ। এ ছাড়া চার কোণে নিপুণভাবে তৈরি মসজিদের দেয়ালে সাড়ে ৫ ফুট গাঁথনি, যা চুন, চুরকি দিয়ে গাঁথা। মসজিদের বাইরে, ভেতরে সুন্দর কারুকার্য করা নকশা। বাইরে সুরম্য দরজাসহ পুরো সীমানার চারপাশে দেয়াল রয়েছে। মসজিদের সম্মুখে আঙ্গিনা পাকা করা। পাশে বড় দীঘি। চার কোনার পিলারের ওপর রয়েছে ১৫টি মিনার। মিনারগুলো ছাদের কিছু ওপরে ওঠে গম্বুজ আকৃতিতে শেষ হয়েছে। মিহরাবের পশ্চিম দেয়ালের সমান্তরালভাবে মসজিদে প্রবেশের জন্য ছয়টি মেহরাবে পাঁচটি ধনুক আকৃতির প্রবেশপথ রয়েছে। প্রতিটির উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি এবং প্রস্থ ৫ ফুট ৩ দশমিক ৪ ইঞ্চি।

#সংগৃহীত

কাঞ্চনজঙ্গার ফেনী শাখা 🙂
31/10/2020

কাঞ্চনজঙ্গার ফেনী শাখা 🙂

কাঞ্চনজঙ্ঘা  || ❤আমার বাড়ি পঞ্চগড়ে হওয়ার কারণে ছোটবেলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। ফজরের পর ভোর বেলা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা ...
29/10/2020

কাঞ্চনজঙ্ঘা || ❤
আমার বাড়ি পঞ্চগড়ে হওয়ার কারণে ছোটবেলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। ফজরের পর ভোর বেলা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে নদীপাড়ে যাওয়া আমার জন্য একটা আবেগের ব্যাপার। এবছর প্রথম গতকাল দেখেছি কাঞ্চনজঙ্ঘা। আজ ভোরে হাটতে বের হলাম নদীর পাড়ে। অপেক্ষা, কখন সূর্যের আলো এসে পড়বে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। আমার অপেক্ষা বৃথা যায়নি। সূর্যের আলো এসে ঠিকরে পড়লো কাঞ্চনজঙ্ঘায় আর কাঞ্চনজঙ্ঘা দেখালো তার অতুলনীয় চিরচেনা বিষ্ময়কর রুপ।
ছোট বেলা থেকে এত দেখেছি, তবুও চোখ জুড়ে বুক জুড়ে শুধুই বিষ্ময়! হ্যাঁ, আমি দেখেছি কাঞ্চনজঙ্ঘা'র রুপ আমার বাড়ির উঠোন থেকে! পঞ্চগড় থেকে!
আর হ্যাঁ আমার বাড়ি সরকার পাড়া, ফুলতলা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, তেঁতুলিয়া ৬৩ কিলোমিটার দুরে। ওখানে গেলে আরো সুন্দর ও স্পষ্ট ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজ ভোর ৬ টা ২০ মিনিটে ছবিটি তুলেছি। ইনশাআল্লাহ সামনে আরোও ছবি তুলবো আপনাদের দেখানোর জন্য।
Canon EOS 80D
Canon EFS 55-250mm IS STM

©Abdullah Al Maruf

সুখবর! দেশের সমগ্র আঞ্চলিক পাসপোর্ট অফিসে একযোগে ই-পাসপোর্ট সেবা ১০ নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম ...
19/10/2020

সুখবর! দেশের সমগ্র আঞ্চলিক পাসপোর্ট অফিসে একযোগে ই-পাসপোর্ট সেবা ১০ নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে

ই-পাসপোর্টের কার্যক্রম আগের চেয়ে সহজ হয়েছে। বেড়েছে প্রিন্ট ও আবেদন জমা নেওয়ার সক্ষমতা। দিন দিন বাড়ছে ই-পাসপোর্টের আবেদনের সংখ্যাও।

শুরুর দিকে রাজধানীতে তিনটি পাসপোর্ট অফিস দিয়ে শুরু হলেও বর্তমানে দেশের ৪৩টি পাসপোর্ট অফিসে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান।

এরই মধ্যে দেশের বিভাগীয় ও পুরনো ১৯টি জেলার পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে দেশের সব পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট চালু করা হবে।’

ই-পাসপোর্ট দেওয়ার সক্ষমতা বেড়েছে। প্রতিদিন ২৫ হাজার ই-পাসপোর্ট প্রিন্ট দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাড়ছে পাসপোর্ট অফিসের সংখ্যা।ভ্রমন কাব্য। গত সেপ্টেম্বরে ৩৩টি পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছিল। গত কয়েক দিনে আরো বেড়ে বর্তমানে ৪৩টি পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।

এখন থেকে ঘরে বসে ই-পাসপোর্ট এর যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন এবং সাক্ষর ও ছবি তোলার জন্য একটি তারিখ দেওয়া হবে। সেই অনুযায়ী গিয়ে জমা দিবেন, একদম সহজ ব্যাপার।

কি কি ডকুমেন্টস লাগবে?

১। ন্যাশনাল আইডি কার্ড কপি
২। নাগরিক সনদপত্রের কপি (চেয়ারম্যান/কমিশনার)
৩। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৪। কৃষক হলে নিজের/পিতা-মাতার জমির পর্চা কপি
৫। ছাত্র হলে কলেজ/বিশ্ববিদ্যালয় আইডি কার্ড এবং SSC, HSC সার্টিফিকেট কপি
৬। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স কপি
৭। চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড এবং NOC কপি / গভঃ জব হলে GO লেটার কপি
৮। বিদ্যুৎ বিলের কপি
৯। টাকা জমার রশিদ (ই-পাসপোর্ট ফি)

আর মাত্র ক টা দিন অপেক্ষা করুন, সমস্ত পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট চালু হতে যাচ্ছে......

বিঃদ্রঃ ১৮ বছরের নিচে কেউ ই-পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন না। ১৮ বছরের নিচে হলে তিনি নরমাল ডিজিটাল পাসপোর্ট এর জন্য আবেদন করবেন (৫ বছর মেয়াদি)।

#তথ্যসূত্রঃ কালের কন্ঠ ও পাসপোর্ট অধিদপ্তর
প্রকাশকালঃ ১৩/১০/২০২০

06/10/2020

Chitkul ❤🗻
Incredible Kinnaur 💕💕

05/10/2020

Moon rise ❤

Kullu , Himachal Pradesh
Oct,2020

Shot by - Ish*ta kaul

সাজেক ট্যুর কনফার্ম করার সময় আর ৩ দিন।কনফার্মেশন ফি -১০০০ টাকাইভেন্ট ফি -৩১০০যাত্রার তারিখ - ১১ই অক্টোবর সকাল ৯ টা (মহীপ...
01/10/2020

সাজেক ট্যুর কনফার্ম করার সময় আর ৩ দিন।
কনফার্মেশন ফি -১০০০ টাকা
ইভেন্ট ফি -৩১০০

যাত্রার তারিখ - ১১ই অক্টোবর সকাল ৯ টা (মহীপাল)

ইভেন্ট লিন্ক প্রথম কমেন্টে।

30/09/2020

🌿🌿

আমাদের সাজেক ট্যুর আগামী ১০ তারিখ (শনিবার)। শনিবার রাত ১২ টায় আমরা মহীপাল স্টার লাইন কাউন্টারে এক হবো।সেখান থেকে রাত ১/২...
27/09/2020

আমাদের সাজেক ট্যুর আগামী ১০ তারিখ (শনিবার)।
শনিবার রাত ১২ টায় আমরা মহীপাল স্টার লাইন কাউন্টারে এক হবো।সেখান থেকে রাত ১/২ টার বাসে খাগড়াছড়ি চলে যাবো।খাগড়াছড়ি গিয়ে নাস্তা করে সেখান থেকে আমাদের নির্ধারিত চান্দের গাড়িতে করে ৯ টার স্কটে সাজেক রওনা দিবো।দুপুর ১২ টার মধ্যে আমরা সাজেক থাকবো।সেখানে আমাদের নির্ধারিত হোটেলে চেক-ইন দিয়ে বাইরে এসে দুপুরের খাবার খাবো।তারপর।একটু রেস্ট নিয়ে বিকালটা আমরা কংলাক পাহাড়ে ঘুরবো।এরপর সন্ধ্যায় হালকা নাস্তা করে যে যার মতো ঘুরবো।রাতে বারবিকিউ থাকবে ডিনার হিসেবে।সকালে আমরা ৫ টার দিকে উঠে যাবো।হেলিপ্যাডে গিয়ে সূর্যোদয় দেখবো।এরপর এসে নাস্তা করে হোটেল থেকে বের হয়ে যাবো।বের হয়ে ওখানকার ১টা বাগানে ঘুরে ১০ টার স্কটে আমরা খাগড়াছড়ি রওনা দিবো।১ টার মধ্যে আমরা খাগড়াছড়ি থাকবো।সেখানের হোটেলে দুপুরের খাবার খেয়ে আমরা ৩ টার বাসে ফেনী রওনা দিবো।
যে কেউ পরিবার সহ যেতে পারবেন।

খরচ - ৩১০০ টাকা
কাপল - ৬৮০০ টাকা (আলাদা রুমের জন্য ৭০০ টাকা বেশি ধরা হয়েছে)

এই টাকায় যা যা পাবেন-
*৩ বেলা লাঞ্চ
*৩ বেলা নাস্তা
*ফেনী-খাগড়াছড়ি-ফেনী যাওয়া আসার বাস ভাড়া
*খাগড়াছড়ি-সাজেক-খাগড়াছড়ি যাওয়া আসার চান্দের গাড়ির ভাড়া
*রিসোর্ট ভাড়া

কনফার্ম করার লাস্ট ডেট -অক্টোবর ৪
১০০০ টাকা বুকিং মানি দিয়ে কনফার্ম করতে হবে।

কমফার্মেশন বা যেকোনো তথ্যের জন কল করুন -
০১৮৮৭-৭৫৩৯০০

শুভ সকাল সাজেক ভ্যালি সাজেক ট্রিপের বুকিং কিন্তু চলছে।ট্রিপ হবে-আগামি ১০ অক্টোবর। ফেনী এসে নামা হবে ১২ অক্টোবর।ফী-৩১০০ জ...
26/09/2020

শুভ সকাল সাজেক ভ্যালি

সাজেক ট্রিপের বুকিং কিন্তু চলছে।

ট্রিপ হবে-আগামি ১০ অক্টোবর। ফেনী এসে নামা হবে ১২ অক্টোবর।

ফী-৩১০০ জনপ্রতি।
কাপল ফী-৩৪০০ টাকা জন প্রতি। তাদের জন্য কাপল রুম থাকবে।

সকল খরচ ইভেন্ট ফী এর মধ্যেই ইনক্লুড।

নারী পুরুষ কাপল সিংগেল সবাই যেতে পারবেন একদম নিশ্চিন্তে।

যোগাযোগ-০১৬৪৪-২৯৩৫০০

📷Anamul Hoque Rasel

ইভেন্ট লিন্ক প্রথম কমেন্টে

Address

Fani

Telephone

+8801644293500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelers of Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Fani travel agencies

Show All