30/08/2021
কিশোরগন্জের "নিকলী" হাওর ভ্রমণ জনপ্রতি ১,২০০/- টাকা
---------------------------------------------------------------
নিকলী হাওর কিশোরগঞ্জ জেলার নিকলী, মিঠামিন, অষ্টগ্রাম এবং ইটনা উপজেলার প্রায় সব এলাকায় বিস্তৃত। গ্রামীণ পরিবেশের বিশেষত্ব পাওয়া যাবে এই হাওরের সৌন্দর্যে। এবং শহুরে জীবনে বেড়ে ওঠা তরুণ বন্ধুদের জন্য, এই বিশাল জলরাশি হতে পারে মুগ্ধতার আরেক নাম।
বিশাল জলের বুকে বিচ্ছিন্ন ছোট গ্রাম। ছোট্ট দ্বীপের মতো। হাওরে ডুবে থাকা খেজুর গাছের সারি বা জলের নীচে থেকে উঠে আসা উইলোর বন বা ডলফিনের লাফানো মুহূর্তে আপনার মনকে ভালো লাগবে। এমনই কিশোরগঞ্জ হাওর। নৌকা চলতে শুরু করার সাথে সাথে এটি পানির রাজ্যে হারিয়ে যায়। দূর থেকে যতদূর চোখ যায়, শান্ত, গভীর জল আপনাকে একটি নরম গ্রামের মতো সজীব করে তুলবে। জলের সীমানা শেষ হতে না হতেই যেন প্রশস্ত আকাশ। এর মাঝে কিছু বাড়ি।
------------------------------------------------------------------------
যাত্রা শুরু: ১৭ সেপ্টেম্বর, ২০২১ ( সকাল ৭টা )
যাত্রা শেষ: ১৭ সেপ্টেম্বর, ২০২১ ( রাত ১০টা )
যা যা দেখব:
★ নিকলী হাওর (বেরিবাদ)
★ ছাতির চড়
★ মিঠামইন
★ অষ্টগ্রাম
প্যাকেজঃ
★ ঢাকা থেকে জনপ্রতি খরচ পড়বে ১,২০০/-
★ কমপক্ষে ৫০০/- দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশ,দিলে ৫১০/- দিতে হবে)
★ বুকিং মানি ফেরতযোগ্য নয়।
★ বুকিং দেবার শেষ সময়: ১২ সেপ্টেম্বর, ২০২১
পারসনাল বিকাশঃ Munna Howlader 01921513762
এই টাকায় যা যা থাকছে:
★ রওনা করার পর থেকে সকল ধরনের বাস/ট্রেন, বোট এবং CNG/AUTO Transport Cost.
★ সকাল এবং দুপুর বেলার মূল খাবার।
★ খাবারের মেন্যুতে থাকবে হাওরের মাছ/হাঁস/মুরগী সাথে ভর্তা ভাজি।
★ আনলিমিটেড চা
★ লাইফ জ্যাকেট।
এই টাকায় যা যা থাকছে না:
★ যাওয়ার আসার পথে বিরতিতে কোন খাবার
★ কোন ধরনের ব্যক্তিগত খরচ
যা যা সাথে নিতে হবে:
★ রোদ কিংবা বৃষ্টির জন্য সানগ্লাস, সানস্ক্রিম, এবং গামছা নেয়া আবশ্যক
★ পলিথিন ও ছাতা।
★ ফোন ও ক্যামেরার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ।
★ পাওয়ার ব্যাংক।
যেকোন জিজ্ঞাসার জন্য ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন এই নাম্বারে: 01729919993 (মুন্না হাওলাদার)